Tag: Ghulam Nabi Azad on Jammu and Kashmir

Ghulam Nabi Azad on Jammu and Kashmir

  • Ghulam Nabi Azad: ৩৭০ ধারা পুনরুদ্ধার সম্ভব নয়, কাশ্মীরে বললেন গুলাম নবি আজাদ

    Ghulam Nabi Azad: ৩৭০ ধারা পুনরুদ্ধার সম্ভব নয়, কাশ্মীরে বললেন গুলাম নবি আজাদ

    মাধ্যম নিউজ ডেস্ক: জম্মু ও কাশ্মীরের বিশেষ রাজ্যের মর্যাদা পুনরুদ্ধার করা সম্ভব নয়। কাশ্মীরের বারামুল্লায় একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে এমনটাই বললেন প্রাক্তন কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ (Ghulam Nabi Azad on Article 370)। দল ছাড়ার পর এই প্রথম জম্মু কাশ্মীরের (Jammu Kashmir) মতো স্পর্শকাতর বিষয় নিয়ে মুখ খুললেন তিনি।  

    ২০১৯ সালের ৫ অগাস্ট জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা (Article 370) তুলে নেওয়া হয়। সেই প্রসঙ্গে প্রাক্তন মন্ত্রী বলেন, “কাশ্মীরে পুনরায় ৩৭০ ধারা লাগু করা আর সম্ভব নয়। কাশ্মীরে ৩৭০ ধারা পুনরুদ্ধার করার জন্য সংসদে দুই তৃতীয়াংশ সংখ্যা গরিষ্ঠতার প্রয়োজন। আমি ৩৭০ ধারার নামে করে রাজনৈতিক দলগুলোকে কাশ্মীরের জনগণকে শোষণ করতে দেব না। ৩৭০ ধারা পুরনরুদ্ধারের প্রতিশ্রুতি দিয়ে কাশ্মীরের জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। আমি কাশ্মীরের জনগণকে বিপথে চালিত করতে পারব না। মিথ্যা প্রতিশ্রুতি দিতে পারব না।” 

    আরও পড়ুন: ফের ধস জম্মু-কাশ্মীর কংগ্রেসে, আড়ে বহরে বাড়ছে আজাদ শিবির!

    গুলাম নবি আজাদ আরও বলেন, “রাজনৈতিক কারণে কাশ্মীরে প্রায় এক লক্ষ মানুষ প্রাণ হারিয়েছেন। পাঁচ লক্ষ শিশু অনাথ হয়েছে। আমি মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বা জনগণকে ভয় দেখিয়ে মানুষের কাছে ভোট চাইব না। কাশ্মীরিদের অধিকারের জন্যে লড়াই করব। স্থানীয় বাসিন্দাদের বিপদে পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়ে আমি ভোট চাইব।” 

     

    তিনি আরও বলেন, “কংগ্রেস বা অন্য কোনও আঞ্চলিক রাজনৈতিক দল ৩২০ ধারা ফিরিয়ে আনতে পারবে না। মমতা, শরদ পাওয়ার, ডিএমকে কেউ না। কংগ্রেসের আসন সংখ্যা ৫০ থেকে ২৫- এ নেমে আসবে। আমি প্রার্থনা করি এরকম সময় না আসুক।”   

    নতুন দল গঠনের বিষয়ে কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী গুলাম নবি আজাদ বলেন, “আমরা আগামী ১০ দিনের মধ্যে নতুন দলের ঘোষণা করব। জম্মু ও কাশ্মীরের স্থানীয় বাসিন্দাদের জন্য রাজ্যের মর্যাদা পুনরুদ্ধারের জন্য লড়াই করব। জম্মু ও কাশ্মীরের জমির সুরক্ষা, কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়ে সমর্থন চাইব।” 

    আরও পড়ুন: কয়েকজন নেতার সঙ্গে বসে চা খাওয়া বিরোধী ঐক্য নয়, সাফ জানালেন পিকে

    প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী আরও বলেন, “কাশ্মীরের বাসিন্দাদের ক্রমাগত আন্দোলনের জন্য উসকানি দেওয়া হচ্ছে। বহু বিক্ষোভকারীর মৃত্যু হচ্ছে। কাশ্মীরে অশান্ত পরিবেশ তৈরি করে রাজনৈতিক নেতারা ফায়দা তোলার চেষ্টা করছে। আমি রাজনীতি করতে আসিনি। কাশ্মীরের মানুষকে রাজনীতির ফাঁদে আর পা দিতে দেব না।” 

    অগাস্ট মাসে কংগ্রেস থেকে ইস্তফা দেন গুলাম নবি আজাদ। তাঁর ইস্তফার কিছুদিনের মধ্যেই কাশ্মীরের একাধিক নেতা কর্মী কংগ্রেস ছাড়েন। জল্পনা বলছে,গুলাম নবির নতুন দলে যোগ দেবেন তাঁরা। যদিও এখনও দলের আনুষ্ঠানিক ঘোষণা করেননি প্রাক্তন কংগ্রেস নেতা। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

     
     
LinkedIn
Share