Tag: Heeraben Modi

Heeraben Modi

  • Heeraben Modi Death: প্রধানমন্ত্রীর মায়ের প্রয়াণে শোকাহত বলিউড, সমবেদনা জানালেন কঙ্গনা থেকে অক্ষয়

    Heeraben Modi Death: প্রধানমন্ত্রীর মায়ের প্রয়াণে শোকাহত বলিউড, সমবেদনা জানালেন কঙ্গনা থেকে অক্ষয়

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রয়াত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেন মোদি (Heeraben Modi Death)। বয়স হয়েছিল ১০০ বছর। শুক্রবার ভোর ৩.৩০ নাগাদ শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মাকে হারানোর খবর নিজেই ট্যুইট করে দেশবাসীকে জানান প্রধানমন্ত্রী। হীরাবেন মোদির প্রয়াণে রাজনৈতিক মহলের বিশিষ্ট জনেরা যেমন শ্রদ্ধাজ্ঞাপন করেছেন, ঠিক তেমনই মাতৃহারা মোদির প্রতি সমবেদনা জানিয়েছেন বি-টাউনের তারকারাও। কঙ্গনা রানাউত থেকে অনুপম খের, অক্ষয় কুমার, বিবেক অগ্নিহোত্রীর মত সেলেবরা সোশ্যাল মিডিয়ায় হীরাবেন মোদির আত্মার শান্তি কামনা করেছেন ও মোদির পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

    বলিউড তারকারা সোশ্যাল মিডিয়ায় লিখলেন শোকবার্তা

    অনুপম খেরের শোকপ্রকাশ

    মোদির মায়ের প্রয়াণে নিজের ট্যুইটে দুঃখপ্রকাশ করলেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা অনুপম খের। তিনি ট্যুইটে লেখেন, “প্রিয় প্রধানমন্ত্রী মোদিজি, আপনার মায়ের মৃত্যুতে খুবই ব্যথিত। আপনার জীবনে মায়ের স্থান কোনও দিন পূরণ হবে না। কিন্তু দেশের প্রতিটি মায়ের আশীর্বাদ আপনার সঙ্গে আছে। এই দেশের সুপুত্র আপনি। আমার মায়ের আশীর্বাদও আপনার সঙ্গে আছে।”

    অক্ষয় কুমারের শোকজ্ঞাপন

    অক্ষয় মোদির মায়ের প্রয়াণে শোকজ্ঞাপন করে ট্যুইটে লিখেছেন “মাকে হারানোর মত কষ্ট আর কিছু নেই। এই কঠিন পরিস্থিতিতে লড়াইয়ের জন্য ভগবান আপনাকে শক্তি দিক।”

    माँ को खोने से बड़ा दुख कोई नहीं. भगवान आपको इस दुख को सहने की शक्ति दे @narendramodi जी. ॐ शांति 🙏

    কঙ্গনা রানাউতের শোকপ্রকাশ

    বলিউড অভিনেত্রী কঙ্গনা তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে মোদিজি ও তাঁর মায়ের ছবি শেয়ার করে লিখেছেন, “এই কঠিন সময়ে ভগবান নরেন্দ্র মোদিকে ধৈর্য ও শান্তি দিক। ওম শান্তি।”

    অজয় দেবগনের সমবেদনা

    নরেন্দ্র মোদির মায়ের প্রয়াণে প্রধানমন্ত্রীর প্রতি সমবেদনা জানালেন অজয় দেবগন। তিনি ট্যুইটে লেখেন, “হীরাবেন মোদির মৃত্যুতে আমার আন্তরিক সমবেদনা। তিনি একজন সাধারণ, নীতিনির্ধারক মহিলা ছিলেন, যিনি আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদিজির মত একটি ভালো ছেলেকে বড় করেছেন। ওম শান্তি। আমাদের প্রধানমন্ত্রী এবং তাঁর পরিবারের প্রতি আমার ব্যক্তিগত সমবেদনা।”

    বিবেক অগ্নিহোত্রীর শোকপ্রকাশ

    নরেন্দ্র মোদির মায়ের মৃত্যুতে শোকস্তব্ধ ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর পরিচালক বিবেক অগ্নিহোত্রী। ট্যুইটে মাতৃহারা মোদির প্রতি সমবেদনা জানিয়েছেন বিবেক।

    আবার অভিনেতা সোনু সুদ, অভিনেত্রী স্বরা ভাস্কর, কমেডিয়ান কপিল শর্মাও হীরাবেন মোদির প্রয়াণে শোকজ্ঞাপন করেছেন।

