Tag: Gas Cylinder

Gas Cylinder

  • Indian Railway: ফের নাশকতা? দিল্লি-হাওড়া রেল লাইনে উদ্ধার গ্যাস সিলিন্ডার, মধ্যপ্রদেশে উদ্ধার ডিটোনেটর!   

    Indian Railway: ফের নাশকতা? দিল্লি-হাওড়া রেল লাইনে উদ্ধার গ্যাস সিলিন্ডার, মধ্যপ্রদেশে উদ্ধার ডিটোনেটর!  

    মাধ্যম নিউজ ডেস্ক: উত্তরপ্রদেশের কানপুরে দিল্লি-হাওড়া রেল লাইনে (Indian Railway) উদ্ধার হয়েছে ফের গ্যাস সিলিন্ডার। অল্পের জন্য বড় রকমের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গিয়েছে। এই নিয়ে তৃতীয়বার গ্যাস সিলিন্ডার উদ্ধার হল। আবার কাশ্মীর থেকে কর্ণাটকে যাচ্ছিল আর্মি স্পেশাল ট্রেন। ট্রেনে ছিলেন সেনা জওয়ানরা। মধ্যপ্রদেশের নেপানগরের কাছে রেললাইনে বিস্ফোরণ হয়। শব্দ শুনে চালক ট্রেন দাঁড় করিয়ে দেন। তল্লাশি করতেই উদ্ধার হয় ডিটোনেটর। দুটি ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

    রেল লাইনে আড়াআড়িভাবে রাখা ছিল গ্যাস সিলিন্ডার (Indian Railway)

    উত্তরপ্রদেশের কানপুরের কাছে প্রেমপুরে দিল্লি-হাওড়া রেল লাইনে আড়াআড়িভাবে রাখা ছিল গ্যাসের সিলিন্ডার। এক্সপ্রেস ট্রেন (Indian Railway) যাওয়ার জন্য ফ্রেট ট্রেনকে দাঁড় করিয়ে রাখা হয়েছিল। কিন্তু লোকো পাইলটের নজরে আসতেই বড় বিপত্তি থেকে রক্ষা মিলেছে। সঙ্গে সঙ্গে তিনি স্টেশন মাস্টার এবং কন্ট্রোল রুমে খবর দিয়েছেন। সামান্যর জন্য বড় দুর্ঘটনা ঘটেনি। খবর পেয়ে ছুটে যায় জিআরপি। সাময়িকভাবে রেল চলাচলে ব্যাঘাত ঘটে। উল্লেখ্য, গত ৯ সেপ্টম্বর কালিন্দি এক্সপ্রেসে একই ঘটনা ঘটেছিল। আবার শনিবার গুজরাটের সুরাটে কিম রেল স্টেশনের কাছে রেল লাইন থেকে ফিসপ্লেট ও কি খুলে নেওয়া হয় সচেতনভাবে। কিন্তু আধিকারিকদের তৎপরতায় বড় বিপদ থেকে রক্ষা পাওয়া গিয়েছিল।

    সাগফাটা স্টেশনে ডিটোনেটর উদ্ধার

    মধ্যপ্রদেশের নেপানগরের কাছে সাগফাটা স্টেশনে (Indian Railway) ডিটোনেটর উদ্ধার হলে এনআইএ এবং সন্ত্রাস দমন শাখা এসটিএফ উপস্থিত হয়। তদন্ত করে দেখা গিয়েছে আরডিএক্স ছিল না। তবে ফগ ডিটোনেটর ছিল। রেল লাইন থেকে মোট ১০টি ডিটোনেটর উদ্ধার হয়। মেয়াদ ফুরিয়ে যাওয়া এই বিস্ফোরক দুষ্কৃতীরা রেখেছিল বলে মনে করা হচ্ছে। খবর পেয়েই ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশের স্পেশাল ব্রাঞ্চ, ডেপুটি পুলিশ সুপার, নেপানগর মহকুমা পুলিশ আধিকারিক এবং রেলের শীর্ষকর্তারা। তবে কোথা থেকে এই বিস্ফোরক এল, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।

    আরও পড়ুনঃ কলকাতায় হবে সেমি-কন্ডাক্টর প্ল্যান্ট, বাইডেনের সঙ্গে ইতিবাচক আলোচনা মোদির

