Tag: Gautam Gambhir

Gautam Gambhir

  • Gautam Gambhir: খেলাকেই ‘অগ্রাধিকার’, লোকসভা নির্বাচনের আগে কী বললেন গম্ভীর, যুবরাজ?

    Gautam Gambhir: খেলাকেই ‘অগ্রাধিকার’, লোকসভা নির্বাচনের আগে কী বললেন গম্ভীর, যুবরাজ?

    মাধ্যম নিউজ ডেস্ক: সামনেই লোকসভা নির্বাচন। তার আগেই শুরু হতে চলেছে ক্রিকেট ও বিনোদনের ককটেল আইপিএল। এই আবহে খেলাতেই মন দিতে চাইছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিং (Yuvraj Singh) ও গৌতম গম্ভীর (Gautam Gambhir)। ২০১৪, ২০১৯ দুটো লোকসভা নির্বাচনে জয় ছিনিয়ে নিয়েছে বিজেপি (BJP)। এবার জিতলে হ্যাটট্রিক হবে। আর সেই লক্ষ্যেই এবার খেলাধুলো, অভিনয় বিভিন্ন জগতের তারকাদের ভোটের ময়দানে নামাতে পারে ভারতীয় জনতা পার্টি, এমনই কানাঘুষো শোনা যাচ্ছিল। এই সময়ে রাজনীতি থেকে নিজেদের দূরে থাকার কথা ঘোষণা করলেন যুবি ও গোতি।

    আইপিএল-এ নজর গম্ভীরের

    লোকসভা ভোটে প্রার্থী না হওয়ার ইচ্ছা প্রকাশ করলেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। সোশ্যাল মিডিয়ায় একটি বার্তা পোস্ট করে এই কথা জানান প্রাক্তন এই ক্রিকেটার। এক সোশ্যাল মিডিয়া পোস্টে গৌতম লেখেন, ‘আমি দলের মাননীয় সভাপতি জেপি নড্ডাকে অনুরোধ করেছি যাতে আমাকে আমার রাজনৈতিক দায়িত্ব থেকে মুক্তি দেওয়া হয়। ক্রিকেট বিষয়ক আমার কমিটমেন্ট যাতে আমি রক্ষা করতে পারি এবং সেগুলির ওপরে যাতে আমি ফোকাস করতে পারি, তার জন্যেই এই অনুরোধ। আমাকে জনগণের সেবা করার সুযোগ দেওয়ার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। জয় হিন্দ!’ প্রসঙ্গত, ২০১৯ সালে গৌতম গম্ভীরকে পূর্ব দিল্লি আসন থেকে টিকিট দিয়েছিল বিজেপি। গতবার এই আসন থেকে প্রায় ৪ লাখের ব্যবধানে জয়ী হয়েছিলেন গৌতম গম্ভীর। 

    যুবরাজের ভাবনা

    নিজের সোশ্য়াল মিডিয়া হ্যান্ডেলে যুবরাজও (Yuvraj Singh) জানিয়েছেন, ”আমি গুরুদাসপুর থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি না। আমার আবেগ বিভিন্ন ক্ষমতার লোকেদের সমর্থন করা এবং সাহায্য করা। আমি আমার ফাউন্ডেশনের মাধ্যমে ভবিষ্যতেও এটা করব। নিজের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করি আমরা।”

    উল্লেখ্য, শুধু যুবরাজই নয়, ভোটে ঝড় তুলতে এবার বীরেন্দ্র সহবাগ, অক্ষয় কুমার, কঙ্গনা রানাউতের মত তারকাদেরও টিকিট দিতে পারে বিজেপি, এমনটাই নাকি শোনা যাচ্ছে।  যুবরাজকে যে গুরুদাসপুর থেকে নির্বাচনে প্রার্থী করা হবে বলে শোনা যাচ্ছিল, সেই এলাকা থেকে এর আগে প্রয়াত বিনোদ খান্না জিতেছিলেন ১৯৯৮, ১৯৯৯, ২০০৪ ও ২০১৪ সালের ভোটে। ২০১৯ সালে লোকসভা নির্বাচনে এরপর সানি দেওল যেতেন এখান থেকে। তবে পরবর্তীতে নিজেকে রাজনীতি থেকে সরিয়ে নিতে চেয়েছিলেন তারকা অভিনেতা। ফলে সেই জায়গাতেই যুবিকে টিকিট দেওয়ার ভাবনা ছিল ভারতীয় জনতা পার্টির।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Ram Mandir: রাম মন্দির নির্মাণে অনুদান তারকাদেরও, কে কত দিলেন?

    Ram Mandir: রাম মন্দির নির্মাণে অনুদান তারকাদেরও, কে কত দিলেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তার পরেই হতে চলেছে দীর্ঘ প্রতীক্ষার অবসান। আজ সোমবারই রামলালার (Ram Mandir) মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা হবে অযোধ্যায়। হাজির থাকবেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বলিউডের তারকা থেকে শিল্পপতিরা ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন সেখানে। ‘মাহেন্দ্রক্ষণ’-এর যত এগিয়ে আসছে, ততই দেশজুড়ে বাড়ছে উন্মাদনা।

    ২০২০ সালের ৫ অগাস্ট রাম মন্দিরের ভূমি পূজন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ৪ বছরের মাথায় উদ্বোধন হচ্ছে মন্দির। জানা গিয়েছে, মন্দির নির্মাণে (Ram Mandir) খরচ হয়েছে প্রায় ১১০০ কোটি টাকা। রামমন্দির তৈরিতে বিপুল আর্থিক অনুদান দিয়েছেন সেলিব্রেটি থেকে সাধারণ মানুষজন। অক্ষয় কুমার থেকে অনুপম খের, হেমা মালিনী আর্থিক অনুদান দিয়েছেন।

