মাধ্যম নিউজ ডেস্ক: পরিচালক এসএএস রাজামৌলির মাথায় নয়া মুকুট। ফের এক খেতাব জয় করল এসএস রাজামৌলির ‘আরআরআর’ ছবি। গোল্ডেন গ্লোবস অ্যাওয়ার্ডে এই ছবির গান ‘নাটু নাটু’ সেরা অরিজিন্যাল গানের শিরোপা জিতে নিল। এই গানটির কম্পোজার এমএম কীরাবাণি এবং গায়ক কলা ভৈরব এবং রাহুল সিপলিগুঞ্জ এই গানটির জন্য সেরা অরিজিন্যাল গানের পুরস্কার পান। সেরা গানের শিরোপা জেতার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় সঙ্গীত শিল্পি, অভিনেতা-অভিনেত্রীরা অভিনন্দন জানিয়েছেন ‘আরআরআর’-এর টিমকে।
সেরা গানের জন্য গোল্ডেন গ্লোব পেল ‘নাটু নাটু’
জানা গিয়েছে, সেরা গানের বিভাগে টেলর সুইফ্ট এবং লেডি গাগা, রিহানার মত আমেরিকান গায়িকাদের জোর টেক্কা দিয়েছেন রাহুল সিপলিগুঞ্জ এবং কলা ভৈরব। নমিনেশনের তালিকায় ছিল টেলর সুইফ্টের ‘ক্যারোলিনা’, লেডি গাগার ‘টপ গান: ম্যাভেরিক’ ছবির ‘হোল্ড মাই হ্যান্ড’, ‘ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরএভার’ ছবির ‘লিফ্ট মি আপ’ গানটি। কিন্তু শেষপর্যন্ত প্রতিযোগিতর দৌড়ে এই সমস্ত গানকে দূরে ফেলে ‘নাটু নাটু’ গানটিই সেরা হয়ে উঠেছে গোল্ডেন গ্লোব ২০২৩-এ। অনুষ্ঠান মঞ্চে পুরস্কার নিতে ওঠেন ছবির সঙ্গীত পরিচালক এম এম কীরাবাণি। তিনি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “এই পুরস্কার আমার ভাই এস এস রাজামৌলির। পাশাপাশি এই গানে অবিশ্বাস্য এনার্জি নিয়ে নাচার জন্য রাম চরণ এবং জুনিয়র এনটিআরকে ধন্যবাদ।” জয়ের পরে, ‘RRR’-এর অফিসিয়াল ট্যুইটার গোল্ডেন গ্লোবের ট্রফি নিয়ে একটি ছবি শেয়ার করে কীরাবাণিকে অভিনন্দন জানিয়েছে। তারা লিখেছেন, “লেজেন্ডারি এমএম কীরাবাণি!!”
LEGENDARYYYYYY MM KEERAVAANI!! #GoldenGlobes #GoldenGlobes2023 #NaatuNaatu #RRRMovie pic.twitter.com/AQn208kRFx
— RRR Movie (@RRRMovie) January 11, 2023
অভিনেতা-অভিনেত্রী-সঙ্গীত শিল্পীদের ট্যুইট
এই জয়ের খুশিতে অভিনন্দন জানিয়ে মেগাস্টার চিরঞ্জীবী ট্যুইট করেছেন।
[tw]
What a Phenomenal, Historic Achievement !!!!
Golden Globes Best Original Song – Motion Picture Award to @mmkeeravaani garu !! Take a Bow!
Heartiest Congratulations Team @RRRMovie & @ssrajamouli !!
India is proud of you!#NaatuNaatu
pic.twitter.com/gl7QjMkJtZ
— Chiranjeevi Konidela (@KChiruTweets) January 11, 2023
[/tw]
এ আর রহমান অভিনন্দন জানিয়েছেন আরআরআর-এর টিম ও কীরাবাণিকে অভিনন্দন জানিয়েছেন।
Incredible ..Paradigm shift
Congrats Keeravani Garu
from all Indians and your fans! Congrats @ssrajamouli Garu and the whole RRR team! https://t.co/4IoNe1FSLP
— A.R.Rahman (@arrahman) January 11, 2023
বলিউড অভিনেত্রী আলিয়া ভাট, যিনি এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, তিনিও এই খুশির খবরে তাঁর ইনস্টাগ্রামে ছবি শেয়ার করেছেন।
প্রসঙ্গত, গোল্ডেন গ্লোবস পুরস্কারে সঙ্গীতের পাশাপাশি সেরা বিদেশি ভাষার ছবির বিভাগেও মনোনীত হয়েছিল ‘আরআরআর’। তবে এই বিভাগে খেতাব জেতা হয়নি। অস্কারেও ছবিটি দুটি বিভাগে শর্টলিস্টেড হয়েছে ও বিএএফটিএ পুরস্কারের জন্য একটি বিভাগে। এই ছবির জন্য সেরা পরিচালকের খেতাব সদ্যই অর্জন করেছেন রাজামৌলি। গত বছরের মার্চ মাসে মুক্তি পেয়ে অল্প সময়ের মধ্যেই দর্শকদের মন ছুঁয়েছে ও বক্স অফিসেও দারুণ ব্যবসা করতে পেরেছে ‘আরআরআর’। ১,২০০ কোটি টাকার গণ্ডি পেরিয়েছে এই সিনেমা।