Tag: IND vs ENG

IND vs ENG

  • India vs England: নেই রাহুল, ফিরছেন বুমরা! ধর্মশালা টেস্টে বিশ্রাম দেওয়া হতে পারে কয়েকজনকে

    India vs England: নেই রাহুল, ফিরছেন বুমরা! ধর্মশালা টেস্টে বিশ্রাম দেওয়া হতে পারে কয়েকজনকে

    মাধ্যম নিউজ ডেস্ক: আগামী ৭ মার্চ থেকে ধর্মশালায় শুরু হবে ভারত ও ইংল্যান্ডের (India vs England) পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের শেষ ম্যাচ। এই টেস্টেও ইনিশ্চিত লোকেশ রাহুল। দলে ফিরতে পারেন তারকা পেসার যশপ্রীত বুমরা। ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ মাসের টেস্ট সিরিজ ইতিমধ্যেই নিজেদের পকেটে তুলে নিয়েছে টিম ইন্ডিয়া। রাঁচিতে চতুর্থ টেস্ট তারা জিতে নিয়েছে ৫ উইকেটে। এই জয়ের সঙ্গে এই মুহূর্তে সিরিজের ফলাফল দাঁড়িয়েছে ৩-১। ফলে অতিরিক্ত ক্রিকেটের ক্লান্তি কাটাতে এই ম্যাচে বিশ্রাম দেওয়া হতে পারে কয়েকজন তারকা ক্রিকেটারকে।

    ফিট নন রাহুল

    টিম ইন্ডিয়ার তারকা খেলোয়াড় কেএল রাহুলকে (KL Rahul) ধর্মশালা টেস্টে (India vs England) খেলানো কঠিন বলে মনে করা হচ্ছে। রাহুল এই মুহূর্তে পুরোপুরি ফিট নন। চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছেন তিনি। ডান কোয়াড্রিসেপসে চোটের কারণে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গিয়েছিলেন রাহুল। বিসিসিআই সূত্রে খবর, এখনও কিছুটা অস্বস্তি রয়েছে রাহুলের। লন্ডনের একজন বিশেষজ্ঞের পরামর্শ নিচ্ছেন তিনি। 

    ফিরছেন বুমরা

    সিরিজের প্রথম তিন টেস্টে খেলেছিলেন যশপ্রীত বুমরা। বল হাতে ইংরেজ শিবিরের ত্রাস হয়ে উঠেছিলেন তিনি। তাঁকে খেলতে গিয়ে বারবার সমস্যায় পড়েছেন ইংরেজ ব্যাটাররা (India vs England)। ৩ টেস্টে ১৭ উইকেট তাঁর ঝুলিতে। রাঁচিতে চতুর্থ টেস্টে তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছিল। টানা ক্রিকেট খেলার ক্লান্তি থেকে রক্ষা করতে যশপ্রীত বুমরাকে (Jasprit Bumrah) সপ্তাহ খানেকের ছুটি দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে ধর্মশালায় সিরিজের শেষ টেস্টে ফিরতে চলেছেন বুম বুম বুমরা। যদিও ধর্মশালা টেস্টেও কয়েকজনকে বিশ্রাম দেওয়ার কথা ভাবছে টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকেরা। তবে কাদের বিশ্রাম দেওয়া হবে, তা এখনও ঠিক হয়নি।

    আরও পড়ুন: আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ৩৩ বলে সেঞ্চুরি! জানেন দ্রুততম ১০০ করলেন কে?

    ছুটিতে ভারতীয় দল

    মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি রাঁচি থেকে ভারতীয় ক্রিকেটারেরা যে যাঁর বাড়িতে ফিরে গিয়েছেন। লম্বা সিরিজের মাঝে ক্রিকেটারদের দিন দুয়েকের ছুটি দেওয়া হয়েছে। যাতে পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটিয়ে প্রত্যেকে তরতাজা হয়ে মাঠে নামতে পারেন। ভারতীয় শিবির সূত্রে খবর, ২ মার্চ ফের সমস্ত ক্রিকেটারদের চণ্ডীগড়ে পৌঁছতে বলা হয়েছে। সেখান থেকেই ৩ মার্চ ধর্মশালায় উড়ে যাবে ভারতীয় (India vs England) দল। একই বিমানে ইংল্যান্ডের ক্রিকেটারোও ধর্মশালায় পৌঁছবেন। সেই কারণে চার্টার্ড বিমানের বন্দোবস্ত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ২ মার্চ চণ্ডীগড়ে পৌঁছে যাওয়ার কথা বুমরারও। 

