Tag: IIT Courses

IIT Courses

  • IIT New Courses: জয়েন্ট ছাড়াও আইআইটিতে করানো হচ্ছে বেশ কিছু নতুন কোর্স, জেনে নিন খুঁটিনাটি তথ্য

    IIT New Courses: জয়েন্ট ছাড়াও আইআইটিতে করানো হচ্ছে বেশ কিছু নতুন কোর্স, জেনে নিন খুঁটিনাটি তথ্য

    মাধ্যম নিউজ ডেস্ক: আইআইটিতে পড়ার স্বপ্ন কার না থাকে! আইআইটি ক্যাম্পাসে প্রবেশ মানেই তো ছাত্র জীবনের পরম মোক্ষপ্রাপ্তি। দেশের ২৩ টি আইআইটি তে বর্তমানে প্রযুক্তির বিভিন্ন কোর্স তো করানোই হয়, সাথে সাথেই বিভিন্ন সার্টিফিকেট, ডিগ্রি, ডিপ্লোমা কোর্স চালু হয়েছে (IIT New Courses)। কোন আইআইটি কী কী কোর্স নিয়ে এল, আমরা একনজরে দেখে নেব।

    আইআইটি পাটনা

    জয়েন্ট এন্ট্রান্সে ভাল স্কোর নেই তো কি হয়েছে! প্রয়োজন নেই। আইআইটি পাটনা নিয়ে এসেছে একগুচ্ছ নতুন কোর্স (IIT New Courses)। আগ্রহী পড়ুয়ারা সরাসরি ভর্তির আবেদন করতে পারেন এই কোর্স গুলিতে। স্নাতক স্তরের নতুন এই কোর্স গুলি হল –

    ১)কম্পিউটার সায়েন্স ও ডেটা অ্যানালিটিক্সে বিএসসি অনার্স

    ২)আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স ও সাইবার সিকিউরিটিতে বিএসসি অনার্স

    ৩)গণিত ও কম্পিউটার সায়েন্সে বিএসসি অনার্স

    ৪)অ্যাকাউন্টিং ও ফিনানশিয়াল ম্যানেজমেন্টে স্নাতক কোর্স

    ৫)বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে স্নাতক কোর্স

    আইআইটি মাদ্রাজ

    প্রোগ্রামিং ও ডেটা সায়েন্সে বিএসসি কোর্স করতে চাইলে আবেদন করতে পারেন আইআইটি মাদ্রাজে (IIT New Courses)। প্রোগ্রামিংয়ে পড়ুয়াদের দক্ষতা বাড়ানোই হলো এই কোর্সের লক্ষ্য। ছাত্র ছাত্রীরা নিজেদের পছন্দ মতো এই কোর্সের ফাউন্ডেশনাল সার্টিফিকেট, একটি বা দুটি ডিপ্লোমা, বিএসসি বা বিএস ডিগ্রি নিতে পারবে। আইআইটি থেকে কোর্স মানেই তো নিজেকে একজন দক্ষ প্রোগ্রামার হিসেবে গড়ে তোলার সুযোগ। পাইথন ও জাভা প্রোগ্রামিং, ডিবিএমএস তো শেখানো হবেই, তার সাথে এই কোর্সে থাকবে মেশিন লার্নিং টেকনিক, আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স, ডিপ লার্নিং, বিগ ডেটা এবং পাওয়ার বিআই বা ট্যাবলোর মতো টুলের ব্যবহারও। পড়াশোনার বিষয় গুলি অনলাইনেই পাওয়া যাবে। তবে পরীক্ষা হবে অফলাইনে। দেশের ১৩০টি কেন্দ্রে, এমনকি দেশের বাইরেও থাকবে পরীক্ষাকেন্দ্র।

    দ্বাদশ শ্রেণী পাশ করলেই, এই কোর্সের জন্য আবেদন করতে পারবেন (IIT New Courses)। এই কোর্সের পাশাপাশি অন্য শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ডিগ্রি কোর্স করতে পারবেন অথবা চাকুরিজীবি হলেও কোনও বিধিনিষেধ নেই, এই কোর্সের ক্ষেত্রে। মোট চার সপ্তাহের বিষয়সূচী তৈরি করেছেন আইআইটি মাদ্রাজে অধ্যাপকরা।

