Tag: ICC World Cup 2023

ICC World Cup 2023

  • ICC World Cup: ক্রিকেট উৎসবে সামিল সকলে! ধর্মশালার গ্যালারিতে পাশাপাশি কারা?

    ICC World Cup: ক্রিকেট উৎসবে সামিল সকলে! ধর্মশালার গ্যালারিতে পাশাপাশি কারা?

    মাধ্যম নিউজ ডেস্ক: অশ্বমেধ ঘোড়ার মতো দৌড়চ্ছে টিম ইন্ডিয়া। পর পর পাঁচটি ম্যাচে জয়। সেই সুবাদে বিশ্বকাপের (ICC World Cup) সেমি ফাইনালে ওঠার পথে আরও এক ধাপ এগিয়ে গেলো ভারত। ১০ পয়েন্ট নিয়ে এখন শীর্ষে রোহিত ব্রিগেড। এখনও পর্যন্ত লিগ পর্বের লড়াইয়ে ভারতকে টেক্কা দিচ্ছিল নিউজিল্যান্ড। কিন্তু রবিবার কিউইদের ৪ উইকেটে হারিয়ে ভারত তৃতীয়বার বিশ্বকাপ জয়ের সম্ভাবনা আরও উস্কে দিল। রাজনীতি ভুলে এদিন পাশাপাশি বসে খেলা দেখলেন নেতারা। গ্যালারিতে দেখা গেল কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর (Anurag Thakur) ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার (JP Nadda) মাঝে বসে খেলা দেখলেন হিমাচল প্রদেশের (Himachal Pradesh) কংগ্রেসি মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু।

    গ্যালারিতে কারা

    ক্রিকেট উৎসবের রঙে মিশল রাজনীতির রঙ। একই দলের হয়ে গলা ফাটালেন নাড্ডা, অনুরাগ, সুখবিন্দর। রবিবার বিশ্বকাপে (ICC World Cup 2023) ভারত বনাম নিউজিল্যান্ডের (India vs New Zealand) ম্যাচ চলাকালীন ক্যামেরায় ধরা পড়ল কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর (Anurag Thakur) ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার (JP Nadda) মাঝে বসে খেলা দেখছেন হিমাচল প্রদেশের (Himachal Pradesh) কংগ্রেসি মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু। সেই ছবি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। লিগ টেবিলে শীর্ষে ওঠার জন্য ভারতীয় দলকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

    সামির কামব্যাক, পাঁচ উইকেট

    দুর্দান্ত কামব্যাক হল মহম্মদ সামির। একাই নিলেন ৫ উইকেট। যা ভারতীয় টিম ম্যানেজমেন্টের কাছে যেমন স্বস্তির, তেমনি অস্বস্তিরও বটে। এতদিন স্পেশালিস্ট পেসার হিসাবে প্রথম একাদশে বুমরাহ এবং মহাহদ সিরাজ কে ভাবা হচ্ছিল। কিন্তু সমি বুঝিয়ে দিলে পুরনো চল ভাতে বাড়ে। দলকে শুভেচ্ছা জানালেন বিসিসিআই সচিব জয় শাহ।

    প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ড ২৭৩ রান তোলে। মিচেল একাই করেন ১৩০ রান। রচিন রবীন্দ্র ৭৫ রানে আউট হন। জবাবে ভারত  ৪৮ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ের করি জোগাড় করে নেয়। অধিনায়ক রোহিত শর্মা ৪৬ ও  শুভমান গিল ২৬ রানে আউট হন। তবে বিরাট কোহলি আরও এক ঝলমলে ইনিংস উপহার দিলেন শৈল শহরে। ১০৪ বলে তাঁর সংগ্রহ ৯৫রান। শ্রেয়াস আইয়ার ৩৩ ও লোকেশ রাহুল ২৭ রান করে আউট হলে কিছুটা চাপে পড়ে যায় ভারত। তবে  জাদেজার অনবদ্য ব্যাটিং ভারতকে সহজে লক্ষ্যে পৌঁছে দেয়। ৩৯ রানে অপারোজিত থাকেন জাদ্দু।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • ICC World Cup 2023: বিশ্বকাপে নতুন মাইলফলক স্পর্শ রোহিতের! জানেন কেন সোনালি ব্যাজ পরলেন গিল?

    ICC World Cup 2023: বিশ্বকাপে নতুন মাইলফলক স্পর্শ রোহিতের! জানেন কেন সোনালি ব্যাজ পরলেন গিল?

    মাধ্যম নিউজ ডেস্ক: রেকর্ড করেই যাচ্ছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। বিশ্বকাপের ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক হলেন রোহিত। বাংলাদেশের বিরুদ্ধেও পরিচিত আগ্রাসী মেজাজে ইনিংস শুরু করেছিলেন রোহিত। ৪০ বলে ৪৮ রানের ইনিংসেই নতুন মাইলফলক স্পর্শ করলেন তিনি।  ভারতীয়দের মধ্যে তিনি রয়েছেন দ্বিতীয় স্থানে। চলতি বিশ্বকাপের মঞ্চেই ছক্কা হাঁকানোর একাধিক ব্যক্তিগত নজির গড়েছেন রোহিত শর্মা। ক্রিস গেইলকে টপকে তিন ফর্ম্যাট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সব থেকে বেশি ছক্কা হাঁকানোর বিশ্বরেকর্ড নিজের দখল নিয়েছেন ভারত অধিনায়ক। বিশ্বের তৃতীয় ব্যাটার হিসেবে ওয়ান ডে ক্রিকেটে ৩০০টি ছক্কা হাঁকানোর মাইলস্টোন টপকেছেন তিনি।

