Tag: Google Play Store

Google Play Store

  • Google Play Store: জাতীয় সুরক্ষায় গুগল প্লে স্টোরের ১১৯ অ্যাপকে নিষিদ্ধ করল কেন্দ্র

    Google Play Store: জাতীয় সুরক্ষায় গুগল প্লে স্টোরের ১১৯ অ্যাপকে নিষিদ্ধ করল কেন্দ্র

    মাধ্যম নিউজ ডেস্ক: জাতীয় সুরক্ষার স্বার্থে বহু অ্যাপকে নিষিদ্ধ করল কেন্দ্র সরকার।আজ বৃহস্পতিবারই এক নির্দেশিকা জারি করে তথ্যপ্রযুক্তি মন্ত্রক জানিয়েছে, গুগল প্লে স্টোর (Google Play Store) থেকে ১১৯টি অ্যাপকে নিষিদ্ধ করা হয়েছে। এর মধ্যে বেশিরভাগই ভিডিও অথবা ভয়েস চ্যাটিং অ্যাপ বলে জানা গিয়েছে। খবর মিলেছে, এই অ্যাপগুলির সঙ্গে চিন ও হংকং যোগ রয়েছে বলেও জানা গিয়েছে।

    তথ্যপ্রযুক্তি আইনের ৬৯(এ) ধারায় নির্দেশিকা

    তবে চিন ও হংকং ছাড়া সিঙ্গাপুর, আমেরিকা যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও অস্ট্রেলিয়ারও অ্যাপ (Google Play Store) রয়েছে ওই তালিকায়, এমনটাই জানা গিয়েছে। কেন্দ্র সরকার তথ্যপ্রযুক্তি আইনের ৬৯(এ) ধারায় এই নির্দেশিকা জারি করেছে। মূলত দেশের জাতীয় নিরাপত্তা, সার্বভৌমত্বের সঙ্গে আপোস না করতে এবং ওই অ্যাপগুলির কন্টেন্টের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে জানিয়েছে কেন্দ্র সরকার (Indian Govt)। এর আগে ২০২০ সালেই চিনা অ্যাপ টিকটক ও শেয়ার ইটের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল কেন্দ্র। করোনাকালে ২০২০ সালের ২০ জুন প্রায় ১০০টি চিনা অ্যাপে নিষেধাজ্ঞা জারি করেছিল কেন্দ্র সরকার।

    কোন কোন অ্যাপ (Google Play Store)?

    অ্যাপগুলির (Google Play Store) মধ্যে রয়েছে সিঙ্গাপুরের ভিডিও চ্যাটিং অ্যাপ চিলচ্যাট, এছাড়াও সেখানে রয়েছে ম্যাঙ্গোস্টার টিমের তৈরি গেমিং প্ল্যাটফর্ম। গুগল প্লে স্টোর থেকে প্রায় ১ মিলিয়ন অর্থাৎ দশ লক্ষেরও বেশি মানুষ তা ডাউনলোড করেছিলেন বলে জানা যায়। গুগল প্লে স্টোরে ৪.১ রেটিংও রয়েছে ওই অ্যাপগুলির। চিনের তৈরি চাংঅ্যাপও রয়েছে ওই তালিকায়। এছাড়া, অস্ট্রেলিয়ার তৈরি হানিক্যাম অ্যাপও রয়েছে নিষিদ্ধ অ্যাপের তালিকায়। প্রসঙ্গত উল্লেখ্য, চিন ও ভারতের কূটনৈতিক বিবাদের কারণে বড়সড় ক্ষতির মুখে পড়েছে টিকটক। মূলত, জাতীয় নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত তথ্যপ্রযুক্তি বিধিগুলির কারণে দেশে এই অ্যাপগুলি ব্লক করা হয়েছে বলে জানানো হয়েছে। বিশেষজ্ঞরা এটাও মনে করছে যে, এই নিষিদ্ধকরণ প্রক্রিয়া আগামীদিনেও জারি থাকবে।

  • Ashwini Vaishnaw: কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের হস্তক্ষেপে গুগল ভারতীয় অ্যাপের পুনরুদ্ধার শুরু করল

    Ashwini Vaishnaw: কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের হস্তক্ষেপে গুগল ভারতীয় অ্যাপের পুনরুদ্ধার শুরু করল

