Tag: Ind vs Pak

Ind vs Pak

  • T20 World Cup 2024: টি-২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট-মূল্য ১৭ লক্ষ! কী বলছে আইসিসি?

    T20 World Cup 2024: টি-২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট-মূল্য ১৭ লক্ষ! কী বলছে আইসিসি?

    মাধ্যম নিউজ ডেস্ক: শুরু হতে চলেছে আইসিসি টি-টয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2024)। টুর্নামেন্টের সবচেয়ে হাইভোল্টেজ ম্য়াচটি আছে আগামী ৯ তারিখ। সেদিন ২২ গজে ভারত-পাকিস্তান (India vs Pakistan) দ্বৈরথ। কিন্তু এই ম্য়াচের টিকিটের দাম নিয়ে শুরু হয়েছে বিতর্ক। এই ম্যাচের টিকিটের দাম নাকি আকাশ ছোঁয়া, দাবি প্রাক্তন ক্রীড়াপ্রশাসক ললিত মোদির। যদিও আইসিসি-র দাবি কম দামের টিকিটও ছিল কিন্তু তা সব শেষ। বেশি দামের টিকিটেরও কালো বাজারি চলছে, বলে অনুমান। তাই টিকিট নিয়ে ত হাহাকার।

    ললিত মোদির দাবি

    আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2024) ভারত-পাকিস্তান ম্য়াচের টিকিটের দাম নাকি ধার্য করা হয়েছে ১৭ লক্ষ টাকা। নিজের এক্স হ্যান্ডেলে এই ইস্যুতে আইসিসিকে একহাত নিয়েছেন প্রাক্তন আইপিএল কর্তা ললিত মোদি। তিনি লেখেন, ”আমি সত্যি অবাক হয়ে গিয়েছি, আইসিসি ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট বিক্রি করছে ২০ হাজার ডলারে (প্রায় ১৭ লক্ষ টাকা)। ক্রিকেটের প্রসারের জন্য, সমর্থকদের আনন্দ দেওয়ার জন্য এ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপ হচ্ছে আমেরিকায়। টিকিট বিক্রি করে লাভ করার জন্য নিশ্চয় প্রতিযোগিতা করা হচ্ছে না।”

     
     
     
     
     
    View this post on Instagram
     
     
     
     
     
     
     
     
     
     
     

    A post shared by Lalit Modi (@lalitkmodi)

    আইসিসি-র যুক্তি

    আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের তরফে জানানো হয়েছে ভারত-পাকিস্তান ম্যাচ বরাবরই আকর্ষণের কেন্দ্রে। এই ম্যাচের টিকিটের নূন্যতম দাম ছিল ৩০০ ডলার। কিন্তু সেই টিকিট সব শেষ। এরপর টিকিটের দাম নাকি ১০ হাজার ডলার। যা-ও এখন অমিল। চড়া দামে কালোবাজারে টিকিট বিক্রি হচ্ছে, বলে আইসিসি সূত্রে খবর। এজন্যই টিকিটের হাহাকার চোখে পড়ছে। আমেরিকার এক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে। কিছু কিছু টিকিটের দাম এক কোটি টাকা। সেই খবর প্রকাশ্যে আসার পরেই ললিতের এই বক্তব্য জানা যায়।

    আরও পড়ুন: নিউ ইয়র্কে হালকা মেজাজে রোহিতরা! গেলেন না বিরাট, কবে যাবেন কিং কোহলি?

    ভারত-পাকিস্তান দ্বৈরথ

    ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2024) অস্ট্রেলিয়ার মেলবোর্নে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরে দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়েছিল ভারতীয় দল (India vs Pakistan)। সেদিন বিরাট কোহলির ব্য়াটে জয় এসেছিল। কেরিয়ারের অন্যতম সেরা একটি টি২০ ম্য়াচ খেলেছিলেন কিং কোহলি। এবারও তাঁর ব্যাট জ্বলে উঠুক, এমনটাই চাইবেন ভারতীয় সমর্থকরা। রোহিত শর্মা, বিরাট কোহলির এটাই হয়ত শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ, তাই টুর্নামেন্ট স্মরণীয় করে রাখতে চাইবেন ২ তারকা। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত প্রথম ম্যাচ খেলতে নামবে ৫ জুন। আয়ারল্যান্ডের বিরুদ্ধে সেই ম্যাচ খেলবে ভারত। দ্বিতীয় ম্যাচ পাকিস্তানের বিরুদ্ধে। ভারতের গ্রুপে রয়েছে আমেরিকা এবং কানাডাও।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • ICC World Cup 2023: ‘ভারতের সময় বল বদলে দিচ্ছে’, অদ্ভুত অভিযোগ প্রাক্তন পাক ক্রিকেটারের

    ICC World Cup 2023: ‘ভারতের সময় বল বদলে দিচ্ছে’, অদ্ভুত অভিযোগ প্রাক্তন পাক ক্রিকেটারের

    মাধ্যম নিউজ ডেস্ক: চলতি বিশ্বকাপে সবথেকে ধারাবাহিক দল ভারত। সাতটি ম্যাচের সাতটাতেই জিতেছে তারা। প্রথম দল হিসেবে সেমিফাইনালে প্রবেশ করেছে। চলতি বিশ্বকাপে ভারতীয় ব্যাটরদের নিয়ে দু-একটা প্রশ্ন উঠলেও বোলাররা দুরন্ত। সেই ভারতীয় বোলারদের ধারাবাহিকতায় মুগ্ধ বিশ্ব ক্রিকেটের সর্বকালের সেরা বোলার ওয়াসিম আক্রম থেকে শুরু করে প্রাক্তন নিউজিল্যান্ডের তারকা সাইমন ডুলরা। কিন্তু শামি-সিরাজের বোলিং নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন ফ্লপ পাক ক্রিকেটার হাসান রাজা।

