Tag: hindu

hindu

  • Yogi Adityanath: সাম্প্রদায়িক হিংসায় হারিয়েছিল ভিটে, ৪৭ বছর পর তিন হিন্দু পরিবারকে জমি ফেরালেন যোগী

    Yogi Adityanath: সাম্প্রদায়িক হিংসায় হারিয়েছিল ভিটে, ৪৭ বছর পর তিন হিন্দু পরিবারকে জমি ফেরালেন যোগী

    মাধ্যম নিউজ ডেস্ক: সাম্প্রদায়িক হিংসার জেরে ভিটে ছাড়া হয়েছিলেন ৪৭ বছর আগে (Sambhal)। ফিরলেন ৪৭ বছর পরে। তাঁদের ভিটেয় ফেরালেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। ১৯৭৮ সালে হিংসার কারণে ভিটে ছেড়েছিলেন সম্ভলের বহু হিন্দু পরিবার। সেই সময় উচ্ছেদ হওয়া তিনটি হিন্দু পরিবারের জমির মালিকানা পুনরুদ্ধার করল যোগী প্রশাসন। এই তিন পরিবার হিংসায় হারিয়েছিলেন তাঁদের প্রিয়জনদের। বেহাত হয়ে গিয়েছিল ভিটেও। সেই জমিই ফেরত পেলেন তাঁরা।

    সম্ভল হিংসা (Yogi Adityanath)

    ১৯৭৮ সালে সম্ভল হিংসা উত্তরপ্রদেশের ইতিহাসে একটি শোকাবহ অধ্যায়। সেবার প্রায় ২৫০ জন হিন্দুকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল বা জীবন বাঁচাতে তাঁদের বাড়ি ছেড়ে পালাতে বাধ্য করা হয়েছিল। এই হিংসায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিলেন তুলসী রামের পরিবার। দলিত এই হিন্দুর মৃত্যুর পর প্রাণের ভয়ে ঘরদোর ছেড়ে পালান ওই এলাকার হিন্দুরা। আশ্রয় নেন চন্দৌসি এবং অন্যান্য জায়গায়। জমি-ভিটে বেহাত হয়ে যাওয়ায় একেবারে নিঃস্ব হয়ে গিয়েছিলেন তাঁরা। হিন্দুদের কেড়ে নেওয়া জমিতে স্কুল গড়ে তোলে মুসলমানরা।

    কী বলছেন খুন হওয়া তুলসির পরিবার

    তুলসির পরিবারের সদস্য অমরিশ কুমার। সেদিনের সেই বর্বরতার সাক্ষী তিনি। বলেন, “দাঙ্গার সময় আমার দাদুকে খুন করা হয়েছিল। এরপর আমাদের আর কোনও উপায় ছিল না। বাড়ি, জমি-জিরেত, জীবিকা— সব কিছু ফেলে রেখে পালিয়ে যেতে বাধ্য হয়েছিলাম।” তিনি বলেন, “হিংসা থেমে যাওয়ার পর ভিটেয় ফেরার চেষ্টা করেছিলাম। আমাদের তাড়া করে তাড়িয়ে দেওয়া হয়েছিল। আমাদের বলা হয়েছিল, এখানে আমাদের আর কোনও জায়গা নেই।” বেহাত হয়ে যাওয়া জমি ফিরে পেয়ে যারপরনাই খুশি অমরিশ। বলেন, “আজ, আমরা ন্যায়বিচারের অনুভূতি (Yogi Adityanath) নিয়ে এখানে দাঁড়িয়েছি। জমি অবশেষে আবার আমাদের হয়েছে।”

    আরও পড়ুন: ভারতের হুঁশিয়ারির পরই বিতর্কিত মন্তব্যের জন্য ক্ষমা চাইল জুকারবার্গের সংস্থা মেটা

    জমি ফিরে পেয়েছেন আশা দেবীও। তিনি বলেন, “রোডওয়েজ বাস স্টেশনের পিছনে আমাদের প্রায় ২.২৫ বিঘা জমি ছিল। অন্যরা দখল করে নিয়েছিল। সেখানে একটা স্কুল তৈরি করা হয়েছিল।” তিনি বলেন, “আমরা যখনই আমাদের ন্যায্য অধিকার ফেরত পাওয়ার চেষ্টা করেছি, আমাদের তাড়িয়ে দেওয়া হয়েছে। আমাদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও, সবসময় মনে হতো সিস্টেম আমাদের কষ্টের প্রতি উদাসীন।” প্রসঙ্গত, দিন (Sambhal) কয়েক আগেই এই মামলাগুলি রি-ওপেন করার নির্দেশ দিয়েছিলেন যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) স্বয়ং।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Tripura: খ্রিস্টান হওয়া হিন্দুদের স্বধর্মে ফিরিয়েছেন কলির ‘মনু’, পুজো করেন রামের!

    Tripura: খ্রিস্টান হওয়া হিন্দুদের স্বধর্মে ফিরিয়েছেন কলির ‘মনু’, পুজো করেন রামের!

    মাধ্যম নিউজ ডেস্ক: ভগবান শ্রী রামের (Shree Ram) পুজো করেন ত্রিপুরার (Tripura) একটি ছোট্ট জনগোষ্ঠীর লোকজন। দৈনন্দিন জীবনে পালন করেন সনাতনী আচার-নীতি। মিজোরাম ও বাংলাদেশের সীমান্ত লাগোয়া পূর্ব ত্রিপুরার পাহাড়ি অঞ্চলে এই ক্ষুদ্র জনগোষ্ঠীর বাস। তারা তাদের সনাতনী শিকড়কে পুনরায় আবিষ্কার করে শ্রী রামের পুজোআচ্চা করছেন। মেনে চলেছেন সনাতনী আচার-আচরণ। গড়ে তুলেছে আধ্যাত্মিক চর্চার অনন্য একটি পদ্ধতি। এই জনগোষ্ঠীকে স্বধর্মে ফিরিয়েছে “সত্য সনাতন ধর্ম মণ্ডল” নামে একটি সংস্থা। খ্রিস্টান মিশনারিদের ধর্মান্তকরণ প্রচেষ্টার প্রেক্ষিতে জন্ম হয়েছিল এই সংস্থার। তারাই হিন্দু থেকে খ্রিস্টান হয়ে যাওয়া লোকজনকে ফেরাচ্ছেন স্বধর্মে।

