Tag: ICC

ICC

  • ICC: সেরার দৌড়ে শুভমন ও সিরাজ! কে জিতবেন আইসিসি প্লেয়ার অফ দ্য মন্থ অ্যাওয়ার্ড?

    ICC: সেরার দৌড়ে শুভমন ও সিরাজ! কে জিতবেন আইসিসি প্লেয়ার অফ দ্য মন্থ অ্যাওয়ার্ড?

    মাধ্যম নিউজ ডেস্ক: সেরার দৌড়ে শুভমন গিল ও মহম্মদ সিরাজ। ভারতীয় ক্রিকেটে সুদিন। আইসিসির গত জানুয়ারি মাসের প্লেয়ার অফ দ্য মন্থ অ্যাওয়ার্ড (ICC Player of the Month Award) কার ঝুলিতে উঠবে তা এখনও জানা যায়নি। কিন্তু যে তিনজন দৌড়ে রয়েছেন তাঁদের মধ্যে ২ জনই ভারতের। টানা দুরন্ত পারফরম্যান্সের জন্য শুভমন গিল (Subhman Gill) ও মহম্মদ সিরাজের (Mohammed Siraj) নাম উঠেছে এই তালিকায়। ক্রম তালিকায় তৃতীয় জন নিউজিল্য়ান্ডের ওপেনার ডেভন কনওয়ে। 

    শুভমনের চোখ ধাঁধানো ইনিংস

    শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে শুভমন গিলের। সিরিজের প্রথম ২ ম্যাচে রান না পেলও রাজকোটে সিরিজের তৃতীয় ম্যাচে গুরুত্বপূর্ণ ৪৬ রানের ইনিংস খেলেছিলেন ডানহাতি এই ব্যাটার। পরে ওয়ান ডে সিরিজে তিন ম্যাচে যথাক্রমে ৭০, ২১ ও ১১৬ রান করেন গিল। কিন্তু হায়দরাবাদে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে ১৪৯ বলে ২০৮ রানে ইনিংস গড়ে বহু রেকর্ড ভাঙেন তিনি। কনিষ্ঠতম ব্যাটার হিসেবে ওয়ান ডে ফর্ম্যাটে দ্বিশতরান হাঁকানোর নজির গড়েন গিল। এর পরের ২ ম্যাচে গিল যথাক্রমে ৪০ অপরাজিত ও ১১২ রানের ইনিংস খেলেন। ফেব্রুয়ারি মাসের শুরুতেই টি-টোয়েন্টি ফর্ম্যাটেও নিজের প্রথম সেঞ্চুরি হাঁকান গিল। ৬৩ বলে অপরাজিত ১২৬ রান করেন। এই দুই মাসে তাঁর পারফরম্যান্স তাঁকে সকলের নজরে আনে। জানুয়ারি মাসে এই পাঞ্জাবি ক্রিকেটার ১১ ম্যাচে মোট ৬৪৩ রান করেছিলেন।

    আরও পড়ুন: পাকিস্তানে হচ্ছে না এশিয়া কাপ, কোথায় হবে জানেন?

    সিরাজের সেরা স্পেল

    চোটের কারণে দীর্ঘদিন ভারতীয় দলের বাইরে যশপ্রীত বুমরা। বুমরার অনুপস্থিতিতেও ভারতকে বল হাতে একের পর এক সিরিজ জিতিয়েছেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। গত বছর থেকে এখনও পর্যন্ত আন্তর্জাতিক ওয়ান ডে ক্রিকেটে সিরাজই সর্বাধিক উইকেট নিয়েছেন। ওয়ান ডে ফর্ম্য়াটে মহম্মদ সিরাজ প্রতিদিনই নিজেকে এক আলাদা উচ্চতায় নিয়ে যাচ্ছেন। এই মুহূর্তে এই ফর্ম্যাটে বোলারদের ক্রমতালিকায় শীর্ষে রয়েছেন সিরাজ। জানুয়ারিতে মোট ১৪টি উইকেট নিয়েছেন সিরাজ। তাঁর মধ্যে রয়েছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে অবিশ্বাস্য স্পেল ৬-১-১০-১। 

