Tag: IND vs NZ

IND vs NZ

  • ODI World Cup 2023: প্রথম সেমিফাইনালে মুখোমুখি ভারত-নিউজিল্যান্ড, টসে জিতে ব্যাটিং টিম ইন্ডিয়ার

    ODI World Cup 2023: প্রথম সেমিফাইনালে মুখোমুখি ভারত-নিউজিল্যান্ড, টসে জিতে ব্যাটিং টিম ইন্ডিয়ার

    মাধ্যম নিউজ ডেস্ক:  ১২ বছর আগে ওয়াংখেড়েতে মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বে বিশ্বজয়ের ছবিটা এখনও সকল ভারতীয় সমর্থকদের মনে তরতাজা। সেই ওয়াংখেড়েতে এই বিশ্বকাপে ইতিমধ্যেই আবারও শ্রীলঙ্কাকে হারিয়েছে টিম ইন্ডিয়া। এবার লড়াইটা সেমিফাইনালের। টসে জিতে ব্যাটিং-এর (ODI World Cup 2023) সিদ্ধান্ত নিল ভারত। ২০১৯ সালে এই নিউজিল্যান্ডের বিরুদ্ধে হেরে ভারতের বিশ্বজয়ের স্বপ্ন চুরমার হয়েছিল, সামনে আবার রয়েছে সেই নিউজিল্যান্ডই। এই ম্যাচকে তাই বদলার ম্যাচ বলছেন অনেকেই।

    বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স ভারতের 

    চলতি বিশ্বকাপে (ODI World Cup 2023) ন’টি ম্যাচ খেলে ন’টিতেই জিতেছে টিম ইন্ডিয়া। একনাগাড়ে নয় ম্যাচ জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে রোহিত-বিরাটরা। দলের দুই তারকা ব্যাটার রোহিত ও বিরাট কোহলি ব্যাট হাতে আগুন ঝরাচ্ছেন। কোহলি ৫৯৪ রান করে চলতি বিশ্বকাপের সর্বোচ্চ রানসংগ্রাহক। অপরদিকে, রোহিত শর্মাও পাঁচশোর অধিক রান করে ফেলেছেন, তাও আবার ১২০-র অধিক স্ট্রাইক রেট নিয়ে। গত ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে শ্রেয়স আইয়ার এবং কেএল রাহুলও শতরান হাঁকিয়েছেন। টপ অর্ডার হোক বা মিডল অর্ডার, ভারতের ব্যাটিং দুরন্ত ফর্মে। বোলিংয়ের ক্ষেত্রেও দারুন ছন্দে রয়েছে ভারত। যশপ্রীত বুমরা গোটা টুর্নামেন্ট জুড়েই দুরন্ত ছন্দে রয়েছেন (ODI World Cup 2023)। ১৭টি উইকেট রয়েছে তাঁর দখলে। আরেক তারকা বোলার মহম্মদ শামি বেশ কয়েকটি ম্যাচ খেলেননি। কিন্তু সুযোগ পেয়েই পাঁচ উইকেট নেন তিনি।

    ফাইনাল ম্যাচ হবে আমেদাবাদে

    ওডিআই বিশ্বকাপে ১৯৮৩ ও ২০১১ সালে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। আর কিউয়িরা ২০১৫ ও ২০১৯ সালে রানার্স হয়েছিল। বুধবার যে দল মুম্বইয়ে জিতবে তারা বিশ্বকাপ জয়ের পথে আরও এক ধাপ এগিয়ে যাবে। আমেদাবাদে হবে এ বারের বিশ্বকাপের ফাইনাল। শীর্ষ স্থানে থেকে গ্রুপ পর্ব শেষ করেছে ভারত। অন্য দিকে কিউয়িরা চার নম্বরে শেষ করে সেমিফাইনালে খেলার টিকিট পেয়েছে। 

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • ICC World Cup 2023: নিউজিল্যান্ড ম্যাচে নেই হার্দিক! অপরাজেয় কিউইদের হারাতে বদ্ধপরিকর ভারত