    লোভনীয় প্রস্তাব (Tripura) 

    লোভনীয় প্রস্তাব ও বিভিন্ন ধরনের চাপ – এমনকি হুমকি এবং শারীরিক হিংসার মাধ্যমে – মিশনারিরা বড় সংখ্যক ব্রু সম্প্রদায়ের মানুষকে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করতে শুরু করেছিল। এরা মিজোরামে অভিবাসন করেছিল। তারা বিশেষ করে খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ রাজ্যে আরও বেশি অসহায় হয়ে পড়েছিল। এই সময় ওই সম্প্রদায়ের এক তরুণ, যিনি একনিষ্ঠ হিন্দু ছিলেন, বুঝতে পারেন যে একটি সুসংগঠিত ধর্মীয় আদেশের অধীনে সম্প্রদায়কে ঐক্যবদ্ধ করা অত্যন্ত জরুরি। তিনি বুঝতে পারেন ধর্মান্তরিত হয়ে যাওয়া হিন্দুদের হিন্দু ধর্মে ফেরাতে হলে এটাই মিশনারিদের আক্রমণের মোকাবিলা করার একমাত্র কার্যকর উপায়।

    মনোরম ব্রু-র উপলব্ধি

    যুবক মনোরম ব্রু উপলব্ধি করেছিলেন যে হিন্দুধর্ম খুবই অগোছালো। এখানে ধর্মীয় আচার-অনুষ্ঠান ও প্রথার জন্য নির্দিষ্ট কোনও নিয়ম-কানুন নেই। এর ফলে, অশিক্ষিত উপজাতিরা মিশনারিদের দ্বারা পরিচালিত সনাতন ধর্মের বিরুদ্ধে বিভ্রান্তিকর প্রচারের শিকার হতে পারত। মনোরম তাঁর সম্প্রদায়ের লোকজনের মধ্যে একটি ধর্মীয় প্রচার শুরু করেন। তিনি বলতে থাকেন, ব্রু সম্প্রদায়ের নিজস্ব আদি দেবতা এবং প্রকৃতি পূজার প্রচলন থাকলেও, তাঁরা সনাতন ধর্মেরই অংশ।

    সত্য সনাতন ধর্ম মণ্ডলের প্রধানের বক্তব্য

    সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে সত্য সনাতন ধর্ম মণ্ডলের প্রধান মুখপাত্র যতীন্দ্র রিয়াং বলেন, “আমাদের পরম্পরা হল সনাতন ধর্ম, যা পৃথিবীর প্রাচীনতম বিশ্বাস। সময়ের সঙ্গে আমরা পথভ্রষ্ট হয়েছি এবং ঈশ্বর থেকে দূরে সরে গেছি। আমাদের কাছে ঈশ্বর হলেন সর্বোচ্চ সত্তা। আমাদের অধিকাংশই দেবতা এবং দেবীদের পূজা করি, কিন্তু ঈশ্বরের পূজা করি না, যিনি একমাত্র নিরঞ্জন। তিনিই সনাতন ঈশ্বর।” তিনি বলেন, “ব্রু সম্প্রদায়ের (Tripura) প্রাচীন ঐতিহ্য, সংস্কৃতি, ধর্মীয় এবং সামাজিক প্রথা সনাতন ধর্মের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। মনোরম ব্রু তাঁর সম্প্রদায়ের মধ্যে এই গুরুত্বপূর্ণ বার্তা ছড়িয়ে দেন এবং তাঁদের সনাতন ধর্মে ফিরে আসতে রাজি করান।

    আরও পড়ুন: অসমে কয়েক দশকের গড়ে ধস, কংগ্রেসকে ধরাশায়ী বিজেপির তরুণ তুর্কি দীপলুর

    রামের পুজোর প্রচলন

    মনোরম শ্রী রামের (Shree Ram) পুজোর প্রচলন শুরু করেন। রিয়াং বলেন, “রাম হলেন আদিপুরুষ, অনন্তগুণ, ব্রাহ্মণ্য, সর্বজ্ঞ, সর্বশক্তিমান, জগদগুরু, মহাদেব, মহাপুরুষ, শাশ্বত, ত্রিপুর্টে এবং ত্রিলোকাত্মনে।” তিনি বলেন, “এই সমস্ত গুণ শ্রী রামকে একটি প্রধান ও শক্তিশালী দেবতা হিসেবে প্রতিষ্ঠা করে। এই কারণেই মনোরম ব্রু অধ্যুষিত পাহাড়গুলিতে রাম মন্দির প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেন।” প্রথম রাম মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছিল ধলাই জেলার চাওমানু প্রশাসনিক ব্লকের পশ্চিম মালিধর গ্রাম পঞ্চায়েতের মানিকপুরে। রিয়াং ছোট চাওমানু শহরে বাস করেন। বর্তমানে ত্রিপুরার ধলাই, ঊনকোটি, গোমতী এবং উত্তর ও দক্ষিণ ত্রিপুরা জেলায় ব্রু সম্প্রদায়ের লোকজন ৩০টি রাম মন্দির তৈরি করেছেন। আরও পাঁচটি মন্দির নির্মাণের কাজ চলছে।

    ‘মনু’

    মনোরমকে তাঁর সম্প্রদায়ের লোকজন ভালোবেসে ‘মনু’ বলে ডাকেন। তাঁর পুরো নাম ‘মনোরম ব্রু সনাতন বাগরা’। তিনি বর্তমানে উত্তর ত্রিপুরা জেলার কাঞ্চনপুর সাব-ডিভিশনের নৈসিংহপাড়া গ্রামে বাস করেন। এই জায়গাটিই সম্প্রদায়ের প্রধান কার্যালয় হিসেবে কাজ করছে। এই সাম্প্রদায়িক গোষ্ঠীর অনুসারীরা তাঁদের সনাতন ধর্ম এবং নিজস্ব গোষ্ঠী সম্পর্কিত জ্ঞানের ভিত্তিতে বিভিন্ন শ্রেণিতে বিভক্ত (Tripura)। সনাতনী পরিবারে কোনও সন্তান জন্মালে তাকে সত্য সনাতন ধর্ম মণ্ডলে দীক্ষিত করা হয়। প্রথমে মনুর বাক্য (ভগবান রামের প্রতি প্রার্থনা এবং তাঁর উপদেশ) শিশুর কানে ফিসফিস করে বলা হয়। পরে ‘মনু’র আশীর্বাদিত জলে স্নান করানো হয়।

