Tag: gas leak

gas leak

  • Gas Leak in Ludhiana Factory: লুধিয়ানায় গ্যাস লিক! এখনও অবধি মৃত ১১, অসুস্থ বহু

    Gas Leak in Ludhiana Factory: লুধিয়ানায় গ্যাস লিক! এখনও অবধি মৃত ১১, অসুস্থ বহু

    মাধ্যম নিউজ ডেস্ক: পঞ্জাবের লুধিয়ানার গিয়াসপুরা এলাকার একটি কারখানায় গ্যাস লিক (Gas Leak in Ludhiana Factory) মারা গেলেন অন্তত ১১জন। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি অসংখ্য। এখনও চলছে উদ্ধারকাজ। ঘটনাস্থলে রয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ), চিকিৎসক, অ্যাম্বুল্যান্স, দমকল বাহিনীও পৌঁছে গিয়েছে। কারখানা এবং আশপাশের এলাকা ঘেরাও করা হয়েছে। স্থানীয় সূত্রের খবর, একটি ডেয়ারি কারখানার কুলিং সিস্টেম থেকে ওই বিষাক্ত গ্যাস লিক করা শুরু হয় রবিবার সকাল ৭টা ১৫ নাগাদ। ওই গ্যাস কারখানার আশেপাশে ছড়িয়ে পড়লে স্থানীয়রা অসুস্থ বোধ করা শুরু করেন। বেশ কয়েকজন জ্ঞান হারান। এদের মধ্যে একাধিক শিশুও ছিল।

    কী বলছে প্রশাসন?

    লুধিয়ানার সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট বলেন, ‘‘গ্যাস লিক (Gas Leak in Ludhiana Factory) করে এই কাণ্ড ঘটেছে। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালাচ্ছে। ন’জন মারা গিয়েছেন। ১১ জন অসুস্থ হয়ে পড়েছেন।’’ তিনি আরও জানিয়েছেন, গ্যাসের উৎস কী, কী ধরনের গ্যাস কারখানায় ছড়িয়েছে, তা এখনও জানা যায়নি। বিপর্যয় মোকাবিলা বাহিনী সেই নিয়ে তদন্ত করছে। তিওয়ানা জানিয়েছেন, ওই এলাকা খুব জনবহুল। তাই তা খালি করা হচ্ছে। অন্যদিকে, এই ঘটনায় সমস্ত রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিংহ মান। ট্যুইটারে তিনি জানিয়েছেন, লুধিয়ানার গিয়াসপুরার কারখানায় গ্যাস লিকের ঘটন দুঃখজনক। পুলিশ, সরকার, বিপর্যয় মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে। সমস্ত রকম সাহায্যের ব্যবস্থা করা হচ্ছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Visakhapatnam: বিভীষিকা বিশাখাপত্তনমে! কাপড়ের কারখানায় গ্যাস লিক করে অসুস্থ ৫০জন, ভর্তি হাসপাতালে

    Visakhapatnam: বিভীষিকা বিশাখাপত্তনমে! কাপড়ের কারখানায় গ্যাস লিক করে অসুস্থ ৫০জন, ভর্তি হাসপাতালে

    মাধ্যম নিউজ ডেস্ক: বড়সড় বিপত্তি বিশাখাপত্তনমে (Visakhapatnam)। গ্যাস লিক করে অসুস্থ হয়ে পড়লেন অন্তত ৫০ জন কর্মী। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) বিশাখাপত্তনমের কাছে, আনাকাপাল্লে জেলার ব্র্যান্ডিক্স নামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের একটি কাপড়ের কারখানায়। অসুস্থ কর্মচারীদের সকলেই মহিলা। তাঁদের মধ্যে অনেকে গর্ভবতীও। তাঁদের হাসপাতালে (Hospital) ভর্তি করা হয়েছে। সূত্রের খবর, গত দু’মাসে ওই শিল্পাঞ্চলে এটি দ্বিতীয় গ্যাস লিকের ঘটনা।

    আরও পড়ুন: অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এন টি রামারাওয়ের কন্যা কে উমা মাহেশ্বরীর অস্বাভাবিক মৃত্যু

    আনাকাপাল্লের পুলিশ সুপার জানান, ব্র্যান্ডিক্স নামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে একটি কাপড়ের কারখানায় গ্যাস লিক হয়েছে। ওই শিল্পাঞ্চলে কাজ করেন কয়েক হাজার মহিলা। কারখানায় কাজ চলাকালীন আচমকাই কর্মীরা অসুস্থ বোধ করতে শুরু করেন। সকলেই বমি করতে থাকেন। তখন গ্যাস লিকের ব্যাপারটি নজরে আসে। স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে অসুস্থ কর্মীদের প্রাথমিক চিকিৎসা করা হয়েছিল। কিন্তু তাতে কাজ না-হওয়ায় অন্তত ৫০ জনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। দুর্ঘটনাটি ঘটার পরই দ্রুত সিল করে দেওয়া হয় গোটা এলাকা। বাইরের সবাইকে নির্দিষ্ট দূরত্বে আটকে দিয়ে শুরু হয় উদ্ধারকাজ। অন্ধ্রপ্রদেশ পলিউশন বোর্ডের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনার তদন্ত করে দেখবেন।

    আরও পড়ুন: সময়সীমা ৩১ অগাস্ট, জেনে নিন কীভাবে করবেন আয়কর রিটার্নের ই-ভেরিফিকেশন

    গত ৩ জুনেও ওই শিল্পাঞ্চলে একটি রাসায়নিক পরীক্ষাগারে গ্যাস লিকের ঘটনা ঘটেছিল। অন্তত ২০০ জন মহিলা কর্মী অসুস্থ হয়েছিলেন সেই ঘটনায়। ফরেন্সিক পরীক্ষার পর আধিকারিকেরা জানান, অ্যামোনিয়া গ্যাস লিক করে দুর্ঘটনাটি ঘটেছিল। প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মে বিশাখাপত্তনমে বন্ধ কারখানা থেকে স্টাইরিন গ্যাস লিক করে মৃত্যু হয়েছিল ৮ জনের, অসুস্থ হয়ে পড়েছিলেন হাজারেরও বেশি। এই বিপর্যয় মনে করিয়ে দিয়েছিল ভোপাল গ্যাস দুর্ঘটনার স্মৃতি। ১৯৮৪ সালের ৩ ডিসেম্বর মিথাইল আইসোসায়ানাইড গ্যাস লিক হয়ে মধ্যপ্রদেশের ভোপালে মৃত্যু হয় মোট ৩,৭৮৭ জনের। অসুস্থ হয়েছিলেন ৫ লক্ষেরও বেশি মানুষ।

LinkedIn
Share