Tag: ICC T20 World Cup

ICC T20 World Cup

  • Afghanistan Vs Australia: অস্ট্রেলিয়াকে ২১ রানে হারিয়ে কামাল করল আফগানরা

    Afghanistan Vs Australia: অস্ট্রেলিয়াকে ২১ রানে হারিয়ে কামাল করল আফগানরা

    মাধ্যম নিউজ ডেস্ক: অস্ট্রেলিয়াকে হারিয়ে দিল আফগানিস্তান। ২১ রানে হেরেছে অজিরা। রবিবার ২৩ শে জুন কিংস টাউন গ্রাউন্ডে অস্ট্রেলিয়াকে (Afghanistan Vs Australia) ১৫৯ রানের লক্ষ্য দিয়েছিল আফগানিস্তান। হ্যাটট্রিক করেছিলেন কামিন্স। কিন্তু অস্ট্রেলিয়া পুরো ২০ ওভার খেলতে পারেনি। ১৯.২ অভারে ১২৭ রানে অলআউট হয়ে যায় অজিরা। আফগান বোলারদের দাপটে দাঁড়াতে পারেনি অজি বাহিনী।  

    আফগানদের কাছে সেমিফাইনালে ওঠার সুযোগ  

    আফগানিস্তানের এই জয়ের ফলে গ্রুপ ১-এর সমীকরণ বদলে গেছে। রাশিদ খানদের (Afghanistan Vs Australia) জয়ের ফলে গ্রুপের চারটি দলই এখন সেমিফাইনালে দৌড়ে। তবে এই গ্রুপ থেকে সেমিফাইনালে যাওয়ার সুযোগ পাবে মাত্র দুটি দল। এই ম্যাচে যদি আফগানিস্তানকে অস্ট্রেলিয়া হারিয়ে দিত তাহলে ভারত এবং অস্ট্রেলিয়া দুটো দল সেমিফাইনালে চলে যেত। কিন্তু তা না হওয়ায় আফগানিস্তান এবং বাংলাদেশ দুটি দলই সেমিফাইনালে দৌড়ে এখনও টিকে রয়েছে।

    ফিল্ডিং-এর ভুল সিদ্ধান্ত অজিদের (Afghanistan Vs Australia)

    টস জিতে (Afghanistan Vs Australia) প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন ক্যাপ্টেন মিচেল মার্শ। কিন্তু তাঁর সিদ্ধান্ত এদিন ভুল প্রমাণিত হয়ে গেল। প্রথম দিকে আফগানদের ঝটকা দিয়ে ব্যর্থ হয় অজি বোলাররা। আফগানিস্তানের দুই ওপেনার ১১৮ রানের জুটি তৈরি করলেন। রহমানউল্লাহ গুরবাজ করলেন ৪৯ বলে ৬০ রান। মারলেন ৪ টি চার এবং ১ টি ছক্কা। ওপেনার ইব্রাহিম খেললেন ৪৮ বলে ৫১ রানের ইনিংস। তাঁর ব্যাট থেকে এল ৬টি চার। এই দুটি আফগান ব্যাটাররা  ভিত তৈরি করে দিয়েছিলেন। বাকি ব্যাটসম্যানরা তেমন রান পাননি অবশ্য। এমনকি শেষের দিকে প্যাট কমিন্স হ্যাটট্রিক করেন।

    ১৯ তম ওভারে হারে অজিরা

    ১৫৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। প্রথমদিকে কোন ব্যাটসম্যানই বেশ সুবিধা করতে পারেননি। ওপেনার  ট্র্যাভিস হেড ০ রানে এবং ডেভিড ওয়ার্নার ৩ রানে প্যাভেলিয়ন ফিরে যান। পরবর্তীতে মাঠে নেমে মার্শও রান পাননি। ১২ রানে তিনি আউট হয়ে যান। একমাত্র লড়াই করার চেষ্টা করেন গ্লেন ম্যাক্সওয়েল। ৪১ বলে ৫৯ রানের ইনিংস খেলেন তিনি। স্টাইনিস ১৭ বলে ১১ রান করেন। বাকি কেউই  (Afghanistan Vs Australia) দুই অঙ্কের রান করতে পারেনি। ১৯.২ অভারে অল আউট হয়ে অজি দম্ভ চূর্ণ হয়ে যায় আফগানদের হাতে।  এই জয়ের ফলে এই মুহূর্তে পয়েন্ট টেবিল এর তিন নম্বরে উঠে এল আফগানিস্তান। তারা তিন ম্যাচের মধ্যে একটিতে জয়ী হয়ে দুটি পয়েন্ট পেল। যেই দেশ দীর্ঘদিন ধরে সন্ত্রাসবাদ ও অর্থনৈতিক অসামঞ্জস্যপূর্ণ

