Tag: Ice Burial

Ice Burial

  • Ice Burial: সময় বাঁচাতে ‘আইস বারিয়াল’ করে দেহ সৎকার চলছে চিনে! কী এই পদ্ধতি?

    Ice Burial: সময় বাঁচাতে ‘আইস বারিয়াল’ করে দেহ সৎকার চলছে চিনে! কী এই পদ্ধতি?

    মাধ্যম নিউজ ডেস্ক: ওমিক্রনের নতুন সাবভ্যারিয়েন্ট বিএফ.৭ এর দাপটে প্রতিদিন চিনে ৫ হাজার মানুষের মৃত্যু হচ্ছে। সেদেশে শুরু হয়েছে মৃত্যু মিছিল। তবে বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন এবং কিছু আন্তর্জাতিক সংবাদ সংস্থা বলছে যে প্রকৃত রিপোর্ট চিন গোপন রাখছে, আসলে বেসরকারিভাবে মৃতের সংখ্যা আরও বেশি চিনে। হাসপাতালে বেড পাওয়া যাচ্ছে না এবং চিনের সৎকার স্থলের কর্মীরা বলছে যে প্রতি মুহূর্তে তাদের ফোন বেজে যাচ্ছে এবং গত ৬ বছরে এমন ব্যস্ততা কখনও দেখেনি তারা। সময় বাঁচাতে তাই নতুন পদ্ধতিতে মৃতদেহ সৎকার শুরু করল চিন।

    আরও পড়ুন: গত ৬ মাসে রাজ্যের দিকে দিকে উদ্ধার বিপুল নগদ, দেখুন কবে, কোথায়

    আইস বারিয়াল (Ice Burial) পদ্ধতি ঠিক কী?

    মৃতদেহ সৎকারের পদ্ধতি হিসেবে নতুন প্রযুক্তি প্রয়োগ করল বেজিং। দাহ করতে বা কবর দিতে সময় বেশি লাগছে সেই কারণে চিনে প্রয়োগ করা হল আইস বারিয়াল বা বরফ সমাধি  (Ice Burial)  পদ্ধতি। নতুন এই প্রযুক্তিতে তরল নাইট্রোজেনকে মাইনাস ১৯৬ ডিগ্রি সেলসিয়াসে এনে দেহগুলিকে পাউডারের করা হচ্ছে। এতে নাকি সৎকার খুব দ্রুত হচ্ছে।

    প্রসঙ্গত উল্লেখ্য আইস বারিয়াল  (Ice Burial)  প্রযুক্তি প্রথম ব্যবহার করা হয়েছিল ২০১৬ সালে। একটি সুইডিশ এবং আইরিস কোম্পানি এই পদ্ধতির  (Ice Burial)  আবিষ্কার করেছিল, সৎকারের নতুন পদ্ধতি আধুনিক বিশ্বের সামনে আনার জন্য। যদিও এই পদ্ধতি নিয়ে বিতর্কও কম হয়নি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

LinkedIn
Share