Tag: Harjinder win medals

Harjinder win medals

  • Commonwealth Games: পঞ্চম দিনে নয়টি সোনার হাতছানি! কমনওয়েলথে ইতিহাস গড়ার পথে দেশ

    Commonwealth Games: পঞ্চম দিনে নয়টি সোনার হাতছানি! কমনওয়েলথে ইতিহাস গড়ার পথে দেশ

    মাধ্যম নিউজ ডেস্ক: কমনওয়েলথে গেমসের (Commonwealth Games 2022) চতুর্থ দিন মোট তিনটি পদক জিতেছে ভারত। দুটি পদক এল জুডোতে। একটি ভারোত্তোলনে। সব মিলিয়ে পদক সংখ্যা পৌঁছল ৯। ভারোত্তোলনে ৭১ কেজি বিভাগে ব্রোঞ্জ হরজিন্দর কৌরের। জুডোতে রুপো সুশীলা দেবী (Sushila Devi) এবং ব্রোঞ্জ জিতলেন বিজয় যাদব (Vijay Kumar Yadav)।

    চতুর্থ দিনে তিনটি পদক জিতলেও পঞ্চম দিনে ভারতের সামনে পাঁচটি সোনার হাতছানি। ইতিমধ্যে লন বল মহিলা ফোরস ইভেন্টে, মিশ্র দল ব্যাডমিন্টন এবং পুরুষদের টেবিল টেনিসে রুপো  নিশ্চিত করেছে ভারত। সোমবার পুরুষদের টেবিল টেনিসে টিম ইভেন্টে নাইজেরিয়াকে ৩-০ ব্যবধানে হারায় ভারত। গোল্ড মেডেল ম্যাচে ভারতের প্রতিপক্ষ সিঙ্গাপুর। ব্যাডমিন্টনে মিক্সড টিম ইভেন্টের সেমিফাইনালে সিঙ্গাপুরকে ৩-০ হারিয়েছে ভারত। গোল্ড মেডেল ম্যাচে ভারতের সামনে মালয়েশিয়া। 

    কমনওয়েলথ গেমসে প্রথমবার লন বল খেলায় পদক নিশ্চিত করেছে ভারতের মহিলা লন বল টিম। মঙ্গলবার ফাইনাল। সোনা না হয় রুপো একটা আসছেই। অর্থাৎ ইতিহাস গড়ে ফেলেছে ইন্ডিয়ান ওমেন্স ফোরস লন বল টিম।

    আরও পড়ুন: রাজ্যের মন্ত্রী কি জানতেন গ্রামের ছেলে বিশ্ব মঞ্চে লড়াই করছে! প্রশ্ন সোনা জয়ী অচিন্ত্যর দাদার

    আজ মঙ্গলবার ব্যাডমিন্টন, টেবল টেনিস, ডিসকাস থ্রো, জিমন্যাস্টিক, ভারোত্তোলন, লন বল- সব মিলিয়ে গেমসের পঞ্চম দিনে একাধিক ফাইনাল রয়েছে। পঞ্চম দিনে ভারতীয় ক্রীড়াবিদদের সূচি-

    সাঁতার:

    পুরুষদের ২০০ মিটার ব্যাকস্ট্রোক হিট দুইয়ে – শ্রীহরি নটরাজ (বেলা ৩.০৪)

    পুরুষদের ১৫০০ মিটার ফ্রিস্টাইল হিট – অদ্বৈত পেজ, কুশাগরা রাওয়াত (বিকেল ৪.১০)

    আর্টিস্টিক জিমন্যাস্টিক্স:

    পুরুষদের ভল্ট ফাইনাল – সত্যজিৎ মন্ডল (বিকেল ৫.৩০)

    পুরুষদের প্যারালাল বারস ফাইনাল – সাইফ সাদিক তাম্বোলি (সন্ধ্যে ৬.৩৫)

    অ্যাথলেটিক্স:

    পুরুষদের লং জাম্প কোয়ালিফাইং রাউন্ড – এম শ্রীশঙ্কর, মুহম্মদ আনিস ইয়াহিয়া (দুপুর ২.৩০)

    পুরুষদের হাই জাম্প কোয়ালিফাইং রাউন্ড – তেজস্বিন শঙ্কর (বেলা ১২.০৩)

    মহিলাদের ডিসকাস থ্রো ফাইনাল – সীমা পুনিয়া, নভজিত কাউর ঢিলন (মাধরাত ১২.৫২)

    ব্যাডমিন্টন:

    মিশ্র দলের ফাইনাল – ভারত বনাম মালয়েশিয়া (রাত ১০.০০)

    বক্সিং:

    পুরুষদের ৬৭ কেজি রাউন্ড অফ ১৬ – রোহিত টোকাস (রাত ১১.৪৫)

    হকি:

    মহিলাদের পুল এ – ভারত বনাম ইংল্যান্ড (বিকেল ৬.৩০)

    লন বল:

    মহিলাদের জোড়া রাউন্ড ১ – ভারত বনাম নিউজিল্যান্ড (বেলা ১.০০)

    মহিলাদের ট্রিপল রাউন্ড ১ – ভারত বনাম নিউজিল্যান্ড

    পুরুষদের একক রাউন্ড ১ – মৃদুল বোরগোহাঁই (বিকেল ৪.১৫)

    মহিলাদের ফোরস গোল্ড মেডেল ম্যাচ – ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (বেলা ৪.১৫)

    পুরুষদের ফোরস রাউন্ড ১ – ভারত বনাম ফিজি (রাত ৮.৪৫)

    মহিলাদের ট্রিপল রাউন্ড ২ – ভারত বনাম ইংল্যান্ড (রাত ৮.৪৫)

    স্কোয়াশ:

    মহিলাদের একক প্লেট সেমি-ফাইনাল – সুনয়না সারা কুরুভিলা (রাত ৮.৩০)

    পুরুষদের একক সেমি-ফাইনাল – সৌরভ ঘোষাল (রাত ৯.১৫)

    টেবিল টেনিস:

    পুরুষদের দল গোল্ড মেডেল ম্যাচ (সন্ধ্যে ৬.০০)

    ভারোত্তোলন:

    মহিলাদের ৭৬ কেজি – পুনম যাদব (দুপুর ২.০০)

    পুরুষদের ৯৬কেজি – বিকাশ ঠাকুর (সন্ধ্যে ৬.৩০)

    মহিলাদের ৮৭ কেজি – উষা বান্নুর এনকে (রাত ১১.০০)

LinkedIn
Share