    রোহিতের রেকর্ড

    বিশ্বকাপে এখনও পর্যন্ত সব থেকে রান করার কৃতিত্ব সচিন তেন্ডুলকরের দখলে। তিনি করেছেন ২২৭৮ রান। দ্বিতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং। এক দিনের বিশ্বকাপে তাঁর ঝুলিতে রয়েছে ১৭৪৩ রান। এই তালিকার তৃতীয় স্থানে রয়েছেন শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক কুমার সাঙ্গাকারা। তাঁর সংগ্রহে রয়েছে ১৫৩১ রান। এই তিন জনের পরেই চলে এলেন রোহিত। বৃহস্পতিবারের ম্যাচের পর এক দিনের বিশ্বকাপে রোহিতের রান হল ১২৪৩। ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অধিনায়ক লারা করেছিলেন ১২২৫ রান। তিনি রয়েছেন পঞ্চম স্থানে।

    আরও পড়ুন: কোহলির শতরানে চারে চার! অষ্টমীতে পাঁচে-পাঁচ করার অপেক্ষা

    সেরা ক্রিকেটার গিল

    বাংলাদেশের বিপক্ষে ব্যাট করার সময় গিলের জার্সির কলারে একটি ছোট সোনালি ব্যাজ দেখা গেল এদিন। যা আর কোনও ভারতীয় ক্রিকেটারের জার্সিতে দেখা যায়নি। গুঞ্জন গিল কেন এই ব্যাজ পরে মাঠে নেমেছেন। আসলে গিলকে সেই ব্যাজটি দেওয়া হয় আইসিসির তরফে। সেপ্টেম্বর মাসের সেরা ক্রিকেটারের পুরস্কার জয়ের জন্যই শুভমন এই ব্যাজটি পরে মাঠে নামেন। অর্থাৎ, প্লেয়ার অফ দ্য মনথের স্বীকৃতিতেই গিলকে দেওয়া হয় বিশেষ সেই ব্যাজ।প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে দু’বার আইসিসির প্লেয়ার অফ দ্য মনথের খেতাব হাতে তোলেন শুভমন। তিনি ২০২৩ সালের জানুয়ারি ও সেপ্টেম্বর মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হন। সেপ্টেম্বরে গিল মোট ৮টি ওয়ান ডে ম্যাচে মাঠে নেমে ২টি শতরান ও ২টি অর্ধশতরান-সহ সাকুল্যে ৪৮০ রান সংগ্রহ করেন। 
     
    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • India vs Bangladesh: খেলবেন অশ্বিন? বাংলাদেশ ম্যাচের আগে বল হাতে বিশেষ প্রস্তুতিতে ভারত অধিনায়ক

    India vs Bangladesh: খেলবেন অশ্বিন? বাংলাদেশ ম্যাচের আগে বল হাতে বিশেষ প্রস্তুতিতে ভারত অধিনায়ক

    মাধ্য়ম নিউজ ডেস্ক: বাইশ গজের বিশ্বযুদ্ধে ভারতের জয়ের ঘোড়া ছুটছে। তার পথ রুদ্ধ হোক চায় না রোহিত-ব্রিগেড। তাই বাংলাদেশ ম্যাচকেও সহজভাবে নিচ্ছে না ভারত। চারে চার করার লক্ষ্য তাদের। পুনেতে পৌঁছেই বাংলাদেশ ম্যাচের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে রোহিত শর্মারা। বিরাট কোহলি, রোহিত শর্মা, রবিচন্দ্রন অশ্বিন, জসপ্রীত বুমরাহর মত প্রথম সারির ক্রিকেটাররাও নেটে দীর্ঘক্ষণ অনুশীলন করলেন।

    নেটে হাত ঘোড়ালেন রোহিত

    ভারতের অনুশীলনে সবথেকে গুরুত্বপূর্ণ দিক হল, এখানে বল করতে দেখা গেল রোহিত শর্মাকে। এদিন অশ্বিনের তত্ত্বাবধানে রোহিত শর্মা নেটে দীর্ঘক্ষণ বল করলেন। অফ স্পিন করতে দেখা গেল তাঁকে। পুনের পিচ সবসময় স্লো ও কঠিন। এখান থেকে সবসময় স্পিনাররা সুবিধা পেয়ে থাকেন। তবে নতুনভাবে তৈরি হওয়া এই পিচে এখন রহস্যের। তবে যেহেতু পুনেতে স্পিনাররা সুবিধা পায় তাই প্রথম ম্যাচে খেলার পর এই ম্যাচে দলে ফিরতে পারেন রবিচন্দ্রন অশ্বিন। বসতে পারেন শার্দূল ঠাকুর। 

    আরও পড়ুন: অবাক বিশ্বকাপ! শুধু আফগান বা ডাচ নয়, ২২ গজের বিশ্বযুদ্ধে অঘটন ঘটেছে বারবার

    সাকিব সুস্থ!

