Tag: ICSE

ICSE

  • ICSE and ISC Result 2023: প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার ফলাফল

    ICSE and ISC Result 2023: প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার ফলাফল

    মাধ্যম নিউজ ডেস্ক: রবিবার আইসিএসই এবং আইএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হল (ICSE and ISC Result 2023) । জানা গিয়েছে, চলতি বছরে প্রায় আড়াই লাখ পরীক্ষার্থী কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এগজামিনেশন (সিআইএসসিই)-এর বোর্ডের (ICSE and ISC Result 2023) পরীক্ষা দিয়েছিল। প্রসঙ্গত, এই বোর্ডের মাধ্যমিক পরীক্ষার নাম আইসিএসই এবং উচ্চ মাধ্যমিকের নাম আইএসসি। বোর্ডের তরফে জানানো হয়েছে, ক্লাস ১০ ও ১২-এর পড়ুয়ারা সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইটে ফল জানতে পারবে। বোর্ডের তরফে ফলপ্রকাশের পরই এবার পরীক্ষার্থীরা রেজাল্ট ডাউনলোডও করতে পারবে। রোল নম্বরের সাহায্যে ফলাফল দেখতে পারবে পড়ুয়ারা।

    শীর্ষস্থানাধিকারী কারা হল

    বোর্ডের তরফে জানানো হয়েছে, আইএসসি পরীক্ষায় ৯৯.৭৫ শতাংশ নম্বর পেয়ে প্রথম হয়েছেন রিয়া আগরওয়াল এবং ইপ্সিতা ভট্টাচার্য। অন্যদিকে, আইসিএসই পরীক্ষায় ৯৯.৮ শতাংশ নম্বর নিয়ে মেধাতালিকায় শীর্ষ স্থান লাভ করেছে রুশিল কুমার।

    পাশের হার

    জানা গিয়েছে, চলতি বছরে আইএসসি পরীক্ষায় বসেছিল ৫১,৭৮১ জন ছাত্র এবং ৪৬,৭২৪ জন ছাত্রী। যেখানে মেয়েদের পাশের হার ৯৮.০১% এবং ছেলেদের ৯৫.৯৬%। অন্যদিকে, আইসিএসই পরীক্ষায় এবছর বসেছিল ১,২৮,১৩১ জন ছাত্র এবং ১,০৯,৫০০ জন ছাত্রী। ছাত্রীদের পাশের হার ৯৯.২১% এবং ছাত্রদের পাশের হার ৯৮.৭১%।

    কীভাবে ডাউনলোড করা যাবে রেজাল্ট 

    পরীক্ষার্থীরা cisce.org এবং results.cisce.org-এই দুটি ওয়েবসাইট থেকে রেজাল্ট ডাউনলোড করতে পারবে।  সিআইএসসিই-র ওয়েবসাইট থেকে ফল জানতে আইসিএসই অথবা আইএসসি অপশনে ক্লিক করতে হবে। এর পর ‘রেজাল্ট’ অপশনে গিয়ে ‘ইউনিক আইডি’ এবং ‘ইনডেক্স নম্বর’ দিতে হবে। এছাড়াও সিআইএসসিই-র ‘কেরিয়ার্স’ পোর্টালেও ফল জানা যাবে। ওই পোর্টাল থেকে পড়ুয়াদের ফল জানতে পারবে স্কুলগুলিও। ফল সংক্রান্ত যে কোনও তথ্য জানার জন্যে সিআইএসসিই-র হেল্পলাইন নম্বরেও (১৮০০২০৩২৪১৪) যোগাযোগ করতে পারবে স্কুলগুলি। রেজাল্ট নিয়ে সন্তুষ্ট না থাকলে পরীক্ষার্থীরা রি-চেকিং-এর সুবিধা পাবে ছাতের ছাত্রীরা। প্রসঙ্গত, ২০২৩ সালের ১৩ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল আইসিএস পরীক্ষা, তা শেষ হয় ৩১ মার্চ। অন্যদিকে, ২৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল আইসিএসই পরীক্ষা, তা শেষ হয় ২৯ মার্চ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • CISCE Board: ২০২৪ আইসিএসই, আইএসসি-র সময়সূচি ঘোষিত, কবে শুরু পরীক্ষা?

