Tag: HS Exam

HS Exam

  • HS Result 2024: উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ বুধবার, জেনে নিন কীভাবে দেখবেন রেজাল্ট

    HS Result 2024: উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ বুধবার, জেনে নিন কীভাবে দেখবেন রেজাল্ট

    মাধ্যম নিউজ ডেস্ক: আগামিকাল, ৮ মে, বুধবার, প্রকাশিত হবে এবছরের উচ্চ মাধ্যমিকের ফলাফল (HS Result 2024)। এদিন দুপুর ১টায় সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে ফল ঘোষণা করবেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। পরীক্ষা শেষের ৬৯ দিনের মাথায় এবার ফল প্রকাশ করবে শিক্ষা সংসদ। দুপুর ৩টে থেকে পরীক্ষার্থীরা নির্ধারিত ওয়েবসাইটে তাঁদের রেজাল্ট দেখতে পারবেন। ওয়েবসাইটে ফল দেখার সময় হাতের কাছে রাখতে হবে অ্যাডমিট কার্ড।

    কীভাবে দেখবেন ফল

    ১) পরীক্ষার্থীদের প্রথমে https://wbresults.nic.in/ ওয়েবসাইটে যেতে হবে।

    ২) এর পর ‘হোমপেজ’-এ দেওয়া ‘রেজাল্ট’-এর লিঙ্কে ক্লিক করতে হবে।

    ৩) এর পর নিজেদের রোল নম্বর-সহ অন্যান্য প্রয়োজনীয় তথ্য দিলেই স্ক্রিনে রেজাল্ট দেখা যাবে।

    ওয়েবসাইটের হোম পেজে ঢুকলেই স্কিনে একটি লেখা দেখতে পাবে পড়ুয়ারা। লেখাটি হল, “West Bengal Higher Secondary Examination Results 2024″। এতে ক্লিক করলেই খুলে যাবে একটি ফর্ম। তাতে লিখতে হবে রোল নম্বর ও জন্ম তারিখ। এর পর সাবমিট অপশনে ক্লিক করলে স্ক্রিনে চলে আসবে মার্কশিট। যা ডাউনলোড ও প্রিন্ট করতে পারবে ছাত্র-ছাত্রীরা। রেজাল্ট (HS Result 2024) জানার পাশাপাশি ওয়েবসাইট থেকে মার্কশিট ডাউনলোড করতে পারবে পড়ুয়ারা। নির্ধারিত ওয়েবসাইট ছাড়াও ‘WBCHSE Results’ অ্যাপের মাধ্যমেও নিজেদের ফলাফল দেখতে পারবেন পরীক্ষার্থীরা। 

    আরও পড়ুন: “নিজেকে নাচতে দেখে আনন্দ পেয়েছি”, ভোট আবহে ভিডিও শেয়ার করে মমতাকে বার্তা মোদির

    কবে থেকে মার্কশিট বিলি

    লোকসভা ভোটের কারণে এবার ফল ঘোষণার দিনেই মার্কশিট (HS Result 2024) বিলি করবে না সংসদ। ১০ মে সকাল ১০টা থেকে তা হাতে পাবেন স্কুলের প্রধান শিক্ষক-শিক্ষিকা ও টিচার ইনচার্জরা। রাজ্যজুড়ে মোট ৫৫ টি ক্যাম্প অফিস থেকে বিলি করা হবে মার্কশিট ও শংসাপত্র। ওই দিনই স্কুল থেকে তা সংগ্রহ করতে পারবে পড়ুয়ারা। চলতি বছরে গত ১৬ ফেব্রুয়ারি শুরু হয় উচ্চ মাধ্যমিক। শেষ হয় ২৯ ফেব্রুয়ারি। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Bomb Blast: ভাঙড়ে বোমা বিস্ফোরণ থেকে বাদ গেল না স্কুলও, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন

    Bomb Blast: ভাঙড়ে বোমা বিস্ফোরণ থেকে বাদ গেল না স্কুলও, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন

    মাধ্যম নিউজ ডেস্ক: কলকাতা পুলিশের অধীনে আনার পরও শান্তি ফিরল না ভাঙড়ে। ভাঙড় যে ভাঙড়েই আছে, তা আরও একবার প্রমাণ মিলল মঙ্গলবার। এবার রাজনৈতিক কোনও হিংসার ঘটনা নয়। বোমা বিস্ফোরণ (Bomb Blast) ঘটল স্কুল চত্বরের ভিতরে। তাও আবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিনেই। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় হাইস্কুলে। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

    ঠিক কী ঘটনা ঘটেছে? (Bomb Blast)

