Tag: Hindi Cinema

Hindi Cinema

  • Animal Movie: সমালোচনা নস্যাৎ করে ‘অ্যানিম্যাল”-এর পাশেই দাঁড়ালেন পরিচালক করণ জোহর

    Animal Movie: সমালোচনা নস্যাৎ করে ‘অ্যানিম্যাল”-এর পাশেই দাঁড়ালেন পরিচালক করণ জোহর

    মাধ্যম নিউজ ডেস্ক: গত বছরের শেষে মুক্তি পেয়েছিল রণবীর কাপুর অভিনীত ‘অ্যানিম্যাল’। যথেষ্ট জনপ্রিয়তা কুড়িয়েছে সিনেমাটি (Animal Movie)। জনপ্রিয়তার পাশাপাশি অনেক সমালোচনার সম্মুখীনও হতে হয়েছে এই সিনেমাকে। ছবির পরিচালক সন্দীপ রেড্ডি বঙ্গাও এই ধরনের ছবি পরিচালনা করে কটাক্ষের শিকার হন বলিউড জগতে। সেই সময় অনেকেই বলিউডে এই ধরনের ছবি বানানো উচিত নয় বলে মন্তব্য করেন। কারণ এই ছবিতে উগ্র পুরুষত্ববাদ, নারীদের প্রতি বিদ্বেষ প্রভৃতি দেখানো হয়েছে। কিন্তু এত কিছু সমালোচনার পরে বলিউডের অন্যতম পরিচালক করণ জোহর এই সিনেমার পাশে এসে দাঁড়ালেন। বলিউডে যে এই ধরনের সিনেমা তৈরি হয়েছে, তা করণের কাছে খুবই প্রশংসনীয়। এই ধরনের ছবি নাকি তাঁর ভালোই লেগেছে।

    কী জানিয়েছেন করণ জোহর? (Animal Movie)

    প্রথম থেকেই করণ জোহর বলিউডে সম্পূর্ণ ভিন্ন স্বাদের ছবি বানিয়ে আসছেন। আর তিনি ভিন্ন স্বাদের ছবি বানাতেই ভালোবাসেন। কীভাবে মানুষকে একটি ছবির প্রতি আকৃষ্ট করা যায়, তার স্ট্র্যাটেজি করণ জোহর অনেক আগে থেকেই অনুসরণ করেন। যে সময় অ্যানিম্যাল নিয়ে সমালোচনা শুরু হয়, ঠিক সেই সময় করণের মুখে অন্য সুর। বরং তাঁকে উল্টোটাই বলতে শোনা যায়। তিনি বলেন, অ্যানিমাল-এর মতো ছবি নাকি তাঁর ভালোই লেগেছে। পরিচালক সন্দীপের প্রথম ছবিতেই তিনি গভীরতা খুঁজে পেয়েছেন। করণ জানান, “যেভাবে সবকিছু স্ক্রিনে ফুটিয়ে তোলা হয়েছে, তা সত্যিই প্রশংসনীয়। স্ক্রিপ্ট রাইটিং, সংলাপ, শব্দ পরিকল্পনা (Animal Movie) এতটাই নিখুঁত যে বলিউডে এটি অন্য মাত্রা এনে দিয়েছে। একজন পরিচালক হিসেবে আমার সত্যিই সিনেমাটি পছন্দ হয়েছে।’’

    আর কী বললেন তিনি? (Animal Movie)

    এছাড়াও তিনি বলেন, “রণবীরের অসাধারণ অভিনয় দক্ষতা আমার বিশেষভাবে পছন্দ হয়েছে। তাঁর মতো এই হিংস্র রূপ অর্থাৎ স্ক্রিনে একটা অ্যানিমাল হয়ে ওঠা অন্য অভিনেতার পক্ষে সত্যি কঠিন। কিন্তু রণবীর তা নিখুঁত ভাবে ফুটিয়ে তুলেছেন।” এক কথায় অ্যানিমাল (Animal Movie) নিয়ে প্রশংসায় পঞ্চমুখ করণ জোহর। বলিউডে এটি একদম ভিন্ন স্বাদের ছবি বলেই দাবি তাঁর।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Indian Movie: প্রথমবার বড় পর্দায় অক্ষয় কুমার ও টাইগার শ্রফ জুটি, আবেগে ভাসছেন ভক্তরা

