Tag: ICC World Cup 2023

ICC World Cup 2023

  • ICC World Cup 2023: শেষ চারের লড়াইয়ে রইল বাবররা! বৃষ্টি-বিঘ্নিত ম্যাচে ডাকওয়ার্থ লুইস নিয়মে জয়ী পাকিস্তান

    ICC World Cup 2023: শেষ চারের লড়াইয়ে রইল বাবররা! বৃষ্টি-বিঘ্নিত ম্যাচে ডাকওয়ার্থ লুইস নিয়মে জয়ী পাকিস্তান

    মাধ্যম নিউজ ডেস্ক: ভাগ্য সহায় বাবরদের, ডাকওয়ার্থ-লুইসে ম্যাচ জিতে বিশ্বকাপে শেষ চারে ওঠার লড়াইয়ে টিকে থাকল পাকিস্তান। নিউজিল্যান্ডের ৪০১ রান তাড়া করতে নেমে ২৫.৩ ওভারে ১ উইকেটে ২০০ রান তোলে পাকিস্তান। তারপর বৃষ্টিতে ভেস্তে যায় ম্যাচ। ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ২১ রানে জিতে যায় পাকিস্তান।

    অনবদ্য রচিন রবীন্দ্র

    টসে জিতে পাকিস্তান প্রথমে প্রতিপক্ষ নিউজিল্যান্ডকেই ব্যাটিং-এর আমন্ত্রণ জানায়। পিচ যে ব্যাটিং স্বর্গ, তার আভাস মিলেছিলো গোড়া থেকেই। ঝড়ের গতিতে রান তুলতে থাকেন ডেভন কনওয়ে এবং রচিন রবীন্দ্র। হাসান আলি’র বলে কনওয়ে ফিরলে রবীন্দ্রের (Rachin Ravindra) সাথে জুটি বাঁধেন কেন উইলিয়ামসন। তরুণ রচিন ও অভিজ্ঞ কেন-এর জুটির বিরুদ্ধে দিশাহারা লাগলো পাক বোলিং-কে। স্কোরবোর্ডে ১৮০ রান যোগ করেন দুজনে। প্রত্যাবর্তনের ম্যাচে ৯৫ রান করে ফেরেন অধিনায়ক উইলিয়ামসন (Kane Williamson)।  রচিন রবীন্দ্র চলতি বিশ্বকাপে (ICC World Cup 2023) তৃতীয় শতরান করলেন। 

    ওয়ান ডে বিশ্বকাপের ইতিহাসে নিউজিল্যান্ড এই প্রথম ৪০০ রানের গণ্ডি টপকায়। সুতরাং, বিশ্বকাপের ইতিহাসে নিজেদের সব থেকে বেশি রানের দলগত ইনিংসের সর্বকালীন রেকর্ড গড়ে তারা। পাকিস্তানের বিরুদ্ধে এই ম্যাচে নিউজিল্যান্ড নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ৪০১ রান সংগ্রহ করে। এর আগে বিশ্বকাপের ইতিহাসে নিউজিল্যান্ডের সর্বোচ্চ দলগত ইনিংস ছিল ৬ উইকেটে ৩৯৩ রানের। ২০১৫ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সেই ম্যাচে চারশো রানের দোরগোড়ায় থেমে যেতে হয় কিউয়িদের।

    আরও পড়ুন: শনি-সন্ধ্যায় ইডেনের সামনে বিরাট-উন্মাদনা! ম্যাচের দিন বিশেষ মেট্রো পরিষেবা

    ঝড়ো শতরান ফখর জামানের

    পাল্টা ব্যাট করতে নেমে দুরন্ত শুরু করে পাকিস্তান। অসম্ভবকে সম্ভব করার মিশনে নেমে দ্বিতীয় ওভারেই আব্দুল্লাহ শফিককে হারায় পাকিস্তান (৬/১)। টিম সাউদির বলে উইলিয়ামসনকে ক্যাচ দেন তিনি। এরপর বাবর আজমকে নিয়ে দুর্দান্ত এক জুটি গড়েন ফখর। বৃষ্টি শুরুর আগে ২১.৩ ওভারে ১ উইকেট হারিয়ে পাকিস্তান সংগ্রহ করে ১৬০ রান। ৬৩ বলে সেঞ্চুরি করলেন ফখর জামান। পাকিস্তানের হয়ে বিশ্বকাপে এটিই এখন দ্রুততম সেঞ্চুরি। ৫২ বলে ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করেন বাবর আজম। বৃষ্টি থামলে পাকিস্তানকে নতুন লক্ষ্য দেওয়া হয় ৪১ ওভারে ৩৪২। সেই লক্ষ্য সামনে রেখে ২৫.৩ ওভারে ১ উইকেটে ২০০ রান তোলার পর আরও একবার বৃষ্টি নামে। এরপর আর খেলা শুরু করা যায়নি। ডিএলএস মেথডে ২১ রানে জেতে পাকিস্তান।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • ICC ODI World Cup 2023: বিশ্বকাপ থেকেই ছিটকে গেলেন হার্দিক, বদলি ঘোষণা ভারতের, দলে এলেন কে?

    ICC ODI World Cup 2023: বিশ্বকাপ থেকেই ছিটকে গেলেন হার্দিক, বদলি ঘোষণা ভারতের, দলে এলেন কে?

