Tag: Hockey

Hockey

  • Hockey Pro League: ভুবনেশ্বরে পৌঁছল নেদারল্যান্ডস পুরুষ হকি দল

    Hockey Pro League: ভুবনেশ্বরে পৌঁছল নেদারল্যান্ডস পুরুষ হকি দল

    মাধ্যম নিউজ ডেস্ক: ভুবনেশ্বরে পৌঁছল বিশ্বের এক নম্বর নেদারল্যান্ডস পুরুষ হকি (Hockey Pro League) দল। রবিবার ওড়িশার বিজু পট্টনায়ক বিমানবন্দরে অবতরণ করে তারা। ভারতে রয়েছে এফআইএইচ হকি প্রো-লিগ ২০২৩-২৪। ভুবনেশ্বরের কলিঙ্গ হকি স্টেডিয়ামে খেলা হবে। ১০ ফেব্রুয়ারি থেকে খেলা চলবে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত।

    কাদের মুখোমুখি কারা?

    এর পরে ওই হকি দলটি চলে যাবে রৌরকেল্লার বিরসা মুন্ডা হকি স্টেডিয়ামে। ১৯ ফেব্রুয়ারি থেকে সেখানে খেলা হবে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত। এফআইএইচ হকি প্রো-লিগ ২০২৩-২৪-এ খেলবে পাঁচটি জাতীয় দল। এগুলি হল, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, ইন্ডিয়া, স্পেন এবং অস্ট্রেলিয়া। প্রতিটি দলই মুখোমুখি হবে একবার ভুবনেশ্বরে, পরে ফের রৌরকেল্লায়। ভুবনেশ্বরে ১০ ফেব্রুয়ারি প্রথম খেলবে নেদারল্যান্ডস। প্রতিদ্বন্দ্বী আয়ারল্যান্ড। পরের দিন নেদারল্যান্ডসের সঙ্গে খেলা রয়েছে পরের দিন। ১৩ তারিখ তারা মুখোমুখি হবে স্পেনের সঙ্গে।

    কারা খেলবে জানেন?

    ১৬ তারিখ তারা (Hockey) খেলবে অস্ট্রেলিয়ার সঙ্গে। এর পরেই টিমগুলি চলে যাবে রৌরকেল্লায়। সেখানেও প্রতিটি দল পরস্পরের মুখোমুখি হবে। নেদারল্যান্ডস হকি দলের ক্যাপ্টেন থিয়েরি ব্রিংকম্যান বলেন, “আমাদের প্রস্তুতি ভালোই চলছে। অনুশীলন-পর্বে আমরা ভালোই প্রস্তুতি নিয়েছি। ছেলেগুলো ভালো কাজ করেছে। ভারতে আসতে পেরে খুব ভালো লাগছে। আমাদের সকলের মধ্যে টিম স্পিরিটও খুব ভালো। খেলা কবে শুরু হবে সেদিকেই মুখিয়ে রয়েছি।”

    আরও পড়ুুন: “দল না থাকলে রোজগার হবে না”, এ কী বললেন বিধায়ক লাভলি মৈত্র?

    তিনি বলেন, “অস্ট্রেলিয়ার সঙ্গে খেলতে আমরা উদগ্রীব। তারা আমাদের কঠিন প্রতিদ্বন্দ্বী। ভারতের মোকাবিলা করাটাও চ্যালেঞ্জিং হবে। কারণ দর্শকরা ওদের পক্ষে থাকবেন। বিশেষত ভুবনেশ্বর ও রৌরকেল্লায়। তাই এই দুই শক্ত প্রতিদ্বন্দ্বীর সঙ্গে খেলতে আমরা মুখিয়ে রয়েছি।” তিনি বলেন, “২০২৪ সালে প্যারিস অলিম্পিক্স। দুই শক্ত দলগুলির সঙ্গে খেলার এই সুযোগ আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আশা করি, ভালোই খেলা হবে।”

    প্রসঙ্গত, দিন কয়েক আগে মহিলাদের হকি ফাইভ এস বিশ্বকাপে বড় সাফল্য পেয়েছে নেদারল্যন্ডস। ভারতীয় মহিলাদের টিমকে তারা দুরমুশ করল ৭-২ ফলে। ভারতকে হারানোয় প্রথম মহিলা হকি বিশ্বকাপে বিজয়ী দল হয়েছে নেদারল্যান্ডস। এই টুর্নামেন্টের ফাইনালে জয় (Hockey Pro League) পেয়েছিল ডাচরাই।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের , Twitter এবং Google News পেজ।

  • Hockey Olympic Qualifiers: হতাশ ধোনি! জার্মানির কাছে হার মহিলা হকি দলের, অলিম্পিক্স ছাড়পত্র মিলবে?

    Hockey Olympic Qualifiers: হতাশ ধোনি! জার্মানির কাছে হার মহিলা হকি দলের, অলিম্পিক্স ছাড়পত্র মিলবে?