    CISCE Board: ২০২৪ আইসিএসই, আইএসসি-র সময়সূচি ঘোষিত, কবে শুরু পরীক্ষা?

    মাধ্যম নিউজ ডেস্ক: আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি ঘোষণা করল সিআইএসসিই বোর্ড (CISCE Board)। আইসিএসই  হল মাধ্যমিক স্তরের পরীক্ষা এবং আইএসসি হল উচ্চমাধ্যমিক স্তরের পরীক্ষা। প্রসঙ্গত বছর ঘুরলেই রয়েছে লোকসভার ভোট। সে কথা মাথায় রেখে ইতিমধ্যে পশ্চিমবঙ্গের মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ পরীক্ষার সময়সূচি এগিয়ে এনেছে। সবকিছু ঠিক থাকলে মার্চ মাস থেকেই শুরু হওয়ার কথা লোকসভা ভোট। সেই মতো দুটি (মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক) পরীক্ষার রুটিন (CISCE Board) ঘোষণা করেছে মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।

    কবে থেকে শুরু হচ্ছে পরীক্ষা?

    তবে ইংরেজি মাধ্যম স্কুলগুলির পড়ুয়া ও অভিভাবকরা অপেক্ষার প্রহর গুনছিলেন। কবে সিআইএসসিই বোর্ড (CISCE Board) পরীক্ষার সময়সূচি ঘোষণা করবে! অবশেষে সেই অপেক্ষার অবসান হল। বৃহস্পতিবার ও শুক্রবারের মধ্যরাত্রে বিজ্ঞপ্তি জারি করল সিআইএসসিই বোর্ড। আইসিএসই ও আইএসসি বোর্ডের পরীক্ষার্থীদের উদ্বেগ কাটল। জানা গিয়েছে, আইএসসি শ্রেণির পরীক্ষা অর্থাৎ ইংরেজি মাধ্যম স্কুলের উচ্চমাধ্যমিক শুরু হচ্ছে ১২ ফেব্রুয়ারি, সোমবার। শেষ হবে ৩ এপ্রিল, বুধবার। অন্যদিকে আইসিএসই অর্থাৎ ইংরেজি মাধ্যম স্কুলের মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ২১ ফেব্রুয়ারি, বুধবার এবং তা ২৮ মার্চ, বৃহস্পতিবার পর্যন্ত চলবে।

    ফল বের হওয়ার ৪ দিনের মাথায় রিভিউ অথবা স্ক্রুটিনির জন্য আবেদন করা যাবে

    মে মাস নাগাদ দুটি পরীক্ষারই (CISCE Board) ফল বের হবে বলে জানা গিয়েছে। ফল বের হওয়ার চার দিনের মধ্যেই রিভিউ অথবা স্ক্রুটিনির জন্য আবেদন করতে পারবেন পড়ুয়ারা। ফল বের হওয়ার ৬০ দিন পর্যন্ত পড়ুয়াদের উত্তরপত্রগুলিকে সংরক্ষণ করে রাখবে বোর্ড। আরও জানা গিয়েছে, আইসিএসই পরীক্ষা শুরু হবে সকাল ১১টা থেকে ছাত্র-ছাত্রীদের প্রশ্নপত্র বিলি করা হবে ঠিক ১০:৪৫ মিনিট নাগাদ। অন্যদিকে আইএসসির পরীক্ষা শুরু হবে সকাল ৯ টায় এবং বেলা ২টোয় দুটি ধাপে। অন্যদিকে আইসিএসই এবং আইএসসির পরীক্ষার্থীদের প্রাকটিক্যাল শেষ করানোর জন্য স্কুলগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে। এবং সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে ৩১ জানুয়ারি।  www.cisce.org -তে গিয়ে পরীক্ষার সময়সূচি ডাউনলোড করতে পারবেন পড়ুয়ারা।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • ICSE : ২০২৪-এই কি শেষ? ২০২৫ সাল থেকে উঠে যেতে পারে আইসিএসই, জানালেন বোর্ড সচিব 

