Tag: IIT Madras

IIT Madras

  • Hyperloop Test Track: ৩০ মিনিটেই বেঙ্গালুরু থেকে চেন্নাই! প্রস্তুত ভারতের প্রথম হাইপারলুপ টেস্ট ট্র্যাক

    Hyperloop Test Track: ৩০ মিনিটেই বেঙ্গালুরু থেকে চেন্নাই! প্রস্তুত ভারতের প্রথম হাইপারলুপ টেস্ট ট্র্যাক

    মাধ্যম নিউজ ডেস্ক: অপেক্ষা আর মাত্র কয়েকদিনের। ৩০০ থেকে ৩৫০ কিলোমিটার পথ অতিক্রম করা সম্ভব হবে মাত্র ৩০ মিনিটে! দিল্লি থেকে জয়পুর বা বেঙ্গালুরু থেকে চেন্নাই পৌঁছতে লাগবে মাত্র আধ ঘণ্টা। ভারতের প্রথম ‘হাইপারলুপ টেস্ট ট্র্যাক’ (Hyperloop Test Track) পরীক্ষা-নিরীক্ষার জন্য পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে। ভারতীয় রেলের (Indian Railways) সহায়তায় এই ট্র্যাক বানিয়েছে আইআইটি মাদ্রাজ (IIT Madras)।

    দ্রুত হাইপারলুপ তৈরির চেষ্টা

    রেলমন্ত্রক সূত্রে খবর, যে ট্র্যাক তৈরি করা হয়েছে তা ৪২২ মিটার লম্বা। এই ট্র্যাক দিয়ে গেলে কমপক্ষে ৩৫০ কিলোমিটার পথ ৩০ মিনিট বা তার কমে অতিক্রম করা সম্ভব। এই ট্রেনের গতি হবে ঘণ্টায় ১ হাজার ১০০ কিলোমিটার, যা বুলেট ট্রেনের থেকেও বেশি। সেই প্রেক্ষিতে বলা যায়, হাইপারলুপ দিয়ে দিল্লি থেকে জয়পুর (দুরত্ব মোটামুটি ৩০০ কিলোমিটার) যেতে মাত্র আধ ঘণ্টা সময় লাগবে। ইতিমধ্যে এই প্রজেক্টের ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw)। তিনি জানিয়েছেন, ইতিমধ্যে দু-দফায় ১ মিলিয়ন ডলার দেওয়া হয়েছে আইআইটি মাদ্রাজকে। আরও এক দফায় এই টাকা দিতে ইচ্ছুক ভারতীয় রেল মন্ত্রক। আসলে খুব দ্রুত এই হাইপারলুপ প্রজেক্ট বাস্তবায়িত করতে চাইছে তাঁরা।

    হাইপারলুপ ট্রেন কী

    হাইপারলুপ ট্রেন হল যাত্রী এবং মাল বহনের জন্য উচ্চগতির পরিবহন ব্যবস্থা। একটি হাইপারলুপ ট্রেন একটি ভ্যাকুয়াম ক্যাপসুল টিউবের মধ্যে দিয়ে চৌম্বক প্রযুক্তির সাহায্যে একটি পডের উপর চলে। টিউব ঘর্ষণহীন হওয়ায় ট্রেনের গতিবেগ সর্বোচ্চ ১২০০ কিমিতে পৌঁছতে সক্ষম। যদিও জানা গিয়েছে যে, ভারতীয় রেলের হাইপারলুপ ব্যবস্থার সর্বোচ্চ গতি হতে পারে প্রতি ঘন্টায় ৬০০ কিমি। এই ট্রেনের ক্ষেত্রে টিউবের মধ্যে কোনও বাতাস থাকে না। ফলে ট্রেনটির সামনের দিকে এগোতে বায়ুমণ্ডলের কোনও বাধা থাকে না। তাই অতি দ্রুত ট্রেন এগিয়ে যেতে পারে। তাই একে বলে হাইপারলুপ ট্রেন। সাধারণ ট্রেনের মতো হাইপারলুপ ট্রেনের একাধিক কামরা নেই, মাত্র একটি কামরা থাকে। মূলত বিদ্যুতেই চলে এই অত্য়াধুনিক অতিগতিসম্পন্ন এই ট্রেন।