    মাধ্যম নিউজ ডেস্ক: জার্মানিকে (Germany) হারাতে পারলেই প্যারিস অলিম্পিকের (Paris Olympics) টিকিট পেয়ে যেত ভারতীয় মহিলা হকি দল। কিন্তু তা হল না। সাডেন ডেথে হেরে গেলেন সবিতা পুনিয়ারা। সেমিফাইনালে নির্ধারিত সময় শেষ হয় ২-২ গোলে। যার ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। তারপর সাডেন ডেথ। এদিন মাঠে বসে ভারতের খেলা দেখলেন মহেন্দ্র সিংহ ধোনি। 

    দুরন্ত লড়াই

    বৃহস্পতিবার জার্মানির বিরুদ্ধে জিতে ফাইনালে উঠলেই অলিম্পিক্সের টিকিট পাকা হয়ে যেত ভারতের মেয়েদের। সেই ম্যাচের প্রথম কোয়ার্টারের শেষ পর্বে পেনাল্টি কর্নার থেকে গোল করে ভারতকে এগিয়ে দেন দীপিকা। পরের কোয়ার্টারে সেই গোল শোধ করে জার্মানি। ম্যাচের শেষ কোয়ার্টারে খেলার যখন ৩ মিনিট বাকি, সেই সময় গোল করে জার্মানিকে এগিয়ে দেন স্টেপেনহার্স্ট। খেলা শেষ হওয়ার কয়েক সেকেন্ড আগে পেনাল্টি কর্নার থেকে গোল করে সমতা ফেরান ভারতের ইশাকা। ফাইনালের নির্ধারিত সময় শেষ হয়ে ২-২ গোলে। খেলা গড়ায় টাই ব্রেকারে। সেখানে ভারত প্রথমে ২-১ গোলে এগিয়ে যাওয়ার পরেও জার্মানি ৩-৩ করে ফেলে। দুই দলের পাঁচটি করে টাই ব্রেকার শট হয়ে যাওয়ার পর শুরু হয় সাডেন ডেথের খেলা। 

    মাঠে মাহি

    এদিন খেলা দেখতে মাঠ ছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। সাডেন ডেথ-এর খেলার সময় ক্যাপ্টেন কুলও নড়ে চড়ে বসেন। সেখানে প্রথম সুযোগে দুই দলের কোনও প্লেয়াররা গোল করতে পারেননি। দ্বিতীয় সুযোগে ভারতের সোনিকা গোল করতে ব্যর্থ হন। জার্মানির লিজা নলতে গোল করে দলকে জেতান। শেষ পর্বে এসে ভারতের হারে হতাশ ধোনিও। তবে হারলেও অবশ্য, ভারতের কাছে অলিম্পিক টিকিট জোগাড় করার সুযোগ থাকছে ব্রোঞ্জ পদকের ম্যাচে। ওই ম্যাচ খেলবে ভারত এবং জাপান। যে জিতবে, তারা যাবে অলিম্পিক্সে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Indian Hockey: পাঁচ দেশীয় টুর্নামেন্ট খেলতে ভ্যালেন্সিয়া গেল ভারতের পুরুষ ও মহিলা হকি দল

    Indian Hockey: পাঁচ দেশীয় টুর্নামেন্ট খেলতে ভ্যালেন্সিয়া গেল ভারতের পুরুষ ও মহিলা হকি দল

    মাধ্যম নিউজ ডেস্ক: পাঁচ দেশীয় টুর্নামেন্ট খেলতে ভ্যালেন্সিয়া গেল ভারতের পুরুষ ও মহিলা হকি দল। ভারত ছাড়াও এই প্রতিযোগিতায় আরও চারটি দল হল স্পেন, ফ্রান্স, জার্মানি ও বেলজিয়াম। এই টুর্নামেন্ট চলবে ১৫ থেকে ২২ ডিসেম্বর। ভারতের দুই দলই তাদের প্রথম ম্যাচ খেলবে ১৫ তারিখ স্পেনের বিরুদ্ধে। এই টুর্নামেন্টে নিজেদের সেরাটা দিয়ে আন্তর্জাতিক ক্রম তালিকায় নিজেদের স্থান উপরে নিয়ে যাওয়াই লক্ষ্য হরমনপ্রীতের ছেলেদের। অন্যদিকে মহিলা হকি দল অলিম্পিকের যোগ্যতা নির্ধারণী পর্বে খেলতে নামার আগে নিজেদের ঝালিয়ে নিতে চায়। 

    ভারতীয় দল তাঁদের দ্বিতীয় ম্যাচ বেলজিয়ামের বিপক্ষে ১৬ ডিসেম্বর। চলতি মাসের ১৯ তারিখ খেলবে জার্মানির বিপক্ষে। ২০ ও ২১ তারিখ যথাক্রমে ছেলে ও মেয়েরা খেলবে আয়ারল্যান্ডের বিপক্ষে। 

    জুনিয়র হকি বিশ্বকাপ

    জুনিয়র মহিলা হকি বিশ্বকাপের সফর শেষ হল ভারতীয় মহিলা দলের। আমেরিকা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়াই করে ম্যাচ জিতল ভারত। ফলে নবম স্থানে শেষ করল ভারতীয় দল। মালয়েশিয়ায় আয়োজিত হকি মেন্স জুনিয়র বিশ্বকাপে (Mens Jounior World Cup Hockey) কানাডার বিরুদ্ধে ১০-১ ব্যবধানে জয় ছিনিয়ে নিল ভারতীয় দল। আর এই জয়ের সঙ্গে সঙ্গে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল ভারত। পুল সি-তে দ্বিতীয় স্থানে থেকে গ্রুপ পর্বের অভিযান শেষ করল জুনিয়র ভারতীয় হকি দল। 

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Women’s Asian Champions Trophy: মহিলা হকিতে দাপট! জাপানকে হারিয়ে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি জয় ভারতের 

    Women’s Asian Champions Trophy: মহিলা হকিতে দাপট! জাপানকে হারিয়ে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি জয় ভারতের 