    ১৫ বার ট্রেন লাইনচ্যুত

    গত অগাস্ট মাস থেকে দেশের বিভিন্ন প্রান্তে ১৮ বার ট্রেন (Indian Railway) লাইনচ্যুত করার ষড়যন্ত্রের প্রচেষ্টা করা হয়েছে। সবচেয়ে উল্লেখযোগ্য, এই ১৮ বারের মধ্যে শুধু অগাস্টে ১৫ বার ট্রেন লাইনচ্যুত করার চেষ্টা করা হয়েছে। তিন বার চেষ্টা করা হয়েছে সেপ্টেম্বরের শুরুতেই। সম্প্রতি ভারতীয় রেলের উপর বড়সড় ষড়যন্ত্রের ছক কষা হচ্ছে। সামজিক মাধ্যমে দেশের নানা প্রান্তে একাধিক রেললাইনে পাথর, লোহা, গাছ, গ্যাসের সিলিন্ডার রেখে নাশকতামূলক ষড়যন্ত্রের কথা প্রাকশিত হয়েছে। শনিবার একটি উড়ো চিঠিতে উত্তর-পূর্ব রেল পরিকাঠামোকে উড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে। যদিও রেল প্রশাসন নাশকতামূলক ষড়যন্ত্র নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। স্টেশনগুলিতে করা হয়েছে অতিরিক্ত সুরক্ষার ব্যবস্থা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Commercial Gas: ১৯ কেজির বাণিজ্যিক গ্যাসের দাম কমাল কেন্দ্র, জানেন কোথায় দাম কত?

    Commercial Gas: ১৯ কেজির বাণিজ্যিক গ্যাসের দাম কমাল কেন্দ্র, জানেন কোথায় দাম কত?

    মাধ্যম নিউজ ডেস্ক: রান্নার গ্যাসের (Commercial Gas) পর বাণিজ্যিক গ্যাসের দামও কমাল কেন্দ্র। দেশের তেল বিপণন সংস্থাগুলি বাণিজ্যিক এবং এফটিএল গ্যাসের মূল্য হ্রাসের কথা জানিয়েছে। ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস এবং পাঁচ কেজির ফ্রি-ট্রেড এলপিজি (এফটিএল) সিলিন্ডারের দাম (Gas Cylinder Price) কমানো হয়েছে। কলকাতায় বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমেছে ৩২ টাকা।

    কোথায় কত দাম কমল

    কেন্দ্রের তরফে জানানো হয়েছে, ১৯ কেজির বাণিজ্যিক গ্যাসের (Commercial Gas) দাম সিলিন্ডার প্রতি ৩০.৫০ টাকা কমানো হয়েছে। এ ছাড়া, পাঁচ কেজির এফটিএল সিলিন্ডারের দামও আগের চেয়ে সাড়ে ৭ টাকা কমানো হয়েছে। সোমবার দিল্লিতে বাণিজ্যিক গ্যাসের দাম হয়েছে ১,৭৬৪.৫০ টাকা। মার্চ মাসে এই গ্যাসের দাম দিল্লিতে ছিল ১,৭৯৫ টাকা। দাম কমার ফলে কলকাতায় এখন ১৯ কেজি বাণিজ্যিক গ্যাসের একটি সিলিন্ডারের দাম ১,৮৭৯ টাকা। মার্চে যা ছিল ১,৯১১ টাকা। মুম্বইয়ে ওই সিলিন্ডার মিলছে ১,৭১৭.৫০ টাকায়। মার্চে তার দাম ছিল ১,৭৪৯ টাকা। চেন্নাইতে বাণিজ্যিক গ্যাসের একটি সিলিন্ডারের দাম হয়েছে ১,৯৩০ টাকা। মার্চে দাম ছিল ১,৯৬০ টাকা।

    আরও পড়ুন: আরও এক বছর সস্তায় মিলবে গ্যাস, ভর্তুকি কত জানেন?