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • India vs England: চতুর্থ টেস্টেই সিরিজ জয়ের চিন্তা ভারতের, রাঁচির পিচ নিয়ে ধোঁয়াশায় স্টোকস

    India vs England: চতুর্থ টেস্টেই সিরিজ জয়ের চিন্তা ভারতের, রাঁচির পিচ নিয়ে ধোঁয়াশায় স্টোকস

    মাধ্যম নিউজ ডেস্ক: আর মাত্র ২৪ ঘণ্টার অপেক্ষা, শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড (India vs England) চতুর্থ টেস্ট। রাঁচি টেস্ট ম্য়াচ জয়ের জন্য় দুই দলই মরিয়া।  ভারতীয় ক্রিকেট দল এই টেস্ট ম্যাচে জয়লাভ করলে চলতি সিরিজে ৩-১ ব্যবধানে এগিয়ে যাবে। সেই জায়গায় দাঁড়িয়ে সিরিজের শেষ ম্যাচটা নেহাতই সম্মানরক্ষার হয়ে দাঁড়াবে। আর যদি ব্রিটিশ ক্রিকেট দল এই টেস্ট ম্যাচে জয়লাভ করে, তাহলে তারা এই সিরিজে সমতা ফিরিয়ে আনতে পারবে। তার ফলে জমে যাবে শেষ ম্যাচ।

    রাঁচিতে কেমন খেলে ভারত

    শুক্রবার থেকে রাঁচিতে (Ranchi Test) শুরু হবে ভারত-ইংল্যান্ড চতুর্থ টেস্ট। রাঁচি স্টেডিয়ামে ২০১৭ সালে প্রথমবার ভারত বনাম অস্ট্রেলিয়া টেস্ট ম্যাচের আয়োজন করা হয়েছিল। যদিও পাঁচদিন খেলার পরও এই টেস্ট ম্যাচে কোনও ফলাফল হয়নি এবং শেষপর্যন্ত ড্র হয়ে গিয়েছিল। ২০১৭ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচ খেলার পর ভারতীয় ক্রিকেট দল ২০১৯ সালে এই মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচ খেলা হয়। সেই ম্যাচে জয় পায় ভারত। এই মাঠে তৃতীয় টেস্ট ম্যাচ খেলা হবে। রাঁচির পিচ দেখে অবশ্য অবাক বনে গিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। আগে কোনও দিন নাকি এই ধরনের পিচ তিনি দেখেননি।

    রাঁচির পিচ নিয়ে স্টোকস

    রাঁচির পিচ প্রসঙ্গে স্টোকস বলেন, “আমি আগে কোনও দিন এই ধরনের পিচ দেখিনি। এই পিচে কী হবে তার কোনও ধারণা আমার নেই। ভাল করে দেখলে দেখা যাবে, পিচের এক দিকের থেকে অন্য দিকের পরিস্থিতি আলাদা। ভারতে এই ধরনের পিচ আমি দেখিনি।” স্টোকস জানিয়েছেন, তিনি যখন সাজঘর থেকে পিচ দেখছিলেন তখন যে রকম পিচ লাগছিল, কাছে গিয়ে সে রকম লাগেনি। ইংরেজ অধিনায়ক বলেন, “সাজঘর থেকে পিচ সবুজ লাগছিল। কিন্তু যখন কাছে গিয়ে ভাল করে দেখলাম তখন কালো মাটির উইকেট লাগল। কয়েকটা জায়গায় বড় বড় ফাটল দেখলাম।” তবে এখনও পর্যন্ত ভারত-ইংল্যান্ড চলতি টেস্ট সিরিজে দাপট দেখিয়েছেন পেসাররা। সিরিজে এখনও পর্যন্ত সব থেকে বেশি উইকেট নিয়েছেন জসপ্রীত বুমরা। মহম্মদ সিরাজ, মার্ক উড, জেমস অ্যান্ডারসনরাও উইকেট কুড়িয়েছেন। অর্থাৎ একথা বলাই যায় যে, চলতি টেস্টে সিরিজে পিচ থেকে কম-বেশি সাহায্য পেয়েছেন সকলেই। কিন্তু স্টোকসের কথা যথার্থ হলে, রাঁচি টেস্টের একপ্রান্ত দিয়ে পেসাররা এবং অপর প্রান্ত দিয়ে স্পিনাররা সাহায্যে পেতে পারেন। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • WTC Points Table: বেসামাল বাজবল! কটাক্ষ বুমরার, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট টেবলে উন্নতি ভারতের

