Tag: ICC

ICC

  • India vs Pakistan: ১৫ অক্টোবর নবরাত্রি, বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের দিন বদল? 

    India vs Pakistan: ১৫ অক্টোবর নবরাত্রি, বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের দিন বদল? 

    মাধ্যম নিউজ ডেস্ক: উৎসবের মরশুমে ক্রিকেটের মহাযুদ্ধ। নিরাপত্তার কারণে বদলে যেতে পারে আসন্ন একদিনের বিশ্বকাপে ভারত-পাকিস্তান (India vs Pakistan) ম্যাচের সময় সূচি। বিশ্বকাপে আগামী ১৫ অক্টোবর ভারত এবং পাকিস্তানের ম্যাচ হওয়ার কথা। টুর্নামেন্টের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচটি আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হওয়ার কথা। ওই দিন নবরাত্রি শুরু হচ্ছে। ফলে নিরাপত্তা নিয়ে সমস্যা দেখা দিতে পারে। 

    নিরাপত্তা নিয়ে সমস্যা

    গুজরাট জুড়ে বেশ ধুমধাম করেই পালিত হয় নবরাত্রি। গুজরাটের একটি গুরুত্বপূর্ণ উৎসব নবরাত্রি। অনেকটা পশ্চিমবঙ্গের দুর্গাপুজোর মতোই। টানা দশ দিন ধরে চলা এই উৎসবে স্থানীয় মানুষের মাতামাতি থাকেই। ১৫ অক্টোবর নবরাত্রির প্রথম দিন। ফলে বিশ্বকাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচের দিন পর্যাপ্ত পুলিশের ব্যবস্থা করা থেকে শুরু করে ক্রিকেটার ও দর্শকদের নিরাপত্তা নিয়ে সমস্যা হতে পারে। ফলে ভারতের বিভিন্ন নিরাপত্তা সংস্থা বোর্ডকে অনুরোধ করেছে অন্য কোনও দিন এই ম্যাচ আয়োজন করতে। আগামী বৃহস্পতিবার বোর্ডের একটি বৈঠক রয়েছে। সেখানেই এই ম্যাচের নতুন তারিখ ঘোষণা করা হতে পারে। বিসিসিআই সচিব জয় শাহ সমস্ত হোস্টিং ভেন্যুগুলির সদস্যদের ২৭ জুলাই (বৃহস্পতিবার) নয়াদিল্লিতে এই বৈঠকের জন্য ডেকেছেন। 

    আরও পড়ুন: বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে স্টাম্প ভাঙার শাস্তি! দুই ম্যাচ নির্বাসিত হরমনপ্রীত

    বোর্ডের এক কর্তার কথায়, “আমাদের কাছে যে বিকল্প রয়েছে তা আলোচনা করে দেখা হচ্ছে এবং দ্রুতই সিদ্ধান্ত নেওয়া হবে। নিরাপত্তা সংস্থার তরফে আমাদের জানানো হয়েছে, ভারত-পাকিস্তানের মতো হাইপ্রোফাইল ম্যাচে আমদাবাদে দেশ-বিদেশ থেকে হাজার হাজার সমর্থক আসবেন। নবরাত্রির কারণে ওই সময়ে সেই ম্যাচ আয়োজনে সমস্যা হতে পারে।” আইসিসি এই বিষয়ে ভাবনা চিন্তা শুরু করে দিয়েছে। যদি একান্তই এই ম্য়াচের সময়সূচি পরিবর্তিত হয়। তবে যারা ম্যাচ দেখতে আসছেন, তাঁদের জন্য সমস্যা হতে পারে। কারণ অনেকেই ট্রেন, বিমান, বাস বুক করে নিয়েছেন। হোটেল বুকিং চলছে। আমদাবাদে হোটেলর ভাড়াও বেড়েই চলেছে প্রতিনিয়ত।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • Harmanpreet Kaur: বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে স্টাম্প ভাঙার শাস্তি! দুই ম্যাচ নির্বাসিত হরমনপ্রীত

    Harmanpreet Kaur: বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে স্টাম্প ভাঙার শাস্তি! দুই ম্যাচ নির্বাসিত হরমনপ্রীত

    মাধ্যম নিউজ ডেস্ক: আইসিসির (ICC) আচরণবিধি ভঙ্গের দায়ে দুই ম্যাচের জন্য নির্বাসিত করা হল ভারতীয় দলের অধিনায়ক হরমনপ্রীত কৌরকে (Harmanpreet Kaur)। মঙ্গলবার, ২৫ জুলাই আইসিসির তরফে হরমনপ্রীতকে নির্বাসিত করার সিদ্ধান্তটি ঘোষণা করা হয়। দু’ম্যাচ নির্বাসনের ফলে এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে খেলা হবে না হরমনপ্রীতের। ভারত ফাইনালে উঠলে খেলতে পারবেন তিনি। 

