Tag: ICC ODI World Cup 2023

ICC ODI World Cup 2023

  • Mohammed Shami: “আমি গর্বিত ভারতীয়”! সজদা-বিতর্কে পাকিস্তানি ট্রোলারদের কড়া জবাব শামির

    Mohammed Shami: “আমি গর্বিত ভারতীয়”! সজদা-বিতর্কে পাকিস্তানি ট্রোলারদের কড়া জবাব শামির

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতে নিজ নিজ ধর্ম পালন করতে গেলে কারুর অনুমতি নিতে হয় না। সজদা বিতর্কে পাকিস্তানকে কড়া জবাব  দিলেন মহম্মদ শামি। বিশ্বকাপে (ICC World Cup 2023) শ্রীলঙ্কার বিরুদ্ধে ৫ উইকেট নেওয়ার পর চর্চায় উঠে এসেছিল তাঁর সেলিব্রেশন। খেলার মাঠে সজদা করতে গিয়েও থেমে যেতে হয়েছে মহম্মদ শামিকে, এমনটাই মনে করেছিল পাকিস্তানি নেট দুনিয়া। অবশেষে সেই বিতর্কে মুখ খুললেন শামি (Mohammed Shami)। সাফ জানিয়ে দিলেন, মাঠের মধ্যে সজদা করতে চাইলে তিনি অবশ্যই করতেন, কেউ তাঁকে বাধা দিত না।

    ভারতে নিজ ধর্মাচরণে বাধা নেই

    সম্প্রতি একটি সাক্ষাৎকারে ভারতের তারকা পেসারকে  জিজ্ঞাসা করা হয়, সদ্য শেষ হওয়া বিশ্বকাপে ওয়াংখেড়ে স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিরুদ্ধে পাঁচ উইকেট নেওয়ার পরেই পাকিস্তানিদের একাংশ দাবি করেন যে ভারতীয় মুসলিম বলেই খেলার মাঠে সজদা করতে পারেননি শামি। কারণ ভারতে থেকে প্রকাশ্যে সজদা করতে ভয় পেয়েছিলেন তিনি। এর উত্তরে শামি বলেন, “সজদা করতে চাইলে তো কেউ বাধা দিতে পারে না। আমার ধর্ম পালনে কেউ বাধা দেবে না। আমিও কারোওর ধর্ম পালনে বাধা দেব না। যদি সজদা করতে ইচ্ছা হয় তাহলে অবশ্যই করব। গর্বের সঙ্গে বলতে পারি আমি ভারতীয় মুসলিম। আগেও তো পাঁচ উইকেট নিয়েছি, কখনও কি সজদা করতে দেখেছেন? যদি মনে হয় তাহলে আমি যেখানে খুশি সজদা করতে পারি।”

    আরও পড়ুন: আইপিএলে নাইটদের ব্যাটন শ্রেয়সের হাতেই! সহকারী হলেন কে?

    অযথা বিতর্ক তৈরির প্রয়াস

    পাকিস্তানে থাকা একদল মানুষের কাজই  অযথা বিতর্ক সৃষ্টি করা। এসব থেকে দূরে থাকা প্রয়োজন। অযথা বিতর্ক বন্ধ করা দরকার। শামির কথায়, “সজদা করার জন্য় অনুমতি নিতে হলে আমি ভারতে থাকতাম না। আসলে এরা সবসময় বিতর্ক তৈরি করে সেখান থেকে খবর বের করতে চায়। এরা কাউকেই ভালোবাসে না। আসলে ওইদিন আমি নিজের ক্ষমতার বাইরে গিয়ে বোলিং করছিলাম। তাই ক্লান্ত হয়ে মাঠে বসে পড়েছিলাম।” 

    বল বিকৃত করার অভিযোগ

    পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার হাসান রাজা বিশ্বকাপে ভারতীয় বোলারদের বিশেষ বল দেওয়ার অভিযোগ করেছিলেন। তাঁর অভিযোগ ছিল, ভারতীয় বোলারেরা বলে অতিরিক্ত সুইং পাচ্ছেন, তাঁদের বলে বিশেষ যন্ত্র লাগিয়ে দেওয়া হচ্ছে। এর  জবাবে শামি বলেন, ‘‘বলে কি কোনও যন্ত্র লাগানো যায়? আমি যখন এই কথা শুনেছিলাম তখন অবাক হয়েছিলাম। ভেবেছিলাম, কেউ কী ভাবে এ কথা বলতে পারে। আমি হাসি চেপে রাখতে পারিনি। আমি ভেবেছিলাম একটা ভিডিয়ো করব। সেখানে বল ফাটিয়ে দেখাব যে ভিতরে কিছু রাখা যায় না। কিন্তু তেমন করলে প্রচণ্ড বিতর্ক হত। সেই কারণে করিনি।’’

