Tag: Himachal Pradesh election

Himachal Pradesh election

  • Himachal Pradesh Election: হিমাচলে মুখ্যমন্ত্রীর পদের জন্য একাধিক দাবিদার, অস্বস্তিতে হাত শিবির

    Himachal Pradesh Election: হিমাচলে মুখ্যমন্ত্রীর পদের জন্য একাধিক দাবিদার, অস্বস্তিতে হাত শিবির

    মাধ্যম নিউজ ডেস্ক: গুজরাটে ভরাডুবির মাঝেও হিমাচল প্রদেশে মুখ বাঁচিয়ে রাখতে পারল হাত শিবির। ৬৮ আসনের হিমাচল বিধানসভায় কংগ্রেসের ঝুলিতে এসেছে ৪০ টি আসন। অর্থাৎ এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। অন্যদিকে, বিজেপি জিতেছে ২৫ টি আসনে। কিন্তু জয়ী হয়েও শান্তি নেই হাত শিবিরে। মুখ্যমন্ত্রীর পদ নিয়ে তৎপরতা শুরু হয়ে গিয়েছে কংগ্রেসের অন্দরে। মুখ্যমন্ত্রীর পদে কাকে দেখা যাবে, এই নিয়ে বেশ জল্পনা শুরু হয়েছে। ফলে এক পদের জন্য একাধিক দাবিদার।

    হিমাচলের মুখ্যমন্ত্রীর পদের জন্য একাধিক নাম

    জয় আসার পরেই মুখ্যমন্ত্রীর পদের জন্য দাবিদার হিসাবে মুখ খুলেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বীরভদ্র সিং-এর স্ত্রী প্রতিভা সিং। তিনি বলেন, “প্রাক্তন মুখ্যমন্ত্রী বীরভদ্রের মুখ চেয়েই ভোট দিয়েছেন রাজ্যবাসী।” ফলে তিনি সরাসরি না বললেও তিনি যে মুখ্যমন্ত্রী পদের দাবিদার সেই ইঙ্গিতও দিয়েছেন তিনি। কিন্তু পরে তিনি জানিয়েছেন, বিধায়কদের মতামত এবং হাইকমান্ডের সিদ্ধান্তেই মুখ্যমন্ত্রী পদের জন্য উপযুক্ত কাউকে নির্বাচন করা হবে।

    শুধু প্রতিভা নন, এই পদের জন্য নাম উঠে এসেছে, ৩ বারের বিধায়ক সুখবিন্দর সিংহ সুখু। এ বারের নির্বাচনে তিনি নাদৌন থেকে লড়েছেন তিনি। আবার মুকেশ অগ্নিহোত্রীর নামও উঠতে শুরু করেছে। সূত্রের খবর অনুযায়ী, মুকেশের সঙ্গে বীরভদ্রের পরিবারের সম্পর্ক ভাল। কিন্তু সুখুর সঙ্গে বীরভদ্রের পরিবারের তেমন ভালো সম্পর্ক নেই। আবার এই পদের জন্য লড়াইয়ে নাম উঠে এসেছে ঠাকুর কল সিং-এর। তিনি হিমাচল কংগ্রেসের প্রবীণতম নেতা। দারাং বিধানসভা কেন্দ্র থেকে ৮ বারের বিধায়ক।

    আবার মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে পিছিয়ে নেই আশা কুমারীও। ৬ বারের ডালহৌসির বিধায়ক আশা কুমারীকে পাঞ্জাব কংগ্রেসের দায়িত্ব দিয়েছে দল। এছাড়াও হর্ষবর্ধন চৌহান এবং রাজেশ ধর্মানির নামও উঠে আসছে মুখ্যমন্ত্রীর পদের জন্য। হর্ষবর্ধন আবার রাহুল গান্ধীর ঘনিষ্ঠ বলে পরিচিত।

    মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে একাধিক মুখ। শেষপর্যন্ত এই দৌড়ে কে এগিয়ে আসতে পারে ও মুখ্যমন্ত্রীর পদে কে বসতে পারে, তারই অপেক্ষায় হিমাচলবাসী। কংগ্রেসের জয়ের পরেও সবথেকে বড় চ্যালেঞ্জ এটাই হয়ে দাঁড়িয়েছে যে, কাকে মুখ্যমন্ত্রী করা হবে। ফলে এতে দলের অস্বস্তি বেড়েছে বলেই মনে করছে রাজনৈতিক দল। শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীর মুখ হিসেবে কাকে বেছে নেওয়া হবে, তা নিয়ে জোর চর্চা চলছে কংগ্রেসের অন্দরে। 

    কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বার্তা

    অন্যদিকে, এদিন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে হিমাচল প্রদেশের সাধারণ মানুষের উদ্দেশ্যে বলেন, “আমরা হিমাচল প্রদেশ নির্বাচনে জিতেছি। আমি হিমাচলের জনগণসহ আমাদের সমস্ত কর্মী ও নেতাদের ধন্যবাদ জানাতে চাই কারণ তাঁদের প্রচেষ্টার কারণে এই ফলাফল এসেছে। আমি প্রিয়াঙ্কা গান্ধীকে ধন্যবাদ জানাতে চাই। রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রাও এতে আমাদের সাহায্য করেছে। সোনিয়া গান্ধীর আশীর্বাদও আছে আমাদের সঙ্গে। আমাদের পর্যবেক্ষকরা এবং ভারপ্রাপ্ত কংগ্রেস সম্পাদকরা হিমাচল প্রদেশ যাচ্ছেন এবং তাঁরা সিদ্ধান্ত নেবেন কখন রাজ্যপালের সঙ্গে দেখা করবেন এবং বিজয়ী কংগ্রেস বিধায়কদের নিয়ে বৈঠক ডাকবেন।

  • Exit Poll: গুজরাটে ফের গেরুয়া ঝড়ের ইঙ্গিত, হিমাচল যাবে কার দখলে? কী বলছে বুথ ফেরত সমীক্ষা?

    Exit Poll: গুজরাটে ফের গেরুয়া ঝড়ের ইঙ্গিত, হিমাচল যাবে কার দখলে? কী বলছে বুথ ফেরত সমীক্ষা?

    মাধ্যম নিউজ ডেস্ক: আজই সম্পন্ন হয়েছে গুজরাটের শেষ দফার ভোট গ্রহণ। এছাড়াও ১২ নভেম্বর এক দফায় হওয়া হিমাচল প্রদেশের নির্বাচনের ফলও স্থগিত রেখেছে নির্বাচন কমিশন। গতকাল, অর্থাৎ ৪ ডিসেম্বর দিল্লির পুরভোটও সম্পন্ন হয়েছে। এই তিন হাই ভোল্টেজ নির্বাচনের ফলের দিকে তাকিয়ে আছে গোটা দেশ। কিছুক্ষণ আগেই প্রকাশ্যে এসেছে বুথ ফেরত সমীক্ষার ফল। কার দখলে যাচ্ছে গুজরাট-হিমাচলের মসনদ? দিল্লির পুরসংস্থাই বা শাসন করবে কারা? কোন দিকে ইঙ্গিত বুথ ফেরত সমীক্ষার (Exit Poll)?

    আরও পড়ুন: রাজ্যের প্রত্যন্ত এলাকায় বিদ্যুৎ না পৌঁছনোর সমস্যা মেটাতে বিশেষ কমিটি গঠন হাইকোর্টের  

    প্রথমেই বলে রাখা দরকার, গুজরাটে দু দফায় ১৮২ আসনে, হিমাচল প্রদেশে ১ দফায় ৬৮ আসনে এবং দিল্লি পুরভোটের ক্ষেত্রে ১ দফায় ২৫০ আসনে নির্বাচন হয়েছে। গুজরাটের ক্ষেত্রে ম্যাজিক ফিগার ৯২, হিমাচল প্রদেশের ক্ষেত্রে ৩৫ এবং দিল্লির ক্ষেত্রে ১২৬। অর্থাৎ কোনও দল একাই সিংহাসন দখল করতে চাইলে এই সংখ্যক আসনে তাদের জয়লাভ (Exit Poll) করতে হবে 

    গুজরাট বিধানসভা নির্বাচনের বুথ ফেরত সমীক্ষাগুলির (Exit Poll) ইঙ্গিত, ফের রেকর্ড আসন নিয়ে ক্ষমতায় আসতে চলেছে বিজেপি। ম্যাজিক ফিগারের থেকেও বেশি আসনে জয়লাভ করতে পারে তারা। কংগ্রেস ম্যাজিক ফিগার থেকে বহু দূরে থাকবে। গুজরাটে এবার সম্ভবত খাতা খুলতে চলেছে আপ। কিন্তু বহু প্রচার সত্ত্বেও তারা এক অঙ্কের সংখ্যা পেরোতে পারবে না। অন্যদিকে হিমাচল প্রদেশে লড়াই হবে হাড্ডাহাড্ডি। গুজরাট ও হিমাচলে ফল প্রকাশিত হবে ৮ ডিসেম্বর, দিল্লি নগর নিগমে ভোটের ফল প্রকাশিত হবে ৭ ডিসেম্বর।

