Tag: Hacking

Hacking

  • Malware: নতুন ভাইরাস থেকে সাবধান! ফোনের সব তথ্য নিমেষে হ্যাক হয়ে যেতে পারে

    Malware: নতুন ভাইরাস থেকে সাবধান! ফোনের সব তথ্য নিমেষে হ্যাক হয়ে যেতে পারে

    মাধ্যম নিউজ ডেস্ক: অ্যান্ড্রয়েড স্মার্ট ফোন ব্যবহারকারীদের সামনে নতুন বিপদ (Malware)। সাম্প্রতিক একটি ম্যালওয়্যারের সন্ধান পাওয়া গেছে, যেটি খুবই বিপজ্জনক। এই তথ্যটি পাওয়া গেছে কেন্দ্রের কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম বা CERT-In এর তরফ থেকে। সূত্র অনুসারে, এই ম্যালওয়্যারের নাম ‘DAAM’। এটি ANDROID ব্যবহারকারীদের সমস্ত কিছু তথ্য ফোন থেকে হ্যাক করতে পারে। যেমন কল রেকর্ড, কন্ট্যাক্ট, এমনকী ক্যামেরা পর্যন্ত হ্যাক করতে সক্ষম। সব থেকে উদ্বেগজনক বিষয় হল, এই ম্যালওয়্যারটি একটি ডিভাইসে থাকা সমস্ত অ্যান্টি-ভাইরাল প্রোগ্রামকে বাইপাস করতে পারে নিজেই।

    কীভাবে ছড়িয়ে পড়ছে এই ম্যালওয়্যার (Malware)?

    CERT-In এর থেকে পাওয়া তথ্য অনুযায়ী, এটি (Malware) সাধারণত কোনও থার্ড পার্টি অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে ছড়িয়ে পড়ছে। একটি স্মার্টফোনে যেসব সিকিউরিটির বন্দোবস্ত থাকে, সেই সমস্ত ব্যবস্থাকে নিমেষের মধ্যে বাইপাস করে অ্যাটাক করছে এটি। ফলে আপনার ডিভাইসটি নিমেষেই খুব সহজে হ্যাকারদের নিয়ন্ত্রণে চলে আসছে এবং আপনার সমস্ত গোপন নথি থেকে শুরু করে ব্যক্তিগত জিনিস চুরি, এমনকী ব্যাঙ্ক জালিয়াতি পর্যন্ত হচ্ছে।

    কী ক্ষমতা রয়েছে এই ম্যালওয়্যারের (Malware)?

    সাধারণত সবার ফোনে ব্যক্তিগত নথি, ব্যাঙ্ক ডিটেইলস সমস্ত কিছুই থাকে। সেগুলিকে অনায়াসে হ্যাকাররা এই ম্যালওয়্যারের (Malware) মাধ্যমে যেখানে খুশি বসে অ্যাক্সেস করতে পারে। তাছাড়াও হ্যাকাররা এর মাধ্যমে কল রেকর্ড থেকে শুরু করে আপনার ফোনে থাকা কন্ট্যাক্ট-এর হিস্ট্রির অ্যাক্সেস, আপনার যে কোনও অ্যাপ এবং ফোনের পাসওয়ার্ড পরিবর্তন, স্ক্রিনশট, ফাইল আপলোড-ডাউনলোড, এসএমএস অ্যাক্সেস এবং আপনার ফোনে থাকা দুটি ক্যামেরাকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করতে পারে।

    এর (Malware) থেকে বাঁচার উপায় কী?