    কোন তারকা দিয়েছিলেন কত? দেখে নেওয়া যাক—

    অক্ষয় কুমার

    দিন কয়েক আগেই গত ১৭ জানুয়ারি অক্ষয় কুমার সকলকে অনুরোধ করেছিলেন রাম মন্দিরের (Ram Mandir) নির্মাণে অনুদান দেওয়ার জন্য। সেসময়ই তিনি নিজের অনুদান দেওয়ার বিষয়টিও জানান। কিন্তু টাকার পরিমাণ কোনওভাবেই সামনে আনেন নি তিনি। শোনা যায়, কোটিতে দান করেছেন অক্ষয় কুমার।

    অনুপম খের

    রাম মন্দিরের নির্মাণে ইটের জন্য পয়সা দিয়েছেন অনুপম খের। সে কথা নিজেই জানিয়েছিলেন তিনি এক ভিডিও বার্তায় (Ram Mandir)। তাঁর অনুদানের প্রতিটি ইটের উপর ‘রাম’ লেখা।

    প্রণিতা সুভাষ

    কন্নড়, তেলুগু, তামিল, হিন্দি ছবির অতিপরিচিত মুখ প্রণিতা সুভাষও অনুদান করেছেন রামমন্দির নির্মাণে। জানা গিয়েছে তিনি দিয়েছেন ১ লক্ষ টাকা।

    গৌতম গম্ভীর

    বিজেপি সাংসদ ও প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীরের অনুদানের পরিমাণ এক কোটি টাকা।

    মুকেশ খান্না

    ‘শক্তিমান’ও অনুদান করেছেন মন্দির নির্মাণে। তিনি দিয়েছেন এক লক্ষ ১১ হাজার টাকা। নিজেই ট্যুইট করে জানিয়েছিলেন একথা।

    পবন কল্যাণ

    দক্ষিণী অভিনেতা পবন কল্যাণও রাম মন্দির (Ram Mandir) নির্মাণে অর্থ সাহায্য করেছেন বলে জানা যাচ্ছে। পবন দিয়েছেন প্রায় ৩০ লাখ টাকা।

    হেমা মালিনী

    বলিউডের ড্রিম গার্ল হেমা মালিনীও অনুদান করেছেন মন্দির নির্মাণে। যদিও অর্থের পরিমাণ সকলের সামনে আনতে চাননি তিনি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Ayodhya Ram Temple: রাম মন্দির নির্মাণের বিপুল অর্থ সংগ্রহ হয়েছে কীভাবে? জানাল ট্রাস্ট

    Ayodhya Ram Temple: রাম মন্দির নির্মাণের বিপুল অর্থ সংগ্রহ হয়েছে কীভাবে? জানাল ট্রাস্ট

    মাধ্যম নিউজ ডেস্ক: মাত্র হাতে গোনা আর কয়েকটা দিন। আগামী ২২ জানুয়ারিতে হবে রাম মন্দিরের (Ayodhya Ram Temple) উদ্বোধন। দেশব্যাপী রাম ভক্তদের মধ্যে এখন উন্মাদনা তুঙ্গে। গোট অযোধ্যা নগরীর সঙ্গে সারা ভারত এখন রামময়। তবে, এই সুন্দর রাম মন্দিরের জন্য কত টাকা খরচ হল? কোথা থেকে এই টাকা সংগ্রহ হল সেটাও ভক্তদের জানা প্রয়োজন।

    সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত মন্দিরের জন্য মোট অনুদান এসেছে ৫ হাজার কোটি টাকা। রাম মন্দির জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট জানিয়েছে, এই অযোধ্যার রাম মন্দির নির্মাণে এখনও পর্যন্ত খরচ হয়েছে ১৮০০ কোটি টাকা। একই ভাবে বিশ্ব হিন্দু পরিষদ জানিয়েছে, সারা দেশের প্রায় ৪ লক্ষ গ্রাম থেকে নিধিসংগ্রহ করা হয়েছে। মোট ১১ কোটি দেশবাসী নিজেদের অনুদান অর্পণ করেছেন মন্দির নির্মাণের জন্য। বিদেশে বসবাসকারী রাম ভক্তরাও নিজেদের অনুদান পাঠিয়েছেন।

    কী জানাল বিশ্ব হিন্দু পরিষদ?

    শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র অভিযানের সাপেক্ষে বিশ্ব হিন্দু পরিষদ জানিয়েছে, এই মন্দির (Ayodhya Ram Temple) পুনরায় উদ্ধারের জন্য সারা দেশের মানুষের যোগদান রয়েছে। প্রয়াগরাজের ভিক্ষুকরাও রাম মন্দিরের জন্য ৪ লক্ষ টাকা দান করেছে। ভারতের বাইরে থেকেও প্রচুর অনুদান এসেছে। রাম মন্দির ট্রাস্টে প্রতিমাসে ১ কোটি টাকা করে জমা পড়েছে। ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রাই জানিয়েছেন, অযোধ্যায় তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্টেই মন্দিরের জন্য অনুদান জমা করা হয়েছে।

    অনুদান এসেছে নিধি সমর্পণ অভিযানে

    শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট আয়োজিত নিধি সমর্পণ অভিযান শুরু হয়েছিল ২০২১ সালের ২৭ ফেব্রুয়রি মাসে। শ্রীরাম সেনার সভাপতি দেবেন্দ্র দাস বলেছেন, “একজন ব্যক্তির অর্থে এই মন্দির নির্মাণ করা হয়নি। মন্দির (Ayodhya Ram Temple) নির্মাণের পর যাতে প্রত্যেক ভারতীয় মানুষ দাবি করতে পারেন যে মন্দিরের প্রত্যেক দেওয়ালে ভারতীয়দের নাম গাঁথা রয়েছে সেই ভাবনাও এই দান-সংগ্রহ পদ্ধতির মধ্যে রয়েছে।”

