Tag: GST Collection

GST Collection

  • GST Collections: এপ্রিলে রেকর্ড কালেকশন জিএসটির! সরকারি কোষাগারে ঢুকল ২ লক্ষ কোটিরও বেশি টাকা

    GST Collections: এপ্রিলে রেকর্ড কালেকশন জিএসটির! সরকারি কোষাগারে ঢুকল ২ লক্ষ কোটিরও বেশি টাকা

    মাধ্যম নিউজ ডেস্ক: ভোট আবহেই মোদি সরকারের ‘আচ্ছে দিন’-এর প্রমাণ মিলল। চলতি আর্থিক বছরে রেকর্ড হারে জিএসটি (Gross Goods and Services Tax) কালেকশন করল ভারত সরকার। জানা যাচ্ছে ২৩-২৪ অর্থবর্ষে এপ্রিল মাস পর্যন্ত ২.১০ লক্ষ কোটি টাকা রাজস্ব সংগ্রহ করা হয়েছে। অর্থ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, বার্ষিক ভিত্তিতে ১২.০৪ শতাংশ জিএসটি সংগ্রহ (GST Collections) হয়েছে এই বছরে। যা গতবছরের তুলনায় ১৭.০১ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে দাবি করছেন বিশেষজ্ঞরা।

    কতটা বৃদ্ধি পেল জিএসটি

    জিএসটি আদায়ে (GST Collections) ভেঙে যাচ্ছে অতীতের সব রেকর্ড।  বড় সাফল্যের মুখ দেখল মোদি সরকার। আর্থিক বছরের প্রথম মাসেই জিএসটি সংগ্রহ সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। তথ্য বলছে, এপ্রিল মাসে জিএসটি সংগ্রহ প্রথমবারের মতো ২ লক্ষ কোটি টাকার গণ্ডি ছাড়িয়েছে। গত বছরের একই সময়ের তুলনায় যা ১২ শতাংশের বেশি। যেখানে গত বছরের এপ্রিল মাসেই জিএসটি সংগ্রহ ১.৮৭ লক্ষ কোটির গণ্ডি ছাড়িয়ে গিয়েছিল। এরপর আর কোনও মাসে এই রেকর্ড ভাঙেনি। এবারই হয়ে গেল নয়া রেকর্ড। এই বছরে জিএসটি কালেকশনের মধ্যে দেশীয় লেনদেন ছিল ১৩.৪ শতাংশ এবং আমদানি বৃদ্ধি ছিল ৮.৩ শতাংশ।

    কী বললেন অর্থমন্ত্রী

    জিএসটি (GST Collections) আদায়ের নিরিখে ধারাবাহিক সাফল্য পাচ্ছে কেন্দ্রীয় সরকার। এ প্রসঙ্গে উচ্ছ্বসিত ট্যুইট করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এপ্রিল মাসে, লোকসভা নির্বাচনের মধ্যে, জিএসটি সংগ্রহ প্রথমবার ২.১০ লক্ষ কোটি টাকায় পৌঁছে গিয়েছে। গত বছর এই সময়ের তুলনায় যা ১২.৪ শতাংশ বেশি। রিফান্ডের পরে, চলতি বছরের এপ্রিলে নিট জিএসটি আয় ১.৯২ লক্ষ কোটি টাকা। যা গত বছরের একই সময়ের তুলনায় ১৭.১ শতাংশ বেশি। পরিসংখ্যান বলছে, এপ্রিল মাসে কেন্দ্রীয় জিএসটি সংগ্রহের পরিমাণ দাঁড়িয়েছে ৪৩,৮৬৪ কোটি টাকা। অন্যদিকে রাজ্যের খাত থেকে আসা জিএসটি সংগ্রহের পরিমাণ দাঁড়িয়েছে ৫৩,৫৩৮ কোটি টাকা। ইন্টিগ্রেটেড জিএসটি (GST Collections) দাঁড়িয়েছে ৯৯,৬২৩ কোটি টাকা। যার মধ্যে ৩৭,৮২৬ কোটি টাকা এসেছে শুধুমাত্র আমদানি করা পণ্যের হাত ধরে। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • GST Collections: জিএসটি থেকে রেকর্ড আয়! জানুয়ারি মাসে কোষাগারে ঢুকল ১.৭২ লক্ষ কোটি টাকা