    ICC World Cup 2023: নিউজিল্যান্ড ম্যাচে নেই হার্দিক! অপরাজেয় কিউইদের হারাতে বদ্ধপরিকর ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: দুই দলই অপরাজেয়। প্রথম চারটি ম্যাচে প্রতিপক্ষকে ঘায়েল করেছে ভারত ও নিউজিল্যান্ড। অষ্টমীতে পাঁচে পাঁচ করার লক্ষ্য নিয়েই পুনেতে নামবে দুই দল। ভারতের কাছে বড় ধাক্কা বিশ্বকাপে নিউজিল্যান্ডের ম্যাচ থেকে ছিটকে গেলেন সহ-অধিনায়ক হার্দিক পান্ডিয়া। তিনি দলের সঙ্গে ধরমশালায় যাচ্ছেন না। ভারত-ইংল্যান্ড ম্যাচের জন্য সরাসরি লখনউয়ে দলের সঙ্গে যোগ দেবেন বলে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) তরফে জানানো হয়েছে। 

    কেমন আছেন হার্দিক

    শুক্রবার বিসিসিআইয়ের তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘পুণেতে মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের ম্যাচে নিজের বোলিংয়ে ফিল্ডিং করার সময় বাঁ-গোড়ালিতে চোট লাগে ভারতের সহ-অধিনায়ক হার্দিক পান্ডিয়ার। অল-রাউন্ডারকে স্ক্যান করানোর জন্য নিয়ে যাওয়া হয়েছিল এবং তাঁকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।’  

    ভারতীয় বোর্ডের তরফে আরও বলা হয়েছে, ‘লাগাতার বিসিসিআই মেডিক্যাল টিমের নজরদারিতে থাকবেন (হার্দিক)। (সেই পরিস্থিতিতে) ২০ অক্টোবর (শুক্রবার) দলের সঙ্গে ধরমশালার বিমানে উঠবেন না হার্দিক। উনি সরাসরি লখনউয়ে দলের সঙ্গে যোগ দেবেন। যেখানে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে ভারত (২৯ অক্টোবর ম্যাচ আছে)।’

    হার্দিকের পরিবর্তে কে

    সেই পরিস্থিতিতে ধরমশালায় হার্দিকের পরিবর্তে ভারতীয় দলে কে ঢুকবেন, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। হার্দিক দলে না থাকায় রোহিত শর্মাকে বাড়তি ব্যাটার বা বাড়তি বোলার খেলাতে হবে। ধরমশালায় ম্যাচ হওয়ায় মহম্মদ শামি দলে ফিরতে পারেন। সেক্ষেত্রে বাদ যেতে পারেন শার্দুল ঠাকুর। সঙ্গে রবিচন্দ্রন অশ্বিনও ঢুকতে পারেন। আর ট্রেন্ট বোল্টদের বিরুদ্ধে বাড়তি ব্যাটার চাইলে দলে ঢুকবেন সূর্যকুমার যাদব। কিন্তু সেক্ষেত্রে ৫০ ওভার করার জন্য মাত্র পাঁচজন থাকবেন। শার্দুল ফর্মে না থাকায় সেটা দুশ্চিন্তার কারণ হয়ে উঠতে পারে রোহিতদের কাছে। এমনিতে এবার বিশ্বকাপের জন্য ভারত-নিউজিল্যান্ড ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। দুই দলই চারটি করে ম্যাচ খেলেছে। ১০০ শতাংশ রেকর্ড বজায় রেখেছে। অষ্টমীতে যে দল ম্যাচ জিতবে, সেই দল সেমিফাইনালের দিকে এককদম এগিয়ে যাবে। 

    আরও পড়ুন: বিশ্বকাপে নতুন মাইলফলক স্পর্শ রোহিতের! জানেন কেন সোনালি ব্যাজ পরলেন গিল?