    মাধ্যম নিউজ ডেস্ক: গোড়ালিতে চোটের কারণে বিশ্বকাপ থেকে পুরোপুরি ছিটকে গেলেন হার্দিক পান্ডিয়া। বাংলাদেশের বিরুদ্ধে খেলতে গিয়ে চোট পেয়েছিলেন হার্দিক। তার জায়গায় বদলিও ঘোষণা করে দিল বিসিসিআই। হার্দিক পান্ডিয়ার বদলে বিশ্বকাপে ভরতীয় দলে সুযোগ পেলেন তরুণ পেসার প্রসিদ্ধ কৃষ্ণা। জানা যাচ্ছে দক্ষিণ আফ্রিকা ম্যাচের পরই ভারতীয় দলের সঙ্গে যোগ দেবেন এই ডান হাতি পেসার।

    মন দলের সঙ্গে থাকবে

    বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ায় স্বাভাবিক ভাবেই ভেঙে পড়েছেন হার্দিক পান্ডিয়া নিজেও। এই টুর্নামেন্টের শুরুর দিকে তিনি নিজেও দুর্দান্ত পারফরম্যান্স করেছেন। মাঝ পথেই যে ছিটকে যেতে হবে, তা তিনি কল্পনাও করতে পারেননি।  লেখেন, এটা মেনে নিতে খুবই কষ্ট হচ্ছে, বিশ্বকাপের বাকি পর্যায়ে আমি আর থাকতে পারব না। তবে ম্যাচে না থাকলেও আমি সব সময় দলের সঙ্গে থাকব। প্রতিটি বলের আগে বোলারদের উৎসাহ দেব। আমার পক্ষ্য থেকে দলের প্রত্যেকটি সদস্যকে শুভেচ্ছা জানাই। সেই সঙ্গে ভালবাসা এবং পুরোপুরি সমর্থন রয়েছে। এটা দলটা সত্যি স্পেশাল। আমি আশা করি এই দল আমাদের দেশকে গর্বিত করবে।’

    সুযোগ পেলেন প্রসিদ্ধ কৃষ্ণা

    বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নেমে চোট পেয়েছিলেন হার্দিক। তাঁকে বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে পাঠানো হয়েছিল। মনে করা হচ্ছিল সেমিফাইনালে ফিরতে পারেন হার্দিক। কিন্তু শনিবার ভারতীয় বোর্ড জানিয়ে দিল যে, হার্দিক এ বারের বিশ্বকাপে খেলতে পারবে না। সেই জায়গায় দলে নেওয়া হল প্রসিদ্ধকে। শনিবার সকালে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসির তরফে জানানো হয়েছে, গত ১৯ অক্টোবর পুণেতে বাংলাদেশের বিরুদ্ধে যে চোট পেয়েছিলেন হার্দিক, তা এখনও সেরে ওঠেনি। তার ফলে হার্দিকের বিশ্বকাপ অভিযান শেষ হয়ে গেল। তিনি আর এবারের বিশ্বকাপ খেলতে পারবেন না। তাঁর পরিবর্ত হিসেবে প্রসিদ্ধের নাম পাঠিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সেই প্রস্তাবে অনুমোদন দিয়েছে বিশ্বকাপের টেকনিকাল কমিটি।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     

  • ICC world cup 2023: বিশ্বকাপে টিকিটের কালোবাজারি! অনলাইন সংস্থাকে জিজ্ঞাসাবাদ, তলব সিএবি সভাপতিকেও

    ICC world cup 2023: বিশ্বকাপে টিকিটের কালোবাজারি! অনলাইন সংস্থাকে জিজ্ঞাসাবাদ, তলব সিএবি সভাপতিকেও

    মাধ্যম নিউজ ডেস্ক: রাত পোহালেই ইডেনে ভারত–দক্ষিণ আফ্রিকার ম্যাচ। চলতি বিশ্বকাপে সমানে সমানে পাল্লা দিচ্ছে দুই দল।  এই ম্যাচের টিকিট নিয়ে কার্যত হাহাকার পরিস্থিতি। টিকিটের কালোবাজারির অভিযোগ ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। অনলাইনে টিকিট বিক্রিতে অস্বচ্ছতার অভিযোগও উঠেছে। মিলছে না টিকিট। আবার কিছু ক্ষেত্রে টিকিট মিললেও তা বিক্রি হচ্ছে ১০ গুণ চড়া দামে।

    টিকিট বিক্রি নিয়ে জেরা পুলিশের

    ইতিমধ্যেই অনলাইন টিকিট বিক্রয়কারী সংস্থাকে ও সিএবিকে নোটিস পাঠিয়েছিল ময়দান থানা। সেই নোটিসের প্রেক্ষিতে শুক্রবার দুপুরেই ময়দান থানায় হাজিরা দিয়েছেন অনলাইন টিকিট বিক্রয়কারী সংস্থার অফিসাররা। এদিন দীর্ঘক্ষণ ময়দান থানায় জেরা করা হয় এই দুই ব্যক্তিকে। বিকেলে তাঁদের জেরা করার জন্য পৌঁছয় লাল বাজারের গোয়েন্দা বিভাগের সাত সদস্যের একটি দল। এই জেরা পর্বের ভিডিও করা হয়। এ ছাড়া টিকিট কালোবাজারিতে যুক্ত থাকার অভিযোগে আটক করা হয়েছে ১৬ জনকে। বাজেয়াপ্ত করা হয়েছে ৯৪টি টিকিট। সূত্রের খবর, সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়কেও পুলিশের তরফে চিঠি পাঠানো হয়েছে। সিএবি সভাপতিকে কিংবা তাঁর কোনও প্রতিনিধিকে থানায় এসে তদন্তে সহযোগিতা করার জন্য বলা হয়েছে বলে সূত্রের দাবি।