  • Heeraben Modi: ‘মায়ের শূন্যতা পূরণ করা অসম্ভব’, হীরাবেন মোদির প্রয়াণে শোকপ্রকাশ রাষ্ট্রপতি, মন্ত্রী, নেতানেত্রীর

    Heeraben Modi: ‘মায়ের শূন্যতা পূরণ করা অসম্ভব’, হীরাবেন মোদির প্রয়াণে শোকপ্রকাশ রাষ্ট্রপতি, মন্ত্রী, নেতানেত্রীর

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রয়াত হলেন হীরাবেন মোদি (Heeraben Modi)। বয়স হয়েছিল ১০০ বছর। মাকে হারিয়ে শোকার্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। শুক্রবার ভোরে মৃত্যু হয় হীরাবেনের। এদিনই সকালে দিল্লি থেকে আহমেদাবাদে পৌঁছন প্রধানমন্ত্রী। সেখান থেকে পৌঁছন গান্ধীনগরের গ্রামের বাড়িতে। যোগ দেন মায়ের শেষকৃত্যে। মায়ের প্রয়াণের খবর নিজেই ট্যুইট করেন প্রধানমন্ত্রী। লেখেন, সুন্দর একটা শতাব্দী শেষে ভগবানের চরণে বিশ্রাম নিতে গিয়েছেন মা। প্রধানমন্ত্রীর মায়ের প্রয়াণে শোকপ্রকাশ করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সহ একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতানেত্রী।

    মা-ই হলেন…

    রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু লিখেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেনের ১০০ বছরের সংগ্রামের জীবন ভারতীয় আদর্শের প্রতীক…। আত্মার শান্তি কামনা করি। পরিবারের প্রতি সমবেদনা।

    কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লিখেছেন, মা-ই হলেন প্রথম বন্ধু ও শিক্ষক। তাঁকে হারানো নিঃসন্দেহে সব চেয়ে বড় যন্ত্রণা।


    প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং লিখেছেন, মায়ের শূন্যতা পূরণ করা অসম্ভব। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী অদিত্যনাথের ট্যুইট, মায়ের মৃত্যু এক অসহনীয় ও অপূরণীয় ক্ষতি।

    ট্যুইট-বার্তায় শোকজ্ঞাপন করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান, গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা।

    ট্যুইট-বার্তায় শোকজ্ঞাপন করেছেন কংগ্রেসের প্রাক্তন প্রেসিডেন্ট রাহুল গান্ধী। তিনি লিখেছেন, প্রধানমন্ত্রীর মা হীরাবেনের প্রয়াণের খবর খুবই দুঃখজনক। এই কঠিন সময়ে আমি তাঁকে ও তাঁর পরিবারকে আন্তরিক সমবেদনা ও ভালবাসা জানাচ্ছি। শোকপ্রকাশ করেছেন কংগ্রেসের বর্তমান প্রেসিডেন্ট মল্লিকার্জুন খাড়গেও।

     

    আরও পড়ুন: শেষযাত্রায় মায়ের দেহ নিজের কাঁধে তুলে নিলেন, মুখাগ্নি করলেন মোদি

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

  • Heeraben Modi: শেষযাত্রায় মায়ের দেহ নিজের কাঁধে তুলে নিলেন, মুখাগ্নি করলেন মোদি

    Heeraben Modi: শেষযাত্রায় মায়ের দেহ নিজের কাঁধে তুলে নিলেন, মুখাগ্নি করলেন মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: চোখ স্থির। চোয়াল শক্ত। ভগ্ন হৃদয়ে মায়ের দেহ নিজের কাঁধে বহন করলেন নরেন্দ্র মোদি। শুক্রবার সকালে মাতৃবিয়োগ হয় প্রধানমন্ত্রীর। ১০০ বছর বয়সে মারা যান মা হীরাবেন। বিগত কয়েকদিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। মাতৃবিয়োগের খবর, নিজেই ট্যুইট করে জানান প্রধানমন্ত্রী। তারপরই, সকালেই পৌঁছে যান আহমেদাবাদে। আজই গান্ধীনগরে সম্পন্ন হয় মা হীরাবেনের শেষকৃত্য। 

