Tag: Guinness world records

Guinness world records

  • Mahakumbha 2025: মহাকুম্ভে তৈরি হওয়ার পথে চার-চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড, জানেন কী কী?

    Mahakumbha 2025: মহাকুম্ভে তৈরি হওয়ার পথে চার-চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড, জানেন কী কী?

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে অনুষ্ঠিত হচ্ছে মহাকুম্ভ। বিগত ১৩ জানুয়ারি থেকে শুরু হয়েছে কুম্ভমেলা (Mahakumbha 2025) চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। ১৪৪ বছর পরে অনুষ্ঠিত হচ্ছে মহাকুম্ভ। বিভিন্ন পরিসংখ্যান বলছে মাঘী পূর্ণিমার আগেই ভক্তদের সংখ্যা সেখানে ৪০ কোটি পৌঁছে যাবে। প্রথম ২৪ দিনেই কুম্ভ মেলায় ভক্ত সংখ্যা ছুঁয়েছে ৩৮.২৯ কোটি। কুম্ভ মেলা যেন সব কিছুকেই এক করে দিয়েছে। সাধারণ ভক্ত থেকে রাষ্ট্রনেতা থেকে বিভিন্ন দেশের কূটনীতিকরা। পুণ্য অর্জনের লক্ষ্যে পবিত্র স্নান সারছেন। এমন ঘটনা বিশ্বের কোথাও আর দেখা যায় না। ভারতের প্রধানমন্ত্রী গত বুধবার মাঘী অষ্টমী বা ভীষ্ম অষ্টমী তিথিতে পুণ্যস্নান সেরেছেন। স্নান করেছেন ভুটানের রাজাও। মহাকুম্ভ (Guinness World Records) পৃথিবীর সবথেকে বড় ইভেন্টে পরিণত হয়েছে। এই আবহে আরও উল্লেখযোগ্য খবর সামনে এসেছে।

    মহাকুম্ভে (Mahakumbha 2025) তৈরি হচ্ছে ৪ নয়া রেকর্ড

    মহাকুম্ভে (Mahakumbha 2025) তৈরি হতে চলেছে চারটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড। এর মধ্যে প্রথমটি হল ১৫ হাজার সাফাই কর্মী একসঙ্গে মহাকুম্ভের ঘাটগুলি পরিষ্কার করবেন। ১৪ ফেব্রুয়ারি এই নয়া রেকর্ড তৈরি হতে চলেছে মহাকুম্ভে। এর আগে ২০১৯ সালের অর্ধ কুম্ভে এমন চিত্রই দেখা গিয়েছিল। সে সময় দশ হাজার সাফাই কর্মী একসঙ্গে ঘাট পরিষ্কার করেছিলেন। অর্থাৎ ভারত তার নিজের রেকর্ডই ভাঙছে। ২০১৯ সালে অর্ধকুম্ভের যে রেকর্ড তৈরি করেছিলেন সাফাই কর্মীরা, তাঁরাই আবার নিজেদের রেকর্ড ভাঙছেন ২০২৫ সালে। মহাকুম্ভে এই ঘটনা অত্য়ন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন অনেকে।

    দ্বিতীয় ও তৃতীয় রেকর্ড (Mahakumbha 2025)

    অন্যদিকে, দ্বিতীয় যে রেকর্ড হতে চলেছে হতে চলেছে সেটি ১৫ ফেব্রুয়ারি সবার নজরে আসবে। ওইদিন তিনশোর বেশি মানুষ একসঙ্গে ত্রিবেণী সঙ্গমের জলকে পরিষ্কার করবেন। এমনভাবেই ওই তিনশো কর্মী গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে মহাকুম্ভকে স্থান দেবেন। এরপরে ১৬ ফেব্রুয়ারি ফের নয়া একটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুলবে মহাকুম্ভ। জানা গিয়েছে, ওই দিন ১০০০-এরও বেশি ই-রিকশা হাজির হবে কুম্ভের প্রাঙ্গণে। এরপরে তারা প্যারেড করবে। এটিও একটি নয়া ওয়ার্ল্ড রেকর্ড। দেখা যাচ্ছে ২০১৯ সালের ২৮ ফেব্রুয়ারি ৫০০ বাস প্যারেড করেছিল অর্ধকুম্ভে। তার নিয়ন্ত্রণকর্তা ছিল উত্তরপ্রদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন। সেই সময় উত্তরপ্রদেশ সরকারের এমন উদ্যোগ নয়া গিনেস ওয়ার্ল্ড রেকর্ড স্থাপন করে, ‘ লার্জেস্ট প্যারেড অফ বাসেস’। এবার সেটি হতে চলেছে লার্জেস্ট প্যারেড অফ ই-রিস্কা। প্রসঙ্গতই বাসগুলি চলে ছিল ৩.২ কিলোমিটার এক সঙ্গে। এর আগে বাসের প্যারেডের রেকর্ড ছিল আবুধাবিতে। সেটি ২০১০ সালে তৈরি হয়েছিল এবং সে সময় ৩৯০টি বাস একসঙ্গে চলেছিল।