    সত্য সনাতন ধর্ম মণ্ডলের সদস্য হওয়ার প্রক্রিয়া

    এই প্রক্রিয়া শেষ হলে শিশুটি আনুষ্ঠানিকভাবে সত্য সনাতন ধর্ম মণ্ডলের সদস্য হয়ে যায় এবং তাকে ‘লুগো’ হিসেবে গণ্য করা হয়। সমস্ত লুগোকে মনুর শিক্ষা, বেদ, উপনিষদ, গীতা, রামায়ণ এবং মহাভারতসহ গোষ্ঠীর নিয়মকানুন ও আচার সম্পর্কে শিক্ষা দেওয়া হয়। লুগোরা আরও দুটি ধর্মীয় বই থেকে শিক্ষা লাভ করে, যেগুলি ‘মনু’ লিখেছেন — ‘স্মাইক্রি নিদস্তুর’ এবং ‘আইং দস্তুর’ বই। সত্য সনাতন ধর্ম মণ্ডলের সদস্যরা ‘রাম মণ্ডলী’ নামেও পরিচিত। কারণ এঁদের প্রধান পূজিত দেবতা শ্রী রাম (Shree Ram)।তাঁদের কঠোর আচরণবিধি অনুসরণ করতে হয়। গরু, বিড়াল ও বানরের মাংস খাওয়া কঠোরভাবে নিষিদ্ধ। মদ ও মাদক নেওয়াও নিষিদ্ধ। সিগারেট কিংবা ধূমপান অনুমোদিত। সমাজ ও ধর্মীয় সমাবেশে উপস্থিতি বাধ্যতামূলক। সমাজের সমস্ত সদস্যকে সপ্তাহে চারবার মন্দিরে ভজন-কীর্তনে অংশগ্রহণ করতেই হয় (Tripura)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

     

  • Uttar Pradesh: বিগ্রহ সরিয়ে ওড়ানো হয়েছিল ইসলামি পতাকা, দখলমুক্ত গঙ্গা মন্দির

    Uttar Pradesh: বিগ্রহ সরিয়ে ওড়ানো হয়েছিল ইসলামি পতাকা, দখলমুক্ত গঙ্গা মন্দির

    মাধ্যম নিউজ ডেস্ক: ইতিহাস খ্যাত ২৫০ বছরের পুরানো মন্দির। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বালিয়েরি অঞ্চলের এই মন্দির চার দশক ধরে দখল করে রেখেছিল জনৈক ওয়াজিদ আলি ও তার পরিবার। গঙ্গা মহারানির (Ganga Maharani Mandir) সেই মন্দিরই দখলমুক্ত হয়েছে সম্প্রতি। কিলা এলাকার কাটঘরে অবস্থিত এই মন্দিরটি রাকেশ সিংয়ের পূর্বপুরুষদের দ্বারা নির্মিত। আধ্যাত্মিক তো বটেই, ঐতিহাসিক দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মন্দির।

    পাহারাদারের মন্দির দখল (Uttar Pradesh)

    ইসলামপন্থী ওয়াজিদ আলি ছিলেন এই মন্দিরের পাহারাদার। ধীরে ধীরে মন্দির প্রাঙ্গন দখল করে নেন তিনি। পরে পুজো বন্ধ করে দেন। মন্দিরের দরজায় ঝুলিয়ে দেন তালা। অভিযোগ, ওয়াজিদ মন্দিরের মূর্তিগুলি সরিয়ে ফেলেন। এর মধ্যে ছিল একটি সাদা শিবলিঙ্গও। বিগ্রহগুলি সরিয়ে ওয়াজিদ সেখানে তুলে দেন ইসলামি পতাকা। স্বাভাবিকভাবেই মন্দিরে আনাগোনা বন্ধ হয়ে যায় ভক্তদের। মন্দিরটি একসময় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের উপাসনার কেন্দ্র ছিল। ১৯৫০ সালের পর থেকে পুজো-অর্চনা বন্ধ করে দেন ওয়াজিদ। বছরের পর বছর ধরে মূল ট্রাস্টিদের বংশধর রাকেশ সিংহ এবং হিন্দু সংগঠনগুলো জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয়ে অভিযোগ দায়ের করেন মন্দির পুনরুদ্ধারের দাবি জানিয়ে।

    আরও পড়ুন: ইউনূস সরকারের বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নেওয়ার হুমকি টাইকুন এস আলমের?

    মন্দিরের জমি দখল মুক্ত

    একটি দৈনিকে প্রতিবেদনটি প্রকাশিত হওয়ার পর জেলা ম্যাজিস্ট্রেট রবীন্দ্র কুমার তদন্তের নির্দেশ দেন। এসডিএম সদর গোবিন্দ মৌর্য এবং সমবায় সমিতির কর্মকর্তারা জায়গাটি পরিদর্শন করেন এবং মালিকানার নথি যাচাই করেন। তদন্তে দেখা যায়, মন্দিরের জমি ১৯০৫ সাল থেকে গঙ্গা মহারানি ট্রাস্টের অধীনে নিবন্ধিত ছিল। প্রত্যাশিতভাবেই খারিজ হয়ে যায় ওয়াজিদ আলির আইনি দখলের দাবি। তাঁর দাবি, তাঁর বাবা সমবায় সমিতির একজন প্রহরী ছিলেন (Uttar Pradesh)। সেখান থেকে সরে যাওয়ার জন্য সময়সীমা বাড়ানোর অনুরোধ করেছিলেন। তবে, সমবায় সমিতির সচিব বিকাশ শর্মা স্পষ্ট করেন যে ওয়াজিদ বা তার বাবার কোনও চাকরির রেকর্ড তাঁদের কাছে নেই। ২০ ডিসেম্বর, জেলা প্রশাসন, এসপি সিটি মনীশ পারিখের নেতৃত্বে, উচ্ছেদের নির্দেশ কার্যকর করে। এর পরেই ওয়াজিদ ও তার পরিবার এলাকা ছেড়ে চলে যায়। ২১ ডিসেম্বর পুনঃপ্রতিষ্ঠা হয় মন্দির (Ganga Maharani Mandir)। অভিষেক-পুজোপাঠও হয় ওই দিনই (Uttar Pradesh)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

  • Mini Pakistan: হিন্দুরা চলে যাচ্ছেন, মিনি পাকিস্তানে পরিণত হচ্ছে আলিগড়ের বানিয়াপাড়া!

