Tag: hindu festive

  • Holi 2025: রঙ খেলার পরে ফের কীভাবে ঝকঝকে হবেন? ত্বকের যত্ন নিতে কী করবেন?

    Holi 2025: রঙ খেলার পরে ফের কীভাবে ঝকঝকে হবেন? ত্বকের যত্ন নিতে কী করবেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: বসন্ত উৎসব বা হোলিতে (Holi 2024) অনেকেই চুটিয়ে রঙ খেলেন। বসন্তের আবির এবং পলাশ রঙে মেতে ওঠেন সকলে। কিন্তু এই আবহে চুল এবং ত্বকের যত্ন নেওয়া দরকার। রঙ খেলার পর নানা ভাবে ত্বক ক্ষতিগ্রস্ত হয়। ত্বকে জ্বালা, ক্ষয় ইত্যাদি সমস্যার মধ্যে পড়তে হয়। কীভাবে যত্ন নেবেন একবার জেনে নিন। দেখে নিন, কীভাবে হয়ে উঠবেন সেই আগের মতো।

    কেন রঙ ক্ষতিকারক? (Holi 2024)

    উত্তরাখণ্ডের চর্মরোগ বিশেষজ্ঞ ডাঃ আশা সাকলানি বলেছেন, “হোলিতে (Holi 2024) আবিরের সঙ্গে অনেক পরিমাণে শুকনো রঙ, পেইন্ট এবং ভেজা রঙ ব্যবহার করা হয়। আবির বা রঙে প্রচুর কেমিক্যাল ব্যবহার করা হয়ে থাকে। দাম কম হওয়ায় বেশি পরিমাণে ব্যবহার হয় এগুলি। কিন্তু এতে বেশি পরিমাণে ক্ষতিকারক রাসায়নিক দেওয়া থাকে। ত্বক ও চুলের জন্য অনেক ক্ষতি করে।” তাই বসন্তের দোল উৎসবে (Holi 2024) রঙ খেলার সময় খুব সর্তকতা এবং নিয়ম মানলে ত্বককে ক্ষতিকারক প্রভাব থেকে মুক্ত রাখা যায়। তবে কোনও বিশেষ রোগ থাকলে রঙ না খেলাই ভালো। ভেষজ রং বা আবির ব্যবহারের দিকে নিজর রাখতে হবে।

    ময়েশ্চারাইজার মাখুন

    বিশেষজ্ঞরা বলছেন, বাড়ির ছোট থেকে বড় সকলের ময়েশ্চারাইজার মেখে দোলে (Holi 2024) রঙ খেলা উচিত। শুধু মুখে নয়, সারা শরীরে এটি মেখে রঙ খেলুন। ফলে ত্বকের মধ্যে রঙ বসে যাবে না এবং ক্ষতি কম করবে। তাড়াতাড়ি রঙ ওঠার ক্ষেত্রে ভীষণ সুবিধাজনক হবে। তবে স্টেরয়েড ধর্মী কোনও ক্রিম ব্যবহার না করাই ভালো।

    নারকেল তেল মাখুন

    দোলে (Holi 2024) রঙ খেলার আগে কোনও রকম শ্যাম্পু ব্যবহার করার দরকার নেই। এতে মাথার তালু শুষ্ক হয়ে যেতে পারে। নারকেল তেল, জোজোবা অয়েল এক সঙ্গে মিশিয়ে দোলের আগের দিন রাতে চুলে ভালো করে মাখতে হবে। শুষ্ক ভাব থাকবে না এবং চুলের ক্ষতি কম হবে। এতে রঙ চুলের ক্ষতি কম করবে। হোলির দিনে রঙ মাখার আগে শরীরে সানস্ক্রিন ভালো করে মেখে নিন। রঙ খেলার অন্তত দু’দিন আগে থেকে প্রস্তুতি নিলে ভালো ফল পাওয়া যায়।

    কীভাবে রঙ তুলবেন?