    গুজরাট ভোটের ক্ষেত্রে বুথ ফেরত সমীক্ষায় বলা হয়েছে বিজেপি পেতে পারে ১৩২টি আসন, কংগ্রেস এবং তাদের শরিক মিলিয়ে পেতে পারে ৩৮টি আসন। 

    গুজরাট ভোটের ক্ষেত্রে কী বলছে সংবাদমাধ্যমগুলির বুথ ফেরত সমীক্ষা?

    আজ তক- অ্যাক্সিস মাই ইন্ডিয়া: বিজেপি (১২৯-১৫১), কংগ্রেস (১৬-৩০), আপ (৯-২১), অন্যান্যরা (২-৬) 

    এবিপি নিউজ- সি ভোটার: বিজেপি (১২৮-১৪০), কংগ্রেস (৩১-৪৩), আপ (৩-১১), অন্যান্যরা (২-৬)

    ইন্ডিয়া টিভি- ম্যাটরিজ: বিজেপি (১১২-১২১), কংগ্রেস (৫১-৬১), আপ (৪-৭), অন্যান্যরা (১-৩)

    নিউজ ২৪- চাণক্য: বিজেপি (১৫০), কংগ্রেস (১৯), আপ (১১), অন্যান্যরা (২)

    রিপাবলিক টিভি- পি মার্ক: বিজেপি (১২৮-১৪৮), কংগ্রেস (৩০-৪২), আপ (৯-২১), অন্যান্যরা (২-৬)

    হিমাচলের লড়াই হবে হাড্ডাহাড্ডি। কংগ্রেস না বিজেপি কে শেষ হাসি হাসবে তা এখনই বলা যাচ্ছে না। 

    হিমাচলের ক্ষেত্রে কী বলছে সংবাদমাধ্যমগুলির বুথ ফেরত সমীক্ষা?

    আজ তক- অ্যাক্সিস মাই ইন্ডিয়া: বিজেপি (২৪-৩৪), কংগ্রেস (৩০-৪০), আপ (০), অন্যান্যরা (৪-৮) 

    এবিপি নিউজ- সি ভোটার: বিজেপি (৩৩-৪১), কংগ্রেস (২৪-৩২), আপ (০), অন্যান্যরা (০-৪) 

    ইন্ডিয়া টিভি- ম্যাটরিজ: বিজেপি (৩৫-৪০), কংগ্রেস (২৬-৩১), আপ (০), অন্যান্যরা (০-৩)

    নিউজ ২৪- চাণক্য: বিজেপি (৩৩), কংগ্রেস (৩৩), আপ (০), অন্যান্যরা (২) 

    রিপাবলিক টিভি- পি মার্ক: বিজেপি (৩৪-৩৯), কংগ্রেস (২৮-৩৩), আপ (০-১), অন্যান্যরা (১-৪)

    দিল্লির রাশ থাকবে আপের হাতেই।  

    দিল্লির ক্ষেত্রে কী বলছে বুথ ফেরত সমীক্ষা?

    আজ তক- অ্যাক্সিস মাই ইন্ডিয়া: বিজেপি (৬৯-৯১), কংগ্রেস (৩-৭), আপ (১৪৯-১৭১), অন্যান্যরা (৫-৯) 

    নিউজ এক্স- জন কি বাত: বিজেপি (৭০-৯২), কংগ্রেস (৪-৭), আপ (১৫৯-১৭৫), অন্যান্যরা (০-১) 

    টাইমস নাও- ইটিজি: বিজেপি (৮৪-৯৪), কংগ্রেস (৬-১০), আপ (১৪৬-১৫৬), অন্যান্যরা (০-৪)

    জি নিউজ- বার্ক: বিজেপি (৮২-৯৪), কংগ্রেস (৮-১৪), আপ (১৩৪-১৪৬), অন্যান্যরা (১৪-১৯) 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Facebook এবং Twitter পেজ। 