    ICSE : ২০২৪-এই কি শেষ? ২০২৫ সাল থেকে উঠে যেতে পারে আইসিএসই, জানালেন বোর্ড সচিব 

    মাধ্যম নিউজ ডেস্ক: গুরুত্ব হারাতে চলেছে সিআইএসসিই-র দশম শ্রেণির পরীক্ষা অর্থাৎ আইসিএসই। কলকাতায় এসে তেমনই ইঙ্গিত দিলেন বোর্ডের সিইও জেরি অ্যারাথুন। জাতীয় শিক্ষানীতির বাস্তবায়নে এবার বদলে যেতে পারে পরীক্ষার ধরনও। ২০২৫ সালে দশম শ্রেণির পরীক্ষা কার্যত অনিশ্চিয়তার মুখে বলেই আভাস দিল সিআইএসসিই। 

    কী কী পরিবর্তন

    দ্য কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট একজামিনেশনস (CISCE) এর দশম শ্রেণির পরীক্ষা আইসিএসই (ICSE), দ্বাদশ শ্রেণির পরীক্ষা আইএসসি (ISC)। এই আইসিএসইর পরীক্ষা নিয়েই অনিশ্চয়তার আবহ তৈরি হয়েছে। কারণ, জাতীয় শিক্ষানীতি বাস্তবায়নের ফলে সরাসরি দ্বাদশ শ্রেণির পরীক্ষা হওয়ার কথা। তাই মন্ত্রকের নির্দেশের অপেক্ষায় এখনও অনিশ্চিত ২০২৫ সালের আইসিএসই। সিআইএসসিই বোর্ডের সচিব জেরি অ্যারাথুন বলেন, “২০২৪ সালে দু’টো পরীক্ষাই হবে। তবে ২০২৫ থেকে কী হবে আমরা নিশ্চিত নই। শিক্ষামন্ত্রক যা বলবে তার উপর নির্ভর করবে।” 

    বার্ষিক পরীক্ষা দিয়ে একাদশ শ্রেণিতে

    জাতীয় শিক্ষানীতি (এনইপি) চালু করা নিয়ে সিআইএসসিই বোর্ডের অধীনে থাকা স্কুলগুলির প্রধান শিক্ষকদের একটি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পাঁচ দিন ধরে চলবে প্রশিক্ষণ। সেই প্রশিক্ষণ শিবিরেই আইসিএসই অর্থাৎ দশম শ্রেণির পরীক্ষা নিয়ে এই ইঙ্গিত দিয়েছেন জেরি। তিনি জানান, ২০২৫ সাল থেকে দশম শ্রেণির বোর্ড পরীক্ষা তুলে দেওয়া হতে পারে। সে ক্ষেত্রে কেবল বার্ষিক পরীক্ষা দিয়ে একাদশ শ্রেণিতে উঠবে পড়ুয়ারা। দ্বাদশ শ্রেণিতে প্রথম বোর্ড পরীক্ষা দিতে হবে পড়ুয়াদের। যেমন, এখন সিবিএসই বোর্ডে হয়ে থাকে।

