Tag: Govt Job

Govt Job

  • Amit Shah: “জম্মু-কাশ্মীরে জঙ্গি পরিবারের সদস্যরা সরকারি চাকরি পাবেন না”, ঘোষণা শাহের

    Amit Shah: “জম্মু-কাশ্মীরে জঙ্গি পরিবারের সদস্যরা সরকারি চাকরি পাবেন না”, ঘোষণা শাহের

    মাধ্যম নিউজ ডেস্ক: “যারা জঙ্গি, পাথর ছোড়ার ঘটনায় যুক্ত, জম্মু-কাশ্মীরে তাদের পরিবারের সদস্যরা সরকারি চাকরি পাবেন না।” সাফ জানিয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। তিনি বলেন, “তবে যদি কোনও পরিবার কিংবা পরিবারের কোনও সদস্য নিজের লোকের সন্ত্রাসী কাজকর্মের কথা পুলিশকে জানান, সেক্ষেত্রে রেহাই পাবেন তাঁরা। সরকারি চাকরিতে নিয়োগে তাঁদের কোনও বাধা থাকবে না। মানবাধিকার কর্মীরা বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল। সেখানে সরকারেরই জয় হয়েছে।”

    কী বললেন শাহ? (Amit Shah)

    তিনি বলেন, “যদি কেউ আগে সরকারি চাকরি পেয়ে থাকেন ও তার পর তাঁর পরিবারের কোনও সদস্য জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত হন, সেক্ষেত্রে ওই আধিকারিককে ছাড় দেওয়া হবে।” কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর (Amit Shah) দাবি, “কাশ্মীরে সন্ত্রাসীর দেহ নিয়ে আগে শোভাযাত্রা বেরত। আমাদের সরকার এসে সেই রীতিতে ইতি টেনেছে। দেহ নিয়ে মিছিল করার সাহস আর এখন পান না কেউ।” দেশে চলছে অষ্টাদশ লোকসভা নির্বাচন। ছ’দফায় নির্বাচন হয়ে গেলেও বাকি রয়েছে শেষ দফার নির্বাচন। সেই ভোট হবে পয়লা জুন। সেই আবহেই জম্মু-কাশ্মীর নিয়ে বড় ঘোষণা করলেন শাহ।

    সন্ত্রাসের বাস্তুতন্ত্রে আঘাত

    তিনি বলেন, “২০১৮ সালে কাশ্মীরে যেখানে নাশকতার ঘটনা ঘটেছিল ২২৮টি, ২০২৩ সালে তা এসে ঠেকেছে ৫০-এ। কেন্দ্র সন্ত্রাসের বাস্তুতন্ত্রে আঘাত হানতেই এমনটা সম্ভব হয়েছে।” তিনি বলেন, “উপত্যকায় কেবল জঙ্গিদের শেষ করাই নয়, মোদি সরকার সিদ্ধান্ত নিয়েছে সেখানকার সন্ত্রাসের আবহ বদলে ফেলারও।” কেন্দ্র যে জঙ্গিদের সমাজের মূল স্রোতে ফেরাতে আগ্রহী, তা-ও মনে করিয়ে দেন শাহ। বলেন, “যখন কোনও জঙ্গিকে নিরাপত্তাবাহিনী ঘিরে ফেলে, তখন তাকে প্রথমে আত্মসমর্পণের সুযোগ দেওয়া হয়। তাঁর মা, স্ত্রী কিংবা পরিবারের কাছের সদস্যকে সেখানে নিয়ে আসা হয়। তাঁদের মাধ্যমে ওই জঙ্গিকে আত্মসমর্পণ করতে বলা হয়। তার পরেও সে আত্মসমর্পণে রাজি না হলে করা হয় পরবর্তী পদক্ষেপ।”

    আর পড়ুন: “এমন ব্যবস্থা নেব, আগামী প্রজন্ম দুর্নীতি করার আগে ১০০ বার ভাববে”, বাংলায় এসে তোপ মোদির

    কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “এনআইএ(জাতীয় তদন্তকারী সংস্থা)-র মাধ্যমে আমরা টেরর ফান্ডিংয়ের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিয়েছি। তাই বন্ধ হয়েছে সন্ত্রাসে অর্থায়ন। টেরর ফান্ডিংয়ের বিষয়ে আমরা কঠোর অবস্থান নিয়েছি (Amit Shah)।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Rozgar Mela: দীপাবলির উপহার! ২২ অক্টোবর ৭৫ হাজার চাকরিপ্রার্থীকে নিয়োগপত্র তুলে দেবেন মোদি

