Tag: Hardik Pandya

Hardik Pandya

  • Asia Cup 2022: ‘তুমিই আমার তারকা…!’ হার্দিককে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কী লিখলেন স্ত্রী নাতাশা?

    Asia Cup 2022: ‘তুমিই আমার তারকা…!’ হার্দিককে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কী লিখলেন স্ত্রী নাতাশা?

    মাধ্যম নিউজ ডেস্ক: ‘তুমিই আমার তারকা’, স্বামী হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) উদ্দেশে ইনস্টাগ্রামে পোস্ট স্ত্রী নাতাশা স্ট্যানকোভিচের (Natasa Stankovic)।  সার্বিয়ান নৃত্যশিল্পী, মডেল তথা অভিনেত্রী নাতাশা সবসময়ই স্বামীর পাশে থাকেন। আইপিএল (IPL) থেকে আন্তর্জাতিক ম্যাচ গ্যালারিতে বসে হার্দিককে চিয়ার করতে থাকেন নাতাশা।

    ২০২২ আইপিএলে গুজরাট টাইটান্সের (Gujrat Titans) সব ম্যাচেই গ্যালারিতে হাজির থাকতেন নাতাশা স্ট্যানকোভিচ। রীতিমতো চিয়ার লিডারের ভূমিকায় দেখা যেত। সারাক্ষণ চিৎকার করে উৎসাহিত করতেন হার্দিক পান্ডিয়াকে। ভারত–পাকিস্তান (India vs Pakistan) ম্যাচেও সেই একই ছবি। গ্যালারিতে বসে হার্দিককে চিয়ার করেছেন নাতাশা। 

    আরও পড়ুন: পাক বধের পর রোহিতদের ‘হার্দিক’ অভিনন্দন সৌরভ, সচিন, সেহবাগ, লক্ষণদের

    এশিয়া কাপ (Asia Cup 2022) ক্রিকেটে ভারত-পাকিস্তান ম্যাচের জয়ের নায়ক হার্দিক। তাঁর ব্যাটে-বলে পারফরম্যান্সে মুগ্ধ সকলে। মুগ্ধ, বিস্মিত, গর্বিত নাতাশাও। এদিনের  ম্যাচে হার্দিক করেন অপরাজিত ৩৩ রান, যার মধ্যে রয়েছে জয়সূচক শট। বল হাতে তুলে নেন ৩ উইকেট। চাপের মুখে মাথা ঠান্ডা রেখে ৬ মেরে দলকে কাঙ্খিত জয় এনে দেন। হার্দিকের দুর্দান্ত পারফরমেন্স দেখে স্থির থাকতে পারেননি নাতাশা। নিজের ইনস্টাগ্রাম স্টোরিগুলো নিয়ে একটা ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। সঙ্গে একটা ‘‌মিষ্টি’ ক্যাপশন‌। হার্দিককে অভিহিত করেছেন তাঁর তারকা বলে। হার্দিকের ‘ম্যান অফ দ্য ম্যাচ’ এর ছবিও শেয়ার করেন নাতাশা।

    আরও পড়ুন: ক্রীড়াক্ষেত্রে আরও এগিয়ে যাবে দেশ! জানুন রাষ্ট্রীয় খেল দিবসে কী বললেন প্রধানমন্ত্রী

    প্রকাশ ঝা পরিচালিত রাজনৈতিক সিনেমা ‘সত্যাগ্রহ’র মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে নাতাশার। ২০১৪ সালে তিনি ‘বিগ বস’ সিজন ৮-এ অংশগ্রহণ করেছিলেন। ‘নাচ বলিয়ে’ সিজন ৯-তেও অংশগ্রহণ করেছিলেন সার্বিয়ান মডেল। ২০২০ সালের শুরুতেই নাতাশার সঙ্গে বাগদান পর্ব সেরে সকলকে চমকে দিয়েছিলেন হার্দিক। এরপর মাস কয়েক যেতে না যেতেই নাতাশার মা হতে চলার খবর প্রকাশ্যে আসে। ওই বছরের ৩০শে জুন ফুটফুটে পুত্র সন্তানের মা হন নাতাশা।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Hardik Pandya: গুজরাটকে আইপিএল জেতানোর পুরষ্কার? আয়ারল্যান্ড সফরে অধিনায়ক হার্দিক