    কী বলছেন প্রাক্তন পাক ক্রিকেটার

    ভারত-শ্রীলঙ্কা ম্যাচের পর পাকিস্তানের একটি সংবাদমাধ্যমে হাসান প্রশ্ন তোলেন, মহম্মদ শামি, মহম্মদ সিরাজরা কীভাবে কেন ভালো বোলিং করছেন? যে পিচে শ্রীলঙ্কা ৩৫০ রান হজম করছে, সেখানে কীভাবে শামিরা এত সুইং এবং সিম করতে পারছেন?ভারত যখন বোলিং শুরু হচ্ছে, তখন কি বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি বা ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) বল পালটে দিচ্ছে? পাকিস্তানের হাসান রাজা জানান, ভারত ব্য়াটিং করার সময় যেই বলে খেলে, বোলিংয়ের সময় অন্য বলে খেলে। তিনি বলেন, ‘অ্যালন ডোনাল্ড ও মাখায়া এনিটনির মত বল করছে সামি ও সিরাজ। বলের একদিকে শাইন থাকে আর একদিকে থাকে না, এতে বল রিভার্স স্যুইং হয়। আমার ভারতের খেলা দেখার পর মনে হচ্ছে ভারতের বোলিংয়ের সময় বল পরিবর্তন হয়ে যাচ্ছে। আমার মনে হয় আইসিসি বা বিসিসিআই এটা করছে। প্রথম বল থেকে টার্ন পাচ্ছে। এই পিচে ভারত ৩৫০-র বেশি রান করল আর এরপরের দল ব্য়াট করতে নেমে রান করতে পারল না কী করে হয় এটা।’

    কড়া জবাব আকাশ চোপড়ার

    হাসানের এমন বক্তব্য শুনে এবার বেজায় চটলেন আকাশ চোপড়া (Aakash Chopra)। কড়া জবাব দিলেন ভারতের প্রাক্তন ওপেনার। তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘এটা কি ক্রিকেট নিয়ে আদৌ সিরিয়াস অনুষ্ঠান? যদি সেটা না হয় তাহলে সেটা চ্যানেলের উল্লেখ করে দেওয়া উচিত। লেখা উচিত এটা ব্যঙ্গাত্মক কিংবা কমেডি অনুষ্ঠান। কারণ সঞ্চালক ও প্রাক্তন ক্রিকেটার কী বলতে চাইছেন সেটা বোঝাই যাচ্ছে না।’

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • India vs Pakistan: রোহিতের দুরন্ত ইনিংস! বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে জয়ের ধারা বজায় রাখল ভারত

    India vs Pakistan: রোহিতের দুরন্ত ইনিংস! বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে জয়ের ধারা বজায় রাখল ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: স্কোর লাইন ৮-০। ভারত পাকিস্তান ম্যাচকে এভাবে ব্যাখ্যা করা যায়। ৫০ ওভারের বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে টানা অষ্টম জয় ছিনিয়ে নিল ভারত। পাকিস্তানকে ৭ উইকেটে লজ্জাজনকভাবে হারাল রোহিত ব্রিগেড। পাকিস্তানের ১৯১ রানের জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৩০.৩ ওভারে ম্যাচ শেষ করে দিল ভারত। অল্পের জন্য শতরান হাতছাড়া হল রোহিতের। এটুকুই আফশোস রয়ে গেল! ১৯৯২, ১৯৯৬, ১৯৯৯, ২০০৩, ২০১১, ২০১৫, ২০১৯ সালের পর এবার ২০২৩। ইতিহাস বদলাল না। ভারতকে হারানোর স্বপ্ন, স্বপ্নই রয়ে গেল বাবরদের। ভারতকে এই জয়ের জন্য শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

    স্টেডিয়ামে স্বরাষ্ট্রমন্ত্রী

    আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে (Narendra Modi Stadium) চলছে বিশ্বকাপের (ICC Cricket world Cup 2023) ভারত-পাকিস্তান ম্য়াচ। মোদি স্টেডিয়ামে লক্ষাধিক দর্শকের উপস্থিতি চলা ম্যাচ দেখতে হাজির হলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। ভারত অধিনায়ক রোহিত শর্মা বাউন্ডারি হাঁকাতেই গ্যালারিতে বসে হাততালি দিয়ে উঠলেন অমিত শাহ।

    আর ভারত জিততেই উঠে দাঁড়িয়ে অভিনন্দন জানালেন বাইশ গজের সেনানিদের। সীমান্তে যেভাবে ভারতীয় সেনা পাক-চক্রান্তের জবাব দেয়, ঠিক একইভাবে বাইশ গজের বিশ্বযুদ্ধে পাকিস্তানকে হেলায় উড়িয়ে দিল টিম ইন্ডিয়া। গর্বিত দেশের স্বরাষ্ট্রমন্ত্রী।