    আরও পড়ুন: ‘ভারতের সময় বল বদলে দিচ্ছে’, অদ্ভুত অভিযোগ প্রাক্তন পাক ক্রিকেটারের

    পুলিশের নজরদারি

    আজ, শনিবার ভারত ও দক্ষিণ আফ্রিকা দুই দলই অনুশীলন করবে ইডেনে। শনিবার দুপুর দু’টো থেকে বিকেল পাঁচটা পর্যন্ত অনুশীলন করবে দক্ষিণ আফ্রিকা এবং সন্ধ্যা ছ’টা থেকে রাত ন’টা পর্যন্ত অনুশীলন করবে ভারত। এই ম্যাচ ঘিরে বেশ কিছু দিন আগে থেকেই কালোবাজারিদের সংখ্যা পাল্লা দিয়ে বেড়েছে ময়দান চত্বরে। শুক্রবারও কালোবাজারিদের আনাগোনা ছিল চোখে পড়ার মতো। অভিযোগ উঠেছে, ৯০০ টাকার টিকিট ৯০০০ টাকায় বিক্রি করা হচ্ছে। এই অবস্থায় কালোবাজারি রুখতে  ইডেন গার্ডেনের চারপাশে প্রচুর সংখ্যক পুলিশ কর্মী মোতায়ন করেছে লালবাজার। যার সংখ্যাটা হল প্রায় আড়াইশো জন। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • ICC World Cup 2023: ‘ভারতের সময় বল বদলে দিচ্ছে’, অদ্ভুত অভিযোগ প্রাক্তন পাক ক্রিকেটারের

    ICC World Cup 2023: ‘ভারতের সময় বল বদলে দিচ্ছে’, অদ্ভুত অভিযোগ প্রাক্তন পাক ক্রিকেটারের

    মাধ্যম নিউজ ডেস্ক: চলতি বিশ্বকাপে সবথেকে ধারাবাহিক দল ভারত। সাতটি ম্যাচের সাতটাতেই জিতেছে তারা। প্রথম দল হিসেবে সেমিফাইনালে প্রবেশ করেছে। চলতি বিশ্বকাপে ভারতীয় ব্যাটরদের নিয়ে দু-একটা প্রশ্ন উঠলেও বোলাররা দুরন্ত। সেই ভারতীয় বোলারদের ধারাবাহিকতায় মুগ্ধ বিশ্ব ক্রিকেটের সর্বকালের সেরা বোলার ওয়াসিম আক্রম থেকে শুরু করে প্রাক্তন নিউজিল্যান্ডের তারকা সাইমন ডুলরা। কিন্তু শামি-সিরাজের বোলিং নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন ফ্লপ পাক ক্রিকেটার হাসান রাজা।

    কী বলছেন প্রাক্তন পাক ক্রিকেটার

    ভারত-শ্রীলঙ্কা ম্যাচের পর পাকিস্তানের একটি সংবাদমাধ্যমে হাসান প্রশ্ন তোলেন, মহম্মদ শামি, মহম্মদ সিরাজরা কীভাবে কেন ভালো বোলিং করছেন? যে পিচে শ্রীলঙ্কা ৩৫০ রান হজম করছে, সেখানে কীভাবে শামিরা এত সুইং এবং সিম করতে পারছেন?ভারত যখন বোলিং শুরু হচ্ছে, তখন কি বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি বা ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) বল পালটে দিচ্ছে? পাকিস্তানের হাসান রাজা জানান, ভারত ব্য়াটিং করার সময় যেই বলে খেলে, বোলিংয়ের সময় অন্য বলে খেলে। তিনি বলেন, ‘অ্যালন ডোনাল্ড ও মাখায়া এনিটনির মত বল করছে সামি ও সিরাজ। বলের একদিকে শাইন থাকে আর একদিকে থাকে না, এতে বল রিভার্স স্যুইং হয়। আমার ভারতের খেলা দেখার পর মনে হচ্ছে ভারতের বোলিংয়ের সময় বল পরিবর্তন হয়ে যাচ্ছে। আমার মনে হয় আইসিসি বা বিসিসিআই এটা করছে। প্রথম বল থেকে টার্ন পাচ্ছে। এই পিচে ভারত ৩৫০-র বেশি রান করল আর এরপরের দল ব্য়াট করতে নেমে রান করতে পারল না কী করে হয় এটা।’

    কড়া জবাব আকাশ চোপড়ার

    হাসানের এমন বক্তব্য শুনে এবার বেজায় চটলেন আকাশ চোপড়া (Aakash Chopra)। কড়া জবাব দিলেন ভারতের প্রাক্তন ওপেনার। তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘এটা কি ক্রিকেট নিয়ে আদৌ সিরিয়াস অনুষ্ঠান? যদি সেটা না হয় তাহলে সেটা চ্যানেলের উল্লেখ করে দেওয়া উচিত। লেখা উচিত এটা ব্যঙ্গাত্মক কিংবা কমেডি অনুষ্ঠান। কারণ সঞ্চালক ও প্রাক্তন ক্রিকেটার কী বলতে চাইছেন সেটা বোঝাই যাচ্ছে না।’