    মায়ের শেষযাত্রা

    এদিন প্রধানমন্ত্রীকে দেখা যায় আহমেদাবাদে মায়ের দেহ কাঁধে করে নিয়ে ভাইয়ের বাড়ি থেকে বেরোতে। তাঁর পাশে এবং পিছনে পরিবার, আত্মীয়স্বজনরা। এরপর, হীরাবেনের দেহ তোলা হয় একটি শববাহী গা়ড়িতে। সেখানেও উঠতে দেখা যায় খোদ প্রধানমন্ত্রীকে। পরে, মায়ের দেহ নিয়ে প্রধানমন্ত্রীর কনভয় রওনা দেয় গান্ধীনগরের দিকে। সেখানেই তাঁর শেষকৃত্য হয়। ভাই প্রহ্লাদকে সঙ্গে নিয়ে মায়ের মুখাগ্নি করেন নরেন্দ্র মোদি।

    গত মঙ্গলবার আচমকা অসুস্থ হওয়ায় হীরাবেনকে আহমেদাবাদের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই এদিন সকালে তিনি মারা যান। একটি আবেগঘন পোস্টের মাধ্যমে মায়ের মৃত্যুর খবর ট্যুইট করেন প্রধানমন্ত্রী। হীরাবেনের মৃত্যুতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ দেশের বিভিন্ন রাজনৈতিক নেতারা শোকবার্তা প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রীর মাতৃবিয়োগে শোকবার্তা প্রকাশ করেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।


    কর্মে অবিচল

    এদিন একগুচ্ছ পূর্ব-নির্ধারিত কর্মসূচি নিয়ে পশ্চিমবঙ্গে এক ঝটিকা সফরে আসার কথা ছিল প্রধানমন্ত্রীর। বন্দে ভারতের সূচনা থেকে হেস্টিংসে গঙ্গা পরিষদের বৈঠকে যোগ দেওয়ার কথা ছিল তাঁর। কিন্তু, মায়ের আকস্মিক প্রয়াণে রাজ্য সফর বাতিল করেন মোদি। তবে, আহমেদাবাদ থেকেই ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সেখান থেকেই সবুজ পতাকা নাড়িয়ে রাজ্যের প্রথম বন্দে ভারত এক্সপ্রেসের শুভ সূচনা করেন। গঙ্গা কাউন্সিলের বৈঠক সহ একাধিক কর্মসূচিতেও অংশ নেন।

  • Heeraben Modi: প্রয়াত নরেন্দ্র মোদির মা হীরাবেন মোদি, মাতৃবিয়োগের খবর ট্যুইটে জানালেন প্রধানমন্ত্রী

    Heeraben Modi: প্রয়াত নরেন্দ্র মোদির মা হীরাবেন মোদি, মাতৃবিয়োগের খবর ট্যুইটে জানালেন প্রধানমন্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রয়াত হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেন মোদি (Heeraben Modi)। বয়স হয়েছিল ১০০ বছর। গত মঙ্গলবার আচমকা অসুস্থ বোধ করায় তাঁকে আহমেদাবাদের ইউএন মেহতা হাসপাতালের কার্ডিওলজি অ্যান্ড রিসার্চ সেন্টারে ভর্তি করা হয়। সেখানেই শুক্রবার সকালে আচমকা শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। এদিন সকালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রধানমন্ত্রীর মা হীরাবেন।

    আবেগঘন পোস্ট প্রধানমন্ত্রীর

    মাতৃবিয়োগের (Heeraben Modi) খবর নিজেই ট্যুইট করে জানিয়েছেন প্রধানমন্ত্রী (PM Modi)। মায়ের মৃত্যুতে তিনি একটি আবেগঘন পোস্ট করেন। প্রধানমন্ত্রী ট্যুইটে লেখেন, ‘‘ঈশ্বরের চরণে থামল একটি গৌরবময় শতাব্দী। মায়ের মধ্যে আমি সর্বদা ত্রিমূর্তিকে অনুভব করেছি, যাঁর মধ্যে একজন তপস্বীর যাত্রা, নিঃস্বার্থ কর্মযোগীর প্রতীক এবং মূল্যবোধের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ জীবন।’’

    অপর একটি ট্যুইটে মোদি লিখেছেন, ‘‘শততম জন্মদিনে যখন মায়ের সঙ্গে দেখা করেছিলাম তখন তিনি বলেছিলেন, ‘কাজ করো বুদ্ধি দিয়ে এবং জীবন যাপন করো শুদ্ধ ভাবে।’’

