Tag: Gaza

Gaza

  • Netanyahu: ‘চরম মূল্য দিতে হবে’! খুনের চেষ্টা হতেই হুঁশিয়ারি নেতানিয়াহুর, ফের শুরু হামলা

    Netanyahu: ‘চরম মূল্য দিতে হবে’! খুনের চেষ্টা হতেই হুঁশিয়ারি নেতানিয়াহুর, ফের শুরু হামলা

    মাধ্যম নিউজ ডেস্ক: ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে (Netanyahu) খুনের চেষ্টা! তাঁর বাসভবনে ড্রোন হামলা করা হয়। এর পরেই জঙ্গি নিকেশের অভিযান আরও তীব্র করল ইজরায়েল। জঙ্গিগোষ্ঠী হিজবুল্লাকে (Hezbollah) হুঁশিয়ারি দিয়ে নেতানিয়াহু আরও ঘোষণা করেছেন, যারাই তাঁদের (ইজরায়েল) ক্ষতি করার চেষ্টা করবে, তাদেরকে চরম মূল্য দিতে হবে। প্রসঙ্গত, ইজরায়েলের প্রধানমন্ত্রীর বাসভবনে ড্রোন হামলা যখন হয়, ঘটনাক্রমে সেই সময় বাড়িতে ছিলেন না নেতানিয়াহু ও তাঁর স্ত্রী।

    নেতানিয়াহুর (Netanyahu)  ট্যুইট

    নিজের এক্স হ্যান্ডলে তিনি লেখেন, ‘‘ইরানের যে এজেন্ট (হিজবুল্লা) আমাকে এবং আমার স্ত্রীকে হত্যার ষড়যন্ত্র করছে, তাদের বলতে চাই, খুব বড় ভুল করছেন আপনারা। এর ফল ভুগতে হবে। শত্রুদের বিরুদ্ধে আমাদের লড়াই জারি থাকবে।’’

    হুঁশিয়ারি ইরানকে

    একই সঙ্গে ইরানকেও হুঁশিয়ারি দিয়েছেন নেতানিয়াহু (Netanyahu) । তাঁর হুঁশিয়ারি, ‘‘হিজবুল্লা (Hezbollah), হামাস এবং হুথিদের নিয়ে যে ছায়াযুদ্ধ শুরু করেছে ইরান, তার জবাব দিচ্ছে ইজরায়েল। শত্রুদের বিরুদ্ধে এই লড়াই জারি থাকবে। যদি কেউ ইজরায়েলের নাগরিকদের ক্ষতি করার চেষ্টা করে, তার পরিণাম হবে ভয়ানক।’’ নেতানিয়াহুর (Netanyahu)  সেই হুঁশিয়ারির কয়েক ঘণ্টার মধ্যেই লেবানন এবং গাজায় ব্যাপক হামলা শুরু করে ইজরায়েল।

    অভিযান চলবে গাজায়

    নেতানিয়াহু আরও হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, সন্ত্রাস দমনে গাজাতে তাদের অভিযান চলবে। প্রসঙ্গত, শুক্রবারে গাজার জনগণের উদ্দেশে বার্তা দিয়ে নেতানিয়াহু বলেন, ‘‘সিনওয়ারকে হত্যা করা হয়েছে, ইজরায়েলের বীর সৈন্যরা এই কাজ সম্পন্ন করেছেন। কিন্তু এখানেই গাজা যুদ্ধ সমাপ্ত হচ্ছে না।’’ এরপরেই তিনি গাজার জনগণের উদ্দেশে বলেন, ‘‘হামাস আত্মসমর্পণ করলেই গাজা যুদ্ধ সমাপ্ত হবে।’’

    অ্যাকশন মোডে ইজরায়েল

    নেতানিয়াহুকে খুনের চেষ্টা হতেই দক্ষিণ বেইরুটে হিজবুল্লার বেশ কয়েকটি ডেরায় হামলা চালিয়ে সেগুলি গুঁড়িয়ে দিয়েছে ইজরায়েল, এমনটাই দাবি তাদের সেনার। তাদের আরও দাবি, হিজবুল্লার একাধিক অস্ত্রভান্ডার এবং তাদের কমান্ড সেন্টারও ধ্বংস করে দেওয়া হয়েছে। পাশাপাশি, গাজাতে শনিবার থেকে হামলা আরও জোরাল করেছে ইজরায়েল।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Israel Hamas Conflict: হামাসের ডেরা থেকে শানি লুক-সহ তিন ইজরায়েলি পণবন্দির দেহ উদ্ধার

    Israel Hamas Conflict: হামাসের ডেরা থেকে শানি লুক-সহ তিন ইজরায়েলি পণবন্দির দেহ উদ্ধার