    WTC Points Table: বেসামাল বাজবল! কটাক্ষ বুমরার, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট টেবলে উন্নতি ভারতের

    মাধ্যম নিউজ ডেস্ক: ইংল্যান্ডের বিরুদ্ধে রাজকোটে রেকর্ড জয়ের পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্রে আপাতত উন্নতি হল রোহিত শর্মার ভারতের। পয়েন্ট টেবিলে  দ্বিতীয় স্থানে পৌঁছে গিয়েছে টিম ইন্ডিয়া। অন্যদিকে ভারতের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে জিতে সারা জাগিয়েছিল ইংল্যান্ড। তাঁদের বাজবল ক্রিকেটকে কুর্নিশ করছিল সকলে। কিন্তু পরপর দুটি টেস্টে ব্যর্থ বাজবল। দ্বিতীয় ইনিংসে ইংরেজদের ব্যাটিং বিপর্যয়ের মধ্যেই মুখে একগাল হাসি নিয়ে ভারতীয় তারকা পেসার জসপ্রীত বুমরা খোঁচা দিলেন বাজবল ক্রিকেটকে।

    কোথায় গেল বাজবল

    রাজকোটে তৃতীয় টেস্টের ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসের একাদশ ওভারের শেষ বলটা জো রুট ডিফেন্ড করার পরে আম্পায়ারের থেকে নিজের টুপি নিতে যাওয়ার সময় কোনও সতীর্থের উদ্দেশ্যে বুমরা বলেন যে ‘অব তো মার হি নে রাহে হ্যা’। সেইসময় বুমরার মুখে একরাশ হাসি লেগেছিল। ১১ ওভারের শেষে ইংল্যান্ডের স্কোর ছিল তিন উইকেটে ২৮ রান। আউট হয়ে গিয়েছেন প্রথম ইনিংসে ১৫৩ রান করা বেন ডাকেট। ড্রেসিংরুমে ফিরে গিয়েছেন জ্যাক ক্রলি এবং ওলি পোপও। ক্রিজে সদ্য এসেছেন রুট এবং বেয়ারস্টো। প্রথম ইনিংসে যে রুটের একটা শটের পরই ইংল্যান্ডের ইনিংসে ধস নামে। বুমরার মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। এক নেটিজেন বলেন, ‘লাইভ সম্প্রচারের সময় এটা খেয়াল করিনি। স্লেজিংয়ের সময়ও উনি কীভাবে এতটা বিনয়ী থাকতে পারেন!’ অপর একজন বলেন, ‘এটা ক্রিকেটের ইতিহাসে নিশ্চিতভাবে অন্যতম সেরা মুহূর্ত।

    বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে কে কোথায়

    রাজকোটে ৪৩৪ রানের বিরাট ব্যবধানে ইংল্যান্ডকে হারিয়েছে রোহিত ব্রিগেড।  বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় স্থানে পৌঁছে গিয়েছে টিম ইন্ডিয়া। ৯ টেস্ট খেলিয়ে দেশের মধ্যে আট নম্বরে নেমেছে বেন স্টোকসের ইংল্যান্ড। নিউজিল্যান্ড – এখনও অবধি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্রে ৪টি ম্যাচ খেলেছে। জয় ৩টি, হার ১টি। পয়েন্ট ৩৬। ৭৫ শতাংশ পয়েন্ট। কিউইরা রয়েছে শীর্ষে। ভারত – এখনও অবধি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্রে ৭টি ম্যাচ খেলেছে। জয় ৪টি, হার ২টি ও ড্র ১টি। পয়েন্ট ৫০। ৫৯.৫২ শতাংশ পয়েন্ট। রোহিতদের স্থান দ্বিতীয়। অস্ট্রেলিয়া রয়েছে তৃতীয় স্থানে। এখনও অবধি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্রে ১০টি ম্যাচ খেলেছে অজিরা। জয় ৬টি, হার ৩টি ও ড্র ১টি। পয়েন্ট ৬৬। ৫৫ শতাংশ পয়েন্ট।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Yashasvi Jaiswal: তৃতীয় কনিষ্ঠতম ব্যাটার হিসেবে টেস্টে দ্বিশতরান, যশস্বীর যাদুতে মুগ্ধ সচিন

