Tag: Goods and Services Tax

Goods and Services Tax

  • GST Collections: এপ্রিলে রেকর্ড কালেকশন জিএসটির! সরকারি কোষাগারে ঢুকল ২ লক্ষ কোটিরও বেশি টাকা

    GST Collections: এপ্রিলে রেকর্ড কালেকশন জিএসটির! সরকারি কোষাগারে ঢুকল ২ লক্ষ কোটিরও বেশি টাকা

    মাধ্যম নিউজ ডেস্ক: ভোট আবহেই মোদি সরকারের ‘আচ্ছে দিন’-এর প্রমাণ মিলল। চলতি আর্থিক বছরে রেকর্ড হারে জিএসটি (Gross Goods and Services Tax) কালেকশন করল ভারত সরকার। জানা যাচ্ছে ২৩-২৪ অর্থবর্ষে এপ্রিল মাস পর্যন্ত ২.১০ লক্ষ কোটি টাকা রাজস্ব সংগ্রহ করা হয়েছে। অর্থ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, বার্ষিক ভিত্তিতে ১২.০৪ শতাংশ জিএসটি সংগ্রহ (GST Collections) হয়েছে এই বছরে। যা গতবছরের তুলনায় ১৭.০১ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে দাবি করছেন বিশেষজ্ঞরা।

    কতটা বৃদ্ধি পেল জিএসটি

    জিএসটি আদায়ে (GST Collections) ভেঙে যাচ্ছে অতীতের সব রেকর্ড।  বড় সাফল্যের মুখ দেখল মোদি সরকার। আর্থিক বছরের প্রথম মাসেই জিএসটি সংগ্রহ সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। তথ্য বলছে, এপ্রিল মাসে জিএসটি সংগ্রহ প্রথমবারের মতো ২ লক্ষ কোটি টাকার গণ্ডি ছাড়িয়েছে। গত বছরের একই সময়ের তুলনায় যা ১২ শতাংশের বেশি। যেখানে গত বছরের এপ্রিল মাসেই জিএসটি সংগ্রহ ১.৮৭ লক্ষ কোটির গণ্ডি ছাড়িয়ে গিয়েছিল। এরপর আর কোনও মাসে এই রেকর্ড ভাঙেনি। এবারই হয়ে গেল নয়া রেকর্ড। এই বছরে জিএসটি কালেকশনের মধ্যে দেশীয় লেনদেন ছিল ১৩.৪ শতাংশ এবং আমদানি বৃদ্ধি ছিল ৮.৩ শতাংশ।

    কী বললেন অর্থমন্ত্রী

    জিএসটি (GST Collections) আদায়ের নিরিখে ধারাবাহিক সাফল্য পাচ্ছে কেন্দ্রীয় সরকার। এ প্রসঙ্গে উচ্ছ্বসিত ট্যুইট করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এপ্রিল মাসে, লোকসভা নির্বাচনের মধ্যে, জিএসটি সংগ্রহ প্রথমবার ২.১০ লক্ষ কোটি টাকায় পৌঁছে গিয়েছে। গত বছর এই সময়ের তুলনায় যা ১২.৪ শতাংশ বেশি। রিফান্ডের পরে, চলতি বছরের এপ্রিলে নিট জিএসটি আয় ১.৯২ লক্ষ কোটি টাকা। যা গত বছরের একই সময়ের তুলনায় ১৭.১ শতাংশ বেশি। পরিসংখ্যান বলছে, এপ্রিল মাসে কেন্দ্রীয় জিএসটি সংগ্রহের পরিমাণ দাঁড়িয়েছে ৪৩,৮৬৪ কোটি টাকা। অন্যদিকে রাজ্যের খাত থেকে আসা জিএসটি সংগ্রহের পরিমাণ দাঁড়িয়েছে ৫৩,৫৩৮ কোটি টাকা। ইন্টিগ্রেটেড জিএসটি (GST Collections) দাঁড়িয়েছে ৯৯,৬২৩ কোটি টাকা। যার মধ্যে ৩৭,৮২৬ কোটি টাকা এসেছে শুধুমাত্র আমদানি করা পণ্যের হাত ধরে। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • GST Collections: জিএসটি থেকে রেকর্ড আয়! জানুয়ারি মাসে কোষাগারে ঢুকল ১.৭২ লক্ষ কোটি টাকা

    GST Collections: জিএসটি থেকে রেকর্ড আয়! জানুয়ারি মাসে কোষাগারে ঢুকল ১.৭২ লক্ষ কোটি টাকা

    মাধ্যম নিউজ ডেস্ক: বাজেটের আগেই দেশের আর্থিক খাতের জন্য সুখবর। জিএসটি সংগ্রহের পরিমাণ বাড়ল ১০.৪০ শতাংশ। তথ্য অনুযায়ী, নতুন বছরের প্রথম মাসে দেশে জিএসটি সংগ্রহ হয়েছে মোট ১.৭২ লক্ষ কোটি টাকা। এই পরিমাণ ১ জুলাই, ২০১৭-এ জিএসটি কার্যকর হওয়ার পর থেকে দ্বিতীয় সর্বোচ্চ। 

    কত টাকা আয়

    অর্থ মন্ত্রকের প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৪ সালের জানুয়ারি মাসে মোট জিএসটি সংগ্রহ বার্ষিক ভিত্তিতে ১০.৪০ শতাংশ বেড়েছে। ২০২৩ সালের জানুয়ারিতে জিএসটি থেকে আয় ১,৫৫,৯২২ কোটি টাকার তুলনায় ১,৭২,১২৯ কোটি টাকায় পৌঁছেছে। এটি এখন পর্যন্ত দ্বিতীয়-সর্বোচ্চ মাসিক সংগ্রহ চিহ্নিত করে। এর আগে গত বছরের এপ্রিলে সরকারের কোষাগারে জিএসটি বাবদ জমা পড়েছিল ১.৮৭ লক্ষ কোটি টাকা। 

    প্রধনামন্ত্রী নরেন্দ্র মোদির দূরদর্শিতা

    গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স বা জিএসটি হল ভারতে পণ্য এবং পরিষেবার উপর লাগু করা কর ব্যবস্থা। ২০১৭ সালে এই পদ্ধতি চালু হয়। এর আগে দেশে পণ্য এবং পরিষেবার উপর ভ্যাট করের প্রচলন ছিল। গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স (জিএসটি) হল ভ্যাটের একটি আধুনিক ও ডিজিটাইজড রূপ, যেখানে আপনি পণ্য এবং পরিষেবাগুলিও ট্র্যাক করতে পারেন৷ ভ্যাট ও জিএসটি উভয়েরই একই ট্যাক্সেশন স্ল্যাব আছে। বর্তমানে প্রায় সব পরোক্ষ ট্যাক্সকেই জিএসটি-র আওতায় আনা হয়েছে। চলতি আর্থিক বছরের বাজেট অনুসারে, কেন্দ্র আশা করছে যে ২০২৩-২৪ অর্থবর্ষে জিএসটি সংগ্রহ ১২ শতাংশ বৃদ্ধি পাবে। বিশেষজ্ঞরা এই বৃদ্ধির জন্য বাণিজ্য সচেতনতা, কেন্দ্রে স্থিতিশীল সরকার এবং প্রধনামন্ত্রী নরেন্দ্র মোদির দূরদর্শিতার কাথাই তুলে ধরছেন।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share