    অন্যদিকে নিউজিল্যান্ডের ডেভন কনওয়ে চলতি বছর শুরু করেছিলেন তিনটি শতরান ও ২টো অর্ধশতরান দিয়ে। মোট ৯ ম্যাচে ৪৯৩ রান করেছেন বাঁহাতি এই ওপেনার। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Under 19 Women T20 WC: ব্রিটিশ কন্যাদের হারিয়ে অনূর্ধ্ব ১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে জয় ছিনিয়ে নিল ভারতীয় তরুণীরা

    Under 19 Women T20 WC: ব্রিটিশ কন্যাদের হারিয়ে অনূর্ধ্ব ১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে জয় ছিনিয়ে নিল ভারতীয় তরুণীরা

    মাধ্যম নিউজ ডেস্ক: অনূর্ধ্ব-১৯ মহিলা ক্রিকেট বিশ্বকাপে (Under 19 Women T20 WC) জয়ের পতাকা ওড়াল ভারত। দক্ষিণ আফ্রিকায় আয়োজিত এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে ভারত ইংল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে জয় ছিনিয়ে নিয়েছে। ভারতীয় বোলারদের বিধ্বংসী বোলিং- এর সামনে কার্যত দিশেহারা হয়ে পড়েন ইংলিশ ব্যাটাররা। মাত্র ৬৮ রানে মাঠ ছাড়তে বাধ্য হয় ইংল্যান্ড। প্রথম ওভার থেকেই নিয়মিত ব্যবধানে  উইকেট পড়তে শুরু করে। ইংল্যান্ডের মাত্র চারজন ব্যাটারই দুই অঙ্কের রান করতে পেরেছে। ভারতের হয়ে তিতাস সাধু, পার্শ্ববী চোপড়া এবং অর্চনা দেবী দুটো করে উইকেট নিয়েছেন। উল্টোদিকে মাত্র ১৪ ওভারেই ৩ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ভারতীয় দল।  

    এদিন টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় দলের ক্যাপ্টেন শেফালি ভার্মা। আজ জন্মদিন তাঁর। জন্মদিনের উপহার হিসেবে চেয়েছিলেন কাপ নিয়ে দেশে ফিরতে। সেই স্বপ্নপূরণ হল তাঁর।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

     
     
  • World Test Championship: বাংলাদেশের বিরুদ্ধে ২-০ জয়! বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের ছাড়পত্র কী পাবে টিম ইন্ডিয়া?

    World Test Championship: বাংলাদেশের বিরুদ্ধে ২-০ জয়! বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের ছাড়পত্র কী পাবে টিম ইন্ডিয়া?

    মাধ্যম নিউজ ডেস্ক: বাংলাদেশকে হোয়াইটওয়াশ করার পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (World Test Championship) পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এল ভারত। তার ফলে বিরাট কোহলিদের ফের এই প্রতিযোগিতার ফাইনালে খেলার সম্ভাবনা উজ্জ্বল হল। পাঁচটি সিরিজ শেষে টিম ইন্ডিয়ার পয়েন্ট শতকরা ৫৮.৯৩।  তার পরে রয়েছে দক্ষিণ আফ্রিকা (৫৪.৫৫ পিটিসি)। আর ৭৬.৯২ শতকরা পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। তাদের ফাইনালে খেলা প্রায় নিশ্চিত। এখন ঠিক হবে প্যাট কামিন্সদের প্রতিপক্ষ হবে কোন দল। ভারতের সম্ভাবনাই বেশি। কারণ, রোহিত শর্মাদের পরের সিরিজ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। দুই দল খেলবে চার ম্যাচের সিরিজ। 

    বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের ছাড়পত্র

    দেখে নেওয়া যাক, কী ফল হলে ভারত সরাসরি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (World Test Championship) ফাইনালে খেলার ছাড়পত্র পাবে-
    ১) ভারত যদি অস্ট্রেলিয়াকে ৪-০ ব্যবধানে হারায় তাহলে শতকরা পয়েন্ট হবে ৬৮.০৬। সেক্ষেত্রে সরাসরি ফাইনালে উঠবে টিম ইন্ডিয়া।
    ২) ভারত যদি ৩-১ কিংবা ৩-০ ব্যবধানে অস্ট্রেলিয়াকে হারায়, তাহলে ৬২.৫০ শতকরা পয়েন্ট দাঁড়াবে টিম ইন্ডিয়ার। সেক্ষেত্রেও অন্য কারও উপর নির্ভর করতে হবে না ফাইনালে ওঠার জন্য।
    ৩) এমনকী ভারত যদি ২-০ বা ১-০ ব্যবধানে যেতে, তাহলে শতকরা পয়েন্ট হবে ৬০.৬২। তাও অবশ্য রোহিত শর্মাদের ফাইনালে খেলার জন্য যথেষ্ট হতে পারে।
    তবে সিরিজ যদি ০-০, ১-১ কিংবা ২-২ ফলে অমীমাংসিত থাকে, তাহলে ভারতের শতকরা পয়েন্ট ৬০-এর নীচে নেমে যাবে। তখন ভারতকে তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচের দিকে। তখন, ওয়েস্ট ইন্ডিজ-দক্ষিণ আফ্রিকা এবং শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড টেস্ট সিরিজের ফল গুরুত্বপূর্ণ হয়ে যাবে।

    আরও পড়ুন: নিজের অটোগ্রাফ দেওয়া জার্সি বিসিসিআই সচিব জয় শাহকে পাঠালেন মেসি

    এখন প্রশ্ন হল, ভারত যদি অস্ট্রেলিয়ার কাছে হেরে যায়, তাহলে কি রোহিতদের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (World Test Championship) ফাইনালে খেলার স্বপ্ন ভেঙে যাবে?
    এই পরিস্থিতিতে অঙ্ক অবশ্যই জটিল হবে। দেখতে হবে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা যেন তাদের আসন্ন টেস্ট সিরিজ হারে। আর এই অঙ্ক তখনই গুরুত্ব পাবে, ভারত যদি ০-১ ব্যবধানে সিরিজ হারে। পরাজয়ের ব্যবধানে বেশি হলে ছিটকে যাবে টিম ইন্ডিয়া। উল্লেখ্য, গতবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে গিয়েছিল টিম ইন্ডিয়া।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • T-20 World Cup: আইসিসি সবার সঙ্গেই সমান আচরণ করে! সমালোচকদের কড়া বার্তা বিসিসিআই প্রেসিডেন্টের

    T-20 World Cup: আইসিসি সবার সঙ্গেই সমান আচরণ করে! সমালোচকদের কড়া বার্তা বিসিসিআই প্রেসিডেন্টের

    মাধ্যম নিউজ ডেস্ক: আইসিসি ভারতকে কোনও বিশেষ সুবিধা দেয় না। বাংলাদেশ সমর্থক ও পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদির অভিযোগের যোগ্য জবাব দিলেন বিসিসিআই প্রেসিডেন্ট রজার বিনি (Roger Binny)। বাংলাদেশি ক্রিকেট সমর্থকদের সুরে সুর মিলিয়ে পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদি অভিযোগ তুলেছিলেন আইসিসি (ICC) ভারতের প্রতি পক্ষপাতদুষ্ট। চলতি টি-২০ বিশ্বকাপে ভারতকে সেমিফাইনালে তোলার মরিয়া চেষ্টা করছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। আফ্রিদির এই অভিযোগের প্রেক্ষিতে বিনি বলেন, “এটা একেবারে ঠিক নয়। আমি মনে করি না আইসিসি আমাদের প্রতি পক্ষপাতিত্ব করেছে বলে। সবার সঙ্গেই সমান আচরণ করা হয়। কোনওভাবেই একথা (পক্ষপাতিত্বের) বলা যায় না। অন্য দলগুলির থেকে আমরা বাড়তি কী সুবিধা পেয়েছি? সন্দেহ নেই ভারত আন্তর্জাতিক ক্রিকেটের বড় পাওয়ার হাউস। তবে আইসিসি সবাইকে সমান চোখে দেখে।”

    আরও পড়ুন: শেষ চারে যেতে গেলে জিততে হবে ভারতকে! না হলে নানান অঙ্ক, জেনে নিন কোন দল কোন জায়গায়

