Tuberculosis: এক মিনিটেই সনাক্ত হবে টিবি, পোর্টেবল এক্সরে ডিভাইস বাজারে আনছে ভারতীয় সংস্থা
সংস্থা দুটি জানিয়েছে, পালমোনারি টিবি রোগীদের খুব দ্রুত সনাক্ত করা যাবে।
Health Benefit
সংস্থা দুটি জানিয়েছে, পালমোনারি টিবি রোগীদের খুব দ্রুত সনাক্ত করা যাবে।
মেথি শাকে হাই ফাইবার থাকে। মেথি শাক খেলে অনেকক্ষণ পেট ভরে থাকে।
রান্না করার সময় খাবারের বেশ কিছু পুষ্টিগুণ চলে যায়।
শরীরের ক্ষতিকারক ব্যাক্টেরিয়াকে মেরে ফেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে দই।
সারাদিনে বারে বারে প্রচুর পরিমাণে জল খাওয়া উচিত।