Tag: higher secondary examination

higher secondary examination

  • Murshidabad: দৃষ্টিহীন হয়েও উচ্চ মাধ্যমিকে ৪১২ নম্বর পেয়ে সফল রিয়া রায়

    Murshidabad: দৃষ্টিহীন হয়েও উচ্চ মাধ্যমিকে ৪১২ নম্বর পেয়ে সফল রিয়া রায়

    মাধ্যম নিউজ ডেস্ক: দৃষ্টিহীনদের লেখাপড়ার স্বার্থে লুই ব্রেইল যে পদ্ধতি আবিষ্কার করেছিলেন, সেই পদ্ধতিতে পরীক্ষা দিয়ে সফল হলেন মুর্শিদাবাদের (Murshidabad) বহরমপুর কান্তনগরের এক কাপড় ব্যবসায়ীর জ্যেষ্ঠ কন্যা রিয়া রায়।

    মুর্শিদাবাদে (Murshidabad) কীভাবে পড়াশুনা করত রিয়া

    রিয়া প্রমাণ করলেন, মনের জোর থাকলে সমস্ত কিছুই সম্ভব। শারীরিক প্রতিবন্ধকতা যে কোনও রূপ বাধা সৃষ্টি করতে পারে না, আবারও প্রমাণ করলেন লিপিকা গার্লস মেমোরিয়াল স্কুলের (Murshidabad) ছাত্রী রিয়া রায়। এবার তিনি উচ্চ মাধ্যমিকে ব্রেইল পদ্ধতিতে ৪১২ নম্বর পেয়েছেন। তাঁর গ্রেড এ প্লাস। বিভিন্ন বিষয়ে প্রাপ্ত নম্বরগুলি হল ইংরেজিতে ৮৫, রাষ্ট্রবিজ্ঞানে ৮৫, ইতিহাসে ৮৬, সংস্কৃতে ৮০ এবং বাংলায় ৭৪। রিয়া আরও জানিয়েছেন, একজন ছাত্রীকে প্রচণ্ড অনুশীলন, কঠোর পরিশ্রম এবং উদ্দেশ্যকে সুস্থির রেখে পড়াশুনা করতে হয়। রিয়ার বাবা বিশ্বনাথ রায় একজন কাপড় ব্যবসায়ী এবং মা জবা রায় গৃহিণী। রিয়া এরকম রেজাল্ট করার জন্য তাঁর স্কুলের সমস্ত শিক্ষিকা এবং বাবা-মায়ের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানিয়েছেন। আরও বলেন,, আজ এই দিনে যদি লিপিকা গার্লস মেমোরিয়াল স্কুল এবং আমার বন্ধুবান্ধব না থাকত, তাহলে আমি এই জায়গায় পৌঁছাতে পারতাম না। বিশ্ব প্রতিবন্ধী দিবসে সপ্তাহ ব্যাপী উদযাপনের অনুষ্ঠানে রিয়া কন্যাশ্রী প্রকল্পের কন্যাশ্রী আবৃত্তি করে এলাকায় সুনাম অর্জন করেছিলেন। রিয়া রায় পড়াশুনোর পাশাপাশি কবিতা আবৃতি এবং গান করতে খুব ভালোবাসেন। আগামিদিনে পড়াশোনা করে অধ্যাপক হতে চান।

    স্কুলের শিক্ষিকা এবং অভিভাবকের প্রতিক্রিয়া

    রিয়া রায় সম্পর্কে লিপিকা গার্লস মেমোরিয়ালের প্রধান (Murshidabad) শিক্ষিকা শালিনী মুখোপাধ্যায় বলেন, মনের জোর থাকলে সবকিছু জয় করা যায়। আর তার চাক্ষুষ প্রমাণ আজকের রিয়া রায়। তিনি আরও বলেন, রিয়া আমাদের প্রজন্মের কাছে একটি বার্তা, কোনও কিছুতেই সে হার মানে না। আর সেই জন্যই তার ফলস্বরূপ আজ রিয়া উচ্চমাধ্যমিকে এই ফল পেয়েছে। রিয়ার এই রেজাল্টে স্কুলের প্রধান শিক্ষিকা সহ সমস্ত শিক্ষিকারা উচ্ছ্বসিত। সেই সঙ্গে বাবা বিশ্বনাথ রায় জানিয়েছেন, মেয়ের পড়াশুনার জন্য সব রকম সহযোগিতা আমরা করব। ওর স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য আমরা সব সময় ওর সঙ্গে আছি। রিয়ার জন্য সকলের কাছে আশীর্বাদ কামনা করি। দৃষ্টিহীন ছাত্রী উচ্চ শিক্ষার জন্য সকল প্রতিবন্ধকতাকে কীভাবে অতিক্রম করে এগিয়ে যাবে, তাই এখন দেখার।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Nadia: ছেলের থেকে মা ৪০ নম্বর বেশি পেয়ে পাশ করলেন উচ্চ মাধ্যমিক পরীক্ষায়

