Tag: Gurugram

Gurugram

  • Air Taxi: ভারতে চালু হচ্ছে উড়ন্ত ট্যাক্সি পরিষেবা! কবে থেকে, কোথায় চলবে জানেন?

    Air Taxi: ভারতে চালু হচ্ছে উড়ন্ত ট্যাক্সি পরিষেবা! কবে থেকে, কোথায় চলবে জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: এবার শুধু রাস্তায় নয়, আকাশে উড়বে ট্যাক্সি (Air Taxi)। অভাবনীয় চিন্তাভাবনা ইন্ডিগোর। রাজধানীর রাস্তার যানজট এড়িয়ে মাত্র সাত মিনিটেই পৌঁছে যাওয়া যাবে কনট প্লেস থেকে গুরুগ্রাম। এই পরিষেবা আনতে আমেরিকার আর্চার অ্যাভিয়েশনের সঙ্গে কাজ চালাচ্ছে ইন্টারগ্লোব। ইন্ডিগোর (Indigo) মূল সংস্থা ইন্টারগ্লোব এন্টারপ্রাইজ এবং ইউএস-ভিত্তিক আর্চার এভিয়েশন ভারতে একটি ইলেকট্রিক এয়ার ট্যাক্সি পরিষেবা (Air Taxi) চালু করতে চলেছে।

    কোন কোন রাজ্যে চালু হবে এই পরিষেবা (Air Taxi)?

    সংস্থার তরফে জানা গেছে, দিল্লির পাশাপাশি প্রথম দফায় এই একই পরিষেবা (Air Taxi) চালু করা হবে মুম্বই এবং বেঙ্গালুরুতে। এই উড়ানগুলির বিশেষত্ব হল, এগুলি একেবারে ভার্টিক্যালি অর্থাৎ উল্লম্বভাবে টেক অফ ও ল্যান্ডিং করতে পারে। ঠিক যেমনটা হেলিকপ্টার ওঠানামা করে। শুধু আওয়াজ অনেকটা কম। পাইলট-সহ পাঁচ জন যাত্রী বহন করার ক্ষমতা রাখবে এই উড়ানগুলি। কোম্পানির অন্য একজন কর্মকর্তা বলেছেন যে এই বিমানটিতে ছয়টি ব্যাটারি প্যাক থাকবে যা ৩০-৪০ মিনিটের মধ্যে সম্পূর্ণ চার্জ হয়ে যাবে। এক মিনিট চার্জ হবে মোটামুটি এক মিনিটের ফ্লাইটের সমান। আর্চার এভিয়েশন আপাতত ২০০ টি উড়ন্ত ট্যাক্সি (Air Taxi) সরবরাহ করবে। এমন ২০০টি এয়ারক্র্যাফ্টের জন্য খরচ হচ্ছে ৮ হাজার ৩০০ কোটি টাকারও বেশি। জানা যাচ্ছে, ২০২৬ সালের মধ্যেই ভারতে সম্পূর্ণ বৈদ্যুতিক এয়ার ট্যাক্সি (Electric Air Taxi) পরিষেবা চালু করার লক্ষ্যমাত্রা নিয়েছে ইন্টারগ্লোব এন্টারপ্রাইজ। সংস্থা সূত্রে খবর, ডিজিসিএ এই পরিষেবায় ছাড়পত্র দিলেই পরিষেবা চালু করে দেওয়া হবে।

    আরও পড়ুন: ভোট শুরু হতেই অশান্ত রায়গঞ্জ, দলের কর্মীকেই মারধর তৃণমূল কোঅর্ডিনেটরের

    আকাশপথে ট্যাক্সি যাত্রায় খরচ কত?

    তবে আকাশপথে ট্যাক্সি (Air Taxi) যাত্রায় খরচ কিন্তু নাগালের মধ্যেই থাকছে। আর্চার অ্যাভিয়েশন সূত্রের খবর, দিল্লির (Delhi) কনট প্লেস থেকে হরিয়ানার গুরুগ্রাম পর্যন্ত সাত মিনিটের যাত্রাপথে খরচ পড়বে মাত্র ২-৩ হাজার টাকা। অর্থাৎ সাধ্যের মধ্যেই হবে এই পরিষেবা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Gurugram: গুরগাঁওতে চলন্ত গাড়ি থেকে ফাটল আতশবাজি