    তৎকালীন রাষ্ট্রপতি অনুদান দিয়েছেন ৫ লক্ষ টাকা

    তৎকালীন দেশের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ নিজে মন্দির নির্মাণের (Ayodhya Ram Temple) জন্য ৫ লক্ষ ১০০ টাকা অনুদান দিয়েছিলেন। গুজরাটের ধর্মগুরু মোরারি বাউ ১১ কোটি অনুদান দিয়েছেন। গৌতম গম্ভীর ১ কোটি টাকা দিয়েছে। ব্রিটেন, আমেরিকা, কানাডার প্রবাসী ভারতীয়রা প্রায় ৮ কোটি টাকা অনুদান দিয়েছেন। আবার গুজরাটের শ্রীরামকৃষ্ণ এক্সপোর্টসের মালিক গোবিন্দ ভাই ঢালাকিয়া মন্দিরের জন্য ১১ কোটি টাকা দান করেছেন। বিশ্বহিন্দু পরিষদের সর্বভারতীয় সহ সম্পাদক সচিন্দ্রনাথ সিং জানিয়েছেন, “এই মন্দির নির্মাণের কর্মযজ্ঞে পরিষদের সঙ্গে গোটা সঙ্ঘ পরিবারের সদস্যরা যোগদান করেছেন। বাংলার সর্বত্র রামভক্তরা পৌঁছে গিয়েছেন। আমাদের যে নির্ধারিত লক্ষ্য ছিল তা বাস্তবায়িত হয়েছে।”

    আগামী ২২ জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠা করা হবে। রাম লালার অভিষেকের সময় শুরু ১২টা ২৯ মিনিট ৮ সেকেন্ডে এবং শেষ হবে থেকে ১২টা ৩০ মিনিট ৩২ সেকেন্ডে।  অভিষেকের সময়ের স্থায়িত্ব হল ৮৪ সেকেন্ড।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • KKR: আইপিএলে নাইটদের ব্যাটন শ্রেয়সের হাতেই! সহকারী হলেন কে?

    KKR: আইপিএলে নাইটদের ব্যাটন শ্রেয়সের হাতেই! সহকারী হলেন কে?

    মাধ্যম নিউজ ডেস্ক: আইপিএল (IPL 2024) শুরুর চার মাস আগে অধিনায়কের নাম ঘোষণা করল কেকেআর (KKR)। বেগুনি জার্সিতে আবার নেতা হয়ে ফিরছেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। গত মরসুমে চোটের কারণে শ্রেয়স খেলতে না পারায় নাইটদের ব্যাটন ছিল নীতীশ রানার হাতে। 

    নাইট-নেতা শ্রেয়স

    বৃহস্পতিবার কলকাতা নাইট রাইডার্সের সিইও বেঙ্কি মাইসোর নতুন অধিনায়কের নাম ঘোষণা করেন। তিনি জানান, শ্রেয়স আগামী মরসুমে দলের অধিনায়ক হবেন। নীতীশ হবেন তাঁর সহকারী। বেঙ্কি বলেন, ‘‘চোটের কারণে ২০২৩ সালের আইপিএল (IPL 2024)  খেলতে পারেনি শ্রেয়স। এটা দুর্ভাগ্যজনক। তবে এ বার ও খেলবে। আমরা খুশি যে আবার নেতৃত্বে ফিরেছে শ্রেয়স। যে ভাবে ও চোট সারিয়ে ফিরেছে তা শ্রেয়সের দৃঢ় মানসিকতার পরিচয় দেয়।’’

    গম্ভীর-শ্রেয়স আলোচনা

    ২০২২ সালের আইপিএল (IPL) মরসুমে শ্রেয়সকেই নেতা করা হয়েছিল। কিন্তু গত মরসুমে চোটের কারণে আইপিএল থেকে সরে দাঁড়াতে হয়েছিল মুম্বইয়ের ক্রিকেটারকে। এবার শ্রেয়স ফিরতে তাঁকেই দলের অধিনায়ক করা হয়েছে। গত মরসুমের অধিনায়ক নীতীশ হয়েছেন সহ-অধিনায়ক। গম্ভীর মেন্টর হয়ে আসার পর শ্রেয়সের সঙ্গে বেশ কয়েক দফা আলোচনাও করেছেন। কীভাবে সাজানো হবে টিম, নিলামে কাদের দিকে নজর রাখা হবে, এই সমস্ত সিদ্ধান্তই শ্রেয়সকে সঙ্গে নিয়েই গৌতম নিয়েছেন। গম্ভীরের টার্গেট কেকেআরকে আবার ট্রফির আলোয় ফেরানো। আর সেটা যে শ্রেয়সের মতো অভিজ্ঞ এবং পরিণত ব্যাটার ও ক্যাপ্টেনই করতে পারেন, ভালোই জানেন কেকেআর মেন্টর।

    আরও পড়ুন: নিলামে নজর গম্ভীরের! শ্রেয়স না নীতীশ, আইপিএলে নাইট অধিপতি কে?