    GST Collections: জিএসটি থেকে রেকর্ড আয়! জানুয়ারি মাসে কোষাগারে ঢুকল ১.৭২ লক্ষ কোটি টাকা

    মাধ্যম নিউজ ডেস্ক: বাজেটের আগেই দেশের আর্থিক খাতের জন্য সুখবর। জিএসটি সংগ্রহের পরিমাণ বাড়ল ১০.৪০ শতাংশ। তথ্য অনুযায়ী, নতুন বছরের প্রথম মাসে দেশে জিএসটি সংগ্রহ হয়েছে মোট ১.৭২ লক্ষ কোটি টাকা। এই পরিমাণ ১ জুলাই, ২০১৭-এ জিএসটি কার্যকর হওয়ার পর থেকে দ্বিতীয় সর্বোচ্চ। 

    কত টাকা আয়

    অর্থ মন্ত্রকের প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৪ সালের জানুয়ারি মাসে মোট জিএসটি সংগ্রহ বার্ষিক ভিত্তিতে ১০.৪০ শতাংশ বেড়েছে। ২০২৩ সালের জানুয়ারিতে জিএসটি থেকে আয় ১,৫৫,৯২২ কোটি টাকার তুলনায় ১,৭২,১২৯ কোটি টাকায় পৌঁছেছে। এটি এখন পর্যন্ত দ্বিতীয়-সর্বোচ্চ মাসিক সংগ্রহ চিহ্নিত করে। এর আগে গত বছরের এপ্রিলে সরকারের কোষাগারে জিএসটি বাবদ জমা পড়েছিল ১.৮৭ লক্ষ কোটি টাকা। 

    প্রধনামন্ত্রী নরেন্দ্র মোদির দূরদর্শিতা

    গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স বা জিএসটি হল ভারতে পণ্য এবং পরিষেবার উপর লাগু করা কর ব্যবস্থা। ২০১৭ সালে এই পদ্ধতি চালু হয়। এর আগে দেশে পণ্য এবং পরিষেবার উপর ভ্যাট করের প্রচলন ছিল। গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স (জিএসটি) হল ভ্যাটের একটি আধুনিক ও ডিজিটাইজড রূপ, যেখানে আপনি পণ্য এবং পরিষেবাগুলিও ট্র্যাক করতে পারেন৷ ভ্যাট ও জিএসটি উভয়েরই একই ট্যাক্সেশন স্ল্যাব আছে। বর্তমানে প্রায় সব পরোক্ষ ট্যাক্সকেই জিএসটি-র আওতায় আনা হয়েছে। চলতি আর্থিক বছরের বাজেট অনুসারে, কেন্দ্র আশা করছে যে ২০২৩-২৪ অর্থবর্ষে জিএসটি সংগ্রহ ১২ শতাংশ বৃদ্ধি পাবে। বিশেষজ্ঞরা এই বৃদ্ধির জন্য বাণিজ্য সচেতনতা, কেন্দ্রে স্থিতিশীল সরকার এবং প্রধনামন্ত্রী নরেন্দ্র মোদির দূরদর্শিতার কাথাই তুলে ধরছেন।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • GST Collection: এপ্রিলে রেকর্ড গড়ল জিএসটি আদায়ের পরিমাণ, কত জানেন?