    বিশ্বকাপে ২ ম্যাচে টানা হারার পর ভারতের বিরুদ্ধে বাংলাদেশের অন্য়তম ভরসা সাকিব। কিউয়িদের বিরুদ্ধে ম্য়াচে উরুতে গুরুতর চোট পাওয়ায় হাসপাতালে ভর্তি করতে হয় তাঁকে। এরপরই বাংলাদেশ শিবিরে চিন্তার মেঘ ঘনায়। তবে কি ভারতের বিরুদ্ধে অনিশ্চিত সাকিব? নানা প্রশ্ন দানা বাঁধতে থাকে। কিন্তু মঙ্গলবার বাংলাদেশের অনুশীলনে গা ঘামাতে দেখা গিয়েছে সাকিবকে। সূত্রের খবর, নেটে আধ ঘণ্টা কাটিয়েছেন তিনি। দৌড়াতেও দেখা গিয়েছে তাঁকে। চোখমুখ দেখে মনে হয়নি অসুস্থ তিনি। দিব্যি দলের সঙ্গে নেটে অনুশীলন করেছেন। মনে করা হচ্ছে বৃহস্পতিবার পুণেতে ভারতের বিরুদ্ধে খেলবেন তিনি।

    ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, রবিচন্দ্রন অশ্বিন / মহম্মদ সামি, মহম্মদ সিরাজ, জসপ্রীত বুমরাহ

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • South Africa vs Netherlands: ধর্মশালায় ডাচ রূপকথা! দক্ষিণ আফ্রিকাকে ৩৮ রানে হারাল নেদারল্যান্ডস

    South Africa vs Netherlands: ধর্মশালায় ডাচ রূপকথা! দক্ষিণ আফ্রিকাকে ৩৮ রানে হারাল নেদারল্যান্ডস

    মাধ্যম নিউজ ডেস্ক: তেইশের বিশ্বকাপে আরও একটা অঘটন। দক্ষিণ আফ্রিকাকে ৩৮ রানে হারাল নেদারল্যান্ডস। খাতায় কলমে দক্ষিণ আফ্রিকা নেদারল্যান্ডসের চেয়ে যোজন যোজন এগিয়ে থাকলেও ধর্মশালায় ডাচ রূপকথার দেখা মিলল। শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়াকে বলে বলে হারালেও এই ম্যাচে হঠাতই মুখ থুবড়ে পড়ল প্রোটিয়াসদের ব্যাটিং। এর আগে ইংল্যান্ডকে হারায় আফগানিস্তান।

    এদিন টস জিতে ডাচদের ব্যাটিং করতে পাঠান দক্ষিণ আফ্রিকার অধিনায়ক তেম্বা বাভুমা। প্রথমে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ২৪৫ রান তোলে নেদারল্যান্ডস। যদিও এই ম্যাচ ৫০ ওভারের হয়নি। বৃষ্টির জন্য বেশ কিছুক্ষণ ম্যাচ বন্ধ থাকে এদিন। সেই কারণে ওভার কমিয়ে ৪৩ করা হয়। এই ৪৩ ওভারেই ২৪৫ রান করেন ডাচরা। দুর্দান্ত ব্যাটিং করেন স্কট এডওয়ার্ডস। মাত্র ৬৯ বলে ৭৮ রান করেন তিনি। দক্ষিণ আফ্রিকার হয়ে দুর্দান্ত বল করেন লুঙ্গি এনগিদি, মার্কো জানসেন এবং রাবাডা। এই তিন বোলারই ২টি করে উইকেট নেন।

    জবাবে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা ২০৭ রানে অলআউট হয়ে যায়। প্রোটিয়াদের প্রথম উইকেটটি তুলে নেন অ্যাকারম্যান। ৯.১ ওভারের মাথায় দ্বিতীয় উইকেটের পতন ঘটে দক্ষিণ আফ্রিকার। এবার বাভুমাকে তুলে নেন ভ্যান ডের মেরওয়ে। এখানেই থেমে থাকেননি ডাচ বোলাররা। এডেন মার্করামকে তুলে নেন মিকেরেন। পরপর উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দক্ষিণ আফ্রিকা। ৫০ রানের মাথায় ৪ উইকেট পড়ে যায় দক্ষিণ আফ্রিকার।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • India vs Bangladesh: বদলার ম্যাচ! এশিয়া কাপের হিসেব বিশ্বকাপে বুঝে নিতে তৈরি ভারত, সাকিব কি প্রস্তুত?

    India vs Bangladesh: বদলার ম্যাচ! এশিয়া কাপের হিসেব বিশ্বকাপে বুঝে নিতে তৈরি ভারত, সাকিব কি প্রস্তুত?

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বকাপের (ODI World Cup 2023) প্রথম তিন ম্যাচ জিতে দুরন্ত ছন্দে ভারত। অস্ট্রেলিয়া, আফগানিস্তান ম্যাচের পর পাকিস্তান ম্যাচেও সহজ জয় পেয়েছে ভারতীয় দল। ১৯ তারিখ ভারতের সামনে বদলার ম্যাচ। ওই দিন বাংলাদেশের মুখোমুখি হবে টিম ইন্ডিয়া। গত এশিয়া কাপে বাংলাদেশের বিরুদ্ধেই একমাত্র ম্যাচ হারতে হয়েছিল ভারতকে। সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশের ক্রীড়াপ্রেমীরা তীব্রু বিদ্রুপ ছুঁড়েছিলেন রোহিতদের দিকে। এবার তার জবাব দেওয়ার পালা।