    তৃতীয় রেকর্ড

    প্রসঙ্গত, এর পরের রেকর্ডটি তৈরি হতে চলেছে ১৭ ফেব্রুয়ারি। ওইদিন ১০ হাজার লোক একসঙ্গে নয়া ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করবেন। জানা গিয়েছে, ১০,০০০ লোক একসঙ্গে হ্যান্ড প্রিন্টিং করবেন আট ঘণ্টা ধরে, গঙ্গা প্যান্ডেলের মধ্যে। বর্তমানে এই ওয়ার্ল্ড রেকর্ড রয়েছে কুম্ভের নামেই। ২০১৯ সালে একসঙ্গে বসে ৭,৬৬৪ জন হ্যান্ড পেইন্টিং করেছিলেন। ৬ বছর আগে অর্ধকুম্ভের প্রয়াগরাজে যে রেকর্ড তৈরি হয়েছিল, তা এবার ভাঙছে ২০২৫ সালে। এই রেকর্ড নতুন ভাবে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে স্থান পাচ্ছে।

    কী বলছেন আধিকারিক?

    মহাকুম্ভের গোটা ব্যবস্থাপনা খতিয়ে দেখছেন উচ্চপদস্থ আমলা বিজয় কিরণ আনন্দ। তিনি সংবাদমাধ্যমকে বলেছেন, ‘‘চারটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে মহাকুম্ভ নাম তুলতে চলেছে। এটি সত্যিই খুব আনন্দের এবং যার শুরু হতে চলেছে ১৪ ফেব্রুয়ারি থেকে। প্রথমটি স্বচ্ছতায়। পরেরটি নদী পরিষ্কার করাতে, এরপরে একটি ই-রিক্সার ক্ষেত্রে এবং সর্বশেষটি হ্যান্ড প্রিন্টিং-এর ক্ষেত্রে।’’ এই সমস্ত ইভেন্টগুলির প্রস্তুতিপর্ব ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে বলে জানিয়েছেন বিজয় কিরণ আনন্দ।

    বিদেশি ভক্তদেরও আকর্ষণের কেন্দ্রে মহাকুম্ভ

    ১৪৪ বছর পরে হওয়া এই মহাকুম্ভ (Mahakumbh 2025) পর্যটকদের জন্য একটি প্রধান আকর্ষণের কেন্দ্র বিন্দু হয়ে উঠেছে। পর্যটক বলতে আধ্যাত্মিক পর্যটক, যাদের আমরা তীর্থযাত্রীও বলতে পারি। এখনও পর্যন্ত, ৩৮ কোটির বেশি পুণ্যার্থী সঙ্গমে স্নান করেছেন। পবিত্র স্নানের উদ্দেশেই ভক্তরা এখানে সমবেত হচ্ছেন। বিশ্বাস, কুম্ভের ডুব জীবনে আনে অপার শান্তি ও সুখ। মহাকুম্ভে এই ব্যাপক পরিমাণে ভক্তদের আগমন শুধুমাত্র ভারতবর্ষের ক্ষেত্রে দেখা যাচ্ছে না, অর্থাৎ ভারতীয়রা শুধুমাত্র যে প্রয়াগরাজে হাজির হচ্ছেন এমনটা নয়। আন্তর্জাতিক ক্ষেত্রেও বিপুল পরিমাণে তীর্থযাত্রী ত্রিবেণী সঙ্গমে ডুব দিতে প্রয়াগরাজের উদ্দেশে রওনা দিচ্ছেন। পরিসংখ্যান বলছে যে, আধ্যাত্মিক উদ্দেশ্যে ভ্রমণ করার ৪৮ শতাংশ ভিসা মহাকুম্ভের (Mahakumbh 2025) দিকেই যাচ্ছে।

  • World’s richest cat: ৮৫২ কোটির মালিক! গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসধারী এই বিড়ালটিকে চেনেন?