    শ্রেয়সের লক্ষ্য

    আইপিএলের মঞ্চে ফিরতে পেরে খুশি শ্রেয়স। বর্ডার-গাভাসকর ট্রফিতে চোট পাওয়ার পর দীর্ঘদিন মাঠের বাইরে থাকতে হয় শ্রেয়স আইয়ারকে। নাইট (KKR) অধিপতি শ্রেয়স বলেছেন, ‘গত মরসুমে আমাদের একাধিক চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছিল। চোটের কারণে আমার ছিটকে যাওয়া তার মধ্যে একটা। আমার অবর্তমানে নীতীশ চমৎকার ক্যাপ্টেন্সি করেছে। শুধু তাই নয়, সামনে থেকে দলের নেতৃত্ব দিয়েছিল। ওকে ভাইস ক্যাপ্টেন হিসেবে রেখে দেওয়ায় আমি যথেষ্ট খুশি। এতে আখেরে আমাদের টিমেরই লাভ হল। আমাদের এই জুটি আগামী মরশুমে দলকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাবে।’

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • Gautam Gambhir: “বাংলার মানুষের ভালোবাসা ফিরিয়ে এনেছে”, এবার রিটার্ন গিফট দিত চান গম্ভীর

    Gautam Gambhir: “বাংলার মানুষের ভালোবাসা ফিরিয়ে এনেছে”, এবার রিটার্ন গিফট দিত চান গম্ভীর

    মাধ্যম নিউজ ডেস্ক: জন জোয়ারে ভাসতে ভাসতে ইডেনে সম্বর্ধনা নেওয়ার কথা ভুলতে পারেননি গৌতম গম্ভীর (Gautam Gambhir)। তাঁর নেতৃত্বে ২০১২, ২০১৪ মরশুমে আইপিএল জিতেছিল কলকাতা নাইট রাইডার্স (KKR)। ইডেনে দেওয়া হয়েছিল সংবর্ধনা। লাখো মানুষের আবেগে সেদিন ভেসে বেরিয়েছিলেন কে কে আরের ক্রিকেটাররা। তারপর গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়েছে। গম্ভীর অনেক পথ পেরিয়ে মেন্টর হিসাবে ফিরে এসেছেন নাইট শিবিরে। যা নিয়ে তিনি বেশ আবেগতাড়িত। এবার নাইট সমর্থকদের রিটার্ন গিফট দিতে চান তিনি।

    কী বললেন গম্ভীর

    লক্ষ্ণৌ ছাড়ার পিছনে শুধু যে শারুখ খান কিংবা কেকেআরের ভালো অফার তা নয়, গৌতম গম্ভীরকে (Gautam Gambhir) অনেক বেশি টেনেছে কলকাতার ক্রিকেট প্রেম। দল পরিবর্তন করার ক্ষেত্রে বড় ফ্যাক্টরও সেটাই। এক সাক্ষাৎকারে গম্ভীর বলেছেন, “যেখান থেকে শুরু হয়েছিল আইপিএল যাত্রা সেখানে ফিরে আসতে পারে দারুণ লাগছে। স্মৃতিপটে ভিড় করছে অনেক ঘটনা, বিশেষ করে কলকাতা নাইট রাইডার্স সমর্থকদের অকুণ্ঠ ভালোবাসা কখনও ভোলার নয়। কেকেআরের জার্সিতে নতুন করে পথ চলা শুরু। জানি এবারও সমর্থকরা বিপুল প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছেন। এটুকু বলতে পারি তাঁদের মুখে হাসি ফোটানোর জন্য চেষ্টার কোনো কসুর রাখা হবে না। বাংলার মানুষের অনেক ভালোবাসা পেয়েছি, এবার ফিরিয়ে দিতে চাই।”

    আরও পড়ুন: সাদা বলের সিরিজে নেই রোহিত-বিরাট! দক্ষিণ আফ্রিকা সফরের ভারতীয় দল ঘোষিত

    নাইটদের লক্ষ্য

    বিগত কয়েক বছরে কলকাতা নাইট রাইডার্সের পারফরম্যান্স একবারেই আশানুরূপ হয়নি। চন্দ্রকান্ত পণ্ডিতকে কোচ করে আনা হলেও মেলেনি প্রত্যাশিত সাফল্য। তাই গম্ভীরকে (Gautam Gambhir) মেন্টর হিসাবে চাপিয়ে দেওয়া হয়েছে। মূলত গম্ভীরের পরামর্শ মেনে নতুন করে দল সাজানোর কাজে নেমে পড়েছেন কেকেআর কর্তারা। ছেড়ে দেওয়া হয়েছে ১২ জন ক্রিকেটারকে তার মধ্যে আছেন শার্দুল ঠাকুর, লকি ফার্গুশন, টিম সাউদির মতো ক্রিকেটাররা। আগামী ১৬ই ডিসেম্বর আইপিএল নিলাম। যেখানে দলের দুর্বলতা ঢাকার জন্য উপযুক্ত ক্রিকেটার কিনতে দর হাঁকবেন নাইট রাইডার্স কর্তারা। ব্যাটিংয়ের পাশাপাশি বোলিং আরও শক্তিশালী করাই লক্ষ্য গম্ভীরের। তাই প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, রাচিন রবীন্দ্রকে নেওয়ার চিন্তা ভাবনা চলছে। আসন্ন আইপিএলের আগেই দলের ওপেনিং স্লটকে শক্তিশালী করতে চাইছে কেকেআর শিবির।মায়াঙ্ক আগরওয়ালকে ট্রেডিংয়ের মাধ্যমে দলে নিতে পারে কেকেআর শিবির। পঞ্জাব দলের ওপেনার হিসেবে যথেষ্ট সফল ছিলেন, ভারতীয় দলে খেলা এই ক্রিকেটার।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Gautam Gambhir: ভারতের হারে উচ্ছ্বাস! পাকিস্তান সমর্থকদের তুলোধনা গম্ভীরের