    পূর্বনির্ধারিত কর্মসূচি ভার্চুয়াল মাধ্যমে

    এদিনই আহমেদাবাদ যান প্রধানমন্ত্রী মোদি (Modi)। শুক্রবারই গান্ধীনগরে হীরাবেনের শেষকৃত্য সম্পন্ন হয়। কলকাতায় প্রধানমন্ত্রীর এদিন বেশ কিছু কর্মসূচি ছিল। এর মধ্যে মাতৃবিয়োগ হওয়ায়সেগুলিতে সশরীরে থাকতে না পারলেও ভিডিও কনফারেন্সের মাধ্যমেও উপস্থিত ছিলেন কর্মে অবিচল প্রধানমন্ত্রী।

     

  • PM Modi: কর্মে বিরতি নয়, ভার্চুয়ালি থাকবেন রাজ্যের সব অনুষ্ঠানে! মায়ের শেষযাত্রায় প্রধানমন্ত্রী

    PM Modi: কর্মে বিরতি নয়, ভার্চুয়ালি থাকবেন রাজ্যের সব অনুষ্ঠানে! মায়ের শেষযাত্রায় প্রধানমন্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: মা ছিলেন তাঁর অনুপ্রেরণা। মায়ের মধ্যেই ঈশ্বরকে দেখেছিলেন। মা বরাবর তাঁকে কাজকেই প্রাধান্য দিতে বলেছেন। তাই মায়ের মৃত্যুর পরও কাজ বিরতি নিলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মায়ের শেষযাত্রায় অংশ নেওয়ার পরই ভার্চুয়ালি সরকারি কর্মসূচিতে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর দফতর থেকে এই খবর জানানো হয়েছে। দেশের প্রতি নিষ্ঠা, দেশবাসীর প্রতি কর্তব্য এবং রাষ্ট্রধর্ম পালন, প্রধানমন্ত্রী হিসেবে বার বার সেই দৃষ্টান্ত স্থাপন করেছেন নরেন্দ্র মোদি। এবারও তার ব্যতিক্রম নয়।

    ভার্চুয়ালি কাজে যোগ

    প্রসঙ্গত আজ সরকারি বেশ কিছু কর্মসূচি নিয়ে ঝটিকা সফরে কলকাতা আসার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত বন্দে ভারত এক্সপ্রেস উদ্বোধন করা ছাড়াও বেশ কিছু প্রকল্পের উদ্বোধনের কথা ছিল হাওড়া স্টেশন থেকে। হাওড়ায় অনুষ্ঠানের পরে শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্টের অনুষ্ঠানে অংশ নেওয়ার কথাও ছিল তাঁর। তবে শতায়ু মায়ের প্রয়াণের খবরে সকালবেলাতেই তিনি আহমেদাবাদের উদ্দেশ্যে রওনা হন। কিন্তু প্রধানমন্ত্রীর দফতর থেকে জানানো হয়, মাতৃবিয়োগ সত্ত্বেও ‘কর্মে’ বিরতি নয়! ভার্চুয়ালি কলকাতার একগুচ্ছ অনুষ্ঠানে থাকবেন মোদি। সবকটি অনুষ্ঠানই তার পূর্বনির্ধারিত সূচি মেনেই হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাতে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে যোগ দেবেন। ট্যুইটারে এদিন মোদি লেখেন, ‘শততম জন্মদিনে যখন দেখা করেছিলাম, তখন মা একটা কথা বলেছিলেন। যা আমি চিরকাল মনে রাখব। মা বলেছিলেন, “বুদ্ধি দিয়ে কাজ কর, পবিত্রতার সঙ্গে জীবনযাপন কর।” মায়ের সেই আদেশ পালন করে চলেছেন তিনি। মাতৃবিয়োগ সত্ত্বেও দেশের প্রতি দায়িত্ব বজায় রাখছেন। 

    আরও পড়ুন: প্রয়াত নরেন্দ্র মোদির মা হীরাবেন মোদি, মাতৃবিয়োগের খবর ট্যুইটে জানালেন প্রধানমন্ত্রী

    শেষযাত্রায় মোদি

    বরাবরই মায়ের জীবনকেই অনুপ্রেরণা হিসেবে দেখেছেন নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী হওয়ার পর নিজের বাসভবন ঘুরিয়ে দেখিয়েছিলেন মাকে। যখনই গুজরাটে গিয়েছেন, মায়ের সঙ্গে সময় কাটিয়েছেন। বিভিন্ন অনুষ্ঠানে মাকে নিয়ে কথা বলতে গিয়ে চোখ ভিজে গিয়েছে তাঁর। মায়ের মৃত্যুর পর শোকবার্তাতেও সেই ভাব প্রকাশিত। সকালে মায়ের চলে যাওয়ার খবর নিজেই দিয়েছেন সকলকে। তারপর দিল্লি থেকে সোজা গান্ধীনগরে পৌঁছে গিয়েছেন। ভাইয়ের বাড়ি থেকে শেষযাত্রায় অংশ নিয়েছেন। কাঁধে বয়েছেন, মায়ের দেহ। ছিলেন শববাহী শকটেও। 