    Mini Pakistan: হিন্দুরা চলে যাচ্ছেন, মিনি পাকিস্তানে পরিণত হচ্ছে আলিগড়ের বানিয়াপাড়া!

    মাধ্যম নিউজ ডেস্ক: আলিগড়ের (Aligarh) বানিয়াপাড়া থেকে একে একে করে সরে যাচ্ছে হিন্দু পরিবার। এক সময় এই এলাকাকে বলা হত শহরের বৃন্দাবন। ১২টি প্রাচীন মন্দিরের জন্য এই (Mini Pakistan) এলাকা বিখ্যাত। এখানেই রয়েছে বাঁকে বিহারীর মন্দির। জানা গিয়েছে, নিরাপত্তাহীনতা ও সাম্প্রদায়িক অশান্তির কারণে এলাকা ছেড়ে চলে যাচ্ছেন হিন্দুরা।   

    মন্দির নগরী বানিয়াপাড়া (Mini Pakistan)

    দিল্লি গেট থানার অন্তর্গত বানিয়াপাড়া ঐতিহাসিক ও ধর্মীয় দিক থেকে বিশাল গুরুত্ব বহন করে। এখানে রয়েছে বিভিন্ন মন্দির। এর মধ্যে রয়েছে গোবিন্দজির মন্দির, লক্ষ্মণজির মন্দির, সত্যনারায়ণজির মন্দির, শনিদেবের মন্দির এবং তিনটি দেবী মন্দির। বাঁকে বিহারীর মন্দিরও রয়েছে এই এলাকায়। বৃন্দাবনের শ্রদ্ধেয় সন্ন্যাসী হরিদাসজির সঙ্গে সম্পৃক্ত এই মন্দির। এই এলাকাটি হরিদাস নগর নামে পরিচিত। এখানে পাঁচটি প্রাচীন কুয়া রয়েছে, যা এখনও ধর্মীয় কাজে ব্যবহৃত হয়।

    মুসলমানের বাড়বাড়ন্ত

    একসময় এই এলাকায় বাস (Mini Pakistan) ছিল বৈশ্য ও ব্রাহ্মণ পরিবারের। গত কয়েক বছরে এর জনসংখ্যার গঠনে বড় পরিবর্তন দেখা যাচ্ছে। বাড়তে থাকা সাম্প্রদায়িক উত্তেজনা ও ইসলামিক বসতি বৃদ্ধির কারণে হিন্দু পরিবারগুলির মধ্যে নিরাপত্তাহীনতা সৃষ্টি হয়েছে। যার ফলে অনেকেই এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য হচ্ছেন। প্রায় ২৫০টি হিন্দু পরিবারের মধ্যে সাম্প্রতিক বছরগুলিতে প্রায় এক ডজন পরিবার তাদের বাড়ি ছেড়ে চলে গেছে। সেগুলো এখন তালাবদ্ধ অবস্থায় পড়ে রয়েছে।

    আরও পড়ুন: ভারত-মায়ানমার সীমান্তে ডেমোগ্রাফিক ডেটা তৈরির আহ্বান অমিত শাহের

    স্থানীয় বাসিন্দারা জানান, বাঁকে বিহারী মন্দির দেখতে এক সময় দূরদূরান্ত থেকে ভক্তরা আসতেন এখানে। সাম্প্রদায়িক হিংসার জেরে ইদানিং কমে গিয়েছে ভক্তদের আনাগোনা। বনিয়াপাড়ার পরিস্থিতি আরও জটিল।  কারণ এলাকার শ্যাম চৌক ও চিরাগ চিয়ানের মতো এলাকায় সাম্প্রদায়িক উত্তেজনা বেড়ে চলেছে। স্থানীয় হিন্দু পরিবারগুলি নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন।বনিয়াপাড়ার জনসংখ্যা হ্রাস শুধু এক স্থানান্তরের গল্প নয়, এটি তার ঐতিহাসিক ও ধর্মীয় ঐতিহ্য রক্ষার চ্যালেঞ্জগুলির একটি স্মারকও। শতাব্দীর পর শতাব্দী ধরে টিকে থাকা প্রাচীন মন্দির ও সাংস্কৃতিক নিদর্শনগুলি এখন অবহেলা ও পরিত্যক্ত অবস্থায় রয়েছে (Aligarh)। ঐতিহাসিক ঐতিহ্য রক্ষা করতে প্রশাসনিক হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন স্থানীয়রা (Mini Pakistan)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

  • Bangladesh Crisis: বাংলাদেশে হিন্দুদের ওপর ২,২০০টি হিংসার ঘটনা ঘটেছে, জানাল বিদেশমন্ত্রক

    Bangladesh Crisis: বাংলাদেশে হিন্দুদের ওপর ২,২০০টি হিংসার ঘটনা ঘটেছে, জানাল বিদেশমন্ত্রক

    মাধ্যম নিউজ ডেস্ক: হাসিনা-উত্তর জমানায় বাংলাদেশে সংখ্যালঘুদের (Hindus Minorities) ওপর অত্যাচার বেড়েছে (Bangladesh Crisis)। ভারতের বিদেশমন্ত্রকের তরফে শুক্রবার তার পরিসংখ্যান দিল বিদেশমন্ত্রক।

    বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের পরিসংখ্যান (Bangladesh Crisis)

    জানা গিয়েছে, চলতি বছর বাংলাদেশে হিন্দুদের ওপর ২ হাজার ২০০টি হিংসার ঘটনা ঘটেছে। এর সিংহভাগ ঘটনাই ঘটেছে হাসিনা-পরবর্তী কালে। এই বছরে ভারতের আর এক পড়শি দেশ পাকিস্তানে হিংসার ঘটনা ঘটেছে ১১২টি। রাজ্যসভায় এই তথ্য পেশ করা হয়েছে বিদেশমন্ত্রকের তরফে। বিদেশমন্ত্রক জানিয়েছে, হিন্দুদের নিরাপত্তা, সুরক্ষা ও মঙ্গল নিশ্চিত করার অনুরোধ জানিয়ে চিঠি লেখা হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান উভয় দেশের কাছেই। বিবৃতিতে বলা হয়েছে, সরকার এই ঘটনাগুলিকে গভীরভাবে গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছে এবং বাংলাদেশ সরকারের সঙ্গে এই উদ্বেগ শেয়ারও করেছে। ভারতের আশা, বাংলাদেশ সরকার হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ করবে।

