Tag: Gujarat Flood

Gujarat Flood

  • Gujarat Flood: গুজরাটে ভয়াবহ বন্যা, মৃত ২৯, উদ্ধারে বায়ুসেনা, সাহায্যের আশ্বাস প্রধানমন্ত্রীর

    Gujarat Flood: গুজরাটে ভয়াবহ বন্যা, মৃত ২৯, উদ্ধারে বায়ুসেনা, সাহায্যের আশ্বাস প্রধানমন্ত্রীর

    মাধ্যম নিউজ ডেস্ক: টানা ৩ দিনের ভারী বৃষ্টিতে গুজরাটে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। দুর্যোগের কারণে সেই রাজ্যে ২৯ জনের মৃত্যুর খবর সামনে এসেছে। চতুর্থ দিনে রাজ্যের বিভিন্ন অংশে ভারী বৃষ্টিপাত হয়েছে। ফলে গুজরাটের (Gujarat Flood) বিভিন্ন অংশ বন্যা কবলিত হয়ে পড়েছে। দুর্গত এলাকা থেকে প্রায় ১৮ হাজার মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ভাদোদরায় বৃষ্টি কমে যাওয়ার পরও বিশ্বামৈত্রী নদীর পাড় ভেঙে যায়। এর ফলে শহরের বিস্তীর্ণ নিচু অংশ প্লাবিত হয়েছে।

    ‘লাল সতর্কতা’ (Gujarat Flood)

    আবহাওয়া বিভাগ এখনও কোনওরকম স্বস্তির খবর শোনায়নি। বরং, জানানো হয়েছে আগামী বেশ কয়েকদিনে গুজরাটের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। বৃহস্পতিবারও ১১ জেলায় (Gujarat Flood) ভারী বৃষ্টিপাত হতে পারে। সেখানে ‘লাল সতর্কতা’ জারি করা হয়েছে। এর ফলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বাড়তে পারে হতাহতের সংখ্যাও। আবহাওয়া দফতর জানাচ্ছে, সৌরাষ্ট্র এবং কচ্ছ এলাকার ওপর অবস্থান করছে একটি নিম্নচাপ। তা উত্তর-পশ্চিম আরবসাগরের দিকে অগ্রসর হচ্ছে। আর এই নিম্নচাপের দরুন গুজরাটে ভারী বৃষ্টিপাত হচ্ছে। এছাড়াও ‘হলুদ সতর্কতা’ জারি করা হয়েছে ২২টি জেলায়। গুজরাট সরকার জানিয়েছে মোরবি, ভাদোদরা, ভারুচ, জামনগর, আরাবল্লি, পঞ্চমহল, দ্বারকা এবং ডাং জেলায় কমপক্ষে ১ জন করে মৃত্যু হয়েছে। এছাড়াও আনন্দে ৬ জন, আমেদাবাদে ৪ জন, গান্ধীনগর, খেদা, মহিসাগর, দাহোদ এবং সুরেন্দ্রনগরে ২ জনের মৃত্যু হয়েছে। বিশ্বামৈত্রী থেকে শুরু করে আরও বেশ কয়েকটি নদীর জল বিপদসীমার ওপর দিয়ে বইছে। বৃহস্পতিবারও ভারী বৃষ্টিপাত হতে পারে দ্বারকা, মোরবি, সুরেন্দ্রনগর, জুনাগড়, রাজকোটে। আবহাওয়া দফতরের সতর্কতা এমনটাই।

    আরও পড়ুন: আরজি কর-কাণ্ডে ফের পথে বিজেপি, আজ থেকে টানা ধর্না ধর্মতলায়

    মুখ্যমন্ত্রীকে ফোন প্রধানমন্ত্রীর

    গুজরাটের (Gujarat Flood) বেশ কিছু অঞ্চলে বন্যা পরিস্থিতির ক্রমশ অবনতি হচ্ছে। প্লাবিত হয়েছে রাজ্যের বিস্তীর্ণ এলাকা। জলের তলায় অসংখ্য গ্রাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলকে ফোন করে পরিস্থিতির খোঁজ খবর নিয়েছেন। প্রয়োজন মোতাবেক কেন্দ্রের পক্ষ থেকে সমস্ত ধরনের সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে গুজরাটের মুখ্যমন্ত্রীকে।

    রাস্তায় কুমির!

    ভিটেমাটি হারিয়ে ত্রাণ শিবিরে (Gujarat Flood) আশ্রয় নিয়েছেন অনেকেই। আর এই পরিস্থিতিতে নদীর জল উপচে গেলে রাস্তায় বেরিয়ে পড়েছে কুমিরের দল। হ্যাঁ, ভাদোদারার রাস্তায় জলে ভেসে বেড়াতে দেখা গেল মানুষ সমান কুমিরকে। যা দেখে রীতিমতো আতঙ্কে স্থানীয়রা। বিশ্বামৈত্রী নদী ছাপিয়ে যাওয়ায় লোকালয়ে প্রবেশ করছে কুমিরের দল। এমনটাই অনুমান স্থানীয়দের। কুমিরের উপদ্রবের জেরে আতঙ্কে ঘরবন্দি ভাদোদারাবাসী।