    ভাঙড় হাইস্কুলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছিল। মঙ্গলবার ইতিহাস পরীক্ষা ছিল। পরীক্ষা শেষ হয়েছে মাত্র ১০ মিনিট আগে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা বেরোচ্ছেন পরীক্ষাকেন্দ্র থেকে। এক পরীক্ষার্থী বাথরুমে গিয়েছিল। সেখানে একটি বোমায় আগুন জ্বলতে দেখে সে। এরপরই ছুটে এসে বাইরে সকলকে চিৎকার করে বলতেই বোমা বিস্ফোরণ (Bomb Blast) ঘটে। আচমকা প্রবল শব্দে কেঁপে ওঠে গোটা স্কুলবাড়ি। শুরু হল দৌড়ঝাঁপ। পরীক্ষার্থীদের কয়েকজন বলে, মঙ্গলবার পরীক্ষা শেষ হওয়ার কিছুক্ষণ পরই একটি বোমা ফাটে শৌচাগারে। ঘটনাস্থলের দিকে দৌড়ে যান নিরাপত্তারক্ষীরা। খবর পেয়ে পৌঁছে যায় পুলিশ। সূত্রের খবর, একটি সুতলি বোমা রেখে গিয়েছিল কেউ বা কারা। সেটাই ফেটেছে। কিন্তু, উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন স্কুলের শৌচাগারে কে বিস্ফোরক রেখে গেল, সেই নিয়ে প্রশ্ন উঠেছে। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে প্রাথমিক তদন্তের পর পুলিশ জানাচ্ছে, বিস্ফোরণ ঘটানোর নেপথ্যে কোনও পরীক্ষার্থীও থাকতে পারে। এখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

    শুরু রাজনৈতিক তরজা

    এই ঘটনা নিয়ে স্থানীয় বিজেপি নেতা সুনীপ দাস বলেন, “আরাবুল ইসলাম গ্রেফতার হয়ে গিয়েছেন। ভাঙড়ে এখনও শান্তি ফেরেনি। তৃণমূল জমানায় বোমা, বন্দুক, গুলি সর্বত্র পাওয়া যায়। স্কুলও ছাড় পাচ্ছে না। এরজন্য পুলিশ-প্রশাসনই দায়ী। যদিও এই ঘটনার সঙ্গে রাজনৈতিক দলের কোনও সম্পর্ক নেই বলে দাবি করেছে শাসকদল।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • HS Examination 2024: আজ শুরু উচ্চমাধ্যমিক, জেনে নিন কী কী নিয়ম আছে?

    HS Examination 2024: আজ শুরু উচ্চমাধ্যমিক, জেনে নিন কী কী নিয়ম আছে?

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ, শুক্রবার থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। চলবে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রায় ৮ লক্ষ পড়ুয়া এবার এই পরীক্ষায় বসবে। এবারের পরীক্ষায় ছাত্রছাত্রীরা বাড়তি ১৫ মিনিট সময় পাচ্ছে। পরীক্ষার সময়সূচি সকাল ১০টার বদলে কিছুটা এগিয়ে আনা হয়েছে। পরীক্ষা শুরু হবে সকাল ৯ টা ৪৫ মিনিটে, শেষ হবে দুপুর ১ টায়। এবারের পরীক্ষার্থীর সংখ্য়া ৭ লক্ষ ৯০ হাজার। পরীক্ষাকেন্দ্র রয়েছে ২ হাজার ৩৪১টি। পরীক্ষার্থীদের জন্য থাকছে বিশেষ ট্রেনের ব্যবস্থা। রাস্তাঘাট যানজট মুক্ত রাখতেও পদক্ষেপ করা হয়েছে। 

    প্রশ্নপত্রে থাকছে ‘ইউনিক কিউআর কোড’

    প্রশ্নফাঁস রুখতে এবার উচ্চমাধ্যমিকে একাধিক কড়া পদক্ষেপ করা হয়েছে। মাধ্যমিকের মতোই প্রশ্নপত্রে থাকছে ‘ইউনিক কিউআর কোড’। কেউ যদি পরীক্ষা শেষ হওয়ার আগেই সোশ্যাল মিডিয়া বা অন্য কোথাও প্রশ্নপত্রের ছবি ছড়িয়ে দেন, তাহলে ‘ইউনিক কিউআর কোড’-র মাধ্যমে সহজেই দোষীকে চিহ্নিত করা যাবে।  কড়া নজরদারির মাধ্যমে যাতে প্রশ্নফাঁস রোখা যায়, তা নিশ্চিত করার উপর জোর দেওয়া হয়েছে। প্রতিটা পরীক্ষা কেন্দ্রে নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রতি কেন্দ্রে থাকছে দুটি সিসিটিভি। নজরদারির জন্য প্রতিটি রুমে কমপক্ষে দু’জন ইনভিজিলেটর থাকবেন। পরীক্ষার্থীর সংখ্যার নিরিখে ইনভিজিলেটরের সংখ্যা বাড়ানো হবে।