    Gurugram: গুরগাঁওতে চলন্ত গাড়ি থেকে ফাটল আতশবাজি

    মাধ্যম নিউজ ডেস্ক: চলন্ত গাড়ি থেকে অভিনব পদ্ধতিতে আঁতশবাজি করার খবর এসেছে হরিয়ানার টেকহাব গুরগাঁও শহরে। শহরের একটি ব্যস্ততম রাস্তায় একটি ছুটে চলা গাড়ি থেকে আঁতশবাজির আগুন বেরিয়ে আসতে দেখা যায়, এই দৃশ্যটিকে ক্যামেরাবন্দী করে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপলোড করার সাথে সাথে ভিডিওটি ভাইরাল হয়ে যায়।

    [tw]


    [/tw] 

    ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরে পুলিশ এই বিষয়ে তদন্ত শুরু করেছে।  পুলিশের মতে, ভিডিওটি দীপাবলির রাতে (২৪ অক্টোবর) তোলা হয়েছিল এবং ইনস্টাগ্রামে আপলোড করা হয়েছিল, যার পরে এটি ভাইরাল হয়েছিল। ভিডিওতে দেখা যায় যে সোমবার দীপাবলি উদযাপনের সময়, DLF এলাকায় চলন্ত গাড়ির উপরে রাখা একটি বাক্স থেকে পটকা ফাটানো হচ্ছে।

    আজ গুরুগ্রামের সিকেন্দরপুর এলাকা থেকে পুলিশ তিনজন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। তাদের নাম নকুল (২৬), যতীন (২৭) ও কৃষ্ণা (২২)। তিনজনই নিজেদের অপরাধ স্বীকার করেছে। 
    আরও জানা গিয়েছে ভিডিওটি কৃষ্ণা নামের বাইশ বছরের তরুণীটি রেকর্ড করেছিলেন নিজের BMW গাড়িতে থেকে সামনের হুন্ডাই ভার্না গাড়িটির, সেই গাড়িটির চালকের আসনে ছিল যতীন, আর সেই গাড়ির মাথায় ছিল পটকার চলন্ত বাক্সটি। যতীন স্বীকার করেছে পরে সেই ভিডিওটি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেন।

    [tw]


    [/tw]

    অপরাধ শাখার এসিপি প্রীত পাল সাংওয়ান  বলেন” অপরাধীর কাছ থেকে অপরাধে ব্যবহৃত গাড়ি ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। অপরাধীদের বিরুদ্ধে ডিএলএফ ফেজ-৩ আইপিসির বিভিন্ন ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।”

    প্রসঙ্গত, পরিসংখ্যান অনুযায়ী প্রতি এক ঘণ্টায় পথ দূর্ঘটনায় মৃত্যু হয় ১৮ জনের এবং রোজ গড়ে ৪২৬ জনের মৃত্যু ঘটে।২০২১ সালে দেশে পথ দুর্ঘটনায় মৃত্যুর হার এ যাবৎ সর্বোচ্চ। এক বছরে দেড় লক্ষেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন ন্যাশনাল ক্রাইম রেকর্ড বুরো ‘ভারতে দুর্ঘটনাজনিত মৃত্যু ও আত্মহত্যা, ২০২১’ শীর্ষক একটি রিপোর্ট প্রকাশ করেছে। তাতে উল্লেখ রয়েছে, গত বছর সারা দেশে ৪.০৩ লক্ষ সড়ক দুর্ঘটনা হয়েছে। আহত হয়েছেন ৩.৭১ লক্ষ লোক। মৃতের সংখ্যা ১.৫৫ লক্ষের বেশি। প্রতি হাজার যানবাহনে দুর্ঘটনাজনিত মৃত্যুর হার ২০২১ সালে ছিল ০.৫৩। যা ২০২০ (০.৪৫) এবং ২০১৯ (০.৫২)-এর থেকে বেশি। তবে ২০১৮ (০.৫৬) এবং ২০১৭ (০.৫৯)-এর থেকে কম। সরকার সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা প্রতিনিয়ত সচেতন করার নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, তবুও সাধারণ মানুষের মধ্যে তেমন ইতিবাচক প্রভাব পরিলক্ষিত হচ্ছে না।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • AI Technology: এআই ব্যবহার করে বের করা হল রোগীর ফুসফুসের জমাট বাঁধা রক্ত!