    মাধ্যম নিউজ ডেস্ক: দক্ষিণ গাজায় প্যালেস্টাইনি সশস্ত্র গোষ্ঠী হামাসের কয়েকটি ভূগর্ভস্থ ডেরায় অভিযান চালিয়ে শনিবার তিন পণবন্দির দেহ উদ্ধার করল ইজরায়েলি (Israel Hamas Conflict) সেনা। উদ্ধার হওয়া তিনটি দেহ শানি লুক, অ্যামিট বুসকিলা এবং ইতজাক গেলেরেন্টার। গত ৭ অক্টোবর দক্ষিণ গাজা লাগোয়া এলাকায় নোভা উৎসব চলাকালীন ওই তিন জন-সহ ২৫২জনকে অপহরণ করা হয়েছিল। সম্ভবত সে দিনই ওই তিনজনকে হত্যা করে দেহ গাজায় নিয়ে যাওয়া হয়। শানি লুকের (Shani Louk) অপহরণের ফুটেজ, তার খুলির একটি টুকরো শনাক্ত করার পর মৃত্যু সম্পর্কে আগেই নিশ্চিত হওয়া গিয়েছিল। তবে অন্যরা বেঁচে থাকতে পারেন এই আশা ছিল নিহতদের পরিবারের।

    ইজরায়েলের অভিযান

    গত ৭ অক্টোবর ইজরায়েলের (Israel Hamas Conflict) ভূখণ্ডে ঢুকে হামলা চালিয়েছিল হামাস। তারা বহু ইজরায়েলি নাগরিককে পণবন্দি হিসাবে গাজায় নিয়ে গিয়েছিল। বন্দি করা হয়েছিল ইজরায়েলে থাকা বিদেশিদেরও। কাতারের মধ্যস্থতায় আলোচনার মাধ্যমে তাঁদের অনেককে মুক্তি দিলেও অনেকেই এখনও বন্দি। গাজ়ায় ইজরায়েলি সেনার ‘গ্রাউন্ড অপারেশনের’ মুখে তাঁদের মানবঢাল হিসাবে ব্যবহার করা হচ্ছে বলে তেল আভিবের অভিযোগ। ইজরায়েলি সেনার তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, উদ্ধার হওয়া তিনটি দেহ শানি লুক (Shani Louk) , অ্যামিট বুসকিলা এবং ইতজাক গেলেরেন্টার। ইজরায়েলের প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র ড্যানিয়েল হগারি জানিয়েছেন,দেহগুলো একটি সুড়ঙ্গের ভেতর থেকে উদ্ধার করা হয়েছে। 

    নির্মম হত্যালীলা

    নোভা উৎসব চলাকালীন ইজরায়েলে (Israel Hamas Conflict) হামাসের ওই হামলায় প্রায় ১ হাজার ২০০ মানুষ নিহত হন। এছাড়া ২৫২ জনকে পণবন্দি করে গাজায় নিয়ে যায় হামাস। তাদের মধ্যে ১০৫ জনকে গত নভেম্বরে সাত দিনের যুদ্ধবিরতির সময় মুক্তি দেওয়া হয়েছিল। কয়েক দিন আগে পর্যন্ত অ্যামিট বুসকিলা এবং ইতজাক গেলেরেন্টার জীবিত আছেন বলে মনে করা হচ্ছিল। তবে শানি লুকের (Shani Louk) অপহরণের নির্মম ফুটেজ আগেই ভাইরাল হয়। হামাসের হাতে এখনও প্রায় ১২৫ জন পণবন্দি রয়েছে। তবে তাদের মধ্যে কতজন জীবিত আছেন, তা নিশ্চিত নয়। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু শনিবার বলেন, ‘‘এই ঘটনা হৃদয়বিদারক। সমস্ত পণবন্দিকে আমরা দেশে ফিরিয়ে আনব। যাঁরা জীবিত রয়েছেন এবং যাঁরা মারা গিয়েছেন, সকলকেই।’’

    আরও পড়ুন: ফের গরম, কলকাতার পারদ ছুঁল ৩৮ ডিগ্রি! কবে বৃষ্টি, কী বলছে হাওয়া অফিস?

    কে শানি লুক

    প্রাণ চঞ্চল জার্মান-ইজরায়েলি ট্যাটু শিল্পী ছিলেন শানি লুক (Shani Louk)। নোভা মিউজিক ফেস্টিভ্যালে যোগ দিতে গিয়েছিলেন শানি। ইজরায়েলের (Israel Hamas Conflict) প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র ড্যানিয়েল হগারি জানিয়েছেন, উৎসবের মধ্যে হামাস হামলা চালালে পালানোর চেষ্টা করেন ২৩ বছরের ওই তরুণী। তখনই তাঁকে নির্মমভাবে হত্যা করা হয়। তাঁর অর্ধনগ্ন দেহ ট্রাকের পিছনে চাপিয়ে টেনে হিঁচড়ে গাজা উপত্যকায় নিয়ে যাওয়া হয়। অক্টোবরে ওই ঘটনার কয়েক দিন পরেই সোশ্যাল মিডিয়ায় প্রচারিত একটি ভিডিওতে দেখা যায় যে শানির অর্ধনগ্ন দেহটি একটি পিক-আপ ট্রাকের পিছনে ঝুলিয়ে গাজার মধ্য দিয়ে প্যারেড করা হচ্ছে। শানির পরিবার, তাঁর ড্রেডলক এবং স্বতন্ত্র ট্যাটু থেকে তাঁকে শনাক্ত করে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Israel-Hamas War: হামাসের প্রতিষ্ঠা দিবসে শুভেচ্ছা ইজরায়েলের! কী লেখা হল ট্যুইটারে?

    Israel-Hamas War: হামাসের প্রতিষ্ঠা দিবসে শুভেচ্ছা ইজরায়েলের! কী লেখা হল ট্যুইটারে?