    মাধ্যম নিউজ ডেস্ক: কেন্দ্রের হস্তক্ষেপের পরে গুগল ভারতীয় অ্যাপগুলি পুনরুদ্ধার করতে সম্মত হয়েছে। গুগল কর্মকর্তারা আইটি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের (Ashwini Vaishnaw) সাথে বৈঠক করার পরে এই সিদ্ধান্ত নিয়েছেন। সূত্রে জানা গিয়েছে, গুগলের সঙ্গে পরিষেবা ফী নিয়ে বিরোধ দেখা দিয়েছিল। এরপর প্লে-স্টোর থেকে বাদ দেওয়া হয় কিছু ভারতীয় মোবাইল অ্যাপ। অবশেষে সেই অ্যাপগুলিকে আবার পুনরুদ্ধার করার প্রক্রিয়া শুরু হয়েছে।

    ১০ অ্যাপ সরানো হয়েছিল (Ashwini Vaishnaw)

    পরিষেবা ফী নিয়ে বিরোধের কারণে গুগল প্লে-স্টোর থেকে ১০টি ভারতীয় অ্যাপস সরিয়ে দিয়েছিল। গুগল ভারতীয় বাজারে এক বিরাট ভূমিকা পালন করে। ৯৪% ফোনের অ্যান্ড্রয়েড মোবাইলের নানান অ্যাপ গুগল প্লে-স্টোর থেকে পাওয়া যায়। প্রাথমিকভাবে গুগল ভারতীয় অ্যাপের উপর ১১% থেকে ২৬% পর্যন্ত মূল্যধার্য করলে ব্যাপক বিতর্ক শুরু হয়।

    কী বললেন মন্ত্রী?

    আইটি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw) বলেন, “গুগলের পদ্ধতি অনেক যুক্তিসঙ্গত। আমাদের স্টার্টআপ ইকোসিস্টেম বৃদ্ধি পাচ্ছে দ্রুত। তাদের স্বার্থকে সুরক্ষিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ইতিমধ্যেই গুগলের প্রতিনিধিদের সঙ্গে দেখা করে কথা হয়েছে। স্টার্টআপ ইকোসিস্টেমকে সুরক্ষিত রাখতে আমরা প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ করব। ডিজিটাল অর্থপ্রদান ব্যবস্থার সঙ্গে গুগল যেমন ভালভাবে খাপ খাইয়ে নিয়েছে, এই বিষয়েও তারা যুক্তিসঙ্গতভাবে ব্যবস্থা নেবে। এই বিষয়ে সরকারের দৃষ্টিভঙ্গি অত্যন্ত দৃঢ়। আমরা অ্যাপগুলিকে অ্যাপস্টোর থেকে বাদ দিতে দেবো না।”

    ইন্ডিয়া সংস্থার ফ্ল্যাগশিপ অ্যাপ ফিরে এসেছে

    ভারতীয় স্টার্টআপগুলি দীর্ঘদিন ধরে মার্কিন প্রযুক্তি জায়েন্টের বিরুদ্ধে প্রতিবাদ করে আসছে। ভারত ম্যাট্রিমনি, খ্রিস্টান ম্যাট্রিমনি, মুসলিম ম্যাট্রিমনি এবং জোডি-এর প্রতিষ্ঠাতা নিজেই গুগলের প্লে স্টোর থেকে ম্যাচমেকিং অ্যাপগুলি সরিয়ে নেওয়ায় হতাশা প্রকাশ করেছিলেন। গুগল সংস্থা ইনফো এজ ইন্ডিয়া, সংস্থার কিছু ফ্ল্যাগশিপ অ্যাপকে অ্যাপস্টোরে আবার ফিরিয়ে দিয়েছে। জানা গিয়েছে, নৌকরি, ৯৯একার্স,নৌকরি গালফের মতো অ্যাপগুলি ফের গুগল অ্যাপস্টোরে সক্রিয় হয়েছে। পিপল গ্রুপের ম্যাট্রিমনি অ্যাপ, শাদি ডট কমও শনিবার বিকেলে প্লে-স্টোরে পুনরায় যুক্ত হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রীর (Ashwini Vaishnaw) হস্তক্ষেপকে ক্ষতিগ্রস্ত সংস্থাগুলি সাধুবাদ জানিয়েছে। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Google Play Store: গুগল প্লে স্টোর ১৬ টি অ্যাপ সরিয়ে দিয়েছে