  • Microsoft: মাইক্রোসফটে নতুন ‘বস’! উইন্ডোজের মাথায় আইআইটি মাদ্রাজের প্রাক্তনী পবন দাবুলুরি

    Microsoft: মাইক্রোসফটে নতুন ‘বস’! উইন্ডোজের মাথায় আইআইটি মাদ্রাজের প্রাক্তনী পবন দাবুলুরি

    মাধ্যম নিউজ ডেস্ক: সুন্দর পিচাই কিংবা সত্য নাদেলার পর এবার পবন দাবুলুরি (Pavan Davuluri)। সারা পৃথিবীতে বড় বড় সংস্থার মাথায় রয়েছেন বেশ কয়েকজন ভারতীয়। এবার টেক জায়ান্ট মাইক্রোসফটের নতুন ‘বস’ হলেন এক ভারতীয়। আইআইটি মাদ্রাজের প্রাক্তনী পবন দাবুলুরি মাইক্রোসফটের (Microsoft) উইন্ডোজ ও সারফেসের নতুন প্রধান নির্বাচিত হয়েছেন। এর আগে পবন সারফেস সিলিকনের কাজের দেখাশোনা করতেন। ২৩ বছর ধরে বিল গেটস এর সংস্থা মাইক্রোসফটে রয়েছেন পবন। তাই এই ভারতীয়ের উপর ভরসা দেখাল মাইক্রোসফট।

    পবনের নয়া দায়িত্ব

    মাইক্রোসফট (Microsoft) আগেই উইন্ডোজ ও সারফেসকে আলাদা করে দিয়েছিল। এবং দুটির জন্য ভিন্ন নেতৃত্বের কথাও জানিয়েছিল। এর আগে পবন সারফেস সিলিকনের কাজের দেখাশোনা করতেন। যেখানে মিখাইল পারাখিন নেতৃত্ব দিতেন উইন্ডোজ বিভাগকে। মিখাইল এবার নতুন ভূমিকাকে এক্সপ্লোর করতে চান। আর তার পরই পবনকে দুই বিভাগেরই প্রধান হিসেবে বেছে নেওয়া হয়। এর আগে এই পদে ছিলেন পানোস পনয়। তিনি মাইক্রোসফট ছেড়ে আমাজনে যোগ দেওয়ায় ওই দুই পদে এলেন পবন।

    আরও পড়ুুন: “ভারত এমন দেশ নয়, যাকে অন্যের উপদেশ নিতে হবে”, বললেন ধনখড়

    কী কী কাজ করতে হবে

    ভারতে আইআইটি মাদ্রাজ থেকে পড়া পবন মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর বিভাগের পড়াশোনা শেষ করেন। এর পরই তিনি রিলেবিলিটি কম্পোনেন্ট ম্যানেজার হিসেবে মাইক্রোসফটে (Microsoft) যোগ দেন। আইআইটি মাদ্রাজ থেকে স্নাতক হয়েছিলেন পবন।  তাঁর এই নতুন দায়িত্ব বিশ্বের শীর্ষস্থানীয় নানা সংস্থায় ভারতীয়দের সঙ্গে তাঁকে একসারিতে বসিয়ে দিল।

    মাইক্রোসফটের (Microsoft) এক্সপিরিয়েন্স অ্যান্ড ডিভাইস বিভাগের প্রধান রাজেশ ঝা-বলেছেন, ‘‘পবন এখন নতুন দলের নেতৃত্বে থাকছেন এবং আমাকে সব তথ্য জমা দেবেন। শিল্পা রঙ্গনাথন, জেফ জনসন এবং তাঁদের দল সরাসরি পবনের নেতৃত্বে কাজ করবেন। উইন্ডোজ দল মাইক্রোসফ্‌টের কৃত্রিম মেধার দলের সঙ্গে কাজ করবে।”  এবার থেকে রাজেশকেই ‘রিপোর্ট’ করবেন পবন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • IIT Madras: তানজানিয়ার জাঞ্জিবারে শুরু হচ্ছে আইআইটি মাদ্রাজের নতুন ক্যাম্পাস