    আরও পড়ূন: অর্ধশত রানে হার! সেমিফাইনাল প্রায় পাকা ভারতের

    বাতাবরণের মধ্য দিয়েও সেই দেশের ক্রিকেটাররা ইদানিং ভালো খেলছে। নিজ দেশে ভালো ক্রিকেট গ্রাউন্ড না থাকা সত্ত্বেও প্রতিকূল পরিস্থিতিকে হার মানিয়ে ভালো ক্রিকেট খেলে আফগানরা বুঝিয়ে দিয়েছে আগামী দিনে ক্রিকেট দুনিয়ায় তাঁরাই উঠছি সূর্য।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • India Bangladesh Match: অর্ধশত রানে হার বাংলাদেশের! সেমিফাইনাল প্রায় পাকা ভারতের

    India Bangladesh Match: অর্ধশত রানে হার বাংলাদেশের! সেমিফাইনাল প্রায় পাকা ভারতের

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতের কাছে রীতিমত ল্যাজেগোবরে হয়ে হারল বাংলাদেশ। ৫০ রানে বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছানো প্রায় নিশ্চিত করে ফেলেছে ভারত। (India Bangladesh Match) ব্যাটে বলে দুই বিভাগেই কামাল দেখিয়েছে রোহিত বাহিনী।

    ছন্দে ফেরার ইঙ্গিত রোহিত-কোহলির

    টস জিতে  (India Bangladesh Match) ভারত প্রথমে ব্যাট করে পাঁচ উইকেটে ১৯৬ রান তোলে। বিরাট কোহলি-রোহিত শর্মার জুটি ভালো কিছুর ইঙ্গিত দিয়েও প্রত্যাশা পূরণে ব্যার্থ হন। রোহিত বড় রান করতে ব্যর্থ। ভাল খেলে হঠাৎ আউট কোহলি। চার ওভারের মধ্যেই ৩৯ রানে চলে যায় ভারতের প্রথম উইকেট। ভালই শুরু করেছিলেন শর্মাজি। ১১ বলে ২৩ রান করে সাকিবের বলে ক্যাচ তুলে দেন রোহিত। এরপর ফেরেন বিরাটও। আইপিএলে আগুন জ্বালানো কোহলি একেবারে নিস্প্রভ বিশ্বকাপে। তবে এদিন কোহলি ছন্দে ফিরলেন। রোহিতের সঙ্গে ওপেন করতে নেমে ২৮ বলে ৩৭ রানের ইনিংস খেলে ছন্দে ফেরার ইঙ্গিত দিলেন। আধ ঘণ্টার উপর ক্রিজে থেকে বিরাট তিনটি ছয় ও একটি চার মারলেন কোহলি। এদিন রানে ফেরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। বিরাট-রোহিত ফেরার পর ঋষভ পন্থ (২৪ বলে ৩৬) শিবম দুবে (২৪ বলে ৩৪) ও হার্দিক পান্ডিয়ার (২৭ বলের অপরাজিত ৫০) মিলিত প্রয়াসে ভারত বড় রান তুলতে পারে স্কোরবোর্ডে।

    ৫০ রানে হারল বাংলাদেশ (India Bangladesh Match)

    এই ম্যাচে  বাংলাদেশকে ১৯৭ রানের টার্গেট দিয়েছিল ভারত। পাওয়ার প্লেতেই বোলিং করতে নামেন হার্দিক পান্ডিয়া। এই বিশ্বকাপে বাংলাদেশের ওপেনিং পার্টনারশিপ ভালো হয়নি। পাওয়ার প্লে তেই উইকেট পতন হয় বাংলাদেশের। কামাল দেখাতে ব্যর্থ হন লিটন দাস। মিড উইকেটে ক্যাচ থামিয়ে প্যাভিলিয়ন ফিরে যান লিটন। ৩৫ রানে (India Bangladesh Match) ওপেনিং জুটি ভেঙ্গে যায় বাংলাদেশের। এরপর রিষভ পন্থ ক্যাচ না মিস করলে বাংলাদেশের ক্যাপ্টেন নাজমুল হাসান শান্ত ব্যক্তিগত ১ রানেই আউট হয়ে যেতে পারতেন। ধীরে ধীরে বাড়তে শুরু করে আস্কিং রেট। চাপ বাড়তে শুরু হয় বাংলাদেশের ক্রিকেটারদের উপর। এরপর দশম ওভারে কুলদীপ যাদবের কাছে পরাস্ত হন তানজিদ হাসান। বাংলাদেশের স্কোর দাঁড়ায় ২ উইকেটের ৬৭। দরকার ছিল

    আরও পড়ুন: শুরু করলেন অনুশীলন, চলতি বছরেই কি জাতীয় দলের জার্সি গায়ে মাঠে ফিরবেন শামি?