    AI Technology: এআই ব্যবহার করে বের করা হল রোগীর ফুসফুসের জমাট বাঁধা রক্ত!

    মাধ্যম নিউজ ডেস্ক: রোগীর বয়স ৬২। ফুসফুসে রক্ত জমে গিয়েছে। রক্ত জমাট বেঁধেছে পায়ের শিরায়ও। এই অবস্থায় রোগীকে নিয়ে এসে ভর্তি করা হল হরিয়ানার গুরগাঁওয়ের মেদান্ত হাসপাতালে। রোগীর অবস্থা দেখে ভয় পেয়ে গিয়েছেন তাঁর আত্মীয়রা। তবে অভয় দিলেন চিকিৎসকরা।

    কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি

    কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি (AI Technology) ব্যবহার করে শরীর থেকে বের করলেন জমাট বাঁধা রক্ত। নয়া জীবন পেলেন রোগী। হাঁফ ছেড়ে বাঁচলেন মরণাপন্ন রোগীর আত্মীয়রা। মেদান্ত হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, দেশের মধ্যে প্রথম এই হাসপাতালেই এআই টেকনোলজি (AI Technology) কাজে লাগিয়ে চিকিৎসা করা হল কোনও রোগীর। হাসপাতাল সূত্রে খবর, এআই-চালিত ডিভাইস পেনুম্ব্রা ফ্ল্যাশ ১২ এফ ক্যাথিটার ব্যবহার করা হয়েছিল রোগীর শরীর থেকে জমাট বাঁধা রক্ত বের করতে।

    কী বলছেন চিকিৎসকরা?

    ২০২৩ সালের জুলাই মাস থেকে এ পর্যন্ত মেদান্ত হাসপাতালে পালমোনারি এমবলিজমের ২৫টি অপারেশন হয়েছে। এই রোগে রোগীর ফুসফুসে জমাট বেঁধে যায় রক্ত। চিকিৎসকদের মতে, এই প্রযুক্তি ব্যবহার করলে রক্ত কম নষ্ট হয়, অ্যানিমিয়ার মতো জটিলতাও দেখা দেয় না। রোগীও সুস্থ হয়ে ওঠেন তাড়াতাড়ি। মেদান্ত হাসপাতালের চেয়ারম্যান তথা হৃদরোগ বিশেষজ্ঞ নরেশ ত্রেহান বলেন, “বুক ও আর্টারি খোলার চেয়ে জমাট বাঁধা রক্ত সাক করে নেওয়া ভালো। এআই আসপেক্টের সাহায্যে জমাট বাঁধা রক্ত সাক করে নিতে পারেন, রক্ত বের না করেই। অতীতে আমাদের যেসব বড়সড় অপারেশন করতে হয়েছে, সেখানে ঝুঁকিও ছিল অনেক বেশি। এখন সেটা অনেক কমেছে।”

    আরও পড়ুুন: জঙ্গি বিনাশে ভূস্বর্গে চলবে অপারেশন সর্বশক্তি, কীভাবে লড়বে সেনা?

    চিকিৎসক তরুণ গ্রোভার বলেন, “পেনুম্ব্রা ফ্ল্যাশ ১২ এফ ক্যাথিটার ব্যবহার করে এক বিমান চালকের জমাট বাঁধা রক্ত বের করা হয়েছে শরীর থেকে। অপারেশনের পর পরই রোগীর যন্ত্রণা কমে যায়, কমতে থাকে ফোলা ভাবও।” তিনি বলেন, “আগে অপারেশন করতে হলে রোগীকে পুরোপুরি অ্যানাস্থেশিয়া করতে হত। এই পদ্ধতিতে আর তা করতে হয় না। লোকাল অ্যানাস্থেশিয়া করতে হয়। রোগী নিজেই চাক্ষুষ করতে পারেন পুরো অপারেশন প্রক্রিয়াটা।” এআই (AI Technology) ব্যবহার করে কলঙ্কিত করা হয়েছে খ্যাতনামাদের। এআইয়ের কারণেই চাকরি গিয়েছে বহু মানুষের। সেই এআই ব্যবহার করেই নবজীবন দেওয়া হচ্ছে মরণাপন্ন রোগীদের।

    একই অঙ্গে দুই রূপ এআইয়েরও!   