    মাধ্যম নিউজ ডেস্ক: সারা দেশ ক্রিকেট জ্বরে কাঁপছে। বিশ্বকাপের মঞ্চে রোহিত শর্মার ভারতের (India) অশ্বমেধের ঘোড়া ছুটছে। এই সময়েই হকিতে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি জিতল ভারত। সাত বছর পরে আবার চ্যাম্পিয়ন দেশের মেয়েরা। ফাইনালে জাপানকে ৪-০ গোলে হারিয়ে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির (Women’s Asian Champions Trophy) খেতাব জিতেছেন সবিতা পুনিয়া, বন্দনা কাটারিয়ারা। এর আগে ২০১৬ সালে এই খেতাব জিতেছিল ভারতীয় মহিলা হকি টিম। মেয়েদর এই সাফল্যকে কুর্নিশ জানিয়েছেন ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর।

    দুরন্ত ভারত

    সারা টুর্নামেন্ট জুড়ে অপরাজিত ছিল ভারতীয় মহিলা হকি টিম। ফাইনালে ম্যাচের প্রথম কোয়ার্টারে কোনও গোল হয়নি। দ্বিতীয় কোয়ার্টারের শুরুতেই ১৭ মিনিটের মাথায় ভারতকে এগিয়ে দেন সঙ্গীতা। তৃতীয় কোয়ার্টারেও গোল করতে পারেন কোনও দল। ১-০ গোলে এগিয়ে থাকায় নিশ্চিন্ত ছিল না ভারত। চতুর্থ কোয়ার্টারে অবশ্য জাপানকে দাঁড়াতে দেয়নি তারা। তিনটি গোল করে ভারত। ৪৬ মিনিটে নেহা, ৫৭ মিনিটে লালরেমসিয়ামি ও ৬০ মিনিটে গোল করেন বন্দনা। শেষ দিকে জাপান অল আউট আক্রমণে যাওয়ায় সুযোগ পেয়ে যায় ভারত। তবে এই ম্যাচে গোলদাতাদের পাশাপাশি নাম করতে হবে ভারতের গোলরক্ষক সবিতা পুনিয়ার নাম। গোটা ম্যাচ জুড়ে বেশ কয়েকটি নিশ্চিত গোল বাঁচান তিনি। ভারতের রক্ষণকে পরাস্ত করতে পারলেও সবিতাকে টপকে গোল করতে পারেনি জাপান। পেনাল্টি কর্নার থেকেও সুবিধা করতে পারেনি তারা।

    কী বললেন অধিনায়ক

    জাপানকে হারানোর পর ভারতীয় মহিলা হকি দলের অধিনায়ক সবিতা পুনিয়া বলেন, ‘দারুণ অনুভূতি হচ্ছে। ফাইনাল ম্যাচের আগে আমরা কিছুটা নার্ভাস ছিলাম। কারণ জাপান খুব ভালো দল। ওদের প্লেয়াররাও ভীষণ ভালো। হাফটাইমের পর আমরা আক্রমণাত্মকভাবে খেলেছি।’ সবিতা পুনিয়াদের এই জয়ের পর হকি ইন্ডিয়া প্রত্যেক প্লেয়ারকে ৩ লক্ষ করে টাকা এবং দলের সাপোর্ট স্টাফদের জন্য ১.৫০ লক্ষ টাকা আর্থিক পুরষ্কার দেওযার কথা ঘোষণা করেছে।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Asian Games 2023: ১০০ পদক নিশ্চিত ভারতের! হকির হাত ধরে দেশে এল ২২তম সোনা

    Asian Games 2023: ১০০ পদক নিশ্চিত ভারতের! হকির হাত ধরে দেশে এল ২২তম সোনা

    মাধ্যম নিউজ ডেস্ক: স্বপ্নপূরণ। গত বার এশিয়ান গেমস হকি ফাইনালে জাপানের কাছে হেরে সোনাজয়ের স্বপ্ন শেষ হয়ে গিয়েছিল ভারতের। এ বার তার মধুর প্রতিশোধ নিল ভারত। শনিবার ফাইনালে জাপানকে হারাল ৫-১ গোলে হারিয়ে সোনা জিতল হরমনপ্রীতরা। একইসঙ্গে এশিয়ান গেমসের (Asian Games) মঞ্চে ‘সেঞ্চুরি’ হাঁকানো নিশ্চিত করে ফেলল ভারত। চিনে আয়োজিত ভারতীয় অ্যাথলিটরা ১৯ তম এশিয়ান গেমসে থেকে ১০০-র বেশি পদক নিয়ে দেশে ফিরবেন ভারতীয় অ্যাথলিটরা (Indian Athletes)। এশিয়ান গেমস প্রতিযোগিতার ইতিহাসে এই প্রথমবার পদকের শতরান হাঁকাচ্ছে ভারত। 

    হকিতে সোনার স্বাদ

    ১৯৬৬, ১৯৯৮ ও ২০১৪ সালের পর ফের ২০২৩। এশিয়াডে (Asian Games 2023) এই নিয়ে চারবার ভারতীয় হকি দল (Indian Hockey Team) জিতল সোনা। শুক্রবার ভারত ৫-১ গোলে জাপানকে হারিয়ে আসন্ন প্যারিস অলিম্পিক্সের (Olympics 2024) টিকিট নিশ্চিত করে ফেলল। এদিন জোড়া গোল করলেন অধিনায়ক হরমনপ্রীত সিং। একটি করে গোল এল মনপ্রীত সিং, অমিত রুইদাস এবং অভিষেকের স্টিক থেকে। হকিতে সোনা জয়ের ফলে ভারতের পদকতালিকায় এদিন যোগ হল আরও একটি সোনা। এই নিয়ে ২২টি সোনা জিতল ভারত।