    হোলিতে রঙ খেলার (Holi 2024) পর চুল থেকে তা সঠিক ভাবে পরিষ্কার করতে প্রথমে একটি শুকনো কাপড় দিয়ে মুছে চুলগুলিকে পরিষ্কার করুন। এতে লেগে থাকা শুষ্ক রঙ পড়ে যাবে। তারপর শুধুমাত্র হালকা গরম জল দিয়ে ভালো করে চুলগুলিকে ধুয়ে ফেলতে হবে। ফলে চুলে আটকে থাকা অতিরিক্ত রঙ ও ময়লা ঝরে যাবে। এরপর হালকা বা হার্বাল শ্যাম্পু দিয়ে চুল ধুতে হবে। আর সম্ভব হলে চুল ধোয়ার পর শ্যাম্পু ব্যবহার করুন। এই ভাবে আপনার চুলে ক্ষতি কম হবে।

    দোল উৎসবে ত্বকের যত্ন নিতে কী কী উপায় নেবেন

    ওটমিলের মিশ্রণ: বিশেষজ্ঞরা বলছেন, তিন টেবিল চামচ ওটসের সঙ্গে দুই টেবিল চামচ লেবুর রস এবং মধু মেশাতে হবে। হোলির ঠিক পরেই এই ফেস প্যাক ব্যবহার করা যেতে পারে। সামান্য শুকিয়ে এলে অল্প জল দিয়ে হালকা হাতে ম্যাসাজ করতে হবে। ৪০ মিনিট মুখে রেখে উষ্ণ গরম জল দিয়ে ধুয়ে ফেলুন।

    বেসন ও দুধের মিশ্রণ– বেসনের সঙ্গে পরিমাণ মতো দুধ মিশিয়ে মুখে মাখুন। দশ মিনিট রেখে ধুয়ে ফেলুন।  সামান্য গরম জল দিয়ে মুখ ধুতে পারেন। দুধে আছে ভিটামিন-এ। যা ব্রণর সমস্যা দূর করতে সাহায্য করে।

    নারকেল তেল– এখন দোলের সময় বেশিরভাগ রঙই ভেষজভাবে তৈরি হয় যাতে তা ক্ষতিকারক না হয় ত্বকের জন্য। ভেষজ উপায়ে বানানো রঙ ছাড়া দোলের সময় যে রঙ সাধারণত ব্যবহার করা হয়, তাতে থাকে রাসায়নিক পদার্থ। তা থেকেই মুখে অ্যালার্জি বা অন্যান্য সমস্যা হতে পারে। এরকম ক্ষেত্রে সঙ্গে সঙ্গে জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। যেখানে মনে হচ্ছে সমস্যা হচ্ছে, সেই সব জায়গায় সামান্য পরিমাণে নারকেল তেল দিতে পারেন। এতে সাময়িকভাবে স্বস্তি মিলতে পারে।

    দই ও লেবুর রসের মিশ্রণ– সামান্য পরিমাণে লেবুর রস, দই এবং এক চিমটে চন্দন কাঠ ম্যাজিকের মতো কাজ করে। এই মিশ্রণ ত্বক থেকে রঙের দাগ দূর করতে সাহায্য করে। পাশাপাশি ত্বকে আনে জেল্লা। দোলের রঙ থেকে ত্বক রক্ষা করতে এই মিশ্রণের জুড়ি মেলা ভার।

    অ্যালোভেরা– অ্যালোভেরাতে রয়েছে অ্যান্টি-অ্যালার্জিক এবং অ্যান্টি-ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য। যা আপনার ত্বককে অ্যালার্জি এবং ফুসকুড়ি থেকে রক্ষা করে। দোলে রঙ মাখার আগে অ্যালোভেরা দিয়ে ত্বককে হাইড্রেট করতে পারেন।

    এগুলো সবই ঘরোয়াভাবে উপলব্ধ। পাশাপাশি আরও যে উপাদানগুলো ত্বকের যত্ন নিতে সাহায্য করবে হোলিতে সেগুলি হল, বডি অয়েল বা ময়েশ্চারাইজার, নন-কমেডোজেনিক এসপিএফ ব্যবহার করতে পারেন। বিশেষজ্ঞরা বলছেন ঘাড়, মুখ ও কানে সানস্ক্রিন যত ঘন হবে তত ভালো।

  • Holi 2025: বয়কট চিনা দ্রব্য! হোলিকে কেন্দ্র করে ৬০ হাজার কোটির ব্যবসা হতে যাচ্ছে দেশে