    প্রথমত, আমাদের খেয়াল রাখতে হবে, ফোনে এসএমএস-এর মাধ্যমে আসা কোনও সন্দেহজনক লিংককে যেন কোনওভাবেই ক্লিক না করা হয়।
    সন্দেহজনক কোনও ওয়েবসাইট (Malware) ব্রাউজ না করাই ভালো। 
    ফোনের মধ্যে আসা অযাচিত এবং অজ্ঞাত ই-মেইলগুলিকে ক্লিক করা এড়িয়ে চলতে হবে।
    আপনার ব্যাঙ্ক থেকে আসা এসএমএসগুলি ভালো করে যাচাই করুন। 
    অনলাইন এসএমএস, হোয়াটসঅ্যাপ এবং মেসেজের মাধ্যমে কোনওরকম গোপন তথ্য শেয়ার না করাই ভালো।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • iPhone Hacking: বিরোধীদের আইফোন হ্যাক! তদন্তের নির্দেশ কেন্দ্রের, সাফাই দিল অ্যাপলও

    iPhone Hacking: বিরোধীদের আইফোন হ্যাক! তদন্তের নির্দেশ কেন্দ্রের, সাফাই দিল অ্যাপলও

    মাধ্যম নিউজ ডেস্ক: রাষ্ট্রের মদতে তাঁদের আইফোন হ্যাক (iPhone Hacking) করার চেষ্টা চলছে। মঙ্গলবার অ্যাপেলের পক্ষ থেকে এই মর্মে সতর্কবার্তা পেয়েছেন বসলে অভিযোগ তৃণমূল নেত্রী মহুয়া মৈত্র সহ বেশ কয়েকজন বিজেপি বিরোধী সাংসদ ও নেতার। সেই বার্তা কেন পাঠানো হল, তা জানতে তদন্তের নির্দেশ দিল কেন্দ্র।

    কেন্দ্রের বক্তব্য 

    কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, “ভারত সরকার নাগরিকদের গোপনীয়তা ও নিরাপত্তা রক্ষাকে অত্যন্ত গুরুত্ব দেয়। এই বিজ্ঞপ্তিগুলির শেষ দেখতে তদন্ত করা হবে।” অ্যাপলের সতর্কবার্তা ভুয়ো বলেও দাবি মন্ত্রীর। অশ্বিনী বৈষ্ণব জানান, অ্যাপল যে কেবল ভারতেই এই ধরনের সতর্কবার্তা পাঠিয়েছে, তা নয়। সব মিলিয়ে ওই সংস্থার পক্ষ থেকে ১৫০টি দেশে জারি করা হয়েছে এই সতর্কবার্তা। তিনি বলেন, “কেন ওই সতর্কবার্তা এল, তা জানতে বিশদ তদন্তের নির্দেশও দেওয়া হয়েছে। যাঁরা ওই সতর্কবার্তা পেয়েছেন, তাঁরা যেন তদন্তে সহযোগিতা করেন।” 

    ধ্বংসাত্মক রাজনীতি

    কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রী বলেন, “বিরোধীরা সমালোচনার অজুহাত খুঁজতে থাকেন। কেন্দ্রকে আক্রমণ করার কোনও বড় কারণ না পেয়ে এখন হ্যাকিং নিয়ে সুর চড়াচ্ছেন তাঁরা।” তিনি বলেন, “অ্যাপলের পাঠানো ই-মেইল থেকে বোঝা যায়, তাদের কাছে স্পষ্ট কোনও তথ্য নেই। তারা অনুমানের ভিত্তিতে এই সতর্কবার্তা পাঠিয়েছে। এটা ভুয়ো। অ্যাপল সাফ জানিয়েছে, সমালোচনার জন্য যারা সমালোচনা করছেন, তাঁদের অভিযোগ সত্য নয়। যাঁরা দেশের উন্নয়ন চান না, তাঁরাই এই ধ্বংসাত্মক রাজনীতি করছেন।”

    আরও পড়ুুন: জ্যোতিপ্রিয়র গ্রেফতারির পরেই মমতার বাড়িতে গোপন বৈঠক! হাটে হাঁড়ি ভাঙলেন শুভেন্দু