    আরও ১৩০ রান। ঝোড়ো ব্যাট করতে হত বাংলাদেশকে। বাংলাদেশের পাওয়ার হিটার তৌহিদ হৃদয় ৪ রান করে ফিরে যান। সাকিব আল হাসানও কুলদীপ যাদবের ঘূর্ণিবলের শিকার হয়ে যান। ১৪ ওভারে বাংলাদেশের ১০০ রান সম্পূর্ণ হয়। এরপর ১৬ তম ওভারে বুমরা আসতেই আউট হয়ে যান নাজমুল হাসান শান্ত। ফেরার আগে ৩২ বলে ৪০ রান করে একটু লড়াই দেওয়ার চেষ্টা করেছিলেন তিনি। কিন্তু নিয়মিত ব্যবধানে উইকেট পড়তে থাকায় বাংলাদেশের পরাজয় ছিল সময়ের অপেক্ষা। ২০ ওভারে ৮ উইকেটে বাংলাদেশ ১৪৬ রান করতে সক্ষম হয় টাইগাররা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • T20 World Cup 2024: চব্বিশে মার্কিন মুলুকে টি-২০ বিশ্বকাপের আসর! জানেন কবে থেকে শুরু?

    T20 World Cup 2024: চব্বিশে মার্কিন মুলুকে টি-২০ বিশ্বকাপের আসর! জানেন কবে থেকে শুরু?

    মাধ্যম নিউজ ডেস্ক: আমেরিকা এবং ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে হবে ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেখানকার ১০টি মাঠে ২০টি দলকে নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করা হবে। আইসিসি সূত্রে খবর, আগামী ৪ থেকে ৩০ জুন এবারের টি-২০ বিশ্বকাপ টুর্নামেন্ট আয়োজন করা হবে।

    মার্কিন মুলুকে প্রথম

    প্রথম বার আন্তর্জাতিক ক্রিকেট প্রতিযোগিতা হতে চলেছে আমেরিকায়। ফ্লোরিডায় আন্তর্জাতিক ম্যাচ হয়েছে। চলতি ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত সিরিজের দু’টি ম্যাচ সেখানে হবে। এ ছাড়াও মরিসভিলে, ডালাস এবং নিউ ইয়র্কে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ হওয়ার সম্ভাবনা রয়েছে। মরিসভিলে এবং ডালাসে মেজর ক্রিকেট লিগের প্রথম মরশুম আয়োজন করা হচ্ছে। ডালাস (গ্র্যান্ড প্রেয়রি স্টেডিয়াম) এবং মরিসভিলে (চার্চ স্ট্রিট পার্ক) এবং নিউ ইয়র্কে (কোর্টল্যান্ড পার্ক) এখনও পর্যন্ত কোনও আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ আয়োজন করা হয়নি। যদিও আইসিসি-র নিয়ম অনুসারে তা একান্তই বাধ্যতামূলক। তবে কোন কোন জায়গায় এই ম্যাচগুলো আয়োজন করা হবে, তা নিয়ে আগামী কয়েক মাসের মধ্যেই ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ এবং ইউএসএ ক্রিকেটের সঙ্গে একটা আলোচনায় বসবে আইসিসি। তারপরই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

    আরও পড়ুন: ১০ অগাস্ট থেকে অনলাইন বুকিং! বিশ্বকাপে থাকছে না ই-টিকিট, জানালেন জয় শাহ

    কবে থেকে শুরু

    আগামী বছরের ৪ জুন থেকে ৩০ জুন পর্যন্ত চলবে পুরুষদের টি ২০ বিশ্বকাপ। শেষ দুটি সংস্করণ থেকে ২০২৪ টি ২০ বিশ্বকাপ হবে অনেকটাই আলাদা। ২০টি টিমকে মোট চারটি গ্রুপে ভাগ করা হবে। প্রতিটি গ্রুপে থাকবে পাঁচটি করে দল। গ্রুপের শীর্ষ দুটি টিম কোয়ালিফাই করবে সুপার এইটে। সুপার এইটের দলগুলিকে আবার দুটি গ্রুপে ভাগ করে দেওয়া হবে। দুটি গ্রুপের শীর্ষ দুই দল সেমিফাইনাল খেলবে। এখনও পর্যন্ত যোগ্যতা অর্জনকারী দলগুলি হল- ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, পাকিস্তান, নেদারল্য়ান্ডস, শ্রীলঙ্কা, আফগানিস্তান, বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ, মার্কিন যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড, পাপুয়া নিউ গিনি ও স্কটল্যান্ড।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • T20 WORLD CUP: লজ্জার হার ভারতের! ১০ উইকেটে জিতে ফাইনালে ইংল্যান্ড