    প্রসঙ্গত, অ্যাডিলেডে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ভারতের কাছে পাঁচ রানে হেরে যায় বাংলাদেশ। শুরুতে বেঙ্গল টাইগাররা ভাল খেললেও, বৃষ্টির পরেই ঘটে ছন্দপতন। খেলা শেষে  ভিজে মাঠকে হারের অজুহাত হিসেবে খাড়া করে বাংলাদেশ শিবির। এক্ষেত্রে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা ভারতের প্রতি পক্ষপাতিত্ব করছে বলে প্রাকারান্তরে দাবি তোলে পাক সংবাদমাধ্যমও। এবার সেই অভিযোগেরই জবাব দিলেন  ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের নতুন প্রেসিডেন্ট। আইসিসি ইভেন্টে ভারত গত কয়েক বছর ধরে ভালো খেলা সত্ত্বেও কি কারণে ট্রফি জিততে পারছে না? এর উত্তরে রজার বিনি বলেছেন, “আমি আশা করব, গত বারের বিশ্বকাপের ফলাফলটা একটা ব্যতিক্রম হিসেবে থাকবে। এই বছর অস্ট্রেলিয়াতে বিশ্বকাপটা ভারতই জিতবে। আমরা শিরোপার অনেক কাছে এসেছি। শেষ কয়েকটি টি-২০ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনালেও পৌঁছেছি। সেই নির্দিষ্ট দিনটায় আমাদেরকে ভালো খেলতে হবে।”

    আরও পড়ুন: বিরাট রেকর্ড কোহলির! সচিনকে পিছনে ফেলে বিদেশের মাঠে সর্বোচ্চ রান সংগ্রাহক কে জানেন?

    রোহিত শর্মার অধিনায়কত্ব প্রসঙ্গে বিনি জানান প্রত্যেক অধিনায়কের খেলানোর ধরন আলাদা। কপিলদেব, মহেন্দ্র সিং ধোনি, বিরাট বা কোহলি প্রত্যেকে নিজেদের মতো করে দল পরিচালনা করেছেন বা করেন। বিনির কথায়, “রোহিত একজন খুব অভিজ্ঞ ক্রিকেটার। ও একাধিক ম্যাচ খেলেছে। বিভিন্ন ধরনের পরিস্থিতির সামনে পড়েছে। প্রত্যেকের খেলার ধরন আলাদা। ধোনি সম্পূর্ণ আলাদা। ওর সাথে এই ভাবে অন্য কাউকে তুলনা করা যায় না। কপিল দেব বা গাভাসকরেরও (সুনীল) খেলার ধরন আলাদা আলাদা ছিল। দু’জনেই দু’টি আলাদা পন্থায় দলকে চালিয়েছেন।”

     

  • Sourav Ganguly: নয়া কমিটি ভারতীয় ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে যাবে! বিনিকে শুভেচ্ছা সৌরভের

    Sourav Ganguly: নয়া কমিটি ভারতীয় ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে যাবে! বিনিকে শুভেচ্ছা সৌরভের

    মাধ্যম নিউজ ডেস্ক: নিঃশব্দেই হাত বদল। ভারতীয় ক্রিকেট বোর্ডের ব্যাটন গেল অন্য হাতে। নব নির্বাচিত সভাপতি রজার বিনি (Roger Biny) বিনা প্রতিদ্বান্দ্বিতায় মসনদে বসলেন। আর বিদায় নিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। বোর্ডের বার্ষিক সাধারণ সভায় সবার নজর ছিল সৌরভের দিকে। কিন্তু তিনি ছিলেন নির্লিপ্ত, শান্ত ও স্থিতধি। দেখে বোঝার উপায় ছিল না, গত কয়েক দিনে তাঁর উপর দিয়ে বয়ে গিয়েছে বিশাল ঝড়। বিসিসিআই প্রেসিডেন্ট (BCCI President) থেকে তাঁর সরে যাওয়া নিয়ে রাজনীতির কারবারিরা ময়দানে নেমে পড়েছিলেন। তবে সৌরভকে দেখে মনে হয়নি, তিনি এই বিষয়গুলিকে খুব একটা পাত্তা দিচেছন। মুম্বইয়ের এক পাঁচতারা হোটেলে বোর্ডের বার্ষিক সভায় একাই প্রবেশ করেন মহারাজ। তাঁর হাতে ছিল কিছু দলিল দস্তাবেজ। গত তিন বছর ধরে তাঁর জামানায় ভারতীয় ক্রিকেট বোর্ডের সাফল্যের পরিসংখ্যান তিনি তুলে ধরেন ভরা সভায়। প্রশংসীত হয়েছেন। সভা শেষে সৌরভ অবশ্য সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হননি। নিজের বক্তব্য জানিয়ে হোটেল ছাড়েন মহারাজ। যাওয়ার আগে বলেন, ‘রজার বিনিকে শুভেচ্ছা। আশা করব, নতুন কমিটি ভারতীয় ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। আরও সাফল্য আসবে।’

