Tag: Gunman

Gunman

  • Gunman: ক্যালিফোর্নিয়াতে বন্দুকবাজের হামলায় নিহত ১০, পরে আত্মঘাতী আততায়ী 

    Gunman: ক্যালিফোর্নিয়াতে বন্দুকবাজের হামলায় নিহত ১০, পরে আত্মঘাতী আততায়ী 

    মাধ্যম নিউজ ডেস্ক: বন্দুকবাজের হামলার ঘটনা মার্কিন যুক্তরাষ্ট্রে নতুন কিছু নয়। এবার ক্যালিফোর্নিয়াতে এক বন্দুকবাজের (Gunman) হামলায় ১০ জন নিহত হলেন।  জানা যাচ্ছে আহতের সংখ্যাও ১০, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

    কে এই আততায়ী (Gunman)

    স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, আততায়ীর নাম হু ক্যান ট্রান। সে একজন চাইনিজ। হামলার পরে পুলিশ এবং স্থানীয়রা হু’ কে ঘিরে ফেলতেই সে নিজে একটি ছোট ভ্যানের ভিতর আশ্রয় নেয় এবং সেখানেই নিজেকে গুলিবিদ্ধ করে।
    লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফ রবার্ট লুনা বলেন, ভ্যানের ভিতর থেকে পুলিশ একটি গুলির শব্দ শুনতে পায়, কাছে যেতেই দেখা যায় ৭২ বছর বয়সী এই আততায়ীর (Gunman) মৃত্যু হয়েছে। ঘটনার তদন্ত চলছে, তবে আততায়ীর (Gunman) প্রকৃত উদ্দেশ্য জানা যায়নি। পুলিশ সিসিটিভি ফুটেজ দেখছে, আততায়ীর লক্ষ্য শুধুমাত্র একটি নির্দিষ্ট জাতি বা গোষ্ঠী ছিল কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে।

    কীভাবে ঘটল এই হামলা

    জানা যাচ্ছে  দক্ষিণ ক্যালিফোর্নিয়াতে এদিন সাড়ম্বরে পালিত হচ্ছিল চিনা নববর্ষ।  হাজার হাজার মানুষ ভিড় করেছিলেন নতুন বছরকে বরণ করতে। সে সময়ই ঘটে বন্দুকবাজের (Gunman) হামলা।  এই কারণে পরের দিনের সমস্ত অনুষ্ঠান বাতিল করা হয়েছে।

    হোয়াইট হাউস কী বলছে

    হোয়াইট হাউস এক বিবৃতিতে জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জো বিডেন এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছেন। হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে সে দেশের সমস্ত সরকারি অফিসে মার্কিন পতাকা অর্ধনমিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

    একটি রিপোর্টে দেখা যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে গতবছরে বন্দুকবাজদের (Gunman) এমন হামলার ঘটনা ঘটেছে মোট ৬৪৭টি। প্রতি ৪ জনে ১ জন নিহত হয়েছেন এই হামলার জাতীয় হামলাগুলিতে। ওই রিপোর্টে আরও দেখা যাচ্ছে সে দেশে মোট ৪৪,০০০ মানুষের মৃত্যু হয়েছে গতবছরে। যার মধ্যে বেশিরভাগই ছিল আত্মহত্যা।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Malda School: ওর মানসিক সমস্যা রয়েছে, মন্তব্য মালদার স্কুলে ঢুকে পড়া সেই ‘বন্দুকবাজ’-এর স্ত্রীর!

    Malda School: ওর মানসিক সমস্যা রয়েছে, মন্তব্য মালদার স্কুলে ঢুকে পড়া সেই ‘বন্দুকবাজ’-এর স্ত্রীর!

