Tag: Gyanvapi Masjid survey

Gyanvapi Masjid survey

  • Gyanvapi Masjid: অ্যাডভোকেট কমিশনারের অপসারণের দাবি তুলল জ্ঞানবাপী মসজিদ কমিটি

    Gyanvapi Masjid: অ্যাডভোকেট কমিশনারের অপসারণের দাবি তুলল জ্ঞানবাপী মসজিদ কমিটি

    মাধ্যম নিউজ ডেস্ক: এবার আদালত নিযুক্ত অ্যাডভোকেট কমিশনারকে (Advocate Commissioner) সরনোর দাবি তুলল কাশীর আঞ্জুমান ইন্তেজামিয়া মসজিদ কমিটি (Anjuman Intezamia Masjid committee)। শনিবার এ ব্যাপারে আদালতে আবেদনও জানিয়েছে তারা। আদালত অজয়কুমার মিশ্রকে অ্যাডভোকেট কমিশনার হিসেবে নিযুক্ত করেছিল। তাঁর বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তোলা হয়েছে মসজিদ কমিটির তরফে।

    বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দিরের পাশেই রয়েছে জ্ঞানবাপী মসজিদ (Gyanvapi Masjid)। এখানে প্রতিদিন পাঁচবার নমাজ পড়েন ধর্মপ্রাণ মুসলিমরা। মসজিদ পরিচালনার দায়িত্বে রয়েছেন আঞ্জুমান ইন্তেজামিয়া মসজিদ কমিটি। ১৯৯১ সালে বারাণসীর দায়রা আদালতে মসজিদ নিয়ে কয়েকটি আবেদন করা হয়েছিল। একটি আবেদনে দাবি করা হয়েছিল, মসজিদটি যে জায়গায় রয়েছে, সেখানে আগে বিশ্বেশ্বরের মন্দির ছিলন(mosque in Varanasi)। পুজো করা হত শৃঙ্গার গৌরীর। মুঘল শাসকরা মন্দির ভেঙে মসজিদ তৈরি করে।

    তাই জ্ঞানবাপী মসজিদটি খালি করে তা হিন্দুদের হাতে তুলে দেওয়ার দাবি জানানো হয়। এর পরিপ্রেক্ষিতেই শুরু হয়েছে জ্ঞানবাপী-শৃঙ্গার গৌরী কমপ্লেক্সে সমীক্ষা ও ভিডিওগ্রাফির কাজ। এই কাজ তদারকির জন্য আদালত অজয়কুমার মিশ্রকে অ্যাডভোকেট কমিশনার হিসেবে নিযুক্ত করে। তাঁর বিরুদ্ধেই পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন মসজিদ কমিটির লোকজন।

    মসজিদ কমিটির অভিযোগ, সমীক্ষা চালানোর সময় মসজিদের বাইরে দুটি আবছা কিন্তু সুস্পষ্ট স্বস্তিক চিহ্ন তাঁরা দেখতে পেয়েছিলেন বলে কমিশনারের দলের ভিডিওগ্রাফাররা দাবি করেন। সমীক্ষক দলের মতে, স্বস্তিক চিহ্নগুলি সম্ভবত প্রাচীনকালে তৈরি হয়েছিল।

    এই দাবির পরেই শুরু হয় বিক্ষোভ। বিক্ষোভের মুখে পড়ে সমীক্ষার কাজ বন্ধ করে দেয় প্রশাসন। মসজিদ কমিটির দাবি, আদালত কমিশনার পক্ষপাতিত্ব করছেন। কমিটির তরফে জানানো হয়, আমরা কোর্ট কমিশনারকে সরানোর দাবি আদালতে জানিয়েছি। তিনি পক্ষপাতিত্ব করছেন। কোর্টে শুনানির পর যে রায় হবে, আমরা সেই মতো চলব।

     

LinkedIn
Share