    আরও পড়ুন: আইসিসি-তে যান দাদা! সৌরভের হয়ে প্রধানমন্ত্রীর কাছে আর্জি মমতার

    ২০১৯ সালে বিসিসিআই সভাপতি হয়েছিলেন সৌরভ। লোধা কমিটির নিয়ম অনুযায়ী তাঁর মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। তবে সুপ্রিম কোর্টের (Supreme Court) রায়ের পর আরও তিন বছর বোর্ড সভাপতি থাকতে পারতেন মহারাজ। ইচ্ছাও ছিল। কিন্তু বিসিসিআইয়ে এমন নজির নেই। অতীতে কোনও সভাপতি পর পর দু’টি টার্ম পাননি। তাই দ্বিতীয়বার বোর্ড সভাপতি হতে পারেননি তিনি। স্বাভাবিকভাবেই হতাশ সৌরভ ও তাঁর অনুগামীরা। তবে প্রাক্তন ভারত অধিনায়ক, আগামী দিনে আরও বড় কিছু করার বার্তা দিয়েছেন। তাই অনেকের মনে প্রশ্ন, সৌরভ কি তাহলে আইসিসি চেয়ারম্যান হবেন? কিন্তু বোর্ডের সভায় এই বিষয়ে কোনও আলোচনাই হয়নি। ২০ অক্টোবর আইসিসি’র (ICC) চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। সব কিছু দেখে মনে হচেছ ভারতীয় বোর্ড হয়তো এবার কাউকে প্রার্থী করবে না। সেক্ষেত্র পূর্ব ঘোষণা মতো ফের সিএবি সভাপতি (CAB President) পদেই দেখা যাবে সৌরভকে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • T20 WC 2022: বুমরাহর অভাব মেটাবে শামি! টসও গুরুত্বপূর্ণ, রোহিতকে পরামর্শ মাস্টার-ব্লাস্টারের

    T20 WC 2022: বুমরাহর অভাব মেটাবে শামি! টসও গুরুত্বপূর্ণ, রোহিতকে পরামর্শ মাস্টার-ব্লাস্টারের