    শীর্ষ স্থানের লক্ষ্যে ভারত

    বাংলাদেশের বিরুদ্ধে বড় ব্যবধানে ম্যাচ জিতেও লিগ টেবিলের শীর্ষে ওঠা হয়নি ভারতের। অস্ট্রেলিয়া, আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশে বিরুদ্ধে টানা চার ম্যাচ জিতে ৮ পয়েন্ট সংগ্রহ করে টিম ইন্ডিয়া। পয়েন্টের নিরিখে নিউজিল্যান্ডকে ছুঁয়ে ফেললেও নেট রান-রেটে পিছিয়ে থাকতে হয় রোহিত শর্মাদের। ভারতের নেট রান-রেট +১.৬৫৯। ভারত আপাতত লিগ টেবিলের দ্বিতীয় স্থানেই থেকে যায়। আপাতত লিগ টেবিলে শীর্ষস্থান নিজেদের দখলেই রাখে নিউজিল্যান্ড। তারাও চলতি বিশ্বকাপে নিজেদের প্রথম চার ম্যাচে জয় তুলে নিয়েছে। ৪ ম্যাচে নিউজিল্যান্ডের সংগ্রহে রয়েছে ৮ পয়েন্ট। তাদের নেট রান-রেট +১.৯২৩। ধরমশালায় কিউইদের হারাতে পারলে তবেই লিগ টেবিলে শীর্ষস্থানে উঠবে রোহিত-ব্রিগেড।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     

     

  • ICC World Cup 2023: ওয়াংখেড়েতে পাশাপাশি সচিন-বেকহ্যাম! ভারতের জার্সি পরে বিরাটকে ধন্যবাদ মুলারের

    ICC World Cup 2023: ওয়াংখেড়েতে পাশাপাশি সচিন-বেকহ্যাম! ভারতের জার্সি পরে বিরাটকে ধন্যবাদ মুলারের

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারত-নিউজিল্যান্ড (India vs New Zealand) সেমিফাইনালে পাশাপাশি দেখা যাবে দুই কিংবদন্তিকে। একজন ক্রিকেটের, অপরজন ফুটবলের। সব ঠিক থাকলে বুধবার ওয়াংখেড়েতে শচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) পাশে বাইশ গজের বিশ্বযুদ্ধ উপভোগ করতে পারেন ডেভিড বেকহ্যাম (David Beckham)। 

    ভারতে বেকহ্যাম

    সূত্রের খবর, তিন দিনের ভারত সফরে আসছেন ইংল্যান্ডের কিংবদন্তি ফুটবলার ডেভিড বেকহ্যাম। তিনি ইউনিসেফের গুডউইল অ্যাম্বাসাডর হিসেবে ভারতে আসবেন। সূত্র মারফত শোনা গিয়েছে, এই সফরেই তিনি ক্রিকেট বিশ্বকাপের ম্যাচ দেখতে পারেন। ওডিআই বিশ্বকাপের মঞ্চে ভারতকে অতীতে টেক্কা দিয়েছে নিউজিল্যান্ড। ৫০ ওভারের বিশ্বকাপে মোট ৯ বার মুখোমুখি হয়েছে মেন ইন ব্লু এবং কিউইরা। তার মধ্যে ৫ বার জিতেছে নিউজিল্যান্ড আর ৪ বার ভারত। চলতি বিশ্বকাপের গ্রুপ পর্বে অবশ্য ব্ল্যাক ক্যাপসদের উড়িয়ে দিয়েছিল মেন ইন ব্লু।

    আরও পড়ুন: সাফল্যের দাবিদার রোহিত! অধিনায়কের প্রশংসায় হেড-স্যার দ্রাবিড়

    বিরাট বন্ধুত্ব

    বিরাট কোহলির সঙ্গে ফুটবলের সম্পর্ক বেশ গভীর। ইন্ডিয়ান সুপার লিগে বিনিয়োগও করেছেন কিং কোহলি। টিম ইন্ডিয়ার প্র্যাক্টিসে ফুটবল খেলায় তাঁর স্কিল দেখান বিরাট। জাতীয় দলের অধিনায়ক সুনীল ছেত্রীর সঙ্গেও বিরাটের বন্ধুত্ব রয়েছে। এবার জার্মান কিংবদন্তি থমাস মুলার ভারতীয় দলের জার্সি পরে ধন্যবাদ জানালেন বিরাট কোহলিকে। বিশ্ব ফুটবলে জার্মানির সমর্থক বিরাট। জার্মানির ফুটবলার টনি ক্রুজ জার্সিও উপহার পাঠিয়েছিলেন বিরাট কোহলিকে।

