Tag: Fridman Podcast

  • PM Modi: “ভারত শান্তি চাইলেও, পাকিস্তান চিরকাল ছায়াযুদ্ধ চালিয়ে গিয়েছে”, সাক্ষাৎকারে বললেন মোদি

    PM Modi: “ভারত শান্তি চাইলেও, পাকিস্তান চিরকাল ছায়াযুদ্ধ চালিয়ে গিয়েছে”, সাক্ষাৎকারে বললেন মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: “ভারত সব সময় শান্তি চেয়েছে। কিন্তু পাকিস্তান (Pakistan) তার বদলে ছায়াযুদ্ধ চালিয়ে গিয়েছে।” এক মার্কিন পডকাস্টারকে দেওয়া সাক্ষাৎকারে ভারত-পাকিস্তান সম্পর্ক নিয়ে এমনই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। ভারতের বিরুদ্ধে ছায়াযুদ্ধ চালানোর অভিযোগেও পাকিস্তানকে দুষেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “ভারতের শান্তি প্রতিষ্ঠার প্রতিটি প্রচেষ্টা সম্মুখীন হয়েছে তার প্রতিবেশীর শত্রুতা ও বিশ্বাসঘাতকতার। যার জন্য দেশটি পুরো বিশ্বের জন্য অশান্তির কেন্দ্রস্থলে পরিণত হয়েছে।”

    প্রধানমন্ত্রীর সাক্ষাৎকার (PM Modi)

    ভারতের প্রধানমন্ত্রীর এই সাক্ষাৎকারটি নেওয়া হয়েছিল নরেন্দ্র মোদির আমেরিকা সফরের সময়ই। সাক্ষাৎকার নিয়েছিলেন লেক্স ফ্রিডম্যান। ঘণ্টা তিনেকের ওই সাক্ষাৎকারটি প্রকাশিত হয় রবিবার। সেখানে তিনি জানান, ২০১৪ সালে ক্ষমতায় আসার সময় পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক মেরামতের চেষ্টা করেছিলেন তিনি। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার সময় বিশেষভাবে আমন্ত্রণ জানিয়েছিলেন পাকিস্তানকে। ইসলামাবাদের সঙ্গে যাতে নতুনভাবে সম্পর্ক শুরু করা যায়, তাই আমন্ত্রণ জানানো হয়েছিল পাকিস্তানকে। কিন্তু শান্তি ফেরানোর প্রতিটি চেষ্টার বদলে অপর প্রান্ত থেকে মিলেছে বিরোধিতা ও বিশ্বাসঘাতকতা।

    শত্রুতা ও বিশ্বাসঘাতকতা

    লাহোর সফরের উল্লেখ করে প্রধানমন্ত্রী (PM Modi) জানান, ইসলামাবাদের সঙ্গে সম্পর্ক উন্নয়নে তাঁর প্রচেষ্টা কাঙ্ক্ষিত ফল দেয়নি। তিনি বলেন, “শান্তি প্রতিষ্ঠার প্রতিটি মহৎ প্রচেষ্টা শত্রুতা ও বিশ্বাসঘাতকতার মাধ্যমে প্রতিহত হয়েছে।” ১৯৪৭ সালে দেশভাগের পর শান্তিপূর্ণ সহাবস্থানের পথ না বেছে নেওয়ার জন্য পাকিস্তানকে অভিযুক্তও করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, “দেশভাগ একটি অত্যন্ত বেদনাদায়ক পর্ব ছিল। তবে ভারত দেশভাগকে মেনে নিয়ে এগোতে শুরু করে।” কিন্তু পাকিস্তান শান্তিপূর্ণ সহাবস্থানের পথ বেছে নেয়নি বলেও অভিযোগ প্রধানমন্ত্রীর। তিনি বলেন, “আমরা আশা করেছিলাম, তারা (পাকিস্তান) নিজেদের মতো করে থাকবে, আমাদেরও আমাদের মতো করে থাকতে দেবে। কিন্তু তারা শান্তিপূর্ণ সহাবস্থানের পথে এগোয়নি। বার বার তারা ভারতের বিরুদ্ধে গিয়েছে। আমাদের বিরুদ্ধে ছায়াযুদ্ধ শুরু করেছে (Pakistan)।”