    কী ঘটেছিল

    বাংলাদেশের বিরুদ্ধে শনিবারের ম্যাচে আউট হওয়ার পর ব্যাট দিয়ে উইকেট ভেঙে দিয়েছিলেন হরমনপ্রীত। সেটার জন্য তাঁকে তিনটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয় এবং ম্যাচ ফি কেটে নেওয়া হয়। আইসিসির লেভেল ২ ধারায় এই দোষের জন্য হরমনপ্রীতের ম্যাচ থেকে প্রাপ্ত ৫০ শতাংশ বেতন কাটা যায়। আইসিসির আচরণবিধির ২.৮ অনুযায়ী আম্পায়ারের সিদ্ধান্তের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশের জন্য এই শাস্তি পান হরমনপ্রীত। পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রকাশ্যে আম্পায়ারদের সমালোচনা করেন হরমনপ্রীত। সেই কারণে তাঁর ম্যাচ ফি-র আরও ২৫ শতাংশ কেটে নেওয়া হল। অর্থাৎ ম্যাচ ফি-র মোট ৭৫ শতাংশ কেটে নেওয়া হল হরমনপ্রীতের। সেই সঙ্গে দু’টি ডিমেরিট পয়েন্ট পেলেন তিনি। এর ফলে একটি টেস্ট অথবা দু’টি এক দিনের ম্যাচ বা টি-টোয়েন্টি থেকে নির্বাসিত হরমনপ্রীত।

    আরও পড়ুন: ট্রফি নিয়ে ৬৫ তলা থেকে ঝাঁপ দুই সেনাকর্তার, কলকাতায় অভিনব উদ্বোধন ডুরান্ড কাপের 

    এশিয়ান গেমস শুরু হচ্ছে ২৩ সেপ্টেম্বর থেকে। আইসিসি ক্রমতালিকা অনুযায়ী সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলবে ভারত। অর্থাৎ, তার আগে হরমনপ্রীতকে শাস্তি দেওয়ায় কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে খেলতে পারবেন না তিনি। দল যদি ফাইনালে ওঠে তা হলে সরাসরি তিনি ফাইনালে খেলতে পারবেন।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • ODI World Cup 2023: খোঁজখবর শুরু! ক্রিকেট বিশ্বকাপের টিকিট পাওয়া যাবে কবে থেকে?

    ODI World Cup 2023: খোঁজখবর শুরু! ক্রিকেট বিশ্বকাপের টিকিট পাওয়া যাবে কবে থেকে?

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বকাপের (ODI World Cup 2023) ক্রীড়াসূচি প্রকাশ হতেই টিকিটের খোঁজখবর শুরু করে দিয়েছেন ক্রিকেটপ্রেমীরা। ভারতের মোট দশটি ভেন্যুতে হবে ৪৮টি ম্যাচ। আগামী ৫ অক্টোবর আমেদাবাদে গতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া উদ্বোধনী ম্যাচে খেলবে ইংল্যান্ডের বিরুদ্ধে। ভারত নামবে ৮ অক্টোবর। চেন্নাইয়ে রোহিত শর্মাদের প্রতিপক্ষও অস্ট্রেলিয়া। 

    ভারত-পাকিস্তান মহারণ

    এক একটি দল খেলবে ন’টি করে ম্যাচ। তবে সবারই আগ্রহ ভারত-পাকিস্তান (India vs Pakistan) মহারণ ঘিরে। যা হবে ১৫ অক্টোবর আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। বাইশগজে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের লড়াই দেখার জন্য মুখিয়ে গোটা ক্রিকেট বিশ্ব (ODI World Cup 2023)। বাড়ছে টিকিটের চাহিদাও। তবে ঠিক কবে থেকে টিকিট বিক্রি শুরু হবে বা কত কত দামের টিকিট থাকবে, সে ব্যাপারে সরকারিভাবে এখনও কিছু জানায়নি আইসিসি। তবে বিসিসিআই (BCCI) সূত্রের খবর, জুলাইয়ের প্রথম সপ্তাহেই অন লাইনে টিকিট বিক্রি শুরু হতে পারে। তবে এক সঙ্গে সব ভেন্যুর টিকিট যেমন পাওয়া যাবে না, তেমনি ম্যাচের গুরুত্ব অনুযায়ী টিকিটের দাম ধার্য হতে পারে বলে মত ওয়াকিবহাল মহলের। আইসিসির নিজস্ব ওয়েবসাইট থেকে যেমন টিকিট বুক করা যাবে, তেমনি ব্যবহার করা হবে অন্য প্ল্যাটফর্মও।

    সাজছে ইডেন

    কলকতায় হবে বিশ্বকাপের (ODI World Cup 2023) পাঁচটি ম্যাচ। তার মধ্যে রয়েছে ভারত-দক্ষিণ গ্রুপ লিগের লড়াইও। একটি সেমি-ফাইনালও হবে ইডেনে। তাছাড়া পাকিস্তান, বাংলাদেশও খেলবে কলকাতায়। তাই উৎসবের মরশুমে বাংলার ক্রিকেট প্রেমীদের জন্য বাড়তি আনন্দ বয়ে আনছে বিশ্বকাপ। ইডেনে চলছে সংস্কারের কাজ। রংয়ের নতুন পোচ পড়ছে ড্রেসিংরুমে। সেজে উঠছে ক্লাব হাউস। নতুন মোড়কে কোহলি, রোহিতদের স্বাগত জানাতে তৈরি ক্রিকেটের নন্দনকানন। সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় আগেই জানিয়ে দিয়েছেন, সাধারণের কথা মাথায় রেখে টিকিটের দাম করা হবে। সেই মতোই প্রস্তুতি চলছে সিএবিতে। সৌরভ গঙ্গোপাধ্যায়কেও বিশ্বকাপের মহাযজ্ঞ আয়োজনে কাজে লাগানোর সিদ্ধান্ত নিয়েছে বঙ্গীয় ক্রকেটের নিয়ামক সংস্থা। 

