Tag: Gujarat Oath Taking Ceremony

Gujarat Oath Taking Ceremony

  • Bhupendra Patel: মোদি-শাহ-র উপস্থিতিতে গুজরাটের মুখ্যমন্ত্রী পদে ফের শপথ নিলেন ভূপেন্দ্র প্যাটেল

    Bhupendra Patel: মোদি-শাহ-র উপস্থিতিতে গুজরাটের মুখ্যমন্ত্রী পদে ফের শপথ নিলেন ভূপেন্দ্র প্যাটেল

    মাধ্যম নিউজ ডেস্ক: ঐতিহাসিক জয় বিজেপির। গুজরাটে ইতিহাস সৃষ্টি করে দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হলেন বিজেপির ভূপেন্দ্র প্যাটেল (Bhupendra Patel)। নির্ধারিত সূচি মেনেই সোমবার দুপুরে রাজ্যপাল আচার্য দেবব্রত শপথবাক্য পাঠ করালেন ভূপেন্দ্রকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও একাধিক হেভিওয়েট বিজেপি নেতাদের উপস্থিতিতে এদিন এই শপথগ্রহণ অনুষ্ঠিত হয়।

    শপথগ্রহণ অনুষ্ঠানে কে কে উপস্থিত ছিলেন?

    এদিন গান্ধীনগরে নতুন সচিবালয়ের কাছে হেলিপ্যাড গ্রাউন্ডে রাজ্যপাল আচার্য দেবব্রত শপথবাক্য পাঠ করান গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলকে (Bhupendra Patel)। শপথগ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে আজ গান্ধীনগরে বসেছিল চাঁদের হাট। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছাড়াও উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, যোগী আদিত্যনাথ, হিমন্ত বিশ্বশর্মার মত অন্যান্য বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরাও। আবার উপস্থিত ছিলেন রাজ্যের নানা প্রান্ত থেকে আসা ২০০ জন সাধু। উপস্থিত ছিলেন দলিত ও অনগ্রসর শ্রেণির প্রতিনিধিরাও।

    আরও পড়ুন: আজ গুজরাটে মেগা শপথ! থাকবেন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী-সহ ২০ রাজ্যের মুখ্যমন্ত্রী

    মুখ্যমন্ত্রী ছাড়াও আর কে কে শপথ নিলেন?

    এদিন ভূপেন্দ্রর (Bhupendra Patel) পরেই রাজ্যের সম্ভাব্য মন্ত্রীরাও শপথ নেন। প্রাথমিক ভাবে শপথ নিয়েছেন ১৭ জন। এদিন শপথ নেওয়া মন্ত্রীদের মধ্যে রয়েছেন জামনগরের রাঘবজি প্যাটেল, জাসদনের কুনভারজি বাভালিয়া, পারডি থেকে কানুভাই দেশাই, ভিসনগরের ঋষিকেশ প্যাটেল ও আরও কয়েকজন। গুজরাটে নতুন মন্ত্রিসভায় তিনজন প্যাটেল, পাঁচজন অন্যান্য অনগ্রসর শ্রেণি, একজন তপসিলি জাতি, তিনজন তপসিলি উপজাতি, একজন জৈন, দুজন ক্ষত্রিয় এবং একজন অন্য বর্ণের নেতা অন্তর্ভুক্ত হয়েছেন। 

    আবার এদিন জয়ী বিধায়কদের মধ্যে সোমবার শপথ নিয়েছেন হর্ষ সাংভি, জগদীশ বিশ্বকর্মা, পুরুষোত্তম সোলাঙ্কি, বাচুভাউ খাবাদ, মুকেশ পটেল, ভিখুসিন পারমার প্রমুখ। মন্ত্রিসভার একমাত্র মহিলা প্রতিনিধি হিসাবে শপথ নিয়েছেন ভানুবেন বাবারিয়া।

    প্রসঙ্গত, গত বৃহস্পতিবার গুজরাট বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশ হয়েছে। গুজরাট বিধানসভার ১৮২ টি আসনের মধ্যে বিজেপি জিতেছে ১৫৬ টি আসন। মোদি ম্যাজিকেই টানা সপ্তমবারের জন্য গুজরাটে সরকার গঠন করল বিজেপি। ভূপেন্দ্রর (Bhupendra Patel) আগে ২০১৭ সালে মুখ্যমন্ত্রী ছিলেন বিজয় রূপানী। এরপর মাঝপথেই তাঁকে সরিয়ে ২০২১-এ মুখ্যমন্ত্রী করা হয় ভূপেন্দ্রকে। আর তাঁকে সামনে রেখেই নির্বাচনের লড়াইয়ে নামে বিজেপি। ফলে ঐতিহাসিক জয়ের পরে কাকে মুখ্যমন্ত্রী করা হবে, তা নিয়ে কোনও প্রশ্নই ওঠেনি গেরুয়া শিবিরের অন্দরে।   