    IIT Madras: তানজানিয়ার জাঞ্জিবারে শুরু হচ্ছে আইআইটি মাদ্রাজের নতুন ক্যাম্পাস

    মাধ্যম নিউজ ডেস্ক: নতুন পালক আইআইটি মাদ্রাজের (IIT Madras) মুকুটে। এবার বিদেশের মাটিতে প্রথম আন্তর্জাতিক ক্যাম্পাস তৈরি করতে চলেছে আইআইটি মাদ্রাজ (IIT Madras)। সোমবার সংবাদমাধ্যমকে একথা জানিয়েছেন আইআইটি মাদ্রাজের ডিরেক্টর অধ্যাপক কামাকোটি। জানা গিয়েছে, তানজানিয়ার জাঞ্জিবার হতে চলেছে আইআইটি মাদ্রাজের প্রথম আন্তর্জাতিক ক্যাম্পাস।

    কী বললেন আইআইটির ডিরেক্টর?

    এদিন সংবাদ মাধ্যমকে আইআইটির ডিরেক্টর বলেন, ‘‘এটা আইআইটির ইতিহাসে অনেক বড় পাওনা যে তানজানিয়াতে আমরা নতুন ক্যাম্পাস শুরু করতে চলেছি।’’ কোন কোন বিষয়ে পাঠ সেখানে ছাত্ররা নিতে পারবেন? এই প্রশ্নের জবাবে আইআইটি মাদ্রাজের ডিরেক্টর বলেন, ‘‘এখনও পর্যন্ত ঠিক হয়েছে দুটি বিষয়ের ওপর পড়ুয়া সেখানে স্নাতক ও স্নাতকোত্তরের ডিগ্রি নিতে পারবেন। ডেটা সায়েন্স এবং আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের ওপর সেখানে কোর্স করানো হবে। ক্লাস শুরু হবে চলতি বছরের অক্টোবরে।’’

    গত বুধবারই এবিষয়ে দুই দেশের মধ্যে মউ স্বাক্ষর হয়

    বিদেশ মন্ত্রকের তরফে গত বুধবারই জানানো হয়, তানজানিয়ার আধা স্বয়ংশাসিত অঞ্চল জাঞ্জিবারে শুরু হচ্ছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজির নয়া ক্যাম্পাস। গত বুধবার তানজানিয়া সফরে ছিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তাঁর সঙ্গে এই বিষয়ে একটি মউ স্বাক্ষর করেন জাঞ্জিবারের প্রেসিডেন্ট হুসেন আলি মিনউইর। এক বিবৃতিতে ভারতের বিদেশ মন্ত্রক জানায়, এই প্রথম ভারতের বাইরে জাঞ্জিবারে গড়ে উঠছে আইআইটি ক্যাম্পাস। যা আসলে ভারত এবং তানজানিয়ার দীর্ঘ সুসম্পর্কের ফল। বিবৃতিতে আরও জানানো হয়, এই বিষয়ে যৌথভাবে কাজ করবে জাঞ্জিবারের শিক্ষা মন্ত্রক এবং আইআইটি মাদ্রাজ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • BharOS: আত্মনির্ভর ভারত-এর আরও একটি ধাপ! দেশীয় অপারেটিং সিস্টেম BharOS-এর যাত্রা শুরু

    BharOS: আত্মনির্ভর ভারত-এর আরও একটি ধাপ! দেশীয় অপারেটিং সিস্টেম BharOS-এর যাত্রা শুরু

    মাধ্যম নিউজ ডেস্ক: অপারেটিং সিস্টেমের জগতে Apple এবং Google-এর মনোপলিকে ধাক্কা দিতে ভারত নিয়ে এল সম্পূর্ণ দেশীয় অপারেটিং সিস্টেম ‘BharOS’। দেশকে ‘আত্মনির্ভর’বানানোর লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই স্বপ্নকে পূরণ করল আইআইটি মাদ্রাজ। মঙ্গলবার এই অপারেটিং সিস্টেম পরীক্ষা করে দেখেন কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।