    World’s richest cat: ৮৫২ কোটির মালিক! গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসধারী এই বিড়ালটিকে চেনেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: আপনি কি ধনী বিড়াল নালাকে চেনেন? এই বিড়াল এখন বিশ্বের সবচেয়ে ধনী হিসেবে পরিচিত। মোট ৮৫২ কোটি টাকার মালিক সে। প্রতি ইনস্টাগ্রাম পোস্টে সে ১২ লক্ষ টাকা আয় করে থাকে। একই ভাবে বছরের সেরা টিকটকার হিসেবে খ্যাতি অর্জন করেছে বিড়ালটি। ইতিমধ্যে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে (Guinness World Records) নাম লিখিয়েছে এই নালা (World’s richest cat)।

    নালার ৪৫ লক্ষ ফলোয়ার (World’s richest cat)!

    ভারিসিরি মাথাচিত্তিফান ওরফে পুকি নামে এক তরুণী লস অ্যাঞ্জেলেস থেকে নালা নামক এই বিড়ালকে (World’s richest cat) উদ্ধার করেছিলেন। সেই সময় নালার বয়স ছিল মাত্র চার মাস। পুকি অবশ্য ২০১২ সাল থেকে ইনস্টাগ্রামে সামাজিক মাধ্যমে বিভিন্ন বিষয় বিনিময় করতেন। এরপর নালাকে সামনে রেখে নানা বিষয় উপস্থাপন করা শুরু করেন। তাঁর করা নানা পোস্ট সময়ের সঙ্গে তাল মিলিয়ে দর্শকদের আকর্ষণের কেন্দুবিন্দু হয়ে উঠতে শুরু করে। নালার ইনস্টাগ্রাম খ্যাতি (Guinness World Records) অত্যন্ত আশ্চর্যজনক সাফল্যের শিখরে পৌঁছে গিয়েছে। বর্তমানে তার ৪৫ লক্ষের বেশি ফলোয়ার এবং ৭২৬৭টি আকর্ষণীয় পোস্ট রয়েছে। প্রত্যেক পোস্ট দেখার জন্য অনুগামীরা আগ্রহী হয়ে অপেক্ষা করে থাকেন।

    আরও পড়ুনঃ ‘‘গোটা ভারতকেই ওয়াকফ সম্পত্তি করে ফেলুন’’, আইনজীবীকে কটাক্ষ বিচারপতির

    বছরের সেরা টিকটকারের খেতাব

    পুকি একটি টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিয়ে জানিয়েছেন, “আমি কোনওদিন ভাবতে পারিনি নালা দর্শকদের মধ্যে এত জনপ্রিয় হয়ে উঠবে। আমি নিজে আর কোনও পেশার সঙ্গে যুক্ত নই। সারাদিন নালার পোস্টগুলিকে নিয়েই কাজ করে থাকি। নালা ইন্টারনেটের দুনিয়ায় প্রথম বিড়ালদের মধ্যে ছিল। অনেকে তার পোস্টের মাধ্যমে কথা বলে পরিচয় করে থাকেন। তবে নালার জনপ্রিয়তা সোশ্যাল মিডিয়ার বাইরেও প্রসারিত হয়েছে। তাকে সামনে রেখে ‘ক্যাট ফুড’ ব্র্যান্ড মার্কেটিং করার কাজও হয়েছে। একই ভাবে চার জন মানব প্রতিযোগীকে ছাপিয়ে বছরের সেরা টিকটকারের খেতাব (Guinness World Records) অর্জন করেছে নালা (World’s richest cat)। আমার আর্থিক সাফল্যের পিছনে ওর প্রভাব রয়েছে যথেষ্ট। আমার ব্যক্তিগত জীবনসঙ্গী শ্যাননের সঙ্গে ইনস্টাগ্রামের মাধ্যমেই আলাপ হয়েছিল, কিন্তু মাধ্যম ছিল নালা। অসুস্থ বিড়াল উদ্ধারের জন্য নালাকে সমানে রেখে অনেক সামাজিক কাজ করতে হয়।   