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Virat Kohli: ‘কোনওদিন ভাবিনি এত সেঞ্চুরি করব!’ আবেগাপ্লুত বিরাট

    Virat Kohli: ‘কোনওদিন ভাবিনি এত সেঞ্চুরি করব!’ আবেগাপ্লুত বিরাট

    মাধ্যম নিউজ ডেস্ক: ক্রিকেট জীবনে এক গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে বিরাট কোহলি (Virat Kohli)। একদিকে, ঘরের মাঠে দ্বিতীয়বার বিশ্বকাপ (ICC World Cup 2023) জেতার সুযোগ তাঁর সামনে। এবারের ভারতীয় দলের তিনি অন্যতম সদস্য যিনি ২০১১ সালে ধোনির নেতৃত্বে বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন। ব্যক্তিগত রেকর্ড উজ্জ্বল করারও হাতছানি বিরাটের সামনে। একদিনের ক্রিকেটে শচীন তেন্ডুলকরের ৪৯তম শতরান আর সুরক্ষিত নয়। ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন কোহলি। যাঁর ঝুলিতে ৪৮টি সেঞ্চুরি। চলতি বিশ্বকাপে দুরন্ত ফর্মে আছেন তিনি। যা দেখে ক্রিকেট বিশেষজ্ঞরা বলছেন, শচীনের ওয়ান ডে সেঞ্চুরির রেকর্ড ভাঙা বিরাটের কাছে শুধু সময়ের অপেক্ষা। 

    কী বললেন কোহলি

    আগামী কাল ২ নভেম্বর ওয়াংখেড়ে স্টেডিয়ামে শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে ভারত। স্বাভাবিকভাবেই এই ম্যাচে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কোহলি (Virat Kohli)। তাঁর ব্যাটে ৪৯তম শতরানের প্রহর গুনছেন সমর্থকরা। তাহলে শচীনের সেঞ্চুরির রেকর্ডও স্পর্শ হবে। যা নিয়ে বেশ রোমাঞ্চিত কোহলি নিজেও। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘সত্যি বলতে কী আমি কখনও ভাবিনি এত সেঞ্চুরি করতে পারব। কেরিয়ারে আমি যা যা অর্জন করেছি, তাতে খুশি। ঈশ্বরের কাছে কৃতজ্ঞ। আমি সব সময়ই স্বপ্ন দেখতে ভালোবাসি। তবে সেগুলি যেভাবে বাস্তবায়িত হবে, তা আমার চিন্তাভাবনার মধ্যে ছিল না। কখনওই ভাবিনি, এতবছর ধরে খেলব, এত রান করব। তবে সব সময় আমার লক্ষ্য ছিল, মাঠে নেমে সেরাটা দেওয়ার। প্রথম যেদিন আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমেছিলাম, তখনও একই লক্ষ্য ছিল। আজও তা বদলায়নি। আমার কাছে দলের স্বার্থটাই সবার আগে। কখনও এই ব্যাপারে আপোস করিনি।’

    আরও পড়ুন: ইডেনে অমিত শাহ! কোহলির জন্মদিনে কেক, মুখোশ বাদ, কী ভাবছে সিএবি?

    ফিল্ডিংয়েও সেরা

    কেরিয়ারের শেষ লগ্নে বিরাট (Virat Kohli) কিন্তু দুরন্ত ফর্মে। শুধু ব্যাট হাতে নয়, ফিল্ডিংয়েও তিনি দলের মধ্যে সেরা। এই প্রসঙ্গে প্রাক্তন ভারত অধিনায়ক বলেন, ‘সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে বদলানোর চেষ্টা করেছি। ভুল থেকে শিক্ষা নিয়েছি। বদল আনতে হয়েছে জীবনযাত্রায়। তার সুফলও পেয়েছি। না হলে নিজেকে এই পর্যায়ে তুলে আনা সম্ভব হত না।’

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

     

     

  • ICC World Cup 2023:  ইডেনে অমিত শাহ! কোহলির জন্মদিনে কেক, মুখোশ বাদ, কী ভাবছে সিএবি?

    ICC World Cup 2023: ইডেনে অমিত শাহ! কোহলির জন্মদিনে কেক, মুখোশ বাদ, কী ভাবছে সিএবি?

    মাধ্যম নিউজ ডেস্ক: ইডেনে বিশ্বকাপে (ICC World Cup 2023) ভারত-দক্ষিণ আফ্রিকা (India vs South Africa) ম্যাচ ঘিরে রয়েছে প্রবল উন্মাদনা। ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দেখতে ইডেনে আমন্ত্রণ জানানো হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। তবে তিনি আসবেন কিনা তা দিল্লি থেকে নিশ্চিত করা হয়নি। তবে সিএবি কর্তারা প্রস্তুতিতে  কোনও খামতি রাখছেন না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আমন্ত্রণ জানানো হয়েছে। তাই ইডেনের বাইশগজে বিরাট-বাভুমাদের লড়াই যখন গতি পাবে, তখন ক্লাব হাউসে প্রেসিডেন্ট বক্সে অমিত শাহ-মমতা বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাতের সম্ভাবনা থাকছে।