    এগিয়ে ভারত

    বাংলাদেশের বিপক্ষে জিততে পারলে টানা চার ম্যাচ জিতে  সেমি ফাইনালের রাস্তা সুগম হবে ভারতের। ইতিমধ্যেই পুণেতে পৌছে গিয়েছে ভারতীয় দল। প্রথম দিন হালকা অনুশীলন করেছে টিম ইন্ডিয়া। পয়েন্ট তালিকায় ভারত যেখানে শীর্ষে, সেখানে ওপার বাংলার দেশ আপাতত সাত নম্বরে। এমন পরিস্থিতিতে ভারতের বিরুদ্ধে বৃহস্পতিবারের ম্যাচে বাংলাদেশের জন্য জয়টা অত্যন্ত জরুরি। মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে বাংলাদেশের চিন্তা বাড়াচ্ছে দলের কিংবদন্তি অলরাউন্ডার তথা অধিনায়ক সাকিব আল হাসানের (Shakib Al Hasan) চোট। তাই ভারতের বিরুদ্ধে তিনি আদৌ খেলতে নামবেন কি না, সেই নিয়ে উদ্বেগ রয়েইছে।

    আরও পড়ুন: “বাজে কথা নয়”! পাক টিম ডিরেক্টর মিকি আর্থারের মন্তব্যের সমালোচনায় আক্রমরা

    চিন্তায় ভারত

    নিউ জিল্য়ান্ডের বিরুদ্ধে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন সাকিব। বাম ঊরুতে চোট পান তিনি। তবে তারপর তিনি খেললেও পরেরদিকে সমস্যা হয়। তবে বাংলাদেশের টিম ডিরেক্টর খালেদ মামুদ দলের অনুরাগীদের আশ্বস্ত করলেন। তিনি জানান শাকিব দ্রুতই সুস্থ হয়ে উঠছেন এবং তিনি ভারতের বিরুদ্ধে ম্যাচে মাঠে নামতে মুখিয়ে রয়েছেন। খালেদ মামুদ বলেন, ‘শাকিব আগের থেকে অনেক সুস্থ বোধ করছে। ওর ব্যথাটাও কমেছে। তবে অনুশীলনে না নামলে তো পুরো বিষয়টা বুঝতে পারব না। আমরা আশাবাদী যে ও ভারতের বিরুদ্ধে খেলতে পারবে। সম্প্রতি সাঁতার কাটার পাশাপাশি জিমে কসরতও করেছে ও। মঙ্গলবার একটি স্ক্যান করা হবে, তারপরেই এই বিষয়ে ছবিটা আরও স্পষ্ট হবে।’ অবশ্য দলের তারকা ক্রিকেটারকে নিয়ে বাড়তি ঝুঁকি নেওয়া হবে না, মেডিক্যাল দলের ছাড়পত্র পাওয়ার পরেই শাকিব খেলতে পারবেন বলে জানান মামুদ।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • ICC World Cup 2023: বিশ্বকাপে পয়েন্ট তালিকায় শীর্ষে ভারত! সবার নিচে অস্ট্রেলিয়া, আর কে কোথায়?

    ICC World Cup 2023: বিশ্বকাপে পয়েন্ট তালিকায় শীর্ষে ভারত! সবার নিচে অস্ট্রেলিয়া, আর কে কোথায়?

    মাধ্যম নিউজ ডেস্ক: দেশের মাটিতে বিশ্বকাপ (ICC World Cup 2023) জয়ই লক্ষ্য ভারতের। সেই পথে আপাতত মসৃণভাবেই এগোচ্ছে রোহিত-ব্রিগেড। দুরন্ত শুরু করেছে মেন ইন ব্লু। এখন বিশ্বকাপের পয়েন্ট তালিকার শীর্ষে আছে টিম ইন্ডিয়া। তিন ম্যাচে ভারতের পয়েন্ট ছয়। জিতেছে তিনটি ম্যাচেই। দাপটের সঙ্গে হারিয়েছে অস্ট্রেলিয়া, আফগানিস্তান এবং পাকিস্তানকে। নেট রানরেট +১.৮২১। 

    পয়েন্ট তালিকায় প্রথম তিন

    ভারতের মতোই বিশ্বকাপ (ICC World Cup 2023)  যাত্রা এখনও পর্যন্ত সুখের ব্ল্যাক ক্যাপসদের। জয়ের হ্যাটট্রিক করেছে নিউজিল্যান্ডও। তিনটি ম্যাচ খেলে ছয় পয়েন্টে রয়েছে তাঁদের ঝুলিতে। ভারতের থেকে শুধুমাত্র নেট রানরেটে পিছিয়ে আছে কিউইরা। তাঁদের নেট রানরেট +১.৬০৪। আপাতত বিশ্বকাপে ভারত এবং নিউজিল্যান্ডের থেকে নেট রানরেট ভালো একমাত্র প্রোটিয়াদের। নেট রানরেট +২.৩৬০। তবে আপাতত দুটি ম্যাচ খেলেছে দক্ষিণ আফ্রিকা। দু’ম্যাচের শেষে ঝুলিতে আছে চার পয়েন্ট। 