    Gautam Gambhir: ভারতের হারে উচ্ছ্বাস! পাকিস্তান সমর্থকদের তুলোধনা গম্ভীরের

    মাধ্যম নিউজ ডেস্ক: সদ্য সমাপ্ত একদিনের বিশ্বকাপ (ICC World Cup 2023) ক্রিকেটের আসরে পুরো টুর্নামেন্ট অপরাজেয় থেকেও ফাইনালে হেরে গিয়েছে ভারত। রোহিতদের এই পরাজয়ে উচ্ছ্বসিত বহু পাকিস্তানি সমর্থক। সোশ্যাল সাইটে তারা ভারতের এই পরাজয় উদযাপন করেছেন। এই মনোভাবের সমালোচনা করলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার গৌতম গম্ভীর (Gautam Gambhir)। একই সঙ্গে তিনি ভারতের কোচ রাহুল দ্রাবিড় ও অধিনায়ক রোহিত শর্মার ভূয়সী প্রশংসা করেছেন। তবে রোহিতের একটি মন্তব্য মেনে নিতে পারেননি গম্ভীর। 

    খেলোয়াড়োচিত মানসিকতা কাম্য

    ভারতের পরাজয়ে পাকিস্তানের সমর্থকরা সোশ্যাল সাইটে যেভাবে উচ্ছ্বাস প্রকাশ করেছেন, তার সমালোচনা করেন টিম ইন্ডিয়ার প্রাক্তন ওপেনার গৌতম গম্ভীর (Gautam Gambhir)। তিনি বলেন,”নিজের দলকে সমর্থন করা ভাল। তাদের জয়-পরাজয়ের গঠনমূলক আলোচনা করুক সমর্থকেরা। কিন্তু নিজের দল সাফল্য না পেলে অন্য দলের পরাজয় কামনা করা ঠিক নয়। এই ধরনের আচরণ বৈরিতা বাড়ায়।” অনুরাগীদের এই আচরণের সমালোচনা করেছেন প্রাক্তন পাক অধিনায়ক ওয়াসিম আক্রামও। তাঁর কথায়, “এটা আসলে একটা খেলা। এখানে হার-জিত রয়েছে। হতাশা এলেও সমর্থকেরা যেন বিদ্বেষী না হন।”

    আরও পড়ুন: পাকিস্তান থেকে সরছে চ্যাম্পিয়ন্স ট্রফি! জানেন আয়োজনের নয়া দাবিদার কারা?

    রোহিত-দ্রাবিড় প্রসঙ্গ

    বিশ্বকাপ (ICC World Cup 2023) ফাইনালের আগে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা জানিয়ে ছিলেন যে এবারের বিশ্বকাপটা তিনি রাহুল দ্রাবিড়ের জন্য জিততে চান। রোহিতের সেই বক্তব্য মেনে নিতে পারছেন না গম্ভীর (Gautam Gambhir)। তিনি বলেন, “দেশের জন্য বিশ্বকাপ জয়ের কথা ভাবা উচিত। বিশেষ কোনও ব্যক্তির জন্য নয়। রাহুল দ্রাবিড় বিশ্বকাপ জেতার বিষয়ে অবশ্যই যোগ্যতম ব্যক্তি। কিন্তু তাই বলে বিশেষ একজনের জন্য বিশ্বকাপ জিততে হবে এটা ভেবে নেওয়া এবং দলের অধিনায়ককে সাংবাদিকদের সামনে সেই কথা বলার কোনও মানে হয় না।” বিশ্বকাপের পর ভারতীয় ক্রিকেট দলের কোচ হিসেবে ইতিমধ্যেই দ্রাবিড়ের মেয়াদ শেষ হয়ে গিয়েছে। তবে গম্ভীরের কথায়, রাহুল দ্রাবিড় যদি নিজে চান, তাহলে তাঁর চুক্তির মেয়াদ অবশ্যই বাড়ানো যেতে পারে। গম্ভীর বলেন, “গোটা একদিনের ক্রিকেট বিশ্বকাপে টিম ইন্ডিয়া যে পারফরম্যান্স করেছে, সেটা অবশ্যই প্রশংসনীয়। যদি আমরা একটা ম্যাচ দিয়েই কোন কোচকে বিচার করতে যাই, তাহলে সেটা অবশ্যই ভুল হবে।”

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • IPL Auction: বোলিংয়ে বিশেষ নজর! আইপিএল নিলামে নাইটদের ভাবনায় কারা?

    IPL Auction: বোলিংয়ে বিশেষ নজর! আইপিএল নিলামে নাইটদের ভাবনায় কারা?

    মাধ্যম নিউজ ডেস্ক: গত আইপিএলে পারফরম্যান্স ভালো হয়নি। তাই এবার দল ঢেলে সাজানোর কাজে নেমে পড়েছে কলকাতা নাইট রাইডার্স। মেন্টর হিসাবে ফেরানো হয়েছে গৌতম গম্ভীরকে। তিনিই দুবার চ্যাম্পিয়ন করেছিলেন কেকেআর-কে। তাঁর পরামর্শ মেনে এবার নিলামে ঝাঁপাবে নাইট রাইডার্স। বিশেষ নজর দেওয়া হয়েছে বোলিংয়ে। তাই শর্দুল ঠাকুর, লকি ফার্গুসন, টিম সাউদি সহ ১২ জন ক্রিকেটারকে রিলিজ করে দিয়েছে কেকেআর। আর তার জায়গায় শাহরুখ খানের দল নিতে পারে বেশ কয়েকজন আন্তর্জাতিক তারকা ক্রিকেটারকে। 