    T20 WORLD CUP: লজ্জার হার ভারতের! ১০ উইকেটে জিতে ফাইনালে ইংল্যান্ড

    মাধ্যম নিউজ ডেস্ক: নিঃশর্ত আত্মসমর্পণ! ভারত-পাকিস্তান মহারণ তো দূর খেলাটা যে সেমি ফাইনাল তাই বোঝা গেল না। আলেক্স হেলস, জস বাটলার, দুজনেই শেষ করে দিলেন ভারতের ফাইনালে ওঠার স্বপ্ন। হেভিওয়েট সেমিফাইনালের (T20 World Cup) আগেই শোয়েব আখতার বলে দিয়েছিলেন যে দল রান চেজ করবে, তাঁদের হাতেই জয়ের চাবিকাঠি। সেই ভবিষ্যৎবাণীই যে অক্ষরে অক্ষরে মিলে গেল। তবে এরকম লজ্জার হার বোধহয় ভাবতে পারেননি কেউ। হার্দিক পান্ডিয়ার ব্যাটিং বিক্রমে ভর করে অ্যাডিলেডের স্লো পিচে ভারত ১৬৮ তুলেছিল কোনওরকমে। স্কোরবোর্ডে এই রান  যে যথেষ্ট নয় তা বোঝাই গিয়েছিল। কিন্তু ১০ উইকেটে হার যেন মেনে নিতে পারছেন না কেউই। বৃহস্পতিবার ইংল্যান্ড ১৬৯ তুলল কোনও উইকেট না হারিয়েই। চার ওভার বাকি থাকতে। হাতে ১০ উইকেট নিয়ে কার্যত ছেলেখেলা করে ফাইনালে উঠল ব্রিটিশরা।

    নক আউট খরা

    নক আউট অভিশাপ কাটল না ভারতের। বারবার মরণ বাঁচন ম্যাচে গিয়ে পরাজিত হতে হচ্ছে রোহিত বাহিনীকে। এদিনও তার ব্যতিক্রম হল না। বিশ্বকাপের সুপার ১২ পর্যায়ে দুরন্ত খেলার পরেও কেন নক আউট থেকেই বিদায় নিতে হল রোহিতদের। সেমিফাইনাল বা ফাইনাল ট্রফি জয় অধরাই থেকে গেল ভারতের। শেষ ২০১৩ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল ভারত। তারপর থেকে আর কোনও আইসিসি ট্রফি নেই বিশ্ব ক্রিকেটে অন্যতম পাওয়ার হাউসের। 

    আরও পড়ুন: নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পাকিস্তান

    ভারতের ব্যাটিং

    ভারতীয় ব্য়াটিং লাইন আপের টপ অর্ডার গুরুত্বপূর্ণ ম্যাচে পুরোপুরি ব্যর্থ। লোকেশ রাহুল শেষ দুই ম্যাচে রান করেছেন। প্রথম তিন ম্যাচে ব্যর্থ। সেমিফাইনালেও ব্যর্থতার পুনরাবৃত্তি। অধিনায়ক রোহিত শর্মা শুরুটা ভাল করলেও বড় রান এল না তাঁর ব্যাটে। টুর্নামেন্টে একমাত্র নেদারল্যান্ডসের বিরুদ্ধে রান পেয়েছিলেন তিনি। ইনিংসের শুরু ভাল না হলে মিডল অর্ডারে চাপ বাড়তে বাধ্য। বড় ম্যাচের চাপ নিতে না পেরে ফিরে গেলেন সূর্যক কুমারও। বিরাট কোহলি অ্যাডিলেডে প্রথম বার আউট হলেন। তার আগে অনবদ্য একটা ইনিংস খেলেন। ৪০ বলে ৫০ রানের ইনিংস। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে ৪ হাজার রানের মাইলফলক পেরোলেন বিরাট। ১৫ ওভারে ভারতের স্কোর ছিল ৩ উইকেটে ১০০। এখান থেকে নির্ধারিত ২০ ওভারে ১৬৮-৬ সম্ভব হল হার্দিক পান্ডিয়ার জন্য। মাত্র ৩৩ বলে ৬৩ রানের ইনিংস হার্দিকের।

    ভারতের বোলিং

    অ্যাডিলেডের স্কোয়ার বাউন্ডারি ছোট। বোর্ডে রানও কম। তবু একবার লড়াইয়ের চেষ্টা করা যেত। কিন্তু শুরু থেকেই যেন হেরে গেলেন বোলাররা। ভুবির প্রথম ওভারেই এল ১৩ রান। পুরো টুর্নামেন্টে অক্ষর ব্যর্থ। তবু পাওয়ার প্লে-তে অক্ষর প্যাটেলকে বোলিং করিয়ে গেলেন রোহিত। জস বাটলার-অ্যালেক্স হেলস ওপেনিং জুটিতে পাওয়ার প্লে-তে ৬৩ রান তোলে ইংল্যান্ড। সেখানেই ম্যাচ হেরে যায় ভারত। বাকিটা শুধু ছিল সময়ের অপেক্ষা। 

    সংক্ষিপ্ত স্কোর : ভারত ১৬৮-৬, ২০ ওভার (হার্দিক পান্ডিয়া ৬৩, বিরাট কোহলি ৫০)। ইংল্যান্ড ১৭০-০, ১৬ ওভার (অ্যালেক্স হেলস ৮৬*, জস বাটলার ৮০*)। ইংল্যান্ড ১০ উইকেটে জয়ী।

     

     

  • IND vs BAN T20 World Cup: রানে ফিরলেন রাহুল! লোকেশের পর অর্ধশতরান কোহলির, বাংলাদেশের টার্গেট ১৮৫

    IND vs BAN T20 World Cup: রানে ফিরলেন রাহুল! লোকেশের পর অর্ধশতরান কোহলির, বাংলাদেশের টার্গেট ১৮৫

