Tag: Gujarat Killings

Gujarat Killings

  • Gujarat: মেয়ের সম্ভ্রম রক্ষা করতে গিয়ে মৃত্যু, গুজরাটে বিএসএফ জওয়ান খুনের মামলায় গ্রেফতার ৭

    Gujarat: মেয়ের সম্ভ্রম রক্ষা করতে গিয়ে মৃত্যু, গুজরাটে বিএসএফ জওয়ান খুনের মামলায় গ্রেফতার ৭

    মাধ্যম নিউজ ডেস্ক: গুজরাটে (Gujarat) বিএসএফ জওয়ানকে পিটিয়ে খুনের ঘটনায় ৭ জনকে গ্রেফতার করল গুজরাটি পুলিশ। নিজের মেয়ের আপত্তিকর মুহূর্তের ভিডিও ইন্টারনেটে আপলোড করার প্রতিবাদ করেছিলেন মেলজিভাই বাঘেলা নামের ওই বিএসএফ জওয়ান। আর সে কারণেই তাঁকে পিটিয়ে খুন করা হয়।

    কী ঘটেছে? 

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত বিএসএফ জওয়ান গুজরাটের (Gujarat) চাকলাসি গ্রামের বাসিন্দা। ছুটিতে তিনি নিজের বাড়িতে এসেছিলেন। মেয়ের এক সহপাঠীর বাড়িতে গিয়ে তার আপত্তিকর ভিডিও অনলাইনে আপলোড করার প্রতিবাদ করেছিলেন তিনি। এর পর ওই ১৫ বছরের কিশোরের পরিবারের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান ওই সেনা জওয়ান। কিছু সময় পরে তা হাতাহাতিতে গিয়ে পৌঁছয়। অভিযোগ, ওই কিশোর এবং তার পরিবারের লোকজন ঘিরে ধরে বিএসএফ জওয়ানকে মারধর করেন। মারতে মারতে মেরে ফেলা হয় তাঁকে। এই খুনের ঘটনায় স্বতঃপ্রণোদিত ভাবে একটি মামলা দায়ের করেছে পুলিশ। কিশোরের পরিবারের মোট ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

     


      

    জানা গিয়েছে, ওই কিশোর বিএসএফ (Gujarat) জওয়ানের মেয়ের সঙ্গে একই স্কুলে পড়ত। দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। অভিযোগ, ওই কিশোর সহপাঠিনীর আপত্তিকর ভিডিও অনলাইনে পোস্ট করে। এর পর কিশোরীর বাবা গত শনিবার রাতে স্ত্রী, দুই ছেলে এবং ভাইপোকে নিয়ে হাজির হন ওই কিশোরের বাড়িতে। তার পরেই এই খুনের ঘটনা ঘটে এই মর্মান্তিক ঘটনা।

    আরও পড়ুন: ঝটিকা সফরে শুক্রবার শহরে প্রধানমন্ত্রী! বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা করবেন মোদি

    গুজরাটের (Gujarat) খেড়া জেলার নাদিয়াদে এই ঘটনা ঘটেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মেয়েটির বাড়ির লোকজনকে লাঠিসোটা দিয়ে বেধড়ক মারধর করা হয়। আঘাত করা হয় ধারাল অস্ত্র দিয়েও। ওই বিএসএফ জওয়ানের ছেলেকেও ভীষণ মারধর করা হয়। আপাতত ওই তরুণ গুরুতর আহত। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ওই বিএসএফ জওয়ানের।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

LinkedIn
Share