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • ICC World Cup 2023: স্বপ্নভঙ্গ, অসহায় আত্মসমর্পণ! ভারতকে ৬ উইকেটে হারিয়ে ষষ্ঠবার বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া

    ICC World Cup 2023: স্বপ্নভঙ্গ, অসহায় আত্মসমর্পণ! ভারতকে ৬ উইকেটে হারিয়ে ষষ্ঠবার বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া

    মাধ্যম নিউজ ডেস্ক: শেষবেলায় স্বপ্নভঙ্গ! ফের একবার ফিরে এল ২০০৩-এর রাত। ২০ বছর আগের প্রতিশোধ নিতে পারলেন না রোহিতরা। ১২ বছর পর ফের বিশ্বকাপ স্পর্শ করা হল না কোহলির। টানা ১০ ম্যাচ জিতেও ১০ বছর ধরে আসিসি ট্রফি না পাওয়ার খরা কাটাতে পারলেন না শামি। আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনালে ৬ উইকেটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হেরে গেল ভারত। এ বারের বিশ্বকাপে একটি মাত্র ম্যাচ হারল টিম ইন্ডিয়া। আর সেটা ফাইনাল ম্যাচ। প্রথমে ব্যাট করে ২৪০ রান করেছিল ভারত। একা হাতে দলকে সেই বৈতরণী পার করে দিলেন ট্র্যাভিস হেড। হয়তো বিরাটের ৫০টি শতরানের থেকেও বড় এই শতরান। যা দেশকে কাপ এনে দিল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সেরা, চলতি বিশ্বকাপের সেমিফাইনালে সেরা, ফাইনালেও অনবদ্য। হেডের কাছেই হার মানল ১৪০ কোটির বিরাট-আবেগ।

    দুরন্ত চ্যাম্পিয়ন

    রোহিত এ বারের বিশ্বকাপে যে ভাবে খেলছিলেন, এই ম্যাচেও তার অন্যথা হল না। নেমেই দ্রুত রান তুলতে শুরু করেন তিনি। বড় শট খেলতে গিয়েই আউট হলেন। তখন তাঁর ৪৭ রান। কিন্তু নিজের ৫০ নয়, দলকে বড় রান দেওয়াই ছিল রোহিতের লক্ষ্য। সেটা করতে গিয়েই উইকেট দিলেন। রোহিতের ক্যাচ ধরেই যেন ম্যাচের ভাগ্য লিখে দিলেন হেড। বিরাট এদিন অর্ধ শতরান করলেও দলকে শক্ত ভিতে দাঁড় করাতে ব্যর্থ। কোহলির থমথমে মুখই যেন বলে দিচ্ছিল ম্যাচের ফল। 

    খেলতে নেমে শুরুটা ভালই করে অস্ট্রেলিয়া। তবে, শামি এসেই উইকেট তুলে নেন। তাঁর বলে ওয়ার্নার ক্যাচ দিলেন স্লিপে দাঁড়ানো বিরাটের হাতে। বুমরার বলে আউট মার্শ। ১৫ বলে ১৫ রান করে আউট হলেন তিনি। স্টিভ স্মিথ এলবিডব্লিউ হলেন। ক্ষণিকের জন্য নেচে উঠল গ্যালারি। হয়তো বা ফের আটকে দেওয়া যাবে অজিদের। আশা ছুটবে রোহিতদের ঘোড়া। কিন্তু না, এবার যে খেলা চ্যাম্পিয়নদের সঙ্গে। পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন তারা। এদিনও চ্যাম্পিয়নদের মতোই খেললেন হেড। তাঁর কাছে মাথা নত করতে বাধ্য হলেন শামি, সিরাজ, বুমরারা। 

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • ICC World Cup 2023: গ্যালারিতে শাহরুখ, রণবীর, দীপিকা! ফাইনালের আগে কোহলিকে উপহার সচিনের

    ICC World Cup 2023: গ্যালারিতে শাহরুখ, রণবীর, দীপিকা! ফাইনালের আগে কোহলিকে উপহার সচিনের

    মাধ্যম নিউজ ডেস্ক: সারা দেশ বিশ্বকাপ জ্বরে কাবু। সাধারণ মানুষ থেকে তারকা সকলের নজর আটকে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। প্রথম থেকেই মাঠে ছিলেন ক্রিকেট অনুরাগী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর পাশেই ছিলেন লিজেন্ডারি গায়িকা আশা ভোঁসলে। ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়, সচিন তেন্ডুলকার। বলিউড ও দক্ষিণী ছবির ইন্ডাস্ট্রির নামীদামিরা গিয়েছেন খেলা দেখতে। বোর্ড সভাপতি জয় শাহ ও স্ত্রী গৌরী খানের পাশে বসে খেলা দেখেন শাহরুখ খান। সঙ্গে রয়েছেন ছেলে আরিয়ান, আব্রাম ও কন্যা সুহানা খান। ছিলেন রণবীর সিং, দীপিকা পাড়ুকোনও। 