    দুরন্ত ইনিংস রোহিতের

    টসে জিতে এদিন প্রথম বোলিং নেন রোহিত। প্রথমে ব্যাট করে পাকিস্তান দল করে ১৯১ রান। রান তাড়া করতে নেমে রোহিত শর্মা নিজের পুরনো ছন্দেই খেলতে থাকেন। আফগানিস্তানের বিরুদ্ধে যেখানে শেষ করেছিলেন, এখানে সেখান থেকেই শুরু করলেন। গিলকে নিয়ে ওপেন করতে নেমে তিনি একাই দলকে জয়ের দোড়গোরায় পৌঁছে দেন। তবে ফিনিশ করতে পারেননি। ৬৩ বলে ৮৬ রানের ইনিংস খেলেন তিনি। ডেঙ্গি সারিয়ে মাঠে নামা গিল করেন ১৬ রান। তাঁর এই কামব্যাক প্রশংসনীয়। বিরাট কোহলি ১৬ রান করেন। হাসান আলির বলে তিনি নওয়াজের হাতে ক্যাচ তুলে আউট হন। এরপর নামেন শ্রেয়স আইয়ার। রোহিত আউট হওয়ার পর কেএল রাহুলের সঙ্গে জুটি বেঁধে দলকে জেতান শ্রেয়স। তিনি হাফসেঞ্চুরি করেন। দলের জয়ে খুশি বিসিসিআই সচিব জয় শাহ।

    ভর্তি গ্যালারি মাতল সুর-তাল-ছন্দে

    শনিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হাউসফুল দর্শকদের জন্য ছিল বিশেষ চমক। ভারত-পাকিস্তান ম্যাচ শুরুর আগে মোতেরা মাতান অরিজিৎ সিং, শঙ্কর মহাদেবন, সুখবিন্দর সিং। অবশ্য স্টেডিয়ামে যে দর্শকরা উপস্থিত ছিলেন, তাঁদের ছাড়া বাকি ক্রিকেট প্রেমীদের একটা আক্ষেপ রয়ে গেল। কারণ এই সুরেলা অনুষ্ঠান বিশ্বকাপের সম্প্রচারকারী চ্যানেলে দেখানো হয়নি। শুধু মাত্র স্টেডিয়ামে উপস্থিত দর্শকরাই তা উপভোগ করতে পেরেছেন। শনি-সন্ধেয় দেখা যায় নেহা কক্কর, দর্শন রাভালকে পারফর্ম করতে। আসলে ইনিংস বিরতির সময়ও সুরের ছটার ব্যবস্থা করেছিল আয়োজকরা।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • India vs Pakistan: নীল ঝড়ে খড়কুটোর মতো উড়ে গেল পাকিস্তানের ব্যাটিং! জয়ের জন্য ভারতের লক্ষ্য ১৯২

    India vs Pakistan: নীল ঝড়ে খড়কুটোর মতো উড়ে গেল পাকিস্তানের ব্যাটিং! জয়ের জন্য ভারতের লক্ষ্য ১৯২

    মাধ্যম নিউজ ডেস্ক: গ্যালারিতে নীল ঢেউ ম্যাচের শুরু থেকেই। মাঠে নীল ঝড় উঠল ৩০ ওভারের পর। ২৯ ওভারে পাকিস্তানের স্কোর ছিল ২উইকেট হারিয়ে ১৫০। গ্যালারি তখন প্রায় চুপ। টিভির সামনে দর্শকদের চিন্তা স্কোর কত উঠবে। ৩০০-এর কাছাকাছি হলে!!! ক্রিজে তখন বাবর-রাজ। হঠাতই অর্ধশতরানের পর মনঃসংযোগ হারালেন পাক অধিনায়ক। সিরাজের বলে বাবর ফিরতেই পালা বদল। পাকিস্তান ১৫৫/৩ থেকে অল আউট ১৯১। শেষ ৮ উইকেট পড়ল ৩৬ রানে। ৫০ ওভার ব্যাট-ই করতে পারল না পাকিস্তান। ৪২.৫ ওভারে শেষ হল পাকিস্তানের ইনিংস। জিততে গেলে ভারতকে করতে হবে ১৯২ রান। রোহিত-কোহলিদের কাছে যা আশা করাই যায়। ম্যাচের মধ্যে বিরাটকে বিশেষ পরামর্শও দিলেন সচিন। 

    মাঠে এক লক্ষ দর্শক

    এদিন টসে জিতে পাকিস্তানকে ব্যাট করতে পাঠায় ভারত। মাঠে এক লক্ষ দর্শক। ভারতীয় পতাকা এবং নীল জার্সিতে ভর্তি আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম। পাকিস্তানের পতাকা খুঁজে পাওয়াই মুশকিল। সেই চাপ নিয়ে খেলতে নেমেই আট ওভারের মাথায় সিরাজের বলে আউট হন শাফিক।  দ্বিতীয় উইকেট নেন হার্দিক পান্ডিয়া। ইমাম উল হককে ফেরান তিনি। ৩৬ রান করে আউট হন তিনি। এরপর বাবর আজম ও মহম্মদ রিজওয়ান হাল ধরেন।

    দলের হাল ধরেন। এই জুটি ৫০ রানের পার্টনারশিপ তৈরি করে। একটা সময় মনে হয়েছিল এই জুটি পাকিস্তানকে বড় রানের দিকে নিয়ে যাবে। তবে সেটা সম্ভব হয়নি। বাবর আজম হাফসেঞ্চুরি করলেও তা কার্যকর করতে পারেননি। বাবর আজম হাফসেঞ্চুরি করার সঙ্গে সঙ্গে তাঁকে ক্লিন বোল্ড করেন মহম্মদ সিরাজ। এরপর এক এক করে উইকেট হারাতে থাকে পাকিস্তান। ১৫৫ রানে বাবর আজম ফেরার পর আউট হন সাউদ শাকিল, ইফতিকার আহমেদ, মহম্মদ রিজওয়ান, শাদাব খানরা। এদের মধ্যে রিজওয়ান ৪৯ রানে আউট হন। রিজওয়ানকে অনবদ্য দক্ষতায় বোল্ড করেন বুমরাহ। যেই পিচে বল টার্ন করছিল না সেই পিচে বল টার্ন করিয়ে বুমরাহ দুটো উইকেট নিলেন। দুটো করে উইকেট নিলেন কুলদীপ, হার্দিক, জাদেজাও।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Ind Vs Pak: থাকবে এনএসজি কমান্ডোও! শনিবার ভারত-পাক ম্যাচে মোতায়েন ১৫ হাজার নিরাপত্তাকর্মী

