Tag: governor of wb

governor of wb

  • Governor: নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করাটা তাঁর কাছে চ্যালেঞ্জ, জানিয়ে দিলেন রাজ্যপাল

    Governor: নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করাটা তাঁর কাছে চ্যালেঞ্জ, জানিয়ে দিলেন রাজ্যপাল

    মাধ্যম নিউজ ডেস্ক: পঞ্চায়েত নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করতে হাইকোর্টের নির্দেশ মতো নির্বাচন কমিশন কাজ করছে কিনা, রাজ্যপাল (Governor) হিসাবে সেটা দেখতে আমি বাধ্য। কেননা এটা আমার ডিউটি (Duty)। পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে যা ঘটে চলেছে, তা অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করার ক্ষেত্রে সমস্যার বলেও তিনি মনে করেন। বৃহস্পতিবার শিলিগুড়ি স্টেট গেস্ট হাউসে বিজেপির নেতৃত্বে পাহাড়ের জোট শরিকদের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিক সম্মেলনে একথা জানান রাজ্যপাল সিভি আনন্দ বোস।

    পাহাড়ের জোট শরিকরা রাজ্যপালকে (Governor) কী জানাল?

    এদিন দার্জিলিংয়ের সাংসদ বিজেপির রাজু বিস্তার নেতৃত্বে পাহাড়ের গোর্খা জোটের আট দলের প্রতিনিধিরা রাজ্যপালের (Governor) সঙ্গে দেখা করে পাহাড়ের পরিস্থিতি জানান। রাজু বিস্তা বলেন, পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে গোটা রাজ্যে শাসক দল সন্ত্রাস চালাচ্ছে। রক্ত ঝরছে। দার্জিলিং, কালিম্পংয়েও একই পরিস্থিতি। আমাদের জোট প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহার করা ও নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য নানা ধরনের হুমকি দেওয়া হচ্ছে। দেখানো হচ্ছে টাকার প্রলোভন। এই সন্ত্রাসের বিরুদ্ধে আমরা রাজ্যপালের হস্তক্ষেপ চেয়েছি। 
    রাজু বিস্তা বলেন, এই বিষয়গুলি আমি জেলা প্রশাসন তথা রাজ্য নির্বাচন আধিকারিকদেরও জানিয়েছি। কিন্তু কোনও সাড়া পাইনি। এদিন আমাদের বক্তব্য শোনার পর রাজ্যপাল সন্তোষজনক সাড়া দিয়েছেন। নির্বাচন পরবর্তীকালে যাতে শান্তি-শৃঙ্খলা বজায় থাকে, তার জন্য গোটা রাজ্যে নির্বাচনের পর ছয় সপ্তাহ আধা সামরিক বাহিনীর রেখে দেওয়ার আবেদন জানিয়েছি রাজ্যপালের কাছে। কেননা ২০২১  সালে বিধানসভা নির্বাচনের পর শাসক দল বিরোধীদের ওপর হামলা চালিয়েছে, খুন করেছে। সেই অভিজ্ঞতা থেকেই আমাদের এই আবেদন।

    কী বললেন রাজ্যপাল (Governor) সিভি আনন্দ বোস?

    রাজ্যপাল (Governor) সিভি আনন্দ বোস বলেন, হাইকোর্টের নির্দেশ মতো পঞ্চায়েত নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করতেই হবে। কিন্তু যা ঘটে চলেছে, তা এই লক্ষ্যপূরণের ক্ষেত্রে সমস্যার। তাই গ্রাউন্ড জিরো লেভেলে গিয়ে আমাকে গোটা পরিস্থিতি দেখতে হবে। আক্রান্তদের সঙ্গে আমাকে কথা বলতে হবে। কারণ অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করাটা সাংবিধানিক চ্যালেঞ্জ। এটা গণতন্ত্র এবং দেশবাসীর কাছেও চ্যালেঞ্জ। মানুষকে ভোটদানের অবাধ সাংবিধানিক অধিকার দিতে হবে। রাজ্যপাল হিসেবে এটা দেখা আমার ডিউটি (Duty)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • JU Student Death: স্বপ্নদীপের মৃত্যুতে গ্রেফতার এক প্রাক্তনী, র‌্যাগিং রুখতে কমিটি গড়বেন রাজ্যপাল

