Tag: Hindu rastra

Hindu rastra

  • Nepal: হিন্দু রাষ্ট্রের দাবিতে বিক্ষোভের ঘটনায় নেপালে গ্রেফতার ৫১ নেতা, জরিমানা প্রাক্তন রাজাকে

    Nepal: হিন্দু রাষ্ট্রের দাবিতে বিক্ষোভের ঘটনায় নেপালে গ্রেফতার ৫১ নেতা, জরিমানা প্রাক্তন রাজাকে

    মাধ্যম নিউজ ডেস্ক: হিন্দু রাষ্ট্রের দাবিতে উত্তাল নেপাল (Nepal)। শুক্রবারই সেদেশে উত্তেজনা ছড়ায়। সংঘর্ষে মৃত্যু হয় ২ জনের। নেপালের জনপ্রিয় সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্টে (Nepal Crackdowns) প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, শুক্রবারের বিক্ষোভে নেতৃত্ব দেওয়ার জন্য নেপাল পুলিশ ৫১ জনকে গ্রেফতার করেছে। যার মধ্যে রয়েছেন জাতীয় প্রজাতন্ত্র পার্টির সহ সভাপতি রবীন্দ্র মিশ্র, সাধারণ সম্পাদক ধাওয়াল সমশের রানা, স্বাগত নেপাল, শেফার্ড লিম্বু এবং সন্তোষ তামাংয়ের মতো নেতারা। জানা গিয়েছে, কাঠমান্ডুর বেশ কিছু অংশে বর্তমানে কারফিউ তুলে নেওয়া হয়েছে। একই সঙ্গে বিক্ষোভে উস্কানি দেওয়ার সন্দেহে প্রাক্তন রাজা জ্ঞানেন্দ্রকে (Nepal) জরিমানা চেয়ে চিঠিও দেওয়া হয়েছে বলে খবর।

    গৃহবন্দী আন্দোলনের কনভেনার নওরাজ সুবেদী

    ওই প্রতিবেদনে আরও লেখা হয়েছে, আন্দোলনের কনভেনার নওরাজ সুবেদীকে বর্তমানে গৃহবন্দী করা হয়েছে। এরপাশাপাশি নেপালের নিরাপত্তা সংস্থাগুলি দুর্গা প্রসাইক নামের এক নেতাকে খুঁজছেন। এনিয়ে নেপালের একজন উচ্চপদস্থ সরকারি কর্মচারী কাঠমান্ডু পোস্টকে (Nepal) জানিয়েছেন জানিয়েছে, দুর্গা প্রসাইকের মোবাইল ফোন বন্ধ রয়েছে এবং তাঁকে খুঁজে বের করার চেষ্টা করছি।

    হিন্দুরাষ্ট্রের তকমা ফেরানো দাবিতে মিছিল

    জানা গিয়েছে, গণতন্ত্রের পরিবর্তে রাজতন্ত্র এবং হিন্দুরাষ্ট্রের তকমা ফেরানোর দাবিতে শুক্রবার মিছিলের ডাক দেওয়া হয়েছিল। আন্দোলনের পুরোভাগে ছিলেন রাজতন্ত্রের সমর্থক রাষ্ট্রীয় প্রজাতন্ত্র পার্টি এবং আরও কয়েকটি দলের নেতারা। মিছিল শেষে রাজধানী কাঠমাণ্ডুতে শুরু হয় বিক্ষোভ প্রদর্শন। সেই বিক্ষোভ দমন করতে গিয়েই খণ্ডযুদ্ধ বাঁধে জনতা ও নিরাপত্তারক্ষীদের মধ্যে। সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় একজনের। তাঁর নাম সাবিন মহার্জন। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় এক সাংবাদিকেরও। জখম হয়েছেন অন্তত ৩০ জন। তাঁদের মধ্যে অধিকাংশই নিরাপত্তা বাহিনীর সদস্য। দেশে অশান্তির এই আবহে জরুরি ভিত্তিতে মন্ত্রিসভার বৈঠকের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। তলব করা হয়েছে সেনাকে। জারি করা হয়েছে কারফিউও। এদিন আন্দোলনকারীরা টিংকুনের একটি রাস্তার পাশের ভবনে ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয়। ভেঙে ফেলার চেষ্টা করে পুলিশের তৈরি ব্যারিকেডও।

  • Chandrayaan 3: হিন্দু রাষ্ট্র ঘোষণা করা হোক চাঁদকে, রাজধানী হোক শিবশক্তি, দাবি হিন্দু মহাসভার নেতার

    Chandrayaan 3: হিন্দু রাষ্ট্র ঘোষণা করা হোক চাঁদকে, রাজধানী হোক শিবশক্তি, দাবি হিন্দু মহাসভার নেতার