    Ind Vs Pak: থাকবে এনএসজি কমান্ডোও! শনিবার ভারত-পাক ম্যাচে মোতায়েন ১৫ হাজার নিরাপত্তাকর্মী

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারত-পাকিস্তানের (Ind Vs Pak) ম্যাচ মানেই টানটান উত্তেজনা। চলতি ২০২৩ সালের বিশ্বকাপে (ICC World Cup 2023) শনিবারই মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ। হাইভোল্টেজ এই ম্যাচকে ঘিরে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হচ্ছে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম (Narendra Modi Stadium)। এর পাশাপাশি গুরুত্ব দেওয়া হচ্ছে দিনকয়েক আগে এনআইএ-র কাছে আসা একটি হুমকি-ইমেলকে। ওই চিঠিতে অবিলম্বে জেলবন্দি গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই-এর মুক্তির দাবি করা হয়েছে। একইসঙ্গে ৫০০ কোটি টাকা দিতে হবে বলেও দাবি করা হয়েছে। চিঠি অনুযায়ী, এটা না করলে প্রধানমন্ত্রীকে হত্যা করা হবে হুমকি দেওয়া হয়েছে। একইসঙ্গে দেশ তথা বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম— আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম উড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে ওই ইমেলে। এসমস্ত কারণেই নিরাপত্তা ব্যবস্থা জোরালো করা হয়েছে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে (Ind Vs Pak)।

    ১৫ হাজার নিরাপত্তাকর্মী মোতায়েন  

    জানা গিয়েছে, ১৫ হাজার নিরাপত্তাকর্মী মোতায়েন থাকবেন শনিবারের ম্যাচে। এর পাশাপাশি থাকছে বম্ব স্কোয়াডও। ভারত পাকিস্তান (Ind Vs Pak) ম্যাচকে ঘিরে আমেদাবাদের পুলিশ কমিশনার জিএস মালিক বলছেন, ‘‘গত কুড়ি বছরে আহমেদাবাদে কোনও ক্রিকেট ম্যাচকে কেন্দ্র করে হিংসা বা দাঙ্গা হয়নি। তবু শহরের বিভিন্ন সংবেদনশীল এলাকায় নিরাপত্তাকর্মী মোতায়ন করা হবে। সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। নরেন্দ্র মোদি স্টেডিয়ামে নিরাপত্তার দায়িত্বে থাকবেন  ৭ হাজার পুলিশ কর্মী এবং ৪ হাজার হোমগার্ড। এছাড়াও বোম্ব স্কোয়াডের ন’টি দলকে তৈরি রাখা হবে বলে জানা গিয়েছে। চারজন আইপিএস অফিসার এই গোটা নিরাপত্তা ব্যবস্থাকে তদারকি করবেন। থাকবেন ২১ জন ডেপুটি কমিশনার পদমর্যাদার আধিকারিক।

    কোন বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে?

    পুলিশ কমিশনার জানান, ত্রিস্তরীয় নিরারত্তা বলয় তৈরি করা হয়েছে। পুলিশের পাশাপাশি, যে কোনও অপ্রীতিকর পরস্থিতি এড়াতে তিনটে ‘হিট টিম’ও তৈরি রাখা হবে। থাকবে এনএসজির অ্যান্টি ড্রোন টিম। স্টেট রিজার্ভ পুলিশের ১৩টা সংস্থার পাশাপাশি ব়্যাপিড অ্যাকশন ফোর্সও থাকবে। ব়্যাফ কড়া নজর রাখবে স্পর্শকাতর এলাকায়। শনিবারের ম্যাচের আগেই তাঁরা দখল নিয়ে নেবেন শহর ও স্টেডিয়ামের। 

    থাকছে বিপর্যয় মোকাবিলা দফতরও

    নিরাপত্তার পাশাপাশি থাকছে বিপর্যয় মোকাবিলা দফতরও। সাধারণভাবে যে কোনও ক্রিকেট ম্যাচকে (Ind Vs Pak) ঘিরে এমন নিরাপত্তার ব্যবস্থা নজিরবিহীন। বোম স্কোয়াড, নিরাপত্তা রক্ষী মোতায়েন দেখে যে কোনও জনের মনেই হবে যে নিশ্চয়ই কোন যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে। আসলে ভারতে খেলতে আসা পাকিস্তানি ক্রিকেটারদের নিরাপত্তা দিতে কোন ফাঁক রাখতে চাইছে না বিসিসিআই।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • India Vs Pakistan: সম্মুখসমরে ভারত-পাকিস্তান! বৃষ্টির সম্ভাবনা কতটা?

    India Vs Pakistan: সম্মুখসমরে ভারত-পাকিস্তান! বৃষ্টির সম্ভাবনা কতটা?