    প্রধানমন্ত্রীর বিশ্বাস

    প্রসঙ্গত, ভারত-পাকিস্তান সম্পর্ক নিয়ে মোদির (PM Modi) এই মন্তব্য এমন একটা সময়ে এসেছে যখন কোয়েটা-পেশোয়ার ট্রেনে বালোচ বিদ্রোহীরা প্রাণঘাতী হামলা ও পণবন্দি প্রেক্ষাপটে পাকিস্তান ভারতের বিরুদ্ধে তাদের বক্তব্য আরও জোরদার করেছে। প্রধানমন্ত্রীর বিশ্বাস, পাকিস্তানের সাধারণ মানুষ শান্তির পক্ষে। দ্বিপাক্ষিক সম্পর্কের প্রসঙ্গে তিনি বলেন, “আশা করি তাদের (পাকিস্তানের) শুভবুদ্ধির উদয় হবে এবং তারা শান্তির পথ বেছে নেবে। আমি বিশ্বাস করি, পাকিস্তানের সাধারণ মানুষও শান্তি চান। কারণ তাঁরাও এই বিবাদ ও অস্থিরতার মধ্যে থাকতে থাকতে ক্লান্ত হয়ে পড়েছেন। তাঁরা নিশ্চয়ই অবিরাম চলতে থাকা সন্ত্রাসে ক্লান্ত হয়ে পড়েছেন, যেখানে অসংখ্য মানুষ প্রাণ হারাচ্ছেন, এমন কী নিরীহ শিশুরাও মারা যাচ্ছে।” প্রধানমন্ত্রী জানান, পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক মসৃণ করতে বার বার চেষ্টা করেছেন তিনি।

    প্রশ্ন যখন সন্ত্রাসবাদ

    সন্ত্রাসবাদ প্রশ্নেও পাকিস্তানকে বেঁধেন প্রধানমন্ত্রী। তাঁর অভিযোগ, এর জন্য শুধু ভারতই নয়, গোটা বিশ্ব ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি বলেন, “বিশ্বের যেখানেই জঙ্গি হামলা হোক না কেন, কোনও না কোনওভাবে তার যোগসূত্র মেলে পাকিস্তানে। ৯/১১ হামলার ঘটনাই দেখুন না, ওই হামলার মূলচক্রী ওসামা বিন লাদেন। তিনি কোথা থেকে এলেন? তিনি পাকিস্তানে আশ্রয় নিয়েছিলেন।” তিনি বলেন, “সন্ত্রাসবাদ ও সন্ত্রাসবাদী মানসিকতা পাকিস্তানের গভীরে গেঁথে রয়েছে এবং গোটা বিশ্ব আজ বুঝতে পারছে (Pakistan)।” ২০১৯ সালের অগাস্ট মাস থেকে (PM Modi) ভারত-পাকিস্তানের সম্পর্কের সামান্য যোগসূত্রটুকুও ছিঁড়ে যায়। জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা রদ হয় ওই মাসে। তার পরেই পাক সরকার ভারতের হাই কমিশনারকে পাকিস্তান থেকে প্রত্যাহার করতে বাধ্য করে। পাকিস্তানও তার নবনিযুক্ত হাই কমিশনারকে নয়াদিল্লিতে পাঠায়নি।

    ভারত-চিন সম্পর্ক

    পডকাস্টে, ভারত-চিন সম্পর্ক সম্পর্কে মন্তব্য করতে গিয়ে প্রধানমন্ত্রী দুই দেশের মধ্যে চলা সীমান্ত বিরোধের কথা স্বীকার করে নেন। ২০২০ সালে পূর্ব লাদাখে সীমান্ত সংঘর্ষের ফলে দুই দেশের মধ্যে যথেষ্ট উত্তেজনার সৃষ্টি হয়েছিল বলেও জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, “তবে, প্রেসিডেন্ট শি-জিনপিংয়ের সঙ্গে আমার সাম্প্রতিক বৈঠকের পর সীমান্তে স্বাভাবিক অবস্থা ফিরে আসতে দেখা যাচ্ছে। আমরা এখন ২০২০ সালের আগের পরিস্থিতি পুনরুদ্ধার করতে কাজ করছি।” তাঁর বিশ্বাস, আস্থা গঠনের প্রচেষ্টা অবশ্যই ফলপ্রসূ হবে।

    প্রসঙ্গত, মোদির (PM Modi) এই সাক্ষাৎকার যখন সম্প্রচারিত হচ্ছে, তখন ভারতের বার্ষিক বহুপাক্ষিক সম্মেলন রাইসিনা ডায়লগে অংশ নিতে নয়াদিল্লিতে হাজির শীর্ষস্থানীয় কূটনীতিকরা। এঁদের মধ্যে রয়েছেন ইউক্রেনের বিদেশমন্ত্রীও। ইউক্রেন-রাশিয়া সংঘাতে শান্তি প্রচেষ্টার বিষয়ে কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, “আলোচনায় রাশিয়া ও ইউক্রেন উভয়কেই অন্তর্ভুক্ত করতে হবে এবং উভয় পক্ষ আলোচনার (Pakistan) টেবিলে এলে সমস্যার সমাধান সম্ভব হবে (PM Modi)।”

