Tag: Foreigners

Foreigners

  • Amit Shah: অবৈধভাবে ভারতে প্রবেশ করলেই…! লোকসভায় পেশ ‘ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স বিল ২০২৫’

    Amit Shah: অবৈধভাবে ভারতে প্রবেশ করলেই…! লোকসভায় পেশ ‘ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স বিল ২০২৫’

    মাধ্যম নিউজ ডেস্ক: মঙ্গলবার লোকসভায় পেশ হল ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স বিল ২০২৫ (Immigration And Foreigners Bill)। এই বিলের মাধ্যমে ভারতের অভিবাসন আইন আধুনিকীকরণ ও একীভূত করার লক্ষ্য নিয়েছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) লোকসভায় বিলটি পেশ করার কথা ছিল। এই বিলটি ভারতে প্রবেশ ও প্রস্থানকারীদের জন্য পাসপোর্টের প্রয়োজনীয়তা নির্ধারণ, বিদেশিদের ভিসা ও নিবন্ধন নিয়ন্ত্রণ ও সংশ্লিষ্ট বিষয়গুলি নিয়ে ক্ষমতা দান করবে।  জাতীয় নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে বিলটি উপস্থাপন করার সময়, স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় বলেন, এই আইন কারও ভারত ভ্রমণে কোনও বাধা সৃষ্টি করবে না।

    প্রস্তাবিত বিলের মূল বিষয় (Amit Shah)

    প্রস্তাবিত বিলের মূল বিষয়গুলি হল, ভুয়া পাসপোর্ট ও জালিয়াতির মাধ্যমে প্রবেশের জন্য কঠোর শাস্তি। এক্ষেত্রে দোষীদের সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ড হতে পারে। যাদের অবৈধ বিদেশি বলে সন্দেহ করা হবে, দেশে থাকতে হলে তাদের নিজস্ব জাতীয়তা প্রমাণ করতে হবে। অভিবাসন কর্মকর্তাদের ক্ষমতায়নও থাকছে প্রস্তাবিত বিলে। প্রবেশ সংক্রান্ত নিয়ম লঙ্ঘন করলে অভিবাসন কর্তৃপক্ষ কোনও ওয়ারেন্ট ছাড়াই ব্যক্তিদের গ্রেফতার করতে পারবে। এয়ারলাইন্স শিপিং এবং পরিবহণ সংস্থাগুলিকে ভারতে প্রবেশে অস্বীকৃত বিদেশিদের ফিরিয়ে নিয়ে যেতে হবে। পরিবহণকারীদের ওপর কঠোর জরিমানার বিধানও রয়েছে। বৈধ ভ্রমণ নথি ছাড়া যাত্রীদের নিয়ে (Amit Shah) আসা পরিবহণ সংস্থাগুলিকে ২ লাখ থেকে ৫ লাখ টাকা পর্যন্ত জরিমানা করা হবে। জরিমানা দিতে ব্যর্থ হলে (Immigration And Foreigners Bill) পরিবহণ মাধ্যমটি আটক বা বাজেয়াপ্ত করা হতে পারে।

    অভিবাসন সম্পর্কিত বিষয়

    ২০২৫ সালের অভিবাসন ও বিদেশি বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে বিবৃতিতে বলা হয়েছে, এটি অভিবাসন সম্পর্কিত বিষয়গুলি, যেমন অভিবাসন কর্তাদের কার্যাবলী, পাসপোর্ট ও ভিসার প্রয়োজনীয়তা এবং অন্যান্য বিষয়গুলির বিধান করে। এতে বিদেশি ও তাদের নিবন্ধন সম্পর্কিত বিষয়গুলি বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানের যে কোনও বিদেশিকে ভর্তি করার বাধ্যবাধকতা সম্পর্কিত বিধান, হাসপাতাল, নার্সিংহোম বা অন্য কোনও চিকিৎসা প্রতিষ্ঠানের বিদেশিদের ভর্তি করার বাধ্যবাধ্যকতা সম্পর্কিত বিধানগুলি নির্দিষ্ট করা রয়েছে।