    বিরাটকে জার্সি 

    এদিন ম্যাচ শুরুর আগে নিজের আদর্শ তথা ক্রিকেটের ঈশ্বর সচিনের কাছে থেকে বিশেষ উপহার পান বিরাট। যে জার্সি পরে সচিন নিজের শেষ আন্তর্জাতিক ম্যাচটি খেলেছেন, সেটিই ফাইনালের আগে তুলে দেন কোহলির হাতে। সেই জার্সিতে রয়েছে সচিনের সই। সঙ্গে কিছু ছবিও। হাসতে হাসতে সেই জার্সি নিয়ে পোজ দেন কোহলি। সচিনের সঙ্গে দাঁড়িয়ে ছবিও তোলেন। দেখে বোঝাই যাচ্ছিল বিশেষ এই পুরস্কার পেয়ে কোহলি কতটা আপ্লুত। বোর্ডের তরফে লেখা হয়েছে, “একটা বিশেষ ম্যাচ এবং ফাইনালের আগে একটা বিশেষ মুহূর্ত। শেষ এক দিনের ম্যাচে খেলা জার্সি কোহলিকে উপহার দিলেন সচিন।”

    বায়ুসেনার এয়ার শো

    রবিবার আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারতীয় বায়ুসেনার সূর্যকিরণ অ্যারোব্যাটিক দলের এয়ার শো শুরু হয়। এদিন ম্যাচ শুরুর আগে  ১০ মিনিটের জন্য বায়ুসেনার পক্ষ থেকে এয়ার শো আয়োজন করা হয়। সূর্যকিরণ অ্যাক্রোব্যাটিক টিমের (Suryakiran Acrobatic Team) এয়ারশোর মাধ্যমে ভারতীয় বায়ুসেনা ফাইনালকে আকর্ষণীয় করে তুলেছিল। 

    ফ্লাইট কমান্ডার ও ডেপুটি টিম লিডার উইং কমান্ডার সিধেশ কার্তিকের (Sidhesh Kartik) নেতৃত্বে নয়টি হকের একটি দল এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে। ইনিংস বিরতিতে ছিল সুরকার প্রীতম চক্রবর্তীর সঙ্গীত অনুষ্ঠান। 

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • ICC World Cup 2023: ভারতের বিরুদ্ধে খেলার জন্য তৈরি! কেন নাম রাচিন, জানালেন কিউই ব্যাটারের বাবা

    ICC World Cup 2023: ভারতের বিরুদ্ধে খেলার জন্য তৈরি! কেন নাম রাচিন, জানালেন কিউই ব্যাটারের বাবা

    মাধ্যম নিউজ ডেস্ক: শচিন তেন্ডুলকর এবং রাহুল দ্রাবিড়ের নামের সঙ্গে মিলিয়ে ছেলের নামকরণ করেননি, বলে জানালেন নিউ জিল্যান্ডের ভারতীয় বংশোদ্ভূত অলরাউন্ডার রাচিন রবীন্দ্রর বাবা রবি কৃষ্ণমূর্তি। এবারের বিশ্বকাপ (ICC World Cup 2023) টুর্নামেন্টে দুর্দান্ত ফর্মে রয়েছেন রাচিন রবীন্দ্র। নিউ জিল্যান্ডের সেমিফাইনালে ওঠার পিছনে এই ভারতীয় বংশোদ্ভুত ক্রিকেটারের ভূমিকা অনস্বীকার্য। 

    কেন এই নাম

    রাচিনের বাবা রবি ক্রিকেট খেলার মারাত্মক ভক্ত ছিলেন। শোনা যায়, ভারতীয় ক্রিকেটার রাহুল দ্রাবিড় (রা) এবং সচিন তেন্ডুলকরের (চিন) নাম মিলিয়ে তিনি ছেলের নাম রাচিন করেছিলেন। তবে সম্প্রতি রাচিনের বাবা এই দাবি একেবারে খারিজ করে দেন। রবি বলেছেন, ‘‘রাচিনের জন্মের সময় আমার স্ত্রী এই নামটা প্রস্তাব করেছিলেন। আমরা ছেলের নাম নিয়ে খুব বেশি আলোচনা করিনি। আমার নামটা শুনতে বেশ ভালই লেগেছিল। ছোট এবং উচ্চারণ করা সহজ। তাই আমরা রাচিন নামটাই রাখার সিদ্ধান্ত নিয়েছিলাম। কয়েক বছর পর আমরা বুঝতে পেরেছিলাম সচিন এবং দ্রাবিড়ের নামের কয়েকটা অক্ষর আমাদের ছেলের নামে রয়েছে এবং সে অক্ষরগুলো দিয়েই নামটা হয়েছে। আমরা ইচ্ছাকৃত ভাবে দুই ক্রিকেটারের সঙ্গে মিলিয়ে নাম ঠিক করিনি। এটা কাকতালীয়।’’