    মাধ্যম নিউজ ডেস্ক: হামাসের জন্মদিনে কটাক্ষ করে  শুভেচ্ছা জানাল ইজরায়েল। প্রসঙ্গত, বুধবারই ছিল প্যালেস্তাইনের জঙ্গিগোষ্ঠী (Israel-Hamas War) হামাসের প্রতিষ্ঠা দিবস। এনিয়ে ইজরায়েলের সরকারি এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করা হয়। ওই পোস্টে দেখা যাচ্ছে, সবুজ রঙের উপর সাদা রেখায় কেকের ছবি, তাতে তিনটি মিসাইল। সেখানে ইজরায়েল লিখেছে, ‘‘৩৬ বছর আগে প্রতিষ্ঠিত হয়েছিল হামাস। এটাই যেন তাদের শেষ জন্মদিন হয়।’’

    দক্ষিণ গাজায় চলছে ইজরায়েলের হানা

    প্রসঙ্গত, চলতি বছরের ৭ অক্টোবর থেকেই মধ্যপ্রাচ্য উত্তপ্ত হয়ে ওঠে হামাস ইজরায়েলের যুদ্ধে। সেই থেকেই চলছে যুদ্ধ। এখনও ইজরায়েলের সেনাবাহিনী দক্ষিণ গাজায় হানা (Israel-Hamas War) দিচ্ছে। গত নভেম্বর মাসেই ইজরায়েল দখল করে গাজা। যুদ্ধের প্রথমে ইজরায়েলের ওপর প্রায় পাঁচ হাজার রকেট বর্ষণ করে হামাস জঙ্গিরা। এতে সাধারণ নাগরিক, শিশু সমেত নিহত হন প্রায় ১,৮০০ জন। এরপরেই পাল্টা প্রত্যাঘাত শুরু করে ইজরায়েল। ১৯৮৭ সালে তৈরি হয় জঙ্গি গোষ্ঠী হামাস। এরপরে ২০০৭ সালেই গাজা ভূখণ্ড নিজেদের দখলে রাখে ওই জঙ্গিগোষ্ঠী। তখন থেকে ইজরায়েলের সঙ্গে সংঘর্ষ চলছে তাদের।

    সাময়িক যুদ্ধবিরতি হয় নভেম্বরের শেষে

    ইজরায়েল-হামাস যুদ্ধে মধ্যস্থতাকারীর ভূমিকায় ছিল কাতার ও মিশর। দুই পক্ষকেই তারা পণবন্দিদের মুক্তির আবেদন জানায়। কয়েকদিন যুদ্ধবিরতিও করে হামাস ও ইজরায়েল। মুক্ত করা হয় দুই দেশের পণবন্দিদের। সেটা ছিল নভেম্বর মাসের শেষ সপ্তাহ। পণবন্দিদের মুক্তির (Israel-Hamas War) বিষয়ে সেসময় অন্যতম মধ্যস্থতাকারী মিশর বিবৃতি দিয়ে জানিয়েছিল, হামাস এবং ইজরায়েল যাঁদের মুক্তি দিয়েছে, সেই তালিকা তারা হাতে পেয়েছে। প্রসঙ্গত, চার দিন ধরেই চলে পণবন্দি বিনিময়প্রথা। দুই দেশের তরফেই তখন জানানো হয় যে কোনও রকম বাধা ছাড়াই এই পণবন্দি মুক্তির কাজ সম্পন্ন হয়েছে। দীর্ঘ প্রচেষ্টার পরে সংঘাত সাময়িকভাবে বন্ধ হলেও ফের শুরু হয় ইজরায়েলের হানা। এখন যুদ্ধের আবহে সামনে এল হামাসের জন্মদিনে ইজরায়েলের কটাক্ষের (Israel-Hamas War) সুর।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Hamas-Israel Conflict: সাময়িক যুদ্ধবিরতি! প্রায় দু-মাস পর ২৫ পণবন্দিকে মুক্তি দিল হামাস

    Hamas-Israel Conflict: সাময়িক যুদ্ধবিরতি! প্রায় দু-মাস পর ২৫ পণবন্দিকে মুক্তি দিল হামাস

    মাধ্যম নিউজ ডেস্ক: গাজায় সাময়িক (Gaza Temporary Ceasefire) যুদ্ধবিরতির অংশ হিসেবে ২৫ জন পণবন্দিকে মুক্তি দিল হামাস (Hamas) বাহিনী। প্রায় দু-মাস পর অবশেষে মুক্তি পেলেন ১২ জন থাইল্যান্ডের ও ১৩ জন ইজরায়েলের নাগরিক। প্রথমে স্বেচ্ছাসেবী সংগঠন রেড ক্রসের (Red Cross) তরফে খবরটি জানানো হয়। পরে ট্যুইট করে খবরটি নিশ্চিত করেছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী। মুক্ত পণবন্দিদের ফিরিয়ে আনতে দূতাবাসের আধিকারিকেরা যাচ্ছেন বলেও জানিয়েছেন তিনি। পাল্টা হিসাবে ইজরায়েলের (Hamas-Israel Conflict) জেলে বন্দি প্যালেস্টাইনিদেরও একটি অংশকে মুক্তি দেওয়ার কথা ভাবছে তেল আভিভ।