    কী বলছে বিদেশমন্ত্রক

    বিবৃতিতে বলা হয়েছে, ভারত সরকার কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হিংসার বিষয়টি উত্থাপন করেছে। পাকিস্তান সরকারকে ধর্মীয় অসহিষ্ণুতা, সাম্প্রদায়িক হিংসা, নিয়মিত নিপীড়ন এবং সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা প্রতিরোধের জন্য পদক্ষেপ করার আহ্বান জানিয়েছে। তাদের নিরাপত্তা, সুরক্ষা এবং কল্যাণ নিশ্চিত করার অনুরোধও জানানো হয়েছে। ভারত পাকিস্তানে সংখ্যালঘুদের দুরবস্থা আন্তর্জাতিক মঞ্চে লাগাতার তুলে ধরে। জানা গিয়েছে, ২০২২ সালে বাংলাদেশে (Bangladesh Crisis) হিন্দুদের ওপর হিংসার ঘটনা ঘটেছে ৪৭টি। ২০২৩ সালে ৩০২টি এবং ২০২৪ সালের ৮ ডিসেম্বর পর্যন্ত ২ হাজার ২০০টি হিংসার ঘটনাও ঘটেছে।

    আরও পড়ুন: “দেশের ঐতিহ্য হল সবাই নিজস্ব উপাসনা পদ্ধতি অনুসরণ করতে পারেন”, বার্তা মোহন ভাগবতের

    এদিকে, ২০২২ সালে পাকিস্তানে হিন্দুদের ওপর হিংসার ঘটনা ঘটেছে ২৪১টি। তার পরের বছর ১০৩টি। ২০২৪ সালের অক্টোবর পর্যন্ত হিংসার ঘটনা ঘটেছে ১১২টি। পাকিস্তান ও বাংলাদেশ ছাড়া অন্য প্রতিবেশী দেশগুলিতে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের বিরুদ্ধে হিংসার কোনও ঘটনা ঘটেনি। কেন্দ্রীয় মন্ত্রী কীর্তি বর্ধন সিং বলেন, “সরকার এই ঘটনাগুলিকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে। বাংলাদেশ সরকারের কাছে এ বিষয়ে উদ্বেগও প্রকাশ করেছে।” তিনি বলেন, “ভারতের আশা, বাংলাদেশ হিন্দু (Hindus Minorities) ও অন্যান্য সংখ্যালঘুদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ (Bangladesh Crisis) করবে।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

  • Bangladesh Crisis: হিন্দুদের ভাতে মারার ছক! গো-মাংস বিক্রি করতেই হবে হোটেল-রেস্তোরাঁয়, দাবি মৌলবাদীদের

    Bangladesh Crisis: হিন্দুদের ভাতে মারার ছক! গো-মাংস বিক্রি করতেই হবে হোটেল-রেস্তোরাঁয়, দাবি মৌলবাদীদের

    মাধ্যম নিউজ ডেস্ক: বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনূসের শাসনে ভালো নেই সে দেশের হিন্দুরা (Bangladesh Crisis)। হিন্দুদের ওপর নিত্য অত্যাচার তো চলছেই। এবার বাংলাদেশে বসবাসকারী হিন্দুদের ভাতে মারতে উদ্যোগী হয়েছে মৌলবাদীরা। সে দেশের হিন্দু হোটেলগুলিতে (Hindu Hotel) যাতে কেউ না যায়, সে জন্য তৈরি হয়েছে পোস্টার। পোস্টারে লেখা হয়েছে ‘নো বীফ খাবার হোটেল বর্জন করুন’। কীভাবে হিন্দু হোটেল চেনা যাবে, সে কথাও পোস্টারে বলা হয়েছে ফলাও করে। নতুন উপদ্রব শুরু হওয়ায় বিপাকে বাংলাদেশে বসবাসকারী হিন্দু হোটেল ব্যবসায়ীরা।

    ভালো নেই হিন্দুরা (Bangladesh Crisis)

    হাসিনা-উত্তর জমানায় বাংলাদেশে ভালো নেই হিন্দুরা। নানা অছিলায় লুট করা হচ্ছে তাঁদের বাড়িঘর। লুটপাট চালানো হচ্ছে দোকানগুলোতেও। জমি কেড়ে নেওয়ার অভিযোগও উঠেছে। উঠেছে হিন্দু বাড়ির মেয়ে-বউদের ঘর থেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগও। তার পরেও স্রেফ দেশকে ভালোবেসেই সে দেশে বসবাস করছেন হিন্দুরা। এবার সেই হিন্দুদেরই আক্ষরিক অর্থেই ভাতে মারতে উদ্যোগী হয়েছে বাংলাদেশি মৌলবাদীরা। তারা প্রচার করছে, ‘যে হোটেলে গো-মাংস বিক্রি হয় না, সেটাই হিন্দুদের হোটেল। সেই হোটেলই বর্জন করতে হবে।’ আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের মতে, হিন্দুদের বাংলাদেশছাড়া করতেই উদ্যোগী হয়েছে সে দেশের মৌলবাদীরা।

    আরও পড়ুন: জল জীবন মিশন প্রকল্প বদলে দিয়েছে গ্রামীণ মহিলাদের অর্থনীতির ভিত, ঠিক কীভাবে?