    মাধ্যম নিউজ ডেস্ক: চাঁদকে ঘোষণা করা হোক হিন্দুরাষ্ট্র এবং রাজধানীর নাম হোক শিবশক্তি। এবার এমনই দাবি করতে শোনা গেল হিন্দু মহাসভার সভাপতি স্বামী চক্রপাণিকে। ২৩ অগাস্ট বুধবার সন্ধ্যা ৬টা ৪ মিনিটে চাঁদের দক্ষিণ মেরুতে প্রথম কোনও দেশ হিসেবে অবতরণ (Chandrayaan 3) করে ভারতের বিক্রম ল্যান্ডার। ইসরোর সদর দফতরে গিয়ে অবতরণ স্থানের নাম ‘শিবশক্তি পয়েন্ট’ রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি ঘোষণা করেন, এবার থেকে ২৩ অগাস্ট জাতীয় মহাকাশ দিবস হিসাবে পালিত হবে। ধর্মগুরু স্বামী চক্রপাণি মহারাজ ভারত সরকারের কাছে আবেদন জানিয়েছেন, অন্য কোনও ধর্ম চাঁদের (Chandrayaan 3) উপর মালিকানা ঘোষণা করার আগেই যেন ভারতীয় সংসদ হিন্দু রাষ্ট্র বলে ঘোষণা করে চাঁদকে।

    কী বললেন হিন্দু মহাসভার সভাপতি?

    নিজের একটি সোশ্যাল মিডিয়ায় ভিডিও শেয়ার করেছেন স্বামী চক্রপাণি মহারাজ। সেখানে তাঁকে বলতে শোনা যাচ্ছে, ‘‘সংসদের তরফে চাঁদকে হিন্দু সনাতন রাষ্ট্র হিসাবে ঘোষণা করা হোক। যেখানে চন্দ্রযান-৩ অবতরণ করেছে, সেই শিবশক্তি পয়েন্টকে (Chandrayaan 3) রাজধানী হিসাবে ঘোষণা করা হোক, যাতে কোনও জিহাদি মানসিকতা সেখানে পৌঁছতে না পারে। ভারত সরকারের দ্রুত পদক্ষেপ করা উচিত, যাতে কোনও জঙ্গি সেখানে পৌঁছতে না পারে।’’ তবে সোশ্যাল মিডিয়াতে ভিডিও পোস্ট করেই ক্ষান্ত হননি এই ধর্মগুরু। তাঁর দাবি, তিনি এ নিয়ে চিঠিও লিখবেন। ধর্মগুরু বলেন, ‘‘হিন্দু মহাসভা এবং সন্ত মহাসভার তরফে এই চিঠি লিখব। আমরা দাবি জানাবো দ্রুত চাঁদকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করার। চাঁদে (Chandrayaan 3) যাতায়াত শুরু হলেই শিবশক্তি পয়েন্টে আমরা ভগবান শিব, মাতা পার্বতী এবং ভগবান গণেশের একটি মন্দির তৈরি করব।’’

    শিবশক্তি পয়েন্ট নামকরণে রাজনৈতিক তরজা

    চন্দ্রযান-১, ২০০৮ সালে যেখানে ভেঙে পড়েছিল, সেই স্থানের নামকরণ কংগ্রেস সরকার করেছিল জওহর। অর্থাৎ দেশের প্রথম প্রধানমন্ত্রীর নামে। এই নিয়ে কংগ্রেসকে তোপ দাগেন বিজেপি নেতারা। কংগ্রেসের পরিবারতন্ত্রের কথাই তুলে ধরেন বিজেপি নেতারা। অন্যদিকে শিবশক্তি পয়েন্ট (Chandrayaan 3) নামকরণের বিরোধিতা করেছে কংগ্রেস। এনিয়ে বিজেপির জবাব,  ‘‘কংগ্রেস সরকার ক্ষমতায় থাকলে চাঁদে (Chandrayaan 3) বিভিন্ন পয়েন্টের নাম রাখা হতো ইন্দিরা পয়েন্ট, রাজীব পয়েন্ট ইত্যাদি।’’ অন্যদিকে অবতরণস্থানের নামকরণ নিয়ে মুখ খুলেছেন ইসরো প্রধান এস সোমনাথও। তাঁর বক্তব্য, ‘‘শিবশক্তি পয়েন্ট নামকরণে কোনও সমস্যাই নেই। কোনও মহাকাশযানের অবতরণ স্থানের (Chandrayaan 3) নামকরণ করা স্বাভাবিক বিষয় এবং সেটা যে কোনও দেশের ট্রাডিশন।  শিবশক্তি পয়েন্ট একটি ভারতীয় নাম। অতএব এতে কোনও সমস্যা নেই।’’ 

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share