    আরও পড়ুন: বিশ্বকাপে ভারত ভ্রমণ! ৯ শহরে ৯ ম্যাচ, ৮৪০০ কিলোমিটার ঘুরবে টিম ইন্ডিয়া

    সূত্রের খবর, ইডেনে বিশ্বকাপের (ODI World Cup 2023) ম্যাচে টিকিটের দাম ৭৫০, ১২০০, ২০০০ টাকা হতে পারে। বেশি দামেরও টিকিট থাকবে। সেক্ষেত্রে পাওয়া যাবে অন্য সুবিধাও। তবে সবার আগ্রহ ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে। এই ম্যাচের টিকিটের চাহিদা যে সবচেয়ে বেশি হবে তা বলার অপেক্ষা রাখে না। তবে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে এক লক্ষের বেশি দর্শকাসন। তাই অনেকে মাঠে বসে খেলা দেখতে পাবেন। ফাইনালও হবে আমেদাবাদেই।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • ODI World Cup 2023: বিশ্বকাপে ভারত ভ্রমণ!  ৯ শহরে ৯ ম্যাচ, ৮৪০০ কিলোমিটার ঘুরবে টিম ইন্ডিয়া

    ODI World Cup 2023: বিশ্বকাপে ভারত ভ্রমণ! ৯ শহরে ৯ ম্যাচ, ৮৪০০ কিলোমিটার ঘুরবে টিম ইন্ডিয়া

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বকাপের (ODI World Cup 2023) গ্রুপ পর্বে ন’টি শহরে ন’টি ম্যাচ খেলবে ভারত (Team India)। প্রিয় দলের খেলা দেখতে, বিরাট-রোহিতদের হয়ে গলা ফাটাতে পারবেন দেশের সব প্রান্তের মানুষই। অক্টোবরের ৫ তারিখ শুরু হবে ওডিআই ক্রিকেট বিশ্বকাপ। ফাইনাল ১৯ নভেম্বর। সব মিলিয়ে ১০টি ভেনুতে হবে বিশ্বকাপের ম্যাচ। এই ম্যাচগুলি খেলতে প্রায় ৮,৪০০ কিলোমিটার ঘুরতে হবে ভারতীয় দলকে। সেটাও ৩৪ দিনের মধ্যে। ভারত যদি ফাইনালে ওঠে তা হলে ৪২ দিনে ১১টি ম্যাচে ৯,৭০০ কিলোমিটার ঘুরতে হবে কোহলিদের।

    কোথায় কোথায় খেলবে ভারত

    ভারতীয় দলের (ODI World Cup 2023) অভিযান শুরু হবে ৮ অক্টোবর। চেন্নাইতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলবে ভারত (Team India)। দ্বিতীয় ম্যাচ দিল্লিতে। চেন্নাই থেকে দিল্লির দূরত্ব ১,৭৬১ কিলোমিটার। পরের ম্যাচ খেলতে আমেদাবাদে যেতে হবে কোহলিদের। দিল্লি থেকে আমেদাবাদের দূরত্ব ৭৭৫ কিলোমিটার। এই ভাবে পরের ম্যাচগুলির জন্য আমেদাবাদ থেকে পুণে (৫১৬ কিলোমিটার), পুণে থেকে ধর্মশালা (১,৯৩৬ কিলোমিটার), ধর্মশালা থেকে লখনউ (৭৮৪ কিলোমিটার), লখনউ থেকে মুম্বই (১,১৯০ কিলোমিটার), মুম্বই থেকে কলকাতা (১,৬৫২ কিলোমিটার) এবং কলকাতা থেকে বেঙ্গালুরু (১,৫৪৪ কিলোমিটার) যেতে হবে রোহিত, কোহলিদের। টুর্নামেন্টে সবচেয়ে বেশি ট্র্যাভেল করতে হবে ভারতীয় দলকেই।

    আরও পড়ুন: উৎসবের দিনে বিশ্বকাপ! সমস্যা হবে না, দাবি সিএবি কর্তাদের

    দেশের সেরা তারকাদের দেখার আশা

    বিসিসিআই সূত্রে খবর, ভারতের ম্যাচ পাওয়ার আবেদন করেছিল সব রাজ্য সংস্থা। তাই কোনও কেন্দ্রেই একটির বেশি খেলা দেওয়া হয়নি। বোর্ডের এক আধিকারিক বলেন, ‘‘দেশের মাটিতে বিশ্বকাপ (ODI World Cup 2023)। প্রতিটা রাজ্য সংস্থা ভারতের ম্যাচ আয়োজন করতে চেয়ে অনুরোধ করেছিল। সবাই দেশের সেরা তারকাদের দেখতে চায়। সেই কারণেই প্রতিটা মাঠে আলাদা আলাদা ম্যাচ রাখা হয়েছে। বিষয়টা জটিল হলেও এমনটাই হওয়ার ছিল। আশা করছি ক্রিকেটারদের কোনও সমস্যা হবে না।’’বিশ্বকাপে ভারত একমাত্র দল যারা লিগের ৯টি ম্যাচই ভিন্ন শহরে খেলবে। বাকি বেশির ভাগ দলই অন্তত এক শহরে দুটি ম্যাচ খেলবে। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • World Test Championship: ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপের সূচি ঘোষণা করল আইসিসি