    চাপে ইংল্যান্ড

    পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে রয়েছে পাকিস্তান। ইংল্যান্ড আফগানিস্তানের কাছে হেরে য়াওয়ায় প্রথমে চারে থাকল পাকিস্তান। রবিবার আফগানিস্তান প্রথমে ব্যাট করে ২৮৪ রান করে। ৮০ রান করেন রহুমানুল্লা গুরবাজ। আফগানিস্তানের দেওয়া লক্ষ্য তাড়া করতে নেমে ইংল্যান্ডের ইনিংস শেষ হয়ে যায় ২১৫ রানে। তিনটি করে উইকেট নেন মুজিব উর রহমান এবং রশিদ খান। এই ম্যাচে ইংল্যান্ড জিতে গেলে প্রথম চারের বাইরে চলে যেতেন বাবর আজমরা। তিনটি ম্যাচের শেষে ইংল্যান্ডের ঝুলিতে আছে দুই পয়েন্ট। একটি ম্যাচে জিতেছে। দুটি ম্যাচে হেরেছে। নেট রানরেট -০.০৮৪। অর্থাৎ এবার বিশ্বকাপে (ICC World Cup 2023) প্রবল চাপে পড়ে গিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড। 

    আরও পড়ুন: ভারতে হবে অলিম্পিক! কবে? কী বললেন প্রধানমন্ত্রী?

    বিশ্বকাপের (ICC World Cup 2023)  পয়েন্ট তালিকায় পাঁচ, ছয়, সাত, আট, নয়, দশ নম্বর স্থানে যথাক্রমে রয়েছে, ইংল্যান্ড, আফগানিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া। এখনও পর্যন্ত পয়েন্ট তালিকা অনুযায়ী, শেষ চারে যাওয়ার ক্ষেত্রে সুবিধাজনক অবস্থায় রয়েছে, ভারত, দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ড। চার নম্বর স্থানের জন্য লড়াই চলছে। তবে খাতায়-কলমে এখনও পর্যন্ত সব দলের সামনেই সেমিফাইনালের রাস্তা খোলা রয়েছে। 

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • ICC World Cup 2023: হায়দরাবাদ-আহমেদাবাদ বিমানে উঠে অবাক বাবরেরা! কেন জানেন?

    ICC World Cup 2023: হায়দরাবাদ-আহমেদাবাদ বিমানে উঠে অবাক বাবরেরা! কেন জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: অতিথি নারায়ণ! এই বিশ্বাস নিয়েই বড় হয় ভারতীয়রা। ভারত সফরে এসে তেমনই অভিজ্ঞতা হল পাকিস্তানের ক্রিকেটারদের। সীমান্তে উত্তেজনা থাকলেও ভারত কখনও অতিথিদের ফেরায় না। তা ভালই বুঝছেন বাবর আজমরা। ভারতে আসা থেকে হায়দরাবাদেই ছিলেন বাবরেরা। দু’টি প্রস্তুতি ম্যাচ এবং প্রতিযোগিতার প্রথম দু’টি ম্যাচ সেখানেই খেলেছে পাকিস্তান। ভারতের (ICC World Cup 2023) বিরুদ্ধে খেলতে বুধবার আহমেদাবাদে এসেছেন তাঁরা। হায়দরাবাদ-আহমেদাবাদ বিমানে উঠে অবাক পাক ক্রিকেটাররা। বিমানে ওঠা থেকে বিমান ছাড়া পর্যন্ত সব কিছুই ছিল স্বাভাবিক। মাঝ আকাশে পাকিস্তান দলের জন্য একটি কেক নিয়ে আসেন বিমানসেবিকারা। বিশ্বকাপের প্রথম দু’টি ম্যাচে জয়ের জন্য বাবরদের অভিনন্দন জানান সংশ্লিষ্ট বিমান সংস্থার কর্মীরা।

    আতিথেয়তায় মুগ্ধ বাবরেরা

    কেক দেখে প্রথমে একটু বিস্মিত হয়েছিলেন বাবরেরা। কারণ বুঝতে পারেননি। তবে বিমানকর্মীদের উদ্যোগে তাঁরা উচ্ছ্বসিত। সবাই মিলে বিমানে কেক কেটে উৎসব পালন করেন পাক ক্রিকেটাররা। দলের কয়েক জন ক্রিকেটারকে ভিডিয়ো তুলতে দেখা গিয়েছে। বিমানকর্মীদের পাল্টা ধন্যবাদও জানিয়েছেন উচ্ছ্বসিত বাবরেরা। এখনও পর্যন্ত ভারত সফরের অভিজ্ঞতায় খুশি তাঁরা। কাঁটাতারের বৈরিতা এখনও ভারতে প্রত্যক্ষ করতে হয়নি তাঁদের। অন্য দলের মতোই সুযোগ-সুবিধা-আতিথেয়তা পেয়েছেন বাবররা। বরং নিরাপত্তার খাতিরে তাঁদের জন্য বিশেষ ব্যবস্থাও নিয়েছে বিসিসিআই।