  • Heeraben Modi: দ্রুত সুস্থ হচ্ছেন প্রধানমন্ত্রীর মা, হাসপাতাল থেকে কবে ছাড়া পাবেন জানেন?  

    Heeraben Modi: দ্রুত সুস্থ হচ্ছেন প্রধানমন্ত্রীর মা, হাসপাতাল থেকে কবে ছাড়া পাবেন জানেন?  

    মাধ্যম নিউজ ডেস্ক: ক্রমেই সুস্থ হয়ে উঠছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi) মা হীরাবেন মোদি (Heeraben Modi)। সংশ্লিষ্ট হাসপাতাল ও গুজরাট সরকার সূত্রে খবর, চিকিৎসায় সাড়া দিচ্ছেন প্রধানমন্ত্রীর শতায়ু মা। ক্রমশ তাঁর স্বাস্থ্যের উন্নতি হচ্ছে। নতুন করে কোনও সমস্যা দেখা না দিলে দু এক দিনের মধ্যেই তাঁকে ছেড়ে দেওয়া হবে হাসপাতাল (Hospital) থেকে।

    হীরাবেন…

    মঙ্গলবার রাতে অসুস্থ হয়ে পড়ায় আহমেদাবাদের ইউএন মেহতা ইনস্টিটিউট অফ কার্ডিওলজি অ্যান্ড রিসার্চ সেন্টারে ভর্তি করা হয় প্রধানমন্ত্রীর মা হীরাবেনকে। সেদিন হাসপাতালের তরফে প্রধানমন্ত্রীর মায়ের সম্পর্কে বিশেষ কিছু জানানো হয়নি। বুধবার জানানো হয়েছিল, হীরাবেনের শারীরিক অবস্থা স্থিতিশীল। বৃহস্পতিবার জারি করা এক বিবৃতিতে গুজরাট সরকার জানায়, প্রধানমন্ত্রীর মায়ের স্বাস্থ্যের উন্নতি হচ্ছে। তাঁকে দু তিন দিনের মধ্যেই হাসপাতাল থেকে ছুটি দেওয়া হতে পারে। গুজরাটের মুখ্যমন্ত্রীর দফতর থেকে জারি করা ওই বিবৃতিতে লেখা হয়েছে, হীরাবেনের স্বাস্থ্য এখন ভাল। দ্রুত সুস্থ হয়ে উঠছেন তিনি। দু একদিনের মধ্যেই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে তাঁকে। সরকারের তরফে এও জানানো হয়েছে, বুধবার রাতেই স্বাভাবিক খাবার খেতে শুরু করেছেন প্রধানমন্ত্রীর মা হীরাবেন (Heeraben Modi)।

    আরও পড়ুন: কালই শহরে মোদি! জেনে নিন প্রধানমন্ত্রীর সফরসূচির পরিবর্তিত সময়

    প্রসঙ্গত, মায়ের অসুস্থতার খবর পেয়ে বুধবার বিকেলে দিল্লি থেকে গুজরাটে চলে আসেন প্রধানমন্ত্রী। মায়ের কাছে ঘণ্টাখানেক কাটিয়ে ফের উড়ান ধরেন দিল্লির। তার আগে প্রধানমন্ত্রী কথা বলেন, তাঁর মায়ের চিকিৎসার দায়িত্বে থাকা চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে। জানা গিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছোট ভাই পঙ্কজ মোদির সঙ্গেই থাকেন হীরাবেন। গান্ধীনগরের কাছে রায়সান গ্রামে তাঁদের বাড়ি। সেই বাড়িতেই ছোট ছেলের সঙ্গে থাকেন হীরাবেন (Heeraben Modi)।  এদিন আবেগঘন ট্যুইট করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। দেন পাশে থাকার আশ্বাস। 