    মাধ্যম নিউজ ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে (ICC T20 World Cup 2022) মহম্মদ শামি (Mohammed Shami) তাঁর সতীর্থ জশপ্রীত বুমরাহর যোগ্য বিকল্প হওয়ার ক্ষমতা রাখেন। এমনটাই মনে করেন ক্রিকেটের ঈশ্বর সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)।  সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাতকারে সচিন বলেছেন, ‘চোটের জন্য বুমরাহর না থাকা বড় ক্ষতি। ও ভারতের প্রধান স্ট্রাইক বোলার। বুমরাহ ব্যাটারদের উপর দাপট দেখাতে পারে। তবে শামি অনেকদিন পর মাঠে নেমেই প্রমাণ করে দিল যে, ওই বুমরাহর আদর্শ পরিবর্ত।’ শামির পাশাপাশি তরুণ বাঁহাতি জোরে বোলার অর্শদীপ সিংকে নিয়েও মুগ্ধ সচিন। তিনি বলেন, ‘অর্শদীপ পরিকল্পনা নিয়ে মাঠে নামে। এই ফরম্যাটে প্ল্যানিং বজায় রেখে বল করা খুবই গুরুত্বপূর্ণ।’ সচিনের কথায়, ‘অস্ট্রেলিয়ার মাঠ বড় হওয়ার কারণে স্পিনারদের বিরুদ্ধে মারা খুবই শক্ত। বল যে দিকে ঘুরছে, সে দিকে মারার একটা প্রবণতা দেখা যায়। খুব কম ব্যাটসম্যান রয়েছে যারা ক্রমাগত স্পিনারদের বিরুদ্ধে চালিয়ে খেলতে পারে। সাধারণত বাউন্ডারির দৈর্ঘ্য কতটা এর উপর নির্ভর করে কোন স্পিনারকে খেলানো দরকার। কোন দিকে হাওয়া বইছে সেটাও খেয়াল রাখতে হবে। ‘ভারতের কিংবদন্ত ব্যাটসম্যান বলেছেন, ‘চলতি টুর্নামেন্টে বাঁহাতি ব্যাটসম্যান অবশ্যই গুরুত্বপূর্ণ। বোলার এবং ফিল্ডারদের সেই অনুযায়ী নিজেদের গুছিয়ে নিতে হয় এবং তারা যদি একটানা স্ট্রাইক রোটেট করে, তা হলে বোলারদের সমস্যায় পড়তে হয়।’ তিনি আরও বলেছেন, ‘আমি মনে করি কিছু ক্ষেত্রে কন্ডিশনের ভূমিকাও গুরুত্বপূর্ণ হবে এবং স্কোর রক্ষা করা সহজ হবে না। ম্যাচ চলাকালীন পরিস্থিতি পরিবর্তন হতে পারে এবং রান তাড়া করা সহজ হতে পারে। টসের ভূমিকাও তাই কিছু ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হবে।’

    আরও পড়ুন: ক্রিকেট ঘোচায় দূরত্ব! বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে শাহিনকে কী পরামর্শ দিলেন শামি?

    ১৯৯২ সাল থেকে অস্ট্রেলিয়া সফর করেছেন। স্যর ডন ব্র্যাডম্যানের দেশে একাধিক সফর করার সুবাদে সেখানকার পিচ ও স্টেডিয়ামকে হাতের তালুর মতো চেনেন সচিন। তাই বিশ্বকাপের মূল পর্বে খেলতে নামার আগে রোহিতদের পরামর্শ দিলেন মাস্টার ব্লাস্টার। ডেথ ওভারের টিম ইন্ডিয়া কীভাবে ভালো বোলিং করতে পারে তাও জানিয়েছেন কিংবদন্তি ক্রিকেটার। টিম ইন্ডিয়ার শিরোপা জয়ের সম্ভাবনা সম্পর্কে তিনি বলেন, ‘আমাদের দল খুব ভালো এবং ভারসাম্যপূর্ণ। সম্ভবত টুর্নামেন্টে সবচেয়ে শক্তিশালী ব্যাটিং লাইন আপ আমাদের। ফাইনালে খেলার ক্ষমতা রয়েছে রোহিতদের।’ সচিনের কথায় সেমিফাইনালের চারটি দল হল,‘আমাদের পুল থেকে আমার সেমিফাইনালিস্ট হবে ভারত ও পাকিস্তান। পাকিস্তান যদি ভালো ব্যাটিং করে তাহলে না হলে দক্ষিণ আফ্রিকা থাকবে। অস্ট্রেলিয়ার পরিবেশ দক্ষিণ আফ্রিকার মতোই। দ্বিতীয় পুলে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া ফেভারিট, নিউজিল্যান্ড ডার্ক হর্স। আইসিসি চ্যাম্পিয়নশিপে তারা ভালো করেছে।’

  • BCCI President: বিসিসিআই সভাপতি থাকছেন না মহারাজ! পরবর্তী প্রেসিডেন্ট হতে পারেন রজার বিনি

    BCCI President: বিসিসিআই সভাপতি থাকছেন না মহারাজ! পরবর্তী প্রেসিডেন্ট হতে পারেন রজার বিনি

    মাধ্যম নিউজ ডেস্ক: আগামী ১৮ অক্টোবর বিসিসিআইয়ের নির্বাচন (BCCI Election)। সেদিকেই চোখ গোটা ক্রিকেট দুনিয়ার (Cricket World)। আসলে, ভারতীয় ক্রিকেটের মসনদে কে বসবেন, এটাই এখন লাখ টাকার প্রশ্ন। বোর্ড সভাপতি (BCCI President) পদে সৌরভ গঙ্গোপাধ্যায় পুনর্নিবাচিত হবেন না অন্য কেউ তাঁর জুতোয় পা গলাবেন, তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে ক্রিকেট মহলে।