    GST Collection: এপ্রিলে রেকর্ড গড়ল জিএসটি আদায়ের পরিমাণ, কত জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: ২০২৩ সালের এপ্রিল মাসে জিএসটি আদায়ের (GST Collection) পরিমাণ ১.৮৭ লাখ কোটি টাকা। সোমবার ২০২৩ সালের এপ্রিল মাসের জিএসটি সংগ্রহের রিপোর্ট প্রকাশ করেছে অর্থমন্ত্রক। সেখানেই জানা গিয়েছে আদায়ের পরিমাণ ১.৮৭ লাখ কোটি টাকা। এটি এখনও পর্যন্ত সর্বোচ্চ। কেন্দ্রীয় সরকারের তরফে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, এপ্রিল ২০২৩ সালে মোট জিএসটি সংগ্রহ সর্বকালের সর্বোচ্চ স্থানে রয়েছে। যা এপ্রিল ২০২২ এ ১, ৬৭, ৫৪০ লাখ কোটি টাকার সংগ্রহের চেয়ে ১৯,৪৯৫ কোটি টাকা বেশি। বৃদ্ধির পরিমাণ ১২ শতাংশ।

    জিএসটি আদায়ের (GST Collection) পরিমাণ…

    অর্থমন্ত্রক সূত্রে জানা গিয়েছে, এ বছরের মোট জিএসটি আয় (GST Collection) ১ লক্ষ ৮৭ হাজার ৩৫ কোটি টাকার মধ্যে সিজিএসটি রয়েছে ৩৮ হাজার ৪৪০ কোটি, এসজিএসটি রয়েছে ৪৭ হাজার ৪১২ কোটি, আইজিএসটি রয়েছে ৮৯ হাজার ১৫৮ কোটি এবং সেস ১২ হাজার ২৫ কোটি টাকা। অর্থমন্ত্রক সূত্রে আরও জানা গিয়েছে, চলতি বছরের মার্চে মোট ৯ কোটি ই-বিল পাশ হয়েছে। যেখানে এক মাস আগে, ফেব্রুয়ারিতে ৮.১ কোটি ই-বিল পাশ হয়েছিল। অর্থাৎ অনলাইন মোডে ই-বিল দেওয়ার হার ১১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। চলতি বছরের এপ্রিলে দৈনিক সর্বাধিক কর সংগ্রহ হয়েছে ২০ তারিখ। সেদিন মোট ৯.৮ লক্ষ লেনদেনের মাধ্যমে ৬৮ হাজার ২২৮ কোটি টাকা কর সংগ্রহ হয়েছে। গত বছরও ২০ এপ্রিল সর্বাধিক কর সংগ্রহ হয়েছিল। তবে তার পরিমাণ ছিল তুলনামূলকভাবে কম। ৯.৬ লক্ষ লেনদেনের মাধ্যমে কর সংগ্রহ হয়েছিল ৫৭ হাজার ৮৪৬ কোটি টাকা।

    আরও পড়ুুন: অভিষেক সভা ছাড়তেই ব্যালট লুঠের চেষ্টা, তৃণমূল কর্মীদের মধ্যে হাতাহাতি

    প্রসঙ্গত, জিএসটি (GST Collection) হল ভারতে পণ্য ও পরিষেবার ওপর লাগু করা কর ব্যবস্থা। এর আগে এ ক্ষেত্রে ভ্যাট করের প্রচলন ছিল। জিএসটি হল ভ্যাটের ডিজিটালাইজড ফর্ম, যেখানে পণ্য ও পরিষেবাগুলি ট্র্যাক করা যায়। ভ্যাট ও জিএসটি উভয়েরই একই ট্যাক্সেশন স্ল্যাব রয়েছে। অর্থমন্ত্রকের বিবৃতিতে আরও বলা হয়েছে, এপ্রিল ২০২৩ সালের রাজস্ব গত বছরের একই মাসে জিএসটি রাজস্বের তুলনায় ১২ শতাংশ বেশি হয়েছে। এ বছর এপ্রিল মাসে পরিষেবা আমদানি সহ অভ্যন্তরীণ লেনদেন থেকে আয় গত বছরের একই মাসের আয়ের তুলনায় ১৬ শতাংশ হারে বেশি।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • GST Collection: ডিসেম্বরের জিএসটি আদায় ১.৫ লক্ষ কোটি, আগের মাসের তুলনায় ২.৫% বেশি