    Holi 2025: বয়কট চিনা দ্রব্য! হোলিকে কেন্দ্র করে ৬০ হাজার কোটির ব্যবসা হতে যাচ্ছে দেশে

    মাধ্যম নিউজ ডেস্ক: দরজায় কড়া নাড়ছে রঙের উৎসব (Holi 2025)। দেশের আপামর জনসাধারণ মেতে উঠবে হোলিতে। এই আবহে ফের একবার চিনা দ্রব্য বয়কটের ব্যাপক প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে দেশজুড়ে। গত বছরের হোলিতেও ঠিক এমনটাই দেখা গিয়েছে। প্রসঙ্গত, দীপাবলিতে একইভাবে চিনা দ্রব্য বয়কটের নজির দেখা গিয়েছে বিগত কয়েক বছরে। এবার হোলিতেও (Holi 2025) শুরু হয়েছে তা। কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্সের (Confederation of All India Traders) সাধারণ সম্পাদক হলেন প্রবীণ খান্ডেনওয়াল। এর পাশাপাশি তিনি বিজেপি থেকে নির্বাচিত চাঁদনি চকের সাংসদও বটে। সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, দোল উপলক্ষে গত বছরের মতো এবারেও বিক্রেতা এবং ক্রেতাদের মধ্যে চিনা দ্রব্য বয়কটের প্রবণতা দেখা যাচ্ছে। এর পাশাপাশি দেশীয় রঙের কদরও অনেকটাই বেড়েছে বলে তিনি জানিয়েছেন।

    দেশীয় দ্রব্যের ব্যবহার ও উৎপাদন দুটোই বেড়েছে (Holi 2025)

    দেশে তৈরি বিভিন্ন রঙ, আবির, পিচকারী, বেলুন, পুজো সামগ্রী- এই সমস্ত কিছুই ব্যাপকভাবে বিক্রি হচ্ছে। হোলির দিনে রঙ খেলার পাশাপাশি চলে মিষ্টিমুখও। চলে উপহার দেওয়ার পালা। শুকনো ফল, বিভিন্ন উপহার সামগ্রী, মিষ্টি, নতুন পোশাক- এই সমস্ত কিছুতেও দেখা যাচ্ছে যে দেশে তৈরি জিনিসপত্র কিনতে মানুষ বেশি আগ্রহী। কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে যে বিভিন্ন ব্যবসা ক্ষেত্রে দেশে তৈরি জিনিসপত্রের উৎপাদন ও বিক্রি আগের থেকে অনেক গুণ বেড়েছে। তবে কোন কোন জিনিসের চাহিদা (Holi 2025) সবচেয়ে বেশি? এই আবহে জানা গিয়েছে, সাদা রঙের টি শার্ট, সাদা কুর্তা-পাজামা, মেয়েদের জন্য সালোয়ার এগুলি খুবই বিক্রি হচ্ছে রঙের উৎসবের জন্য। একইসঙ্গে ওই টি-শার্টগুলিতে লেখা থাকছে হ্যাপি হোলি।

    কী বললেন প্রবীণ খান্ডেনওয়াল

    প্রবীণ খান্ডেনওয়াল আরও বলেন, ‘‘ভারত হল উৎসবের ভূমি। সারা বছর ধরে এখানে উৎসব পালিত হয়। বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান থেকে শুরু করে অন্যান্য উৎসবের মরসুমগুলিতে ব্যবসাও বাড়ে। বিক্রেতাদের রোজগারও ভালো হয়। সেই রকম একটি উৎসব হল হোলি (Holi 2025)। যা সারা দেশে পালিত হয়। এই আবহে অর্থনীতিও চাঙ্গা হয় দেশের। এর সুফল লাভ করেন স্থানীয় ব্যবসায়ীরা। বিশেষত যাঁরা ছোট ব্যবসায়ী তাঁরা। চলতি বছরের হোলিও হতে যাচ্ছে সেরকমই একটি উৎসব যেখানে দেশের বিক্রেতারা অর্থনৈতিকভাবে ভালোই লাভবান হবেন।’’