    এদিকে, প্রধানমন্ত্রীর মায়ের দ্রুত সুস্থতা কামনায় দেশজুড়ে চলছে পুজোআচ্চা। কাশীতে চলছে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ। বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হচ্ছে হবনও। প্রধানমন্ত্রীর মায়ের দ্রুত আরোগ্য কামনা করছেন বিজেপির নেতা-কর্মী-সমর্থকরাও। চলতি বছরের জুন মাসে ৯৯ পূর্ণ করে ১০০ বছরে পা দিয়েছেন প্রধানমন্ত্রীর মা হীরাবেন। তাঁর অসুস্থতার খবর পেয়ে হাসপাতালে ভিড় করেন গুজরাট বিজেপির একাধিক নেতা-নেত্রীও।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Heeraben Modi: হাসপাতালে ভর্তি হীরাবেন, অসুস্থ মাকে দেখতে গুজরাট পৌঁছলেন নরেন্দ্র মোদি

    Heeraben Modi: হাসপাতালে ভর্তি হীরাবেন, অসুস্থ মাকে দেখতে গুজরাট পৌঁছলেন নরেন্দ্র মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: হাসপাতালে ভর্তি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেন মোদি। সংবাদমাধ্যম সূত্রে খবর, তাঁকে গুজরাটের আহমেদাবাদের ইনস্টিটিউট অফ কার্ডিয়োলজি অ্যান্ড রিসার্চ সেন্টারে ভর্তি করা হয়েছে। এবছর শতবর্ষ অতিক্রম করেছেন হীরাবেন। চলতি মাসের শুরুতেই মায়ের সঙ্গে দেখা করেছিলেন প্রধানমন্ত্রী। গুজরাটের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণের আগেরদিন সন্ধ্যায় গান্ধীনগরে মায়ের সঙ্গে দেখা করেন তিনি।

    হাসপাতালের তরফে বুধবার একটি বিবৃতি জারি করে জানানো হয়েছে, তাঁর শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। তবে হীরাবেনের অসুস্থতা ও শারীরিক পরিস্থিতি সম্পর্কে এর বাইরে আর কোনও তথ্য প্রকাশ করেনি হাসপাতাল। সূত্রের খবর, বয়স জনিত কারণে অসুস্থ হয়ে পড়েন তিনি। আহমেদাবাদের একটি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। বুধবার সকাল থেকেই বিজেপির একাধিক নেতা পৌঁছে গিয়েছেন হাসপাতালে। হীরাবেন মোদির শারীরিক অবস্থার খবর নিয়েছেন তাঁরা। 

    তবে, পরিবার সূত্রে জানানো হয়েছে উদ্বেগের কোনও কারণ নেই। এর আগেও একাধিকবার তাঁকে একইভাবে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। এদিকে মায়ের অসুস্থতার খবর পেয়ে সব কর্মসূচি বাতিল করে আহমেদাবাদ পৌঁছলেন প্রধানমন্ত্রী মোদি। গুজরাট প্রশাসন সূত্রে খবর, বিমানবন্দরে নেমেই আহমেদাবাদের ইউএন মেহতা ইনস্টিটিউট অফ কার্ডিয়োলজি অ্যান্ড রিসার্চ সেন্টারে পৌঁছন মোদি।

    গত জুনে হীরাবেন মোদি ১০০ বছর অতিক্রম করেছেন। মায়ের একশো বছরের জন্মদিনে গান্ধীনগরের বাড়িতে যান প্রধানমন্ত্রী ছেলে। শতায়ু মায়ের পাও ধুয়ে দেন নরেন্দ্র মোদি। হীরাবেন বর্তমানে নরেন্দ্র মোদির ভাই পঙ্কজ মোদির সঙ্গে থাকেন।

    আরও পড়ুন: রাজ্যে সঠিকভাবে নষ্ট করা হয় না মেডিক্যাল বর্জ্য, অভিযোগ স্বাস্থ্য দফতরের বিরুদ্ধে 

    প্রসঙ্গত, গতকাল, অর্থাৎ, মঙ্গলবারই দুর্ঘটনার কবলে পড়েন নরেন্দ্র মোদির আরেক ভাই প্রহ্লাদ মোদি। মঙ্গলবার নিজের ছেলে, বউমা ও নাতির সঙ্গে বন্দিপুর যাচ্ছিলেন প্রহ্লাদ মোদি। সেই সময়ই কর্নাটকের মহীসুরুর কাছে তাঁদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে। সকলকেই হাসপাতালে ভর্তি করা হয়। আপাতত সকলেই সুস্থ রয়েছেন। এরই মাঝে ফের বিপদে মোদি পরিবার।  

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

LinkedIn
Share