    আরও পড়ুন: বিশ্বকাপে প্রথম উইকেট বিরাটের! গ্যালারি মাতালেন অনুষ্কা

    কী বললেন রাচিন

    নামকরণ যে ভাবেই হয়ে থাক, ক্রিকেট বিশ্বে রাচিন এখন পরিচিত নাম। বিশ্বকাপের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক রাচিন। লিগ পর্বে তিনটি শতরান-সহ ৫৬৫ রান এসেছে বাঁহাতি অলরাউন্ডারের ব্যাট থেকে। বল হাতে নিয়েছেন ৫ উইকেট। কিউই ব্যাটিং সেনসেশন রাচিন নিউজিল্যান্ড ক্রিকেটকে বলেছেন,‘ভারতের বিরুদ্ধে হাউসফুল গ্যালারির সামনে খেলার স্বপ্ন কে না দেখে। ওয়াংখেড়েতে ওরা অপরাজিত। ওই মাঠের সঙ্গে অনেক ইতিহাস জড়িয়ে রয়েছে। আমরা আমাদের সেরাটা উজাড় করে দেওয়ার চেষ্টা করব।’ রাচিনের কথায়, ‘আমরা জানি ক্রিকেটে প্রতিটা ম্যাচই যে আমরা জিতব, সেটা হতে পারে না। কিছু জয়, কিছু হার তো থাকবেই। এ বার দেখার ভারতের বিরুদ্ধে সেমিফাইনালে কী হয়।’ তাঁর কথায়, ‘ওয়াংখেড়েতে ভারতের বিরুদ্ধে খেলার জন্য মুখিয়ে আছি। এটা আমার স্বপ্ন।’

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Bangladesh Cricket Board: টাইম্ড আউটের বিরোধিতা কেন? কোচ ডোনাল্ডের কাছে ব্যাখ্যা তলব 

    Bangladesh Cricket Board: টাইম্ড আউটের বিরোধিতা কেন? কোচ ডোনাল্ডের কাছে ব্যাখ্যা তলব 

    মাধ্যম নিউজ ডেস্ক: বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে দলের বোলিং কোচ অ্যালান ডোনাল্ডের মতবিরোধ চলে এল প্রকাশ্যে। বাংলাদেশ অধিনায়ক শাকিব আল হাসানের টাইমড আউটের সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না ডোনাল্ড। তিনি জানিয়েছিলেন, বাংলাদেশ অধিনায়কের সেই সিদ্ধান্ত তিনি সমর্থন করেন না। এবার তাঁর ওই মন্তব্যের ব্যাখ্যা চাইল বিসিবি।

    ডোনাল্ডের মত

    দক্ষিণ আফ্রিকার প্রাক্তন পেসার ডোনাল্ড বলেন, “আমি হতাশ। বুঝতে পারছি শাকিব জেতার জন্য এটা করেছে। ও বলেছে যে, জেতার জন্য সব কিছু করতে পারে। কিন্তু আমার একেবারেই এটা পছন্দ হয়নি। শ্রীলঙ্কার সর্বকালের সেরা খেলোয়াড়দের এক জন মাঠ ছেড়ে বার হয়ে আসছেন একটিও বল না খেলে। কারণ তাঁকে টাইম্‌ড আউট দেওয়া হয়েছে। এটা আমি মেনে নিতে পারছি না।” তিনি বলেন, “সকলকে সম্মান দিতে হয়। এটাই ক্রিকেটে হয়ে থাকে। আমি এমন জিনিস দেখতে চাই না। কখনও কোনও খেলাতেই এমনটা দেখতে চাই না। কেউ যদি আমাকে বলেও টাইম্‌ড আউটের আবেদন করতে, আমি বলব এটা হতে পারে না। এক জন মানুষের যদি সাধারণ বোধ থাকে, তাহলে হেলমেট ঠিক করে নিতে বলবে। আমার মনে হচ্ছিল মাঠে গিয়ে বলি, আবেদন ফিরিয়ে নিতে। কিন্তু আমি তো আর প্রধান কোচ নই। আমার অধিকার নেই মাঠে ঢুকে যাওয়ার। অবাক হয়ে গেলাম দেখে যে, আম্পায়ার বলল ম্যাথেউজকে মাঠ থেকে বার হয়ে যেতে। আর তাঁকে হেলমেট হাতে নিয়ে বার হয়ে আসতে হল।”

    আরও পড়ুন: লিওনেল মেসির পাশে কিং কোহলি! বিশ্বসেরা ক্রীড়াবিদের তালিকায় এ বার বিরাট

    বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মত 

    ডোনাল্ডের এই বক্তব্য ভাল ভাবে নেননি বাংলাদেশের ক্রিকেট কর্তারা। তাঁরা শাকিবের পাশেই দাঁড়াচ্ছেন। বিসিবির এক কর্তা বলেছেন, ‘‘ডোনাল্ড অন্য সময় তাঁর ব্যক্তিগত মতামত জানাতে পারতেন। এখন উনি টিম ম্যানেজমেন্টের অংশ। তাই দলের কোনও সিদ্ধান্ত নিয়ে প্রকাশ্যে সমালোচনা করা আচরণবিধি লঙ্ঘনের সামিল। চাইলে তিনি দলের মধ্যে আলোচনা করতে পারতেন। ক্রিকেটারদের সঙ্গে কথা বলতে পারতেন। বিসিবিকে মতামত জানতে পারতেন। কিন্তু এ ভাবে প্রকাশ্যে ব্যক্তিগত মতামত জানাতে পারেন না।’’

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের , Twitter এবং Google News পেজ।

  • ICC World Cup 2023: একটি আসন, তিন দাবিদার! বিশ্বকাপের সেমিফাইনালে কারা যাবে পাক, আফগান না কিউইরা?

    ICC World Cup 2023: একটি আসন, তিন দাবিদার! বিশ্বকাপের সেমিফাইনালে কারা যাবে পাক, আফগান না কিউইরা?

    মাধ্যম নিউজ ডেস্ক: চলতি বিশ্বকাপে আটটি ম্যাচের আটটিতে জিতে শেষ চার নিশ্চিত করেছে ভারত। সেমিফাইনালে পৌঁছে গিয়েছে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়াও। তিনটি দল বিশ্বকাপের সেমিফাইনালের যোগ্যতা অর্জন করে যাওয়ায় পড়ে রইল একটিই স্থান। আগামী কয়েক দিনে সেই একটি স্থানের জন্যে লড়াই করবে নিউ জিল্যান্ড, পাকিস্তান এবং আফগানিস্তান।

    কে কতটা এগিয়ে

    কিউয়িরা শেষ ম্যাচ খেলবে শ্রীলঙ্কার বিরুদ্ধে। সেই ম্যাচ ৯ নভেম্বর। তার পরের দিন আফগানিস্তান খেলবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। এই দুই দলকে দেখে নিয়ে নামতে পারবে পাকিস্তান। ইংল্যান্ডের বিরুদ্ধে তাদের ম্যাচ ১১ নভেম্বর। নিউজিল্যান্ড, আফগানিস্তান এবং পাকিস্তান আটটি করে ম্যাচ খেলে ৮ পয়েন্টে দাঁড়িয়ে। অর্থাৎ, একটি জায়গার জন্য মূল লড়াই এই তিন দলের। নেট রান রেটে বাকি দু-দলের চেয়ে অনেকটা এগিয়ে নিউজিল্যান্ড। তবে অ্যাডভান্টেজ বলা যায় না।

    কার সম্ভাবনা বেশি

    নিউজিল্যান্ডের পরবর্তী ম্যাচ শ্রীলঙ্কার বিরুদ্ধে। এই ম্যাচে বড় ব্যবধানে জিতলেও ওয়েটিং লিস্টে থাকতে হবে কিউইদের। আফগানিস্তানের ম্যাচ বাকি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। আফগানদের নেট রান রেট মাইনাসের ঘরে। ফলে নিউজিল্যান্ড যদি শ্রীলঙ্কাকে হারায়, তাদের নেট রান রেট আরও ভালো হবে। সেই নেট রান রেট ছাপিয়ে যাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। শ্রীলঙ্কা যদি নিউজিল্যান্ডকে হারিয়ে দেয়, সাময়িক লাইফলাইন পেতে পারে আফগানিস্তান। তাতেও নেট রান রেটে তাদের সামনে থাকবে পাকিস্তানও। তিন দলের মধ্যে তুলনামূলক অ্যাডভান্টেজ পাকিস্তানের। নিউজিল্যান্ড, আফগানিস্তানের পরিস্থিতি দেখে শেষ ম্যাচ খেলতে নামবে পাকিস্তান। তাদের শেষ ম্যাচ ইংল্যান্ডের বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে। সেই ম্যাচের পরই চতুর্থ সেমিফাইনালিস্ট ঠিক হবে। 

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Virat Kohli: সাধারণ যাত্রীদের সঙ্গে বিমান সফর কোহলির! কোথায় গেলেন বিরাট?

    Virat Kohli: সাধারণ যাত্রীদের সঙ্গে বিমান সফর কোহলির! কোথায় গেলেন বিরাট?