    নিয়ম অনুযায়ী আরও তিন বছর বিসিসিআই সভাপতি ( BCCI President) থাকতে পারবেন মহারাজ। তবে তাঁকে নির্বাচনে জিতে আসতে হবে। বিসিসিআই সূত্রের খবর, সৌরভ নাকি এবার বিসিসিআই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না। তাই তাঁর জায়গায় নতুন সভাপতি খোঁজার কাজও শুরু করে দিয়েছে শাসকগোষ্ঠী। শোনা যাচ্ছে, তিরাশির বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্য রজার বিনি (Roger Binny) দৌড়ে এগিয়ে। তাঁর নামে বোর্ডের শীর্ষকর্তারা সহমত পোষণ করেছেন বলেও শোনা যাচ্ছে।

    আরও পড়ুন: কাতার বিশ্বকাপের পরেই অবসর নেবেন লিওনেল মেসি! কী বললেন তিনি?

    কিন্তু প্রশ্ন উঠছে, সৌরভ গঙ্গোপাধ্যায় কেন হঠাৎ করে বিসিসিআই নির্বাচন থেকে সরে দাঁড়াতে চাইছেন? এই ব্যাপারে তেমন সদুত্তর মেলেনি। মুখ খোলেননি মহারাজও। তবে বোর্ড সূত্রের খবর, সৌরভকে নাকি আইসিসি’র প্রেসিডেন্ট (ICC President) নির্বাচনে দাঁড় করাতে চাইছে বিসিসিআইয়ের একাংশ। এক্ষেত্রে সৌরভের উজ্জ্বল ভাবমূর্তি ও জনপ্রিয়তা কাজে লাগতে পারে। গত বৃহস্পতিবার বোর্ডের শীর্ষ কর্তাদের একটি বৈঠক হয়। সেখানেই নাকি সৌরভ বলেছেন, তিনি পুনরায় বিসিসিআই সভাপতি হতে রাজি নন। তখন তাঁকে আইসিসি’র প্রেসিডেন্ট হওয়ার প্রস্তাব দেওয়া হয়। তবে সৌরভ এখনও সিদ্ধান্ত নেননি বলেই ঘনিষ্ঠ মহলের খবর। সচিব পদে ফের মনোনয়ন দিতে পারেন জয় শাহ (Jay Shah), কোষাধ্যক্ষ হতে পারেন অরুণ ধুমাল। আইপিএল (IPL) গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান হওয়ার দৌড়ে আছেন রাজীব শুক্লা।

    আরও পড়ুন: ইন্দোনেশিয়ায় ফুটবল ম্যাচ ঘিরে ধুন্ধুমার কাণ্ড! পদপিষ্ট হয়ে মৃত কমপক্ষে ১৭৪

    ১২ অক্টোবর মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। ১৩ অক্টোবর হবে স্ক্রুটিনি। মনোনয়ন প্রত্যাহার ১৪ অক্টোবর। সেদিনই ছবিটা পরিষ্কার হয়ে যাবে। তবে বিসিসিআই নির্বাচনে চমক থাকে শেষ পর্যন্ত। সময় যত এগোবে, টি-২০ ক্রিকেটের মতোই উত্তেজনার পারদ চড়বে বোর্ড নির্বাচন ঘিরে। গতবারও তাই হয়েছিল।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • ICC U19 Women’s T20 World Cup 2023: বছরের শুরুতেই প্রথম অনূর্ধ্ব -১৯ মহিলা টি-২০ বিশ্বকাপ! জেনে নিন কবে ভারত-পাকিস্তান মহারণ?

    ICC U19 Women’s T20 World Cup 2023: বছরের শুরুতেই প্রথম অনূর্ধ্ব -১৯ মহিলা টি-২০ বিশ্বকাপ! জেনে নিন কবে ভারত-পাকিস্তান মহারণ?