    আরও পড়ুন: সুকান্তর ওপর হামলা, হস্তক্ষেপ লোকসভার, তলব ৫ প্রশাসনিক কর্তাকে

    মোবাইল নিয়ে সতর্কতা

    পরীক্ষার্থীরা যাতে মোবাইল না নিয়ে আসেন, তা নিয়ে বারবার সতর্ক করেছে সংসদ। পরীক্ষাকেন্দ্রের মধ্যে যদি কারও থেকে ফোন পাওয়া যায়, তাহলে তাঁকে আর সেদিনের পরীক্ষা দিতে দেওয়া হবে না। কেউ যদি ভুল করে মোবাইল নিয়ে চলে আসেন, তাহলে তাঁকে পরীক্ষা শুরুর আগে ভেন্যু সুপারভাইজারের কাছে তা জমা দিতে হবে। সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, এবার রাজ্যজুড়ে ১৭৬টি কেন্দ্রকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে। সেই কেন্দ্রগুলিতে মেটাল ডিটেক্টর এবং রেডিয়ো ফ্রিকোয়েন্সি ডিটেক্টর থাকছে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের হেল্পলাইন নম্বর: ০৩৩ ২৩৩৭ ০৭৯২। এই নম্বরে যে কেউ ফোন করে তাদের সমস্যা জানাতে পারেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • HS Exam: উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার্থে বিশেষ পরিষেবা পূর্ব রেলের, জানুন বিস্তারিত

    HS Exam: উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার্থে বিশেষ পরিষেবা পূর্ব রেলের, জানুন বিস্তারিত

    মাধ্যম নিউজ ডেস্ক: মাধ্যমিকের মতো উচ্চমাধ্যমিকেও পড়ুয়াদের জন্য বিশেষ পরিষেবা দেবে পূর্বরেল (Indian Railways) । জানা গেছে, এক্সপ্রেস এবং বেশকিছু লোকাল অতিরিক্ত স্টপেজ দেবে বিভিন্ন স্টেশনে। এই বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হতে চলেছে আগামী ১৪ মার্চ থেকে। ২৭ মার্চ পর্যন্ত চলবে পরীক্ষা। বিশাল সংখ্যক পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের কথা মাথায় রেখেই রেলের (Indian Railways) এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। 

    আরও পড়ুন: শিয়ালদহ মেন লাইনে যাত্রী ভোগান্তি চরমে! দেরিতে চলছে ট্রেন, বাতিল বহু

    শিয়ালদহ ও হাওড়া ডিভিশনে পাওয়া যাবে এই পরিষেবা

    পূর্ব রেলের (Indian Railways) পক্ষ থেকে শুক্রবার জানানো হয়েছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার কথা মাথায় রেখে পরীক্ষার দিনগুলোতে শিয়ালদা ও হাওড়া ডিভিশনের কিছু প্যাসেঞ্জার/EMU ট্রেনের অতিরিক্ত অস্থায়ী স্টপেজ দেওয়া হবে। কিছু এক্সপ্রেস ও প্যাসেঞ্জার ট্রেন যেগুলি শিয়ালদা ডিভিশনে সকাল ৮টা থেকে ১০টা এবং দুপুর ১টা ১৫ মিনিট থেকে ৩টে ১৫ মিনিট পর্যন্ত চলবে সেগুলোকে অতিরিক্ত স্টপেজ দেওয়া হবে। এক্সপ্রেস ও প্যাসেঞ্জার ট্রেন গুলি (Indian Railways) থামবে শিয়ালদহ-রানাঘাট সেকশনের পলতা, জগদ্দল, কাঁকিনারা এবং পায়রাডাঙা স্টেশনে এবং বারাসাত-বনগাঁ সেকশনের সানহাটি হল্ট স্টেশনে। হাওড়া ডিভিশনের গণদেবতা এক্সপ্রেস, আজিমগঞ্জ – হাওড়া কবিগুরু এক্সপ্রেস থামবে লোহাপুর স্টেশনে। বেলমুড়ি, জনাই রোড এবং ডানকুনি স্টেশনে বর্ধমান–হাওড়া গ্যালোপিং লোকাল থামবে। রেল সূত্রে জানা গেছে, শিয়ালদহ ডিভিশনে যে অতিরিক্ত স্টেশনগুলিতে ইএমইউ এবং লোকাল ট্রেন দাঁড়াবে সেগুলি হল পলতা, জগদ্দল, কাঁকিনাড়া, পায়রাডাঙা। সকাল ৮টা থেকে ১০ টা এবং দুপুর ১টা ১৫ মিনিট থেকে ৩টে ১৫ পর্যন্ত এই সুবিধা মিলবে। আগামী ১৪ থেকে ২৭ মার্চ, ১১ দিন এই সুবিধা পাওয়া যাবে।

    আরও পড়ুন: নিয়োগ দুর্নীতি মামলায় এবার শান্তনু বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করল ইডি

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

     

LinkedIn
Share