    Nadia: ছেলের থেকে মা ৪০ নম্বর বেশি পেয়ে পাশ করলেন উচ্চ মাধ্যমিক পরীক্ষায়

    মাধ্যম নিউজ ডেস্ক: ইচ্ছা আর মনের জোর থাকলে সবকিছুই সম্ভব, আরো একবার প্রমাণ করে দিলেন নদীয়ার (Nadia) লতিকা এবং সৌরভ। মা এবং ছেলে একসঙ্গে উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়ে পাস করে সকলের নজর কাড়লেন। উচ্চ মাধ্যমিকের মায়ের প্রাপ্ত নম্বর ৩২৪ এবং ছেলের প্রাপ্য নম্বর ২৮৪। উচ্ছ্বসিত পরিবার। 

    নদীয়ার (Nadia) লতিকা কি ভাবে পড়াশুনা করতেন?

    নদীয়ার (Nadia) শান্তিপুর থানার নৃসিংহপুর নতুন সরদারপাড়া এলাকার বাসিন্দা লতিকা মন্ডল। বর্তমানে তাঁর দুই মেয়ে ও একটি ছেলে। মেয়েরা বর্তমানে কলেজের ছাত্রী। লতিকা মন্ডলের বর্তমান বয়স চল্লিশের কাছাকাছি। ছোট থেকেই আশা ছিল পড়াশোনা করে কিছু করার। কিন্তু আর্থিক অনটন এবং পারিবারিক সমস্যার কারণে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ার পর, পড়াশোনা ছেড়ে দিতে বাধ্য হন। এরপরে হাজারো চেষ্টার করেও তিনি পড়াশোনা এগিয়ে যেতে পারেন নি। বাড়ি থেকে লতিকাকে দেখাশোনা করেই বিয়ে দেওয়া হয়। প্রায় ১৯ বছর আগে বিয়ে হয়েছিল লতিকার। বড় মেয়ে এখন কলেজের গণ্ডিতে পা দিয়েছে। লতিকার নতুন করে ইচ্ছা হয় যে, তিনি পড়াশোনা করবেন। এর পরেই প্রতিবেশীর সাহায্যে তিনি রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে মাধ্যমিকে ভর্তি হন। মাধ্যমিকের গণ্ডি পার হয়ে লতিকা মন্ডল ভর্তি হন নৃসিংহপুর উচ্চ বিদ্যালয়ে। আর তখন থেকেই মা ও ছেলে সৌরভ একই ক্লাসে পড়তেন এবং তাঁরা বাড়িতেও একই সঙ্গে নিয়মিত পড়াশোনা করতে বসতেন। নিজের সংসার সামলে পাশাপাশি প্রতিবেশী মানুষের বিভিন্ন কটুক্তি সহ্য করেও পড়াশোনা চালিয়ে যেতেন সৌরভ এবং লতিকা।

    পরীক্ষার ফল প্রকাশের পর লতিকার প্রতিক্রিয়া

    গতকাল উচ্চ মাধ্যমিকের ফল বেরোনোর পর ইন্টারনেটের মাধ্যমে জানা যায়, ছেলে এবং মা দুজনেই পাস করেছে। তবে মা লতিকা মন্ডল, ছেলের থেকে ৪০ নম্বর বেশি পেয়েছেন। এ বিষয়ে লতিকা মন্ডল বলেন, আমি ছেলের মুখ থেকে জানতে পারি যে আমরা দুজনেই পাস করেছি। আমি যে ৪০ নম্বর বেশি পেয়েছি, সেটা ছেলে বেশি পেলেই হয়তো ভাল হতো এবং তাতে আমি আরও বেশি খুশি হতাম। আগামী দিনে উচ্চ শিক্ষায় আরও পড়াশোনা চালিয়ে যেতে চান বলেই  জানিয়েছেন  লতিকা মন্ডল (Nadia)।

    ছেলের প্রতিক্রিয়া

    তবে নিজে কম নম্বর পেয়েও মায়ের সাফল্যে যথেষ্ট খুশি ছেলে সৌরভ মন্ডল। তিনি আরও বলেন, মা এত ভালো ফলাফল করেছে, এতে আমি মোটেও দুঃখিত নই। আমরা একসঙ্গে পড়াশোনা করে আগামী দিনে আরও উচ্চশিক্ষিত হতে চাই। শিক্ষাকেই জীবনের সম্পদ মনে করে শান্তিপুরের (Nadia) মা ও ছেলে এগিয়ে যাবেন বলে অঙ্গিকার করেছেন।  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Bhangar: ভাঙড়ে তৃণমূলের মিছিলের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের পুলিশের! কেন জানেন?