    মাধ্যম নিউজ ডেস্ক: নিজের ৩৫তম জন্মদিনে কলকাতার মাটিতে ৪৯তম শতরান করেছেন বিরাট কোহলি। দল জিতেছে, ম্যাচে সেরার সম্মান পেয়েছেন, স্পর্শ করেছেন নিজের আদর্শ সচিন তেন্ডুলকরের রেকর্ডও। নিজেই নিজেকে জন্মদিনের সেরা উপহার দিয়েছেন। কিন্তু মনের কোথাও কি ইচ্ছা ছিল জন্মদিনে স্ত্রী অনুষ্কা শর্মা ও কন্যা ভামিকার সঙ্গে সময় কাটানোর। থাকতেই পারে! আরে, তিনিই তো মানুষ! তাই হয়তো ম্যাচের পরে কিছু সময়ের জন্য মুম্বই ফিরে গিয়েছেন  কোহলি। সমাজমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিয়োয় দেখা যাচ্ছে বিমানে সাধারণ যাত্রীদের সঙ্গে বসে আছেন বিরাট। তারপরই শুরু হয় নানা জল্পনা।

    এ কোন রূপে কোহলি!

    কলকাতা থেকে সোমবার ইন্ডিগো বিমানে কোহলি বেঙ্গালুরু গিয়েছেন ইকোনমিক ক্লাসের আসনে বসে। বিমানের একেবারে প্রথম আসনে তিনি বসেছিলেন। প্রথমে কেউ বুঝতে পারেননি। তার কারণ, কোহলি চোখ গগলস ও মুখে সাদা মাস্ক পরে ছিলেন। পরে ধীরে ধীরে যখন সবাই বুঝতে পারলেন, তখন মোবাইল ফোনে সেই মুহূর্ত বন্দী করেন। অনেকে ভিডিও তোলেন। উল্লেখ্য, রবিবার কোহলির ৩৫ তম জন্মদিন ছিল। সেদিন ম্য়াচের শেষে হোটেলে ফিরে কেক কেটে জন্মদিন পালন করেছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক। এরপরই সোমবার সাধারণ যাত্রীদের পাশে বসেই বেঙ্গালুরু পাড়ি দেন ভারতীয় ক্রিকেটের আইকন।

    অনেকের মতে, ভারতের পরের ম্যাচ আগামী রবিবার। মাঝে বেশ কয়েক দিন সময় থাকায় বাড়ি গিয়েছেন কোহলি।  জন্মদিনের পরের দিন পরিবারের সঙ্গে সময় কাটাতে গিয়েছেন তিনি। চলতি বিশ্বকাপে খুব ভাল ছন্দে রয়েছে ভারতীয় দল। নিজেদের প্রথম ৮ ম্যাচের ৮টিতেই জিতেছে তারা। ব্যাট হাতে ছন্দে রয়েছেন বিরাট। দু’টি শতরান ও চারটি অর্ধশতরান করেছেন তিনি। বেঙ্গালুরুতে নেদারল্যান্ডসের বিরুদ্ধে নিজের ৫০তম শতরান করার লক্ষ্যে নামবেন বিরাট। 

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • ICC World Cup 2023: ভিত্তিহীন অভিযোগ পাকিস্তানের! রিভিউ নিয়ে নিশানা ভারতীয় ক্রিকেট বোর্ডকে

    ICC World Cup 2023: ভিত্তিহীন অভিযোগ পাকিস্তানের! রিভিউ নিয়ে নিশানা ভারতীয় ক্রিকেট বোর্ডকে

    মাধ্যম নিউজ ডেস্ক: চলতি বিশ্বকাপে (ICC World Cup 2023) অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে ভারত (Indian Cricket Team)। ব্যাটিং এবং বোলিংয়ের মধ্যে অসাধারণ সমন্বয়, তার পাশাপাশি নিখুঁত ফিল্ডিং-এ ভর করে টানা আটটি ম্যাচ জিতেছে ভারত। তবে, চির প্রতিদ্বন্দ্বি পাকিস্তান যেন কোনওভাবেই ভারতের জয়যাত্রা মেনে নিতে পারছে না। বিশেষ করে প্রাক্তন পাক ক্রিকেটার হাসান রাজা। 

    কী অভিযোগ রাজার

    দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারত ২৪৩ রানের ব্যবধানে জয় পাওয়া মাত্র রাজা ভারতের বিরুদ্ধে চিটিং-এর অভিযোগ তুলেছেন। তিনি এবার থার্ড আম্পায়ার এবং ডিআরএস সিস্টেমকে ভারতের পক্ষপাতিত্ব করার জন্য অভিযুক্ত করেছেন। তার মূল সমস্যা ফর্মে থাকা দক্ষিণ আফ্রিকার ব্যাটার রাসি ভ্যান ডার ডুসেনের এলবিডব্লিউয়ের সিদ্ধান্ত নিয়ে। শামির বলে আউট হন তিনি। মাঠে উপস্থিত আম্পায়ার তাকে নট আউট দেন। কিন্তু ভারত রিভিউ নেওয়ার পর দেখা যায় যে বল উইকেটে হিট করছে। তিনি বলেন, ‘‘এই ম্যাচে (রবীন্দ্র) জাডেজা ৫ উইকেট নিয়েছে। আমরা প্রযুক্তির কথা বলি। ভ্যান ডার ডুসেন ওদের প্রধান ব্যাটার ছিল। জাডেজার বল লেগ স্টাম্পে পড়েছিল। ইমপ্যাক্ট দেখাচ্ছিল লেগ স্টাম্পে। তা হলে কী ভাবে সেটা গিয়ে মিডল স্টাম্পে লাগল? ডিআরএস-এ কারচুপি হচ্ছে। ভারত সেটা করছে।’’