    সাজছে ইডেন

    নবসাজে সজ্জিত ইডেনে ভারত-দক্ষিণ আফ্রিকা (India vs South Africa) ম্যাচ ঘিরে নানা পরিকল্পনা রয়েছে সিএবি’র। প্রথমে ঠিক হয়েছিল, ম্যাচ শুরুর আগে আধ ঘণ্টার একটা জলসা হবে। যেখানে গান গাওয়ার জন্য প্রস্তাব পাঠানো হয়েছিল অরিজিৎ সিংকে। কিন্তু তাঁর পূর্বনির্ধারিত প্রোগ্রাম থাকায় অরিজিৎ গাইতে পারবেন না বলে শোনা যাচ্ছে। শুধু তাই নয়, সিএবি কর্তারা মনে করছেন ম্যাচের আগে মাঠ ভরবে না। তাই বিপুল অর্থ খরচ করে টসের আগে জলসা করে কোনও লাভ হবে না। ইনিংসের বিরতিতে ছোট্ট একটি অনুষ্ঠান হবে।

    কোহলির জন্মদিন  

    ৫ নভেম্বর বিরাট কোহলির জন্মদিন। তাই ইডেনের ৬৭ হাজার দর্শক যাতে প্রিয় ক্রিকেটারের জন্মদিন পালন করতে পারেন, মাঠে, সেই ব্যবস্থা করা হয়েছিল। ঠিক ছিল দর্শকদের দেওয়া হবে মুখোশ। বিরাট ক্লাব হাউসের সামনের লনে কেক কাটবেন। এটাই ছিল পরিকল্পনা। কিন্তু বিরাট কোহলির জন্মদিন পালন করার প্ল্যানে ধাক্কা খেল সিএবি। বিসিসিআইয়ের তরফ থেকে জানিয়ে দেওয়া হল, বিশ্বকাপের (ICC World Cup 2023) ম্যাচের মধ্যে বিরাটের জন্মদিন পালন করা যাবে না। শুধু কেক এবং বিশেষ স্মারক দেওয়া যাবে বিরাট কোহলিকে। তবে সেটা আলাদা করে কেক কাটিং সেরিমনি বা অনুষ্ঠান করা যাবে না। সিএবি চাইলে কেক এবং মেমেন্ট শুধুমাত্র ড্রেসিংরুমে পাঠিয়ে দিতে পারবে।

    আরও পড়ুন: বিশ্বকাপ থেকে বিদায় বাংলাদেশের, ইডেনে জিতে টিকে থাকল পাকিস্তান

    টিকিটের হাহাকার

    চলছে টিকিটের হাহাকার। বিশ্বকাপের (ICC World Cup 2023) আসরে রোহিত শর্মারা পর পর ছ’টি ম্যাচ জেতায় সমর্থকদের প্রত্যাশা এক ঝটকায় অনেকটাই বেড়ে গিয়েছে। তাই কলকাতার ক্রিকেটপ্রেমীরা চাইছেন, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের ম্যাচটি মাঠে বসে দেখতে। আর সেই সুযোগটাই কাজে লাগাচ্ছে ব্ল্যাকারারা। ২৫০০ টাকার টিকিট কালোবাজারে বিক্রি হচ্ছে ১১ হাজার টাকা করে। এই তথ্য সামনে এসেছে পুলিশ এক ব্যক্তিকে গ্রেফতার করার পর। ম্যাচের সময় যত এগিয়ে আসবে, টিকিট চাহিদা ও কালোবাজারি দু’টোই যে পাল্লা দিয়ে বাড়বে, তা বলার অপেক্ষা রাখে না।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • ICC World Cup 2023: বিশ্বকাপ থেকে বিদায় বাংলাদেশের, ইডেনে জিতে টিকে থাকল পাকিস্তান

    ICC World Cup 2023: বিশ্বকাপ থেকে বিদায় বাংলাদেশের, ইডেনে জিতে টিকে থাকল পাকিস্তান

    মাধ্যম নিউজ ডেস্ক: বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়ে বিশ্বকাপে টিকে থাকল পাকিস্তান। ক্রিকেটের নন্দনকাননে বিশ্বকাপের (ICC ODI World Cup 2023) ম্যাচে আজ মুখোমুখি হয়েছিল বাবর আজমের পাকিস্তান (Pakistan) ও বাংলাদেশ (Bangladesh)। ইডেনে পরপর দুই ম্যাচ হারল বাংলাদেশ। টস জিতেও পিচ না বুঝতে পেরে ম্যাচ হেরে খেসারত দিতে হল বাংলাদেশকে। টানা পাঁচ ম্যাচ হেরে প্রথম দল হিসেবে বিশ্বকাপ থেকে বিদায় নিল বাংলাদেশ। 