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • World’s Longest Bicycle: বিশ্বের দীর্ঘতম সাইকেল! ১৮০ ফুট লম্বা, নির্মাতাদের নাম উঠল গিনেস বুকে

    World’s Longest Bicycle: বিশ্বের দীর্ঘতম সাইকেল! ১৮০ ফুট লম্বা, নির্মাতাদের নাম উঠল গিনেস বুকে

    মাধ্যম নিউজ ডেস্ক: ছোট থেকে তাঁর একটাই ইচ্ছা গিনেস বুকে (Guinness World Records) নাম তোলা! আগ্রহ যেমন ছিল তেমন চেষ্টার ত্রুটিও করেননি নেদারল্যান্ডের ইভান সাল্ক। অবশেষে সেই লক্ষ্যে সফল হলেন ইভান। ৩৯ বছর বয়সি ইভান তাঁর সঙ্গী ৭ ইঞ্জিনিয়ারকে নিয়ে তৈরি করে ফেললেন এই মুহূর্তে বিশ্বের দীর্ঘতম সাইকেল (World’s Longest Bicycle)। জানেন কতটা লম্বা এই সাইকেল? ১৮০ ফুট লম্বা ও ১১ ইঞ্চি চওড়া। এই সাইকেলই এখন বিশ্বের সব থেকে বড় সাইকেল। এক্ষেত্রে অবশ্য এক অস্ট্রেলিয়ানের রেকর্ড ভেঙেছেন ইভান। এর আগে ২০২০ সালে ১৫৫ ফুট দীর্ঘ এবং ৮ ইঞ্চি চওড়া সাইকেল বানিয়ে গিনেস বুক অফ ওয়ার্ল্ডে নাম তুলেছিলেন অস্ট্রেলিয়ার বাসিন্দা বার্নি রায়ান। তবে দক্ষিণ গোলার্ধের এই রেকর্ড ভেঙে দিলেন উত্তর গোলার্ধের বাসিন্দা ইভান। তাঁর সঙ্গে নাম উঠল আরও সাতজন ইঞ্জিনিয়ারের।

    কী বলছেন ইভান? (World’s Longest Bicycle)

    তবে একটা বিষয় উল্লেখ করা দরকার, যে কোনও সাধারণ শহরে এই সাইকেল (World’s Longest Bicycle) চালানো যাবে না। যানজট তৈরি হয়ে যাওয়ার আশঙ্কা থেকেই যাবে। ইতিমধ্যে বিশ্বজুড়ে নেট পাড়ায় ভাইরাল হয়েছে ইভানদের তৈরি এই সাইকেল। সকলেই তারিফ করছেন তাঁদের। এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ইভান বলেন, ‘‘ছোট থেকেই স্বপ্ন দেখতাম যে এমন কিছু একটা করতে হবে যার জন্য গিনেস বুকে আমারও নাম ওঠে। অবশেষে সেই স্বপ্ন পূরণ হয়েছে। ভাল লাগছে।’’

    অন্যরাও বানিয়েছেন এমন সাইকেল

    তবে এটাই প্রথম নয় সাইকেল নির্মাণে (World’s Longest Bicycle) ইভানের আগেও অনেকেই রেকর্ড (Guinness World Records) গড়েছেন। জানা যাচ্ছে, ১৯৬৫ সালে ২৬ ফুট দীর্ঘ ৩ ইঞ্চি চওড়া সাইকেল বানিয়ে গিনেস বুকে প্রথম রেকর্ড তৈরি করেছিল জার্মানি। এর পর একে একে নিউজিল্যান্ড, ইতালি, বেলজিয়াম, অস্ট্রেলিয়া এবং নেদারল্যান্ড-সহ বিভিন্ন দেশের লোক রেকর্ড গড়েছেন। ২০১৮ সালে এই দীর্ঘতম সাইকেল তৈরির কাজ শুরু করেছিলেন ইভান-সহ আট ইঞ্জিনিয়ার। ইভানের কথায়, ‘‘অন্যরা যখন আড্ডা দিয়ে সময় নষ্ট করে, আমরা তখন সৃষ্টিশীল কাজে মগ্ন থাকি।’’ 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Underwater Magic: জলের নিচে টানা ৩ মিনিট ম্যাজিক! গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুলল মার্কিন কিশোরী