    World Test Championship: ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপের সূচি ঘোষণা করল আইসিসি

    মাধ্যম নিউজ ডেস্ক: চির প্রতিদ্বন্দ্বি অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যে অ্যাশেজ সিরিজ দিয়েই শুরু হচ্ছে ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপের (Test Championship Final)  যাত্রা। ২০২১-২৩ টেস্ট চ্যাম্পিয়নশিপের (World Test Championship) ফাইনালে ভারতকে ২০৯ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া (END vs AUS)। ২০২৫ সালে লর্ডসে ফাইনাল ম্যাচ আয়োজিত হবে। অর্থাৎ টেস্ট চ্যাম্পিয়নশিপের পরপর তিনটি ফাইনালের জন্য ইংল্যান্ডের স্টেডিয়ামের নাম ঘোষণা করা হল। 

    কঠিন লড়াই ভারতের

    ৯ দলীয় ডব্লুটিসির যে সূচি আইসিসি দিয়েছে, তাতে করে বিসিসিআইয়ের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। তৃতীয়বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে গেলে কঠিন পথ পেরোতে হবে ভারতকে। দ্য চ্যাম্পিয়ন হওয়া অস্ট্রেলিয়াকেও তুলনামূলক কঠিন পথ পার করতে হবে। সেই তুলনাই অনেকটাই সহজ পথ পেরতে হবে দক্ষিণ আফ্রিকাকে। আগের মতই পয়েন্টের শতকরা হিসেবে নির্ধারণ করা হবে দুই ফাইনালিস্টকে।

    শুরু হচ্ছে অ্যাশেজ

    দুই বছরের এই চক্রে সবকটি দলকেই কমপক্ষে তিনটি হোম এবং তিনটি অ্যাওয়ে সিরিজ খেলতে হবে। অফিসিয়ালি এই তৃতীয় ডব্লুটিসির আসর শুরু হচ্ছে আসন্ন অ্যাশেজ সিরিজ দিয়ে। ১৬ জুন থেকে এজবাস্টন টেস্টের মধ্যে দিয়ে শুরু হবে এই অ্যাশেজ। গত বারের চ্যাম্পিয়নরা এজবাস্টনের পাশাপাশি এবারের অ্যাশেজে খেলবে লর্ডস, লিডস, ম্যাঞ্চেস্টার এবং দ্য ওভালে। অ্যাশেজের প্রথম টেস্টের জন্য় প্রথম একাদশ ঘোষণা করল ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড। মূলত তিন পেসার নিয়েই আক্রমণে নামতে চলেছে ইংল্যান্ড শিবির। স্টুয়ার্ট ব্রড, জেমন অ্য়ান্ডারসন ও ওলি রবিনসনকে একাদশে রাখা হয়েছে। তবে বাদ দিয়েছেন মার্ক উড। উইকেট কিপার ব্যাটার হিসেবে খেলবেন জনি বেয়ারস্টো। 

    আরও পড়ুন: লক্ষ্যভেদ! তিরন্দাজি বিশ্বকাপে বিশ্বরেকর্ড ভারতের ১৬ বছরের মেয়ে অদিতির

    ভারত তাদের এই ডব্লুটিসির সফর শুরু করছে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফর দিয়ে। আগের বারের মতন এবারও জয়ী দল পাবে ১২ পয়েন্ট। টাই হলে পাবে ছয় পয়েন্ট এবং ড্র হলে পাবে চার পয়েন্ট। এই চক্রে অজিরা ন’টি অ্যাওয়ে টেস্ট খেলবে। ভারত ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনটি, ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচটি, এবং বাংলাদেশের বিরুদ্ধে দু’টি টেস্টে খেলবে। এ ছাড়াও তারা ওয়েস্ট ইন্ডিজে গিয়ে দু’টি, অস্ট্রেলিয়াতে গিয়ে পাঁচটি এবং দক্ষিণ আফ্রিকাতে গিয়ে দু’টি ম্যাচের টেস্ট সিরিজ খেলবে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • ODI World Cup 2023: হটস্টার অ্যাপে বিনামূল্যে দেখা যাবে একদিনের বিশ্বকাপ!

    ODI World Cup 2023: হটস্টার অ্যাপে বিনামূল্যে দেখা যাবে একদিনের বিশ্বকাপ!