    মাধ্যম নিউজ ডেস্ক: অপেক্ষা আর মাত্র কয়েক ঘণ্টা, তারপরই শুরু ভারত পাকিস্তান (India vs Pakistan) মহারণ। বাইশগজে এশিয়ার সেরা হওয়ার লড়াই। আজ ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে মুখোমুখি যুযুধান দুই দল। এই ম্যাচ দেখার অপেক্ষায় সারা বিশ্বের ক্রিকেট প্রেমীরা।  শনিবার এই ম্যাচ দিয়েই অভিযান শুরু করবে ভারতীয় দল।

    ভারত-পাকিস্তান মর্যাদার লড়াই

    ভারত-পাকিস্তান ম্যাচ মানেই টানটান উত্তেজনা। মর্যাদার লড়াই। যে লড়াইয়ে হারতে চায় না কোনও দলই। বুধবার নেপালের বিরুদ্ধে সতীর্থদের ফর্ম দেখে নিয়েছেন বাবর। ভারতের বিরুদ্ধে এই বাড়তি সুবিধা নিয়েই মাঠে নামবে আইসিসির এক দিনের ক্রমতালিকায় শীর্ষে থাকা পাকিস্তান। রোহিত শর্মাদের বিরুদ্ধে প্রথম একাদশ জানিয়ে দিয়েছে পাকিস্তান শিবির। নেপালের বিরুদ্ধে খেলা প্রথম একাদশে কোনও পরিবর্তন করেননি বাবরেরা। উইনিং কম্বিনেশন ভাঙতে চাননি তাঁরা।

    ভারত-পাকিস্তান কে এগিয়ে

    আইসিসির ক্রমতালিকা অনুযায়ী, এক দিনের ক্রিকেটে পাকিস্তান এখন এক নম্বর দল। ভারত রয়েছে তৃতীয় স্থানে। এই ম্যাচে আইসিসির র‌্যাঙ্কিংয়ের কোনও গুরুত্ব নেই। কোনও দিন ছিলও না। খাতায় কলমে দলগত শক্তির হিসাবও ভারত-পাকিস্তান ম্যাচে কার্যত অপ্রাসঙ্গিক। এগিয়ে থেকে মাঠে নামে না কেউ। ক্রিকেটপ্রেমীরা তাকিয়ে থাকবেন শুধু ব্যাট বলের লড়াইয়ের দিকে। এক দিকে বিরাট কোহলি, রোহিত শর্মা, শুভমন গিলদের সঙ্গে লড়াই হবে শাহিন আফ্রিদি, নাসিম শাহ, হ্যারিস রউফদের। আবার বাবর আজম, মহম্মদ রিজওয়ান, ইফতিকার আহমেদদের চ্যালেঞ্জ জানাবেন যশপ্রীত বুমরা, মহম্মদ শামি, মহম্মদ সিরাজেরা।

    আরও পড়ুন: ভিলেন হতে পারে বৃষ্টি! শনিবার ভারত-পাক ব্লকবাস্টার ম্যাচ কখন, কোথায় দেখতে পাবেন

    ভারত-পাক ম্যাচে ভিলে‌ন বৃষ্টি

    মহারণে ভিলে‌ন হতে পারে বৃষ্টি, এমন আশঙ্কা বিগত কয়েকদিন ধরেই করা হচ্ছিল। তবে শনিবার সকালে কিছুটা স্বস্তির খবর শুনিয়েছে শ্রীলঙ্কার হাওয়া অফিস। সকালের আকাশ আপাতত পরিষ্কার রয়েছে। শুক্রবার রাতে ক্যান্ডিতে বৃষ্টি হয়নি। তবে, বৃষ্টির প্রকোপ থেকে ম্যাচ পুরোপুরি পরিত্রাণ পাবে এমন আশা করা একটু কঠিন।

    আবহাওয়ার যা পূর্বাভাস তাতে টসের সময় বা ম্যাচ শুরুর নির্ধারিত সময়ে বৃষ্টি হতে পারে। সময় যত এগোবে ততই আকাশ পরিষ্কার হবে এবং বৃষ্টিপাতের সম্ভব‌না কমবে।

    ভারতের সম্ভাব্য প্রথম একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, ঈশান কিষাণ (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, হার্দিক পান্ডিয়া, কুলদীপ যাদব, মহম্মদ শামি অথবা শার্দূল ঠাকুর, মহম্মদ সিরাজ, জসপ্রীত বুমরা।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Asia Cup 2023: ভারত-পাকিস্তান ম্যাচে বৃষ্টির ভ্রুকুটি! নেপাল ম্যাচ জিতে প্রস্তুতি সারলেন বাবররা

    Asia Cup 2023: ভারত-পাকিস্তান ম্যাচে বৃষ্টির ভ্রুকুটি! নেপাল ম্যাচ জিতে প্রস্তুতি সারলেন বাবররা

    মাধ্যম নিউজ ডেস্ক: শুরু হয়ে গিয়েছে এশিয়া সেরার লড়াই। আগামী ২ সেপ্টেম্বর পাল্লেকেলেতে এশিয়া কাপের গ্রুপ ম্যাচে ভারতের বিরুদ্ধে মাঠে নামবে পাকিস্তান। বাবরদের বিরুদ্ধে লড়াই দিয়ে এশিয়া কাপ অভিযান শুরু করবে টিম ইন্ডিয়া। বিশ্বকাপের আগে এই ম্যাচ নিয়ে উত্তেজনা তুঙ্গে। কিন্তু এশিয়া কাপে আদৌ কি খেলা সম্ভব হবে ভারত-পাক ম্যাচ? স্থানীয় আবহাওয়াবিদদের‌ তরফে যা খবর, তাতে করে ভারত বনাম পাকিস্তানের এই হাইভোল্টেজ ম্যাচে বাধ সাধতে পারে প্রকৃতি। বৃষ্টির ভ্রুকুটি রয়েছে এই ম্যাচে।