    Indian Movie: প্রথমবার বড় পর্দায় অক্ষয় কুমার ও টাইগার শ্রফ জুটি, আবেগে ভাসছেন ভক্তরা

    মাধ্যম নিউজ ডেস্ক: নতুন বছরের শুরুতেই খুশির খবর সিনেমাপ্রেমীদের, বিশেষ করে অক্ষয় কুমার ও টাইগার শ্রফ প্রেমীদের জন্য। এবার এক পর্দায় দেখা মিলবে দুই জনপ্রিয় তারকার। এই খবর আগেই প্রকাশ হলেও এবার সেই অপেক্ষার আগুনে ঘি ঢাললেন তারকা জুটি। অক্ষয় কুমার নতুন বছরের শুরুতেই তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে টাইগারের সঙ্গে জেট স্কিয়িংয়ের একটি ছবি শেয়ার করেছেন এবং ভক্তদের নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন। এখানে কমেন্টে নতুন বছরের শুভেচ্ছার বন্যা বইয়ে দিয়েছেন ভক্তরা। প্রথমবারের মতো বড় পর্দায় একসঙ্গে কাজ করছেন তাঁরা। এছাড়াও তাঁর পোস্ট থেকে জানা গিয়েছে, ২০২৪ এর ইদে মুক্তি পাবে তাঁদের ছবি ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’। তবে কোন ইদে মুক্তি পাবে ছবিটি (Indian Movie), তা এখনও স্পষ্ট করেননি তিনি। আর এই পোস্টটি পেতেই খুশির আবহাওয়া দুই তারকা ভক্তদের মধ্যে।

    ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’ ছবি প্রসঙ্গ (Indian Movie)

    এই সিনেমার শুটিং অনেকদিন আগে থেকেই শুরু হয়েছিল। তখন থেকেই সবার মধ্যে উন্মাদনা জন্ম নেয়। এই ছবির শুটিং চলাকালীন অক্ষয় কুমার আঘাতও পেয়েছিলেন। সাধারণত অক্ষয় কুমার সিনেমাতে অ্যাকশন সিন (Indian Movie) করার সময় কোনও স্টান্টম্যান বা বডি ডাবল-এর সাহায্য নেন না, সম্পূর্ণ নিজেই সেই দৃশ্যটি তৈরি করেন। তাই অনেক ঝুঁকি নিয়েই তিনি শুটিং-এর কাজ করেন। এই সিনেমার শুটিং-এর সময়ও এই ধরনের একটি অ্যাকশন সিন করার সময় আঘাত পান তিনি। তবে পরে প্রাথমিক চিকিৎসা করিয়ে আবার সেটে ফেরেন তিনি।

    ছবির পরিচালকের দায়িত্বে কে? কারা অভিনয় করেছেন?

    ‘টাইগার জিন্দা হ্যায়’ খ্যাত জনপ্রিয় পরিচালক আলী আব্বাস জাফরের পরিচালনায় তৈরি হয়েছে এই ছবি (Indian Movie) ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’। এই সিনেমাতে অক্ষয় কুমার ও টাইগার শ্রফ ছাড়াও অভিনয় করেছেন সোনাক্ষী সিনহা, পৃথ্বীরাজ সুকুমারন ও জাহ্নবী কাপুরের মতো আরও অভিনেতা-অভিনেত্রী। এই ছবির প্রযোজনার দায়িত্বে আছেন বাশু ভাগনানি, দীপশিখা দেশমুখ, জ্যাকি ভাগনানি, হিমাংশু কিশন মেহরা এবং আলি আব্বাস জাফর।

    পুরানো ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’র সঙ্গে কি কোনও মিল থাকছে?

    প্রসঙ্গত, ১৯৯৮ সালে মুক্তি পাওয়া ডেভিড ধাওয়ান  পরিচালিত ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’ সিনেমাটি (Indian Movie) মূলত একটি কমেডি ছবি ছিল, যেখানে অমিতাভ বচ্চন, গোবিন্দ, মাধুরী দীক্ষিত, রবিনা ট্যান্ডন, অনুপম খের, পরেশ রাওয়ালের মতো অভিনেতাদের অভিনয় করতে দেখা গিয়েছিল, কিন্তু এই নতুন সিনেমাতে পুরনো সিনেমার কোনো মিল আছে কিনা, তা এখনও স্পষ্ট নয়। কিন্তু সিনেমাপ্রেমীরা এই ছবির মুক্তির অপেক্ষাতেই আছেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • The Kashmir Files: “প্রশংসা না করে ওঁর উপায় ছিল না”, অক্ষয় কুমার প্রসঙ্গে কেন একথা বললেন বিবেক অগ্নিহোত্রী?