    আরও পড়ুন: গানে মাতাবেন অরিজিৎ! ভারত-পাক ম্যাচের আগে জমকালো অনুষ্ঠানের পরিকল্পনা

    ভারতের বিরুদ্ধে খেলবেন কারা

    টানা দু’টি ম্যাচ জিতে শনিবার আহমেদাবাদে ভারতের (India vs Pakistan) বিরুদ্ধে খেলতে নামছে পাকিস্তান। শ্রীলঙ্কার বিরুদ্ধে দারুণ শতরান করেছেন আবদুল্লাহ শফিক। ওপেনার হিসেবে তাই ইমাম উল হকের সঙ্গে থাকবেন শফিক। ইমাম প্রথম দু’টি ম্যাচে রান না পেলেও ভারতের বিরুদ্ধে তাঁর রেকর্ড খারাপ নয়। তিনে যথারীতি বাবর আজম নামবেন। তিনিও আগের দু’টি ম্যাচে রান পাননি। ভারতের বিরুদ্ধে ব্যাটে রান পেতে মরিয়া বাবর। আগের ম্যাচে সতরান পেয়েছেন মহম্মদ রিজওয়ানও। চারে নামবেন তিনি। আহমেদাবাদের পিচ স্পিন সহায়ক হওয়ায় দুই স্পিনার অলরাউন্ডার শাদাব খান এবং মহম্মদ নওয়া‌জ দলে থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া তিন পেসার শাহিন শাহ আফ্রিদি, হ্যারিস রউফ এবং হাসান আলি যা ফর্মে রয়েছে, তাতে যে কোনও দল তাঁদের সমীহ করবে।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • India vs Pakistan: গিলকে বিশ্বকাপের জন্য প্রেরণা যুবির! পাক ম্যাচে কি খেলবেন শুভমান?

    India vs Pakistan: গিলকে বিশ্বকাপের জন্য প্রেরণা যুবির! পাক ম্যাচে কি খেলবেন শুভমান?

    মাধ্যম নিউজ ডেস্ক: বাইশ গজের লড়াই হোক বা জীবনযুদ্ধের… ভারতীয় তারকা অলরাউন্ডার যুবরাজ সিং সকলের কাছেই প্রেরণা। রাত পোহালেই ভারত-পাকিস্তান মহারণ। তার আগে ডেঙ্গি আক্রান্ত শুভমান গিলকে (Shubman Gill) প্রেরণা দিলেন যুবি।   ২০১১ সালের বিশ্বকাপের সময় যুবরাজ ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন। মাঠের মধ্যে ম্যাচের মাঝে বমিও করতে দেখা গিয়েছিল তাঁকে। তবে যুবরাজের ব্যাট কিন্তু বন্ধ হয়নি। বরং দলের বিশ্বকাপ জয়ে যুবরাজ গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। যুবি জানান, তিনি আশাবাদী পাক ম্যাচের আগে সুস্থ হয়ে উঠবেন গিল। 

    কী বললেন যুবরাজ

    চলতি ওডিআই বিশ্বকাপে (ICC World Cup 2023) ভারত ইতিমধ্যে ২টি ম্যাচ খেলেছে। প্রথমে অস্ট্রেলিয়া ও তারপর আফগানিস্তানকে হারিয়েছে মেন ইন ব্লু। এই দু’টি ম্যাচের একটিতেও খেলতে দেখা যায়নি ভারতের তরুণ ওপেনার শুভমন গিলকে। ডেঙ্গি থেকে সুস্থ হয়ে মাঠে গিল কবে ফিরবেন এই নিয়ে নানা কথা শোনা যাচ্ছে। এই আবহে যুবরাজ বলেন, ‘শুভমান গিলকে আমি শক্তিশালী করে দিয়েছি। আনি ওকে বলেছি, কীভাবে ক্যান্সারের সঙ্গে লড়াই করতে করতে আমি বিশ্বকাপে খেলেছিলাম। আমি আশাবাদী ও ভারত-পাকিস্তান ম্যাচের জন্য তৈরি। যখন কারও জ্বর এবং ডেঙ্গি হয় তার পক্ষে ক্রিকেট ম্যাচ খেলা কঠিন হয়। এবং তার অভিজ্ঞতা রয়েছে আমার। আমি জানি ও ফিট থাকলে নিশ্চিতভাবে খেলবে।’

    আরও পড়ুন: গানে মাতাবেন অরিজিৎ! ভারত-পাক ম্যাচের আগে জমকালো অনুষ্ঠানের পরিকল্পনা

    অনুশীলনে গিল

    বৃহস্পতিবারই আমেদাবাদে নেটে ব্যাটিং অনুশীলন করতে দেখা গেল গিলকে। এক সপ্তাহেরও বেশি সময় পরে তিনি প্রথম অনুশীলন করেন। সকালে নেট অনুশীলনের আগে শুভমান গিল খোশমেজাজে রয়েছেন। তাঁর সঙ্গে ছিলেন টিম ইন্ডিয়ার ফিজিয়ো কমলেশ এবং থ্রোডাউন বিশেষজ্ঞ নুয়ান সেনেভিরত্নে। মোতেরার নেটে প্রায় এক ঘণ্টা ব্যাটিং করেছেন গিল। তিনি থ্রোডাউন এবং কিছু নেট বোলারের মুখোমুখি হয়েছিলেন। অনুশীলনের সময়ে তাঁর কোনও ধরণের শারীরিক অস্বস্তি ছিল বলে জানা যায়নি। সেশনের শেষের দিকে ২৪ বছরের তারকা তাঁর ফিল্ডিং দক্ষতা বাড়াতে কিছু ক্যাচও অনুশীলনও করেন। পাকিস্তান ম্যাচের জন্য এখনও এক দিন হাতে রয়েছে। শুভমন গিল শুক্রবার সন্ধ্যায় বাকি ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে তাঁর দ্বিতীয় রাউন্ডের পূর্ণাঙ্গ অনুশীলন সেশনে অংশ নেবেন। তিনি যদি ভালো করেন, তা হলে শনিবার বিশ্বকাপে অভিষেক হতে পারে শুভমানের।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • India vs Pakistan: গানে মাতাবেন অরিজিৎ! ভারত-পাক ম্যাচের আগে জমকালো অনুষ্ঠানের পরিকল্পনা