    ভারত-পাক ম্যাচে বৃষ্টি ফ্যাক্টর

    শ্রীলঙ্কায় এই মুহূর্তে বর্ষার মরশুমের একেবারে শেষভাগ। বিশেষজ্ঞদের মতে শ্রীলঙ্কার আবহাওয়ার বিষয়ে যাঁদের নূন্যতম ধারণা রয়েছে তাঁরা জানেন যে অগস্ট-সেপ্টম্বর মাসে এই দ্বীপরাষ্ট্রে ক্রিকেট খেলা কতটা ঝুঁকিপূর্ণ এই বৃষ্টির কারণে। শনিবার ভারত-পাক হাইভোল্টেজ ম্যাচে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে ।  ৯০ শতাংশ সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের। ফলে ভারত বনাম পাকিস্তানের ম্যাচ হওয়া নিয়েই বড়সড় প্রশ্নচিহ্ন পড়ে গিয়েছে। পাল্লেকেলের আউটফিল্ডের অবস্থা এতটাই খারাপ যে আগের দিনও যদি বৃষ্টি হয় এবং পরের দিন সূর্য ভালোভাবে না বেরতে পারে তাহলে ভিজে থাকে। এতটাই ভিজে থাকে যে চলাফেরা করলেই সেখানে পায়ের দাগ তৈরি হয়ে যেতে পারে। আজ,  বৃহস্পতিবার শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ ম্যাচেও রয়েছে বৃষ্টিপাতের আশঙ্কা।

    আরও পড়ুন: চোখের নিমেষে শেষ! বিশ্বকাপে ভারত-পাক ম্যাচের টিকিট আর কি পাওয়া যাবে?

    ভারত-পাক ম্যাচে বাবর ফ্যাক্টর

    অন্যদিকে, নেপালের বিরুদ্ধে বিরাট জয় দিয়ে এশিয়া কাপ অভিযান শুরু করল পাকিস্তান। বুধবার মুলতানে এশিয়া কাপ ২০২৩-এর উদ্বোধনী ম্যাচে নেপালকে ২৩৮ রানের বিশাল ব্যবধানে পরাজিত করে পাকিস্তান। ওয়ান ডে ফর্ম্যাটের এশিয়া কাপের ইতিহাসে এটি পাকিস্তানের সব থেকে বড় ব্যবধানে ম্যাচ জয়ের রেকর্ড। ক্যাপ্টেন নিজে ব্যাট হাতে সামনে থেকে নেতৃত্ব দেন পাকিস্তানকে। ১৪টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ১৩১ বলে ১৫১ রানের দুর্দান্ত ইনিংস খেলে আউট হন বাবর আজম। ম্যাচের শেষে পুরস্কার বিতরণী মঞ্চে বাবর বলেন, ‘ভারত-পাকিস্তান ম্যাচ সর্বদা অন্যরকম উত্তেজনা নিয়ে আসে। ভারতের মুখোমুখি হওয়ার আগে এই ম্যাচটায় যথাযথ প্রস্তুতি সারা গেল। কেননা এমন জয় আমাদের বাড়তি আত্মবিশ্বাস জোগাবে। আমরা সব ম্যাচেই একশো শতাংশ দিতে চাই। আশা করি ভারতের বিরুদ্ধেও নিজেদের সেরাটা দিতে পারব।’ প্রথম ম্যাচে পাকিস্তানের সার্বিক পারফর্ম্যান্স ভারতীয় শিবিরের কাছে সতর্কবার্তা বয়ে নিয়ে যেতে পারে। বাবরের ফর্মে থাকা নিয়ে ভাবতে বাধ্য টিম ইন্ডিয়া।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Ind vs Pak Hockey: অপরাজিত থেকে সেমিফাইনালে! হকিতে পাকিস্তানকে ৪-০ গোলে চুরমার করল ভারত

    Ind vs Pak Hockey: অপরাজিত থেকে সেমিফাইনালে! হকিতে পাকিস্তানকে ৪-০ গোলে চুরমার করল ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: পাকিস্তানের বিরুদ্ধে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে দাপট দেখিয়ে জিতল ভারত।  ঘরের মাঠে পাকিস্তানকে ৪-০ গোলে হারাল মেন ইন ব্লু। জোড়া গোল করে ম্যাচের নায়ক ভারত অধিনায়ক হরমনপ্রীত সিং। এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে টিকে থাকতে হলে এই ম্যাচে অন্তত পক্ষে ড্র করতে হত পাকিস্তানকে। হেরে যাওয়ায় প্রতিযোগিতা থেকে ছিটকে গেল তারা। গ্রুপ শীর্ষে থেকেই সেমিফাইনালে গেল ভারত।  সেমিফাইনালে তাদের সামনে জাপান। অন্য সেমিফাইনালে মুখোমুখি মালয়েশিয়া ও দক্ষিণ কোরিয়া। পঞ্চম স্থানের জন্য চিনের সঙ্গে খেলবে পাকিস্তান। ট্যুইটারে হরমনপ্রীতদের শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর, বিসিসিআই সচিব জয় শাহ।