  • Gujarat CM: ফের গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল, সোমবার শপথগ্রহণ, উপস্থিত থাকবেন মোদি-শাহ

    Gujarat CM: ফের গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল, সোমবার শপথগ্রহণ, উপস্থিত থাকবেন মোদি-শাহ

    মাধ্যম নিউজ ডেস্ক: গুজরাটে রেকর্ড জয় বিজেপির। বিধানসভা নির্বাচনে (Gujarat Assembly Election 2022) রেকর্ড আসনে জিতে গুজরাটে আবারও সরকার গড়ছে বিজেপি (BJP)। আগামী ১২ ডিসেম্বর মুখ্যমন্ত্রী পদে (Gujarat CM) দ্বিতীয় বার শপথ নেবেন ভূপেন্দ্র প্যাটেল (Bhupendra Patel)। শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ(Amit Shah)।

    বিজেপির রেকর্ড জয়

    রেকর্ড আসন সংখ্যা নিয়ে টানা সপ্তমবারের জন্য রাজ্যে ক্ষমতায় ফিরেছে বিজেপি। কংগ্রেস এবং আপ- এই দুই বিরোধীকে কয়েক হাজার মাইল পিছনে ফেলে দিয়েছে পদ্ম শিবির। ১৮২ আসনবিশিষ্ট গুজরাট বিধানসভায়(Gujarat Assembly Election 2022) বিজেপি পেয়েছে ১৫৭।

    আজ সকাল ৮ টা থেকে গুজরাটে ভোট গণনা শুরু হয়। কিন্তু পুরো ফলাফল ঘোষণার আগেই গুজরাটে কে জিততে চলেছে, সেই ছবি আগেই পরিস্কার হয়ে গিয়েছিল। ফলে ইতিমধ্যেই চারিদিকে শুরু হয়ে গিয়েছিল গেরুয়া ঝড়। এমনকি রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রীর শপথগ্রহণের দিনক্ষণও জানিয়ে দেয় গেরুয়া শিবির। অন্যদিকে নির্বাচনের আগেই অমিত শাহ জানিয়ে দিয়েছিলেন যে, বিজেপি ক্ষমতায় ফিরলে ফের মুখ্যমন্ত্রী থাকবেন ভূপেন্দ্র প্যাটেলই। ফলে এদিন, গুজরাটের ভোটের ফলটা স্পষ্ট হয়ে উঠতেই, গুজরাটের বিজেপি সভাপতি সিআর পাতিলের বাড়িতে উপস্থিত হন মুখ্যমন্ত্রী। এরপরই গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল (Gujarat CM) এবং রাজ্য বিজেপির সভাপতি সিআর পাতিলকে দলীয় সমর্থকদের মধ্যে মিষ্টি খাইয়ে বিধানসভা নির্বাচনে দলের দুর্দান্ত পারফরম্যান্স উদযাপন করতে দেখা যায়।

    আরও পড়ুন: ভাঙল অতীতের সব রেকর্ড, গুজরাতে ইতিহাস সৃষ্টি বিজেপির

    শপথগ্রহণ মুখ্যমন্ত্রীর

    সূত্রের খবর অনুযায়ী, আগামী ১২ ডিসেম্বর, সোমবার দুপুর ২ টোয় গুজরাটের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন ভূপেন্দ্র প্যাটেল (Gujarat CM)। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৃহস্পতিবার এমনটাই জানিয়েছেন গুজরাট বিজেপির রাজ্য সভাপতি সিআর পাতিল। তিনি এক সাংবাদিক সম্মেলনে এই কথা জানিয়েছেন। এদিন রেকর্ড জয়ের পর ভূপেন্দ্র প্যাটেল বলেছেন, “গুজরাটের উন্নয়নের যাত্রা আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মানুষ মনস্থির করেছেন। জনগণের আদেশ আমরা বিনীতভাবে মেনে নিচ্ছি। বিজেপির প্রতিটি কর্মী জনসেবায় প্রতিশ্রুতিবদ্ধ।” 

    অন্যদিকে গুজরাট বিজেপি প্রধান সিআর পাতিল এবং গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের সঙ্গে ফোনে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুই জনকেই অভিনন্দন জানিয়েছেন তিনি।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

LinkedIn
Share