    মুসলিম ভোক্তা অধিকার পরিষদের হুঁশিয়ারি

    যে দেশে ৯৮ শতাংশ মানুষই মুসলমান, সে দেশে কেন নো বীফ লেখা হোটেল থাকবে, প্রশ্ন তুলে মিছিল করেছে মুসলিম ভোক্তা অধিকার পরিষদ। সম্প্রতি পুরানো ঢাকার বংশালে আল রজ্জাক হোটেলের সামনে বিক্ষোভও দেখানো হয় (Bangladesh Crisis)। পরিষদের দাবি, নো বিফ লেখা খাবারের হোটেলগুলি ভারত ও হিন্দুত্ববাদীদের দালাল। তাই এই জাতীয় হোটেল বর্জনের ডাক দেওয়া হয়েছে। প্রত্যেক হোটেলে যাতে গো-মাংস বিক্রি হয়, সেই দাবিও জানিয়েছে পরিষদ। বীফ বিক্রি না হলে সমস্ত হোটেল বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে মুসলিম ভোক্তা অধিকার পরিষদের তরফে। পরিষদের তরফে আরিফ আল খাবীর বলেন, “বাংলাদেশে ব্যবসা করতে হলে খাবার হোটেলগুলিকে বাধ্যতামূলকভাবে গরুর মাংস রাখতে হবে। যদি কোনও হোটেলে একটিও গরুর মাংসের তরকারি না থাকে, তবে সেই হোটেলটি (Hindu Hotel) হিন্দুত্ববাদী হোটেল ও ভারতের দালাল বলে প্রমাণিত হবে (Bangladesh Crisis)।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

  • Durgadi Fort: দুর্গাদি দুর্গ আদতে দুর্গা মায়ের মন্দির, কোনও মসজিদ নয়, জানাল মহারাষ্ট্রের আদালত

    Durgadi Fort: দুর্গাদি দুর্গ আদতে দুর্গা মায়ের মন্দির, কোনও মসজিদ নয়, জানাল মহারাষ্ট্রের আদালত

    মাধ্যম নিউজ ডেস্ক: অবসান হল দীর্ঘ ৪৮ বছর ধরে চলা লড়াইয়ের। মহারাষ্ট্রের (Maharashtra) কল্যাণ জেলার দুর্গাদি দুর্গ (Durgadi Fort) নিয়ে চলছিল মামলাটি। ১০ ডিসেম্বর কল্যাণ জেলা ও দায়রা আদালত জানিয়ে দেয়, দুর্গটি দুর্গা মাতার মন্দির। এই দুর্গটিকেই মসজিদ এবং ওয়াকফ সম্পত্তি বলে দাবি করেছিল মজলিশ-ই-মুশাভরিন।

    দুর্গাদি দুর্গ (Durgadi Fort)

    দুর্গাদি দুর্গের ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম। ছত্রপতি শিবাজির যুগ থেকে মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে এই দুর্গ। মজলিশ-ই-মুশাভরিন ট্রাস্টের দাবি, এটি একটি মসজিদের জায়গা। সম্পত্তিটি ভুলবশত একটি ধর্মীয় স্থান হিসেবে চিহ্নিত করা হয়েছিল। তবে সিনিয়র ডিভিশন বিচারক এএস লঞ্জেওয়ার হিন্দু সম্প্রদায়ের পক্ষে রায় দেন। এবং মামলাটি ওয়েলফেয়ার কোর্ট থেকে ওয়াকফ বোর্ডে স্থানান্তরের আবেদন খারিজ করে দেন।

    কী বলছেন হিন্দু মঞ্চের সভাপতি 

    হিন্দু মঞ্চের সভাপতি ও মামলার আবেদনকারী দীনেশ দেশমুখ বলেন, “এই মামলা ৫০ বছর ধরে চলছিল। প্রথমে এই মামলার শুনানি হয়েছিল ঠাণে আদালতে। পরে এটি স্থানান্তরিত হয় কল্যাণ জেলা ও দায়রা আদালতে। এদিনের এই সিদ্ধান্ত দুর্গের সাংস্কৃতিক ও ধর্মীয় পরিচয়কে ফের নিশ্চিত করল।” ১৯৭১ সালে, ঠাণে জেলা কালেক্টর ওই জায়গাটিকে হিন্দু মন্দির হিসেবে ঘোষণা করেছিলেন। এরই কিছুদিন পরে একটি আবেদন দাখিল করা হয় যা জায়গাটিকে মসজিদ হিসেবে পুনর্বিন্যাস করার প্রস্তাব দেয়। ফলে পরিদর্শন ও আইনি তদন্ত শুরু হয়। হিন্দু সম্প্রদায়ের তরফে আইনজীবী ভাউসাহেব মোদক গুরুত্বপূর্ণ স্থাপত্যগত প্রমাণ দেন। এর মধ্যে ছিল মন্দিরের জানালা এবং একটি চৌথারা (মঞ্চ)। এই মঞ্চেই দেব-দেবী বসিয়ে পুজো হয় হিন্দু মন্দিরে। এই তথ্যগুলো আদালতের সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।

    আরও পড়ুন: এবার এটিএম থেকেই তোলা যাবে পিএফের টাকা! বড় ঘোষণা কেন্দ্রের, জানুন প্রক্রিয়া

    বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মুসলমান গোষ্ঠীগুলি দুর্গে অবৈধভাবে নির্মাণ কাজ করেছে (Durgadi Fort)। কাঠামোগুলিকে সাদা ও সবুজ রংয়ে রাঙানো হয়েছে। অভিযোগ উঠেছে মসজিদ নির্মাণেরও। শিবসেনার তরফে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, শিবসেনার নেতারা দীর্ঘদিন ধরে মন্দিরের ন্যায্য দাবির পক্ষে সমর্থন জানিয়েছেন। বালাসাহেব ঠাকরে দুর্গাদি দুর্গে নবরাত্রি উৎসব শুরু করেছিলেন এবং একনাথ শিন্ডে শিবসেনার (Maharashtra) সদস্যদের সঙ্গে দুর্গে আরতিও করেছিলেন (Durgadi Fort)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

  • Suvendu Adhikari: রাজ্যে ঢুকেছে এক কোটি রোহিঙ্গা! হিন্দুদের বাঁচাতে ধর্ম রক্ষা কমিটি গড়ার ডাক শুভেন্দুর

    Suvendu Adhikari: রাজ্যে ঢুকেছে এক কোটি রোহিঙ্গা! হিন্দুদের বাঁচাতে ধর্ম রক্ষা কমিটি গড়ার ডাক শুভেন্দুর

    মাধ্যম নিউজ ডেস্ক: “হিন্দুদের অস্তিত্ব সঙ্কটে। তাই হিন্দুদের রক্ষা করতে হলে অবিলম্বে গ্রামে গ্রামে ধর্ম রক্ষা কমিটি (Hindu Raksha Committee) গড়তে হবে।” এমনই ডাক দিলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বাংলাদেশে হিন্দুদের ওপর ঘটে চলা ধারাবাহিক নির্যাতনের প্রতিবাদে এর আগে পেট্রাপোল সীমান্তে অবস্থান বিক্ষোভ করেছেন শুভেন্দু।