    আরও পড়ুুন: ‘কেন্দ্রীয় এজেন্সি ডাকলেই আন্দোলন কেন?’ ধনখড়ের নিশানা কাদের দিকে

    একইসঙ্গে জেরি জানান, ২০২৪ সালের পরীক্ষা থেকেই মূল্যায়ণ ব্যবস্থাতেও বদল আনা হচ্ছে। ২০২৪ সালের পরীক্ষায় প্রত্যেক বিষয়ে যুক্ত হচ্ছে ১০ নম্বরের ‘ক্রিটিকাল থিঙ্কিং’। জেরি অ্যারাথুন বলেন, “ক্রিটিকাল থিঙ্কিং অন স্কিল বেসড সাবজেক্ট। এ ছাড়াও মাল্টিপল চয়েস প্রশ্ন থাকবে। পড়ানোর ধরনে বদল আসবে, শেখার ধরনে আসবে বদল। একইসঙ্গে মূল্যায়ণ পদ্ধতিও বদলানো হচ্ছে।” তিনি জানান, গোটা প্রক্রিয়াই ধীরে ধীরে হবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • ICSE and ISC Result: আইসিএসইতে দেশে প্রথম স্থানাধিকারী ৯ জনের মধ্যে বাংলার সম্বিত মুখোপাধ্যায় 

    ICSE and ISC Result: আইসিএসইতে দেশে প্রথম স্থানাধিকারী ৯ জনের মধ্যে বাংলার সম্বিত মুখোপাধ্যায় 

    মাধ্যম নিউজ ডেস্ক: রবিবার আইসিএসই এবং আইএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হল। জানা গিয়েছে, চলতি বছরে প্রায় আড়াই লাখ পরীক্ষার্থী কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এগজামিনেশন (সিআইএসসিই)-এর বোর্ডের (ICSE and ISC Result 2023) পরীক্ষা দিয়েছিল। প্রসঙ্গত, এই বোর্ডের মাধ্যমিক পরীক্ষার নাম আইসিএসই এবং উচ্চ মাধ্যমিকের নাম আইএসসি। আইসিএসইতে দেশে প্রথম স্থানাধিকারী ৯ জনের মধ্যে রয়েছে বাংলার সম্বিত মুখোপাধ্যায়। অন্যদিকে, আইএসসিতে দেশে প্রথম স্থানাধিকারী ৫ জনের মধ্যে বাংলার ২ জন। আইএসসি-তে প্রথম স্থানে কলকাতার মান্যা গুপ্তা৷ কলকাতার হেরিটেজ স্কুলের ছাত্রী মান্যার প্রাপ্ত নম্বর ৩৯৯, অর্থাৎ ৯৯.৭৫%৷ মান্যার সঙ্গেই একই নম্বর পেয়ে প্রথম স্থানে বাংলার আরও এক কৃতী ছাত্র শুভম আগরওয়াল৷ জলপাইগুড়ি জেলার ভক্তিনগরে সেন্ট জোসেফ স্কুলের ছাত্র শুভম৷ প্রসঙ্গত, শনিবারই কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এগজামিনেশন (সিআইএসসিই)-এর বোর্ডের তরফ থেকে জানানো হয়েছিল যে রবিবার ফল প্রকাশ হবে।

    গোটা দেশের মধ্যে আইসিএসই-তে প্রথম বর্ধমানের সম্বিত

    আইসিএসই-তে শীর্ষস্থান দখল পূর্ব বর্ধমানের ছাত্র সম্বিত মুখোপাধ্যায়ের। তার বাড়ি বর্ধমান শহরের পার্কাস রোডে। বর্ধমান সেন্ট জেভিয়ার্স স্কুলের প্রধানশিক্ষক (ফাদার) মারিয়া যোশেফ সাবিয়াপ্পন জানান, সম্বিত খুব মনোযোগী ছাত্র। পড়াশুনা ছাড়াও সে অন্যান্য  নানা কাজেও দক্ষ। ভাল অ্যাঙ্কারিং-ও করে। বোর্ডের পরীক্ষায় সে ৯৯.৮০ শতাংশ নম্বর পেয়েছে। সম্বিতের বাবা মনোজ মুখোপাধ্যায় মাধ্যমকে ফোনে বলেন, ‘‘বড় হয়ে সম্বিত কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে চায়। দেশের জন্য কিছু করাই তার লক্ষ্য।’’