    সোশ্যাল মিডিয়া এক্স হ্যান্ডলে একটি ভিডিয়ো পোস্ট করেছেন থমাস মুলার। যাতে দেখা গিয়েছে একটি বক্স খুলতেই তার মধ্যে ভারতের জার্সি। পিছনে লেখা মুলার। জার্সি নম্বর ২৫। উচ্ছ্বসিত জার্মান কিংবদন্তি ভিডিয়োর সঙ্গে কোহলিকে মেনশন করে লিখেছেন, ‘এই দেখো বিরাট কোহলি। জার্সির জন্য ধন্যবাদ। বিশ্বকাপের জন্য অনেক শুভেচ্ছা।’ ভিডিয়োতে তাঁর উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতোই। বক্স থেকে জার্সি বের করে দেখালেন। তারপর সেটি পরলেনও। ভারতীয় দলকে তাতানোর জন্য ‘থাম্বস আপ’ও দেখালেন মুলার।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • IND vs NZ: ১২ রানে কিউইদের হারাল ভারত, ডাবল সেঞ্চুরিতে ম্যাচের তারকা শুভমান

    IND vs NZ: ১২ রানে কিউইদের হারাল ভারত, ডাবল সেঞ্চুরিতে ম্যাচের তারকা শুভমান

    মাধ্যম নিউজ ডেস্ক: নিউজিল্যান্ডের (IND vs NZ) বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচ জিতল ভারত। ১২ রানে নিউজিল্যান্ডকে হারিয়েছে মেন ইন ব্লু- এর দল। শুভমন গিলের ডাবল সেঞ্চুরিই ভারতকে এক ধাক্কায় অনেকটা এগিয়ে দিয়েছে। ৩৪৯ রানের পাহাড় প্রমাণ লক্ষ্য কিউইদের সামনে রাখে ভারত। শুরুতে খুব ভালো খেলতে পারেনি নিউজিল্যান্ড। তবে খেলার শেষে ঘুরে দাঁড়ান মিশেল স্যান্টনার ও মিশেল ব্রেসওয়েল। একটা সময় প্রতিযোগিতা টান টান হয়ে ওঠে। ভারতের জয়ও অনিশ্চিত হয়ে পড়ে। তবে শেষ হাসিটি হাসে ভারতই। ভারতকে ফের লড়াইয়ে ফেরায় মহম্মদ সিরাজের বোলিং। নিজের শেষ ওভারে দুটি উইকেট তুলে নেন তিনি।

     

    রোহিত শর্মা- শুভমান গিল (IND vs NZ) সাধারণত আজকাল ম্যাচ ওপেন করেন। এদিনও ওপেনে সিনিয়র-জুনিয়র এই কম্বিনেশনই ভরসা রাখে ম্যানেজমেন্ট। রোহিত ৩৮ বলে ৩৪ করে আউট হয়ে যান। এরপরে ডেটে খেলেন গিল। বছর তেইশের পাঞ্জাবের ব্যাটার গত রবিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় ওয়ানডে ম্যাচে, ঠিক যেখানে শেষ করেছিলেন, সেখান থেকেই এদিন শুরু করলেন। তিরুঅনন্তপুরমের মতোই আজ ব্যাট করেন গিল। এদিন দ্বিশত রান তোলেন গিল। দেশের জার্সিতে পঞ্চাশ ওভারের ক্রিকেটে এই নিয়ে তাঁর তৃতীয় সেঞ্চুরি। ভারতীয় ক্রিকেট দলে কম সময়েই তারকা হয়ে উঠলেন শুভমান।

    আরও পড়ুন: রাহুল-আথিয়ার বিয়ে, সেজেছে সুনীলের বাড়ি, দেখুন ছবি

    গিলের সঙ্গে জুটি (IND vs NZ) বেঁধে ৫৩ বলে ৬৫ রান স্কোরবোর্ডে যোগ করেছেন সূর্য কুমার যাদব। ড্যারি মিচেলের বলে স্যান্টনারের হাতে ক্যাচ তুলে ফিরে যান। সূর্য যখন ফেরেন, তখন ভারতের স্কোর ২৮.৩ ওভারে চার উইকেট হারিয়ে ১৭৫। এরপর গিল পাশে পান হার্দিক পাণ্ডিয়াকে। ভারতের এই অলরাউন্ডার ছয়ে নেমেছিলেন এদিন।   

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

LinkedIn
Share