    প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বিজেপির রবিশঙ্কর প্রসাদ বলেন, “পুরোটা স্পষ্ট করে বলা সম্ভব অ্যাপল সংস্থার পক্ষেই। বিরোধী নেতাদের কোনও সমস্যা হলে এফআইআর করা উচিত। ওঁদের তো কেউ আটকায়নি!” তিনি বলেন, “পেগাসাস বিতর্কে কংগ্রেস নেতা রাহুল গান্ধী সুপ্রিম কোর্টের দ্বারা নিযুক্ত কমিটির সামনে তাঁর আইফোনটি জমা দিতে অস্বীকার করেছিলেন। আজকের অভিযোগ নিয়ে হইচই করার আগে ওই বিষয়টি একবার ভেবে দেখবেন।”

    সাফাই দিল অ্যাপল-ও

    হ্যাকিংয়ের ব্যাপারে নিজেদের টেকনিক্যাল সাপোর্ট পেজে বিবৃতি দিয়ে অ্যাপল জানিয়েছে, রাষ্ট্র পরিচালিত হামলাকারীরা সাধারণত আর্থিকভাবে পুষ্ট ও অত্যাধুনিক হয়। গোয়েন্দাদের হুঁশিয়ারির ওপর নির্ভর করে এ ধরনের হামলা ধরতে গেলে দেখা যায়, তা অনেক সময়ই ত্রুটিযুক্ত ও অসম্পূর্ণ। সংস্থার তরফে আরও জানানো হয়েছে, কিছু নোটিফিকেশন অনেক সময়ই মিথ্যে সঙ্কেত হতে পারে। আবার অনেক হামলা ধরাই পড়ে না।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Instagram: ইনস্টাগ্রাম প্রোফাইল হ্যাক হয়েছে? কী করে উদ্ধার করবেন?

    Instagram: ইনস্টাগ্রাম প্রোফাইল হ্যাক হয়েছে? কী করে উদ্ধার করবেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রযুক্তি যেমন দ্রুত এগোচ্ছে, একই ভাবে বাড়ছে সাইবার ক্রাইম (Cyber Crime)। সোশ্যাল মিডিয়ার যেমন বাড়বাড়ন্ত, একইভাবে বাড়ছে হ্যাকিংও। আজকাল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মধ্যে অন্যতম জনপ্রিয় প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম? বিশেষ করে যাঁরা বিজনেস ইনস্টাগ্রামের (Instagram hacking) মাধ্যমে সোশ্যাল মিডিয়া মার্কেটিং করেন ও ইনস্টাগ্রাম থেকে বহু ট্রাফিক পান, তাঁদের জন্য খুবই ক্ষতিকারক হতে পারে অ্যাকাউন্ট হ্যাক। আপনার অ্যাকাউন্টের সিকিউরিটি সঠিকভাবে সেট আপ করা না থাকলে কয়েক মিনিটেই আপনার সাধের অ্যাকাউন্টটি চলে যেতে পারে দুর্বৃত্তদের হাতে।   

    প্রধানত, এই তিনটি উপায়ে অ্যাকাউন্টের দখল নেয় হ্যাকাররা। প্রথমত, আপনার লগ ইন তথ্য ব্যবহার করে এবং দ্বিতীয়ত, ফিংশিয়ের মাধ্যমে। এই পদ্ধতিতে হ্যাকার আপনাকে এমন লিঙ্ক ইমেলের মাধ্যমে পাঠাবে, যা হুবহু ইনস্টাগ্রামের মতো দেখতে। আর সেখানে লগ ইনের চেষ্টা করলেই আপনার অজান্তেই ইউজারনেম ও পাসওয়ার্ড হ্যাকারদের হাতে চলে যাবে। তাই ইমেলে এই ধরনের লিঙ্কে কখনও ক্লিক করবেন না। তৃতীয়ত, থার্ড পার্টি অ্যাপ থেকে। এমন কোনও থার্ড পার্টি অ্যাপকে আপনি অথরাইজেশন দেবেন না। 