    JU Student Death: স্বপ্নদীপের মৃত্যুতে গ্রেফতার এক প্রাক্তনী, র‌্যাগিং রুখতে কমিটি গড়বেন রাজ্যপাল

    মাধ্যম নিউজ ডেস্ক: যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রথম বর্ষের ছাত্র স্বপ্নদীপ কুণ্ডুর মৃত্যু রহস্যে (JU Student Death) প্রথম গ্রেফতারি। বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সৌরভ চৌধুরীকে এদিন গ্রেফতার করে যাদবপুর থানার পুলিশ। প্রসঙ্গত, সৌরভের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছিলেন স্বপ্নদীপের বাবা রামপ্রসাদ কুণ্ডু। বুধবার রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেলের এ-২ ব্লকের নিচে বাংলা বিভাগের ছাত্র প্রথম বর্ষের স্বপ্নদীপকে উদ্ধার করা হয়। হাসপাতালে নিয়ে গেলে বৃহস্পতিবার ভোরে তাঁর মৃত্যু (JU Student Death) হয়। 

    স্বপ্নদীপের পরিবারের অভিযোগ

    পরিবারের অভিযোগ, র‌্যাগিংয়ের দ্বারা চরম নির্যাতন করা হয় স্বপ্নদীপকে। গ্রেফতার হওয়া সৌরভ চৌধুরীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন স্বপ্নদীপের বাবা। তা থেকে জানা গিয়েছে যে সৌরভই ছিল মেস কমিটির একজন এবং তাঁর ছেলে প্রথমে হস্টেলে থাকার সুযোগ পায়নি। সৌরভই তাঁকে হস্টেলে থাকার ব্যবস্থা করে দেয়।  প্রথমে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয় এবং শুক্রবার রাতেই তাঁকে গ্রেফতার করা হয়। কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল নিজেও সৌরভ চৌধুরীকে জেরা করেন বলে জানা গিয়েছে। সৌরভের সঙ্গে স্বপ্নদীপের (JU Student Death) বাবার আলাপ হয় গত ৩ অগাস্ট যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাইরে একটি চায়ের দোকানে। জানা গিয়েছে, বিজ্ঞান বিভাগে এমএসসি পাস করেছে সৌরভ ২০২২ সালে। এবং তার বাড়ি চন্দ্রকোণায়।স্বপ্নদীপ (JU Student Death) হস্টেলের ৬৮ নম্বর রুমে থাকতো। তার রুমমেট ছিল কল্লোল ঘোষ। এছাড়াও যাদবপুরে মেইন হস্টেলে মনোতোষ নামে এক ছাত্রের সঙ্গে স্বপ্নদীপকে আলাপ করিয়ে দেওয়া হয় বলে জানা গিয়েছে।

    র‌্যাগিং বিরোধী কমিটি গঠনে উদ্যোগী রাজ্যপাল

    অন্যদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-মৃত্যুর (JU Student Death) ঘটনায় এবার র‌্যাগিং বিরোধী কমিটি গঠনে উদ্যোগে হলেন রাজ্যপাল তথা আচার্য সিভি আনন্দ বোস। শুক্রবারই বিশ্ববিদ্যালয়ের কয়েকজন অধ্যাপককে তিনি ডেকে পাঠিয়েছিলেন বলে রাজভবন সূত্রে জানা গিয়েছে। এবং সেখানে রাজ্যপাল জানিয়েছেন শুধু যাদবপুর নয় রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ে অ্যান্টি রাগিং কমিটি তৈরি করা হবে। এবং ওই কমিটির নেতৃত্বে থাকবেন কর্নাটক হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি শুভ্রকমল মুখোপাধ্যায়। বর্তমানে তিনি রবীন্দ্রভারতীর অন্তর্বর্তী উপাচার্য আছেন বলেও জানা গিয়েছে। ওই কমিটি র‌্যাগিং সংক্রান্ত যাবতীয় অভিযোগ শুনবে এবং র‌্যাগিং আটকাতে নীতি নির্ধারণ করবে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share