    Yashasvi Jaiswal: তৃতীয় কনিষ্ঠতম ব্যাটার হিসেবে টেস্টে দ্বিশতরান, যশস্বীর যাদুতে মুগ্ধ সচিন

    মাধ্যম নিউজ ডেস্ক: সচিন থেকে জাফর, ইয়ান বিশপ থেকে কেভিন পিটারসন যশস্বীর যাদুতে মুগ্ধ ক্রিকেট দুনিয়া। জীবনের প্রথম দ্বিশতরান, সঙ্গে একা হাতে দলকে টেনে নিয়ে যাওয়া শেষ পর্যন্ত তৃপ্তির হাসি যশস্বীর মুখে। গরিব ঘর থেকে উঠে এসে ক্রিকেট জগতের রাজপুত্র এখন যশস্বী। ২২ বছরের যশস্বীর ডাবল সেঞ্চুরি এখন ক্রিকেট মহলে আলোচনার বিষয়। মূলত তাঁর ব্যাটে ভর করে প্রথম ইনিংসে ৩৯৬ রানে অল-আউট হয়ে যায় ভারত।

    যশস্বীর রেকর্ড

    ২০১৯ সালের পর তিনি হলেন প্রথম ভারতীয় যিনি টেস্টে ডাবল সেঞ্চুরি করলেন। অভিষেক টেস্টে করেছিলেন শতরান। ২০০৭ সালের পর ভারতীয় ক্রিকেট দলে কোনও বাঁহাতি ব্যাটার এই প্রথম ডবল সেঞ্চুরি করলেন। শনিবার ২৭৭ বলে ২০০ রান করেন যশস্বী। গৌতম গম্ভীরের পর প্রথম কোনও বাঁহাতি ভারতীয় ব্যাটার টেস্টে দ্বিশতরান করলেন। ২০০৮ সালে গম্ভীর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০৬ রান করেছিলেন। যশস্বী থামলেন ২০৯ রানে। কাম্বলি এবং গম্ভীর দু’বার দ্বিশতরানের মাইলফলক পার করেছিলেন। দ্বিশতরান আছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের। এই তিন বাঁহাতি ব্যাটারের পর চতুর্থ ভারতীয় হিসাবে দ্বিশতরান যশস্বীর। ভারতের তৃতীয় কনিষ্ঠতম ব্যাটার হিসেবে টেস্টে দ্বিশতরান যশস্বীর। তার চেয়ে কম বয়সে ভারতের হয়ে টেস্টে দ্বিশতরান করার নজির গড়েন সুনীল গাভাসকার ও বিনোদ কাম্বলি।

    প্রশংসা সচিনের

    সোশ্যাল মিডিয়ায় এখন ট্রেন্ডিং যশস্বী। তাঁর ডাবল সেঞ্চুরির পর সচিন লিখলেন, ‘অসাধারণ খেললে যশস্বী। দারুণ প্রয়াস।’ ভারতের প্রাক্তন ক্রিকেটার ওয়াসিম জাফর সোশ্যাল মিডিয়া সাইটে যশস্বীর ডাবল সেঞ্চুরির পর লেখেন, ‘রানের প্রতি এই তরুণ ক্রিকেটারের খিদে আমাকে বিরাট আকর্ষণ করেছে। এই সিরিজে একটা অসাধারণ ইনিংস খেলল যশস্বী জয়সওয়া। দারুণ’।


    ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক কেভিন পিটারসেন সোশ্যাল মিডিয়ায় একটি নীল রংয়ের হৃদয়ের ইমোজি দিয়ে যশস্বীর ডাবল সেঞ্চুরির পর লিখেছেন, ‘জয়সওয়াল – বিশ্ব ক্রিকেটের একখানা অসাধারণ গল্প।’ যশস্বীর ডাবল সেঞ্চুরির পর ক্যারিবিয়ান কিংবদন্তি ইয়ান বিশপ লিখেছেন, ‘ভারতের তৃতীয় তরুণ ক্রিকেটার যশস্বী জয়সওয়াল, যে টেস্টে ডাবল সেঞ্চুরি করল।’ 

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • India vs England: চতুর্থ দিনেই ফয়সালা! ভারতের বিরুদ্ধে লড়াই করছে ইংল্যান্ড