    মাধ্যম নিউজ ডেস্ক: আদালতে যাওয়ার পথে সাংবাদিকদের ক্যামেরার সামনে চাঞ্চল্যকর তথ্য জানাল মালদার স্কুলে (Malda School) বন্দুক নিয়ে ঢুকে পড়া সেই ধৃত দেব বল্লভ। তার বক্তব্য, মোটা টাকার বিনিময়ে বিহার থেকে বন্দুক কিনেছিল সে। বিহারের কিছু মাফিয়াদের সঙ্গে তার যোগাযোগ রয়েছে। তারপর পরিকল্পনা করেই স্কুলের ঘটনাটি সে ঘটিয়েছে।

    অভিযুক্তের স্ত্রীর বক্তব্য 

    অন্যদিকে তার স্ত্রী রীতা বল্লভের খোঁজ মিলল তাঁর বাবার বাড়িতে। তাঁর মুখ থেকেই শোনা যাক আসল রহস্য কী? তাঁকে প্রশ্ন করা হয়েছিল, ছাত্রছাত্রীদের সামনে স্কুলের মধ্যে (Malda School) ওইভাবে পিস্তল নিয়ে ঘুরছেন আপনার স্বামী। কী বলবেন? উত্তরে রীতাদেবী বলেন, ‘আমি বলতে পারব না কেন এই সব হচ্ছে। রাজনীতি করে ওর মাথাটা গেছে। আমি তো গত তিন বছর ধরে ওর সঙ্গে থাকি না; আমি আমার ছেলে নিয়ে আলাদা থাকি। ওর পরিবারের মানুষ বলতে পারবেন। কিন্তু এই আগ্নেয়াস্ত্র কোথায় সে পেল? প্রশাসনকে অনুসন্ধান করতে হবে। আপানকে কি কেউ অপহরণ করেছে? উত্তরে রীতা বলেন, আমাকে কেউ অপহরণ করেনি। ওকে কেউ ভুল বুঝিয়ে পিছন থেকে পরিচালনা করছে। আমার বিয়ের পর ওর মা আমায় বলেছেন, ওর মানসিক সমস্যা রয়েছে, বয়স বাড়লে ওর সমস্যা বাড়বে। সেই সঙ্গে আরও বলেন, ওর পরিবারের মানুষ ওর পাশে না থাকলে আমি নিজে ওর চিকিৎসার ব্যবস্থা করব। খারাপ পথ থেকে আমি ওকে ভাল পথে ফিরিয়ে আনবো। স্ত্রী সেই সঙ্গে বলেন, আগে আমি বিজেপি করতাম এবং ভোটেও দাঁড়িয়েছিলাম। বর্তমানে আমি তৃণমূল করি। তবে পুরো বিষয়ে কোনও রাজনীতির ব্যাপার নেই।

    ঘটনা কী ঘটেছিল? 

    গত ২৬ শে এপ্রিল মালদা থানার মুচিয়া চন্দ্রমোহন হাইস্কুলে (Malda School) দেব বল্লভ নামে এক ব্যক্তি আগ্নেয়াস্ত্র নিয়ে হুমকি দেয়। নাইন এমএম পিস্তল, দুটি ম্যাগাজিন সমেত পেট্রল বোমা ছিল তার সঙ্গে। ক্লাসে বন্দুক উঁচিয়ে বারবার দাবি করতে থাকে যে তার স্ত্রী রীতা বল্লভ ও ছেলেকে অপহরণ করে রেখেছে তৃণমূলের নেতারা। তারপর গ্রেফতার হয় বন্দুকবাজ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Gunman: জার্মানির গির্জায় বন্দুকবাজের হামলা, নিহত ৭, জখম বহু

    Gunman: জার্মানির গির্জায় বন্দুকবাজের হামলা, নিহত ৭, জখম বহু

    মাধ্যম নিউজ ডেস্ক: বন্দুকবাজদের (Gunman) গুলিতে কেঁপে উঠল জার্মানির হামবুর্গের গির্জা। ঘটনায় ৭ জনের মৃত্যু হয়েছে বলেই জানিয়েছে সেদেশের সরকার। গুরুতর জখম আরও কয়েকজন। স্থানীয় পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৯টা নাগাদ হামবুর্গের কিংডম হল অফ জেহবাস উইটনেস এলাকার গির্জায় হঠাৎই এলোপাথারি গুলি চলতে থাকে। একাধিক দুষ্কৃতি এই হামলায় জড়িত বলে অনুমান করছে জার্মান পুলিশ।

