মাধ্যম নিউজ ডেস্ক: ব্রাজিলের রিও ডি জেনিরোতে জি২০ শীর্ষ বৈঠক শেষে বুধবার গায়ানা পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গায়ানায় দু’দিন কাটিয়ে শুক্রবার দেশের উদ্দেশে রওনা দেবেন তিনি। ইতিমধ্যে গায়ানা ও বার্বাডোজ প্রশাসন ঘোষণা করেছে, ভারতের প্রধানমন্ত্রীকে তাদের সর্বোচ্চ নাগরিক সম্মান প্রদান করা হবে। বুধবারই গায়ানার প্রেসিডেন্টের সঙ্গে একান্ত বৈঠক করেন প্রধানমন্ত্রী মোদি। দুই দেশের মধ্যে সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার করেন তিনি। দুই দেশের মধ্যে শক্তি সম্পদের আদান প্রদান প্রসঙ্গেও কথা হয়।
৫৬ বছর পর গায়ানায় ভারতের প্রধানমন্ত্রী
বুধবার সকালে গায়ানায় অবতরণ করে প্রধানমন্ত্রী মোদির বিমান। বিমানবন্দরে উপস্থিত ছিলেন গায়ানার প্রেসিডেন্ট মহম্মদ ইরফান আলি। ছিলেন দেশের গুরুত্বপূর্ণ নেতানেত্রীরাও। উল্লেখ্য, ১৯৬৮ সালের পরে এই প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রী গায়ানা সফরে গেলেন। এর আগে ১৯৬৮ সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী গায়ানায় গিয়েছিলেন। তার পর দীর্ঘ ৫৬ বছর গায়ানার মাটিতে পা পড়েনি কোনও ভারতীয় রাষ্ট্রনেতার। গায়ানায় প্রায় ৩ লক্ষ ২০ হাজার ভারতীয় বংশোদ্ভূতের বাস। মোদিকে সে দেশে অভ্যর্থনা জানিয়েছেন তাঁরাও। প্রধানমন্ত্রীর বিশ্বাস, দু’দেশের ঐতিহাসিক সম্পর্ককে পুনরুজ্জীবিত করবে তাঁর এই গায়ানা সফর।
On his arrival at the hotel, PM @narendramodi received a special welcome by President @DrMohamedIrfaa1 of 🇬🇾, PM Dickon Mitchell of Grenada, PM @miaamormottley of Barbados & several Cabinet Ministers of Guyana.
PM was handed over the ‘Key to the City of Georgetown’ by the Mayor… pic.twitter.com/NzqTgJtK3m
— Randhir Jaiswal (@MEAIndia) November 20, 2024
শক্তি-সম্পদ নিয়ে আলোচনা
গায়ানার প্রচলিত শক্তি-উৎসের সঙ্গে ভারতের অপ্রচলিত শক্তির উৎস নিয়ে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে গায়ানার প্রেসিডেন্ট মহম্মদ ইরফান আলির কথা হয়েছে। গায়ানার জ্বালানি শক্তির ব্যবহার যদি ভারতে করা যায় সেক্ষেত্রে মধ্যপ্রাচ্যের উপর নির্ভরশীলতা কমবে বলে মনে করা হচ্ছে। তাই দুই দেশের মধ্যে শক্তি-সম্পদের আদান-প্রদানের উপর জোর দিচ্ছে ভারত।
PM Narendra Modi becomes the first Indian PM to visit Guyana in 56 years.
In an unprecedented gesture, he was received at the airport by Dr Mohamed Irfaan Ali, President of Guyana and over a dozen cabinet ministers. pic.twitter.com/QS3gKaxYv0
— ANI (@ANI) November 20, 2024
প্রধানমন্ত্রীকে সম্মান
দিন দুয়েক আগেই নাইজেরিয়া তাদের দেশের দ্বিতীয় সর্বোচ্চ সম্মানে সম্মানিত করে প্রধানমন্ত্রী মোদিকে। এবার গায়ানা ও বার্বাডোজও সর্বোচ্চ সম্মানে সম্মানিত করল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। জানা গিয়েছে, গায়ানা তাদের দেশের সর্বোচ্চ সম্মান ‘দ্য অর্ডার অব এক্সিলেন্স’-এ সম্মানিত করবে। বার্বাডোজে “অনারারি অর্ডার অব ফ্রিডম অব বার্বাডোজ” সম্মানে সম্মানিত করা হবে প্রধানমন্ত্রীকে। এই নিয়ে প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্মানের সংখ্যা ১৯-এ পৌঁছল। তাঁর দক্ষ নেতৃত্ব ও দেশের জন্য ত্যাগ এবং সুকৌশল আন্তর্জাতিক মহলে সমাদৃত।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Whatsapp, Facebook, Twitter, Telegram এবং Google News পেজ।