    Google Play Store: গুগল প্লে স্টোর ১৬ টি অ্যাপ সরিয়ে দিয়েছে

    মাধ্যম নিউজ ডেস্ক: সম্প্রতি গুগল তার প্লে-স্টোর (Google Play Store) থেকে ১৬ টি অ্যাপ অত্যাধিক ডেটা ব্যবহার ও ব্যাটারি ড্রেনেজের কারণে সরিয়ে দিয়েছে। শুধু বেশি ব্যাটারি নয়, এই অ্যাপগুলি গোপনে ব্যবহারকারীর মোবাইল ডেটাও (Mobile Data) ব্যবহার করে আসছিল। জনপ্রিয় অ্যান্টি-ভাইরাস কোম্পানি ম্যাকাফি (McAfee) দ্বারা এই অ্যাপগুলি শনাক্ত করা হয়েছে। অ্যান্টি-ভাইরাস কোম্পানিটির রিপোর্টের পরেই গুগল এই অ্যাপগুলিকে প্লে-স্টোর থেকে সরিয়ে দিয়েছে। এই অ্যাপগুলি সরানোর আগে ইউটিলিটি বিভাগের অংশ ছিল। এই অ্যাপগুলি ফ্ল্যাশলাইট, ক্যামেরা, কিউআর রিডিং এবং পরিমাপ রূপান্তরের মতো অনেক বৈশিষ্ট্য অফার করে।

    আরও পড়ুন: একচেটিয়া বাজার দখলের অভিযোগে গুগলকে জরিমানা করল ভারত সরকার

    আসুন জেনে নিন কোন অ্যাপগুলিকে গুগল তার প্ল্যাটফর্ম থেকে সরিয়ে দিয়েছে।

    • কারেন্সি কনভার্টার
    • হাই-স্পিড ক্যামেরা
    • স্মার্ট টাস্ক ম্যানেজার
    • টর্চলাইট+
    • কে-ডিকশেনারি
    • কুইক নোট
    • ইজডিকা
    • ইনস্টাগ্রাম প্রোফাইল ডাউনলোডার
    • ইজ নোট

    আরও পড়ুন: ভুয়ো খবর ঠেকাতে ফেসবুকের গ্রুপ অ্যাডমিনদের জন্য নতুন ফিচার

    প্রতিবেদনে বলা হয়েছে মোবাইলে এই অ্যাপগুলি ইন্সটল করলে অ্যাপগুলি অতিরিক্ত কোড ডাউনলোড করে, ব্যবহারকারীদের প্রতারণা করতে পারে। ব্যবহারকারীদের অজান্তেই এই অ্যাপগুলি ডিভাইসগুলিতে বিজ্ঞপ্তি পাঠায়, যার ফলে পেছনে ওয়েব পেজ খুলে যায়। অজান্তেই ফোনের ব্যাকগ্রাউন্ডে এই বিজ্ঞাপনগুলি চলতে থাকে। এর ফলে ব্যবহারকারীদের ডেটা এবং ফোনের ব্যাটারি দুটোই খরচ হয়। নিরাপত্তা সংস্থার মতে, এই অ্যাপগুলির মধ্যে কিছু অ্যাডওয়্যারের কোড রয়েছে, যার নাম কম.লাইভপোস্টিং (com.liveposting)।

    এই কোডটি একটি এজেন্টের মতো কাজ করে,  লুকনো অ্যাডওয়্যার পরিষেবা চালায়। অন্যদিকে, কিছু অ্যাপে কম.ক্লিক.ক্যাস (com.click.cas)-এ একটি এডিশন লাইব্রেরি রয়েছে, যা স্বয়ংক্রিয় ক্লিক ফাংশনে কাজ করে। যদি আপনার ফোনে উপরের তালিকায় থাকা কোনও অ্যাপ থাকে, গুগল অবিলম্বে অ্যাপটি ডিলিট করতে বলছেন ব্যবহারকারীদের।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
     
     
  • Google Play Store: গুগলের নয়া পলিসিতে বাড়বে সুরক্ষা, ফের প্লে স্টোরে যুক্ত করা হবে ‘অ্যাপ পারমিশন’