    Underwater Magic: জলের নিচে টানা ৩ মিনিট ম্যাজিক! গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুলল মার্কিন কিশোরী

    মাধ্যম নিউজ ডেস্ক: মার্কিন কিশোরী অ্যাভেরি এমারসন ফিসার। জাদু বিদ্যায় (Underwater Magic) নয়া রেকর্ড আনল নিজের ঝুলিতে। আমেরিকার সানফ্রান্সিসকো শহরে জলের তলায় ৩৮টি ম্যাজিক দেখাল ১৩ বছরের এই মার্কিন কিশোরী। এজন্য মোট ৩ মিনিট সে জলের তলাতেও ছিল। হঠাৎ জলের তলাতে ম্যাজিক (Underwater Magic) দেখানোর সিদ্ধান্ত কেন? জানা গিয়েছে, করোনা মহামারীর সময় থেকেই সে জলের নীচে জাদু প্রদর্শনের সিদ্ধান্ত নেয়।

    গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুলল অ্যাভেরি

     ইতিমধ্যে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তার ম্যাজিক দেখানোর ভিডিও ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে দেখা যাচ্ছে মার্কিন কিশোরী ডুবুরির পোশাক পরে রয়েছে। এবং তার মুখে অক্সিজেনের পাইপ লাগানো রয়েছে। জলের নিচে একের পর এক ম্যাজিক দেখিয়ে যাচ্ছে সে। জলের নীচে এই জাদু প্রদর্শন তাকে এনে দিল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের (Underwater Magic) খ্যাতি। প্রসঙ্গত, অ্যাভেরি প্রথম কোনও ম্যাজিশিয়ান যে এত বেশিক্ষণ ধরে জলের নিচে ম্যাজিক দেখাল। অ্যাভেরির আগে এই রেকর্ড ছিল ব্রিটেনের ম্যাজিশিয়ান মার্টিন রিসের। ২০২০ সালের জলের নিচে টানা কুড়িটি ম্যাজিক দেখিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুলতে পেরেছিলেন তিনি। এবার মার্টিনের সেই রেকর্ড ভেঙে দিল ১৩ বছরের কিশোরী অ্যাভেরি।

     
     
     
     
     
    View this post on Instagram
     
     
     
     
     
     
     
     
     
     
     

    A post shared by Guinness World Records (@guinnessworldrecords)

    খ্যাতনামা ম্যাজিশিয়ানরা

    ম্যাজিক নিয়ে এমনিতেই জনগণের মধ্যে আগ্রহ তুঙ্গে থাকে। ম্যাজিশিয়ান হিসেবে ডেভিড কপারফিল্ড একটি জনপ্রিয় নাম। স্ট্যাচু অফ লিবার্টিকেই তিনি গায়েব করে দিয়েছিলেন বলে জানা যায় (Underwater Magic)। আবার বাঙালি হিসেবে পি সি সরকারের নাম শোনেননি এমন কাউকে পাওয়াই যায় না। ভিক্টোরিয়া মেমোরিয়ালকে ভ্যানিশ করেছিলেন তিনি জাদুবলে। তবে টানা তিন মিনিট জলের তলায় থেকে ম্যাজিক দেখানো বেশ তাৎপর্যপূর্ণ হয়ে রইল জাদুর জগতে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Narendra Modi: ২২ লাখ প্রদীপ প্রজ্জ্বলন অযোধ্যায়, ‘স্বর্গীয়-অবিস্মরণীয়’ লিখে ট্যুইট প্রধানমন্ত্রীর

    Narendra Modi: ২২ লাখ প্রদীপ প্রজ্জ্বলন অযোধ্যায়, ‘স্বর্গীয়-অবিস্মরণীয়’ লিখে ট্যুইট প্রধানমন্ত্রীর