    আরও পড়ুন: বিশ্বজুড়ে হঠাৎ স্তব্ধ ইনস্টাগ্রাম, মিমের বন্যা ট্যুইটারে     

    আপনার যদি মনে হয় নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক হয়েছে, তাহলে যত দ্রুত সম্ভব, পদক্ষেপ (Recovery) নেওয়া খুব জরুরি। নিজের অ্যাকাউন্টের অ্যাকসেস ফিরে পেতে এই উপায়গুলি অনুসরণ করুন।

    দেখে নিন কীভাবে রিকভার করবেন অ্যাকাউন্ট:   

    • ইনস্টাগ্রাম প্রোফাইলটি ওপেন করে লগ ইন পেজে Forgot Password থেকে অ্যাকাউন্ট রিকভার করার চেষ্টা করতে পারেন। যদিও বেশিরভাগ ক্ষেত্রেই অ্যাকাউন্ট লগ ইন করে, প্রথমেই ইউজারনেম ও পাসওয়ার্ড বদল করে দেয় হ্যাকাররা। দেরি করলে এই উপায় কাজে নাও আসতে পারে। 
    • আপনার Username বদল হয়ে গেলে এই পদ্ধতিতে চেষ্টা করে দেখতে পারেন। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটির হ্যাক রিপোর্ট করুন – যে আপনার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। ওয়েবসাইটে একটি ফর্মে নিজের পেজের বিভিন্ন তথ্য দিতে হবে। এর পরে ‘My account was hacked’ সিলেক্ট করে ‘Request Support’ অপশনে ট্যাপ করুন। ইনস্টাগ্রাম আপনার পরিচয় সম্পর্কে নিশ্চিত হতে কিছু প্রশ্ন করবে।  
    • আপনাকে সাইট থেকে সরাসরি একটি কোড পাঠানো হবে। এই কোড একটি কাগজে লিখে নিজের সামনে রেখে একটি সেলফি তুলতে হবে। অ্যাকাউন্ট ব্যবহারের সময় ব্যবহৃত ইমেল ও ফোন নম্বরও জানাতে হবে। এর পরেই আপনার ছবির সঙ্গে অ্যাকাউন্টের ছবি মিলিয়ে, আপনার পরিচয় নিশ্চিত করবে ইনস্টাগ্রাম। এই ভাবে আপনি অ্যাকাউন্টের অ্যাকসেস ফিরে পেতে পারেন।
    • অ্যাকাউন্টের অ্যাকসেস ফিরে পেলে সেটিংস- এ গিয়ে লগ ইন অ্যাক্টিভিটি দেখতে পাবেন। এর ফলে কোনও সন্দেহজনক লগ ইন হলে জানা যাবে। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।         

     
     
  • Apple: হ্যাক হতে পারে অ্যাপল ওয়াচ, টিভি এবং ম্যাক! সতর্কবার্তা জারি কেন্দ্রীয় সংস্থার

    Apple: হ্যাক হতে পারে অ্যাপল ওয়াচ, টিভি এবং ম্যাক! সতর্কবার্তা জারি কেন্দ্রীয় সংস্থার

    মাধ্যম নিউজ ডেস্ক: অ্যাপল ওয়াচ (Apple Watch), অ্যাপল টিভি (Apple TV) এবং ম্যাক (iMac) ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ। সম্প্রতি এই তিন প্রোডাক্টে বড় খামতি খুঁজে পেয়েছেন গবেষকরা। যার ফলে আপনার ডিভাইসটিতে ম্যালওয়্যার ঢোকার পথ প্রশস্ত হতে পারে। 

    গোটা বিশ্বেই অ্যাপলের প্রোডাক্ট আভিজাত্য প্রদর্শনের মানদণ্ড হয়ে দাঁড়িয়েছে। ঘড়ি, টিভি এবং ম্যাক তিনটিই অ্যাপেলের অত্যন্ত জনপ্রিয় প্রোডাক্ট। ভারতে এই তিনটির মধ্যে সবচেয়ে বিক্রিত প্রোডাক্টটি হল ঘড়ি। স্বাস্থ্য সচেতন যারা, তাঁরা অনেকেই অ্যাপলের ঘড়ি ব্যবহারের দিকে ঝুঁকছেন। ম্যাক কম্পিউটার এবং টিভিরও দিন দিন চাহিদা বাড়ছে। 