    Google Play Store: গুগলের নয়া পলিসিতে বাড়বে সুরক্ষা, ফের প্লে স্টোরে যুক্ত করা হবে ‘অ্যাপ পারমিশন’

    মাধ্যম নিউজ ডেস্ক: গুগল প্লে স্টোর তার ব্যবহারকারীদের নিরাপত্তার জন্য এক বিশেষ পদক্ষেপ নিতে চলেছে। যার ফলে ব্যবহারকারীর ফোনের তথ্য অন্য কারোর হাতে যেতে পারবে না। স্মার্টফোন ব্যবহারকারীরা তাঁদের ফোনে বিভিন্ন ধরণের অ্যাপ ব্যবহার করে থাকে। আর এই অ্যাপগুলো ডাউনলোড করা হয় গুগল প্লে স্টোর (Google Play Store) থেকে। তবে ডাউনলোড করা অ্যাপ যে সবসময় নিরাপদ হবে, এমন কিন্তু নয়। এমন অনেক ঘটনা উঠে এসেছে যেখানে দেখা গিয়েছে, গুগল স্টোরের অনেক অ্যাপ (App) যা আপনার ফোনের জন্য ক্ষতিকারক তো বটেই, ব্যবহারকারীদের নিজস্ব কিছু তথ্যও সেই অ্যাপের মাধ্যমে চলে যায়। তাই ব্যবহারকারীদের সুবিধার্থে ‘অ্যাপ পারমিশন’ (App Permission) নামক বৈশিষ্টটি আনতে চলেছে গুগল (Google)।

    আপনারা নিশ্চয় লক্ষ্য করেছেন, কোনও অ্যাপ ডাউনলোড করার পর, সেই অ্যাপ ইনস্টল করার জন্য ব্যবহারকারীর কাছে অনেক কিছুর অ্যাক্সেস করার অনুমতি চাওয়া হয়। আর এই অনুমতি দিলেই অ্যাপের মাধ্যমে বহু গুরুত্বপূর্ণ তথ্য পাচার হয়ে যায়। যারা এই বিষয়ে জানেন, তারা সহজেই কোনও কিছুর অনুমতি দেয় না। কিন্তু অনেক ক্ষেত্রেই অনেক ব্যবহারকারীরা না বুঝেই সেই অ্যাক্সেস দিয়ে দেন, যার ফলে ভবিষ্যতে বিভিন্ন বিপদের সম্মুখীন হতে হয় তাদের।

    আরও পড়ুন: এবার গুগল ম্যাপ দেখেই জানতে পারবেন টোল ট্যাক্সের তথ্য!

    আর এই বিপদ থেকে দূর করতে ও ব্যবহারকারীদের তথ্যের সুরক্ষার জন্য আরও অ্যাক্টিভ হচ্ছে গুগল। এবার থেকে প্লে-স্টোরে কোনও অ্যাপ ডাউনলোড করার সময় সেই অ্যাপ, ব্যবহারকারীদের থেকে কী কী তথ্য সংগ্রহ করছে, কীভাবে সেই তথ্য ব্যবহার করা হচ্ছে, তা জানতে পারবেন ব্যবহারকারীরা। এই নতুন নিয়ম গুগলের নতুন পলিসি ‘ডেটা সেফটি’ (Data Safety)-র মধ্যে আনা হবে। গুগল জানিয়েছে, এবার থেকে অ্যাপ ডেভলপারদের জানাতে হবে যে, তারা ব্যবহারকারীদের কাছ থেকে কী কী তথ্য চাইছে, সেই তথ্য তারা কীভাবে সংগ্রহ করছে ও কীভাবে সেইসব তথ্য ব্যবহার করা হচ্ছে। গুগল ব্রাউজার ও প্লে স্টোর দুই ক্ষেত্রেই এই নতুন পলিসি কার্যকর হবে জানিয়েছে গুগল।

    প্রসঙ্গত এই ‘অ্যাপ পারমিশন’ নামক বৈশিষ্টটি আগেই গুগল প্লে স্টোরে অন্তর্ভুক্ত করা ছিল। কিন্তু কয়েক সপ্তাহ আগেই এটি সরিয়ে দেওয়ায় ইউজাররা তাদের তথ্যের সুরক্ষা নিয়ে প্রশ্ন তোলে। তাই পরে গুগলের তরফে জানানো হয়েছে, তারা আবার এটি শীঘ্রই ফিরিয়ে আনতে চলেছে।