    India vs England: চতুর্থ দিনেই ফয়সালা! ভারতের বিরুদ্ধে লড়াই করছে ইংল্যান্ড

    মাধ্যম নিউজ ডেস্ক: হায়দ্রাবাদ টেস্টে লড়াইয়ে ফিরল ইংল্যান্ড। ম্যাচ যদিও এখনও ভারতেরই অনুকূলে। তৃতীয় দিনের শেষে ইংল্যান্ড এগিয়ে ১২৬ রানে। কৃতিত্ব অলি পোপের। একদিক আটকে রাখলেন তিনি। দিনের শেষে ১৪৮ রানে অপরাজিত তিনি। বুমরা, জাদেজা বা অশ্বিন কেউই টলাতে পারেননি তাঁকে। চতুর্থ দিনে ভারতকে শুরুতেই পোপকে ফেরাতে হবে। রবিবার সকালে ইংল্যান্ডকে দ্রুত ফিরিয়ে দিয়ে ম্যাচ শেষ করতে চাইবে ভারত।

    ভারতের ইনিংস

    দ্বিতীয় দিনের শেষে ভারতের স্কোর ছিল ৪২১ রানে ৭ উইকেট। ক্রিজে ৮১ রানে রবীন্দ্র জাদেজা ৩৫ রানে অক্ষর প্যাটেল অপরাজিত ছিল। তৃতীয় দিনের সকালে আরও ১৫ রান যোগ করেন জাদেজা ও অক্ষর জুটি। তারপর পরপর ৪৩৬ রানেই ৩ উইকেট হারায় ভারত। ৮৭ রান করে আউট হন রবীন্দ্র জাদেজা। জসপ্রীত বুমরাহ খাতা না খুলেই সাজঘরে ফেরেন। শেষ উইকেট পড়ে অক্ষর প্যাটেলের। ৪৪ রান করেন তিনি। ইংল্যান্ডের হয়ে সব থেকে বেশি উইকেট নিয়েছেন রুটই। দু’টি করে উইকেট নিয়েছেন টম হার্টলি এবং রেহান আহমেদ। একটি উইকেট নেন জ্যাক লিচ। রান আউট হয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। রুট ২৯ ওভারে ৭৯ রানে ৪ উইকেট তুলে নেন।

    ইংল্যান্ডের ইনিংস

    ১৯০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসের শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে ইংল্য়ান্ড। ওপনিং জুটিতে ৪৫ রান যোগ করেন জ্যাক ক্রাউলি ও বেন ডাকেট। এরপর ৩১ রান করে রবিচন্দ্রন অশ্বিনের বলে আউট হন ক্রাউলি। এরপর অলি পোপের সঙ্গে ইনিংস এগিয়ে যান ডাকেট। লাঞ্চের পর একদিক থেকে নিয়মিত ব্যবধানে উইকেট পড়তে থাকে ইংল্যান্ডের। এদিন দ্বিতীয় সেশন ছিল ভারতের অনুকূলে। বুমরার বল বুঝতে পারছিলেন না ইংরেজ ব্যাটারেরা। বলের গতির হেরফের করলেন, কাটার দিয়ে ব্যাটারদের বিভ্রান্ত করলেন। বুমরা দেখালেন পিচ থেকে সাহায্য না পেলে কী ভাবে পেসারদের বল করতে হয়। বুমরার দাপটের সঙ্গে ছিল রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজাদের ঘূর্ণি। ইংল্যান্ডের জনি বেয়ারস্টো জাদেজার বল বুঝতে না পেরে বোল্ড হলেন। অশ্বিনের বলে বোল্ড হন স্টোকস। দ্বিতীয় সেশন ভারতের হলেও তৃতীয়টা ছিল ইংল্যান্ডের, বলা ভাল অলি পোপের। ২০০ বলে ১৪৮ রান করে ক্রিজে রয়েছেন তিনি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     

  • ICC World Cup 2023: জিততে মরিয়া সকলে! প্রয়োজনে ধরে খেলবেন, ম্যাচ শেষে আর কী বললেন রোহিত?

    ICC World Cup 2023: জিততে মরিয়া সকলে! প্রয়োজনে ধরে খেলবেন, ম্যাচ শেষে আর কী বললেন রোহিত?