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রথমে ব্যাট করে বাংলাদেশের সামনে জয়ের জন্য ১৮৫ রানের লক্ষ্যমাত্রা রাখল ভারত। ৪৪ বলে ৬৬ রান করে অপরাজিত কোহলি। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সর্বাধিক রান সংগ্রাহক বিরাট। ছাপিয়ে গেলেন শ্রীলঙ্কার প্রাক্তন ব্যাটার মহেলা জয়বর্ধনেকে। বিরাট-ব্যাটে ভর দিয়েই বাংলাদেশের সামনে বড় রানের টার্গেট খাড়া করল ভারত। ছয় উইকেট হারিয়ে ভারত তুলল ১৮৪ রান। সমালোচনার জবাব দিয়ে ৩১ বলে হাফসেঞ্চুরি করলেন লোকেশ রাহুল। রাহুল স্যারের কথা ঠিক হল। ভরসা দিল ছাত্রের ব্যাট। ৭ রান করেন অক্ষর পটেল। ৫ রান করে ফিরলেন হার্দিক পাণ্ডিয়া। এদিন বড় রান করতে না পারলেও ১৬ বলে ৩০ রান করে নিজের নামের প্রতি সুবিচার করেন সূর্যকুমার যাদব। ব্যক্তিগত মাত্র ২ রানের মাথায় প্য়াভিলিয়ন ফেরেন রোহিত শর্মা।

    টি-২০ বিশ্বকাপের কার্যত ডু অর ডাই ম্যাচে এদিন অ্যাডিলেডে মুখোমুখি হয় ভারত বনাম বাংলাদেশ। এই ম্যাচের ফলের উপর অনেকটাই নির্ভর করছে দুই দলের সেমিফাইনাল ভাগ্য। তিনটি ম্যাচ খেলে ভারত জিতেছে দুটিতে হেরেছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। চার পয়েন্ট নিয়ে রোহিত শর্মারা আপাতত রয়েছেন দ্বিতীয় স্থানে। সম সংখ্যক ম্যাচ খেলে বাংলাদেশেরও সংগ্রহ চার পয়েন্ট। অর্থাৎ দুই দলই এই ম্যাচ জিততে মরিয়া। শাকিবদের কাছে হারলে বিপদ ঘনিয়ে আসতে পারে ভারতীয় শিবিরে।

    তবে শুরুটা ভাল ছিল না রোহিতদের। অ্যাডিলেডে টস ভাগ্য সঙ্গ দিল না ভারত অধিনায়কের। টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন শাকিব। দুই দলে একটি মাত্র পরিবর্তন হয়েছে। ভারতীয় দলে দীপক হুডার বদলে দলে ফিরেছেন অক্ষর প্যাটেল। অপরদিকে, বাংলাদেশ দলে সৌম্য সরকারের পরিবর্তে সুযোগ পেয়েছেন শরিফুল ইসলাম। ভারতীয় দলের প্রথম একাদশের ব্যাটিং লাইনে কেএল রাহুল ও রোহিত শর্মা ওপেন করেছেন। এরপর মিডল অর্ডারে রয়েছেন দুরন্ত ফর্মে থাকা বিরাট কোহলি ও সূর্যকুমার যাদব। দলে উইকেট রক্ষক ব্যাটসম্যান হিসেবে আরও একবার সুযোগ পেয়েছেন দীনেশ কার্তিক। পেসার অলরাউন্ডার হিসেবে খেলছেন হার্দিক পান্ডিয়া। দলে প্রধান স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। এছাড়া দলে বাঁ হাতি স্পিনার অলরাউন্ডার হিসেবে ফিরেছেন অক্ষর প্যাটেল।  

    আরও পড়ুন: আমরা জিততে আসিনি, তাই চাপটা ওদের, আমাদের নয়! ভারতের বিপক্ষে নিজেদের সেরাটা দেওয়াই লক্ষ্য শাকিবের

    ভারতের প্রথম একাদশ: রোহিত শর্মা (ক্যাপ্টেন), লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, দীনেশ কার্তিক (উইকেটকিপার), অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, মহম্মদ শামি, ভুবনেশ্বর কুমার ও অর্শদীপ সিং।

    বাংলাদেশের প্রথম একাদশ: নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, শাকিব আল হাসান (ক্যাপ্টেন), আফিফ হোসেন, ইয়াসির আলি, নুরুল হাসান (উইকেটকিপার), মোসাদ্দেক হোসেন, তাস্কিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • ICC T20 World Cup: খাতায় কলমে সেমিফাইনালে পৌঁছে গেল ভারত! শেষ বলে বাংলাদেশের বিরুদ্ধে জয় টিম ইন্ডিয়ার

    ICC T20 World Cup: খাতায় কলমে সেমিফাইনালে পৌঁছে গেল ভারত! শেষ বলে বাংলাদেশের বিরুদ্ধে জয় টিম ইন্ডিয়ার