    ৬০ হাজার কোটির ব্যবসা

    কনফেডারেশন অল ইন্ডিয়া ট্রেডার্সের (Confederation of All India Traders) দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরে হোলিকে কেন্দ্র করে ব্যবসা হতে চলেছে ৬০,০০০ কোটি টাকার। জানা গিয়েছে, কুড়ি শতাংশ ব্যবসা বাড়তে চলেছে গত বছরের নিরিখে। পরিসংখ্যান বলছে, গত বছরের হোলিতে দেশজুড়ে ব্যবসা হয়েছিল ৫০,০০০ কোটি টাকার। রাজধানী দিল্লিতে এই ব্যবসা হয়েছিল ৮ হাজার কোটি টাকার। কুড়ি শতাংশ বেড়ে এবার তা দাঁড়াতে চলেছে ৬০,০০০ কোটিতে। প্রবীণ খান্ডেনওয়াল আরও জানিয়েছেন, দিল্লি সমেত সারা দেশেই জনগণ মেতে উঠবে হোলির রঙে। এর পাশাপাশি বেশ কিছু ধর্মীয় স্থানগুলোতেও ভিড় জমবে। যেখানে হোটেল, রেস্তোরাঁ মালিকরাও লাভবান হবেন।

    দিল্লিতে ৩ হাজার স্থানে হোলি মিলন (Holi 2025)

    এখনও পর্যন্ত যে পরিসংখ্যান সামনে এসেছে, সেখানে দেখা যাচ্ছে দিল্লিতে ৩০০০-এরও বেশি স্থানে হোলি মিলন উদযাপন করা হবে। এই তিন হাজার হোলি মিলন উৎসবের মাধ্যমে মানুষজন মেতে উঠবেন আনন্দে এবং উৎসবে। জানা যাচ্ছে, বিভিন্ন ব্যবসায়িক সংগঠন, সামাজিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠন এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলি মিলে আয়োজন করছে এই হোলি মিলন উৎসবের। প্রসঙ্গত হোলি (Holi 2025) শুধুমাত্র একটি রঙের উৎসব নয়। এটি একটি খাবারের খাদ্য উৎসবও বটে। এই প্রসঙ্গে মিষ্টির দোকানগুলিতে ব্যাপক বিক্রি বাড়বে বলে মনে করা হচ্ছে। বিশেষত, গুজিয়া এবং অন্যান্য খাবারের বিক্রি ব্যাপক বেড়েছে। ১৩ মার্চ দিল্লিতে অনুষ্ঠিত হবে হোলিকা দহন উৎসব। ১৪ মার্চ অনুষ্ঠিত হবে হোলি। এই আবহে সেজে উঠছে গোটা দেশ। নানা রঙের আবির, পিচকারি, গুজিয়া-এই সমস্ত কিছু নিয়ে মেতে উঠবে দেশবাসী।

    ভেষজ আবিরের চাহিদা বেড়েছে

    বিগত কয়েক বছর ধরে মানুষজনের মধ্যে ঝোঁক বেড়ে ভেষজ আবির এবং প্রাকৃতিক রঙের ব্যবহারে। রাসায়নিক রঙ আর মানুষজন ব্যবহার করতে চাইছেন না। কারণ এই রঙ ত্বকের পক্ষে ক্ষতিকারক। বিগত কয়েক বছর ধরে ব্যাপক বিক্রি বেড়েছে দেশজ রঙ। নানা রঙের আবিরের থালা সাজিয়ে রঙ খেলতে দেখা যায় মানুষজনকে। চাহিদা রয়েছে পিচকারিরও। জানা যাচ্ছে, বাজারে পিচকারিগুলির দাম রয়েছে ১০০ থেকে ৩৫০ টাকার মধ্যে। অন্যদিকে ট্যাঙ্ক স্টাইলের ওয়াটার গান গুলির দাম ১০০ থেকে ৪০০-এর মধ্যে। বাচ্চাদের মধ্যে এগুলি খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। স্পাইডারম্যান এবং ছোটা ভিম- এই সমস্ত ছবি দিয়ে আঁকা, পিচকারিগুলি ব্যাপক জনপ্রিয় হয়েছে শিশুদের মধ্যে।

LinkedIn
Share