    আইআইটি মান্ডি

    বৈদ্যুতিন পরিবহনে এম টেক করানো হবে আইআইটি মান্ডি থেকে (IIT New Courses)। প্রতিষ্ঠানের স্কুল অফ ইঞ্জিনিয়ারিং এবং স্কুল অফ কম্পিউটিং অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর যৌথ উদ্যোগে এই দুবছরের স্নাতকোত্তর কোর্স চালু  হয়েছে। এই কোর্সের জন্য গেট স্কোর থাকতে হবে। কোর্সের জন্য আবেদনকারীর ৬০% নম্বর সহ কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। কোন কোন ইঞ্জিনিয়ারিং শাখার স্নাতকরা এই কোর্সে আবেদন করতে পারবেন একবার দেখে নিন।

    ইলেকট্রিক্যাল  ইঞ্জিনিয়ারিং

    মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং

    অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং

    প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং

    এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং

    ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল

    ইলেকট্রনিক্স অ্যান্ড 

    কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং

    আইআইটি দিল্লি

    ইলেকট্রিক মোবিলিটি- বিষয়ে এমটেক  চালু করেছে দিল্লি আইআইটির সেন্টার ফর অটোমোটিভ রিসার্চ অ্যান্ড ট্রাইবোলজি (IIT New Courses)। বৈদ্যুতিন যানবাহন, ড্রাইভট্রেন, চার্জার, চার্জিং পরিকাঠামো, ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম, ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম, স্বয়ংচালিত যান ইত্যাদি বিষয় পড়ানো হবে এই কোর্সে। নিম্নলিখিত বিষয়গুলোর মধ্যে যেকোনো একটিতে ইঞ্জিনিয়ারিং স্নাতক ডিগ্রি থাকলে এই কোর্সে আবেদন করা যাবে-

    ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং

    মেকানিক্যাল  ইঞ্জিনিয়ারিং

    অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং

    প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং

    এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং

    ইন্ডাসট্রিয়াল ইঞ্জিনিয়ারিং

    ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং

    আইআইটি দিল্লিতে অন্যরকম বেশ কত গুলো কোর্স চালু হয়েছে। সেগুলো আমরা দেখে নেব।

    ব্যাচেলর অফ ডিজাইন- আইআইটি দিল্লির ডিজাইন বিভাগ থেকে চার বছরের এই কোর্সটি চালু হয়েছে (IIT New Courses)। ইউসিইইডি স্কোরের মাধ্যমে এতে পড়ার সুযোগ পাওয়া যাবে। প্রোডাক্ট ডিজাইন, ইন্টারঅ্যাকশন ডিজাইন, কমিউনিকেশন ডিজাইনের মতো বিষয় গুলি এই কোর্সের অন্তর্গত।

    এম টেক ইন মেশিন ইনটেলিজেন্স অ্যান্ড ডেটা সায়েন্স-  এই কোর্সের পড়ুয়ারা আর্টিফিশিয়াল ইনটেলিজেন্সের ব্যবহারিক দিকগুলোর সঙ্গে হাতেকলমে পরিচিত হতে পারবেন। এই কোর্সে ভর্তি হতে গেলেও প্রয়োজন চারবছরের স্নাতক ইঞ্জিনিয়ারিং ডিগ্রি।

    এমএস ইন ট্রান্সপোর্টেশন সেফটি অ্যান্ড ইনজুরি প্রিভেনশন- এই নতুন কোর্সের মূল বিষয় হল ভারত এবং তার সমান সামাজিক-অর্থনৈতিক পরিস্থিতির দেশগুলোর সড়ক পরিবহণ ও ট্রাফিক নিরাপত্তা(IIT New Courses)।

    এম টেক ইন বায়ো মলিকিউলার অ্যান্ড বায়োপ্রসেস ইঞ্জিনিয়ারিং- এই কোর্সে (IIT New Courses) ভর্তির জন্য সংশ্লিষ্ট বিষয়ে বিই, বিটেক, এমএসসি বা সমতুল ডিগ্রি থাকতে হবে। পূর্ণ সময়ের জন্য এই কোর্সের মেয়াদ দুবছর এবং আংশিক সময়ের জন্য ৩ বছর।

  • JEE Advanced Result 2022: আজই প্রকাশিত হতে চলেছে জেইই অ্যাডভান্সড- এর ফল, দেখবেন কী করে?

    JEE Advanced Result 2022: আজই প্রকাশিত হতে চলেছে জেইই অ্যাডভান্সড- এর ফল, দেখবেন কী করে?