    পদকের সেঞ্চুরি

    ১০০ পদকের লক্ষ্য নিয়ে এবার এশিয়ান গেমসে যাত্রা শুরু করেছিল ভারত। এখনও অবধি দেশে এসেছে ৯৫টি পদক। ১০০ হতে বাকি আর ৫ পদক। তা অবশ্য নিশ্চিত হয়ে গিয়েছে ভারতের। কারণ, আর্চারি থেকে কাল আসবে ৩টি পদক, কাবাডি থেকে আসবে ২টি পদক এবং ক্রিকেট থেকে আসবে ১টি পদক। পদকতালিকায় খাতায়-কলমে সেঞ্চুরি হাঁকানো ভারতের ক্ষেত্রে শ্রেফ সময়ের অপেক্ষা। আপাতত ভারতীয় ক্রীড়াপ্রেমীরা আশা রাখছেন আরও বেশি পদক নিয়ে প্রতিযোগিতা শেষ করবেন অ্যাথলিটরা।

    ভারত-পাক দ্বৈরথ হচ্ছে না

    এশিয়ান গেমসে ক্রিকেটের ফাইনালে ভারত বনাম পাকিস্তান ব্লকবাস্টার দ্বৈরথ হচ্ছে না। আফগানিস্তানের কাছে হেরে গিয়ে সেমিফাইনাল থেকেই ছিটকে গেল পাকিস্তান। এদিন পুরো ২০ ওভার-ও ব্যাটিং করতে পারেনি পাকিস্তান। আফগানিস্তান মাত্র ১১৬ রানে গুটিয়ে দিয়েছিল পাকিস্তানকে। সেই রান চেজ করতে নেমে আফগানিস্তান জিতল হাতে চার উইকেট, ১৩ বল বাকি থাকতে। ফাইনালে সোনা জয়ের মঞ্চে আফগানরা এবার খেলবে টি২০-র একনম্বর দল ভারতের বিপক্ষে।

    আরও পড়ুন: এশিয়ান গেমসের ফাইনালে ঋতুরাজ-যশস্বীরা! তিরন্দাজির রিকার্ভে পদক ভারতের

    কবাডির ফাইনালে ভারত

    চিনে আয়োজিত এশিয়ান গেমসে ভারতের সাফল্য অব্যাহত। এশিয়ান গেমসে কবাডির ফাইনালে উঠল ভারত। ছেলেদের সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে উঠল তারা। শুক্রবার পাকিস্তানকে ৬১-১৪ ব্যবধানে হারিয়ে দিল ভারত। মেয়েদের পর ছেলেরাও কবাডির ফাইনালে উঠল। এদিন ভারতীয় মেয়েরা সেপাকটাক্রতে প্রথমবার পদক পেয়ে গড়ল ইতিহাস। থাইল্যান্ডের শক্তিশালী দলের বিরুদ্ধে একটি সাহসী লড়াই দিয়ে ব্রোঞ্জ পদক অর্জন করলো ভারতীয় মহিলা রেগু দল।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Asian Games 2023: এশিয়ান গেমস আর্চারিতে সোনা-রুপো নিশ্চিত! যশস্বীর শতরানে ক্রিকেটে শেষ চারে ভারত

    Asian Games 2023: এশিয়ান গেমস আর্চারিতে সোনা-রুপো নিশ্চিত! যশস্বীর শতরানে ক্রিকেটে শেষ চারে ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: যশস্বীর শতরান, রিঙ্কুর ঝড়ো ব্যাটে ভর করে এশিয়ান গেমসের (Asian Games 2023) সেমিফাইনালে পৌঁছে গেল ভারতীয় ক্রিকেট দল। নেপালকে ২৩ রানে হারিয়ে দিল তারা। প্রথমে ব্যাট করে ২০২ রান করে ভারত। নেপাল করে ১৭৯ রান। এশিয়ান গেমসে ভারতীয় ক্রিকেট দলকে নেতৃত্ব দিচ্ছেন ঋতুরাজ গায়কোয়াড়। মঙ্গলবার তিনি টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন। ঋতুরাজের সঙ্গে এদিন ওপেন করেন যশস্বী। ১০০ রানের জুটি গড়েন তাঁরা। এর মধ্যে মাত্র ২৫ রান করেন ঋতুরাজ। ৪৯ বলে ১০০ রান করে আউট হন যশস্বী। আটটি চার এবং সাতটি ছক্কা মারেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে এটি তাঁর দ্বিতীয় শতরান। প্রথম শতরান করেছিলেন টেস্টে। ভারতের রঙিন জার্সিতে এটাই তাঁর প্রথম শতরান। যশস্বী আউট হওয়ার পরে মাঠে নামেন রিঙ্কু। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে নজর কাড়া ব্যাটার নেপালের বিরুদ্ধে ১৫ বলে ৩৭ রান করেন। চারটি ছক্কা মারেন রিঙ্কু। দু’টি চার মারেন তিনি। শেষ বেলায় দ্রুত রান তুলে দলকে ২০০-র গণ্ডি পার করান রিঙ্কু।

    হকিতে দাপট ভারতের মেয়েদের

    মেয়েদের হকিতেও সেমিফাইনালে পৌঁছেছে ভারত। এশিয়ান গেমসে (Asian Games 2023) মঙ্গলবার হংকংকে ১৩ গোল দেন সবিতা পুনিয়ারা। গ্রুপ পর্বে চারটি ম্যাচে অপরাজিত থেকে সেমিফাইনালে জায়গা পাক করে ফেললেন ভারতের মেয়েরা। ছেলেরা আগেই পৌঁছে গিয়েছিল সেমিফাইনালে। ভারতীয় ছেলেদের সেমিফাইনাল বুধবার। দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে খেলবে তারা। অন্য সেমিফাইনালে মুখোমুখি চিন এবং জাপান। 