    ভিত্তিহীন দাবি

    রাজা অভিযোগ করলেও, তিনি ঠিকঠাক খেলা দেখেছেন কি না তা নিয়েই প্রশ্ন তুলেছে নেটিজেনরা। রাজা বলেছেন, জাদেজার বলে আউট হয়েছেন ডুসেন আদপে ডুসেনের উইকেট নেন শামি। এর আগে রাজা অভিযোগ করেছিলেন, বাকি দলের বোলারেরা যে বলে বল করেন ও ভারতীয় বোলরেরা যে বলে বল করেন তা আলাদা। সেই কারণেই ভারতীয় বোলারদের বল এত ভাল হচ্ছে। বলে চিপ লাগানো আছে বলে অভিযোগ করেন তিনি। বিসিসিআইয়ের পাশপাশি আইসিসির বিরুদ্ধেও অভিযোগ করেছিলেন তিনি। যদিও রাজার সব দাবি উড়িয়ে দিয়েছেন পাকিস্তানের আর এক প্রাক্তন ক্রিকেটার ওয়াসিম আক্রম। 

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • ICC ODI World Cup 2023: বিশ্বকাপে খারাপ পারফরম্যান্স! গোটা ক্রিকেট বোর্ডকেই বরখাস্ত করল শ্রীলঙ্কা সরকার

    ICC ODI World Cup 2023: বিশ্বকাপে খারাপ পারফরম্যান্স! গোটা ক্রিকেট বোর্ডকেই বরখাস্ত করল শ্রীলঙ্কা সরকার

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বকাপে (ICC ODI World Cup 2023) ভালো পারফরম্যান্স মেলে ধরতে পারেনি শ্রীলঙ্কা (Sri Lanka)। অনেক দলই তা পারেনি। তবে ভারতের কাছে শ্রীলঙ্কা যেভাবে পর্যুদস্ত হয়েছে, তা কিছুতেই মেনে নিতে পারেনি সেদেশের সরকরা। ওয়াংখেড়ে স্টেডিয়ামে দ্বীপরাষ্ট্রকে ৩০২ রানে হারিয়েছিল ভারত। তার পরেই কড়া অবস্থান নিল শ্রীলঙ্কা সরকার। দেশের ক্রিকেট বোর্ডকে বরখাস্ত করা হয়েছে। যা সত্যিই নজিরবিহীন।

    গড়া হল অন্তর্বর্তী কমিটি

    শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে নানা দুর্নীতির অভিযোগ উঠছিল। কিন্তু বিশ্বকাপের (ICC ODI World Cup 2023) কথা মাথায় রেখে এই ব্যাপারে শ্রীলঙ্কা সরকার তেমন কোনও কড়া পদক্ষেপ নেয়নি। কিন্তু কাপযুদ্ধে দলের জঘন্য পারফরম্যান্স মেনে নিতে পারেননি ক্রীড়ামন্ত্রী রোশন রনসিংহে। তাই কড়া পদক্ষেপ নেওয়ার পথে হাঁটতে হয়েছে তাঁকে। গড়া হয়েছে অন্তর্বর্তী কমিটি। যার চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন অর্জুন রণতুঙ্গা। সাত সদস্যের কমিটিতে রাখা হয়েছে সুপ্রিম কোর্টের এক প্রাক্তন বিচারপতিকে এবং এক প্রাক্তন বোর্ড সভাপতিকেও অন্তর্ভুক্ত করা হয়েছে।

    আরও পড়ুন: বিরাটকে অভিনন্দন প্রধানমন্ত্রীর! জানেন কী কী রেকর্ড করলেন কোহলি?