    মাধ্যম নিউজ ডেস্ক: মোবাইলে হটস্টার অ্যাপ থাকলেই বিনামূল্যে দেখা যাবে এক দিনের বিশ্বকাপ (ODI World Cup 2023)। দেখা যাবে এশিয়া কাপও। গত বছর ফুটবল বিশ্বকাপ দেখতে কোনও খরচ করতে হয়নি জিয়োসিনেমার গ্রাহকদের। কোনও টাকা লাগেনি আইপিএল দেখতেও। ভারতের বিপুল বাজারে জিয়োর সঙ্গে পাল্লা দিতে এবার স্টারও বিনামূল্যে এশিয়া কাপ এবং ক্রিকেট বিশ্বকাপ দেখাতে চলেছে।

    ক্রিকেটই হাতিয়ার

    হটস্টারের প্রধান সাজিত শিবানন্দন বলেন, “ওটিটি মাধ্যমে হটস্টার একেবারে প্রথম সারির অ্যাপ। আমরা বিভিন্ন ধরনের অভিজ্ঞতার সুযোগ করে দিয়েছি দর্শকদের। এ বার এশিয়া কাপ এবং এক দিনের বিশ্বকাপ (ODI World Cup 2023) বিনামূল্যে দেখাতে চলেছি আমরা। এর ফলে আমরা আরও বেশি মানুষের কাছে পৌঁছে যেতে পারব।” ভারতের আন্তর্জাতিক ম্যাচ সম্প্রচারের দায়িত্বে রয়েছে স্টার। টেলিভিশন ও ডিজিটাল দুটোরই স্বত্ত্ব রয়েছে তাদের হাতে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ, এশিয়া কাপ, বিশ্বকাপ রয়েছে এই বছরে। আন্তর্জাতিক ইভেন্টগুলো সম্প্রচার করবে স্টার। আইপিএল-এ জিওর রেকর্ডকে টেক্কা দিতে এবার এই বছরটাকেই পাখির চোখ করল স্টার।

    আরও পড়ুন: ইউরোপ বা আরব নয়! মেসির নতুন ঠিকানা আমেরিকার মায়ামি

    পে-ওয়াল তুলে নিল স্টার

    আইপিএল ২০২৩-এ জিও সিনেমার রেকর্ড-ব্রেকিং দর্শক সংখ্যার পরে, ডিজনি প্লাস হটস্টার বিশেষভাবে এই দুটি ম্যাচের জন্য তার মোবাইল ব্যবহারকারীদের জন্য পেওয়াল তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানির মতে এর ফলে ভারত জুড়ে ৫৪০ মিলিয়নেরও বেশি মোবাইল ব্যবহারকারীরা এখন বিনামূল্যে এশিয়া কাপ এবং আইসিসি ক্রিকেট বিশ্বকাপ (ODI World Cup 2023) দেখার অ্যাক্সেস পাবে। আইপিএলে বিরাট সংখ্যক মানুষ বিনামূল্যে জিয়োসিনেমাতে খেলা দেখেছেন। টিভি স্বত্ব স্টার কিনলেও মোবাইল স্বত্ব কেনার লড়াইয়ে জিয়োর কাছে হার মানতে হয়েছিল। কিন্তু আইসিসির প্রতিযোগিতায় দু’টিই স্বত্বই রয়েছে স্টারের কাছে। এবার ক্রিকেটকে হাতিয়ার করে দর্শক টানতে মরিয়া স্টার। আগামী, ৫ অক্টোবর থেকে রয়েছে বিশ্বকাপ। তার আগেই এশিয়া কাপের আসর বসছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • ICC World Cup: দুর্গাপুজোর সময় বিশ্বকাপ! ক্রিকেট মহাযুদ্ধের দিন ঘোষণা আইসিসির

    ICC World Cup: দুর্গাপুজোর সময় বিশ্বকাপ! ক্রিকেট মহাযুদ্ধের দিন ঘোষণা আইসিসির

    মাধ্যম নিউজ ডেস্ক: বাঙালির সেরা উৎসব দুর্গাপুজোর সময় শুর হতে চলেছে ক্রিকেটের মহাযুদ্ধ। আইসিসি ওয়ান ডে বিশ্বকাপের (ICC World Cup) মেগা আসর শুরু হবে ৫ অক্টোবর। ফাইনাল হবে ১৯ নভেম্বর। মঙ্গলবার এক দিনের বিশ্বকাপের শুরু এবং ফাইনালের সম্ভাব্য দিন ঘোষণা করল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। উদ্বোধন হতে পারে মুম্বইয়ে। ফাইনাল হওয়ার কথা আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। 