    বন্দুকবাজের (Gunman) হামলার খবর পেয়েই গির্জা ঘিরে ফেলে পুলিশ ও নিরাপত্তাবাহিনী। হামলাকারীদের সঙ্গে শুরু হয় গুলির লড়াই। এতে একজন হামলাকারীর মৃত্যু হয়েছে বলে দাবি করেছে হামবুর্গ পুলিশ। বন্দুকবাজের হামলায় মোট কতজনের মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট করে জানায়নি হামবুর্গ পুলিশ। হামলার কারণ নিয়েও রয়েছে ধোঁয়াশা। জার্মান সংবাদমাধ্যমের দাবি, এই হামলায় অন্তত সাত জনের মৃত্যু হয়েছে। গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন অন্তত ১০ জন।

    কী বললেন প্রত্যক্ষদর্শীরা

    প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, রাত ৯ টা নাগাদ হঠাৎই গুলির আওয়াজে কেঁপে ওঠে সমগ্র এলাকা। ঘটনার কিছু পরেই আসে পুলিশ। তখনই বেশ কয়েকজনের মৃতদেহ উদ্ধার করেন তাঁরা।

    হামলায় নিহতদের পরিচয়

    অন্যদিকে শেষ খবর পাওয়া অবধি এই হামলায় নিহতদের পরিচয় এখনও সামনে আসেনি। গির্জার ধর্মযাজকদের মৃত্যু হতে পারে বলেও অনুমান করা হচ্ছে। তদন্তকারীদের দাবি, আগ্নেয়াস্ত্র নিয়ে হামলাকারীরা প্রথম থেকেই বিল্ডিংয়ের একেবারে উঁচুতে উঠে গিয়েছিল।  প্রসঙ্গত, হামলাকারীরা যে বিল্ডিংয়ে ঢুকে পড়ে সেটি, তিনতলা বলে জানিয়েছে জার্মান পুলিশ। সূত্রের খবর, ওই বিল্ডিং থেকে অন্তত ১৭ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। হামলাকারীরা কাউকে পণবন্দি করেনি বলে দাবি করেছে জার্মান প্রশাসন।

    হামবুর্গের মেয়র কী বললেন? 

    হামবুর্গের মেয়র পিটার চেনসচার ট্যুইটারে বলেন, আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। ঘটনার নেপথ্যে কোন জঙ্গি সংগঠনের হাত রয়েছে কিনা, তা নিয়ে তদন্তে নেমেছে জার্মান পুলিশ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

     

     

     

     

  • Texas Shootout: মার্কিন মুলুকে ফের বন্দুকবাজ বিভীষিকা, নিহত ১৯ শিশুসহ মোট ২১ জন

    Texas Shootout: মার্কিন মুলুকে ফের বন্দুকবাজ বিভীষিকা, নিহত ১৯ শিশুসহ মোট ২১ জন

    মাধ্যম নিউজ ডেস্ক: মার্কিন মুলুকে ফের বন্দুকবাজের (US Shootout) বিভীষিকা। রক্তাক্ত হল টেক্সাসের (Texas) ইউভালেড কাউন্টিতে অবস্থিত রব এলিমেন্টারি (Robb Elementary School) স্কুল প্রাঙ্গণ। বন্দুকবাজের নৃশংস হামলায়  নিহত ১৯ শিশুসহ মোট ২১ জন। গত এক দশকে আমেরিকায় এইরকম ঘটনার নজির নেই। 

    স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, ১৯ শিশু এবং দু’জন প্রাপ্তবয়স্ক এই হামলায় নিহত হয়েছেন। অধিকাংশ শিশু দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ শ্রেণির পড়ুয়া ছিল। প্রত্যেকের বয়স ৭ থেকে ১০-এর মধ্যে ছিল। পুলিশসূত্রে খবর, হামলার পর পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় অভিযুক্ত ওই বন্দুকবাজের। এনকাউন্টারে জখম হন দুজন পুলিশও। তাঁদের অবস্থা স্থিতিশীল। 