    এশিয়ান গেমসে (Asian Games 2023) মঙ্গলবার অর্জুন সিং, সুনীল সিং জুটি ব্রোঞ্জ তুলে নিলেন ১ হাজার মিটার ক্যানো ডাবলস থেকে। কোরিয়ার জে হুনজুনকে সেমিফাইনালে মাত্র ২ পয়েন্টে হারিয়ে আর্চারির কম্পাউন্ড বিভাগের ফাইনালে পৌঁছলেন ভারতের অভিষেক ভার্মা। রুপো নিশ্চিত করলেন তিনি। 

    মেয়েদের ইভেন্টেও ফাইনালে উঠেছেন ভারতের জ্যোতি সুরেখা। ভারতেরই অদিতি গোপীচাঁদকে হারিয়ে আর্চারি কম্পাউন্ডের ব্যক্তিগত ইভেন্টের ফাইনালে ওঠেন জ্যোতি। ১৩তম শট পর্যন্ত ১ পয়েন্টে পিছিয়ে ছিলেন জ্যোতি। কিন্তু শেষ সিরিজে তিনটে পারফেক্ট টেন শট নিয়ে ফাইনালে উঠে পড়লেন জ্যোতি। অদিতি শেষ সিরিজে চাপ রাখতে পারেননি। আর্চারিতে সোনার ম্য়াচে নামবেন জ্যোতি।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Asian Champions Trophy Hockey: ৫ গোল খেয়ে ধরাশায়ী জাপান! এশীয় হকির ফাইনালে ভারত

    Asian Champions Trophy Hockey: ৫ গোল খেয়ে ধরাশায়ী জাপান! এশীয় হকির ফাইনালে ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: লিগের ম্যাচে এক মাত্র জাপানের কাছে আটকে গিয়েছিল ভারত। সেই জাপানকেই ৫-০ গোলে হারিয়ে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকির (India Hockey) ফাইনালে উঠল ভারত। ফাইনালে ভারতের সামনে মালয়েশিয়া। যে মালয়েশিয়া সেমিফাইনালে দক্ষিণ কোরিয়াকে ৬-২ গোলে হারিয়ে খেতাবি লড়াইয়ে উঠেছে। গ্রুপে ২০টি ও সেমিফাইনালে পাঁচটি মোট ২৫টি গোল করে ফাইনালে উঠলেন হরমনপ্রীতরা। ভারতের দুরন্ত ফর্মে ট্যুইট করেছেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর।

    দুরন্ত ছন্দে ভারত

    অবিশ্বাস্য ফর্মে ভারতীয় হকি দল। চেন্নাইয়ে আয়োজিত চলতি এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফিতে (Asian Champions Trophy Hockey) গ্রুপ লিগে ভারত মোট পাঁচটি ম্যাচ খেলে। চারটিতে জেতে, ড্র করে শুধু জাপানের বিরুদ্ধে।  চলতি টুর্নামেন্টে ভারত চিনকে সাত গোল, মালয়েশিয়াকে পাঁচ গোল, পাকিস্তানকে চার গোল, দক্ষিণ কোরিয়াকে ৩ গোলে ও জাপানকে সেমিফাইনালে পাঁচ গোলে হারাল। এদিন ভারতের হয়ে গোলগুলি করেন আকাশদীপ (১৯ মিনিট), হরমনপ্রীত সিং (২৩ মিনিট), মনদীপ সিং (৩০ মিনিট), সুমিত ও সেলাম কার্তি (৫১ মিনিট)।

    লিগের শেষ ম্যাচ পাকিস্তানের বিরুদ্ধে যে মেজাজে শেষ করেছিলেন হরমনপ্রীতেরা, শুক্রবার জাপানের বিরুদ্ধে সেমিফাইনালে সেই মেজাজে শুরু করলেন তাঁরা।  সেমিফাইনালের প্রথম ১৫ মিনিট জাপানের রক্ষণ ভাঙতে পারেনি ভারতীয় দল। আগ্রাসী মেজাজে শুরু করে ভারতীয় দল। জাপানের ‘ডি’-তে একের পর এক আক্রমণ তুলে নিয়ে গেলেও গোলের মুখ খুলতে পারেনি ভারত। প্রথম কোয়ার্টার গোল শূন্য অবস্থায় শেষ হওয়ার পর দ্বিতীয় কোয়ার্টারে ভারতীয় দল আক্রমণের তীব্রতা আরও  আরও বাড়ায়। তাতেই গোলের পর গোল।