    ৪৬ দিন ধরে চলবে প্রতিযোগিতা

    এক দিনের বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি এখনও প্রকাশিত হয়নি।  ভারতের মোট ১২টি শহরে হবে বিশ্বকাপের খেলাগুলি। ৪৬ দিন ধরে চলবে প্রতিযোগিতা। ১০ দলের প্রতিযোগিতায় নকআউট পর্বের তিনটি ম্যাচ মিলিয়ে মোট ৪৮টি খেলা হবে। বিশ্বকাপের ম্যাচগুলি হবে বেঙ্গালুরু, চেন্নাই, দিল্লি, ধরমশালা, গুয়াহাটি, হায়দরাবাদ, কলকাতা, লখনউ, ইনদওর, রাজকোট এবং মুম্বইয়ে। কোন শহরে কোন দল খেলবে, সে সব এখনও চূড়ান্ত হয়নি। প্রস্তুতি ম্যাচের জন্য কোন দুটি বা তিনটি জায়গা বেছে নেওয়া হবে,সেটা এখনও নির্ধারিত হয়নি। সম্প্রতি ভারতীয় ক্রিকেট বোর্ডের একটি সভা হয়েছে। তাতে পরিষ্কার বলা হয়েছে সব রাজ্য দল যাতে সমানভাবে ম্যাচ পায় সেটি দেখতে হবে। রোটেশন প্রথায় খেলাগুলো ফেলা হবে। ইডেনে হবে দুটি কোয়ার্টার ফাইনাল ও একটি সেমি ফাইনাল ম্যাচ। বিশ্বকাপের এখনও সাত মাস বাকি। তার আগে দলের গ্রুপ বিন্যাস হবে।

    কর ছাড়ের আবেদন

    সাধারণত বিশ্বকাপ শুরুর এক বছর আগেই সূচি ঘোষণা করে দেয় আইসিসি। কিন্তু এবার বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা যে সেই কাজটা করতে পারেনি, সেটার পিছনে মূলত দুটি কারণ আছে বলে মনে করা হচ্ছে। সূত্রের খবর, বিশ্বকাপের জন্য কর ছাড় এবং পাকিস্তান দলের ভিসায় অনুমোদনের বিষয় নিয়ে এখনও ভারত সরকারের চূড়ান্ত ছাড়পত্রের অপেক্ষা করছে বিসিসিআই। বিশ্বকাপের আয়োজক আইসিসির হয়ে আনুমানিক ৯৬৩ কোটি টাকা কর হিসেবে কেন্দ্রীয় সরকারকে দিতে হবে ভারতীয় বোর্ডকেই। 

    আরও পড়ুন: আইএসএল জয়ের দিনেই পুরনো নামের মৌতাতে মোহনবাগান!

    আইসিসির নিয়মানুযায়ী, কোনও দেশ বিশ্বকাপ আয়োজন করতে চাইলে সরকারের তরফে কর ছাড়ের অনুমতি আদায় করতে হয়। যদি কর ছাড় না পাওয়া যায়, তা হলে সেই অর্থ আয়োজক দেশের ক্রিকেট বোর্ডকেই দিতে হয়। ভারতের করের নিয়মে এ ধরনের ছাড়ের কোনও উল্লেখ নেই। কেন্দ্রীয় সরকার প্রথমে জানিয়েছিল, বিশ্বকাপ থেকে আয়ের উপর ১০.৯২ শতাংশ কর দিতে হবে ভারতীয় ক্রিকেট বোর্ডকে। সেই কর মকুবের জন্য আবেদন করেছিলেন বিসিসিআই কর্তারা। এখনও তা নিয়ে কিছু চূড়ান্ত হয়নি। 

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Women T20 World Cup: মাইল ফলক ছুঁলেন হরমনপ্রীত! আইসিসি টি-২০ মহিলা বিশ্বকাপের সেমিফাইনালে ভারত

    Women T20 World Cup: মাইল ফলক ছুঁলেন হরমনপ্রীত! আইসিসি টি-২০ মহিলা বিশ্বকাপের সেমিফাইনালে ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: বৃষ্টিবিঘ্নিত ম্যাচে আয়ারল্যান্ডকে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ৫ রানে হারিয়ে আইসিসি টি-২০ মহিলা বিশ্বকাপের সেমিফাইনালে ভারত। এই জয়ের সুবাদে ৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ভারত লিগ টেবিলের প্রথম দুইয়ে থাকা নিশ্চিত করে। ইংল্যান্ড আগেই বি-গ্রুপ থেকে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে। তবে গ্রুপ চ্যাম্পিয়ন হবে কারা, তা নির্ভর করছে পাকিস্তান বনাম ইংল্যান্ড ম্য়াচের ফলাফলের উপর। ইংল্যান্ড এই গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হলে গ্রুপের দ্বিতীয় দল হিসেবে এ গ্রুপের প্রথম দল অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারত। 

    ম্যাচ রিপোর্ট

    এদিন আয়ারল্যান্ডের বিরুদ্ধে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে ভারত। তারা নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৫৫ রান তোলে। স্মৃতি মন্ধনা ৮৭, শেফালি বর্মা ২৪, জেমিমা রডরিগেজ ১৯ ও হরমনপ্রীত কউর ১৩ রান করেন। জবাবে ব্যাট করতে নেমে আয়ারল্যান্ড ৮.২ ওভারে ২ উইকেটের বিনিময়ে ৫৪ রান তুললে বৃষ্টিতে ম্যাচ বন্ধ হয়ে যায়। নতুন করে খেলা শুরু না হওয়ায় ভারত জয়ী ঘোষিত হয়। 