    কাদেরকে নিতে পারে কেকেআর

    নিউজিল্যান্ডের অল রাউন্ডার রাচিন রবীন্দ্র বিশ্বকাপে বড় চমক দিয়েছিলেন। ওপেনার হিসাবে যেমন তিনি দ্রুত রান তুলতে পারেন, তেমনি স্পিনার হিসাবে উইকেট নিয়ে দলকে সাহায্য করেন। তাই ভারতীয় বংশোদ্ভূত রাচিন রবীন্দ্রকে নিতে চাইছে কেকেআর। আর এক নিউজিল্যান্ড ক্রিকেটার ড্যারেল মিচেলের যার দিকে নাইটদের নজর থাকবে ১৯ ডিসেম্বরের নিলামে। বিশ্বকাপে তিনিও নজর কেড়েছেন। টপ অর্ডার ব্যাটিংয়ে তিনি কিন্তু খুবই দক্ষ। তাই মিচেলের জন্য অনেক দলই মোটা দর হাঁকবে। শ্রীলঙ্কার ক্রিকেটার হসরাঙ্গাকে ছেড়ে দিয়েছে আরসিবি। যা রীতিমতো চমকে দেওয়ার মতো। সেই সুযোগ কাজে লাগাতে চাইছে কেকেআর। সেক্ষেত্রে স্পিন বিভাগ আরও শক্তিশালী হবে। পেস বোলিং মজবুত করতে মরিয়া নাইট রাইডার্স। ফার্গুসন, উমেশ, শারদুলকে ছেড়ে দেওয়ার কারণ সেটাই। তাই হার্শল প্যাটেলের কথা ভাবছে নাইট রাইডার্স। কারণ ডেথ ওভারে উইকেট নিয়ে ম্যাচ বের করে আনার ব্যাপারে তাঁর অভিজ্ঞতা রয়েছে। আবার নাইট রাইডার্সের জার্সি পরে খেলতে দেখা যেতে পারে অজি অধিনায়ক প্যাট কামিন্সকে। বিশ্বকাপ জেতার পর তিনি আইপিএলে খেলার কথা ঘোষণা করে দিয়েছেন। আগে তিনি কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন সুনামের সঙ্গে। তাই তাঁর অভিজ্ঞাতা কাজে লাগবে। কামিন্সকে ফেরাতে তাই মরিয়া কেকেআর।

    কেকেআর-এ রইলেন কারা

    আইপিএল ২০২৪-এর নিলামের আগে ট্রেড উইন্ডো দিয়ে দল গুছিয়ে নেওয়া শুরু করেছে ফ্র্যাঞ্চাইজিগুলি। তবে রবিবার জানা যায় কোন কোন ক্রিকেটারদের নতুন মরশুমের জন্যও ধরে রাখে দলগুলি। আগামী মাসের নিলামে অনেকটাই বেশি টাকা হাতে থাকছে নাইটদের। ৩২.৭ কোটি টাকা রয়েছে শাহরুখ খানের টিমের পার্সে। আগামী মরশুমের জন্য গৌতম গম্ভীরকে মেন্টর করেছেন কিং খান। অধিনায়ক বদলের সম্ভাবনা রয়েছে। নাইট শিবিরে রয়ে গিয়েছেন নীতীশ রানা, রিঙ্কু সিং, শ্রেয়াস আইয়ার, জেসন রয়, সুনীল নারিন, সুজস শর্মা, অনুকুল রায়, আন্দ্রে রাসেল, ভেঙ্কটেশ আইয়ার, হর্ষিত রানা, বৈভব অরোরা ,বরুণ চক্রবর্তী। 

    কাদের ছাড়ল নাইট শিবির

    নতুন মরসুমের আগে মোট ১২ জন প্লেয়ারকে ছেড়ে দিল কেকেআর (Kolkata Knight Riders)। তাঁদের মধ্যে রয়েছেন- শাকিব আল হাসান, লিটন দাস, ডেভিড উইজি, আর্য দেশাই, নারায়ণ জগদীশান, কুলওন্ত খেজরিওয়ালিয়া, শার্দুল ঠাকুর, লকি ফার্গুসন, উমেশ যাদব, টিম সাউদি, জনসন চার্লস।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • IPL 2024: আইপিএলের আঙিনায় দ্রাবিড়! লখনউ-এর মেন্টর হতে চলেছেন রাহুল

    IPL 2024: আইপিএলের আঙিনায় দ্রাবিড়! লখনউ-এর মেন্টর হতে চলেছেন রাহুল

    মাধ্যম নিউজ ডেস্ক: রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) সঙ্গে টিম ইন্ডিয়ার হেড কোচ হিসেবে বিসিসিআইয়ের চুক্তি শেষ হয়েছে বিশ্বকাপের পরেই। রাহুল (Rahul Dravid) আর ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) কোচের পদে থাকতে চাইছেন না।  সূত্রের খবর আগামী আইপিএল-এ (IPL 2024) লখনউ সুপারজায়ান্টস দলের মেন্টর হিসেবে  দেখা যেতে পারে রাহুল দ্রাবিড়কে। লখনউ সুপারজায়ান্টসের মেন্টের ছিলেন গৌতম গম্ভীর। যিনি তাঁর পুরনো দল কেকেআরের মেন্টর হিসেবে দায়িত্ব সামলাবেন আগামী মুশুমে। সেই জায়গাতেই আসতে পারেন দ্রাবিড়।