    রেড ক্রসের সদস্যদের হাতে পণবন্দিরা

    রেড ক্রসের যে কনভয়ে মুক্ত পণবন্দিদের আনা হচ্ছে, তাতে খানচারেক গাড়ি রয়েছে বলে খবর। এক একটি গাড়িতে অন্তত ছ’জন রয়েছেন বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। সদ্যমুক্তদের  ইজরায়েলের (Hamas-Israel Conflict) একটি শিশু হাসপাতালে চিকিৎসা করা হতে পারে। সেই মতো তৈরি হচ্ছে হাসপাতালটি। পণবন্দিদের মধ্যে কোনও শিশু থাকলে, কী ভাবে তাদের সঙ্গে কথা বলতে হবে সে ব্যাপারে আইডিএফ সদস্যদের আগেই বিশদ নির্দেশিকা দিয়েছে বেঞ্জামিন নেতানইয়াহু প্রশাসন। বিনা শর্তেই পণবন্দিদের মুক্তি দেওয়া হয়েছে এবং তাঁদের স্বেচ্ছাসেবী সংগঠন রেড ক্রসের হাতে তুলে দিয়েছে হামাস। তারপর রেড ক্রসের সদস্যরা পণবন্দিদের নিয়ে গাজা-মিশর সীমান্ত বরাবর রাফার দিকে রওনা দেন। অন্যদিকে, দু-মাস টানা পণবন্দি থাকার ফলে অনেকেই শারীরিক ও মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছেন। শেষ পাওয়া খবর অনুযায়ী, ৭ সপ্তাহের বন্দিদশা কাটিয়ে মিশরে পৌঁছেও গিয়েছেন ১৩ জন ইজরায়েলি। 

    আরও পড়ুন: ‘সব রকম পরিস্থিতির জন্য আমরা প্রস্তুত’! চিনে নয়া সংক্রমণ প্রসঙ্গে বিবৃতি কেন্দ্রের

    যুদ্ধ বিরতির নানা শর্ত

    প্রসঙ্গত, গত ৭ অক্টোবর থেকে ইজরায়েল ও হামাস বাহিনীর মধ্যে যুদ্ধ চলছে। হামাস (Hamas-Israel Conflict) বাহিনীকে শিক্ষা দিতে নানা দিক থেকে হামলা চালানোর পাশাপাশি গাজা সম্পূর্ণ অবরুদ্ধ করে দেয় ইজরায়েল সরকার। শুক্রবার সকাল ৭টা থেকে যুদ্ধবিরতি শুরু হয়েছে। যুদ্ধ বিরতির অঙ্গ হিসেবে ইতিমধ্যেই অবরুদ্ধ গাজা স্ট্রিপে জ্বালানি এবং রসদ সরবরাহের পথও খুলে দেওয়ার কথা জানিয়েছে ইজরায়েল। জানা গিয়েছে, ইজরায়েল যুদ্ধবিরতির শর্ত মেনে আগামী চার দিন ধরে ১৫০ জন প্যালেস্টাইনিকে জেল থেকে মুক্তি দেবে। আর হামাস মুক্তি দেবে ৫০ জন পণবন্দিকে।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Israel Hamas War: গাজায় প্রবীণ হামাস নেতার বাড়িতে হানা ইজরায়েলের, কোথায় গেলেন প্রাক্তন প্রধানমন্ত্রী?

    Israel Hamas War: গাজায় প্রবীণ হামাস নেতার বাড়িতে হানা ইজরায়েলের, কোথায় গেলেন প্রাক্তন প্রধানমন্ত্রী?

    মাধ্যম নিউজ ডেস্ক: হামাসকে নির্মূল না করা পর্যন্ত যুদ্ধ চলবে বলে জানিয়ে দিয়েছিলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। পশ্চিমী বিশ্বের চাপের মুখেও হামাসদের (Israel Hamas War) উচিত শিক্ষা দেওয়ার পণ করেছিলেন তিনি। বৃহস্পতিবার জানা গেল, গাজায় ইসমাইল হানিয়ার বাড়িতে আক্রমণ চালিয়েছে ইজরায়েলি সেনা।

    ইসমাইলের বাড়িতে হত বৈঠক

    এই ইসমাইল হামাসের প্রবীণ নেতা। ইজরায়েলি সেনার (আইডিএফ) দাবি, ইসমাইলের বাড়িত সন্ত্রাসী পরিকাঠামো গড়ে তোলা হয়েছিল। এখানেই প্রায়ই বৈঠকে বসত হামাসের প্রবীণ নেতারা। ইজরায়েল হামলার পরিকল্পনা ছকা হত এই বাড়িতেই। ইসমাইলের বাড়িতে হামাস নেতারা বৈঠকে বসলেও, তিনি নিজে থাকেন কাতারে। হামাস জঙ্গিদের এই ঘাঁটি গুঁড়িয়ে দিতে বুধবার ইজরায়েলি সেনা ব্যবহার করেছিল ফাইটার জেট।

