মাধ্যম নিউজ ডেস্ক: বোর্খা (Burkha) পরতে চাননি। অপরাধ শুধু এইটুকুই। আর এই ‘অপরাধ’- এই নিজের স্ত্রীকে খুন (Murder) করলেন ট্যাক্সিচালক স্বামী। অভিযোগ, ইসলামিক রীতিনীতি পালন নিয়ে বিয়ের পর থেকেই ঝামেলা চলত হিন্দু স্ত্রী এবং মুসলিম স্বামীর মধ্যে। দু’জনে আলাদাও থাকছিল। তারইমধ্যে ওই ব্যক্তি স্ত্রী’কে খুন করেছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি মুম্বইয়ের (Mumbai)।
এক পুলিশ আধিকারিক এ বিষয়ে জানান, বছরতিনেক আগে বিয়ে হয়েছিল ইকবাল শেখ (৩৬) এবং রুপালি চন্দদানশিবের (২০)। পরে রুপালি নিজের নাম পরিবর্তন করেছিলেন। নতুন নাম হয়েছিল জারা। তবে বিয়ের পর থেকেই ইসলামিক রীতিনীতি পালন নিয়ে স্বামী ও স্ত্রী’র মধ্যে অশান্তি শুরু হয়েছিল। দম্পতির দুই বছরের ছেলেও আছে। মাসছয়েক আগে থেকে ইকবাল এবং জারা আলাদাও থাকতে শুরু করেছিলেন।
আরও পড়ুন: হায়দ্রাবাদে নবরাত্রি প্যান্ডেলে দুই বোর্খা পরিহিতার তাণ্ডব, ভাঙা হল মূর্তি
সংবাদমাধ্যম সূত্রের খবর, সোমবার রাতে ওই দম্পতির মধ্যে ঝগড়া হয়। কার কাছে ছেলে থাকবে, তা নিয়েও অশান্তি হয়। তারপর রাত ২ টো ৩০ মিনিট নাগাদ ইকবাল জারার গলার নলি কেটে দেন বলে অভিযোগ। ঘটনার পর গা ঢাকা দেন ইকবাল। পরে তাকে গ্রেফতার করে মুম্বাই পুলিশ। ততক্ষণে মৃত্যু হয়েছে জারার। ইকবালের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির আওতায় খুনের মামলা রুজু করা হয়েছে।
আরও পড়ুন: হোয়াটসঅ্যাপে সেক্স ট্র্যাপ, ভিডিও কলের ফাঁদে ৫.২৮ লক্ষ টাকা খোয়ালেন এক মুম্বইবাসী
জারার পরিবারের জানায়, প্রেম করে বিয়ে করেন ওই যুগল। কিন্তু বিয়ের পর থেকেই তরুণীকে বোরখা পরা এবং ইসলামিক রীতিনীতি পালনের জন্য জোর করা হত। কিন্তু তাতে রাজি হননি রুপালি। তা নিয়ে হামেশাই ইকবাল এবং রুপালির মধ্যে ঝামেলা হত। আলাদাও থাকছিলেন গত কয়েক মাস। তবে দু’জনের ফোনে কথা হত। সোমবার রাতে ইকবালকে ডিভোর্সের কথা বলেন তরুণী। কিন্তু বিবাহ-বিচ্ছেদে রাজি ছিলেন না ওই ব্যক্তি। তারপর ছেলেকে নিজের কাছে রাখার দাবি করেন। তা নিয়ে রুপালির সঙ্গে ঝগড়া শুরু হয়। তারপরই ইকবাল রুপালির গলার নলি কেটে দেন বলে অভিযোগ উঠেছে।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।