    মাধ্যম নিউজ ডেস্ক: কোনওদিন রোহিত তো কোনওদিন বিরাট! কখনও বুমরাহ-সামি তো কখনও কুলদীপ-জাদেজা! দলগত সাফল্যেরই উদাহরণ বিশ্বকাপের (ICC World Cup 2023) প্রথম ছটি ম্যাচের ছটিতেই অপ্রতিরোধ্য ভারত। দলে আত্মতুষ্টিরও কোনও জায়গা নেই। সকলেই প্রতিটি ম্যাচই জিততে মরিয়া মানলেন অধিনায়ক রোহিত। প্রথম পাঁচ ম্যাচে পরে ব্যাট করে জিতেছে ভারত। এদিন প্রথমে ব্যাট করে চ্যালেঞ্জের মুখে পড়ে ভারতীয় ব্যাটাররা।‌ তাই পরের ম্যাচ থেকে এ বিষয়ে সতর্ক থাকার কথাও বললেন হিট-ম্য়ান।

    সতর্ক রোহিত

    রবিবার, ইংল্যান্ডের বিপক্ষে প্রথমে ব্যাট করতে গিয়ে বেকায়দায় পড়েন রোহিতরা। দ্রুত ফিরে যান গিল-কোহলি। চতুর্থ উইকেটে রোহিত এবং রাহুলের জুটিতে ৯১ রান যোগ না হলে দল সমস্যায় পড়ে যেত, মেনে নেন রোহিত। তিনি জানান, চোখ বন্ধ করে মোটেও আক্রমণাত্মক খেলবেন না। বরং পরিস্থিতি অনুযায়ী আক্রমণাত্মক খেলবেন। প্রয়োজনে ইনিংস গড়ে তোলার কাজ করবেন। রোহিত বলেন, ‘প্রথম ১০ ওভারের পর পার্টনারশিপ গড়ার প্রয়োজন ছিল। শুধুমাত্র নিজের শট খেললে চলত না, পরিস্থিতি অনুযায়ী ব্যাট করতে হত। সেই অভিজ্ঞতা থাকলে কাজে লাগানো উচিত। তাও আমার মনে হয়েছিল ২০-৩০ রান কম হয়েছে। নতুন বলে ব্যাট করা চ্যালেঞ্জিং ছিল। ম্যাচের বয়স বাড়ার সঙ্গে বল কিছুটা নরম হয়ে যায়। তাই স্ট্রাইক রোটেট করা সহজ ছিল না।’

    দুরন্ত বোলিং

    লখনউয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে ৪০ রানে তিন উইকেট পড়ে গিয়েছিল ভারতের। সেখান থেকে রাহুলের সঙ্গে জুটি বেঁধে ভারতের ইনিংসের হাল ধরেন রোহিত। সেইসময় একেবারে দেখেশুনে খেলতে থাকেন। সেরকম ঝুঁকি নিচ্ছিলেন না। ১০১ বলে ৮৭ রানে আউট হয়ে যান। তিনি থাকলে ভারতের রানটা ২২৯ থেকে বেড়ে অত্যন্ত ২৫০-২৬০ হতে পারত বলে সংশ্লিষ্ট মহলের ধারণা। তবে এত অল্প রানের পুঁজি নিয়েও যে এতো সহজে ম্যাচ জেতা যায় তা দেখিয়ে দেয় রোহিত-ব্রিগেড। ম্যাচের শেষে তাই আলাদা করে বোলারদের প্রশংসা করলেন ভারতের নেতা। রোহিত বলেন, ‘এত কম রানের পুঁজিতে এইধরনের বোলিং প্রতিদিন দেখা যায় না। আমাদের পেসাররা পিচের কন্ডিশন ব্যবহার করেছে। উইকেট থেকে সুইং এবং মুভমেন্ট পেয়েছে। পেসাররা এবং স্পিনাররা নিজেদের অভিজ্ঞতা কাজে লাগায়। এরকম বোলিং আক্রমণ থাকলে ব্যাটারদের কর্তব্য ওদের লড়াইয়ের জন্য ন্যূনতম রানটুকু করা। তারপর ওদের ম্যাজিকের অপেক্ষা করা।’ 

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • India Vs England: শামি, বুমরার বিধ্বংসী বোলিংয়ে ধরাশায়ী ইংল্যান্ড, কার্যত সেমিফাইনালে ভারত