    আরও পড়ুন: এশিয়ান গেমসের পর বিশ্ব যুব ব্রিজ প্রতিযোগিতায় ভারতের বড়সড় সাফল্য

    আর মাত্র একটা ধাপ

    প্রসঙ্গত, ২০১১ সাল থেকে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হচ্ছে কিন্তু এর আগে ৬ বার হওয়া এই টুর্নামেন্টে ভারত কখনও ফাইনালে উঠতে পারেনি। আনলাকি টুর্নামেন্টে এবার ফাইনালে উঠল ভারত। এশিয়ান গেমসের আগে দুরন্ত ফর্মে ভারতীয় হকি দল। গতবার এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকির সেমিফাইনালে জাপানের কাছে ৩-৫ গোলে হেরে খেতাবি লড়াই থেকে ছিটকে গিয়েছিল ভারত। পাঁচ গোলে হারের জ্বালা পাঁচ গোল দিয়ে মিটিয়ে নিলেন হরমনপ্রীতরা। এ দিন খেলা শুরুর আগে ভারতীয় দলের গোলরক্ষক পিআর শ্রীজেশকে সংবর্ধনা জানায় হকি ইন্ডিয়া। শুক্রবার ভারতের হয়ে ৩০০তম ম্যাচ খেললেন তিনি। শনিবার তৃতীয়-চতুর্থ স্থানের ম্যাচে মুখোমুখি হবে জাপান এবং দক্ষিণ কোরিয়া। আর ফাইনালেন ইতিহাস গড়ার অপেক্ষায় টিম ইন্ডিয়া।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Ind vs Pak Hockey: অপরাজিত থেকে সেমিফাইনালে! হকিতে পাকিস্তানকে ৪-০ গোলে চুরমার করল ভারত

    Ind vs Pak Hockey: অপরাজিত থেকে সেমিফাইনালে! হকিতে পাকিস্তানকে ৪-০ গোলে চুরমার করল ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: পাকিস্তানের বিরুদ্ধে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে দাপট দেখিয়ে জিতল ভারত।  ঘরের মাঠে পাকিস্তানকে ৪-০ গোলে হারাল মেন ইন ব্লু। জোড়া গোল করে ম্যাচের নায়ক ভারত অধিনায়ক হরমনপ্রীত সিং। এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে টিকে থাকতে হলে এই ম্যাচে অন্তত পক্ষে ড্র করতে হত পাকিস্তানকে। হেরে যাওয়ায় প্রতিযোগিতা থেকে ছিটকে গেল তারা। গ্রুপ শীর্ষে থেকেই সেমিফাইনালে গেল ভারত।  সেমিফাইনালে তাদের সামনে জাপান। অন্য সেমিফাইনালে মুখোমুখি মালয়েশিয়া ও দক্ষিণ কোরিয়া। পঞ্চম স্থানের জন্য চিনের সঙ্গে খেলবে পাকিস্তান। ট্যুইটারে হরমনপ্রীতদের শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর, বিসিসিআই সচিব জয় শাহ।

    পাকিস্তানের বিরুদ্ধে দাপট 

    ভারতে পা রেখেই পাকিস্তান হকি দলের কোচ হুঙ্কার ছেড়েছিলেন, চিরপ্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে তারাই সুবিধাজনক জায়গায় থাকবেন। মনে করিয়ে দিয়েছিলেন, বড় টুর্নামেন্টে তাদের রেকর্ডও। ভারতীয় শিবির যদিও নীরবই ছিল। কেন তাঁরা পাকিস্তান শিবিরের হুঁশিয়ারিতে কান দেননি, বুধবার তা দেখিয়ে দিলেন হরমনপ্রীতরা। চেন্নাইতে এদিন ভারত-পাকিস্তান ম্যাচের আগে দু-দলের খেলোয়াড়দের সঙ্গে মিলিত হন তামিলনাডুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন, ভারতীয় দলের ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন এবং হকি ইন্ডিয়ার প্রেসিডেন্ট দিলীপ তিরকে। দু-দেশের জাতীয় সঙ্গীতের পর।

    আরও পড়ুন: সামনে বিশ্বকাপ! গভীর রাতে আগুনে পুড়ল ইডেনের ঐতিহ্যবাহী ড্রেসিং রুম

    শুরু থেকেই আক্রমণে ভারত

    ম্যাচ শুরুর ৩ মিনিটের মাথায়, প্রথম কোয়ার্টারে প্রথম বিপক্ষের সার্কলে ঢুকে পড়ে ভারতই। হার্দিক সিংয়ের এরিয়ান বল পান শামসের সিং। কোনওমতে বিপদ এড়ায় পাকিস্তান। এরপরই পাকিস্তান একটি গোল করে। যদিও ভারত রিভিউ নেওয়ার পর সেই গোল বাতিল হয়। একটি পেনাল্টি কর্নার পায় পাক দল। ভারতের গোলকিপার কৃষ্ণণ বাহাদুর পাঠক গোল বাঁচিয়ে দেন। কিন্তু গোলের গন্ধ পেয়ে যেন তেড়েফুঁড়ে খেলতে শুরু করে পাক দল। বারবার ভারতের ডি-তে ঢুকে আক্রমণ শানাচ্ছিল পাকিস্তান। তবে প্রথম কোয়ার্টার শেষ হওয়ার ঠিক আগে গোল পায় ভারত। পেনাল্টি কর্নার থেকে গোল করেন অধিনায়ক হরমনপ্রীত সিং। প্রথম কোয়ার্টার শেষ হয় ভারতের পক্ষে ১-০ ব্যবধানে। দ্বিতীয় কোয়ার্টারে গোল শোধ করতে মরিয়া হয়ে ওঠে পাকিস্তান। কিন্তু ২৩ মিনিটের মাথায় ফের গোল পায় ভারত। গোলদাতা, ফের অধিনায়ক হরমনপ্রীত। পেনাল্টি কর্নার থেকেই ফের গোল করেন তিনি। ভারত এগিয়ে যায় ২-০।