    GST Collection: ডিসেম্বরের জিএসটি আদায় ১.৫ লক্ষ কোটি, আগের মাসের তুলনায় ২.৫% বেশি

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের ডিসেম্বরে বাড়ল দেশের জিএসটি আদায় (GST Collection)। নভেম্বরের থেকে প্রায় ২.৫ শতাংশ বেশি। কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, ২০২২ সালের ডিসেম্বরে আগের বছরের তুলনায় জিএসটি আদায় বৃদ্ধি পেয়েছে প্রায় ১৫%। ১.৪৯ লক্ষ কোটি টাকারও বেশি জিএসটি আদায় হয়েছে ডিসেম্বরে। 

    কী জানিয়েছে কেন্দ্র?  

    কেন্দ্রীয় অর্থ মন্ত্রক জানিয়েছে, ডিসেম্বরে মোট জিএসটি আদায়ের (GST Collection) পরিমাণ ১,৪৯,৫০৭ লক্ষ কোটি টাকা। এর মধ্যে কেন্দ্রীয় জিএসটি হল ২৬,৭১১ কোটি টাকা, রাজ্যের জিএসটি হল ৩৩,৩৫৭ কোটি টাকা, আইজিএসটি হল ৭৮,৪৩৪ কোটি টাকা (পণ্য আমদানির জন্য সংগৃহীত ৪০,২৬৩ কোটি টাকা-সহ) এবং সেস ১১,০০৫ কোটি টাকা (পণ্য আমদানির জন্য ৮৫০ কোটি টাকা-সহ)। এই নিয়ে পর পর দশ মাস জিএসটি আদায় ১.৪ লক্ষ কোটি টাকার ওপরে। 

    এই আদায়কৃত জিএসটি-র মধ্যে (GST Collection) সিজিএসটির জন্যে ৩৬,৬৬৯ কোটি টাকা এবং এসজিএসটির জন্য ৩১,০৯৪ কোটি টাকা রেগুলার সেটেলমেন্ট হিসেবে ধার্য করা হয়েছে। এই রেগুলার সেটেলমেন্টের পরে ডিসেম্বর মাসে কেন্দ্র ও রাজ্যের সম্মিলিত জিএসটির পরিমাণ দাড়িয়েছে যথাক্রমে ৬৩,৩৮০ কোটি টাকা এবং ৬৪,৪৫১ কোটি টাকা। 

    আরও পড়ুন: ‘‘কোনও ভুল করেননি নরেন্দ্র মোদি’’, নোটবন্দির সিদ্ধান্তকে সিলমোহর সুপ্রিম কোর্টের

    ২০২১ সালের ডিসেম্বরের তুলনায় ২০২২ সালের ডিসেম্বরে পণ্য আমদানির জন্য জিএসটি বাবদ আদায় ৮% এবং অভ্যন্তরীণ লেনদেনের জন্য জিএসটি আদায় (GST Collection) প্রায় ১৮% বেড়েছে। 

    এছাড়া ই-ওয়ে বিলের পরিমাণও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ২০২২ সালের অক্টোবর মাসে দেশে ৭.৬ কোটি ই-ওয়ে বিল জেনারেট হয়েছিল। নভেম্বর মাসে তা বেড়ে ৭.৯ কোটি হয়েছে। ২০২২ সালে সবথেকে বেশি জিএসটি আদায় (GST Collection) হয়েছে এপ্রিল মাসে। দ্বিতীয় স্থানে রয়েছে অক্টোবর। অক্টোবর মাসে জিএসটি বাবদ আদায় হয়েছে ১,৫১,৭১৮ কোটি টাকা।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     