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     

  • Gurugram Safari Park: গুরুগ্রামে তৈরি হচ্ছে বিশ্বের বৃহত্তম সাফারি পার্ক

    Gurugram Safari Park: গুরুগ্রামে তৈরি হচ্ছে বিশ্বের বৃহত্তম সাফারি পার্ক

    মাধ্যম নিউজ ডেস্ক: হরিয়ানার আরাবল্লী পাহাড়ে (Aravalli mountain range) বিশ্বের বৃহত্তম সাফারি পার্ক তৈরি করতে চলেছে হরিয়ানা সরকার (Haryana Govt)।

    সম্প্রতি সে রাজ্যের মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টরের (Manohar Lal Khattar) নেতৃত্বে একটি বিশেষ প্রতিনিধি দল একদিনের সফরে দুবাইয়ের (Dubai) শারজাহ সাফারি পার্ক (Sharjah Safari Park) পরিদর্শন করতে গিয়েছিল। সেখান থেকে ফিরে আসার পর মুখ্যমন্ত্রী জানান, হরিয়ানার এনসিআর (NCR) অঞ্চলটি হবে সাফারি পার্ক তৈরির জন্য আদর্শস্থান। তিনি আরও জানান, জঙ্গল সাফারি পার্ক শুধুমাত্র যে পর্যটন শিল্পকে (Tourism Industry) উৎসাহিত করবে তাই নয়। দেশ-বিদেশ থেকে পর্যটক ভারতে এলে প্রচুর বৈদেশিক মুদ্রা আসবে। পাশাপাশি বিপুল কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

    প্রস্তাবিত এই সাফারি পার্কটি আনুমানিক ১০ হাজার একর জুড়ে বিস্তৃত থাকবে। হরিযানার গুরুগাঁও (অধূনা গুরুগ্রাম) এবং নুহ জেলা দুটিকে কভার করবে এই পার্কটি। সরকারি তরফে ঘোষণা করা হয়েছে এই পার্কটির কাজ সম্পন্ন হলে এটিই হবে বিশ্বের সবচেয়ে বড়ো সাফারি পার্ক। বর্তমানে ২০২২ সালে দুবাইতে উদ্বোধন হওয়া শারজাহ পার্কটি বিশ্বের সবচেয়ে বড়ো সাফারি পার্ক। শারজাহ পার্কটি দুই হাজার একর জায়গা জুড়ে বিস্তৃত।

    কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদব জানিয়েছেন, হরিয়ানার (Haryana) পরিবেশ দফতরের সঙ্গে যৌথ উদ্যোগে কেন্দ্রীয় সরকারও এই প্রকল্পের জন্য অর্থ সহায়তা করবে। অভিজ্ঞতাসম্পন্ন আন্তর্জাতিক (Internatonal) দুটি সংস্থাকে এই পার্কটি তৈরির জন্য প্রাথমিকভাবে বাছাই করা হয়েছে। এই দু’ সংস্থার মধ্যে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। জয়ী সংস্থা প্রকল্পটির বরাত পারে।

    আরও পড়ুন: কংগ্রেস প্রেসিডেন্ট নির্বাচনে দিগ্বিজয় ডামি প্রার্থী, কটাক্ষ গেরুয়া শিবিরের 

    প্রসঙ্গত, আরাবল্লী পর্বতমালায় বিভিন্ন প্রজাতির পাখি, বন্য পশু এবং প্রজাপতির বাস। হরিয়ানা সরকারের সমীক্ষা (Survey) অনুযায়ী, আরাবল্লী পর্বতে ১৮০ প্রজাতির পাখি, ১৫ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী, ২৯ প্রজাতির জলজ প্রাণী এবং ৫৭ প্রজাতির প্রজাপতি পাওয়া গিয়েছে।

    হরিয়ানা সরকারের এই ঘোষণার পরেই সাধুবাদ জানিয়েছে পরিবেশ প্রেমীরা। বর্তমানে, পরিবেশের বিরুদ্ধে গিয়ে উন্নয়নকে হাতিয়ার করে একাধিক সিদ্ধান্ত নিচ্ছে রাজ্যগুলি। সেই ট্রেন্ডের বিপরীতে গিয়ে সাফারি পার্কের উদ্যোগে খুশি পরিবেশপ্রেমীরা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Gurugram Slap Case: পাঁচ মিনিট লিফটে আটকে পড়ায় নিরাপত্তারক্ষীকে সপাটে চড়! ভাইরাল ভিডিও