    ইজরায়েলি সেনার ট্যুইট-বার্তা

    এক্স হ্যান্ডেলে ইজরায়েলি সেনা লিখেছে, “আজ রাতে (বুধবার) ১৬২ ডিভিশনের ২১৫ ফায়ার ব্রিগেড ফাইটার জেট নিয়ে ইসমাইল হেনিয়ার বাড়িতে হামলা চালায়। ইসমাইল সন্ত্রাসবাদী সংগঠন হামাসের পলিটিক্যাল ব্যুরোর প্রধান। তাঁর বাড়িটি সন্ত্রাসবাদীদের ঘাঁটি ছিল। হামাসের প্রবীণ নেতাদের বৈঠক হত এই বাড়িতে।” দিন কয়েক আগেই একটি বৈদ্যুতিন চ্যানেলে সাক্ষাৎকার দিতে গিয়ে ইসমাইল বলেছিলেন, “আমরা যা করছি, তা যথার্থ। ৭ অক্টোবরের মতো আঘাত আমরা ফের হানব। ইজরায়েলকে (Israel Hamas War) ধ্বংস না করা পর্যন্ত আমরা থামব না। ইজরায়েলের বেঁচে থাকার কোনও অধিকার নেই। আমরা তাদের হামলার শিকার। তাই আমরা যা করছি, তা যথার্থ। আমাদের প্রতিটি আঘাত যথার্থ। আমরা কোনওমতেই পিছু হটব না।”

    ইসমাইলের বয়স ৬০। ২০১৭ সালে তিনি হামাসের পলিটিক্যাল ব্যুরোর প্রধান নির্বাচিত হন। এই পরিচয় ছাড়াও ইসমাইলের অন্য একটি পরিচয়ও রয়েছে। ২০০৬ সালে প্যালেস্তাইনের প্রধানমন্ত্রী হয়েছিলেন তিনি। ৭ অক্টোবর ইজরায়েলে হামলা চালায় হামাস। তার জেরে প্রাণ যায় বহু নিরীহ মানুষের। এর পরেই প্রত্যাঘাত করে ইজরায়েলি সেনা। ক্রমেই পিছু হঠতে থাকে হামাসের জঙ্গিরা। গাজা স্ট্রিপের উত্তরাংশের বিস্তীর্ণ এলাকা দখল করে ফেলেছে ইজরায়েলি সেনা। এখানকার পার্লামেন্ট ভবনটিও দখল করেছে আইডিএফ (Israel Hamas War)।

    আরও পড়ুুন: জয়নগরের পর আমডাঙা! প্রকাশ্যে বোমা মেরে তৃণমূলের প্রধানকে খুন করল দুষ্কৃতীরা

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • Hamas Israel War: গাজার সুড়ঙ্গে মিলল বিদেশি অস্ত্র, আত্মঘাতী বিস্ফোরক বেল্ট, ছবি দিয়ে জানাল ইজরায়েল

    Hamas Israel War: গাজার সুড়ঙ্গে মিলল বিদেশি অস্ত্র, আত্মঘাতী বিস্ফোরক বেল্ট, ছবি দিয়ে জানাল ইজরায়েল

    মাধ্যম নিউজ ডেস্ক: হামাস-ইজরায়েল যুদ্ধের (Hamas Israel War) মাসপূর্তি হয়েছে মঙ্গলবারই। এদিনই প্যালেস্তাইনের গাজা স্ট্রিপে ইসলামি জঙ্গি সংগঠন হামাসের ডেরা থেকে উদ্ধার হওয়া অস্ত্র প্রদর্শন করল ইজরায়েল। ইহুদি রাষ্ট্র ইজরায়েলকে ফাঁদে ফেলতে উত্তর গাজায় প্রচুর সুড়ঙ্গ খুঁড়ে রেখেছিল হামাস। মাটির প্রায় ৮০ মিটার গভীরে সরু সুড়ঙ্গপথ। সেথানেই থরে থরে মজুত করেছিল ভিন দেশ থেকে আমদানি কার অস্ত্রশস্ত্র।

    গাজার সুড়ঙ্গে অস্ত্রসম্ভার

    এর মধ্যে রয়েছে রাশিয়ার তৈরি হ্যান্ড গ্রেনেড আরপিজি-৭, চিনা একে সিরিজের স্বয়ংক্রিয় রাইফেল। ইরানে তৈরি স্বল্পপাল্লার রকেটের পাশাপাশি মজুত করা হয়েছিল প্রচুর পরিমাণ বিস্ফোরকও। বুধবার এক্স হ্যান্ডেলে ইজরায়েলি সেনার তরফে হামাসের ডেরায় উদ্ধার হওয়া অস্ত্রের তালিকার পাশাপাশি ছবি এবং ভিডিও-ও প্রকাশ করা হয়েছে। তালিকায় রয়েছে হাজার দেড়েক হ্যান্ড গ্রেনেড, ৭৬০টি আরপিজি, আত্মঘাতী হামলা চালানোর জন্য বানানো ৪২৭টি বিস্ফোরক ভরা বেল্ট, ৩৭৫টি আগ্নেয়াস্ত্র এবং ১০৬টি রকেট।