    কোথায় প্রভাব পড়বে

    বাণিজ্যিক এলপিজি (Commercial Gas) ব্যবহার করা হয় হোটেল, রেস্তোরাঁয়। বাণিজ্যিক গ্যাসের দাম (Gas Cylinder Price) কমলে এর প্রভাব সরাসরি মধ্যবিত্তের রান্নাঘরে না পড়লেও কমতে হোটেলে খাবার খরচ। গ্যাসের দাম বাড়লে বা কমলে ছোট ছোট হোটেল রেস্তোরাঁগুলিও তাদের খাবারের দাম অল্প বিস্তর বাড়ায় বাকমায়। শেষ বার বাণিজ্যিক গ্যাসের দাম কমেছিল গত জানুয়ারি মাসে। ৩৯.৫০ টাকা দাম কমানো হয়েছিল। ভারত পেট্রোলিয়াম, হিন্দুস্থান পেট্রোলিয়ামের মতো রাষ্ট্রীয় তৈল সংস্থাগুলি প্রতি মাসের প্রথম দিন আন্তর্জাতিক বাজারের সঙ্গে হিসাব করে দেশে গ্যাসের দাম হ্রাস বা বৃদ্ধি করে থাকে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     

  • LPG Price: সস্তা রান্নার গ্যাস! আজ থেকে কমল সিলিন্ডারের মূল্য, কলকাতায় দাম কত?

    LPG Price: সস্তা রান্নার গ্যাস! আজ থেকে কমল সিলিন্ডারের মূল্য, কলকাতায় দাম কত?

    মাধ্যম নিউজ ডেস্ক: হোটেল-রেস্তরাঁর রান্নার বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের (১৯ কেজি) দাম কমল আরও ১৭১.৫০ টাকা। রবিবার রাতে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি মে মাসের জন্য বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডার ১৭১.৫০ টাকা কমানোয় কলকাতায় সেটি কেনার খরচ দাঁড়াল ১৯৬০.৫০ টাকা। এপ্রিলেও তার দর ৮৯.৫০ টাকা কমানো হয়েছিল।

    গ্যাসের দাম কোথায়, কত!

    কলকাতায় আজ, সোমবার থেকে ১৯ কেজি ওজনের বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ২,১৩২ টাকা থেকে কমে দাঁড়াল ১৯৬০.৫০ টাকা। এদিকে আজ থেকে দিল্লিতে ১৯ কেজি ওজনের বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমে দাঁড়াল ১৮৫৬.৫০ টাকা। এদিকে চেন্নাইতে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমে হল ২০২১ টাকা। মুম্বইতে বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১৯৮০ থেকে কমে ১৮০৮ টাকা হল। এদিকে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমলেও ১৪.২ কেজি ওজনের ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দাম অপরিবর্তিতই থেকে গেল এবারও। অর্থাৎ ১৪.২ কেজি ওজনের ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দাম ১১২৯ টাকাই থাকছে কলকাতায়।

    আরও পড়ুন: তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত বেলেঘাটা, পার্টি অফিসে ভাঙচুর, গুলি চালানোরও অভিযোগ

    পেট্রোল-ডিজেলের দাম কোথায়, কত!

    নিয়ম অনুসারে প্রতি মাসে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম পরিবর্তিত হয়। মার্চ মাসে বাণিজ্যিক সিলিন্ডারের দাম ৩৫০ টাকা বাড়ানো হয়েছিল। তখন অবশ্য ঘরোয়া গ্যাসের দাম ৫০ টাকা বাড়িয়েছিল সংস্থাগুলি। যেহেতু কম দাম বাড়ানো হয়েছিল তাই এরপর বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম দুধাপে কমালেও গৃহস্থের ব্যবহারের গ্যাসের দাম অপরিবর্তই রাখা হয়েছে। কলকাতায় পেট্রোলের লিটার প্রতি দাম ১০৬.০৩ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯২.৭৬ টাকা। দিল্লিতে পেট্রোলের লিটার প্রতি দাম ৯৬.৭২ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৮৯.৬২ টাকা। চেন্নাইয়ে পেট্রোলের লিটার প্রতি দাম ১০২.৭৩ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯৪.৩৩ টাকা। মুম্বইয়ে পেট্রোলের লিটার প্রতি দাম ১০৬.৩১ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯৪.২৪ টাকা।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share