    পাশের হার

    জানা গিয়েছে, চলতি বছরে আইএসসি পরীক্ষায় বসেছিল ৫১,৭৮১ জন ছাত্র এবং ৪৬,৭২৪ জন ছাত্রী। যেখানে মেয়েদের পাশের হার ৯৮.০১% এবং ছেলেদের ৯৫.৯৬%। অন্যদিকে, আইসিএসই পরীক্ষায় এবছর বসেছিল ১,২৮,১৩১ জন ছাত্র এবং ১,০৯,৫০০ জন ছাত্রী। ছাত্রীদের পাশের হার ৯৯.২১% এবং ছাত্রদের পাশের হার ৯৮.৭১%।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • ISC and ICSE: ২০২৩ সালের দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষাসূচি ঘোষণা  আইএসসি ও আইসিএসই বোর্ডের

    ISC and ICSE: ২০২৩ সালের দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষাসূচি ঘোষণা আইএসসি ও আইসিএসই বোর্ডের

    মাধ্যম নিউজ ডেস্ক: দ্য কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশনস (CISCE) আগামী বছরের জন্য দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষাসূচি ঘোষণা করল। ইন্ডিয়ান সার্টিফিকেট অফ সেকেন্ডারি এডুকেশন (ICSE ক্লাস 10) এবং ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট (ISC ক্লাস 12)-এর ২০২৩ সালের পরীক্ষাসূচী ইতিমধ্যে অফিসিয়াল ওয়েবসাইট, cisce.org-তে প্রকাশ করেছে তারা। দ্বাদশ শ্রেণির আইএসসি পরীক্ষা হবে ২০২৩ সালের ১৩ ফেব্রুয়ারী থেকে এবং দশম শ্রেণির আইসিএসই পরীক্ষা হবে ২৭ ফেব্রুয়ারী ২০২৩ থেকে শুরু হবে৷

    আরও পড়ুন: আর নিজস্ব প্রবেশিকা পরীক্ষা নয়, স্নাতকোত্তরের জন্য কুয়েটেই ভরসা দিল্লি বিশ্ববিদ্যালয়ের

    CISCE বোর্ড পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশিকা দিয়েছে

    – পরীক্ষা শুরুর পাঁচ মিনিট আগে পরীক্ষার্থীদের পরীক্ষার হলে বসার নির্দেশ দিয়েছে বোর্ড।

    – পরীক্ষার্থীদের কেবলমাত্র প্রশ্নপত্রে উল্লিখিত প্রশ্নেরই উত্তর দেওয়ার পরামর্শ দিয়েছে বোর্ড।

    – উত্তরপত্রে শুধুমাত্র কালো/নীল বল-পয়েন্ট কলম ব্যবহার করার অনুমতি দিয়েছে বোর্ড।

    – প্রশ্নপত্রে যেভাবে নম্বর দেওয়ার পদ্ধতি ব্যবহার করা হয়েছে, সেভাবেই ব্যবহার করতে বলেছে বোর্ড।

    – যে কোনও ধরনের ইলেকট্রনিক ডিভাইস, ডেস্ক বা অন্যান্য ধরনের গণনা যন্ত্রের ব্যবহার পরীক্ষা কেন্দ্রে নিষিদ্ধ করেছে বোর্ড।

    – উত্তরপত্রের পৃষ্ঠাগুলিতে লেখা শেষ করার পরেই আবার শিট দেওয়া হবে।

    – ব্যবহৃত বা অব্যবহৃত সমস্ত শিট অবশ্যই মূল উত্তরপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।

    – রাফ কাজ সহ সমস্ত কাজ, বাকি উত্তরের মতো একই শীটে করা উচিত।

    – যদি কোনও পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রের ভিতরে বা বাইরে অসাধু উপায় অবলম্বন করে, তাহলে পরীক্ষার্থীকে বহিষ্কার করা হবে।

    আরও পড়ুন: স্বল্পমেয়াদী কোর্সের এত চাহিদা কেন? এগুলো করার সুবিধা কী কী?