  • PM Modi: ‘‘আরএসএসের কাছে থেকেই পেয়েছি জীবনের উদ্দেশ্য ও মূল্যবোধ’’, ফ্রিডম্যানের পডকাস্টে বললেন মোদি

    PM Modi: ‘‘আরএসএসের কাছে থেকেই পেয়েছি জীবনের উদ্দেশ্য ও মূল্যবোধ’’, ফ্রিডম্যানের পডকাস্টে বললেন মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: রবিবার নয়াদিল্লিতে বিখ্যাত মার্কিন পডকাস্টার ফ্রিডম্যানকে সাক্ষাৎকার দেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর এই সাক্ষাৎকারে উঠে আসে তাঁর জীবন, দর্শন, রাজনৈতিক যাত্রা এবং প্রধানমন্ত্রী (PM Modi) হওয়ার ঘটনা। সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর জীবনে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের গভীর প্রভাবের কথা উল্লেখ করেন। প্রসঙ্গত, সাক্ষাৎকারের পরে ফ্রিডম্যান (Fridman Podcast) জানান, এটা ছিল তাঁর জীবনের সবচেয়ে শক্তিশালী কথোপকথন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজনৈতিক জীবনে এটি ছিল তাঁর দ্বিতীয়বার পডকাস্টের সাক্ষাৎকার। প্রথমবার তিনি এই ধরনের পডকাস্টে অংশগ্রহণ করেন চলতি বছরেই নিখিল কামাথের সঙ্গে। রবিবারের সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, তাঁর জীবনে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের গভীর প্রভাবের কথা উল্লেখ করেন।

    জনসেবাই হল ভগবানের সেবা, শেখায় আরএসএস, পডকাস্টে বললেন মোদি

    তিনি (PM Modi) বলেন, ‘‘আমার জীবনকে গভীরভাবে প্রভাবিত করেছিল আরএসএস।’’ তাঁর মতে, ‘‘আরএসএস-এ যোগ দিয়ে আমি জীবনের নতুন উদ্দেশ্য খুঁজে পাই। আমি অত্যন্ত সৌভাগ্যবান ছিলাম যে এই সময়টা আমি সন্ত-মহাত্মাদের সঙ্গে কাটাতে পারতাম। যেটা আমার জীবনে একটি শক্তিশালী আধ্যাত্মিকতার দিক রচনা করতে পেরেছিল। আমি এখান থেকেই জীবনের শৃঙ্খলা বুঝতে পেরেছিলাম এবং উদ্দেশ্যও বুঝতে পেরেছিলাম।’’ তিনি বলেন, ‘‘রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে বুঝতে হলে এর কর্মপদ্ধতিকে জানতে হবে। দেশই আমাদের কাছে সবকিছু, জনসেবাই হল ভগবানের সেবা। এটাই শেখায় সংঘ।’’

    তরুণ বয়সে আমার হিমালয় যাত্রা জীবনকে নতুন গতি দিয়েছিল

    রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi), তাঁর জীবনের বিভিন্ন বিষয়গুলিকে আলোচনা করেন। তিনি জানান, উপবাসের তাৎপর্য সম্পর্কে। এই উপবাসের ব্রত কীভাবে জীবনে আত্মনিয়ন্ত্রণ ও শৃঙ্খলাপরায়ণতা শেখায় তাও তিনি বলেন। তাঁর ব্যক্তিগত জীবনকে তুলে ধরে তিনি বলেন, ‘‘তরুণ বয়সে আমার হিমালয় যাত্রা জীবনকে নতুন গতি দিয়েছিল এবং ব্যক্তিত্বেরও পরিবর্তন ঘটিয়েছিল।’’ একইসঙ্গে ওই সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর রাজনৈতিক ও আদর্শের কর্মকাণ্ডেরও কথা বলেন। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, হিন্দু জাতীয়তাবাদ, দেশের বিবিধতা, মহাত্মা গান্ধী এবং নানা আন্তর্জাতিক বিষয়ের ওপরেও তিনি কথা বলেন।

    কীভাবে জুড়লেন আরএসএস-র সঙ্গে?