    Hardik Pandya: গুজরাটকে আইপিএল জেতানোর পুরষ্কার? আয়ারল্যান্ড সফরে অধিনায়ক হার্দিক

    মাধ্যম নিউজ ডেস্ক: গুজরাট টাইটানসকে (Gujarat Titans)  আইপিএলে (IPL 2022) সেরা করে তোলার পুরস্কার। এবার ‘মেন ইন ব্লু’-র অধিনায়ক হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)।

    বিতর্ক কখনই পিছু ছাড়েনি এই ব্যাটারের। শরীরের চোটও তাঁর কেরিয়ারে ছাপ ফেলেছে। অবশেষে আইপিএলে দলের সাফল্যের পুরষ্কার পেলেন তিনি। আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে (India vs Ireland T20 series) টিম ইন্ডিয়ার (Team India) নেতৃত্ব দেবেন হার্দিক। সহ অধিনায়কের দায়িত্ব পালন করবেন ভুবনেশ্বর কুমার (Bhuvneshwar Kumar)। আগামী ২৬ ও ২৮ জুন ডাবলিনে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ২টি টি-২০ ম্যাচ খেলবে ভারত।

    আরও পড়ুন: শামির উপর মেজাজ হারিয়ে সমর্থকদের রোষের মুখে হার্দিক

    সাউথ আফ্রিকার বিরুদ্ধে দেশের মাটিতে চলতি টি-২০ সিরিজে (Ind vs SA T20 series)  টিম ইন্ডিয়ার সহ অধিনায়কের পদ সামলাচ্ছেন হার্দিক পান্ডিয়া। এবার তিনি অধিনায়ক হিসেবে নির্বাচিত হলেন। সফর থেকে বিশ্রাম দেওয়া হয়েছে ঋষভ পন্থকে (Rishabh Pant)। দলে বেশিরভাগই তরুণ মুখ। তবে নতুন মুখ একটাই। আইপিএলের পারফরম্যান্স দিয়ে জাতীয় দলে জায়গা করে নিয়েছেন রাহুল ত্রিপাঠী (Rahul Tripathi)। সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে দুর্দান্ত খেলেন তিনি। ৩৭.৫৪ গড়ে ৪১৩ রান করেন এই ব্যাটার। স্ট্রাইক রেট ছিল ১৫৮.২৩। এই দুর্দান্ত পারফরম্যান্সই তাঁকে জাতীয় দলে সুযোগ করে দিল।

    বিরাট কোহলি (Virat Kohli), রোহিত শর্মার (Rohit Sharma) পর কে অধিনায়ক হবে তা নিয়ে বেশ কিছুদিন ধরেই জল্পনা শুরু হয়েছিল। টেস্ট ফরম্যাটে রোহিত নেতৃত্ব দিলেও টি-২০-র অধিনায়ক হওয়ার দৌড়ে ছিলেন বেশ কয়েকজন ক্রিকেটার। লোকেশ রাহুল, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থের নামও ভেবেছিলেন অনেকে। কিন্তু হার্দিক পান্ডিয়াকে কেউ প্রতিযোগিতাতেই রাখেননি। কিন্তু প্রিমিয়ার লিগ উল্টে-পাল্টে দিল সব হিসেব।

    আরও পড়ুন: ২ জুন ভারতে আসছে দক্ষিণ আফ্রিকা, টি-২০ সিরিজ শুরু ৯-ই

    আয়ারল্যান্ড সফরের দলে থাকবেন, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), ভুবনেশ্বর কুমার (সহ অধিনায়ক), ঈশান কিষাণ, রুতুরাজ গায়কোয়াড়, সঞ্জু স্যামসন, সূর্যকুমার যাদব, বেঙ্কটেশ আয়ার, দীপক হুডা, রাহুল ত্রিপাঠী, দীনেশ কার্তিক (উইকেটকিপার), যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণোই, হর্ষল প্যাটেল, আবেশ খান, অর্শদীপ সিং ও উমরান মালিক।

    এই সফরে প্রধান কোচের দায়িত্ব পালন করবেন ভিভিএস লক্ষ্মণ। কারণ, দলের হেড কোচ রাহুল দ্রাবিড় সেই সময় ইংল্যান্ডে সফররত ভারতীয় টেস্ট দলের সঙ্গে থাকবেন। লক্ষ্মণের সহকারী হিসেবে বোলিং এবং ফিল্ডিং কোচের ভূমিকায় থাকবেন যথাক্রমে সাইরাজ বাহুতুলে এবং মুনিষ বালি। 