    ব্যর্থ বাংলাদেশের ব্যাটাররা

    ক্রিকেটের নন্দনকাননে হতাশ করল না গ্রিন আর্মি। টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। ওপেন করতে নেমে এদিন ব্যর্থ হন বাংলাদেশের তানজিদ তামিম। তিনি শূন্য রানে আউট হন। ওভারের পঞ্চম বলে তিনি আউট হন। এরপর তৃতীয় ওভারে ৪ রান করে আউট হন শান্ত। ৬ রানে ২ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। এরপর ৫ রান করে ফেলেন মুশফিকুর রহিম। সেই সময় বাংলাদেশের রান ২৩। শুরুর তিনটে উইকেট দেখেই বোঝা গিয়েছিল শেষটা কী হতে চলেছে। আর সেটাই হয়েছে। প্রথমে ব্যাট করে ৪৫.১ ওভারে ২০৪ রান তুলে অলআউট হয়ে যায় বাংলাদেশ। এদিন উপরের দিকে ব্য়াট করতে নামেন মাহমদুল্লা। তিনি ৫ নম্বরে ব্যাট করতে নেমে করেন ৫৬ রান। ওপেন করতে নামা লিটন দাস ৪৫ রান করেন। অধিনায়ক সাকিব আল হাসান অবশেষে রান পান। তিনি ৪৩ রান করেন। বল হাতে এদিন দুর্দান্ত কামব্য়াক করেন শাহিন আফ্রিদি। নতুন বলে তিনি বিধ্বংসী হয়ে ওঠেন। ৩ উইকেট নেন। 

    রান তাড়া করতে নেমে বাবরদের জয়ের ভিত গড়ে দেয় ওপেনিং জুটি। আবদুল্লা শফিক ও ফখর জামানের ১২৮ রানের ওপেনিং পার্টনারশিপ ছিল। ৮১ রান করেন ফখর। বাবর আজম অবশ্য রান পাননি। বাংলাদেশের হয়ে ৩টি উইকেট তুলে নেন মেহেদি হাসান মিরাজ। ১০৫ বল বাকি থাকতেই ২০৫ রানের টার্গেট পূরণ করে ফেলে গ্রিন আর্মি। ৩২.৩ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় পাকিস্তান।

    বিশ্বকাপ থেকে বিদায় বাংলাদেশ!

    এই পরাজয়ের ফলে, সরকারিভাবে বিশ্বকাপের প্রথম দল হিসেবে বিদায় নিল বাংলাদেশ। এখনও পর্যন্ত সাত ম্যাচ খেলেছে টাইগাররা। ৬টিতেই পরাজয়ের সম্মুখীন হতে হয়েছে। বিশ্বকাপের ৭ ম্যাচে খেলে পয়েন্ট মাত্র ২। প্রথম ম্যাচে আফগানিস্থানের হারিয়ে অভিযান শুরু করেছিল বাংলাদেশ। এরপর ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ভারত, দক্ষিণ আফ্রিকা, এমনকী নেদারল্যান্ডসের কাছেও হারতে হয় সাকিবদের। বেঙ্গল টাইগারদের এদিন ইডেনে বধ করল পাকিস্তান। পাশাপাশি, চ্যাম্পিয়ন্স ট্রফিতেও শাকিবরা যোগ্যতা অর্জন করতে পারবেন কিনা, সেই নিয়ে প্রশ্ন ঘোরাফেরা করছে। কারণ, প্রথম সাত দল এবং আয়োজক দেশ (এক্ষেত্রে পাকিস্তান) চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার যোগ্যতা অর্জন করবে। বাংলাদেশ বর্তমানে রয়েছে নবম স্থানে।

    সন্ত্রাসকে সমর্থন!

    বাংলাদেশ বনাম পাকিস্তানের ম্যাচে কলকাতার ইডেন গার্ডেনের গ্যালারিতে দেখানো হল প্যালেস্তাইনের পতাকা। মাঠে ঢোকার গেটেও উড়ল সেই লাল-কালো-সাদা-সবুজ পতাকা। এর পরেই গ্যালারি থেকে চার জনকে ধরে নিয়ে গেল পুলিশ। ময়দান থানায় নিয়ে যাওয়া হয়েছে তাঁদের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ৬ নম্বর গেট থেকে দু’জন এবং ব্লক ডি থেকে দু’জনকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। 

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Champions Trophy 2025: পাক-ভূমে যাবে না ভারত! পঁচিশের চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাহলে খেলবে কোন কোন দেশ?

    Champions Trophy 2025: পাক-ভূমে যাবে না ভারত! পঁচিশের চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাহলে খেলবে কোন কোন দেশ?

    মাধ্যম নিউজ ডেস্ক: ফিরছে চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy)। ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন করবে পাকিস্তান। চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোন কোন দল খেলবে তা জানিয়েছে আইসিসি। তবে, চ্যাম্পিয়ন্স ট্রফি যেহেতু পাকিস্তান আয়োজন করবে তাই সেখানে ভারতের অংশগ্রহণ করার সম্ভবনা কম। কারণ সীমান্তে সমস্যার জন্য কোনওভাবেই পাক-ভূমে খেলতে যেতে নারাজ ভারত।