    India vs Pakistan: গানে মাতাবেন অরিজিৎ! ভারত-পাক ম্যাচের আগে জমকালো অনুষ্ঠানের পরিকল্পনা

    মাধ্যম নিউজ ডেস্ক: টিকিট নিয়ে উন্মাদনা। হাউজফুল স্টেডিয়াম। শহর জুড়ে কড়া নিরাপত্তা। ভারত-পাকিস্তান (India vs Pakistan) ম্যাচ ঘিরে সরগরম আমেদাবাদ। শনিবার আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বি দুই দল। বাইশ গজের বিশ্বযুদ্ধে ভারত-পাক ম্যাচ বরাবরই অন্য মাত্রা পায়। এবারও তার ব্যতিক্রম নয়। জানা গিয়েছে এই ম্যাচ দেখতে উপস্থিত হবেন বিশ্বকাপের গোল্ডেন টিকিটধারী সচিন তেন্ডুলকর, রজনীকান্ত ও অমিতাভ বচ্চন। তারকার সমাগম ঘটবে এই ম্যাচে।

    ম্যাচের শুরুতে সঙ্গীত অনুষ্ঠান

    এবারের বিশ্বকাপে কোনও উদ্বোধনী অনুষ্ঠান না হওয়ায় সমালোচনার মুখে পড়তে হয়েছিল বিসিসিআই-কে। সেই ক্ষোভ মেটাতেই ভারত পাকিস্তান ম্যাচের শুরুতে হবে সঙ্গীত অনুষ্ঠান। গানে মাতাবেন অরিজিৎ সিং। এছাড়াও অনুষ্ঠানে একাধিক বলিউড তারকা হাজির থাকবেন। ১৪ তারিখ দুপুর ১২টা ৪০ মিনিট থেকে শুরু হবে অনুষ্ঠান। চলবে ১টা ১০ মিনিট পর্যন্ত। গ্ল্য়ামারে ভরা অনুষ্ঠানের পর হবে টস। তবে অনুষ্ঠানে কোন কোন তারকা উপস্থিত থাকবেন তা জানা যায়নি। 

    টিকিট নিয়ে উন্মাদনা

    চলতি বিশ্বকাপে এখনও পর্যন্ত এই ম্যাচের টিকিটের চাহিদা ছিল সবচেয়ে বেশি। প্রথম দফায় সব টিকিট শেষ হয়ে গিয়েছিল। বিসিসিআই-এর পক্ষ থেকে সম্প্রতি দ্বিতীয় দফায় যে টিকিট ছাড়া হয়েছে সেটার ন্যূনতম দাম রাখা হয়েছে ২ হাজার টাকা। একদিনের ক্রিকেট বিশ্বকাপে এখনও পর্যন্ত ভারতকে পরাস্ত করতে পারেনি পাকিস্তান। সাতবার লড়াইয়ে প্রতিবারই শেষ হাসি হেসেছে ভারত।  বিশ্বকাপের প্রথম দুটো ম্যাচ জিতে ভাল জায়গায় রয়েছে ভারত এবং পাকিস্তান। দুই দলই প্রথম তিনের মধ্যে আছে। 

    আরও পড়ুন: বিশ্বকাপ মেলাল বিরাট-নবীনকে! রেকর্ড গড়েও নিরুত্তাপ, কাপ জয়ই লক্ষ্য রোহিতের

    দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া ম্যাচ

    বৃহস্পতিবার বিশ্বকাপের ম্যাচে মুখোমুখি হয় দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। টসে জিতে এদিন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন প্যাট কামিন্স। শুরু থেকেই চালিয়ে খেলতে থাকে দক্ষিণ আফ্রিকা। নিজের শেষ বিশ্বকাপে দুরন্ত ফর্মে রয়েছেন কুইন্ট ডি’কক। পরপর দুই ম্যাচে শতরান করলেন তিনি। ছক্কা হাঁকিয়ে নিজের শতরান পূরণ করেন দক্ষিণ আফ্রিকার তারকা কিপার-ব্যাটার। ৫০ ওভারে দক্ষিণ আফ্রিকা করে ৩১১ রান। বল হাতে দক্ষিণ আফ্রিকার বোলাররা শুরুটা দুর্দান্তভাবে করেন। মার্কো জানসেন ও লুনগি এনগিডির সঠিক লাইন এবং লেংথের বিরুদ্ধে দাঁড়াতে পারেনি অস্ট্রেলিয়া। অজি শিবিরকে প্রথম ধাক্কা দেন মার্কো জানসেন। তিনি তুলে নেন মিচেল মার্শকে (৭)। লুনগি এনগিডির বলে ফেরেন ডেভিড ওয়ার্নার (১৩ রান)। এরপর জোড়া ধাক্কা দেন কাগিসো রাবাডা। স্টিভ স্মিথকে এলবিডব্লিউ করেন। জশ ইংলিসকে বোল্ড করেন। ২৫ ওভারের শেষে অস্ট্রেলিয়ার স্কোর দাঁড়ায় ৯৫/৬। কোনও মিরাকেল না ঘটলে ম্যাচের ফল যাবে ব্যাগি গ্রিনদের বিপক্ষেই।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • ICC World Cup 2023: বিশ্বকাপ মেলাল বিরাট-নবীনকে! রেকর্ড গড়েও নিরুত্তাপ, কাপ জয়ই লক্ষ্য রোহিতের