    শৈশবে তিনি কীভাবে আরএসএস-র সঙ্গে জুড়লেন সে বিষয়ে প্রধানমন্ত্রী (PM Modi) বলেন, ‘‘আমাদের গ্রামে একটা শাখা চলত রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের। যেখানে আমরা প্রতিদিন নিয়মিত খেলা করতাম এবং দেশাত্মবোধক গান গাইতাম। এই গানগুলি আমার মনে গভীর প্রভাব ফেলে। এগুলি আমার ভিতরে জাতীয়তাবোধের উন্মেষ ঘটায়। সবচেয়ে বড় কথা আরএসএস আমার মধ্যে একটি কর্তব্যবোধকে জাগিয়ে তুলেছিল। তুমি যাই করো তার জন্য একটা নির্দিষ্ট লক্ষ্য-উদ্দেশ্য থাকতে হবে। যদি তুমি পড়াশোনা করো তাহলে সেই ভাবেই পড়াশোনা করো। যাতে তুমি যথেষ্ট শিখতে পারো এবং দেশকে কিছু দিতে পারো। যখন তুমি শারীরিক অনুশীলন করবে তখন তুমি সেটা এমন ভাবে করো যেন তোমার শরীর শক্তিশালী হয় এবং তা দেশের কাজে লাগে। এটাই আমাদের শেখানো হত। আজকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ একটি মহীরূহে পরিণত হয়েছে। এই সংগঠন ১০০ বছরে পা দিতে চলেছে। এমন বৃহৎ সংগঠন পৃথিবীর কোথাও দেখা যায় না। কোটি কোটি মানুষ এই সংগঠনের সঙ্গে জুড়েছেন কিন্তু রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে বোঝা অত সহজ নয়।’’

    আরএসএস-এর সেবা কাজ

    তিনি আরও বলেন, ‘‘রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের মতো সংগঠনের কাছ থেকে জীবনের মূল্যবোধ শিখতে পেরে আমি সত্যিই সৌভাগ্যবান।’’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এদিন বলেন, ‘‘নিজেদের সাংগঠনিক কাঠামোর বাইরে গিয়েও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ সমাজসেবা করে। একজন সত্যিকারের স্বয়ংসেবককে শুধুমাত্র তাঁর পোশাক বিধি দেখে অথবা তাকে সংঘের বৈঠকগুলিতে দেখে বোঝা যায় না। তাঁদেরকে আমরা বুঝতে পারি সমাজের প্রতি তাঁদের অবদান দেখেই।’’ এ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন সেবা ভারতীর উদাহরণ। প্রসঙ্গত, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের একটি শাখা হল সেবা ভারতী। এই সেবা ভারতী দেশের প্রত্যন্ত অঞ্চল এবং বস্তি এলাকাগুলিতে কীভাবে সেবা কাজ চালাচ্ছে, তাও তিনি উল্লেখ করেন। তিনি বলেন, ‘‘সেবা ভারতী বর্তমানে ১ লক্ষ ২৫ হাজারেরও বেশি প্রকল্প চালাচ্ছে এবং এই সমস্ত প্রকল্পগুলি দেশজুড়ে চলছে। কোনও রকম সরকারি সহায়তা ছাড়াই। স্থানীয় মানুষজনদের সহায়তায় এই ধরনের উদ্যোগের মাধ্যমে শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থা, জীবনের কর্তব্যবোধ, প্রভৃতি নানা বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছে।’’

    শিক্ষাক্ষেত্রে আরএসএস

    শিক্ষা ক্ষেত্রে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ভূমিকা সম্পর্কে এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে মন্তব্য করতে শোনা যায়। তিনি বলেন, ‘‘আরএসএস সব সময় মূল্যবোধ ভিত্তিক শিক্ষায় জোর দেয়। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ অনুসরণ করে আমাদের বৈদিক ঋষিরা এবং স্বামী বিবেকানন্দ ঠিক যেভাবে শিক্ষাদান করতে বলেছিলেন সেই পদ্ধতিকে। সংঘের স্বয়ংসেবকরা তৈরি করেছেন বিদ্যা ভারতী, যা দেশের শিক্ষা ব্যবস্থায় বিপ্লব এনেছে এবং বর্তমানে সারা দেশে ৭০ হাজারেরও বেশি স্কুল চালাচ্ছে এই সংগঠন। এর মাধ্যমে ৩০ লাখেরও বেশি পড়ুয়া পড়াশোনা করছে।’’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এদিন আরও বলেন, ‘‘রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এবং সন্তদের জীবনের সঙ্গে মিশতে পেরে আমি জীবনের উদ্দেশ্য বুঝতে পেরেছি। এ বিষয়ে আমাকে খুব সাহায্য করেছিলেন স্বামী আত্মস্থানন্দ মহারাজ।’’ নিজের জীবনে তিনি রামকৃষ্ণ মিশন ও স্বামী বিবেকানন্দের ভূমিকাও তুলে ধরেন।

