Tag: Hyderabad Fire

Hyderabad Fire

  • Hyderabad Fire: হায়দ্রাবাদে শো-রুমে বিধ্বংসী আগুন, শ্বাসরুদ্ধ হয়ে মৃত ৮, ক্ষতিপূরণ ঘোষণা প্রধানমন্ত্রীর

    Hyderabad Fire: হায়দ্রাবাদে শো-রুমে বিধ্বংসী আগুন, শ্বাসরুদ্ধ হয়ে মৃত ৮, ক্ষতিপূরণ ঘোষণা প্রধানমন্ত্রীর

    মাধ্যম নিউজ ডেস্ক: হায়দ্রাবাদে ভয়াবহ অগ্নিকাণ্ড। জানা গিয়েছে, সোমবার রাতে হায়দ্রাবাদের সেকেন্দ্রাবাদের মার্কেট থানা এলাকার একটি ইলেকট্রিক বাইকের শো-রুমে প্রথমে আগুন লাগে এবং ক্রমে তা ছড়িয়ে পড়ে শো রুমের উপরে থাকা হোটেলেও। এই অগ্নিকাণ্ডে এখনও পর্যন্ত ৮ জনের মৃত্যু হয়েছে। এর পাশাপাশি বেশ কয়েকজনের আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে।

    পুলিস সূত্রে জানা গিয়েছে, ব্লিডিংটির নিচতলায় ইলেকট্রিক স্কুটারের শোরুমে প্রথমে আগুন ছড়িয়ে পড়ে এবং শীঘ্রই প্রথম ও দ্বিতীয় তলায় রুবি নামক হোটেলে ছড়িয়ে পড়ে। আর সেই ওপরের হোটেলে অন্তত ২৫ জন ছিলেন। আটকে থাকা ব্যক্তিদের উদ্ধার করা হয়েছে বলেই জানা গিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সোমবার রাত নটার পর আগুন লাগে হোটেলের একতলায় থাকা ই-স্কুটারের শোরুমে। এরপরেই একে আশেপাশের জায়গাতেও আগুন ছড়িয়ে পড়ে। 

    ডেপুটি কমিশনার চন্দনা দিপ্তি জানিয়েছেন, যেখানে ইলেকট্রনিক স্কুটারগুলো পার্ক করা ছিল, সেখান থেকেই আগুন লেগে যায়। ফলে অনুমান করা হয়েছে, বেশ কিছু ইলেকট্রিক স্কুটারে ওভার-চার্জিং-এর ফলেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আরও জানা গিয়েছে, এই বিল্ডিং-এর ওয়াটার স্প্রিঙ্কলার সিস্টেমও কাজ করছিল না। তবে এই অগ্নিকাণ্ডের আসল কারণ কী, তা নিয়ে খতিয়ে  দেখছেন তাঁরা।

    [tw]


    [/tw]

    সূত্রের খবর অনুযায়ী, বিধ্বংসী অগ্নিকান্ডের পর ঘটনাস্থলে পৌঁছোয় দমকল। তারপর দমকল কর্মীরা বিভিন্ন যন্ত্রাংশ ব্যবহার করে আটকে পড়া বাসিন্দাদের উদ্ধার করেছেন। জানা গিয়েছে, স্থানীয় বাসিন্দারাও উদ্ধার কাজে হাত লাগিয়ে সাহায্য করেছিলেন। আহত ব্যক্তিদের তড়িঘড়ি নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধোঁয়ার ফলেই শ্বাসরোধ হয়ে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে বলে দাবি করা হয়েছে।

    রাতেই ঘটনাস্থলে যান তেলেঙ্গনারা স্বরাষ্ট্রমন্ত্রী মহম্মদ মাহমুদ আলি (Home Minister Mohammad Mehmood Ali)। এই অগ্নিকাণ্ডকে দুর্ভাগ্যজনক আখ্যা দিয়েছেন তিনি। তিনি বলেন, “খুবই দুঃখজনক ঘটনা। দমকলকর্মীরা হোটেল থেকে লোকজনকে উদ্ধারের জন্য যথাসাধ্য চেষ্টা করেছিলেন। কিন্তু প্রচণ্ড ধোঁয়ার কারণে কিছু লোকের মৃত্যু হয়েছে। কয়েকজনকে উদ্ধার করা হয়েছে। ঘটনাটি কীভাবে ঘটেছে তা আমরা তদন্ত করে দেখছি।”

    ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi)। নিহতদের পরিবারের জন্য ২ লাখ এবং আহতদের জন্য ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা ঘোষণা করেছেন তিনি।

LinkedIn
Share