     

  • Himachal Pradesh: ভোটের আগেই মাত কংগ্রেসকে! হিমাচল প্রদেশে প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির

    Himachal Pradesh: ভোটের আগেই মাত কংগ্রেসকে! হিমাচল প্রদেশে প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির

    মাধ্যম নিউজ ডেস্ক: হিমাচল প্রদেশে (Himachal Pradesh) ভোটের ঢের আগেই প্রতিপক্ষ কংগ্রেসকে (Congress) মাত দিল বিজেপি (BJP)! বুধবার পদ্ম শিবির প্রকাশ করল প্রথম দফার প্রার্থী তালিকা। এই দফায় ৬২ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে গেরুয়া শিবির। এঁদের মধ্যে রয়েছেন পাঁচজন মহিলাও। বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটি এই তালিকা অনুমোদনও করেছে।

    জানা গিয়েছে, এদিন যে ৬২ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে, তাঁদের মধ্যে তফশিলি জাতির প্রার্থী রয়েছেন ১১ জন। তফশিলি উপজাতি প্রার্থী রয়েছেন ৮জন। প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে শিক্ষাগত যোগ্যতাকে।এদিন যে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে, তাঁদের দুই তৃতীয়াংশই স্নাতক বা স্নাতকোত্তর উত্তীর্ণ।

    গত বিধানসভা নির্বাচনে হিমাচল প্রদেশে (Himachal Pradesh) যাঁরা জয়ী হয়েছিলেন, তাঁদের মধ্যেও ১১ জনকে এবার প্রার্থী তালিকায় রাখা হয়নি। খোদ মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর এবার লড়বেন সেরাজ বিধানসভা কেন্দ্র থেকে। মাণ্ডি থেকে লড়বেন অনিল শর্মা। আর উনা কেন্দ্র থেকে লড়বেন সতপাল সিং সট্টি। চৌরা কেন্দ্র থেকে লড়বেন হংসরাজ। মানালি কেন্দ্রে প্রার্থী হয়েছেন গোবিন্দ সিং ঠাকুর। বানজার কেন্দ্রে পদ্ম প্রার্থী সুরেন্দর শৌরি। এবার টিকিট পাননি হিমাচল প্রদেশের (Himachal Pradesh) প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রেমকুমার ধুমল। ২০১৭ সালের বিধানসভা নির্বাচনে হেরে গিয়েছিলেন তিনি। প্রেমকুমার অনুরাগ ঠাকুরের বাবা। অনুরাগ মোদি মন্ত্রিসভার মন্ত্রী। অনুরাগের শ্বশুর গুলাব সিংকেও এবার টিকিট দেওয়া হয়নি। গত বিধানসভা নির্বাচনে হেরে গিয়েছিলেন তিনিও।

    আরও পড়ুন: ক্ষমা চাইতে হবে, হিন্দু দেব-দেবীদের নিয়ে আপ মন্ত্রীর বিতর্কিত মন্তব্যে ক্ষুব্ধ বিজেপি

    এদিকে, আসন বদলে দেওয়া হয়েছে দুই মন্ত্রীর। এঁরা হলেন শিমলার বিধায়ক সুরেশ ভরদ্বাজ ও নুরপুরের বিধায়ক রাকেশ পাঠানিয়া। মন্ত্রী মহেন্দ্র সিংয়ের বদলে টিকিট দেওয়া হয়েছে তাঁর ছেলে রজত ঠাকুরকে। ধরমপুর কেন্দ্রেই লড়বেন তিনি। হিমাচল প্রদেশ (Himachal Pradesh) বিধানসভার আসন সংখ্যা ৬৮। সোমবারই বৈঠকে বসেছিল বিজেপির সেন্ট্রাল ইলেকশন কমিটি। বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বয়ং। ওই কমিটিতে আলোচনার পরেই চূড়ান্ত করা হয় প্রার্থী তালিকা। প্রসঙ্গত, নভেম্বরের ১২ তারিখে নির্বাচন হবে হিমাচল প্রদেশে (Himachal Pradesh)। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৫ অক্টোবর। ভোট গণনা হবে ৮ ডিসেম্বর। গত নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছিল বিজেপি। তারা পেয়েছিল ৪৪টি আসন। আর প্রধান প্রতিপক্ষ কংগ্রেস পেয়েছিল মাত্র ২১টি আসন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

LinkedIn
Share