    অস্তিত্ব রক্ষার লড়াইয়ের ডাক (Suvendu Adhikari)

    মঙ্গলবার বিক্ষোভ দেখান উত্তর ২৪ পরগনায় ঘোজাডাঙা সীমান্তে। সেখানেই হিন্দুদের অস্তিত্ব রক্ষার লড়াইয়ে গ্রামে গ্রামে হিন্দু রক্ষা কমিটি তৈরির ডাক দিলেন শুভেন্দু। তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের মদতে রাজ্যে ঢুকেছে এক কোটি রোহিঙ্গা।” এর পরেই তিনি বলেন, “হিন্দুদের অস্তিত্ব সঙ্কটে। তাই হিন্দুদের রক্ষা করতে হলে অবিলম্বে গ্রামে গ্রামে ধর্ম রক্ষা কমিটি গড়তে হবে।” বাংলাদেশের ইউনূস সরকারকেও চরম হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলনেতা। 

    বলেন, “বাংলাদেশ তো ভারতের ওপর নির্ভরশীল। ওরা এত বড় বড় কথা বলে কী করে? বলছে কলকাতার দখল নেবে! জেনে রাখুন, আমাদের প্রধানমন্ত্রী সন্ত্রাসবাদ ধ্বংস করে কাশ্মীরে ভারতের ঝান্ডা উড়িয়েছেন, চিনের সঙ্গেও সামরিক শক্তিতে পাল্লা দেওয়ার ক্ষমতা রয়েছে ভারতের। হাসিমারায় ৪০টি যুদ্ধ বিমান রয়েছে। দুটো পাঠালেই কাজ হয়ে যাবে। কীভাবে শায়েস্তা করতে হয় জানি।” ভারত ৯৭টি পণ্য না পাঠালে বাংলাদেশের ভাত-কাপড় জুটবে না বলেও ইউনূস সরকারকে হুঁশিয়ারি দেন তিনি (Suvendu Adhikari)।

    আরও পড়ুন: উদ্যোগী এনডিএ, ‘এক দেশ, এক নির্বাচন’ বিল পেশ শীতকালীন অধিবেশনেই?

    নিশানায় সিদ্দিকুল্লাও

    মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় রয়েছেন সিদ্দিকুল্লা চৌধুরী। তিনি ইউনূস সরকারকে সমর্থন করছেন বলে অভিযোগ। এ প্রসঙ্গে নন্দীগ্রামের বিধায়ক বলেন, “বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতন হচ্ছে। অথচ ইউনূসের সরকারকে সমর্থন জানাচ্ছেন মমতার মন্ত্রিসভার সদস্য। উনি যদি সত্যিই হিন্দুদের ভালো চান, তাহলে অবিলম্বে মন্ত্রিসভা থেকে সিদ্দিকুল্লাকে বহিষ্কার করুন।”

    হিন্দুরা ঐক্যবদ্ধ হতেই মমতা সুর নরম করছেন বলে কটাক্ষ শুভেন্দুর। বলেন, “উনি (মমত বন্দ্যোপাধ্যায়) বুঝতে পারছেন ৩০ শতাংশ নিয়ে ভোট বৈতরণী পার হতে পারবেন না। ৭০ শতাংশ এক হয়ে যাচ্ছে। তাই বিধানসভায় বাংলাদেশের হিন্দুদের পক্ষে কথা বলছেন।” রাজ্যের বিরোধী দলনেতা (Suvendu Adhikari) বলেন, “ঠেলায় না পড়লে বিড়াল গাছে (Hindu Raksha Committee) ওঠে না।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

     

  • Sanjauli Mosque Row: শিমলার সঞ্জৌলি মসজিদের তিনটি অবৈধ তলা ভেঙে ফেলার নির্দেশ আদালতের

    Sanjauli Mosque Row: শিমলার সঞ্জৌলি মসজিদের তিনটি অবৈধ তলা ভেঙে ফেলার নির্দেশ আদালতের

    মাধ্যম নিউজ ডেস্ক: শিমলার সঞ্জৌলি মসজিদের তিনটি অবৈধ তলা ভেঙে ফেলার (Sanjauli Mosque Row) নির্দেশ দিল জেলা আদালত (Shimla District Court)। এই বিতর্কের সূত্রপাত কিছুদিন আগে। জানা গিয়েছে, সঞ্জৌলি মসজিদ কমিটি অবৈধভাবে তিনটি অতিরিক্ত তলা নির্মাণ করেছে। পুরসভার আইন ভঙ্গ করেই এটা করা হয়েছে বলে অভিযোগ।

    জনসাধারণের মধ্যে অসন্তোষ (Sanjauli Mosque Row)

    স্থানীয় বাসিন্দাদের বারংবার অভিযোগের পরেও রাজ্য প্রশাসন কোনও পদক্ষেপ করেনি বলে অভিযোগ। যার জেরে অবৈধ এই কাঠামো দাঁড়িয়ে রয়েছে। প্রশাসনের এই উদাসীনতা জনসাধারণের মধ্যে অসন্তোষ বৃদ্ধি করে। বিশেষ করে হিন্দুদের মধ্যে, যারা রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলেছে যে তারা আইনের শাসনের চেয়ে আপোসের রাজনীতিকে অগ্রাধিকার দিয়েছে। বিতর্কের জল গড়ায় শিমলা জেলা আদালত পর্যন্ত (Shimla District Court)। আদালত সাফ জানিয়ে দেয় পুরসভার নির্দেশ মেনে অবৈধ কাঠামো ভেঙে ফেলতে হবে। মসজিদ কমিটির সিদ্ধান্ত পরিবর্তনের আবেদনও খারিজ করে দেয় আদালত। আদালত জানিয়ে দেয়, ধর্মীয় পরিচয় নির্বিশেষে, কেউই আইনের ঊর্ধ্বে নয়। আদালত এও বলেছে, আইনের শাসন সবার জন্য সমানভাবে প্রযোজ্য। কোনও অবস্থায়ই অবৈধ নির্মাণকাজ মেনে নেওয়া হবে না।