     

  • IPL Hardik: শামির উপর মেজাজ হারিয়ে সমর্থকদের রোষের মুখে হার্দিক

    IPL Hardik: শামির উপর মেজাজ হারিয়ে সমর্থকদের রোষের মুখে হার্দিক

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রথমবার কোনও দলের অধিনায়কত্ব করছেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। চলতি আইপিএলে (IPL 2022) গুজরাত টাইটান্সের(gujrat titans নেতা তিনি। কিন্তু মাঠে সতীর্থদের একটু ভুল-ত্রুটি হলেই তাঁদের উপর চটে যাচ্ছেন হার্দিক। সিনিয়রদের সঙ্গে তাঁর আচরণের জন্য সোশ্যাল সাইটে সমালোচিত হচ্ছেন জাতীয় দলের এই ক্রিকেটার। 
    সানরাইজার্স হায়দরাবাদের(Sunrisers Hyderabad) কাছে হারের পরে এ বার বিতর্কের মুখে পড়েছেন তিনি। অভিযোগ, মাঠের মধ্যেই সতীর্থ মহম্মদ শামিকে (Mohammed Shami) কটূক্তি করেছেন তিনি। সেই কারণে হার্দিকের উপরে ক্ষুব্ধ গুজরাতের (Gujarat titans) সমর্থকরাই। দলের অধিনায়কের কাছে এই আচরণ মেনে নিতে পারছেন না তাঁরা।

    [tw]


    [/tw]
    এদিন ঠিক কী হয়েছিল মাঠের মধ্যে? ম্যাচের ১৩তম ওভারে বল করতে আসেন হার্দিক। তাঁকে পর পর দু’টি ছক্কা মারেন হায়দরাবাদের অধিনায়ক কেন উইলিয়ামসন। তার পরেই রাহুল ত্রিপাঠি থার্ডম্যান অঞ্চলে একটি বল উঁচু করে মারেন। থার্ডম্যানে ফিল্ডিং করছিলেন শামি। তিনি ক্যাচ ধরার চেষ্টা করেননি। তাতেই বিরক্ত হন হার্দিক। শামির উদ্দেশে চিৎকার করে কিছু বলতে শোনা যায় তাঁকে। শামিও খানিকটা হতভম্ব হয়ে যান।
    প্রথম বার আইপিএল খেলতে নেমে শুরুটা খুব ভাল হয়েছিল গুজরাতের। পর পর তিন ম্যাচ জেতেন হার্দিকরা। কিন্তু এদিন উইলিয়ামসনের অর্ধশতরান ও শেষ দিকে নিকোলাস পুরানের ঝোড়ো ব্যাটিংয়ে জয় ছিনিয়ে নেয় হায়দরাবাদ।

    [tw]


    [/tw]
    এটাই প্রথম নয় এর আগে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচে সতীর্থ ডেভিড মিলারের সঙ্গেও খারাপ আচরণ করেন হার্দিক। শেষ ওভারে মিলার রান আউট হয়ে গেলে মেজাজ হারান গুজরাত অধিনায়ক। বারবার খেলার মাঠ সতীর্থ বা সিনিয়রদের উপর হার্দিকের মেজাজ হারানোর ঘটনা ভাল চোখে দেখছেন না সমর্থকেরা। এক ভারতীয় ক্রিকেটপ্রেমীর টুইট, ‘ প্রিয় হার্দিক, তুমি বাজে অধিনায়ক। সতীর্থদের সঙ্গে চিৎকার করা বন্ধ কর, বিশেষ করে, শামির মতো সিনিয়র কারও সঙ্গে।’ আরেকজনের টুইট, ‘হার্দিক পান্ডিয়ার মহম্মদ শামির সঙ্গে চিৎকার করার দৃশ্যটি অসম্মানজনক। শামি ভারতীয় দলের জন্য যা করেছে, পান্ডিয়া তার অর্ধেকও করতে পারেনি’। শামির মতো ক্রিকেটারের এই অসম্মান প্রাপ্য নয়। তাঁকে বুঝতে হবে দলে সিনিয়রদের সম্মান করতে হয়। না হলে দলের ভারসাম্য নষ্ট হতে পারে বলেই অভিযোগ সমর্থকদের।

LinkedIn
Share