Tag: Heartbroken Neymar

Heartbroken Neymar

  • FIFA World Cup: কান্নায় ভেঙে পড়া নেইমারকে সান্ত্বনা দিল ক্রোয়েশিয়ার এক খুদে ভক্ত, কে এই ছেলে?

    FIFA World Cup: কান্নায় ভেঙে পড়া নেইমারকে সান্ত্বনা দিল ক্রোয়েশিয়ার এক খুদে ভক্ত, কে এই ছেলে?

    মাধ্যম নিউজ ডেস্ক: পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে হারিয়ে শেষ চারে জায়গা পাকা করেছে ক্রোয়েশিয়া। স্বপ্নভঙ্গ নেইমারদের(Neymer)। ক্রোয়েশিয়ার বিপক্ষে ১-১ ব্যবধানে ড্রয়ের পর টাইব্রেকারে এসে হারতে হয়েছে সেলেকাওদের। ২০২২ কাতার বিশ্বকাপের (FIFA World Cup) কোয়ার্টার ফাইনালে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর মাঠেই কান্নায় ভেঙে পড়েছিলেন নেইমার। ক্যামেরায় ধরা পড়ে সেই ছবি। এবারই তার সম্ভাব্য শেষ বিশ্বকাপ।

    কিন্তু যখনই একরাশ দুঃখ বুকে করে মাঠ থেকে বেরিয়ে আসছিলেন নেইমার, ঠিক সেই সময় ধরা পড়ল এক অসাধারণ মুহূর্ত। ক্রোয়েশিয়ার জার্সি পরা দুই খুদে ছুটে আসল নেইমারের দিকে। নেইমারও খুদেকে দেখে জড়িয়ে ধরলেন। কিন্তু কে এই খুদে, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু হয়েছিল।

    আরও পড়ুন: কান্নায় ভাসলেন নেইমার! ব্রাজিলকে টাইব্রেকারে হারিয়ে শেষ চারে ক্রোয়েশিয়া

    ক্রোয়েশিয়ার জার্সি পরা খুদে নেইমারকে জানাল সমবেদনা…

    সেমি-ফাইনাল থেকে ছিটকে যাওয়ায় নিজের আবেগকে ধরে রাখতে পারেননি নেইমার। মাঠেই কান্নায় ভেঙে পড়েন তিনি। সেই সময়ে নেইমারকে তাঁর সতীর্থরা সান্ত্বনা দিচ্ছিলেন। আর সে সময়ই দৌড়তে দৌড়তে তাঁর দিকে এগিয়ে যায় দু’টি শিশু। তাদের গায়ে ছিল ক্রোয়েশিয়ার জার্সি। সেই সময়ে মাঠের মাঝখানে তাঁদের কাছে দাঁড়িয়েছিলেন দুই নিরাপত্তাকর্মী। ফলে ওই দুই শিশুকে নেইমারের দিকে এগিয়ে যেতে দেখলে তাদের আটকান নিরাপত্তাকর্মীরা। একটি শিশু একটু দূরে দাঁড়িয়ে যায়, তবে অন্য শিশুটি সাহস করে আরও একটু কাছে চলে যায়। খানিকটা দূর থেকেই ডাকে নেইমারকে। তার ডাকে সাড়া দিয়ে এগিয়ে আসেন নেইমার। আর তারপর তাকে জড়িয়ে ধরেন নেইমার।

    পরে জানা গিয়েছে, এই খুদে তার প্রিয় খেলোয়াড়কে সান্ত্বনা দিতেই মাঠে ছুটে গিয়েছিল। আর এই খুদে আর কেউ নন, ক্রোয়েশিয়ার তারকা ফুটবলার ইভান পেরিসিকের ছেলে লিয়োনার্দো। লিয়োনার্দো ক্রোয়েশিয়ার দলের সমর্থক হলেও, তার প্রিয় ফুটবলার নেইমার। তাই তো তাঁকে কাঁদতে দেখে ছুটে গিয়েছিল সে। নেইমারও তাঁকে বুকে জড়িয়ে নেন। কপালে চুম্বন করেন। ফলে ম্যাচে পরাজয়ের পরেও সব ব্যবধান ভুলে প্রতিপক্ষ দলের ফুটবলারের ছেলেকে কাছে টেনে নেন নেইমার। আর এই আবেগে ভরা মিষ্টি মুহূর্তই ঝড়ের বেগে ভাইরাল নেটদুনিয়ায়। অনেকে তাই হয়ত বলেন, ফুটবল এই কারণেই এত সুন্দর!

LinkedIn
Share