    India Vs England: শামি, বুমরার বিধ্বংসী বোলিংয়ে ধরাশায়ী ইংল্যান্ড, কার্যত সেমিফাইনালে ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: মধ্যাহ্ন বিরতির সময় ভারতের অতি বড় সমর্থকও ভাবতে পারেননি, ভারত এই ম্যাচ জিতে যাবে। যেখানে এখন টি২০ ম্যাচে ২০০-র বেশি রান ওঠে, সেখানে ৫০ ওভারে ২৩০ রানের টার্গেট যে সহজেই পার করা সম্ভব, তা বলা বাহুল্য। কিন্তু, শামি-বুমরা সমৃদ্ধ ভারতীয় দলের বোলিং লাইন আপ দেখিয়ে দিল, এভাবেও ফিরে আসা যায়। এই রানের পুঁজি নিয়েও ম্যাচ জেতা যায়। এদিন লখনউয়ের ভারত রত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী একানা স্টেডিয়ামে গতবারের চ্যাম্পিয়নদের দুরমুশ করে জিতল ভারত। এই জয়ের ফলে কার্যত বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গেল মেন ইন ব্লু-রা। 

    এদিন টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠায় ইংরেজরা। অন্য দিনের মতো, স্বভাবচিত আক্রমণাত্মক ঢঙেই শুরু করেছিলেন অধিনায়ক রোহিত। কিন্তু, চতুর্থ ওভারেই ছন্দপতন ঘটে। প্রথম উইকেট হারায় ভারত। ক্রিস ওকসের বলে বোল্ড হন শুভমান গিল। এক রান পরই শূন্য রানে প্যাভিলিয়নে ফিরে যান কোহলি। এক পর নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত। একদিকে তখন দাঁড়িয়ে রোহিত। অন্যদিকে, একের পর এক তাঁর পার্টনার বদল হতে থাকে। 

    এদিন ভারতীয় ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রান করেন রোহিত। ১০১ বলে ৮৭ রান করেন তিনি। তাঁর ইনিংস সাজানো ছিল ১০টি চার ও একটি ছক্কায়। এছাড়া, কে এল রাহুল করেন ৩৯ (৫৮ বল) এবং সূর্যকুমার যাদব করেন ৪৯ (৪৭ বল)। ৬ জন ব্যাটার দুই অঙ্কের ঘরে পৌঁছতে পারেননি। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ২২৯ রান করে ভারত। 

    জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিল ইংল্যান্ডের ডেভিড মালান ও জনি বেয়ারস্টো জুটি। এদিনও ছন্দে ছিলেন না মহম্মদ সিরাজ। একদিকে, যখন জসপ্রিত বুমরা চাপ সৃষ্টি করছিলেন, তখন অন্যদিকে, তিনি রান দিচ্ছিলেন। ইংল্যান্ড শিবিরে প্রথম আঘাত হানেন বুমরাই। বিপজ্জনক হয়ে ওঠা ডেভিড মালানকে ফেরান তিনি। পরের বলেই ফের আঘাত হানেন বুমরা। প্রথম বলেই তাঁর বলে লেগ বিফোর হয়ে ফিরে যান জো রুট। 

    বুমরা যেখানে শেষ করেন, সেখান থেকেই যেন শুরু করলেন শামি। যেন ব্যাটনটা হস্তান্তর হয়ে যায়। শামির আগুনে বোলিংয়ের কোনও জবাব ছিল না ইংল্যান্ড ব্যাটারদের কাছে। এক সময় শামির বোলিং ফিগার ছিল ৫ ওভার- ২ মেডেন-৫ রান-৩ উইকেট। এই ছোট্ট পরিসংখ্যানই বলে দিচ্ছে, আজ বাইশ গজে কী তাণ্ডব ঘটিয়েছেন তিনি। সবচেয়ে বড় কথা, যখনই ইংল্যান্ড ব্যাটাররা কোনও পার্টনারশিপ তৈরি করার চেষ্টা করেছেন, তখনই বল করতে এসে, তা ভেঙে দিয়েছেন শামি। এদিন শামি ৪ উইকেট নেন। বুমরা নেন তিনটি।

    ভারতের পেস আক্রমণের কথা বলার পাশাাপাশি স্পিন আক্রমণের কথা ভুলে গেলে চলবে না। এদিনও দুর্ধর্ষ ফর্মে ছিলেন কুলদীপ যাদব। জস বাটলারকে তিনি যে বলে আউট করেছেন, সেটা এই বিশ্বকাপের সেরা ডেলিভারির তালিকায় থাকতে বাধ্য। এদিনের ম্যাচে ২ উইকেট নেন কুলদীপ। একইভাবে, বরাবরের মতো মিতব্যয়ী ছিলেন রবীন্দ্র জাডেজা। বুদ্ধিদিপ্ত বোলিং করে ইংল্যান্ড ব্যাটারদের ওপর তিনি এতটাই চাপ সৃষ্টি করেন, যার ফল ক্রিস ওকসের স্টাম্পিং।