    Gurugram Slap Case: পাঁচ মিনিট লিফটে আটকে পড়ায় নিরাপত্তারক্ষীকে সপাটে চড়! ভাইরাল ভিডিও

    মাধ্যম নিউজ ডেস্ক: যান্ত্রিক গোলযোগের কারণে লিফটে আটকে পরেছিলেন এক ব্যক্তি। ইন্টারকমে সেই অসুবিধার কথা জানান নিরাপত্তারক্ষীদের। লিফটের কাজ করার লোক আনতে ৫ মিনিট মতো লেগে যায় সময়। আর এই অপরাধেই লিফট থেকে থেকে বেরিয়ে নিরাপত্তারক্ষীদের ওপর চড়াও হলেন ওই ব্যক্তি। সপাটে চড় (Slap) মারলেন দুই নিরাপত্তারক্ষীকে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, লিফট (Lift) থেকে নামতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন ওই ব্যক্তি। ঘটনাটি ঘটেছে গুরুগ্রামের (Gurugram) ৫০ নম্বর সেক্টরের আবাসিক টাওয়ার ‘নির্ভানা কান্ট্রি’তে। অভিযুক্ত ওই ব্যক্তির নাম বরুণ নাথ। তিনি ওই ফ্ল্যাটের ১৪ তলায় থাকেন। সকাল ৮ টার দিকে ১২ তলায় লিফটে আটকে পড়েন তিনি। বেরিয়ে আসার জন্য তিনি  লিফটের ভিতর থেকেই নিরাপত্তারক্ষীর (Security Guard) সঙ্গে ইন্টারকমে যোগাযোগ করেন। যোগাযোগের ৫ মিনিটের মধ্যেই নিরাপত্তারক্ষীরা লিফট থেকে তাঁকে উদ্ধার করলেও বরুণ রেগে বেরিয়ে এসে সেখানে উপস্থিত নিরাপত্তারক্ষীদের চড় মারতে শুরু করেন। ঘটনাস্থলে তিনজন নিরাপত্তারক্ষী উপস্থিত ছিলেন, তাদের মধ্যে দুজনের ওপর হামলা চালান তিনি। ঘটনার পরেই ওই ব্যক্তির বিরুদ্ধে বিক্ষোভে নামেন আবাসনের নিরাপত্তারক্ষীরা। কাজ বন্ধ করে দেন। শ্লোগান দেওয়া শুরু করেন ওই ব্যক্তির বিরুদ্ধে। তারপরেই ঘটনাস্থলে আসে পুলিশ।

    আরও পড়ুন: ভয়াল বন্যায় বিপর্যস্ত পাকিস্তান, মৃত হাজারেরও বেশি মানুষ, সমবেদনা জানালেন মোদি  

    অভিযুক্ত বরুণ নাথকে সোমবার থানায় তলব করা হয়।  রাত সাড়ে ৯টার দিকে থানায় পৌঁছলে জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে। পুলিশ জানিয়েছে, বরুণ নাথ একজন ব্যবসায়ী, তিনি উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বাসিন্দা। ২৯ অগাস্ট গুরুগ্রাম পুলিশ অভিযুক্ত বরুণ নাথের বিরুদ্ধে  গুরুগ্রাম সেক্টর ৫০  থানায় ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) ধারা ৩২৩ (স্বেচ্ছায় আঘাত করা) এবং ৫০৬ (ফৌজদারি ভয় দেখানো) এর অধীনে মামলা করেছে। ওই ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিও দেখে ইতিমধ্যেই নিরাপত্তারক্ষীদের প্রতি অসম্মানজনক এবং অসংবেদনশীল আচরণ করার জন্য ওই ব্যক্তির নিন্দায় সরব হয়েছেন নেট নাগরিকরা। 

    আরও পড়ুন: জামাতের অনুমতি পেলেই গণেশ পুজো! নির্দেশ মাদ্রাজ হাইকোর্টের

    এক নিরাপত্তারক্ষী বলেন, “ওরা দিন- রাত কাজ করেন। কিন্তু আবাসনের কিছু বাসিন্দা ওদের কৃতদাস ভাবেন। ওরা এই ঘটনার যথাযথ তদন্ত দাবি করেছে।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

LinkedIn
Share