  • GST: সেপ্টেম্বরে জিএসটি বৃদ্ধি ২৬%, মাসিক সংগ্রহ ১.৪৭ লক্ষ কোটি টাকা

    GST: সেপ্টেম্বরে জিএসটি বৃদ্ধি ২৬%, মাসিক সংগ্রহ ১.৪৭ লক্ষ কোটি টাকা

    মাধ্যম নিউজ ডেস্ক: সেপ্টেম্বরে জিএসটি (GST) থেকে সরকারের আয় ১,৪৭,৬৮৬ কোটি টাকা। কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের (Ministry of Finance) তরফে এমনটাই জানানো হল। গত বছর সেপ্টেম্বরের তুলনায় এ বছর সংগৃহীত জিএসটি-র পরিমাণ ২৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অর্থ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, লাগাতার ছয় মাস জিএসটি থেকে মাসিক আয় ১.৪০ লক্ষ কোটি টাকার বেশি আয় হচ্ছে। মন্ত্রকের মতে, ২০২২ সালের সেপ্টেম্বর মাসে মোট সংগৃহীত জিএসটির মধ্যে কেন্দ্রীয় জিএসটি (CGST) ছিল ২৫,২৭১ কোটি টাকা ৷ রাজ্য জিএসটি (SGST) ৩১,৮১৩ কোটি টাকা এবং ইন্টিগ্রেটেড জিএসটি (IGST) ৮০,৪৬৪ কোটি টাকা (এর মধ্যে আমদানি পণ্য থেকে এসেছে ৮৫৬ কোটি টাকা) এবং সেজ ১০,১৩৭ কোটি টাকা (এর মধ্যে আমদানি পণ্য থেকে এসেছে ৪১,২১৫ কোটি টাকা)। অগাস্টে মোট জিএসটি (gst) রাজস্ব সংগ্রহ হয়েছে ১ লক্ষ ৪৩ হাজার ৬১২ কোটি টাকা। জুলাই মাসে জিএসটির কারণে ভারতের রাজকোষে মোট ১.৪৯ লক্ষ কোটি টাকা এসেছে।    

    আরও পড়ুন: ঘুরে দাঁড়াচ্ছে ভারতীয় অর্থনীতি, বাড়ল প্রত্যক্ষ কর সংগ্রহের পরিমাণ  

    সম্প্রতি, জিএসটি কাউন্সিল নিত্য প্রয়োজনীয় অনেক পণ্যের ওপরেই জিএসটি ধার্য করেছে। যা আগে করমুক্ত ছিল। এতে যে আখেরে দেশের অর্থনীতিতে সুফলই এসেছে, তার প্রতিফলন দেশের কোষাগারে স্পষ্ট। 

    এখন হোটেল রুমে ১০০০ টাকার কম হলেও এখন থেকে জিএসটি দিতে হয়। এছাড়াও, হাসপাতালের ঘরের ভাড়া ৫০০০ টাকার বেশি হলেও ৫% জিএসটি ধার্য করা হয়। প্যাকেটজাত খাবারের ওপরও ৫ শতাংশ জিএসটি আরোপ করা হয়েছে। অর্গানিক ফুডের ওপরেও ধার্য করা হয়েছে জিএসটি। আগে এই বিষয়গুলি করমুক্ত ছিল।   

    আরও পড়ুন: নয়া নিয়ম অনুযায়ী, যদি কোনও ভাড়াটের জিএসটির রেজিস্ট্রেশন থাকে, তবে তাঁকে ভাড়ার উপর জিএসটি দিতে হবে।  

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

     

     

  • GST Collection: জুলাই মাসে দেশের জিএসটি থেকে আয় ১.৪৯ লক্ষ কোটি টাকা, আগের বছরের তুলনায় ২৮% বেশি

    GST Collection: জুলাই মাসে দেশের জিএসটি থেকে আয় ১.৪৯ লক্ষ কোটি টাকা, আগের বছরের তুলনায় ২৮% বেশি