    মাধ্যম নিউজ ডেস্ক: টানটান ম্যাচে বাংলাদেশকে ৫ রানে হারিয়ে সেমিফাইনালে যাওয়া প্রায় নিশ্চিত করে ফেলল ভারত। লিগ টেবিলে শীর্ষস্থানে টিম ইন্ডিয়া। আক্ষরিক অর্থেই টিম-গেম। সকলের চেষ্টায় সফল ভারত। সঙ্গী বরুণ দেবও। বরুণ দেবের কৃপায় আত্মবিশ্বাস ফির পায় ভারত। বৃষ্টি-বিরতির পর থেকেই ম্যাচের রাশ চলে যায় ভারতের হাতে। প্রথমে ব্যাট করে ভারত তোলে ১৮৪ রান। ৪৪ বলে ৬৬ রান করে অপরাজিত থাকেন কোহলি। সমালোচনার জবাব দিয়ে ৩১ বলে হাফসেঞ্চুরি করেন লোকেশ রাহুল। জবাবে ব্যাট করতে নেমে স্বপ্নের ইনিংস খেলছিলেন লিটন দাস। শুরু থেকেই ভারতীয় বোলারদের উপরে শাসন চালাতে থাকেন তিনি। অর্শদীপের সিংয়ের ওভার থেকেই হাত খুলতে শুরু করেন লিটন। অর্শদীপের ওভারে ওঠে ১২ রান। পরের ওভারে ভুবনেশ্বর দিলেন ১৬ রান। ষষ্ঠ ওভারে শামিও ১৬ রান দিলেন। দিশেহারা ক্যাপ্টেন রোহিত কী করবেন বুঝতে পারছিলেন না। রোহিত-কোহলি আলোচনা করতে থাকেন কাকে বল দেবেন। তখনই বরুণ দেবের আশীর্বাদ। অঝোরে বৃষ্টি নামল অ্যাডিলেডে।

    বাংলাদেশের ইনিংসের মাঝে বৃষ্টি এসে খেলা বন্ধ রাখল আধ ঘণ্টারও বেশি। তার পরেই ম্যাচের উপর থেকে নিয়ন্ত্রণ হারাল বাংলাদেশ। তা সত্ত্বেও শেষ বল পর্যন্ত লড়ে গেল ভারতের পড়শি দেশ। শেষ হাসি অবশ্য রোহিত শর্মাদেরই। প্রথম দু ওভারে শামির দিয়েছিলেন ২১ রান। বৃষ্টি বিরতির পর আক্রমণে এসে প্রথম বলেই উইকেট। ফেরালেন ওপেনার নাজমুল হাসান শান্তকে। দুর্দান্ত ওভার। মাত্র ৪ রান দিয়ে ১ উইকেট নিলেন বাংলার পেসার। ব্যাটিংয়ে ফর্মে ফিরেছেন। ডিরেক্ট থ্রোয়ে ফেরালেন বিপজ্জনক লিটন দাসকে। নিজের জাত চেনালেন লোকেশ রাহুল। ২৭ বলে ৬০ রানে ফিরলেন লিটন। ম্যাচের টার্নিং পয়েন্ট। বৃষ্টির পর ওভার কমে মোট ১৬ ওভারে জয়ের জন্য বাংলাদেশের লক্ষ্যমাত্রা দাঁড়ায় ১৫১। হার্দিক ও অর্শদীপ পরপর দুই ওভারে জোড়া উইকেট নিয়ে বাংলাদেশকে ব্যাকফুটে পাঠিয়ে দেয়। জয়ের জন্য শেষ ওভারে বাংলাদেশের দরকার ছিল ২০ রান। অর্শদীপ সিংয়ের প্রথম বলে ১ রান নেন তাস্কিন। দ্বিতীয় বলে ছক্কা মারেন নুরুল। তৃতীয় বলে কোনও রান দেননি অর্শদীপ। চতুর্থ বলে ২ রান নেন নুরুল। পঞ্চম বলে ৪ মারেন তিনি। সুতরাং জয়ের জন্য শেষ বলে ৭ রান দরকার বাংলাদেশের। ছয় মারলেই ম্যাচ গড়াবে সুপার ওভারে। তবে শেষ বলে ১ রানের বেশি সংগ্রহ করতে পারেননি নুরুল। ফলে ৫ রানে ম্যাচ জেতে ভারত। 

  • T20 World Cup Pak vs Zim: ‘ভুয়ো মিস্টার বিন!’ ম্যাচের পর ট্যুইট-যুদ্ধে পাক, জিম্বাবোয়ের রাষ্ট্রপ্রধানরা

    T20 World Cup Pak vs Zim: ‘ভুয়ো মিস্টার বিন!’ ম্যাচের পর ট্যুইট-যুদ্ধে পাক, জিম্বাবোয়ের রাষ্ট্রপ্রধানরা