    Bhangar: ভাঙড়ে তৃণমূলের মিছিলের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের পুলিশের! কেন জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: চলছে একাদশ ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা। বোর্ড পরীক্ষা চলাকালীন কোনও রাজনৈতিক কর্মসূচিতে অনুমতি দেয় না প্রশাসন। অভিযোগ, প্রশাসনের অনুমতি ছাড়াই বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে (Bhangar) মৌন মিছিল করে তৃণমূল কংগ্রেস (TMC)। মিছিলে উপস্থিত ছিলেন ভাঙড় বিধানসভার তৃণমূলের পর্যবেক্ষক তথা ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা, তৃণমূল নেতা আরাবুল ইসলাম ও কাইজার আহমেদ। প্রশাসনের অনুমতি ছাড়া মিছিল করায় তৃণমূলের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করল পুলিশ।

    ভাঙড়ের (Bhangar) মিছিল নিয়ে পুলিশের বক্তব্য…

    পুলিশের বক্তব্য, নামেই মৌন মিছিল, মিছিল থেকে মাঝে মধ্যেই উচ্ছ্বাস প্রকাশ করেছেন তৃণমূল নেতা-কর্মী-সমর্থকরা। উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন দীর্ঘক্ষণ বাসন্তী হাইওয়ের মতো ব্যস্ত সড়ক অবরুদ্ধ করে মিছিল করা হয় বলে অভিযোগ। তার জেরেই স্বতঃপ্রণোদিত মামলা দায়ের পুলিশের। ভাঙড় (Bhangar) আইএসএফের (ISF) শক্ত ঘাঁটি। এখানকার বিধায়ক আইএসএফের নওশাদ সিদ্দিকি ফুরফুরা শরিফের পিরজাদার পরিবারের সদস্য। রবিবার এই ফুরফুরা শরিফে গিয়ে চোর চোর স্লোগান শুনতে হয় তৃণমূলের সওকত মোল্লাকে। অভিযোগ, তিনি যখন পিরজাদা ত্বহা সিদ্দিকির সঙ্গে দেখা করে ফুরফুরা মাজার শরিফ এলাকায় ঘুরছিলেন, তখন একদল লোক তাঁকে দেখে চোর চোর বলে চিৎকার করতে থাকেন। এরই প্রতিবাদে বৃহস্পতিবার ভাঙড়ে মৌন মিছিলের ডাক দেন সওকত।

    আরও পড়ুুন: ২০১৮ সালে বিজেপি প্রার্থীর ‘কপালে পিস্তল ঠেকিয়ে’ মনোনয়ন প্রত্যাহার করিয়েছিলেন শান্তনু!

    এর প্রতিবাদ করেন ভাঙড়ের বিধায়ক। তাঁর প্রশ্ন, পুলিশ কীভাবে এই মিছিলের অনুমতি দিল? পুলিশের বক্তব্য, ২১ জানুয়ারি হাতিশালায় (Bhangar) তৃণমূল-আইএসএফের মধ্যে খণ্ডযুদ্ধ হয়। তার জেরে আইন শৃঙ্খলার অবনতি হয়েছিল। সেই বিষয়টি মাথায় রেখেই অনুমতি দেওয়া হয়নি তৃণমূলের কর্মসূচিতে। তা সত্ত্বেও বৃহস্পতিবার বিকেলে ভাঙড়ের রড়ালি থেকে ঘটকপুকুর পর্যন্ত মিছিল করে তৃণমূল। তার পরেই ভাঙড় থানার পক্ষ থেকে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করা হয় পুলিশের তরফে। বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত সুপার মাকসুদ হাসান বলেন, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। মিছিলের উদ্যোক্তা তৃণমূল নেতা সওকত বলেন, মিছিলের অনুমতি আমরা চেয়েছিলাম। পুলিশ তা দেয়নি। মৌন মিছিল করার কথা ছিল। সেটাই হয়েছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share