    নয়া ভূমিকায় দ্রাবিড়

    দ্রাবিড় (Rahul Dravid) এখনই লখনউ সুপারজায়ান্টস দলের সদস্য তা বলা সম্ভব নয় তার কারণ, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড দ্রাবিড়কে কোচ হিসেবে দায়িত্ব থেকে অব্যহতি না নেওয়ার অনুরোধ জানাতে পারে। তবে দ্রাবিড় নাকি ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন যে তিনি আর  রোহিতদের কোচের পদে থাকতে আগ্রহী নন।  ফলে আইপিএলে যে এলএসজির মেন্টর হিসেবে দ্রাবিড়কে দেখতে পাওয়া যাবে এটা এক প্রকার সিলমোহর না পড়লেও নিশ্চিত ভাবে বলাই যায়।  এর আগে আইপিএলে (IPL 2024) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও রাজস্থান রয়্যালসের হয়ে খেললেও, সাপোর্ট স্টাফ হিসেবে এই প্রথমবার আইপিএলে কোন দলের সঙ্গে যুক্ত হতে চলেছেন রাহুল দ্রাবিড়। 

    আরও পড়ুন: কেকেআর শিবিরে বদল! থাকছেন না বিশ্বকাপ খেলা তিন ক্রিকেটার

    ইতিমধ্যেই গৌতম গম্ভীর লখনউ সুপার জায়ান্টসের দায়িত্ব ছেড়ে ফিরেছেন কলকাতা নাইট রাইডার্স শিবিরে। ক্যাপ্টেন হিসেবে কেকেআরকে জোড়া খেতাব জেতানো গম্ভীরকে আসন্ন আইপিএল মরশুমে দেখা যাবে নাইটদের মেন্টর হিসেবে। সুতরাং, লখনউকে তাদের সাপোর্ট স্টাফের শূন্যপদ পূরণ করতে হবে খুব তাড়াতাড়িই। এক্ষেত্রে এলএসজি দ্রাবিড়কে পেতে ঝাঁপিয়েছে বলে খবর। তবে, দ্রাবিড়কে তাঁর পুরনো আইপিএল ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালসের ডাগআউটেও দেখা যেতে পারে, বলে খবর। তবে এখনও জাতীয় দলের হেড কোচ দ্রাবিড়। বিসিসিআই-এর সঙ্গে তাঁর কথা বলার উপরই সব কিছু নির্ভর করছে।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • World Cup Final: মোদি থেকে শাহরুখ, বিগ বি থেকে গম্ভীর, ভারতীয় দলের পাশে সকলেই দাঁড়ালেন

    World Cup Final: মোদি থেকে শাহরুখ, বিগ বি থেকে গম্ভীর, ভারতীয় দলের পাশে সকলেই দাঁড়ালেন

    মাধ্যম নিউজ ডেস্ক: টানা ১০ ম্যাচে অপ্রতিরোধ্য ছিল ভারতীয় দল। তবে ছন্দপতন হল আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে (World Cup Final)। ফাইনালের দিন অস্ট্রেলিয়ার কাছে ৬ উইকেটে পরাস্ত হয়েছে ভারত। ১৪০ কোটি দেশবাসীর মন ভারাক্রান্ত। এই সময় ভারতীয় টিমের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে বলিউডের তারকা এবং প্রাক্তন ক্রিকেটাররা।

    প্রধানমন্ত্রীর ট্যুইট

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর এক্স হ্যান্ডেলে (সাবেক ট্যুইটার) লেখেন, ‘‘সারা বিশ্বকাপ জুড়ে আপনারা নিজেদের প্রতিভার স্বাক্ষর রেখেছেন। চরম উদ্যমে আপনারা খেলেছেন (World Cup Final) এবং দেশকে গর্বিত করেছেন। আমরা আপনাদের পাশে আজকেও রয়েছি সব সময় থাকব।’’

    গৌতম গম্ভীরের ট্যুইট

    ২০১১ সালে বিশ্বকাপ জয়ী দলের সদস্য গৌতম গম্ভীর। ফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৯৭ রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন গৌতম। মূলত তাঁর ওই ইনিংসের উপর ভিত্তি করেই জয় (World Cup Final) অনেকটা সহজ হয়ে যায় সেদিন। গৌতম গম্ভীর এক্স হ্যান্ডেলে (সাবেক ট্যুইটার) লেখেন,  ‘‘আমরা সবসময়ের জন্যই একটি চ্যাম্পিয়ান টিম।’’ নিজের ট্যুইটার অ্যাকাউন্টে অস্ট্রেলিয়াকে জয়ের জন্য অভিনন্দনও জানিয়েছেন গৌতম।

    ভিভিএস লক্ষণের বার্তা

    ভারতীয় দলের প্রাক্তন খেলোয়াড় (World Cup Final) ভিভিএস লক্ষণ এদিন এক্স হ্যান্ডেলে (সাবেক ট্যুইটার) লেখেন, ‘‘ফাইনালে হেরে যাওয়াটা সত্যিই বেদনাদায়ক কিন্তু মনে রাখতে হবে রোহিত এবং তাঁর ছেলেরা যেভাবে বিশ্বকাপে মাথা উঁচু করে খেলেছে তা স্মরণীয় হয়ে থাকবে।’’

    ইরফান পাঠানের ট্যুইট

    ইরফান পাঠান এক্স হ্যান্ডেলে (সাবেক ট্যুইটার) লেখেন, ‘‘সারা বিশ্বকাপে এই একটি ম্যাচই খারাপ গেল আমাদের। আমার সম্মান এবং ভালোবাসা থাকবে টিমের প্রতি।’’

    শাহরুখ খানের ট্যুইট

    বলিউড বাদশা শাহরুখ খান এক্স হ্যান্ডেলে (সাবেক ট্যুইটার) লেখেন, ‘‘সম্পূর্ণ টুর্নামেন্টে (World Cup Final) যে উদ্যমে খেলেছে আমাদের ছেলেরা তা সত্যিই স্মরণীয় হয়ে থাকবে।’’