    মাধ্যম নিউজ ডেস্ক: ক্রিকেটের বাইশ গজে পাকিস্তান ও জিম্বাবোয়ের (Pakistan vs Zimbabwe) লড়াই শেষ হয়ে গেলেও, সোশ্যাল মিডিয়ায় এখনও তপ্ত রয়েছে কথার যুদ্ধ। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছে গেছে, যে এই লড়াইয়ের মাঠে অবতীর্ণ হয়েছেন উভয় দেশের রাষ্ট্রপ্রধান। আর এরই মাঝে কোথাও গিয়ে দুপক্ষের মধ্যে এই বাকবিতণ্ডার মূল কারণ হয়ে দাঁড়িয়েছেন ‘মিস্টার বিন’ (Mir Bean)। হ্যাঁ, সেই বিখ্যাত কমিক চরিত্র, যার নাম ভূমিকায় অভিনয় করে বিশ্বখ্যাত হয়েছেন ব্রিটিশ অভিনেতা রোয়ান অ্যাটকিনসন (Rowan Atkinson)।

    ঠিক কী ঘটেছে?

    চলতি টি-২০ বিশ্বকাপের (T-20 World cup) আসরে বৃহস্পতিবার বড় অঘটন ঘটিয়েছে জিম্বাবোয়ে। রুদ্ধশ্বাস ও লো-স্কোরিং ম্যাচে পাকিস্তানকে মাত্র ১ রানে হারিয়ে দিয়েছে আফ্রিকার এই দেশটি। এরপরই নিজের দেশের দলকে অভিনন্দন জানান জিম্বাবোয়ের প্রেসিডেন্ট এমারসন ডামবুজো মানগাগওয়া। অভিনন্দনমূলক ট্যুইটে পাকিস্তানের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে লেখেন, ‘‘জিম্বাবোয়ের জন্য কী দুর্দান্ত এক জয়! ‘শেভরন’দের (জিম্বাবোয়ে দলের পোশাকী নাম) শুভেচ্ছা। পাকিস্তান যেন এরপরের বার আসল মিস্টার বিন পাঠায়।’’ 

    এর জবাবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ট্যুইট করে লেখেন, ‘‘পাকিস্তানের কাছে প্রকৃত মিস্টার বিন নেই। তবে যে স্পিরিট নিয়ে ক্রিকেট খেলা উচিত, তা পাকিস্তানের রয়েছে। আমরা ঘুরে দাঁড়াতে জানি। জিম্বাবোয়ে সত্যিই ভালো খেলেছে আজ। আপনাকে অভিনন্দন মিস্টার প্রেসিডেন্ট।

    ‘মিস্টার বিন’ বিতর্ক কেন?

    ঘটনার সূত্রপাত ২০১৬ সালে। সে বছর, পাকিস্তানের কমেডিয়ান আসিফ মহম্মদ হারারে ইন্টারন্যাশনাল সেন্টারে একটি শো করেছিলেন। আসিফ মোহাম্মদ দেখতে মিস্টার বিন চরিত্রের আসল অভিনেতা রোয়ান অ্যাটকিনসনের মতো। চেহারায় বেশ মিল দুজনের। পরে, সামাজিক মাধ্যমে আসিফের আসল পরিচয় ফাঁস হয়। সেই থেকেই পাকিস্তানের ওপর জিম্বাবোয়ের একটা রাগ জমেছিল। যাতে ঘৃতাহুতি পড়ে বিশ্বকাপের ম্যাচের আগে। 

    জিম্বাবোয়ের মানুষ যে ‘বদলা’-র জন্য অপেক্ষায় রয়েছেন, তা ক্রমশ স্পষ্ট হচ্ছিল। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) টুইটার হ্যান্ডল থেকে পাকিস্তান খেলোয়াড়দের অনুশীলনের ছবি টুইট করা হয়। সেখানে জিম্বাবোয়ের এক ক্রিকেট অনুরাগী এনগুগি চাসুরা মন্তব্য করেন, ‘‘আমরা জিম্বাবোয়ের মানুষরা তোমাদের কখনও ক্ষমা করব না। তোমরা একবার আমাদের মিস্টার বিনের পরিবর্তে জালি পাকিস্তানি বিনকে পাঠিয়েছিলে। সেটার বদলা নেওয়া হবে। এখন প্রার্থনা করো যাতে বৃষ্টি এসে তোমাদের রক্ষা করতে পারে।’’ 

    অতঃপর, ম্যাচ শেষে জিম্বাবোয়ের রাষ্ট্রপতির ট্যুইট বিষয়টিকে অন্য মাত্রা দেয়। ভারতের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র শেওয়াগ জিম্বাবোয়ে প্রেসিডেন্টের ট্যুইটকে রিট্যুইট করে লেখেন, ‘‘হা হা হা…প্রেসিডেন্টও মজা করছেন। প্রতিবেশীদের দুর্বল জায়গায় আঘাত।’’

  • T20 WC 2022: বুমরাহর অভাব মেটাবে শামি! টসও গুরুত্বপূর্ণ, রোহিতকে পরামর্শ মাস্টার-ব্লাস্টারের