    দেশীয় অপারেটিং সিস্টেমের বৈশিষ্ট্য 

    BharOS  তৈরি করেছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি মাদ্রাজ(IIT Madras)। এর ফলে দেশের ব্যবহারকারীদের আরও উন্নত মানের নিরাপত্তা প্রদান করা সম্ভব  হবে বলে মত কেন্দ্রীয় বিশেষজ্ঞদের। JandK অপারেশনস প্রাইভেট লিমিটেড বা সংক্ষেপে JandKops এই অপারেটিং সিস্টেম  ডেভেলপ করেছে। BharOS-এর মাধ্যমে নির্দিষ্ট সংস্থার প্রাইভেট অ্যাপ স্টোর পরিষেবার (PASS) অ্যাক্সেস  মিলবে। শুধুমাত্র বিশ্বস্ত অ্যাপই থাকবে সেখানে। BharOS-এর আরেকটি উল্লেখযোগ্য ফিচার হল, এতে কোনও প্রি-ইনস্টল করা অ্যাপ  থাকে না। এর পাশাপাশি ডিভাইসে ইনস্টল করা অ্যাপগুলি কী কী কাজের অনুমতি  পাবে, তার সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে ব্যবহারকারীর হাতে। আপাতত, কঠোর গোপনীয়তা এবং সুরক্ষা প্রয়োজন, এমন কিছু সংস্থায় এই BharOS  প্রদান করা হয়েছে। এমন ক্ষেত্রে এটি ব্যবহার করা হচ্ছে, যেখানে সংবেদনশীল তথ্যের  আদান প্রদান হয়।  

    আরও পড়ুন: রাজ্যের বিরুদ্ধে ২.২৯ লক্ষ কোটি টাকার খরচের হিসাবে গরমিলের অভিযোগ তুলে হাইকোর্টে বিজেপি নেতা

    এদিন এই অপারেটিং সিস্টেম-এর খুঁটিনাটি দেখে কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেন, “আট বছর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যখন ডিজিটাল ইন্ডিয়ার কথা বলতেন তখন বিরোধীরা ব্যাঙ্গ করত। কিন্তু আজ এই স্বপ্ন বাস্তব রূপ পাচ্ছে। এই অপারেটিং সিস্টেম তৈরিতে যাঁরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত, তাঁদের সকলকে ধন্যবাদ। এটি দেশকে অন্য মাত্রা দেবে।” মূলত আইআইটি মাদ্রাজের পড়ুয়ারাই এই অপারেটিং সিস্টেমটি ডেভলপ করেছে।  ডেভেলপাররা জানিয়েছেন, BharOS অপারেটিং সিস্টেমটি দেশের 100 কোটি মোবাইল ইউজার ব্যবহার করতে পারেন। কমার্শিয়াল অফ-দ্য-শেল্ফ হ্যান্ডসেটে সফটওয়্যারটি ইনস্টল করা যেতে পারে। ডেভেলপারর দাবি করছেন, গ্রাহকদের আরও সুরক্ষিত অপারেটিং সিস্টেম ব্যবহারের স্বাদ দিতেই তৈরি করা হয়েছে BharOS। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • IIT Madras: সর্বাধিক প্লেসমেন্ট অফার পেয়ে রেকর্ড মাদ্রাজ আইআইটির, সর্বোচ্চ বেতন জানেন কত?

    IIT Madras: সর্বাধিক প্লেসমেন্ট অফার পেয়ে রেকর্ড মাদ্রাজ আইআইটির, সর্বোচ্চ বেতন জানেন কত?