    ICC World Cup 2023: বিশ্বকাপ মেলাল বিরাট-নবীনকে! রেকর্ড গড়েও নিরুত্তাপ, কাপ জয়ই লক্ষ্য রোহিতের

    মাধ্যম নিউজ ডেস্ক: বিরাট কোহলির মঞ্চে রোহিত শর্মার ‘শো’ দেখল কোটলা। হিটম্যানের দাপটে খড়কুটোর মতোই উড়ে গেল আফগানিস্তান। ভাল খেললেন কোহলিও।  বিশ্বকাপে দ্রুততম হাজার রান,  সপ্তম শতরান একাধিক রেকর্ড গড়েও ম্যাচ শেষে নিরুত্তাপ ভারত অধিনায়ক। বললেন,  ‘আমি রেকর্ড নিয়ে খুব একটা বেশি ভাবতে চাই না। দীর্ঘ পথ চলতে হবে। রেকর্ড করলে সব সময়ই ভালো লাগে। কিন্তু এখন নিজের রেকর্ডের কথা ভাবছি না। সেই সব ভাবতে গেলে মনঃসংযোগ নষ্ট হতে পারে। প্রতিযোগিতা সবে শুরু হয়েছে। আমার লক্ষ্য বিশ্বকাপ জেতা।’

    কী বললেন রোহিত

    পর পর দুটো ম্যাচ জিতে শনিবার চির প্রতিদ্বন্দ্বি পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামছে রোহিত-ব্রিগেড।  ভারত অধিনায়কের কথায়, “পাকিস্তানকেও হারাতে হবে। ফোকাস নষ্ট করা চলবে না। পর পর দুটো ম্যাচ জিতে ভালো লাগছে। তবে জয়ের ধারা বজায় রাখতে হবে। ” তিনি আরও যোগ করেছেন, ‘বিশ্বকাপে শতরান করা সব সময়েই আনন্দের। আমি ভালোই খেলছিলাম। খালি বড় রান পাচ্ছিলাম না। কিন্তু জানতাম, বড় রান আসবে। ব্যাটে বল ভাল আসছিল। তাই শুরু থেকে চালিয়ে খেলেছি। এটাই আমার খেলার ধরন। আমি আক্রমণাত্মক খেলতে ভালবাসি।’

    দিল্লি দেখল অন্য দৃশ্য

    রোহিতের রেকর্ডের সঙ্গে সঙ্গেই এদিন দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম সাক্ষী থাকল আরও অনেক কিছুর। আফগানিস্তানের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার পরই আলোচনায় ছিল বিরাট কোহলি বনাম নবীন উল হক। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের গত সংস্করণে তাদের বিতর্ক ‘মুখরোচক’ বিষয় হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু কোটলা দেখল অন্য ছবি। বিশ্বকাপ মেলাল বিরাট-নবীনকে। সমর্থকরা কী চাইছিলেন, তা অজানা। তবে সবটাই যে অতীত, বুঝিয়ে দিলেন কিং কোহলি। যাঁরা নানা সময়ে নবীন-বিরাটের ঘটনায় বিদ্রুপ করেছিলেন, তাঁদের ধুয়ে দিলেন কমেন্ট্রি বক্সে থাকা গৌতম গম্ভীর। তেমনই প্রশংসায় ভরিয়ে দিলেন বিরাট কোহলি এবং নবীন উল হককে।আফগানিস্তান ইনিংসে নবীন উল হক ব্যাটিংয়ে নামতেই, স্প্লিট স্ক্রিনে ধরা হল বিরাটকে। জায়ান্ট স্ক্রিনে দু-জনকে একসঙ্গে দেখাতেই গ্যালারিতে ব্যাপক আওয়াজ। বিরাট হাসতে থাকেন পুরনো ঘটনা নিয়ে এমন পরিস্থিতি তৈরি হওয়ায়।

    ঈশানের আউটে বিরাট কোহলি ক্রিজে নামতেই বোলিংয়ে আনা হয় নবীনকে। কয়েকটি ডেলিভারি সামলে নিলেন। রান নেওয়ার সময় নবীনের পাশ দিয়ে দৌড়ছিলেন বিরাট। ক্যামেরা ধরল তাঁদেরই। কিছুক্ষণ পরই অনবদ্য একটা দৃশ্য। বিরাট-নবীন হাত মেলাচ্ছেন। আফগানিস্তানের তরুণ ক্রিকেটারের পিঠ চাপড়ে দিচ্ছেন বিরাট কোহলি। গ্যালারির দিকেও ইশারা করলেন, উৎসাহ দাও এই তরুণকে। গ্যালারিও ভুলে গেল। গালি নয় তালিতে ভরে উঠল চারপাশ। সমালোচকদের জাবাব দিয়ে ধারাভাষ্যে থাকা গৌতম গম্ভীরও প্রশংসায় ভরিয়ে দিলেন বিরাটকে। বললেন, “বিরাট মানের ক্রিকেটারের থেকে এমন পরিণত আচরণই প্রত্যাশা করেন।”

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share