    উদ্ধারে বায়ুসেনা

    বন্যার (Gujarat Flood) জলে প্লাবিত মাইলের পর মাইল এলাকা। এখনও বন্যা বিধ্বস্ত অঞ্চলে আটকে রয়েছেন বহু। এ বার তাঁদের উদ্ধার করতে ময়দানে নেমেছে ভারতীয় বায়ুসেনা (Indian Airforce)। হেলিকপ্টারে করে উদ্ধার করা হচ্ছে দুর্গতদের। জানা গিয়েছে, দ্বারকার কল্যাণপুর মহকুমার দেবভূমিতে আটকে পড়েছিলেন কয়েকজন। তাঁদেরকেই উদ্ধার করতে সেখানে পৌঁছে যায় বায়ুসেনা। অবশেষে তাঁদের উদ্ধার করা গিয়েছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Maharashtra Gujarat Flood: বন্যায় বিধ্বস্ত গুজরাট – মহারাষ্ট্র, মৃতের সংখ্যা ১০০-এর বেশি

    Maharashtra Gujarat Flood: বন্যায় বিধ্বস্ত গুজরাট – মহারাষ্ট্র, মৃতের সংখ্যা ১০০-এর বেশি

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রবল বৃষ্টি ও বন্যায় বিপর্যস্ত মহারাষ্ট্র (Maharashtra), গুজরাট (Gujarat)। সোমবার গুজরাত, মধ্যপ্রদেশ, কর্নাটক, মহারাষ্ট্র-সহ অনেক জায়গায় ভারী বৃষ্টির কারণে জনজীবন মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। বৃষ্টি ও বন্যার কারণে মহারাষ্ট্রে ৮৯ জন ও গুজরাটে ৬৪  জন প্রাণ হারিয়েছেন। ইতিমধ্যেই আবহাওয়া দফতর থেকে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।

    আরও পড়ুন: আসামে বন্যায় ক্ষতিগ্রস্থ ১৮.৩৫ লক্ষ মানুষ, জলে ডুবে মৃত আরও পাঁচ

    প্রবল বর্ষণের ফলে মুম্বইয়ের পালঘাই (Palghai) জেলার ভাসাই (Vasai) এলাকায় ভূমিধস নামায় সেই মুহূর্তেই একজন প্রাণ হারায় ও দুজন আহত হন। এখনও উদ্ধারকার্য চালানো হচ্ছে। অনবরত বৃষ্টি হওয়ার ফলে অন্ধেরিতে ট্রেন চলাচলেও ব্যাঘাত ঘটেছে। রাস্তাঘাট জলমগ্ন থাকায় যাতায়াতকারীদেরও সতর্ক করে দেওয়া হয়েছে। এছাড়াও ৮৩৯-এর বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। এদিন বৃষ্টিতে সাময়িক বিরতি হলেও একাধিক গ্রামে যোগাযোগের রাস্তা এখনও প্লাবিত। বিভিন্ন নদীর জলস্তরও বেড়ে গিয়েছে। এছাড়াও কিছু কিছু বাঁধের জল ছাড়ার ফলে মহারাষ্ট্রের একাধিক গ্রাম রামটেক, উমরেদ, ভিভাপুরে বন্যার সৃষ্টি হয়েছে।

    আরও পড়ুন: জল সামান্য কমলেও, এখনও বন্যার কবলে ২১ লক্ষ আসামবাসী, মৃত ১৩৪

    প্রবল বৃষ্টির ফলে গুজরাটের অবস্থাও বেশ ভয়াবহ। বেশ কিছুদিন ধরেই প্রবল বৃষ্টি হচ্ছে গুজরাটে। সেই কারণেই তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। রাজ্যের একাধিক বাঁধের মধ্যে ন্যারি (Nyari) বাঁধের অবস্থা উদ্বেগজনক। উপচে পড়ছে নদী। সরকারি সূত্রের খবর, গুজরাটের একাধিক এলাকা বন্যাপ্রবণ। বৃষ্টির কারণে নদী উপচে পড়লে বিশাল এলাকা বানভাসি হয়ে গিয়েছে। ৯ হাজারের বেশি লোককে অন্য জায়গায় স্থানান্তরিত করা হয়েছে ও বন্যাপ্রবণ এলাকা থেকে ৪৬৮ জন মানুষকে উদ্ধার করা হয়েছে। প্রবল বর্ষণের ফলে ৩৮৮-এর বেশি রাস্তা জলমগ্ন থাকায় বন্ধ হয়ে পড়ে রয়েছে। 

    বড়সড় বিপর্যয়ের মুখে গুজরাট ও মহারাষ্ট্র। ভারী বৃষ্টিতে এই দুই রাজ্যে প্রাণ হারিয়েছেন ১০০-এর বেশি মানুষ। জলমগ্ন হয়ে রয়েছে রাজ্যের বিস্তীর্ণ এলাকা।  তবে শুধুমাত্র গুজরাট, মহারাষ্ট্র নয়, দেশের আরও কয়েকটি রাজ্যের অতিরিক্ত বৃষ্টির ফলে নাজেহাল অবস্থা।

LinkedIn
Share