    মসজিদের অবৈধ অংশ ভেঙে ফেলার দাবি

    সঞ্জৌলি মসজিদের (Sanjauli Mosque Row) তিনটি তলা আইন না মেনে নির্মিত হয়েছে বলে অভিযোগ। মসজিদের অবৈধ ওই অংশ ভেঙে ফেলার দাবি তোলেন স্থানীয় হিন্দুরা। সেপ্টেম্বর মাসে এ নিয়ে শিমলা আদালতে একটি আবেদন জমা দেয় ওয়াকফ বোর্ড। তারা জানায়, সঞ্জৌলি মসজিদের ওই জমির মালিক মসজিদ কমিটি। মুসলিম পক্ষ মসজিদের অনুমোদনহীন অংশ ভেঙে ফেলতে রাজি হয়েছিল আগেই। তারা নিজেরাই সেই অংশ ভেঙে ফেলতে চেয়েছিল। হিন্দুদের দাবি ছিল, বুলডোজার নিয়ে ব্যবস্থা নিতে হবে। দুপক্ষের এই দাবি-পাল্টা দাবির প্রেক্ষিতে এলাকায় ছড়ায় উত্তেজনা।

    আরও পড়ুন: “ভারতের ইতিহাস বিকৃত করে আসল নায়কদের প্রতি অবিচার করা হয়েছে”, দাবি ধনখড়ের

    তার পরে পরেই মসজিদের ইমাম ও ওয়াকফ বোর্ড এবং ম্যানেজমেন্ট কমিটির সদস্যদের নিয়ে গঠিত কমিটি পুরসভার কমিশনার ভূপেন্দ্র আত্রির কাছে একটি প্রস্তাব জমা দেন। সেই সময় কমিটির সদস্য মুফতি মহম্মদ শফি কাসামি বলেছিলেন, “আমরা শিমলা মিউনিসিপ্যাল কমিশনারের কাছে সঞ্জৌলিতে অবস্থিত মসজিদের অননুমোদিত অংশ ভেঙে ফেলার অনুমতি চেয়েছি।” পরে আদালতে সিদ্ধান্ত পরিবর্তনের আবেদন করে (Sanjauli Mosque Row) মসজিদ কমিটি। সেই আবেদন খারিজ করে দিল আদালত (Shimla District Court)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

  • Bangladesh Unrest: বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তার দাবিতে পেট্রাপোল সীমান্তে আজ প্রতিবাদ-সভা শুভেন্দুর

    Bangladesh Unrest: বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তার দাবিতে পেট্রাপোল সীমান্তে আজ প্রতিবাদ-সভা শুভেন্দুর

    মাধ্যম নিউজ ডেস্ক: বাংলাদেশে (Bangladesh Unrest) গ্রেফতার হওয়া সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের মুক্তি ও হিন্দুদের নিরাপত্তার দাবিতে আজ সোমবার ভারত-বাংলাদেশ পেট্রাপোল সীমান্তে প্রতিবাদ সভা করবেন শুভেন্দু অধিকারী। রাজ্যের বিরোধী দলনেতার (Suvendu Adhikari) এই সভায় উপস্থিত থাকবেন বিজেপির একাধিক বিধায়ক এবং বহু সাধু, গোসাঁইদের। প্রসঙ্গত, এই সভা হবে সনাতনী ঐক্য পরিষদের ব্যানারে। সভা নিয়ে বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনিয়া বলেন, ‘‘সভায় বিজেপির কোনও পতাকা, ব্যানার থাকবে না। সভা হচ্ছে সনাতনী ঐক্য পরিষদের পক্ষ থেকে।’’ প্রসঙ্গত, গতকালই বাংলাদেশ থেকে ভারতে আসার পথে ৫৪ ইসকন ভক্তকে আটকে দেয় সেদেশের প্রশাসন। এনিয়ে শুরু হয়েছে বিতর্ক। এই আবহে ওয়াকিবহাল মহল মনে করছে, শুভেন্দুর প্রতিবাদ সভার জেরে পেট্রাপোল সীমান্ত অবরুদ্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে।

    বাংলাদেশিরাও (Bangladesh Unrest) ক্ষোভ উগরে দেন ইউনূস সরকারের বিরুদ্ধে 

    সে কারণে রবিবারই আরও বেশি করে বাংলাদেশিদের দেশে ফিরতে দেখা যায়। বাংলাদেশ (Bangladesh Unrest) যাওয়ার আগে ইউনূসের সরকারের ওপর ক্ষোভ উগরে দেন অনেকেই। বাংলাদেশ থেকে দেশে ফিরে মতুয়া ভক্ত গোলক বলেন, ‘‘গুরুধামে আরও কয়েক দিন থাকার কথা ছিল। কিন্তু জীবনের আশঙ্কায় দ্রুত ফিরে আসতে বাধ্য হলাম।’’ তাঁর কথায়, ‘‘ভারতীয়দের এখন ওই দেশে দেখলেই গালিগালাজ করা হচ্ছে। ওষুধের দোকান থেকে ভারতীয় বলে আমাকে ওষুধ পর্যন্ত দেওয়া হচ্ছিল না। অনেক অনুরোধ করে এক পাতা ওষুধ কিনতে পেরেছি।’’

    আটকে দেওয়া হয় ৫৪ জন ইসকন ভক্তকে

    অন্যদিকে, ইসকনের ৫৪ জন সদস্যকে রবিবার বেনাপোল সীমান্তে আটক করে বাংলাদেশের (Bangladesh Unrest) ইমিগ্রেশন পুলিশ। বৈধ কাগজপত্র থাকলেও আটক করা হয় তাঁদের যশোরে বাংলাদেশের বেনাপোল চেকপোস্ট পেরিয়ে বনগাঁর পেট্রাপোল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের পর আটকে দেওয়া হয় তাঁদের। ইউনূস সরকারের এমন আচরণেই বোঝা যাচ্ছে, সেদেশে সংখ্যালঘুরা ঠিক কতটা অসুরক্ষিত। বেনাপোলে বাংলাদেশ সরকারের ইমিগ্রেশন বিভাগের অফিসার ইমতিয়াজ আহসানুল কাদের ভুঁইয়া সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ইসকন সদস্যদের কাছে বৈধ পাসপোর্ট, ভিসা থাকলেও বিদেশে যাওয়ার জন্য প্রয়োজনীয় বিশেষ সরকারি অনুমতি ছিল না। অন্যদিকে, সৌরভ তপনদার চেলি নামে এক ইসকন সদস্যের বক্তব্য, বিশেষ সরকারি অনুমতির বিষয়টি তাদের কাছে স্পষ্ট করেনি ইমিগ্রেশন অফিসার।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

LinkedIn
Share