    মাধ্যম নিউজ ডেস্ক: পড়ুয়াদের চাকরি পাওয়ার বিষয়ে এক নতুন রেকর্ড গড়ে তুলল মাদ্রাজের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (​IIT Madras)। অর্থাৎ এবারের প্লেসমেন্টে সর্বাধিক সংখ্যায় চাকরি পেয়েছেন এই প্রতিষ্ঠানের  পড়ুয়ারা। অন্যদিকে বেতনের ক্ষেত্রেও রেকর্ড গড়ে তুলেছে আইআইটি মাদ্রাজ । বার্ষিক বেতনের সংখ্যা শুনলে আপনি চমকে যেতে বাধ্য হবেন।

    ২০২১-২২ ক্যাম্পাস প্লেসমেন্টের বিচারে এই প্রতিষ্ঠান থেকে মোট ৩৮০টি সংস্থা নিজেদের জন্য কর্মী সিলেক্ট করেছে। প্লেসমেন্টের প্রথম ও দ্বিতীয় ধাপ মিলিয়ে মোট ১১৯৯ জন চাকরি পেয়েছেন। এছাড়াও, গ্রীষ্মকালীন ইন্টার্নশিপ থেকে ২৩১টি প্রি-প্লেসমেন্ট অফার (পিপিও) দেওয়া হয়েছে, যার ফলে মোট চাকরি  প্রাপ্ত পড়ুয়ার সংখ্যা দাঁড়িয়েছে ১৪৩০-এ। ২০১৮-২০১৯ সালেও ১১৫১ জন চাকরি পেয়ে রেকর্ড গড়ে তুলেছিল। কিন্তু এবারে আগের সংখ্যাকেও ছাপিয়ে গিয়েছে এই সংস্থার পড়ুয়ারা।

    আরও পড়ুন: স্কুলে যাতায়াতের মাধ্যম কী হওয়া উচিৎ? সমীক্ষা চালাল আইআইটি খড়গপুর

    আরও জানা গিয়েছে ১৪ টি সংস্থা থেকে ৪৫ টি আন্তর্জাতিক চাকরির অফার দেওয়া হয়েছে, আর এই ক্ষেত্রেও এই সংখ্যা সর্বোচ্চ। আবার ১৯৯ টি চাকরি দেওয়ার কথা বলেছে ১৩১ টি স্টার্ট আপ সংস্থা। এছাড়া প্রতিষ্ঠানের মোট ৬১ জন এমবিএ পড়ুয়াও চাকরি পেয়েছেন এই বছরেই। এই প্রতিষ্ঠানের যারা চাকরির জন্য আবেদন করেছিলেন তাদের মধ্যে ৮০ শতাংশ পড়ুয়াই চাকরি পেয়েছেন এবছর।

    এই প্রতিষ্ঠানের পড়ুয়ারা চাকরি তো পেয়েছেন তবে এর পাশাপাশি তাদের বেতন শুনলেও আপনাদের চমকে যেতে হবে। প্রতিষ্ঠানের তরফে জানানো হয়েছে, ২০২১-২২ শিক্ষাবর্ষে গড়ে প্রতি পড়ুয়ার বেতন ২১ লক্ষ ৪৮ হাজার টাকা। এর মধ্যে এক পড়ুয়ার সর্বোচ্চ বেতনের পরিমাণ দাঁড়িয়েছে, রেকর্ড ২ লক্ষ ৫০ হাজার মার্কিন ডলার,  যা ভারতীয় মূল্যে বার্ষিক ১ কোটি ৯৮ লক্ষ টাকা।

    আরও পড়ুন: উইকিপিডিয়ায় অনেক তথ্যই ভুল, নিজের স্কুলের নাম জানালেন সুন্দর পিচাই

    পড়ুয়াদের সাফল্য দেখে আইআইটি মাদ্রাজের প্লেসমেন্টের বিদায়ী পরামর্শক সিএস শঙ্কর রাম (Prof CS Shankar Ram) বলেছেন, ‘‘এই প্লেসমেন্ট দেখে এই প্রমাণিত হচ্ছে যে আমাদের প্রতিষ্ঠান কতটা ও কীভাবে পড়ুয়াদের তৈরি করে। আমরা আনন্দিত যে আমাদের ছাত্ররা ২০২১-২২-এর শিক্ষাবর্ষে অত্যন্ত ভাল ফল করেছে ও প্রতিষ্ঠানে সবচেয়ে বেশি পরিমাণে চাকরির অফার এসেছে।’’ তিনি পরে প্রতিষ্ঠানের প্লেসমেন্ট টিমকে তাদের চেষ্টার জন্যে ধন্যবাদ জানিয়েছেন। জানা গিয়েছে Glean, Micron Technologies, Honda R&D, Cohesity, Da Vinci Derivatives, Accenture Japan, Hilabs Inc., Quantbox Research, MediaTek, Money Forward, Rubrik, Termgrid এবং Uber এইসব সংস্থা থেকে আন্তর্জাতিক অফার এসেছে।