    ফলস্বরূপ, ২৩০ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে মাত্র ৩৪.৫ ওভারে ১২৯ রানে শেষ হয়ে যায় ইংল্যান্ডের ইনিংস। ১০০ রানের ব্যবধানে জয়ী হয় ভারত। এই জয়ের ফলে, ফের একবার পয়েন্ট তালিকার শীর্ষ পৌঁছে গেল মেন ইন ব্লু। ৬ ম্যাচ খেলে ভারতের পয়েন্ট এখন ১২। ফলে, সেমিফাইনালে এক পা বাড়িয়ে রাখল রোহিত-বাহিনী। অন্যদিকে, ৬ ম্য়াচে পাঁচটা হেরে বিশ্বকাপে বিদায় ঘণ্টা বাজল গতবারের চ্যাম্পিয়নদের।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • T20 World Cup: আসছে লগান ২! ইন্ডিয়া-ইংল্যান্ড সেমিফাইনালকে ঘিরে মিমের বন্যা সোশ্যাল মিডিয়ায়

    T20 World Cup: আসছে লগান ২! ইন্ডিয়া-ইংল্যান্ড সেমিফাইনালকে ঘিরে মিমের বন্যা সোশ্যাল মিডিয়ায়

    মাধ্যম নিউজ ডেস্ক: চলতি বছরের টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) সেমিফাইনালে ইন্ডিয়া ও ইংল্যান্ডের ম্যাচ নিয়ে চরম উন্মাদনার সৃষ্টি হয়েছে। ইংল্যান্ড ও ইন্ডিয়ার ম্যাচকে নেটিজেনরা লগান সিনেমার সঙ্গে তুলনা করছেন। ফলে ম্যাচ আগামীকাল হলেও এই নিয়ে বেশ কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় মিমের বন্যা ভেসে চলেছে।

    চলতি টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) আর মাত্র তিনটি ম্যাচ বাকি। তার মধ্যে আজ, বুধবার প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে উইলিয়ামসনের নিউজিল্যান্ড ও বাবর আজমের পাকিস্তান। ইতিমধ্যে খেলা শুরুও হয়ে গিয়েছে। গ্রুপ পর্ব, সুপার-১২ পর্বের শেষে গ্রুপ-১ থেকে সেমিফাইনালে পৌঁছেছে নিউজিল্যান্ড ও ইংল্যান্ড। গ্রুপ-২ থেকে সেমিফাইনালে উঠেছে ভারত ও পাকিস্তান। এরপর আগামীকাল, বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও ইংল্যান্ড। ফলে আগামীকাল খেলা থাকলেও প্রায় কয়েকদিন ধরেই ক্রিকেটপ্রেমীদের মধ্যে উন্মাদনার শেষ নেই। সেই সঙ্গে রয়েছে মিম শেয়ারিং।

    নেটিজেনদের অনেকে আবার আগামীকালের ম্যাচকে (T20 World Cup) ‘লগান ২’ (Lagaan 2) বলেও উল্লেখ করছেন। শুধুমাত্র নেটিজেনরাই নয়, ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স ইন্ডিয়া-ও এক ট্যুইটে লিখেছে, ‘ভারত সেমিফাইনালে জায়গা করে নেওয়ার পর তাদের লগান সিনেমার কথাই মনে হচ্ছে। লগানের রিমেক দেখার সুযোগ হবে এবার!’

    আসলে ম্যাচ নিয়ে এবার উত্তেজনা এতটাই তুমুল যে ক্রিকেট ভক্তরা লগানের উদাহরণ টেনে আনছেন। বলিউড স্টার আমির খান অভিনীত লগান সিনেমাটি বলিউডের অন্যতম আইকনিক সিনেমা। সিনেমাতেও ইন্ডিয়া ও ইংল্যান্ডের মধ্যে হয়েছিল ক্রিকেট ম্যাচ। পরে ব্রিটিশদের ক্রিকেট খেলায় ধূলিসাৎ করে দেয় ভারতীয়রা। সিনেমার মত এবার বাস্তবেও তাই হবে বলে আশায় বুক বেঁধেছেন দেশবাসী।

    একনজরে সেই মজাদার মিমগুলো দেখে নিন

LinkedIn
Share