    কেন এমন সিদ্ধান্ত

    গত ২ নভেম্বর ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল ভারত-শ্রীলঙ্কা (Sri Lanka)। ওই ম্যাচে প্রথমে ব্যাট করে বিরাট কোহলিরা তুলেছিলেন ৮ উইকেটে ৩৫৭ রান। জবাবে ১৯.৪ ওভারে মাত্র ৫৫ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। মহম্মদ সামি, মহম্মদ সিরাজ, যশপ্রীত বুমরাহদের পেসের সামনে দাঁড়াতে পারেননি শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা। শ্রীলঙ্কা হারার পর প্রবল সমালোচনা শুরু হয়েছিল সেদেশে। কলম্বোর রাস্তায় আছড়ে পড়ে বিক্ষোভ। তাই সঙ্গে সঙ্গে বোর্ড কর্তাদের পদত্যাগ করার নির্দেশ দেশের ক্রীড়ামন্ত্রী। তিনি বলেছেন, ‘ওরা দুর্নীতি ছাড়া কিছুই জানে না। দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। ওদের পদে থাকার কোনও অধিকার নেই। শ্রীলঙ্কাবাসীর কাছে ওদের ক্ষমা চাওয়া উচিত।’ সরকারের অবস্থান বোঝার পরেই ক্রিকেট শ্রীলঙ্কার কর্তারা পদত্যাগ করতে শুরু করেন। যাঁরা অনঢ় ছিলেন, তাঁদের বরখাস্ত করা হয় সোমবার। আপাতত শ্রীলঙ্কার সামনে সেমি-ফাইনালে ওঠার কোনও সম্ভাবনা নেই। তবে বাকি দু’টি ম্যাচ জিতে দেশবাসীর ক্ষতে কিছুটা প্রলেপ দেওয়ার সুযোগ রয়েছে কুশল পেরেরাদের।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • ICC World Cup 2023: বিরাটকে অভিনন্দন প্রধানমন্ত্রীর! জানেন কী কী রেকর্ড করলেন কোহলি?

    ICC World Cup 2023: বিরাটকে অভিনন্দন প্রধানমন্ত্রীর! জানেন কী কী রেকর্ড করলেন কোহলি?

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারত-দক্ষিণ আফ্রিকা মহাম্যাচে প্রচারের পুরো আলো শুষে নিয়েছিলেন কোহলি। ১২১ বলে ১০১ রানের অপরাজিত ইনিংস উপহার দিয়ে নিজের নামের প্রতি সুবিচার করলেন বিরাট। ইডেন বরাবরই তাঁর প্রিয়। এখানেই তো একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম শতরানটি করেছিলেন কিং কোহলি। এদিনও নিরাশ করলেন না। কোটি কোটি ভক্তের অফুরান ভালবাসা ও শুভেচ্ছায় প্লাবিত হলেন গত চব্বিশ ঘণ্টা। তাঁর ইনিংসের কথা উল্লেখ করে বিরাটকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।

    বিরাট-বন্দনায় অনুষ্কা

    গ্যালারিতে থাকলে নির্ঘাত লাফিয়ে উঠতেন অনুষ্কা শর্মা। এটা যে শুধু বিরাটের দিন। কিন্তু মাঠে থাকতে পারেননি। তবে সবসময় ছিলেন বিরাটের সঙ্গেই তাই শতরানের পর সোশ্যাল সাইটে শুভেচ্ছা জানাতে জেরি করলেন না অনুষ্কা।  লিখলেন, ‘অভিনন্দন! তুমি নিজেই নিজেকে উপহার দিলে শতরান’। কোহলির বোন ভাবনাও শুভেচ্ছা জানিয়েছেন। অভিনন্দন জানিয়েছেন পিভি সিন্ধু, রণবীর সিং। এদিন রাতে ম্যাচ শেষের পর বিরাচের জন্মদিন উপলক্ষে বিশেষ কেক কাটেন দলের সতীর্থরা। টিম ইন্ডিয়ার মহাতারকার হাতে সোনার ব্যাট তুলে দেন সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। 

    বিরাট-রেকর্ড

    বিশ্বকাপে ইডেনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শতরান করেছেন বিরাট কোহলি। ছুঁয়েছেন সচিন তেন্ডুলকরকে। তা-ও অনেক কম ইনিংসে। ৪৯টি শতরান করতে সচিন নিয়েছিলেন ৪৫২টি ইনিংস। বিরাট ২৭৭টি ইনিংসে সেই রেকর্ড ছুঁয়েছেন। আর একটি শতরান করলেই সচিনকে টপকে একক ভাবে শীর্ষে পৌঁছে যাবেন বিরাট। ইডেনে ৫০ রান করার সঙ্গেই ১১৯ বার এই কীর্তি করেছেন তিনি। ছাপিয়ে গিয়েছেন কুমার সঙ্গকারাকে। বিরাটের আগে রয়েছেন সচিন। এক দিনের ক্রিকেটে ১৪৫ বার ৫০ রানের বেশি করেছেন তিনি। ভারতীয় ক্রিকেটার হিসাবে দেশের মাটিতে দ্বিতীয় সর্বাধিক রান হয়েছে কোহলির। ইডেনে ৬০০০ রান পার করেছেন তিনি। কোহলির আগে শুধু রয়েছেন সচিন।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

LinkedIn
Share