  • Sundar Pichai: উইকিপিডিয়ায় অনেক তথ্যই ভুল, নিজের স্কুলের নাম জানালেন সুন্দর পিচাই

    Sundar Pichai: উইকিপিডিয়ায় অনেক তথ্যই ভুল, নিজের স্কুলের নাম জানালেন সুন্দর পিচাই

    মাধ্যম নিউজ ডেস্ক: বহু স্কুলই দাবি করে তিনি তাদের ছাত্র। আবার অনেক সময় শোনা যায় তিনি নাকি কোনও স্কুলেই পড়াশোনা করেননি। প্রথাগত শিক্ষার বদলে বাড়িতে থেকেই নাকি পড়াশোনা করেছেন সুন্দর পিচাই (Sundar Pichai)। অবশেষে নিজের মুখেই সেই উত্তর দিলেন গুগলের (Google) সিইও । স্ট্যানফোর্ড গ্র্যাজুয়েট স্কুল অফ বিজনেসের (Stanford Graduate School of Business) একটি অনুষ্ঠানে, তিনি জানান উইকিপিডিয়ায় (Wikipedia) তার সম্পর্কে অনেক ভুল তথ্য রয়েছে। তিনি আসলে চেন্নাইয়ের ভানা বাণীতে  একটি স্কুলে পড়াশোনা শেষ করেছেন। স্কুলটি আইআইটি মাদ্রাজ (IIT Madras) ক্যাম্পাসের অভ্যন্তরে অবস্থিত। ওই অনুষ্ঠানে একজন পিচাইকে তাঁর স্কুল সম্পর্কে প্রশ্ন করলে একথা জানান গুগল সিইও। 

    ২০১৫ সালে গুগলের সিইও হিসাবে নিযুক্ত হন সুন্দর পিচাই। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, যে সপ্তাহে তিনি গুগুল সিইও নিযুক্ত হন সেই সপ্তাহেই তাঁর উইকিপিডিয়া পৃষ্ঠায় প্রায় ৩৫০ বার সংশোধন করা হয়। পরে ২০১৯ সালে গুগলের মূল সংস্থা অ্যালফাবেট -এর সিইও হিসেবেও নিযুক্ত হন পিচাই। তিনি শুধু তথ্যপ্রযুক্তি ক্ষেত্রের শীর্ষস্থানীয় কর্মকর্তার মধ্যে একজনই নন।  বিশ্বের ১০০ জন প্রভাবশালী ব্যক্তির তালিকাতেও তাঁর নাম খুঁজে পাওয়া যায়।

    উইকিপিডিয়া পৃষ্ঠায় তাঁর  স্কুলগুলির একটি দীর্ঘ তালিকা দেখানো হয়েছিল পিচাইকে। জবাবে তিনি বলেন, এর মধ্যে মাত্র দুটি সত্য। তিনি জানিয়েছেন, তাঁর নাম করে অনেক স্কুলই পড়ুয়াদের আকৃষ্ট করে, সেই স্কুলে ভর্তি হওয়ার জন্য। যা কখনওই কাম্য নয়। নিজেদের অধ্যাবসায়ের জেরেই সবাই কাঙ্খিত লক্ষ্যে পৌঁছতে পারে। পিচাই আইআইটি-খড়গপুর (IIT-Kgp) থেকে B.Tech, স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় (Stanford University) থেকে এমএস এবং পেনসিলভানিয়া (Pennsylvania) বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ সম্পন্ন করেছিলেন।

LinkedIn
Share