    মাধ্যম নিউজ ডেস্ক: ক্ষমতায় আসার পর ২০১৭ সাল থেকেই দীপাবলিতে রামনগরীকে বিশেষভাবে প্রদীপের আলোয় সাজিয়ে তোলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। চলতি বছরের দীপাবলি অযোধ্যায় একটু বিশেষ, তার কারণ দু মাস পরেই উদ্বোধন হতে চলেছে রামমন্দিরের। গত বছরের সমস্ত রেকর্ডকে ভেঙে এ বছর অযোধ্যা সেজে উঠেছিল ২২ লাখ প্রদীপের আলোয়। দেশের বিভিন্ন প্রান্তের বিশিষ্ট ব্যক্তিরা ছাড়াও ৫৪ টি দেশের ৮৮ জন কূটনীতিক সামিল হয়েছিলেন এই অনুষ্ঠানে। হাজির ছিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও। অযোধ্যায় দীপাবলি পালনের ছবি নিজের ‘এক্স হ্যান্ডেলে (সাবেক ট্যুইটার) শেয়ার করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। লক্ষ লক্ষ প্রদীপ প্রজ্জ্বলনের এই দৃশ্যকে ‘আশ্চর্যজনক’, ‘স্বর্গীয়’ এবং ‘অবিস্মরণীয়’ এই সমস্ত বিশেষণের ভূষিত করেন প্রধানমন্ত্রী।

    প্রধানমন্ত্রীর ট্যুইট

    এক্স হ্যান্ডেলে (সাবেক ট্যুইটার) প্রধানমন্ত্রী (Narendra Modi) লেখেন,  “এর থেকে উদ্ভূত শক্তি ভারতজুড়ে নতুন উদ্যম ও উদ্দীপনা ছড়িয়ে দিচ্ছে। আমি প্রার্থনা করছি, ভগবান শ্রীরাম সমস্ত দেশবাসীর মঙ্গল করুন এবং আমার পরিবারের সকল সদস্যকে অনুপ্রাণিত করুন।”

    ‘গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে’ স্থান পেয়েছে অযোধ্যার প্রদীপ প্রজ্জ্বলন

    তথ্য বলছে, ২০১৭ সালে অযোধ্যায় প্রজ্জ্বলিত হয়েছিল ৫১ হাজার প্রদীপ। ২০১৯ সালে প্রদীপের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৪ লাখ ১০ হাজার। ২০২০ সালে ৬ লাখ, ২০২১ সালে প্রদীপ প্রজ্জ্বলিত হয় ৯ লাখ, ২০২২ সালে ১৭ লাখ। চলতি বছরে ২২ লাখ প্রদীপ প্রজ্জ্বলন হল অযোধ্যায়। অযোধ্যার এই নয়া রেকর্ড স্থান পেয়েছে ‘গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে’।

    দীপাবলিতে হিমাচলে হাজির প্রধানমন্ত্রী

    অন্যদিকে, চলতি বছরের দীপাবলিতে হিমাচল প্রদেশের লেপচায় হাজির ছিলেন প্রধানমন্ত্রী। সেখানেই দেশের সেনা জওয়ানদের সঙ্গে দীপাবলি উদযাপন করেন নমো (Narendra Modi)। এদিন হিমাচল প্রদেশের লেপচায় পৌঁছানোর পরেই প্রধানমন্ত্রী ট্যুইট করেন। সেখানে তিনি সেনা জওয়ানদের সঙ্গে ছবিও পোস্ট করেছেন। ওই ট্যুইটে দেখা যাচ্ছে, সেনার উর্দি পড়ে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং জওয়ানদের সঙ্গে কথা বলছেন। গত বছরই একটি ভিডিও ভাইরাল হয়, তাতে দেখা যায়, এক জওয়ান দীপাবলির পুণ্যলগ্নে প্রধানমন্ত্রীকে গান গেয়ে শোনাচ্ছেন এবং পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী তাঁকে উৎসাহ দিচ্ছেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের , Twitter এবং Google News পেজ।

  • Guinness World Records: মাথা দিয়ে ১ মিনিটে ২৭৩টি আখরোট ভাঙলেন! গিনেস বুকে ভারতীয় যুবক