    T20 WC 2022: বুমরাহর অভাব মেটাবে শামি! টসও গুরুত্বপূর্ণ, রোহিতকে পরামর্শ মাস্টার-ব্লাস্টারের

    মাধ্যম নিউজ ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে (ICC T20 World Cup 2022) মহম্মদ শামি (Mohammed Shami) তাঁর সতীর্থ জশপ্রীত বুমরাহর যোগ্য বিকল্প হওয়ার ক্ষমতা রাখেন। এমনটাই মনে করেন ক্রিকেটের ঈশ্বর সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)।  সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাতকারে সচিন বলেছেন, ‘চোটের জন্য বুমরাহর না থাকা বড় ক্ষতি। ও ভারতের প্রধান স্ট্রাইক বোলার। বুমরাহ ব্যাটারদের উপর দাপট দেখাতে পারে। তবে শামি অনেকদিন পর মাঠে নেমেই প্রমাণ করে দিল যে, ওই বুমরাহর আদর্শ পরিবর্ত।’ শামির পাশাপাশি তরুণ বাঁহাতি জোরে বোলার অর্শদীপ সিংকে নিয়েও মুগ্ধ সচিন। তিনি বলেন, ‘অর্শদীপ পরিকল্পনা নিয়ে মাঠে নামে। এই ফরম্যাটে প্ল্যানিং বজায় রেখে বল করা খুবই গুরুত্বপূর্ণ।’ সচিনের কথায়, ‘অস্ট্রেলিয়ার মাঠ বড় হওয়ার কারণে স্পিনারদের বিরুদ্ধে মারা খুবই শক্ত। বল যে দিকে ঘুরছে, সে দিকে মারার একটা প্রবণতা দেখা যায়। খুব কম ব্যাটসম্যান রয়েছে যারা ক্রমাগত স্পিনারদের বিরুদ্ধে চালিয়ে খেলতে পারে। সাধারণত বাউন্ডারির দৈর্ঘ্য কতটা এর উপর নির্ভর করে কোন স্পিনারকে খেলানো দরকার। কোন দিকে হাওয়া বইছে সেটাও খেয়াল রাখতে হবে। ‘ভারতের কিংবদন্ত ব্যাটসম্যান বলেছেন, ‘চলতি টুর্নামেন্টে বাঁহাতি ব্যাটসম্যান অবশ্যই গুরুত্বপূর্ণ। বোলার এবং ফিল্ডারদের সেই অনুযায়ী নিজেদের গুছিয়ে নিতে হয় এবং তারা যদি একটানা স্ট্রাইক রোটেট করে, তা হলে বোলারদের সমস্যায় পড়তে হয়।’ তিনি আরও বলেছেন, ‘আমি মনে করি কিছু ক্ষেত্রে কন্ডিশনের ভূমিকাও গুরুত্বপূর্ণ হবে এবং স্কোর রক্ষা করা সহজ হবে না। ম্যাচ চলাকালীন পরিস্থিতি পরিবর্তন হতে পারে এবং রান তাড়া করা সহজ হতে পারে। টসের ভূমিকাও তাই কিছু ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হবে।’

    আরও পড়ুন: ক্রিকেট ঘোচায় দূরত্ব! বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে শাহিনকে কী পরামর্শ দিলেন শামি?

    ১৯৯২ সাল থেকে অস্ট্রেলিয়া সফর করেছেন। স্যর ডন ব্র্যাডম্যানের দেশে একাধিক সফর করার সুবাদে সেখানকার পিচ ও স্টেডিয়ামকে হাতের তালুর মতো চেনেন সচিন। তাই বিশ্বকাপের মূল পর্বে খেলতে নামার আগে রোহিতদের পরামর্শ দিলেন মাস্টার ব্লাস্টার। ডেথ ওভারের টিম ইন্ডিয়া কীভাবে ভালো বোলিং করতে পারে তাও জানিয়েছেন কিংবদন্তি ক্রিকেটার। টিম ইন্ডিয়ার শিরোপা জয়ের সম্ভাবনা সম্পর্কে তিনি বলেন, ‘আমাদের দল খুব ভালো এবং ভারসাম্যপূর্ণ। সম্ভবত টুর্নামেন্টে সবচেয়ে শক্তিশালী ব্যাটিং লাইন আপ আমাদের। ফাইনালে খেলার ক্ষমতা রয়েছে রোহিতদের।’ সচিনের কথায় সেমিফাইনালের চারটি দল হল,‘আমাদের পুল থেকে আমার সেমিফাইনালিস্ট হবে ভারত ও পাকিস্তান। পাকিস্তান যদি ভালো ব্যাটিং করে তাহলে না হলে দক্ষিণ আফ্রিকা থাকবে। অস্ট্রেলিয়ার পরিবেশ দক্ষিণ আফ্রিকার মতোই। দ্বিতীয় পুলে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া ফেভারিট, নিউজিল্যান্ড ডার্ক হর্স। আইসিসি চ্যাম্পিয়নশিপে তারা ভালো করেছে।’

LinkedIn
Share