    হরমনপ্রীতের জোড়া রেকর্ড

    ব্যাটে বেশি রান না পেলেও সোমবার জোড়া নজির গড়ে ফেললেন ভারত অধিনায়ক হরমনপ্রীত কউর। বিশ্বের প্রথম মহিলা ক্রিকেটার হিসাবে সবচেয়ে বেশি টি-টোয়েন্টি ম্যাচ খেলার নজির গড়লেন তিনি। পাশাপাশি টি-টোয়েন্টি ফরম্যাটে ৩০০০ রান হয়ে গেল তাঁর। পুরুষ এবং মহিলা সব ধরনের ক্রিকেটার মিলিয়ে হরমনপ্রীতই প্রথম, যিনি ১৫০টি টি-টোয়েন্টি ম্যাচ খেললেন। টসে জেতার পর তিনি বলেন, “আমার কাছে এটা বিরাট সম্মান। দলের তরফেও আবেগপূর্ণ বার্তা পেয়েছি। বিসিসিআই এবং আইসিসি-কে ধন্যবাদ, যারা আমাদের এত ম্যাচ খেলার সুযোগ করে দিয়েছে।”


    আরও পড়ুন: তৃতীয় ও চতুর্থ টেস্টের জন্য দল ঘোষণা করে দিল বিসিসিআই

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Women T20 World Cup: বলে দীপ্তি, ব্যাটে রিচা! দুই বঙ্গতনয়ার দাপটে টি-২০ বিশ্বকাপে ক্যারিবিয়ান-বধ ভারতের

    Women T20 World Cup: বলে দীপ্তি, ব্যাটে রিচা! দুই বঙ্গতনয়ার দাপটে টি-২০ বিশ্বকাপে ক্যারিবিয়ান-বধ ভারতের

    মাধ্যম নিউজ ডেস্ক: অনুপ্রেরণা মহেন্দ্র সিং ধোনি। ক্রমশ মাহির মতো ফিনিশার হয়ে উঠে আসছেন উইকেটরক্ষক রিচা ঘোষ। পাকিস্তানের পর ওয়েস্ট ইন্ডিজ,পরপর দুই ম্যাচে চাপের মুখে অসাধারণ ব্যাটিং করলেন বঙ্গতনয়া। মেয়েদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের পর ওয়েস্ট ইন্ডিজকে হারাল ভারত। বুধবার কেপটাউনে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ৬ উইকেটে জেতেন হরমনপ্রীতরা।‌ ১১ বল বাকি থাকতেই জয়সূচক রানে পৌঁছে যায় ভারতের মেয়েরা। এদিনও দলের জয়ের পেছনে উল্লেখযোগ্য ভূমিকা নেন রিচা ঘোষ। বল হাতে অনবদ্য বাংলার দীপ্তি শর্মা।

    ম্যাচ-কথা

    টসে জিতে ব্যাটিং নেয় ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু তার ফায়দা তুলতে পারেনি। স্টেফানি টেলর এবং শিমেন ক্যাম্পবেলের পার্টনারশিপ ছাড়া ক্যারিবিয়ানদের ইনিংসে উল্লেখযোগ্য কিছু নেই। দারুণ বল করেন দীপ্তি শার্মা। ৪ ওভারে ১৫ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন বাংলার ক্রিকেটার। এদিন ৩ উইকেট নিয়ে নজির গড়েছেন বাংলার এই বোলার। ভারতীয় বোলারদের মধ্যে তিনিই প্রথম হিসাবে ১০০ টি-টোয়েন্টি উইকেট নিয়েছেন। ৮৯ টি-টোয়েন্টি ম্যাচে ১০০ উইকেট নিয়েছেন দীপ্তি। মাত্র ৪ রানে প্রথম উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। ২ রানে অধিনায়ক হেইলি ম্যাথিউসকে ফিরিয়ে দেন পূজা বস্ত্রকার। দ্বিতীয় উইকেটে ৭৩ রান যোগ করেন স্টেফানি-শিমেন জুটি। পার্টনারশিপ ভাঙেন শেফালি। একই ওভারে দুই উইকেট তুলে নেন। ৩০ রান করে আউট হন ক্যাম্পবেল। ৪২ তে ফিরে যান স্টেফানি। 

    আরও পড়ুন: ভারতেই রয়েছে চোখ জুড়ানো বহু মন্দির, দেখুন তারই কয়েকটি  

    জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভাল করে ভারত। কিন্তু বেশিক্ষণ উইকেটে টিকতে পারেননি চোট সারিয়ে ফেরা স্মৃতি মন্ধানা। দলের ৩২, ব্যক্তিগত ১০ রানের মাথায় ফিরে যান ভারতের স্টার ব্যাটার। পাকিস্তান ম্যাচে রান পাওয়া জেমাইমা রদ্রিগেজ (১) ব্যর্থ। কিছুটা চেষ্টা করেন শেফালি বর্মা। শেষপর্যন্ত ২৮ রান করে আউট হন সদ্য অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী অধিনায়ক। ৪৩ রানে ৩ উইকেট হারানোয় সমস্যায় পড়ে গিয়েছিল ভারত। এই জায়গা থেকে দলকে উদ্ধার করেন হরমনপ্রীত এবং রিচা। ৩২ বলে ৪৪ রান করে অপরাজিত থাকেন রিচা। তাঁর ইনিংসে ছিল ৫টি বাউন্ডারি। হরমনপ্রীত ৩৩ রান করেন। 