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ, রবিবার প্রকাশিত হতে জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সড পরীক্ষার (JEE Advanced 2022) ফলাফল। ফল ঘোষণা করবে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি বম্বে (IIT Bombay)। এবছরের পরীক্ষার দায়িত্বে ছিল তারাই। আজ, ১১ সেপ্টেম্বর সকাল ১০টায় ফল ঘোষণা হবে। ফলাফলের সঙ্গে মেধা তালিকাও ঘোষণা করা হবে। প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট-jeeadv.ac.in-এ জেইই অ্যাডভান্সড-র মেধা তালিকা দেখতে এবং ডাউনলোড করতে পারেন। ফলাফল জানতে প্রার্থীদের রেজিস্ট্রেশন নম্বর এবং জন্ম তারিখ দিয়ে ওয়েবসাইটে লগ ইন করতে হবে। 

    আরও পড়ুন: কুয়েটের সঙ্গে জেইই এবং নীট সংযুক্তিকরণের পথে ইউজিসি? জানুন বিস্তারিত    

    ২৮ অগাস্ট জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সড পরীক্ষা নিয়েছিল আইআইটি বম্বে। দেশজুড়ে প্রায় ১ লক্ষ ৫৬ হাজার প্রার্থী ইঞ্জিনিয়ারিংয়ের এই এন্ট্রান্স পরীক্ষায় অংশ নিয়েছিলেন। আইআইটি, এনআইটি, আইআইআইটি- র মতো দেশের শীর্ষ প্রতিষ্ঠানগুলিতে ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির প্রবেশিকা পরীক্ষা হল, জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সড পরীক্ষা নেওয়া হয়। জয়েন্ট সিট অ্যালোকেশন অথরিটি (JSAA) দ্বারা একটি সাধারণ প্রক্রিয়ার মাধ্যমে পঠন-পাঠন করানো হবে।

    কীভাবে ফলাফল জানা যাবে:

    ১. প্রথমেই যেতে হবে অফিসিয়াল ওয়েবসাইট jeeadv.ac.in-এ।

    ২. হোমপেজে, রেজাল্ট-এর লিঙ্কে ক্লিক করতে হবে। 

    ৩. আপনার রেজিস্ট্রেশন নম্বর, জন্ম তারিখ এবং মোবাইল নম্বর লিখুন।

    ৪. আপনার স্কোর কার্ড স্ক্রিনে দেখতে পাবেন। 

    ৫. এখান থেকেই ডাউনলোড করুন এবং ভবিষ্যতের জন্য প্রিন্ট আউট করে নিন।

    আরও পড়ুন: প্রকাশিত হয়েছে নিট-ইউজি- র ফল, এমবিবিএস ছাড়া আর কোন কোর্সে পড়ার সুযোগ রয়েছে? জেনে নিন

    তিন ঘণ্টার দুটি পর্বে হয়েছে জেইই অ্যাডভান্সড ২০২২ পরীক্ষা। প্রথম পত্র সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এবং দ্বিতীয় পত্র দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত নেওয়া হয়েছে। এরপরেই ১১ সেপ্টেম্বর শুরু হবে এএটির (AAT) রেজিস্ট্রেশন। jeeadv.ac.in – এই লিঙ্কে গিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন প্রার্থীরা। ১২ সেপ্টেম্বর অবধি চলবে এই রেজিস্ট্রেশন। ১৪ সেপ্টেম্বর জেইই অ্যাডভান্সড- এর পরীক্ষা নেবে আইআইটি বম্বে। 

    টাই ব্রেকিং রুল কী?

    একের বেশি পরীক্ষার্থী যদি একই নম্বর পান, তাহলে সেই ক্ষেত্রে ‘টাই ব্রেকিং রুল’ প্রয়োগ করা হবে। 

    কী করে করা হবে এই পার্থক্য?

    • যেই পরীক্ষার্থীর বেশি পজিটিভি নম্বর পাবেন, তিনিই আগে বিবেচ্য হবেন।
    • তারপরেও যদি নম্বর এক হয়, তাহলে যে অঙ্কে বেশি নম্বর পাবেন, তাঁকে বেশি নম্বর দেওয়া হবে। 
    • তারপরেও এই সমস্যার সমাধান হলে, দুই পরীক্ষার্থীকেই একই র‍্যাঙ্ক দেওয়া হবে। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

      

LinkedIn
Share