    সুড়ঙ্গ থেকে টেনে বের করে মারব

    ইজরায়েলি সেনা জানিয়েছে (Hamas Israel War), গাজা শহরের প্রাণকেন্দ্রে ঢুকে পড়েছে তারা। চারদিক থেকে ঘিরে ফেলে শুরু হয়েছে বোমাবর্ষণ। হামাসদের সুড়ঙ্গেও ঢুকে পড়েছে তারা। এই সব সঙ্কীর্ণ সুড়ঙ্গগুলির কোনও কোনওটা লম্বায় ৪০-৪১ কিলোমিটার। ইজরায়েলি সেনা জানিয়েছে, সুড়ঙ্গ থেকে টেনে বের করে এনে মারা হবে হামাসদের। এর আগে ফোমের মতো এক ধরনের বোমা দিয়ে সুড়ঙ্গের মুখ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল ইজরায়েল। পরে ঠিক হয়, হামাসদের নির্মূল করা হবে। তারা যাতে সুড়ঙ্গ পথে পালাতে না পারে, তাই ঘিরে ফেলা হয়েছে গাজা স্ট্রিপ। সুড়ঙ্গেও ঢুকে পড়েছে ইজরায়েলি সেনা। তারা জানিয়েছে, এই সুড়ঙ্গে ঢুকে হামাস কমান্ডারদের খুঁজে খুঁজে নিকেশ করা হবে। তাদের দাবি, এই সুড়ঙ্গেই লুকিয়ে রয়েছে হামাসের চাঁইরা।

    গত ৭ অক্টোবর ইজরায়েলে হামলা চালায় হামাস। নৃশংসভাবে হত্যা করা হয় ইহুদিদের। এর পরেই পাল্টা আঘাত হানার সিদ্ধান্ত নেয় ইজরায়েল। তার পর থেকে চলছে রক্তক্ষয়ী সংঘর্ষ। ইতিমধ্যেই দু’ তরফে যুদ্ধের বলি হয়েছেন ১০ হাজারেরও বেশি মানুষ (Hamas Israel War)।

    আরও পড়ুুন: জন্মনিয়ন্ত্রণ-নারীশিক্ষা নিয়ে কুরুচিকর মন্তব্য, ক্ষমা চাইলেন নীতীশ কুমার

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের , Twitter এবং Google News পেজ।

  • Israel Air Strike: গাজার সবচেয়ে বড় রিফিউজি ক্যাম্পে হানা ইজরায়েলের, খতম হামাসের শীর্ষ কমান্ডার

    Israel Air Strike: গাজার সবচেয়ে বড় রিফিউজি ক্যাম্পে হানা ইজরায়েলের, খতম হামাসের শীর্ষ কমান্ডার

    মাধ্যম নিউজ ডেস্ক: গাজায় বড়সড় ধরনের হামলা চালাল ইজরায়েল (Israel Air Strike)। প্যালেস্তাইনের গাজা স্ট্রিপের সব চেয়ে বড় রিফিউজি ক্যাম্পে হামলা চালাল তেল আভিভ। ইজরায়েলি সেনার দাবি, এয়ারস্ট্রাইকে খতম হয়েছে হামাসের এক শীর্ষ কমান্ডার ও বেশ কিছু হামাস জঙ্গি। গাজার নাগরিকদের শহরের দক্ষিণে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে ইজরায়েলি সেনা আইডিএফ।

    ইজরায়েলের তীব্র আক্রমণ

    ৭ অক্টোবর ইহুদি রাষ্ট্র ইজরায়েলে হামলা চালায় মুসলিম রাষ্ট্র প্যালেস্তাইনের গাজা স্ট্রিপের জঙ্গি গোষ্ঠী হামাস। হামাসের নৃশংস হামলার জবাব দিতে শুরু করে ইজরায়েল। তবে ইজরায়েল যাতে হামাস জঙ্গিদের নাগাল না পায় তাই গাজা স্ট্রিপে খোঁড়া হয়েছে অসংখ্যা সুড়ঙ্গ। সেই সুড়ঙ্গের হদিশ পাওয়ার পর আক্রমণ আরও তীব্র করেছে ইজরায়েল। মঙ্গলবার উড়িয়ে দেওয়া হয়েছে গাজা স্ট্রিপের সব চেয়ে বড় রিফিউজি ক্যাম্প (Israel Air Strike)। ইজরায়েলি সেনার তরফে জানানো হয়েছে, এদিন গাজায় এয়ারস্ট্রাইক চালানো হয়।

    হত হামাস কমান্ডার 

    গাজার একটি রিফিউজি ক্যাম্পে হানায় মৃত্যু হয়েছে হামাসের সেন্ট্রাল জাবালিয়া ব্যাটেলিয়নের কমান্ডার ইব্রাহিম বিয়ানির। ওই হানায় আরও বেশ কয়েকজন হামাস জঙ্গি নিহত হয়েছে। ইজরায়েলের অভিযোগ, ইজরায়েলের ওপর প্রথম যে হামলা হয়, তার নেতৃত্বে ছিলেন বিয়ানি। ইজরায়েলি সেনার তরফে জানানো হয়েছে, এয়ারস্ট্রাইকে হামাসের মাটির নিচের একাধিক গোপন ঘাঁটিও ধ্বংস করা হয়েছে। হামাসের মিলিটারি শাখা এজেদিন আল-কাশেম ব্রিগেডের হুঁশিয়ারি, ইজরায়েলি সেনার জন্য গাজা পরিণত হবে কবরস্থানে।

    আরও পড়ুুন: ‘পা ক্রমশ সরু হচ্ছে’! ফের জেল হেফাজত, কী হল অনুব্রতর?

    ইজরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেন, “পশ্চিম জাবালিয়ায় হামাসের একটি শক্তিশালী ঘাঁটির নিয়ন্ত্রণ নেওয়া হয়েছে। হামাসের কমান্ডার ইব্রাহিম বিয়ানিকে হত্যা করা হয়েছে। এছাড়া হামাসের প্রায় ৫০ জন যোদ্ধাকে হত্যা করা হয়েছে।” ইজরায়েলের অভিযোগ, তাদের হামলা থেকে বাঁচতে হামাস সদস্যরা সাধারণ লোকেদের বাড়িতে আশ্রয় নিচ্ছে। এমনকি ভূগর্ভস্থ ট্যানেলেও লুকিয়ে রয়েছে হামাস বাহিনী। তাদের নিকেশ করতেই স্থলপথে হামলা চালাচ্ছে ইজরায়েলি সেনা। আইডিএফের তরফে গাজার নাগরিকদের গাজা স্ট্রিপের দক্ষিণে চলে যেতে বলা হয়েছে। এহেন আবহে ফের ইজরায়েল (Israel Air Strike) সফরে যাচ্ছেন মার্কিন স্টেট সেক্রেটারি অ্যান্টনি ব্লিঙ্কেন।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     
     
  • Israel Hamas War: গাজা স্ট্রিপজুড়ে সুড়ঙ্গ জাল, হামাসকে রুখতে স্পঞ্জ বোমা বানাচ্ছে ইজরায়েল!

    Israel Hamas War: গাজা স্ট্রিপজুড়ে সুড়ঙ্গ জাল, হামাসকে রুখতে স্পঞ্জ বোমা বানাচ্ছে ইজরায়েল!

    মাধ্যম নিউজ ডেস্ক: ইজরায়েলকে ঘায়েল করতে গাজা স্ট্রিপজুড়ে সুড়ঙ্গ খুঁড়েছে প্যালেস্তাইনের জঙ্গি গোষ্ঠী হামাস (Israel Hamas War)। সেই সুড়ঙ্গ-জাল ধরেই ইজরায়েলে হামলা চালিয়ে যাচ্ছে হামাসের নৃশংস জঙ্গিরা। হামাসের তৈরি এই সুড়ঙ্গ জালই এবার ছিঁড়ে ফেলতে চাইছে ইজরায়েল। তেল আভিভের মতে, হামাসের তৈরি এই সুড়ঙ্গ জাল অবরুদ্ধ করতে পারলেই কেল্লাফতে। সেই কারণেই এবার গাজার সুড়ঙ্গে স্পঞ্জ বোমা নিক্ষেপ করতে চলেছে ইজরায়েল। বেশ কয়েকটি প্রতিবেদন থেকে জানা গিয়েছে, ইতিমধ্যেই জোরকদমে স্পঞ্জ বোমা তৈরি করতে শুরু করেছে ইজরায়েল।

    স্পঞ্জ বোমা কী?

    প্রশ্ন হল, স্পঞ্জ বোমা কী? স্পঞ্জ বোমা দেখতে খানিকটা ফেনার মতো। প্রাথমিকভাবে মনে হতে পারে এটি কোনও রাসায়নিকের ফেনা। কিন্তু নিক্ষিপ্ত হওয়ার পরেই ফেনা পরিণত হয় কঠিন পদার্থে। আসলে দুটি তরল দিয়ে তৈরি এই ফেনা। রাখা থাকে একটি প্লাস্টিকের প্যাকেটের মধ্যে। লোহার প্রতিবন্ধক দিয়ে প্যাকেটের মধ্যে আলাদা করে রাখা হয় তরল দুটি। নিক্ষিপ্ত হওয়ার পর ঘটে বিস্ফোরণ। তখনই প্লাস্টিকের প্যাকেট ছিন্ন করে মিশে যায় তরল দুটি। তৈরি হয় ফোম। দ্রুত ছড়িয়ে পড়ে এই ফোম। বাতাসের সংস্পর্শে এসে জমাটও বাঁধতে থাকে দ্রুত। তার জেরে বন্ধ হয়ে যায় সুড়ঙ্গ কিংবা গুহামুখ।

    রাসায়নিক গ্রেনেডের পরীক্ষা

    গাজা স্ট্রিপে হামাসের (Israel Hamas War) তৈরি সুড়ঙ্গের মুখ এই স্পঞ্জ বোমা দিয়েই অবরুদ্ধ করে দিতে চাইছে ইজরায়েল। সুড়ঙ্গের মুখ বন্ধ করতে রাসায়নিক গ্রেনেডের পরীক্ষাও করছে ইজরায়েল। এই জাতীয় গ্রেনেডে কোনও বিস্ফোরক নেই। তবে সুড়ঙ্গ কিংবা গুহামুখ বন্ধ করতে ব্যবহার করা হয় এই ধরনের বোমা। বছর দুই আগেও গাজা স্ট্রিপ সীমান্তে থাকা কিছু সুড়ঙ্গমুখ বন্ধ করতে পরীক্ষামূলকভাবে এই জাতীয় গ্রেনেড ব্যবহার করেছিল ইজরায়েল।

    আরও পড়ুুন: আগেই ইডিকে তোপ! পুর-নিয়োগ দুর্নীতিতে বালুকে দেখে কি আতঙ্কিত সুজিত?