    পাকিস্তানের বিরুদ্ধে দাপট 

    ভারতে পা রেখেই পাকিস্তান হকি দলের কোচ হুঙ্কার ছেড়েছিলেন, চিরপ্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে তারাই সুবিধাজনক জায়গায় থাকবেন। মনে করিয়ে দিয়েছিলেন, বড় টুর্নামেন্টে তাদের রেকর্ডও। ভারতীয় শিবির যদিও নীরবই ছিল। কেন তাঁরা পাকিস্তান শিবিরের হুঁশিয়ারিতে কান দেননি, বুধবার তা দেখিয়ে দিলেন হরমনপ্রীতরা। চেন্নাইতে এদিন ভারত-পাকিস্তান ম্যাচের আগে দু-দলের খেলোয়াড়দের সঙ্গে মিলিত হন তামিলনাডুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন, ভারতীয় দলের ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন এবং হকি ইন্ডিয়ার প্রেসিডেন্ট দিলীপ তিরকে। দু-দেশের জাতীয় সঙ্গীতের পর।

    আরও পড়ুন: সামনে বিশ্বকাপ! গভীর রাতে আগুনে পুড়ল ইডেনের ঐতিহ্যবাহী ড্রেসিং রুম

    শুরু থেকেই আক্রমণে ভারত

    ম্যাচ শুরুর ৩ মিনিটের মাথায়, প্রথম কোয়ার্টারে প্রথম বিপক্ষের সার্কলে ঢুকে পড়ে ভারতই। হার্দিক সিংয়ের এরিয়ান বল পান শামসের সিং। কোনওমতে বিপদ এড়ায় পাকিস্তান। এরপরই পাকিস্তান একটি গোল করে। যদিও ভারত রিভিউ নেওয়ার পর সেই গোল বাতিল হয়। একটি পেনাল্টি কর্নার পায় পাক দল। ভারতের গোলকিপার কৃষ্ণণ বাহাদুর পাঠক গোল বাঁচিয়ে দেন। কিন্তু গোলের গন্ধ পেয়ে যেন তেড়েফুঁড়ে খেলতে শুরু করে পাক দল। বারবার ভারতের ডি-তে ঢুকে আক্রমণ শানাচ্ছিল পাকিস্তান। তবে প্রথম কোয়ার্টার শেষ হওয়ার ঠিক আগে গোল পায় ভারত। পেনাল্টি কর্নার থেকে গোল করেন অধিনায়ক হরমনপ্রীত সিং। প্রথম কোয়ার্টার শেষ হয় ভারতের পক্ষে ১-০ ব্যবধানে। দ্বিতীয় কোয়ার্টারে গোল শোধ করতে মরিয়া হয়ে ওঠে পাকিস্তান। কিন্তু ২৩ মিনিটের মাথায় ফের গোল পায় ভারত। গোলদাতা, ফের অধিনায়ক হরমনপ্রীত। পেনাল্টি কর্নার থেকেই ফের গোল করেন তিনি। ভারত এগিয়ে যায় ২-০।

    তৃতীয় কোয়ার্টারে ৩৬ মিনিটের মাথায় ফের পেনাল্টি কর্নার পায় ভারত। জোরাল শট থেকে গোল করেন যুগরাজ সিং। ভারত এগিয়ে যায় ৩-০। ৩৯ মিনিটের মাথায় চতুর্থ গোল করে ভারত। কিন্তু ভিডিও রেফারেল নিয়ে তা বাতিল করেন আম্পায়ার। ম্যাচ শেষ হওয়ার ঠিক ৫ মিনিট আগে, ৫৫ মিনিটের মাথায় চতুর্থ গোল ভারতের। গোল করেন আকাশদীপ সিং। ৪-০ গোলে ম্যাচ শেষ হয়। পাকিস্তান দু’এক বার আক্রমণ করলেও অমিত রুইদাসের নেতৃত্বে ভারতীয় রক্ষণ সজাগ ছিল। টুর্নামেন্টে ইতিমধ্যে ৭টি গোল করেছেন হরমনপ্রীত। সব কটিই করেছেন পেনাল্টি কর্নার থেকে। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Asia Cup 2023: এশিয়া কাপের সূচি চূড়ান্ত! শ্রীলঙ্কায় হবে ভারত-পাকিস্তানের ম্যাচ

    Asia Cup 2023: এশিয়া কাপের সূচি চূড়ান্ত! শ্রীলঙ্কায় হবে ভারত-পাকিস্তানের ম্যাচ

    মাধ্যম নিউজ ডেস্ক: এশিয়া কাপে (Asia Cup 2023) শ্রীলঙ্কার মাটিতে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান (India vs Pakistan) একে অপরের মুখোমুখি হবে। ভারত কোনওভাবেই এশিয়া কাপ খেলতে পাকিস্তান যাবে না তা জানিয়ে দিল বিসিসিআই। সম্প্রতি জল্পনা চলছিল রোহিতরা এশিয়া কাপ (Asia Cup 2023) খেলতে পাকিস্তানে যেতে পারে। কিন্তু বিসিসিআই কর্তা তথা আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমল জানান, এশিয়া কাপের সূচি চূড়ান্ত এবং আগামী কয়েকদিনের মধ্যেই তা প্রকাশ করা হবে।

    শ্রীলঙ্কায় ম্যাচ

    ধুমল বর্তমানে দক্ষিণ আফ্রিকার ডারবানে রয়েছেন। সেখানেই আইসিসির একটি আলোচনাসভায় জয় শাহের সঙ্গে থাকবেন তিনিও। তিনি জানান ভারতীয় বোর্ডের সচিব তথা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান জয় শাহ পিসিবির প্রতিনিধি জাকা আশরফের সঙ্গে কথা বলেই এশিয়া কাপের সূচি নিশ্চিত করেছেন। ধুমল বলেছেন, “আমাদের সচিবের সঙ্গে পাক বোর্ডপ্রধানের দেখা হয়েছে। এশিয়া কাপের সূচি চূড়ান্ত, যেমনটা আগে আলোচনা হয়েছিল। পাকিস্তানে লিগ পর্যায়ের চারটি ম্যাচ হবে। শ্রীলঙ্কায় বাকি ন’টি ম্যাচ হবে। ভারতের বিরুদ্ধে পাকিস্তানের দুটি ম্যাচই হবে শ্রীলঙ্কায়। তৃতীয় ম্যাচের সম্ভাবনা তৈরি হলে সেটিও শ্রীলঙ্কায় হবে।” সব ঠিক থাকলে শ্রীলঙ্কার ডাম্বুলায় পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ খেলবে ভারত।