    The Kashmir Files: “প্রশংসা না করে ওঁর উপায় ছিল না”, অক্ষয় কুমার প্রসঙ্গে কেন একথা বললেন বিবেক অগ্নিহোত্রী?

    মাধ্যম নিউজ ডেস্ক: মার্চ মাসে মুক্তি পেয়েছে বিবেক অগ্নিহোত্রীর ছবি ‘দ্য কাশ্মীর ফাইলস’ (The Kashmir Files)। কাশ্মীরের গণহত্যা এবং কাশ্মীরি পণ্ডিতদের (Kashmiri Pandits) ভিটে-মাটি হারানোর গল্প নিয়ে তৈরি এই ছবি সাড়া ফেলেছিল গোটা দেশে। ছবির প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন বলিউড (Bollywood) থেকে শুরু করে গোটা দেশ। প্রায় একই সময়ে মুক্তি পায় অক্ষয় কুমারের (Akshay Kumar) ‘বচ্চন পাণ্ডে’ (Bachchan Pandey)। কিন্তু বক্স অফিসে মুখ থুবরে পড়ে ‘খিলাড়ি’ কুমারের ছবি। কাশ্মীর ফাইলসের ঝড়ে উড়ে যায় অক্ষয়ের স্টারডম। এত কিছুর পরেও বিবেক অগ্নিহোত্রীর সিনেমার ভূয়সী প্রশংসা করেছিলেন অক্ষয়। 

    এই ঘটনার পর কেটে গেছে প্রায় দুমাস। হঠাতই অক্ষয়ের প্রশংসা প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করে বসলেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী (Vivek Agnihotri)। তিনি বলেন, ‘১০০ জন মানুষকে জিজ্ঞাসা করেছেন, আমার ছবি কেন চলছে, ওঁর ছবি কেন চলছে না বা আমার ছবি কেমন লেগেছে? সেই সময়ে প্রশংসা না করে ওঁর উপায় ছিল না। তাই নিরুপায় হয়ে অক্ষয় আমার ছবিকে ভালো বলেছেন। ভোপালের যে অনুষ্ঠানে তিনি প্রশংসা করেছেন, সেখানে আমিও উপস্থিত ছিলাম।’

    সম্প্রতি বিবেকের পোস্ট করা একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে অক্ষয় একদিকে যেমন বিবেকের ছবির প্রশংসা করছিলেন অন্যদিকে আবার হেসে বলেন সেই ছবি তাঁর ছবিকে ডুবিয়ে দিল। সেই ভাইরাল ভিডিওর জেরে ওড়িশার এক মাল্টিপ্লেক্সে বন্ধ হয়ে গিয়েছিল বচ্চন পাণ্ডের স্ক্রিনিং। জোর করে বিক্ষোভ করে বন্ধ হয়েছিল অক্ষয়ের ছবি। কিন্তু তাঁর দুমাস পরে কেন অক্ষয়ের প্রতি তোপ দাগলেন পরিচালক? তা নিয়েই উঠছে প্রশ্ন। 

    [tw]


    [/tw]

    ১৯৯০ সালে কাশ্মীরি পণ্ডিতদের উপত্যকা থেকে যেভাবে নির্মম অত্যাচার করে তাড়িয়ে দেওয়া হয়েছিল সেই গল্প নিয়েই তৈরি সিনেমাটি। চিত্রনাট্য লিখেছেন ও পরিচালনা করেছেন বিবেক অগ্নিহোত্রী। ছবিতে অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী, অনুপম খের, দর্শন কুমার, পল্লবী জোশিরা। সিনেমাটি মুক্তি পাওয়ার আগে থেকেই এই সিনেমা নিয়ে বিতর্কের অন্ত নেই। অনেকেই সিনেমাটিকে ‘সাম্প্রদায়িক’ আখ্যা দিয়েছেন। আবার অনেকেই সিনেমাটিকে প্রশংসায় ভরিয়ে দিয়েছে। আজ মুক্তি পাওয়ার দুমাস পরেও এই সিনেমা নিয়ে বিতর্ক অব্যহত। 

     

LinkedIn
Share