    আরও পড়ুনঃ আর নয় আইপড জানাল অ্যাপেল, স্মৃতিমেদুর নেটপাড়া

    ভারতীয় কম্পিউটার এজেন্সি রেসপন্স টিম (CERT-In) এবং ভারতীয় সাইবার সিকিওরিটি এজেন্সি (ICSA) এই প্রোডাক্টগুলির সমস্যার কথা উল্লেখ করে একটি সতর্কবার্তা জারি করেছে। সতর্কবার্তা অনুযায়ী, প্রোডাক্টগুলির এই খুঁতের সুযোগ নিয়ে দুর্বৃত্তরা খুব সহজেই আপনার ডিভাইসটিকে হ্যাক করতে পারবে। ডিভাইসটিকে একবার হ্যাক করতে পারলে তারা সেটা নিজেদের ইচ্ছেমতো ব্যবহার করতে পারবে। এভাবে গোটা বিশ্বে লক্ষ লক্ষ ডিভাইসে বিনা বাধায় ঢুকে যেতে পারবে হ্যাকাররা। 

    আরও পড়ুনঃ আইফোন ১৪ ফোনে থাকছে স্যাটেলাইট কানেক্টিভিটি? পড়ুন বিস্তারিত
     
    এই সমস্যার সমাধান করার জন্য একটি নতুন ব্যবস্থা করেছে অ্যাপেল কর্তৃপক্ষ। ডিভাইসটিকে আপগ্রেড করলে এই সমস্যার সমাধান হবে। কিন্তু তাতে বিশেষ কোনও লাভ হবে বলে মনে করছেন না বিশেষজ্ঞরা। কারণ ইতিমধ্যেই বহু ডিভাইস হ্যাক করা হয়ে গিয়েছে বলে আশঙ্কা তাঁদের। 

    অ্যাপল তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এবিষয়ে লিখেছে, “অ্যাপল তার ডিভাইসের সমস্যার বিষয়ে অবগত। আমরা জানি ইতিমধ্যেই এই সমস্যার সুযোগ নেওয়া হয়েছে।”

    সাইবার স্ক্রুটিনি বিশ্বে একটি বিশেষ নিয়ম রয়েছে। কোনও বিশেষজ্ঞ যদি কোনও কোম্পানির প্রোডাক্টে খুঁত পান, তাহলে সেটা গোটা বিশ্বকে জানানোর আগে প্রস্তুতকারক সংস্থাকে জানাতে হবে। যাতে তারা সেই সমস্যার সমাধানে পর্যাপ্ত সময় পান।

    হ্যাকারদের হাত থেকে বাঁচতে এই তিন প্রোডাক্টের ব্যবহারকারীদের নতুন সফটওয়্যারে ডিভাইসটিকে আপগ্রেড করার পরামর্শ দিয়েছে অ্যাপল কর্তৃপক্ষ। 

    হ্যাকাররা (Hackers) একবার ডিভাইসটিতে প্রবেশের সুযোগ পেলে, তাদের কাছে আপনার সব তথ্য চলে যাবে। আর্থিক জালিয়াতি থেকে অন্য কোনও অপরাধ যে কোনওভাবে ব্যবহৃত হতে পারে আপনার ব্যক্তিগত তথ্য। জাল ভোটার কার্ড, আধার কার্ড (Aadhaar card), প্যান কার্ডও তৈরি করা হতে পারে আপনার তথ্য ব্যবহার করে। এমনকি ডার্ক ওয়েবেও (Dark web) ছড়িয়ে পড়তে পারে আপনার ব্যক্তিগত তথ্য।  

     

     

     

LinkedIn
Share