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     

  • ICSE 10th Result: আইসিএসই-র দশম শ্রেণীর ফল প্রকাশ, ছাত্রদের থেকে এগিয়ে ছাত্রীরা

    ICSE 10th Result: আইসিএসই-র দশম শ্রেণীর ফল প্রকাশ, ছাত্রদের থেকে এগিয়ে ছাত্রীরা

    মাধ্যম নিউজ ডেস্ক: সিআইএসসিই (Council For The Indian School Certificate Examinations) অবশেষে আইসিএসই-র দশম শ্রেণীর ফল ঘোষণা করে। রবিবার ঠিক বিকেল ৫টার সময় বের হয় আইসিএসই-র ফল। সিআইএসসিই-র (CISCE) অফিসিয়াল ওয়েবসাইট cisce.org থেকে দেখা যাচ্ছে পরীক্ষার ফল। ওয়েবসাইটের পাশাপাশি ০৯২৪৮০৮২৮৮ নম্বরে মেসেজ করেও এসএমএসেও জানা যাচ্ছে ফল। আইসিএসই বোর্ডের তরফে জানানো হয়েছে, এবারে পাশের হার ৯৯.৯৭ শতাংশ।

    বোর্ডের তরফে জানানো হয়েছে, যারা তাদের পরীক্ষার মার্কসে খুশী না, তারা রিচেক করানোর জন্য আবেদন করতে পারবে। এর জন্য তারিখও ঘোষণা করে দিয়েছে বোর্ড। ১৭ জুলাই অর্থাৎ আজ থেকে ২০২২-এর ২৩ জুলাই পর্যন্ত সময় দেওয়া হয়েছে আবেদন করার জন্য। প্রতিটি পেপার রিচেক করার জন্যে ১০০০ টাকা ধার্য করা হয়েছে।

    আরও পড়ুন: প্রকাশিত হল জেইই মেইন- এর ফল, জানুন বিস্তারিত

    সারা দেশের মধ্যে মোট চার জন ছাত্র প্রথম স্থান অধিকার করেছেন। তাঁদের প্রাপ্ত নম্বর ৯৯.৮ শতাংশ। হরগুন কৌর মাথারু (Hargun Kaur Matharu), আনিকা গুপ্তা, পুষ্কর ত্রিপাঠী, কণিষ্কা মিত্তল এই চারজন প্রথম স্থানাধীকারি। এই চারজনের মধ্যে তিনজনই আবার উত্তর প্রদেশের বাসিন্দা। তালিকায় উত্তরপ্রদেশের কানপুরের শিলিং হাউস থেকে আনিকা গুপ্তা (Anika Gupta), যীশু অ্যান্ড মেরি স্কুল, বলরামপুরের পুষ্কর ত্রিপাঠী (Pushkar Tripathi) এবং লখনউ থেকে (Kanishka Mittal পেয়েছেন সর্বোচ্চ নম্বর। অন্যদিকে মেধা তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ৩৪ জন পড়ুয়া। তাঁরা ৯৯.৬ শতাংশ নম্বর পেয়েছেন। এবারে মোট ২৩১,০৬৩ জন পড়ুয়া পরীক্ষা দিয়েছিলেন। মেধা তালিকায় প্রথমে দশে রয়েছেন ১১০ জন। তারমধ্যে ১৭ জন বাংলার পড়ুয়া।

    এবারে ছেলে পরীক্ষার্থীদের তুলনায় মেয়ে পরীক্ষার্থীদের সংখ্যাই বেশি। এমনকি মেয়েদের রেজাল্ট ছেলেদের রেজাল্টের তুনলায় অনেকগুণ ভালো। প্রসঙ্গত, এই প্রথম যে, আইসিএসই-র পরীক্ষা দুটি সেমেস্টারে ভাগ করে হয়। প্রথম সেমিস্টার হয়েছিল ২০২১ -এর নভেম্বর-ডিসেম্বর মাসে আর দ্বিতীয় সেমেস্টার হয়েছিল এপ্রিল-মে মাসে।

    আরও পড়ুন: মাধ্যমিকে টেনেটুনে পাশ, সেই ছেলেই এখন আইএএস অফিসার!