    তৃতীয় কোয়ার্টারে ৩৬ মিনিটের মাথায় ফের পেনাল্টি কর্নার পায় ভারত। জোরাল শট থেকে গোল করেন যুগরাজ সিং। ভারত এগিয়ে যায় ৩-০। ৩৯ মিনিটের মাথায় চতুর্থ গোল করে ভারত। কিন্তু ভিডিও রেফারেল নিয়ে তা বাতিল করেন আম্পায়ার। ম্যাচ শেষ হওয়ার ঠিক ৫ মিনিট আগে, ৫৫ মিনিটের মাথায় চতুর্থ গোল ভারতের। গোল করেন আকাশদীপ সিং। ৪-০ গোলে ম্যাচ শেষ হয়। পাকিস্তান দু’এক বার আক্রমণ করলেও অমিত রুইদাসের নেতৃত্বে ভারতীয় রক্ষণ সজাগ ছিল। টুর্নামেন্টে ইতিমধ্যে ৭টি গোল করেছেন হরমনপ্রীত। সব কটিই করেছেন পেনাল্টি কর্নার থেকে। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • 2023 Sports Events: ২০২৩ সালে বিশ্বব্যাপী এই ইভেন্টগুলোয় নামবেন ভারতীয় ক্রীড়াবিদরা, জানেন তো?

    2023 Sports Events: ২০২৩ সালে বিশ্বব্যাপী এই ইভেন্টগুলোয় নামবেন ভারতীয় ক্রীড়াবিদরা, জানেন তো?

    মাধ্যম নিউজ ডেস্ক: ২০২২ সালের মতো ২০২৩ সালেও দেশের ক্রীড়াবিদদের আন্তর্জাতিক স্তরের বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় (2023 Sports Events) দেখার সুযোগ মিলবে। ভারতবর্ষের মতো দেশ বিশ্ব ফুটবলে ১০৬ নম্বরে থাকলেও যে উন্মাদনা ফুটবল বিশ্বকাপ জুড়ে দেখা গেছে, তাতে বোঝা যায় খেলার প্রতি এই দেশের আগ্রহ ঠিক কতটা রয়েছে। এই বছর আন্তর্জাতিক স্তরে বিভিন্ন ইভেন্ট (2023 Sports Events) অনুষ্ঠিত হবে। কিছু ইভেন্টের আয়োজক থাকছে আমাদের দেশ।  বিশ্বকাপ প্রতিযোগিতা থেকে এশিয়ান চ্যাম্পিয়নশিপ সবকিছুই থাকছে চলতি বছরে। গত কয়েক বছরে এই সমস্ত ইভেন্ট বন্ধ হয়ে গেছিল করোনার জন্য কিন্তু আবার তা শুরু হতে চলেছে।

    চলতি বছর কোন কোন প্রতিযোগিতায় (2023 Sports Events) ভারতীয় ক্রীড়াবিদদের দেখার সুযোগ পাব সেগুলি একবার চোখ বুলিয়ে নেব—

    পুরুষদের হকি বিশ্বকাপ (Mens Hockey World Cup)

    বছরের শুরুটাই হবে হকির বিশ্বকাপ প্রতিযোগিতার মধ্যে দিয়ে। সবথেকে বড় কথা এই বিশ্বকাপ প্রতিযোগিতার আয়োজন করছে ভারত। যেটি অনুষ্ঠিত হবে ওড়িশায়, চলতি মাসের ১৩ থেকে ২৯ তারিখ অবধি। প্রসঙ্গত ২০১৮ এর হকি বিশ্বকাপও ওড়িশাতে হয়েছিল, যেখানে ভারত নেদারল্যান্ডের কাছে কোয়ার্টার ফাইনালে পরাস্ত হয়েছিল। কিন্তু তারপর থেকে ভারতীয় টিম যথেষ্ট শক্তি সঞ্চয় করেছে এবং ২০২১-এর অলিম্পিকে ব্রোঞ্জ মেডেল আনতে সক্ষম হয়েছে। ২০২২ এর কমনওয়েলথ গেমসে ভারত রুপো এনেছে। ভারত Group-D তে আছে। যেখানে রয়েছে ইংল্যান্ড এবং স্পেনের মতো প্রতিপক্ষ। ভারতের প্রথম ম্যাচ ১৩ জানুয়ারি হবে এবং সেটা স্পেনের বিপক্ষে।

    এশিয়ান গেমস (Asian Games)

    এশিয়ান গেম ভারতীয় অ্যাথলিটদের জন্য বড় পরীক্ষা হতে চলেছে। চলতি বছরের অক্টোবরে অনুষ্ঠিত হবে এই ইভেন্ট (Sports Events) । এই এশিয়ান গেম ২০২৪ অলিম্পিক্সের জন্য একটি রিহার্সাল বলা যেতে পারে। 

    ক্রিকেট বিশ্বকাপ (Cricket World Cup)

    ক্রিকেটে ভারতের টিম সর্বদাই ফেভারিট থাকে। চলতি বছরে তিন ধরনের বিশ্বকাপ দেখার সুযোগ ভারতীয়রা পাবেন। একটি হচ্ছে মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ যেটি ফেব্রুয়ারি মাসে হবে তারপরে একদিনের ক্রিকেট বিশ্বকাপ যেটি অক্টোবর মাসে হবে এবং মহিলা অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ যেটা চলতি মাসেই শুরু হবে।

    অ্যাথলেটিক্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ (Athletics World Championships)

    অগাস্ট মাসে ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে। ১৯ অগাস্ট থেকে ২৭ অগাস্ট ২০২৩ অবধি এই প্রতিযোগিতা চলবে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে।

    এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপ (Asian Wrestling Championships)