    কোথায় হবে খেলা

    ভারত পাকিস্তানের মধ্যে কূটনৈতিক সম্পর্কের জন্যই এশিয়া কাপ হাইব্রিড মডেলে খেলা হয়েছে। ভারত পাকিস্তানে খেলতে যায়নি। অন্যদিকে বিশ্বকাপ নিয়েও সমস্যা তৈরি হয়েছিল। পরে অবশ্য পিছিয়ে আসে পাকিস্তান। তারা বিশ্বকাপ খেলতে ভারতে আসতে অস্বীকার করলেও পরে তাদের আসতে হয়েছে। তবে পাকিস্তান তাদের সিদ্ধান্ত বদলালেও ভারত তাদের সিদ্ধান্ত অনড় থাকবে। তবে, ভারত না গেলে আইসিসি নিজেদের স্বার্থেই প্রতিযোগিতার স্থান পরিবর্তন করতে পারে। সেক্ষেত্রে ফের খেলা হতে পারে হাইব্রিড মডেলেই। সেক্ষেত্রে শ্রীলঙ্কা বা সংযুক্ত আরবআমিরশাহী সঠিক ভেন্যু হতে পারে। ইউরোপের দেশগুলোকেও বেছে নেওয়া হতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য।

    আরও পড়ুন: ২০০৩ সালে ডারবানের পর ২০২৩-এ লখনউ, ২০ বছর পর বিশ্বকাপে ইংল্যান্ড বধ ভারতের

    খেলবে কারা

    ভারত শেষবার ২০১৩ সালে চ্য়াম্পিয়ন্স ট্রফি জেতে। ২০১৭ সালে ফাইনালে ভারত হেরে গিয়েছিল পাকিস্তানের কাছে। ইতিমধ্যেই আইসিসি জানিয়েছে, ভারতে চলতি বিশ্বকাপ থেকে পাওয়া যাবে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সুযোগ।

    এই টিকিট পাবে বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষে পয়েন্ট টেবলের প্রথম ৭টি দল। ওডিআই বিশ্বকাপের সেমিফাইনালে ওঠা ৪টি দল ছাড়াও আরও তিনটি দল ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সুযোগ পাবে। মোট ৮টি দল অংশ নেবে এই টুর্নামেন্টে। তার মধ্যে পাকিস্তান যেহেতু আয়োজক তাই সরাসরি বাবর আজমরা ২০২৫ এর চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবেন। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • ICC World Cup 2023: জিততে মরিয়া সকলে! প্রয়োজনে ধরে খেলবেন, ম্যাচ শেষে আর কী বললেন রোহিত?

    ICC World Cup 2023: জিততে মরিয়া সকলে! প্রয়োজনে ধরে খেলবেন, ম্যাচ শেষে আর কী বললেন রোহিত?

    মাধ্যম নিউজ ডেস্ক: কোনওদিন রোহিত তো কোনওদিন বিরাট! কখনও বুমরাহ-সামি তো কখনও কুলদীপ-জাদেজা! দলগত সাফল্যেরই উদাহরণ বিশ্বকাপের (ICC World Cup 2023) প্রথম ছটি ম্যাচের ছটিতেই অপ্রতিরোধ্য ভারত। দলে আত্মতুষ্টিরও কোনও জায়গা নেই। সকলেই প্রতিটি ম্যাচই জিততে মরিয়া মানলেন অধিনায়ক রোহিত। প্রথম পাঁচ ম্যাচে পরে ব্যাট করে জিতেছে ভারত। এদিন প্রথমে ব্যাট করে চ্যালেঞ্জের মুখে পড়ে ভারতীয় ব্যাটাররা।‌ তাই পরের ম্যাচ থেকে এ বিষয়ে সতর্ক থাকার কথাও বললেন হিট-ম্য়ান।

    সতর্ক রোহিত

    রবিবার, ইংল্যান্ডের বিপক্ষে প্রথমে ব্যাট করতে গিয়ে বেকায়দায় পড়েন রোহিতরা। দ্রুত ফিরে যান গিল-কোহলি। চতুর্থ উইকেটে রোহিত এবং রাহুলের জুটিতে ৯১ রান যোগ না হলে দল সমস্যায় পড়ে যেত, মেনে নেন রোহিত। তিনি জানান, চোখ বন্ধ করে মোটেও আক্রমণাত্মক খেলবেন না। বরং পরিস্থিতি অনুযায়ী আক্রমণাত্মক খেলবেন। প্রয়োজনে ইনিংস গড়ে তোলার কাজ করবেন। রোহিত বলেন, ‘প্রথম ১০ ওভারের পর পার্টনারশিপ গড়ার প্রয়োজন ছিল। শুধুমাত্র নিজের শট খেললে চলত না, পরিস্থিতি অনুযায়ী ব্যাট করতে হত। সেই অভিজ্ঞতা থাকলে কাজে লাগানো উচিত। তাও আমার মনে হয়েছিল ২০-৩০ রান কম হয়েছে। নতুন বলে ব্যাট করা চ্যালেঞ্জিং ছিল। ম্যাচের বয়স বাড়ার সঙ্গে বল কিছুটা নরম হয়ে যায়। তাই স্ট্রাইক রোটেট করা সহজ ছিল না।’