    জানা গিয়েছে, রব এলিমেন্টারি প্রাথমিক স্কুলের গুলিকাণ্ডের নেপথ্যে থাকা বন্দুকবাজের নাম সালভাদর রামোস। ১৮ বছরের এই যুবক মঙ্গলবার ওই প্রাথমিক স্কুলে হ্যান্ডগান এবং রাইফেল নিয়ে ঢুকে পড়ে। এর পর এলোপাথাড়ি গুলি চালাতে থাকে। ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে নিহত হয় ১৯ শিশু। নিহত হন দুজন শিক্ষক। আহত হয়েছে অনেকে।

    আরও পড়ুনঃ “ভারত-মার্কিন সম্পর্ক আস্থার সম্পর্ক”, বাইডেনের সঙ্গে বৈঠকে মন্তব্য মোদির

    টেক্সাসের ইতিহাসে এইরকম ঘটনা নজিরবিহীন। ঘটনার জেরে ট্যুইট করে শোকবার্তা জানিয়েছেন টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট। রাজ্যবাসীকে একজোট হয়ে থাকার বার্তা দিয়েছেন তিনি।  [tw]


    [/tw]

    হোয়াইট হাউসের (White House) তরফে জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। নিহতদের পরিবারের প্রতি শোক ব্যক্ত করতে ২৮ মে অবধি সূর্যাস্ত পর্যন্ত দেশের পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডো বাইডেন (Joe Biden)। 

    হামলাকারি সম্পর্কে বড় তথ্য সামনে এসেছে। জানা গিয়েছে, স্কুলে হামলা করতে আসার আগে নিজের ঠাকুমাকে গুলি করে পালিয়ে বন্দুকবাজ। তিনি এখন হাসপাতালে চিকিৎসারত। পুলিশের মতে, হামলাকারী স্কুলে প্রবেশের আগে বুলেটপ্রুফ জ্যাকেট পরে ছিল। স্কুলে প্রবেশের সময় হামলাকারীর হাতে ছিল একটি রাইফেল। এরপর সে  স্কুলের বিভিন্ন ক্লাসে গিয়ে গুলি করতে থাকে সে।   

    আরও পড়ুনঃ অতিমারি ঠেকাতে মোদির ভূমিকা, প্রশংসায় বাইডেন

    মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (US President Joe Biden) বন্দুকবাজদের এবার কড়া হাতে দমনের বার্তা দিয়েছেন। ট্যুইটারে তিনি বলেন, “আমাদের প্রশ্ন করতে হবে, কবে আমরা বন্দুকবাজদের বিরুদ্ধে ঈশ্বরের নামে একজোট হয়ে দাঁড়াব? এসব দেখতে দেখতে আমি ক্লান্ত। এবার রুখে দাঁড়ানোর সময় এসেছে।”   

    [tw]


    [/tw]

    প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা (Barack Obama) ট্যুইটারে লেখেন, “গোটা দেশজুড়ে বাবা-মায়েরা তাঁদের সন্তানকে ঘুম পাড়াচ্ছেন, গল্পের বই পড়ে শোনাচ্ছেন, ঘুমপাড়ানি গান শোনাচ্ছেন। কিন্তু তাঁদের মাথায় একটাই প্রশ্ন ঘুরছে কাল কী হবে? তাঁদের বাচ্চাকে স্কুলে পাঠানোর পর কী হবে? কিংবা কোনও দোকান বা জনবহুল এলাকায় তাঁদের সন্তানকে নিয়ে যাওয়া সুরক্ষিত কি? এখনই রুখে দাঁড়ানোর সময় এসেছে।” 

    [tw]


    [/tw]

    ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস দেশের অস্ত্রনীতি বদলের পক্ষে সওয়াল করেছেন। তিনি বলেন, “আমাদের এমন কোনও নীতি গ্রহণ করতে হবে যাতে এইরকম ঘটনা ভবিষ্যতে না ঘটে।” 

    বর্তমানে ঘটনাস্থলে পুলিশ রয়েছে এবং আহতদের হাসপাতালে চিকিৎসা চলছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই গুলি হামলায় অনেক ছাত্র গুরুতর আহত হয়েছে, যাদের অবস্থা আশঙ্কাজনক। 

LinkedIn
Share