  • PM Modi: ‘‘স্বামীজির শিক্ষা আমার জীবনে বড় প্রভাব ফেলেছে’’, মার্কিন পডকাস্টারকে বললেন মোদি

    PM Modi: ‘‘স্বামীজির শিক্ষা আমার জীবনে বড় প্রভাব ফেলেছে’’, মার্কিন পডকাস্টারকে বললেন মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: স্বামী বিবেকানন্দের শিক্ষা আমার জীবনে বড় প্রভাব ফেলেছে! মার্কিন জনপ্রিয় পডকাস্টার লেক্স ফ্রিডম্যানের সঙ্গে আলোচনায় এমনটাই জানালেন ভারতের প্রধানমন্ত্রী (Narendra Modi)। রবিবারই মোদির (PM Modi) সঙ্গে ফ্রিডম্যানের পডকাস্ট শো-কে ব্রডকাস্ট হয়। সেখানেই তাঁর জীবনে স্বামীজির প্রভাবের কথা তুলে ধরেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, ‘‘ছোটবেলায় গ্রামের পাঠাগারে নিয়মিত যেতাম আমি। সেখানে স্বামী বিবেকানন্দ সম্পর্কে পড়াশোনা করতাম। স্বামীজির শিক্ষা আমার জীবনে বড় প্রভাব ফেলেছে।’’ প্রধানমন্ত্রী আরও বলেন, ‘‘স্বামীজির লেখা এবং স্বামীজির জীবনী পড়ে উপলব্ধি করি, জীবনে সত্যিকারের পরিপূর্ণতা ব্যক্তিগত সাফল্যে নয়, অন্যের প্রতি স্বার্থহীন সেবার মাধ্যমে।’’

    বড় হয়েছি প্রচুর কষ্টের মধ্যে!

    মুখোমুখি আলোচনায় প্রধানমন্ত্রী মোদি এদিন বললেন নিজের শৈশবের ছোট গল্পগুলোকে। জানালেন কীভাবে দারিদ্রতার মধ্য়ে দিয়ে বড় হতে হয়েছে তাঁকে। তবে তাঁর জীবনের অভাব কখনও তাঁর কাছে বোঝা হয়ে দাঁড়ায়নি বলেই দাবি করেছেন ভারতের প্রধানমন্ত্রী (PM Modi)। তাঁর কথায়, ‘‘প্রচুর কষ্টের মধ্য়ে বড় হতে হলেও, কখনও বঞ্চনা শিকার হতে হয়নি আমাকে। মানুষের স্নেহেই কেটে গিয়েছিল জীবনের অর্থাভাব।’’

    সাদা চক দিয়ে জুতো পরিষ্কার করতাম!

    এরপর তিনি (PM Modi) আরও বলেন, ‘‘ছেলেবেলায় আমার কাকা আমাকে একটা সাদা রঙের জুতো দিয়েছিল। অন্যদের কাছে জুতো পরিষ্কারের সামগ্রী থাকলেও, আমার কাছে তা ছিল না। তাই স্কুলের ফেলে দেওয়া চকগুলোকে দিয়ে সেই সাদা জুতো ঝাঁ চকচকে রাখার চেষ্টা করতাম। অর্থাভাবকে কখনওই আমি সংগ্রাম হিসাবে দেখিনি।’’ রবিবারের সন্ধ্যায় মার্কিন পডকাস্টারের সঙ্গে আলোচনায় একের পর বড় চমক দিলেন প্রধানমন্ত্রী। দুনিয়া খ্যাত মার্কিন পডকাস্টার লেক্স ফ্রিডম্য়ানের সঙ্গে মুখোমুখি বসলেন ১৪০ কোটির দেশের প্রধানমন্ত্রী। মার্কিন আর্টিফিশিয়াল রিসার্চার ফ্রিডম্য়ানের সঙ্গে আলোচনা বসে নিজের শৈশব থেকে রাজনীতি, সব পর্বই তুলে ধরলেন তিনি। প্রসঙ্গত, গুজরাটের ভাটনগরে জন্ম হয়েছিল প্রধানমন্ত্রী মোদির। তাঁর শৈশব কেটেছে অত্যন্ত দারিদ্রতার সঙ্গেই। এই আবহে জারি থেকেছে পড়াশোনা। এরপর কিশোর বয়স থেকেই জুড়েছে আরএসএস-র কাজে। এদিন মার্কিন পডকাস্টারের সঙ্গে মুখোমুখি আলোচনায় ছেলেবেলার সেই দিনগুলির কথাই তুলে ধরলেন প্রধানমন্ত্রী।

LinkedIn
Share