    মাধ্যম নিউজ ডেস্ক: জুলাই মাসে ভারতের জিএসটি (GST) সংগ্রহ ১.৪০ লক্ষ কোটি টাকা ছাড়িয়েছে। পণ্য এবং পরিষেবা করের কারণে ভারতের রাজকোষে মোট ১.৪৯ লক্ষ কোটি টাকা এসেছে গতমাসে। এই নিয়ে টানা পঞ্চম মাসে বৃদ্ধি অব্যহত। আগের বছরের জুলাই মাস থেকে এ বছরের জুলাই মাসে ২৮% বৃদ্ধি পেয়েছে জিএসটি সংগ্রহ।  

    আরও পড়ুন: চাল, ডাল, আটা, গম খোলা কিনলে বাড়তি জিএসটি লাগু হবে না! ট্যুইট করে ব্যাখ্যা অর্থমন্ত্রীর

     
    ₹1,48,995 crore gross GST revenue collected in the month of July 2022

    ২০২১ সালের জুলাই মাসে জিএসটি সংগ্রহ ছিল ১১, ৬৩৯৩ কোটি টাকা। এছাড়া এক মাসে এটি দ্বিতীয় সর্বোচ্চ কর আদায়ের পরিসংখ্যান। জুলাই মাসে মোট জিএসটি সংগ্রহে কেন্দ্রীয় জিএসটির অবদান ছিল ২৫৭৫১ কোটি টাকা৷   

    রাজ্য জিএসটির অবদান ছিল ৩২,৮০৭ কোটি টাকা এবং ইন্ট্রা জিএসটির অবদান ছিল ৭৯,৫১৮ কোটি টাকা৷ এছাড়া ইন্টিগ্রেটেড ট্যাক্সের মাধ্যমে সরকারি কোষাগারে মোট ১০,৯২০ কোটি টাকা এসেছে।   

    ৭৯,৫১৮ কোটি টাকার আইজিএসটিএ আমদানির ফলে ৪১,৪২০ কোটি টাকা সরকারের কোষাগারে জমা পড়েছে। সেই সঙ্গে ১০,৯২০ কোটি টাকার মধ্যে সেস আমদানির ফলে এসেছে ৯৯৫ কোটি টাকা। 

    আরও পড়ুন: আজ থেকে লাগু হয়েছে জিএসটির নতুন রেট, কোন খাতে বাড়ল খরচ?

    গত পাঁচ মাসে জিএসটি সংগ্রহের অঙ্ক ১.৪ লক্ষ কোটি টাকা ছাড়িয়েছে। প্রতিনিয়ত বাড়ছে সরকারের কর আদায়। গত মাসে সরকার আমদানি কমাতে বেশ কিছু কর আরোপ করেছে কেন্দ্র সরকার। এতে যে দেশের অর্থনীতির গ্রাফ ঊর্ধ্বমুখী, তা জিএসটির এই পরিসংখ্যানেই স্পষ্ট। 

    সম্প্রতি, জিএসটি কাউন্সিল নিত্য প্রয়োজনীয় অনেক পণ্যের ওপরেই জিএসটি ধার্য করেছে। যা আগে করমুক্ত ছিল। এতে যে আখেরে দেশের অর্থনীতিতে সুফলই এসেছে, তার প্রতিফলন দেশের কোষাগারে স্পষ্ট। 

    হোটেল রুমে ১০০০ টাকার কম হলেও এখন থেকে জিএসটি দিতে হবে। এছাড়াও, হাসপাতালের ঘরের ভাড়া ৫০০০ টাকার বেশি হলেও ৫% জিএসটি ধার্য করা হবে। প্যাকেটজাত খাবারের ওপরও ৫ শতাংশ জিএসটি আরোপ করা হয়েছে। অর্গানিক ফুডের ওপরেও ধার্য করা হয়েছে জিএসটি। আগে এই বিষয়গুলি করমুক্ত ছিল। 

LinkedIn
Share