    অমিতাভ বচ্চনের ট্যুইট

     অমিতাভ বচ্চন এক্স হ্যান্ডেলে (সাবেক ট্যুইটার) লেখেন ‘‘তোমাদের প্রতিভা এবং ক্ষমতা অসীম। শুধু একবার তাকিয়ে দেখো আগের দশটি ম্যাচে তোমরা কত প্রাক্তন চ্যাম্পিয়ন এবং বর্তমান উইনারকেও হারিয়েছ।’’

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • ICC World Cup 2023: বিশ্বকাপ মেলাল বিরাট-নবীনকে! রেকর্ড গড়েও নিরুত্তাপ, কাপ জয়ই লক্ষ্য রোহিতের

    ICC World Cup 2023: বিশ্বকাপ মেলাল বিরাট-নবীনকে! রেকর্ড গড়েও নিরুত্তাপ, কাপ জয়ই লক্ষ্য রোহিতের

    মাধ্যম নিউজ ডেস্ক: বিরাট কোহলির মঞ্চে রোহিত শর্মার ‘শো’ দেখল কোটলা। হিটম্যানের দাপটে খড়কুটোর মতোই উড়ে গেল আফগানিস্তান। ভাল খেললেন কোহলিও।  বিশ্বকাপে দ্রুততম হাজার রান,  সপ্তম শতরান একাধিক রেকর্ড গড়েও ম্যাচ শেষে নিরুত্তাপ ভারত অধিনায়ক। বললেন,  ‘আমি রেকর্ড নিয়ে খুব একটা বেশি ভাবতে চাই না। দীর্ঘ পথ চলতে হবে। রেকর্ড করলে সব সময়ই ভালো লাগে। কিন্তু এখন নিজের রেকর্ডের কথা ভাবছি না। সেই সব ভাবতে গেলে মনঃসংযোগ নষ্ট হতে পারে। প্রতিযোগিতা সবে শুরু হয়েছে। আমার লক্ষ্য বিশ্বকাপ জেতা।’

    কী বললেন রোহিত

    পর পর দুটো ম্যাচ জিতে শনিবার চির প্রতিদ্বন্দ্বি পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামছে রোহিত-ব্রিগেড।  ভারত অধিনায়কের কথায়, “পাকিস্তানকেও হারাতে হবে। ফোকাস নষ্ট করা চলবে না। পর পর দুটো ম্যাচ জিতে ভালো লাগছে। তবে জয়ের ধারা বজায় রাখতে হবে। ” তিনি আরও যোগ করেছেন, ‘বিশ্বকাপে শতরান করা সব সময়েই আনন্দের। আমি ভালোই খেলছিলাম। খালি বড় রান পাচ্ছিলাম না। কিন্তু জানতাম, বড় রান আসবে। ব্যাটে বল ভাল আসছিল। তাই শুরু থেকে চালিয়ে খেলেছি। এটাই আমার খেলার ধরন। আমি আক্রমণাত্মক খেলতে ভালবাসি।’

    দিল্লি দেখল অন্য দৃশ্য

    রোহিতের রেকর্ডের সঙ্গে সঙ্গেই এদিন দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম সাক্ষী থাকল আরও অনেক কিছুর। আফগানিস্তানের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার পরই আলোচনায় ছিল বিরাট কোহলি বনাম নবীন উল হক। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের গত সংস্করণে তাদের বিতর্ক ‘মুখরোচক’ বিষয় হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু কোটলা দেখল অন্য ছবি। বিশ্বকাপ মেলাল বিরাট-নবীনকে। সমর্থকরা কী চাইছিলেন, তা অজানা। তবে সবটাই যে অতীত, বুঝিয়ে দিলেন কিং কোহলি। যাঁরা নানা সময়ে নবীন-বিরাটের ঘটনায় বিদ্রুপ করেছিলেন, তাঁদের ধুয়ে দিলেন কমেন্ট্রি বক্সে থাকা গৌতম গম্ভীর। তেমনই প্রশংসায় ভরিয়ে দিলেন বিরাট কোহলি এবং নবীন উল হককে।আফগানিস্তান ইনিংসে নবীন উল হক ব্যাটিংয়ে নামতেই, স্প্লিট স্ক্রিনে ধরা হল বিরাটকে। জায়ান্ট স্ক্রিনে দু-জনকে একসঙ্গে দেখাতেই গ্যালারিতে ব্যাপক আওয়াজ। বিরাট হাসতে থাকেন পুরনো ঘটনা নিয়ে এমন পরিস্থিতি তৈরি হওয়ায়।

    ঈশানের আউটে বিরাট কোহলি ক্রিজে নামতেই বোলিংয়ে আনা হয় নবীনকে। কয়েকটি ডেলিভারি সামলে নিলেন। রান নেওয়ার সময় নবীনের পাশ দিয়ে দৌড়ছিলেন বিরাট। ক্যামেরা ধরল তাঁদেরই। কিছুক্ষণ পরই অনবদ্য একটা দৃশ্য। বিরাট-নবীন হাত মেলাচ্ছেন। আফগানিস্তানের তরুণ ক্রিকেটারের পিঠ চাপড়ে দিচ্ছেন বিরাট কোহলি। গ্যালারির দিকেও ইশারা করলেন, উৎসাহ দাও এই তরুণকে। গ্যালারিও ভুলে গেল। গালি নয় তালিতে ভরে উঠল চারপাশ। সমালোচকদের জাবাব দিয়ে ধারাভাষ্যে থাকা গৌতম গম্ভীরও প্রশংসায় ভরিয়ে দিলেন বিরাটকে। বললেন, “বিরাট মানের ক্রিকেটারের থেকে এমন পরিণত আচরণই প্রত্যাশা করেন।”

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share