    আরও পড়ুন: থার্ড পার্টি কল রেকর্ডিং অ্যাপে নিষেধাজ্ঞা জারি গুগলের

  • Google: থার্ড পার্টি কল রেকর্ডিং অ্যাপে নিষেধাজ্ঞা জারি গুগলের 

    Google: থার্ড পার্টি কল রেকর্ডিং অ্যাপে নিষেধাজ্ঞা জারি গুগলের 

    মাধ্যম নিউজ ডেস্ক: প্লে স্টোর (Play Store) নীতি বদলেছে গুগল (Google)। এর ফলে থার্ড পার্টি সব কল রেকর্ডিং অ্যাপ (Third Party Call Recording Apps) ব্লক করে দিয়েছে প্লে স্টোর। এছাড়াও আরও বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করতে চলেছে গুগল।  

    যে রেকর্ডিং অ্যাপগুলি আপনার ফোনে আগে থেকেই ইনস্টল করা রয়েছে, এই নীতি বদলে তার ওপর কোনও প্রভাব না পড়লেও, প্লে স্টোর থেকে যে থার্ড পার্টি অ্যাপগুলি ডাউনলোড করা হয় সেগুলির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে গুগল।   

    ১১ মে থেকে থার্ড পার্টি অ্যাপগুলিকে কল রেকর্ড করার অনুমতি আর দিচ্ছে না গুগল। এই নীতি পরিবর্তনের বিষয়ে যেকোনও রকম বিভ্রান্তি দূর করার জন্য একটি ভার্চুয়াল সম্মেলন বা ওয়েবিনারের আয়োজনও করে গুগল।
     
    এক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবর অনুসারে, “এই নীতি পরিবর্তনে শুধুমাত্র থার্ড পার্টি অ্যাপগুলিই প্রভাবিত হবে। গুগল ফোন, এমআই ডায়ালারের মতো অ্যাপগুলিতে কল রেকর্ডিং- এর অপশন আগে থেকেই ইনস্টল করা থাকে। নীতি পরিবর্তনের ফলে আগে থেকে ইনস্টল করা অ্যাপগুলিতে কোনও প্রভাব পড়বে না।”

    অর্থাৎ আপনি যদি প্রি- ইনস্টলড  অ্যাপে কল রেকর্ডিং করেন তাহলে সেই রেকর্ডিং হারানোর কোনও সম্ভাবনা নেই। কিন্তু আপনি যদি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করা কোন অ্যাপে কল রেকর্ড করে থাকেন তাহলে তা রেকর্ড নাও হতে পারে বা সেই রেকর্ডিং পরবর্তীতে নাও পাওয়া যেতে পারে।  

    কল রেকর্ডিং সংক্রান্ত বিষয়ে বেশ কিছুদিন ধরেই বিতর্ক ছিল। আগে একজন কল রেকর্ড করলে ফোনের অপর প্রান্তের মানুষটি জানতেও পারতেন না। এমনকি থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে কল রেকর্ড করে সেই কল রেকর্ডিং- এর অপব্যবহারও হয়েছে প্রচুর।

    পরবর্তীতে সেই সম্ভবনার কথা মাথায় রেখে কেউ কল রেকর্ড করতে চাইলে অ্যাপগুলি ফোনের অপর প্রান্তে যিনি আছেন তাঁকে জানান দিত, তাঁর অনুমতি চাইত। কিন্তু সম্প্রতি ভারত সরকার কল রেকর্ডিং- এর বিষয়ে নিষেধাজ্ঞা জারি করেছে। অর্থাৎ কোনও শর্তেই কল রেকর্ড করা যাবে না। ভারত ছাড়াও আরও বিভিন্ন দেশ গুগল প্লে স্টোরের কল রেকর্ডিং অ্যাপগুলি নিয়ে আপত্তি জানাচ্ছে বহুদিন ধরে। সেই কথা মাথায় রেখেই থার্ড পার্টি কল রেকর্ডিং অ্যাপ প্লে স্টোর থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল গুগল।   

     

LinkedIn
Share