    আরও পড়ুন: বিশ্বকাপে ভারত-পাকিস্তান সেমিফাইনাল ইডেনে! বললেন সৌরভ

    প্রসঙ্গত, পাকিস্তান এশিয়া কাপের (Asia Cup 2023) গ্রুপ পর্বের একটি ম্যাচই নিজেদের দেশে খেলবে। নেপালের বিরুদ্ধে সেই ম্যাচে মুখোমুখি হবেন বাবর আজমরা। তাছাড়া শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ, আফগানিস্তান বনাম বাংলাদেশ এবং শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান, গ্রুপ পর্বের আরও তিনটি ম্যাচ পাকিস্তানেই খেলা হবে। এশীয় ক্রিকেট কাউন্সিল থেকে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল যে, ৩১ অগাস্ট থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত হবে এশিয়া কাপ আয়োজিত হবে। সামনে ভারতের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপ। সেই টুর্নামেন্টের আগে ৫০ ওভারের ক্রিকেটে নিজেদের ঝালিয়ে নিতে চায় দেশগুলি। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Women’s T20 World Cup: রবিবার মেয়েদের টি-২০ বিশ্বকাপে মুখোমুখি ভারত-পাকিস্তান, কখন ও কোথায় দেখবেন ম্যাচ?

    Women’s T20 World Cup: রবিবার মেয়েদের টি-২০ বিশ্বকাপে মুখোমুখি ভারত-পাকিস্তান, কখন ও কোথায় দেখবেন ম্যাচ?

    মাধ্যম নিউজ ডেস্ক: শুরু হয়ে গিয়েছে মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারে দক্ষিণ আফ্রিকার মাটিতে শুরু হয়েছে মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর আগামীকাল ফের মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। প্রথম ম্যাচ হয়েছে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার মধ্যে। শ্রীলঙ্কা জিতেছে সেই ম্যাচে। ভারতীয় দল আগামীকাল তাদের প্রথম ম্যাচ খেলবে পাকিস্তানের বিরুদ্ধে। ফলে এই ম্যাচে যে ক্রিকেটপ্রেমীদের সবার চোখ থাকবে টিম ইন্ডিয়ার দিকেই, তা আর বলার অপেক্ষা রাখে না। এই ম্যাচ ঘিরে উত্তেজনা তুঙ্গে। বারবার তীরে এসে তরী ডুবেছে ভারতের মহিলা দলের। ফলে এবারে হরমনপ্রীত কৌরের নেতৃত্বে বিশ্বকাপ জয় করতে মরিয়া ভারতের সিনিয়র মহিলা ক্রিকেট টিম।

    কবে কোথায় খেলা হবে?

    রবিবার ভারত প্রথম ম্যাচে খেলতে নামবে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে। কেপটাউনে অনুষ্ঠিত হতে চলা এই ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে ছ’টায়। অনূর্ধ্ব-১৯ মহিলাদের টি২০ বিশ্বকাপ জেতার পর এবার ভারতের সিনিয়র মহিলা দল বিশ্বকাপ জয় করতে পার কিনা সেটাই এখন দেখার।

    আরও পড়ুন: ঘূর্ণির ভেল্কিতে ধরাশায়ী অস্ট্রেলিয়া! ইনিংস ও ১৩২ রানে নাগপুর টেস্ট জিতল ভারত

    ভারত বনাম পাকিস্তান টি-২০ বিশ্বকাপের ম্যাচটি কোথায় হবে?

    ভারত বনাম পাকিস্তান মেয়েদের টি-২০ বিশ্বকাপের ম্যাচটি হবে কেপটাউনের নিউল্যান্ডস ক্রিকেট গ্রাউন্ডে।

    কোথায় দেখা যাবে এই ম্যাচ?

    স্টার স্পোর্টসে দেখা যাবে এই ম্যাচ। টিভিতে স্টার স্পোর্টস ১ ও ২-তে দেখা যাবে ভারতের মেয়েদের ম্যাচ। লাইভ স্ট্রিমিং দেখতে হলে ডিজনি প্লাস হটস্টারের সাবস্ক্রিপশন নিতে হবে। এছাড়াও দর্শকরা জিও টিভি অ্যাপ্লিকেশনেও দেখতে পাবেন টি-২০ বিশ্বকাপ ম্যাচের লাইভ স্ট্রিমিং।

    ভারতীয় দলের টি-২০ বিশ্বকাপ স্কোয়াড: হরমনপ্রীত কৌর, স্মৃতি মান্ধানা, যস্তিকা ভাটিয়া, হারলিন দেওল, রাজেশ্বরী গায়কোয়াড়, জেমাইমা রডরিগজ, অঞ্জলি সারভানি, দীপ্তি শর্মা, রেণুকা সিং, দেবিকা বৈদ্য, পূজা বস্ত্রকার, শেফালি ভার্মা, রাধা যাদব, রিচা ঘোষ, শিখা পাণ্ডে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

LinkedIn
Share