    Rozgar Mela: দীপাবলির উপহার! ২২ অক্টোবর ৭৫ হাজার চাকরিপ্রার্থীকে নিয়োগপত্র তুলে দেবেন মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: এই বছরেরই জুন মাসে কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছিল যে, আগামী দেড় বছরে সরকারী ক্ষেত্রে ১০ লক্ষ চাকরি দেওয়া হবে। প্রধানমন্ত্রী মোদি আগামী ২২ অক্টোবর রোজগার মেলার (Rozgar Mela) সূচনা করবেন। এই মেলাতেই ১০ লক্ষ সরকারী চাকরির মধ্যে ৭৫ হাজার নতুন চাকরিপ্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দেবেন তিনি। দিওয়ালির সময় এই নিয়োগপত্র নতুন এই চাকরিপ্রার্থীদের কাছে দীপাবলীর উপহারের মতো।সকাল ১১টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে নিয়োগ অভিযান শুরু করা হবে।অনুষ্ঠানে নিয়োগপ্রাপ্তদের উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।

    সারাদেশ থেকে নির্বাচিত নতুন নিয়োগপ্রাপ্তরা ৩৮টি সরকারি মন্ত্রক ও বিভাগে যোগদান করবেন। তাঁদের প্রশাসনের বিভিন্ন স্তরে নিয়োগ করা হবে। যেমন-গ্রুপ এ, গ্রুপ বি (গেজেটেড), গ্রুপ বি (নন-গেজেটেড) এবং গ্রুপ সি। আমলা স্তরে নিয়োগ ছাড়াও কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর কর্মী, সাব-ইন্সপেক্টর, কনস্টেবল, এলডিসি, স্টেনোস, পিএ, আয়কর পরিদর্শক, এমটিএস পদেও নিয়োগ করা হবে।

    [tw]


    [/tw]

    প্রধানমন্ত্রীর কার্যালয় (PMO) এর তরফ থেকে জানানো হয়েছে, দেশের যুবসমাজ ও সাধারণ মানুষের উন্নতির জন্য প্রধানমন্ত্রী সর্বদাই সচেষ্ট। তাই সকলের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে তিনি বেশ আগ্রহী। দেশের যেসকল চাকরিতে আসন ফাঁকা রয়েছে, অতি দ্রুত সেই আসনগুলি পূরণ করতে ইতিমধ্যেই নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। রোজগার মেলার মাধ্যমেও সেই আসনগুলি পূরণের চেষ্টা করা হবে। সরকারের প্রতিটি মন্ত্রক ও দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে, শূন্যপদ গুলিতে যেন তাড়াতাড়ি নিয়োগ প্রক্রিয়া শুরু করা হয়।

    সূত্র মারফত জানা গিয়েছে, জুন মাসেই মানবসম্পদ দপ্তরের কাছ থেকে শূন্যপদ নিয়ে বিশদ তথ্য জানতে চেয়েছিলেন প্রধানমন্ত্রী। সেই তথ্য থেকে জানা যায়, দেশজুড়ে প্রায় ১০ লক্ষ শূন্যপদ রয়েছে।

    তারপরেই প্রধানমন্ত্রীর দপ্তরের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়, দেড় বছরের মধ্যেই সমস্ত শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। সেই কারণেই রোজগার মেলার সূচনা করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দিওয়ালির আগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই নতুন প্রকল্পটির ঘোষণা করবেন মোদি। 

    প্রসঙ্গত, ২০২৪ সালে লোকসভা নির্বাচনে তৃতীয় বার ক্ষমতায় ফিরে আসার জন্য এনডিএ সরকার এই সিদ্ধান্ত নিয়েছে বলে বিরোধীরা মনে করছেন। বেকারত্ব বর্তমানে ভারতে জ্বলন্ত সমস্যা। বিরোধীরা বার বার বেকারত্ব নিয়ে মোদী সরকারকে আক্রমণ করছে। শহরাঞ্চলে যুবকদের বেকারত্বের হার ২০ শতাংশের ওপরে চলে গিয়েছে বলে একটি সমীক্ষা থেকে জানা গিয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
     
LinkedIn
Share