    নিশিকান্ত দুবে

    বিজেপির সংসদ সদস্য এবং যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি সংক্রান্ত স্থায়ী কমিটির চেয়ারম্যান নিশিকান্ত দুবে এবং বিজেপি (Amit Shah) সাংসদ অনিল বালুনি সংসদে সরকারের গৃহীত পদক্ষেপ সম্পর্কিত কমিটির পর্যবেক্ষণ ও সুপারিশ সম্বলিত তাঁদের ছাপান্নতম রিপোর্টের ওপর ভিত্তি করে ‘ভারতে কেবল টেলিভিশন নিয়ন্ত্রণ’ সংক্রান্ত তথ্য ও সম্প্রচার মন্ত্রকের রিপোর্টটি পেশ করেন। এর পাশাপাশি, তাঁরা সরকারের গৃহীত পদক্ষেপ সম্পর্কিত কমিটির পর্যবেক্ষণ ও সুপারিশ সম্বলিত তাদের চুয়ান্নতম রিপোর্টের ওপর ভিত্তি করে ‘ডিজিটাল পেমেন্ট এবং ডেটা সুরক্ষার জন্য অনলাইন নিরাপত্তা ব্যবস্থা’ সংক্রান্ত ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের সপ্তম রিপোর্টটিও পেশ করেন।

    সাতচল্লিশতম প্রতিবেদন

    তাঁরা লোকসভায় ২০২৪-২৫ সালের যোগাযোগ ও তথ্য প্রযুক্তি সংক্রান্ত স্থায়ী কমিটির নিম্নোক্ত প্রতিবেদনের ওপর সরকারের গৃহীত পরবর্তী কার্যক্রম সংক্রান্ত বিবৃতিও উপস্থাপন করবেন। তাঁরা ‘তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন কেন্দ্রীয় চলচ্চিত্র শংসাপত্র বোর্ডের কার্যক্রম পর্যালোচনা’ সংক্রান্ত স্থায়ী কমিটির সপ্তদশ লোকসভায় উপস্থাপিত সাতচল্লিশতম প্রতিবেদনে অন্তর্ভুক্ত পর্যবেক্ষণ এবং সুপারিশের ওপর সরকারের গৃহীত কার্যক্রম সংক্রান্ত তিপ্পান্নতম প্রতিবেদনও উপস্থাপন করবেন। তাঁরা ‘ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের নাগরিকদের তথ্য নিরাপত্তা ও গোপনীয়তা’ সংক্রান্ত স্থায়ী কমিটির সপ্তদশ লোকসভায় উপস্থাপিত আটচল্লিশতম প্রতিবেদনে অন্তর্ভুক্ত পর্যবেক্ষণ ও সুপারিশের ওপর সরকারের গৃহীত কার্যক্রম সংক্রান্ত পঞ্চান্নতম প্রতিবেদনও উপস্থাপন করবেন।

    রেলওয়ে (সংশোধনী) বিল পাস

    প্রসঙ্গত, সোমবার ১০ মার্চ সংসদে রেলওয়ে (সংশোধনী) বিল পাস হয়েছে, যা রেল পরিচালনাকে আধুনিক ও সুবিন্যস্ত করবে। লোকসভায় বিলস অফ লেডিং বিল ২০২৪-ও পাশ হয়েছে, যা আধুনিক আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে সরলীকরণ ও বোধগম্যতা বাড়াবে। তবে বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে রাজ্যসভায় (Amit Shah) বিরোধীরা সীমানা পুনর্নিধারণ ও নয়া শিক্ষানীতি নিয়ে ওয়াকআউট করে। লোকসভায়ও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের বক্তৃতার সময় ডিএমকে-কে অসৎ বলে সমালোচনা করার প্রতিবাদে বিরোধী সাংসদরা ওয়েলে নেমে আসেন।

    প্রসঙ্গত, রেলওয়ে (সংশোধনী) বিলের লক্ষ্য হল ভারতে রেলওয়ে পরিচালনাকে সহজতর ও আধুনিক করা। আর ২০২৪ সালের বিলস অফ লেডিং বিলের উদ্দেশ্য হল বিভিন্ন বিধানকে আধুনিক আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা, যাতে আইন বোঝা সহজ হয় এবং বর্তমান আইনের মৌলিক দিকগুলি সংরক্ষিত থাকে (Immigration And Foreigners Bill)। উল্লেখ্য, সংসদের বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব শুরু হয়েছে ১০ই মার্চ। চলবে ৪ এপ্রিল পর্যন্ত (Amit Shah)।