    মাধ্যম নিউজ ডেস্ক: নতুন বছরের শুরুতেই ফের টি-২০ বিশ্বকাপ (U19 Women’s T20 World Cup)। তবে সেই মঞ্চ সিনিয়রদের নয়। এখানে সেরা পারফরম্যান্স মেলে ধরার সুযোগ পাবেন অনূর্ধ্ব-১৯ মহিলা ক্রিকেটাররা। টি-২০’র জনপ্রিয়তা ক্রমশ বাড়ছে। তা দেখেই এবার অনূর্ধ্ব-১৯ মহিলা বিশ্বকাপ শুরু করছে আইসিসি (ICC)। প্রতিযোগিতা শুরু ১৪ জানুয়ারি। ফাইনাল হবে ২৯ জানুয়ারি। মোট ১৬টি দেশ আইসিসি’র এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে। ১১টি আইসিসি’র পূর্ণ সদস্য দেশের পাশাপাশি পাঁচটি অ্যাসোসিয়েটস দেশও খেলবে। ১৫ দিন ধরে হবে মোট ৪১টি ম্যাচ। প্রত্যেকদিন হবে হবে চারটি করে ম্যাচ। ম্যান্ডেলার দেশের দুটি শহর বেনোনি ও পোচেস্ট্রুমে প্রথম অনূর্ধ্ব-১৯ মহিলা বিশ্বকাপের আসরে ভারত অভিযান শুরু করবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে।

    আরও পড়ুন: ‘‘রজার তোমার টেনিসের প্রেমে পড়েছি সেই কবে থেকে…’’, আবেগে ভাসলেন সচিন

    ১৬টি দলকে ভাগ করা হয়েছে চারটি গ্রুপে। একটি গ্রুপ থেকে প্রথম তিনটি দল উঠবে সুপার সিক্সে। সেখানে ‘এ’ গ্রুপের দলগুলি খেলবে ‘ডি’ গ্রুপের যোগ্যতা অর্জনকারী দলগুলির বিরুদ্ধে। আর ‘বি’ গ্রুপের দলগুলির লড়াই হবে ‘সি’ গ্রুপের উন্নীত দলগুলির সঙ্গে। এই প্রথম বিশ্বকাপে খেলার সুযোগ পাচ্ছে রোয়ান্ডা ও ইন্দোনেশিয়ার মতো দেশ। ‘এ’ গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আমেরিকা। ‘বি’ গ্রুপে লড়াই হবে ইংল্যান্ড, পাকিস্তান, জিম্বাবোয়ে ও রোয়ান্ডা। ‘সি’ গ্রুপে খেলবে আয়ারল্যান্ড, ইন্দোনেশিয়া, নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। ভারত সহ ‘ডি’ গ্রুপের বাকি দলগুলি হল দক্ষিণ আফ্রিকা, সংযুক্ত আরব আমিরশাহি ও স্কটল্যান্ড। সুপার সিক্সেও যেহেতু দু’টি গ্রুপ বিন্যাস করে খেলা হবে, তাই নক-আউট পর্বের আগে ভারত-পাকিস্তান মহারণের কোনও সম্ভাবনা থাকছে না। 

    আরও পড়ুন: ‘‘২৪ ঘণ্টার মতো কেটে গেল ২৪টা বছর…’’, টেনিসকে বিদায় জানালেন ‘রাজা’ রজার

    কোন গ্রুপে কোন দল

    ‘এ’ গ্রুপ: অস্ট্রেলিয়া, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আমেরিকা
    ‘বি’ গ্রুপ: ইংল্যান্ড, পাকিস্তান, জিম্বাবোয়ে, রোয়ান্ডা
    ‘সি’ গ্রুপ: আয়ারল্যান্ড, ইন্দোনেশিয়া, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ
    ‘ডি’ গ্রুপ: ভারত, দক্ষিণ আফ্রিকা, সংযুক্ত আরব আমিরশাহি, স্কটল্যান্ড

    গ্রুপ পর্বে ভারতের ম্যাচ

    ১৪ জানুয়ারি: ভারত-দক্ষিণ আফ্রিকা (বেনোনি)
    ১৬ জানুয়ারি: ভারত-সংযুক্ত আরব আমিরশাহি (বেনোনি)
    ১৮ জানুয়ারি: ভারত-স্কটল্যান্ড (বেনোনি)।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

LinkedIn
Share