     

     

  • ICSE 10th Result: আগামীকাল প্রকাশিত হতে পারে আইসিএসই দশম শ্রেণীর পরীক্ষার ফল, জানুন বিস্তারিত 

    ICSE 10th Result: আগামীকাল প্রকাশিত হতে পারে আইসিএসই দশম শ্রেণীর পরীক্ষার ফল, জানুন বিস্তারিত 

    মাধ্যম নিউজ ডেস্ক: মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল বেরিয়ে গিয়েছে অনেক আগেই। কিন্তু সিবিএসই (CBSE) বা সিআইএসসিই (ICSE)- র পরীক্ষার ফল এখনও প্রকাশিত হয়নি। এবার অপেক্ষার অবসান। আগামীকালই প্রকাশিত হতে পারে আইসিএসই- র দশম শ্রেণীর ফল। results.cisce.org and cisce.org – এই লিঙ্কে গিয়ে ফল দেখতে পারবেন পরীক্ষার্থীরা।

      আরও পড়ুন: মাধ্যমিকে টেনেটুনে পাশ, সেই ছেলেই এখন আইএএস অফিসার!

    আইএসসি পরী‌ক্ষা শেষ হয়েছে মে মাসে। পেরিয়ে গিয়েছে বেশ কিছুটা সময়। এবছর প্রায় ১ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছেন। 

    আরও পড়ুন: নীট পরীক্ষার অ্যাডমিট প্রকাশ করেছে এনটিএ, কীভাবে ডাউনলোড করবেন?  

    কী করে দেখা যাবে পরীক্ষার ফল?

    প্রথমে results.cisce.org and cisce.org – এই লিঙ্কে যান। 

    তারপর ‘result’ লিঙ্কটায় যান। নিজের শ্রেণী নির্বাচন করুন।

    লগইন উইন্ডোতে ইউনিক আইডি, ইনডেক্স নম্বর এবং অন্যান্য তথ্য দিতে হবে।

    তারপরেই স্ক্রিনে ভেসে উঠবে সিআইএসসিই- র দশম শ্রেণীর দ্বিতীয় সেমেস্টারের ফল। 

    এবার ডাউনলোড করে ফলের প্রিন্টআউট নিয়ে রাখুন।

    আরও পড়ুন: আগামী শিক্ষাবর্ষ থেকে পরীক্ষা ব্যবস্থায় ফের বড় বদল আনছে CBSE 

    আইসিএসই- দ্বাদশ শ্রেণীর ফল প্রকাশিত হবে জুলাই মাসের শেষে। আইসিএসই পরীক্ষায় পাশ করতে ন্যুনতম ৩৩ শতাংশ নম্বর লাগবে। দুটি সেমেস্টারের ফল একত্রিত করে প্রকাশ করা হবে ফল। 

    জুনের ১৩ তারিখে শেষ হয়েছে দ্বাদশ শ্রেণীর পরীক্ষা। মে মাসের ২৩ তারিখে শেষ হয়েছে দশম শ্রেণীর পরীক্ষা। এবছর দুটো সেমেস্টারে পরীক্ষা নেওয়া হলেও আগামী শিক্ষাবর্ষ থেকে একটি করেই পরীক্ষা হবে বলে জানিয়েছে বোর্ড। 

    আরও পড়ুন: অপেক্ষার অবসান, জুলাইয়ের শেষেই দশম ও দ্বাদশের ফল ঘোষণা করতে পারে সিবিএসই 

    আরও পড়ুন: কুয়েট পরীক্ষায় বসছেন? জেনে নিন এই নিয়মগুলি

    আরও যেই লিঙ্কগুলিতে দেখা যাবে ফল সেগুলি হল,

    cisce.org

    results.cisce.org

    results.nic.in  

    আরও পড়ুন: সিবিএসই-র রেজাল্ট কবে? কী করে দেখবেন? জানুন

LinkedIn
Share