    Guinness World Records: মাথা দিয়ে ১ মিনিটে ২৭৩টি আখরোট ভাঙলেন! গিনেস বুকে ভারতীয় যুবক

    মাধ্যম নিউজ ডেস্ক: একজন ভারতীয় তাঁর নিজের মাথা দিয়ে ২৭৩টা আখরোট ভেঙে বিশ্বরেকর্ড করলেন। রীতিমতো সেই ভিডিও ভাইরাল হয়ে শোরগোল পড়েছে সামজিক মাধ্যমে। আখরোট ভেঙে বিশ্বরেকর্ড গড়া এই যুবকের নাম নবীন কুমার। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের (Guinness world records) ট্যুইটার থেকে সেই আখরোট ভাঙার ভিডিও পোস্ট করা হয়েছে। এখন পর্যন্ত প্রায় ৭০ হাজারের উপর মানুষ এই ভিডিও দেখেছেন। কেউ কেউ ভিডিও দেখে লিখেছেন, এটা কি সত্যই বাদাম!

    কীভাবে বিশ্ব রেকর্ড করলেন (Guinness world records)?

    একটি লম্বা টেবিলের উপরে সারিসারি আখরোট রেখে নিজের মাথা দিয়ে ঝড়ের গতিতে ভেঙে চলেছেন। এই দৃশ্য দেখে দর্শকরা রীতিমতো বিস্মিত হয়েছেন। কীভাবে সম্ভব হয়েছে! তাও আবার মানুষের মাথা দিয়ে এই বাদাম ভাঙার কাজ! মাত্র ২৭ বছরের নবীন কুমার গড়ে প্রতি সেকেন্ডে প্রায় ৪.৫টা করে আখরোট ভাঙার নজির গড়েছেন। এর আগে পাকিস্তানের মহম্মদ রশিদের রেকর্ড ছিল ২৫৪টি আখরোট ভাঙার। যদিও মহম্মদ প্রথম বারেই সাফল্য পানিনি, ২০১৪ সালে ভেঙে ছিলেন ১৫০টি এবং এরপর আরও পরিশ্রম করে ২০১৬ সালে ভেঙে ছিলেন ১৮১টি আখরোট। ২০১৮ সালে ইতালিতে যখন প্রতিযোগিতা হয়েছিল, সেই সময় নবীনের বয়স ছিল মাত্র ২২। অপরে সেই সময় মহম্মদের বয়স ছিল ৩৬। মহম্মদ সেই বছর ২৫৪টি আখরোট ভেঙে বিশ্বরেকর্ড করলেও সেই বছর নবীনের আখরোট ভাঙার সংখ্যা ছিল ২৩৯টি। নবীন ২০১৭ সাল থেকে প্রশিক্ষণ শুরু করেন। তিনি এই বিষয়ে বিশেষ অনুসরণ করতেন প্রভাকর রেড্ডিকে। প্রভাকরের কাছ থেকে মার্শাল আর্টের প্রশিক্ষণ নেন নবীন। পাঁচ বছর পর আবার এই বছর নিজে পরিশ্রম করে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন এবং বিশ্বরেকর্ডের (Guinness world records) সাফল্য অর্জন করেন। নবীন তাঁর সাফল্যকে বলেন, “আমি এটা প্রমাণ করতে চাইছিলাম যে রেকর্ড ভাঙা যায়।”

    গিনেস ওয়ার্ল্ড রেকর্ড কী বলেছেন?

    গিনেস ওয়ার্ল্ড রেকর্ড (Guinness world records) থেকে বলা হয়, প্রভাকর খুব ভালো ভাবে প্রশিক্ষণ দিয়ে তৈরি করেছেন নবীনকে। নবীন এখন বিশ্বজয়ী। আগামী দিনে মহম্মদের করা অনেক রেকর্ডকে ভাঙতে সক্ষম হবেন তিনি। গিনেস ওয়ার্ল্ড রেকর্ড নিজের ট্যুইটে অভিনন্দন করে বলেছে, “নতুন বিশ্বরেকর্ড! নবীন কুমার মাত্র এক মিনিটে নিজের মাথা দিয়ে ২৭৩টি আখরোট ভেঙে বিশ্বসেরা নির্বাচিত হয়েছেন।”  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share