    ইজরায়েলকে পরাস্ত করতে নয়ের দশকের মাঝামাঝি সময় থেকে গাজায় এই সুড়ঙ্গ তৈরির ছক কষে হামাস। ২০০৫ সালে যখন ইজরায়েল গাজা থেকে সেনা প্রত্যাহার করে নেয় এবং তার পরের বছর নির্বাচনে জয়ী হয় হামাস, তার পরেই শুরু হয় সুড়ঙ্গ তৈরির কাজ। এই সুড়ঙ্গগুলিতে রয়েছে বাঙ্কার, স্টোরেজ এবং নানা ধরনের ফাঁদ। সূত্রের খবর, কয়েকশো কিলোমিটার জুড়ে রয়েছে এই সুড়ঙ্গ (Israel Hamas War)। গভীরতা ৮০ মিটারের কাছাকাছি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ। 

  • Israel Hamas Conflict: ইজরায়েলের বোমায় ধ্বংস হামাসের দুটো শক্ত ঘাঁটি! গাজায় পৌঁছল ত্রাণ-সামগ্রী

    Israel Hamas Conflict: ইজরায়েলের বোমায় ধ্বংস হামাসের দুটো শক্ত ঘাঁটি! গাজায় পৌঁছল ত্রাণ-সামগ্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: হামাসের (Israel Hamas Conflict) সন্ত্রাস দমনে প্রথমবার ‘আয়রন স্টিং (Iron Sting)’ ব্যবহার করল ইজরায়েল। রবিবার ইজরায়েলি (Israel) বায়ুসেনা  গাজা আক্রমণে এই আধুনিক কৌশল ব্যবহার করে। ররবিবার রাতভর ইজরায়েলি সেনার (IDF) বোমাবর্ষণে হামাসের দুটো শক্ত ঘাঁটি ধ্বংস হয়েছে ।

    আয়রন স্টিং কী

    আয়রন স্টিং হল ১২০ এমএম নির্দিষ্ট নিশানাকে তাক করা এক ধরনের শক্তিশালী মর্টার। এই অস্ত্রের প্রযুক্তিগত উন্নতি করেছে এলবিট সিস্টেম অফ ইজরায়েল (Israel Hamas Conflict) । এই সংস্থাটি আন্তর্জাতিক অস্ত্র গবেষণা কেন্দ্র। বিশ্বের প্রায় সব দেশেই এরা অস্ত্র সরবরাহ করে। ইজরায়েলের প্রতিরক্ষা বিভাগের দাবি, আয়রন স্টিং অত্যন্ত নিখুঁত এবং অভূতপূর্ব সাফল্য দেখিয়েছে। তাদের আরও দাবি, আয়রন স্টিংই হামাসের সঙ্গে খেলা বদলে দিতে পারে। ইজরায়েলি বাহিনী জানিয়েছে, তারা সোমবার ভোরে লেবাননের দুটি হেজবুল্লা ঘাঁটি ধ্বংস করে দিয়েছে। ওখান থেকে ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ও রকেট ছোড়ার ছক কষা চলছিল।

    অপারেশন অজয়

    ‘অপারেশন অজয়’-এর অধীনে ষষ্ঠ বিমান ১৪৩ জনকে নিয়ে ইতিমধ্যেই দিল্লি ফিরেছে। ইজরায়েলের (Israel Hamas Conflict) তেল আভিভ থেকে ‘অপারেশন অজয়’-এর অধীনে  ষষ্ঠ বিমান দুই নেপালিসহ ১৪৩ জনকে নিয়ে দিল্লি পৌঁছেছে। ৭ অক্টোবর ইজরায়েলে হামাসের হামলার পর দেশে ফিরে যেতে ইচ্ছুক ভারতীয় নাগরিকদের ফিরিয়ে আনার সুবিধার্থে ১২ অক্টোবর অপারেশন অজয় ​​চালু করা হয়।

    আরও পড়ুন: নিম্নচাপের কালো মেঘ! বৃষ্টি নামল, দশমীতে ভাসবে কলকাতা?

    আমেরিকা-ইজরায়েল সাহায্য

    ত্রাণসামগ্রী সহ ট্রাকের একটি কনভয়  রবিবার গভীর রাতে রাফাহ সীমান্ত দিয়ে গাজায় প্রবেশ করেছে। যদিও তা প্রয়োজনের তুলনায় যৎসামান্য উল্লেখ করে রাষ্ট্রসংঘের তরফে মার্টিন গ্রিফিথস বলেছেন, “এই ছোট সাহায্যই আমাদের কাছে ভবিষ্যৎ আশার একটি ঝলক”। মার্কিন প্রেসিডেন্ট বাইডেন এবং ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু রবিবার ফোনে ফের কথা বলেন। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ার সঙ্গে সঙ্গে সেক্রেটারি অফ স্টেট এন্টনি ব্লিঙ্কেন মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের সম্ভাব্য হুমকি সম্পর্কে সতর্ক করেছেন। তিনি বলেছেন, “আমরা কার্যকরভাবে আমাদের জনগণকে রক্ষা করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।” ইরান বা হিজবুল্লাহকে সংঘাতে যোগদান থেকে বিরত রাখতে পেন্টাগন ইতিমধ্যে দুটি বিমানবাহী রণতরী এবং প্রায় ২০০০ নৈবাহিনীর সেনাকে পূর্ব ভূমধ্যসাগরে পাঠিয়েছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ। 

LinkedIn
Share