  • Sexual Harassment: তিলজলায় তরুণীকে গণধর্ষণ! অভিযুক্ত দুই বিদেশি ফুটবলার

    Sexual Harassment: তিলজলায় তরুণীকে গণধর্ষণ! অভিযুক্ত দুই বিদেশি ফুটবলার

    মাধ্যম নিউজ ডেস্ক: এক তরুণীকে ধর্ষণের (Sexual Harassment) অভিযোগে এক মহিলা ও দুই বিদেশি ফুটবলার সহ তিনজনকে গ্রেফতার করল নিউটাউন থানার পুলিশ। অভিযুক্ত দুই ফুটবলার দক্ষিণ আফ্রিকার ঘানার বাসিন্দা। কলকাতায় তারা বিভিন্ন ফুটবল টুর্নামেন্টে টাকার বিনিময়ে ফুটবল খেলে। পুলিশ জিজ্ঞাসাবাদে জানতে পারে অভিযুক্ত মহিলা মিজোরামের বাসিন্দা। রবিবার তিনজনকেই বারাসত জেলা আদালতে তোলা হলে বিচারক অভিযুক্তদের জেল হেফাজতে রাখার নির্দেশ দেন।

    টাকা চাইতে গিয়েই বিপদ

    পুলিশ সূত্রে খবর, এক তরুণী নিউটাউন থানায় এসে অভিযোগ করেন যে তাঁর সঙ্গে পূর্ব পরিচিত এক মহিলার কাছে টাকা চাইতে যান তিনি। ওই মহিলা জানান, তাঁর কাছে টাকা নেই। কিন্তু তাঁর সঙ্গে গেলে তিনি টাকার ব্যবস্থা করে দিতে পারবেন। সেই বিশ্বাসে তাঁর সঙ্গে সাহায্যপ্রার্থী তরুণী গিয়েছিলেন দুই বিদেশি ফুটবলারের কাছে। অভিযোগ, তারা নিজেদের ফ্ল্যাটে টাকা দেওয়ার অছিলায় ধর্ষণ (Sexual Harassment) করে ওই তরুণীকে। পাঁচ দিন আগের এই ঘটনায় শনিবার রাতে তিলজলা ও নিউটাউন থেকে গ্রেফতার করা হয়েছে এক মহিলা-সহ তিন অভিযুক্তকে। নিউটাউন থানা এলাকার বাসিন্দা ওই তরুণী পুলিশে অভিযোগ দায়ের করেছিলেন গত ১৯ মে। তার ভিত্তিতে এই ধরপাকড় চালায় পুলিশ। 

    আরও পড়ুন: এগরার পর বজবজ! বিস্ফোরণে বাজি কারখানার মালিকের স্ত্রী, মেয়েসহ তিনজনের মৃত্যু

    ধৃতদের পরিচয়

    বিধাননগর কমিশনারেট সূত্রের খবর, ধৃত দুই ফুটবলারের নাম ক্রিস জোসেফ ও মোজেস জুটা। কলকাতার তিলজলায় একটি ফ্ল্যাটে তাঁরা থাকেন। ধৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে পুলিশ জেনেছে, ঘানার ওই দুই ফুটবলার চুক্তির বিনিময়ে খেলে থাকেন। তবে কলকাতার কোনও নামী ক্লাবের সঙ্গে তাঁদের এখনও কোনও যোগসূত্র পাওয়া যায়নি বলেই দাবি করেছে পুলিশ। তদন্তকারীরা জানাচ্ছেন, দুই ফুটবলার ২০১৯ সালে কলকাতায় এসেছিলেন। কোভিডের সময়ে তাঁরা ঘানায় ফিরে যান। ফের ২০২১ সালে তাঁরা কলকাতায় আসেন। ময়দান সূত্রের খবর, দক্ষিণ শহরতলিতে এই ধরনের বিদেশি ফুটবলারদের বসবাস রয়েছে। তাঁদের বেশির ভাগই নামী ক্লাবের সঙ্গে জড়িত নন। ধৃত তরুণী লিজার প্রসঙ্গে পুলিশের দাবি, ওই তরুণী নানা ধরনের কাজ করে থাকেন। অনেক বিদেশির সঙ্গেই তাঁর বন্ধুত্ব রয়েছে। লিজার কাজকর্ম নিয়েও সন্দেহ রয়েছে পুলিশের। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share