    এটিরও আয়োজক থাকছে আমাদের দেশ ভারত এবং এই প্রতিযোগিতা (Sports Events) হবে দিল্লিতে। মার্চের ২৮ তারিখ থেকে এপ্রিলের ২ তারিখ অবধি চলবে প্রতিযোগিতা। 

    ওয়ার্ল্ড রেসলিং চ্যাম্পিয়নশিপ (World Wrestling Championships)

    এখনও পর্যন্ত ওয়ার্ল্ড রেসলিং প্রতিযোগিতার তারিখ ঠিক করা সম্ভব হয়নি। তবে মনে করা হচ্ছে এটি সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হতে পারে। প্রতিযোগিতা হবে সার্বিয়াতে। 

    বক্সিং (Boxing) এর বিশ্ব প্রতিযোগিতা

    মহিলাদের জন্য বক্সিং এর বিশ্ব প্রতিযোগিতা হবে মার্চে এবং পুরুষদের জন্য মে মাসে। মহিলাদের বক্সিং বিশ্বকাপ আয়োজন করবে ভারত। প্রসঙ্গত, ২০০৬, ২০১৮ এর পরে এবছরও আবার ভারত এই প্রতিযোগিতায় আয়োজক দেশ থাকছে। অন্যদিকে মে মাসে পুরুষদের বক্সিং প্রতিযোগিতা হবে উজবেকিস্তানে। মে মাসের ১ থেকে ১৪ তারিখ অবধি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Indian Hockey Team: ঘানাকে ১১-০ গোলে হারিয়ে কমনওয়েলথ গেমসে অভিযান শুরু ভারতীয় হকি দলের

    Indian Hockey Team: ঘানাকে ১১-০ গোলে হারিয়ে কমনওয়েলথ গেমসে অভিযান শুরু ভারতীয় হকি দলের

    মাধ্যম নিউজ জেস্ক: কমনওয়েলথ গেমসে (Commonwealth Games) পুরুষদের হকিতে দারুণভাবে তাঁদের যাত্রা শুরু করল ভারত (India)। ১১টি গোল করে উড়িয়ে দিল ঘানার (Ghana) হকি দলকে। রবিবার কমনওয়েলথ গেমসে পুল বি-এর ম্যাচে ভারত পরাজিত করল ঘানাকে। এদিন ভারতের সামনে ঘানা হকি দল এক মুহূর্তও টিকতে পারেনি। একটি গোলও করতে পারেননি তাঁরা। গতকালের ম্যাচে ভারতীয় হকি দল ম্যাচের শুরু থেকেই দাপট দেখিয়ে দেখছে। চলেছে একের পর এক গোল। এর উত্তরে একটিও গোল করতে পারেনি ঘানা।

    আরও পড়ুন: কমনওয়েলথ গেমসে রেকর্ড গড়ে সোনা জিতলেন বাংলার অচিন্ত্য, মণিপুরের জেরেমি

    তবে কমনওয়েলথ গেমসে এখনও সোনা পাওয়া হয়নি। তাই তাঁদের এরপরের লক্ষ্যই সোনা জয় করা। তাই এদিন প্রথম থেকেই দুর্দান্ত পারফর্ম করতে শুরু করে মনপ্রীত সিংরা। ম্যাচের প্রথম গোলটি করেন অভিষেক। এরপরেই পেনাল্টি কর্নার পান হরমনপ্রীত সিং (Harmanpreet Singh) এবং একে কাজে লাগিয়ে প্রথম কোয়ার্টারের দ্বিতীয় গোলটি করেন। তৃতীয় গোলটি করেন শামসের (Shamsher)। দ্বিতীয় কোয়ার্টারে অক্ষদ্বীপ সিং (Akashdeep Singh) ও যুগরাজ সিং  (Jugraj Singh) একটি করে গোল করেন। তৃতীয় কোয়ার্টারে আরও চারটি গোল করে ভারত। গোল করেন হরমনপ্রীত সিং, নীলকান্ত শর্মা, বরুণ কুমার ও যুগরাজ সিং। এই তৃতীয় কোয়ার্টারেই হরমনপ্রীত তাঁর দ্বিতীয় গোলটি করেন। বরুণ পেনাল্টি কর্নারকে কাজে লাগিয়ে গোল করতে পারেন। এরপেই চতুর্থ কোয়ার্টারের শুরুতেই ম্যাচের ১০ নম্বর গোলটি করেন মনদ্বীপ সিং (Mandeep Singh)। তারপর ম্যাচের ফাইনাল গোলটি করেন হরমনপ্রীত সিং। প্রথম ম্যাচেই হ্য়াটট্রিক করে ফেললেন তিনি।

    [tw]


    [/tw]

    আরও পড়ুন: অর্থের জন্য খেলা ছেড়েছিলেন দাদা! জানুন কী বললেন কমনওয়েলথে বাংলার সোনার ছেলে অচিন্ত্য

    এরপরেই আজ ইংল্যান্ডের বিরুদ্ধে নামবেন ভারতীয় হকি দল। তবে ঘানার বিরুদ্ধে এই জয় ভারতীয় দলের অনেকটা আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে বলে মনে করছে সবাই। এদিন ঘানার বিরুদ্ধে বড় ব্যবধানে জয়লাভে পুরো দেশবাসী উচ্ছ্বসিত। আজকের ম্যাচে ভারতীয় দল কেমন খেলবেন তারই অপেক্ষায় বসে রয়েছে দেশবাসী। ভারতীয় সময় অনুসারে রাত সাড়ে ৮ টা নাগাদ আজকের ম্যাচ শুরু হবে।

     

LinkedIn
Share