    ধারাবাহিকতা ধরে রাখা লক্ষ্য

    ম্যাচ জিতে স্বাভাবিক ভাবেই উচ্ছ্বসিত ভারত অধিনায়ক হরমনপ্রীত কাউর। সতীর্থদের ভালো পারফরম্যান্সকে কুর্ণিশ জানাতেও ভোলেননি তিনি। আর ম্যাচ শেষে তাঁর সোজাসাপ্টা বক্তব্য, ‘আমাদের জন্য দারুণ একটা দিন ছিল। যা প্রত্যাশা ছিল বা করেছি, তা সবটা পূরণ হয়েছে। পরপর দুই ম্যাচের ফলাফল নিয়ে আমরা খুশি। এই ধারাবাহিকতা, ছন্দটা ধরে রাখতে চাই। আমরা পরের ম্যাচেও ভালো পারফরম্যান্স করতে চাই।’

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     

  • ICC T20 World Cup: মাহির মতো ম্যাচ ফিনিশার হচ্ছেন রিচা! চাপের মধ্যে দুরন্ত ইনিংস বঙ্গতনয়ার

    ICC T20 World Cup: মাহির মতো ম্যাচ ফিনিশার হচ্ছেন রিচা! চাপের মধ্যে দুরন্ত ইনিংস বঙ্গতনয়ার

    মাধ্যম নিউজ ডেস্ক: একজনের আদর্শ মহেন্দ্র সিং ধোনি অপরজনের বিরাট কোহলি। রিচা ঘোষ ও জেমাইমা রড্রিগেজ। ভারতীয় মহিলা ক্রিকেট দলের দুই নির্ভরযোগ্য ব্যাটার। যাঁদের হাত ধরেই মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানকে  সাত উইকেটে হারিয়ে যাত্রা শুরু করল ভারত। 

    ব্যাক টু ব্যাক দুটো বিশ্বকাপ

    কয়েক দিন আগেই ছোটদের ক্রিকেটে বিশ্বজয় করেছেন। মহিলাদের অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পরে শিলিগুড়িতে ফিরতেও পারেননি রিচা ঘোষ। কারণ, হরমনপ্রীত কৌরদের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে দক্ষিণ আফ্রিকা যেতে হয়েছে তাঁকে। কিন্তু ব্যাক টু ব্যাক দুটো বিশ্বকাপ খেলার কোনও ধকল বা ক্লান্তি নিজের পারফরম্যান্সে এতটুকু পড়তে দেননি রিচা। পাকিস্তানের বিরুদ্ধে যেভাবে ম্যাচ ফিনিশ করলেন বঙ্গতনয়া তা এখনও পর্যন্ত কেরিয়ারের অন্যতম সেরা ইনিংস। ব্যাট হাতে ঝোড়ো ইনিংস খেলা যেন রিচার কাছে ভাত-ডাল। 

    আরও পড়ুন: দুরন্ত বাংলার রিচা! পাকিস্তানকে হারিয়ে টি-২০ বিশ্বকাপে যাত্রা শুরু ভারতের মেয়েদের

    মহেন্দ্র সিং ধোনি তাঁর আদর্শ। মাহির মতো ম্যাচ ফিনিশার হতে চান। একাধিক সাক্ষাৎকারে এই কথা শোনা গিয়েছে ভারতীয় মহিলা ক্রিকেট দলের উইকেট কিপার-ব্যাটার রিচা ঘোষের কাছ থেকে। রবিবার পাকিস্তানের বিরুদ্ধে যে ম্যাচ উইনিং ইনিংসটা খেললেন বঙ্গতনয়া তারপর বলাই যায় ফিনিশার ধোনির মতো অনেকটা গুনই রপ্ত করে ফেলেছেন রিচা। পাকিস্তানের বিরুদ্ধে সাজঘর থেকে তৈরি হয়ে এসেছিলেন রিচা। দেখালেন, কী ভাবে অবলীলায় ম্যাচ বার করে নিয়ে যেতে হয়। বার বার তিনি ভরসা দিচ্ছেন হরমনপ্রীতদের।পাকিস্তানের বিরুদ্ধে রিচা যখন ব্যাট করতে নামেন তখন অধিনায়ক হরমনকে হারিয়ে চাপে ভারত। পাকিস্তানকে হারাতে ৩৯ বলে দরকার ছিল ৫৭ রান। সেখান থেকে জেমাইমাকে সঙ্গে নিয়ে দুরন্ত ইনিংস খেললেন তিনি।  ২০ বলে ৩১ রানের ইনিংস খেলেছেন। ৫টি চার মেরেছেন। 

    জেমাইমার জেদ

    একদিকে থেকে যখন রিচা আক্রমণাত্মক ব্যাটিং করছেন তখন অপরদিক থেকে তাঁকে যোগ্য সঙ্গ দিয়েছেন জেমাইমা রড্রিগেজও। ৫৮ রানের পার্টনারশিপ করেন দুজনে। চার মেরে ম্যাচ জিতিয়ে নিজের অর্ধশতরান পূরণ করেন জেমাইমা। ৩৮ বলে ৫৩ করে অপরাজিত থাকেন কোহলি অনুরাগী জেমাইমা।

LinkedIn
Share