    দুরন্ত বোলিং

    লখনউয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে ৪০ রানে তিন উইকেট পড়ে গিয়েছিল ভারতের। সেখান থেকে রাহুলের সঙ্গে জুটি বেঁধে ভারতের ইনিংসের হাল ধরেন রোহিত। সেইসময় একেবারে দেখেশুনে খেলতে থাকেন। সেরকম ঝুঁকি নিচ্ছিলেন না। ১০১ বলে ৮৭ রানে আউট হয়ে যান। তিনি থাকলে ভারতের রানটা ২২৯ থেকে বেড়ে অত্যন্ত ২৫০-২৬০ হতে পারত বলে সংশ্লিষ্ট মহলের ধারণা। তবে এত অল্প রানের পুঁজি নিয়েও যে এতো সহজে ম্যাচ জেতা যায় তা দেখিয়ে দেয় রোহিত-ব্রিগেড। ম্যাচের শেষে তাই আলাদা করে বোলারদের প্রশংসা করলেন ভারতের নেতা। রোহিত বলেন, ‘এত কম রানের পুঁজিতে এইধরনের বোলিং প্রতিদিন দেখা যায় না। আমাদের পেসাররা পিচের কন্ডিশন ব্যবহার করেছে। উইকেট থেকে সুইং এবং মুভমেন্ট পেয়েছে। পেসাররা এবং স্পিনাররা নিজেদের অভিজ্ঞতা কাজে লাগায়। এরকম বোলিং আক্রমণ থাকলে ব্যাটারদের কর্তব্য ওদের লড়াইয়ের জন্য ন্যূনতম রানটুকু করা। তারপর ওদের ম্যাজিকের অপেক্ষা করা।’ 

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Hardik Pandya: চিন্তায় রোহিতরা, পুরো বিশ্বকাপ থেকেই বাদ পড়তে পারেন হার্দিক! কেন জানেন?

    Hardik Pandya: চিন্তায় রোহিতরা, পুরো বিশ্বকাপ থেকেই বাদ পড়তে পারেন হার্দিক! কেন জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: ফুল মার্কস নিয়েই বিশ্বকাপে এগোচ্ছে ভারত (ICC World Cup 2023)। ৫ ম্যাচে ১০ পয়েন্ট ঝুলিতে নিয়ে আপাতত সেমিফাইনাল নিশ্চিত রোহিতদের। তবে এর মধ্যেও চিন্তা পিছু ছাড়ছে না। চোট-আঘাত লেগেই রয়েছে দলে। চোটের জন্য নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে পারেননি ভারতের সহঅধিনায়ক হার্দিক পান্ডিয়া। ভাবা হয়েছিল ইংল্যান্ড ম্যাচে ফিরবেন হার্দিক। বিসিসিআই সূত্রে খবর, হার্দিকের (Hardik Pandya) লিগামেন্ট ছিঁড়ে গিয়েছে ফলে কবে তিনি বাইশ গজে ফিরতে পারবেন তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। 

    লিগামেন্টে চোট

    রবিবার ভারতের পরবর্তী ম্যাচ। লখনউতে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে মেন ইন ব্লু। প্রথমে জানা গিয়েছিল, গোড়ালিতে সামান্য চোট পেয়েছেন হার্দিক। কিন্তু পরে জানা যাচ্ছে, হার্দিকের চোট গুরুতর। তাঁর গোড়ালির লিগামেন্ট ছিঁড়েছে। তাই গ্রুপ পর্বের ম্যাচ তো বটেই গোটা বিশ্বকাপটাই যেতে পারে ভারতীয় অলরাউন্ডারের। এখন বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রয়েছেন হার্দিক। সেখানেই তাঁকে সুস্থ করে তোলার চেষ্টা করছেন চিকিৎসকেরা। হার্দিকের চোট নিয়ে তাড়াহুড়ো করতে রাজি নয় ভারতীয় ক্রিকেট বোর্ড। সম্পূর্ণ সুস্থ না হলে তাঁকে মাঠে নামতে দেওয়া হবে না, বলেই খবর।

    অনিশ্চিত হার্দিক

    গত বৃহস্পতিবার বাংলাদেশের বিরুদ্ধে নবম ওভারে বল করার সময় চোট পেয়েছিলেন হার্দিক। তাঁর বলে স্ট্রেট ড্রাইভ মেরেছিলেন লিটন দাস। সেই বল পা দিয়ে আটকাতে গিয়েছিলেন হার্দিক। সেই সময় পড়ে গিয়েছিলেন তিনি। হার্দিকের পায়ের উপর তাঁর পুরো শরীরের ওজন পড়ে গিয়েছিল। তাতেই চোট লেগেছিল ভারতীয় অলরাউন্ডারের। 

    আরও পড়ুন: ‘‘২০৩৬ অলিম্পিক্সের জন্য প্রস্তুত ভারত’’, জাতীয় গেমসের উদ্বোধনে ঘোষণা প্রধানমন্ত্রীর

    বিসিসিআই সূত্রে জানা যাচ্ছে, হার্দিক পান্ডিয়া নিতিন প্যাটেলের অধীনে মেডিকেল টিমের তত্ত্বাবধানে রয়েছে। প্রথমে তাঁর চোটটি যেমন মনে হয়েছিল, তার থেকে এখন চোটের অবস্থা গুরুতর মনে হচ্ছে। সম্ভবত তাঁর একটি লিগামেন্ট ছিঁড়ে গিয়েছে। যা সেরে উঠতে কমপক্ষে দু’সপ্তাহ লাগবে। মেডিকেল টিম তাঁকে সর্বক্ষণ পর্যবেক্ষণ করছে। এখনই তাঁর বদলি হিসেবে দলে কাউকে নিতে চায় না টিম ম্যানেজমেন্ট। আগামী সপ্তাহ অবধি হার্দিকের জন্য অপেক্ষা করবে টিম। তারপর হার্দিকের শারীরিক অবস্থা দেখে বাকি টুর্নামেন্টে তাঁর খেলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share